এসব গান শুনলে মন প্রাণ জুড়িয়ে যায় আর আমি ছোট থেকে মার থেকে এই রবীন্দ্র নাথ ঠাকুরকে খুব ভালো করে চিনেছি আর ওনার গান গুলো অসাধারন আমার খুব খুব প্রিয় ❤❤মা তুমি চলে যাওয়ার পর তবুও আমি রবীন্দ্রসঙ্গীত শোনা ছাড়িনি দেখো
অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে!
আগে রবীন্দ্র সংগীত শুনেছি তখন জীবনে অনেক আনন্দের ছিল। এখনো শুনছি এক বুক বেদনা নিয়ে। আবার পরেরবার যখন আসবো তখন হয়তো সময় এর ওষুধে সব ঠিক হয়ে যাবে। ভিতরে কতটা পরিমাণ বেদনা থাকলে এই গান গুলো কলমের ডগায় আসে, প্রণাম কবিগুরু।
শ্রাবনের শেষভাগ, ঝমঝমে বৃষ্টির রাত্রি, জানালার পাশে বসে,সামনে এককাপ চা, হাতে জ্বলন্ত চারমিনা, হৃদয় উতলানো বেদনা, কানে গোজা আছে হেডফোন, তাতে full sound, আর বাজছে এই গানটা।।।। অনুভূতিটা বলে প্রকাশ করা যায়না।। 💔🖤
@Shidhi, the translation of this songs is as follows : My stream of songs flow between you and me - Lyrics of my song achieve your blessings but not me. The wind is high; do not keep your boat ashore - Come across the stream, come onto the core of my heart. The game of songs with you is a game in vague, My soul plays the pensive flute all day long. When will you to come and play my flute - On a blissful, silent night of gripping darkness.
যখন স্কুলে পড়তাম,তখন রবীন্দ্রজয়ন্তীতে এইগানগুলো শুনতে পেতাম,তখন শুনলেও এতটা গভীর অনুভূতি দিয়ে বুঝতাম না। আজ ,প্রায় কলেজ জীবনের শেষপ্রান্তে কিছুদিন পর জীবনের ছন্দের বহমানতার পরিবর্তন ঘটবে। আবার ও মন খারাপের সময়গুলো খুব করে বাড়তে শুরু করবে । আস্তে আস্তে রবীন্দ্র প্রেমে পড়তেই হলো❤😊।
রাগ ইমন এ খুব সুন্দর composition কবি গুরু রবি ঠাকুরের। আর অপূর্ব গেয়েছেন শুভ মিতা। আমি নিশ্চিত এ গান আমাদের পরের প্রজন্মের ছেলেমেয়েরা নিশ্চয়ই শুনবে। খুব সুন্দর। শুভ মিতা দীর্ঘ দিন এমনি করে গান গেয়ে যান এই প্রার্থনা করি।
রবীন্দ্রসংগীতগুলি চিরনবীন! কখনো যেন পুরাতন হবে না, প্রজন্মের পরে প্রজন্ম রবীন্দ্রসংগীত গাইবে এবং শুনবো। শুভমিতা ম্যামের কন্ঠে তা যেন আরো জীবন্ত হয়ে ওঠে। শুভ কামনা 🇧🇩 থেকে।
আজ ২৫ ই বৈশাখ। শতকোটি প্রমাণ সে লিজেন্ডারি মহামানব কবিগুরু যে আপনাদের বাংলা ভাষার প্রকৃত অর্থ বুঝিয়েছে।অবশেষে গানটি শুনে যেনো আলাদাই শান্তি পেলাম।। ১৬১তম জম্মদিন এর অনেক শুভেচ্ছা ❤️🌼
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে। দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরী, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরী, এসো এসো পার হয়ে মোর হৃদয়- মাঝারে। দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে। দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে। দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে।
প্রত্যেক লাইন হৃদয়স্পর্শী। একবার রবীন্দ্র প্রেম যে পড়বে। সে বার বার এসে গান টা শুনবে। এই গান গুলি কক্ষনোই পুরোনো হবে না। হাজার বছর পরেও এসে গান গুলি কেউ শুনবে। ❤❤
রবি ঠাকুরের গান ,শুভমিতার কণ্ঠে চোখ বুজে শুনছি এখন আমি 64 , মনে হচ্ছে যৌবনে পৌঁছে গেছি, ওর গলার সুর বুকের ভিতর একটা চাপা করুন বেদনার অনুভূতি, চোখ বন্ধ করে ফিরে যাওয়া সেই পুরনো স্মৃতগুলো যেনো ছবির মত , আহা আমার প্রাণের রবি ঠাকুর,তার সাথে শুভ মিতার কন্ঠ ,ভালো থেকো বোন ❤❤❤❤🙏🙏🙏🙏
আমিও রবীন্দ্র সঙ্গীত খুব একটা পছন্দ করতাম না।আমার সঙ্গীত জীবন যে গুরুর মাধ্যমে শুরু হয়েছিল তিনি ছিলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী,ভালো গাইতেন কিন্তু কেন জানি শুনতে বিরুক্তির উদ্রেক হতো।মনে হয় এটার কারণ ছিলো বয়স।এখন ৬৮ বছর বয়োসে এসে উপলব্ধি হচ্ছে রবীন্দ্র সঙ্গীত আমার জন্য মানসিক প্রশান্তি এনে দেয়।
এই গানটা জীবনের অনেক কিছুর স্মৃতি বহন করে চলেছে... খুব পছন্দের একটা গান,,,, "তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,,, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে/ আমার সুরগুলি পাই চরণ আমি পাইনি তোমারে'........ 🍁🍁💚💚💚
রবীন্দ্র সংগীত যা একবিংশ শতাব্দিতেও আমাদের কাছে সমভাবে হৃদয়স্পর্শী ।।।। তিনি এই গানের প্রেম ধারায় যেভাবে মানুষকে প্লাবিত করেছেন তা অভাবনীয়।।।।।। এক কথায় তার গান মানেই বাঙালি তথা বিশ্ববাসীর কাছে এক অভিনবত্ব ।।। Subhamita mam you have to be a great voice I like it and you sung the song greatly which is heart touching...... Thank you...
আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিনI সহজপাঠের সেই লেখা দিয়েই তো পরিচয় তোমার-আমারI গুনগুন করে যখন গান করার বয়স তখন তোমার গানগুলো মনের মধ্যে গুঞ্জরিত হয়ে উঠেছিল I পৌরুষের মধ্য গগনে বিচরণ করতে করতে কখনো ক্লান্ত, কখনো অবসন্ন, ঠিক সেই সময় তোমার লেখা শান্ত, ধীর করেছিলো আমায় I অখণ্ড অবসরে বাবার রেখে যাওয়া তোমার এক গুচ্ছ রচনাবলি থেকে পাতার পর পাতা উল্টিয়ে খুঁজে চলি আজও I সার্থক জনম তোমার,কবিগুরু তোমাকে শতকোটি প্রণাম 🙏🙏
Night duty তে বসে সব sister রা বসে রবিন্দ্র সঙ্গীত শুনছিলাম আজ মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে এক পসলা বৃষ্টি এখন পরছে গুঁড়ি গুঁড়ি এক জন বলল আজ ২৫ বৈশাখ 💖💕 রবিন্দ্র সঙ্গীত আমার বরাবরই খুব প্রিয় ❤️❤️
7 ই মার্চ '24 11:19 Pm বৃহস্পতিবার, হাইস্কুলে sports ছিল বাউফল গেছিলাম 02: 30 pm এ আগামী পরশু নির্বাচন খুব সুন্দর আবহাওয়া ছিল,,, রাত করে বাড়িতে ফিরছি ... ভূগোল পরীক্ষা গেছিলো۔۔۔ আগামীকাল শুক্রবার ঈদের বাজার করতে কালিশুরী যাব
One of the best, finest Rabindra Sangeet singer of all time... বরাবরই শুভমিতার গান শুনতে ব্যাপক লাগে। শুভ রবীন্দ্র জয়ন্তী..... Happy Birthday, the great one...❤
I've listened this song in stories by Rabindranath Tagore After searching it a lot, finally I got it 🥺such a beautiful song Bengali is the sweetest language ...😍
AJ sokal thakai akash ta maghla kora a6a r halka brishti ......dupur a lunch ar por ghora 1la......jani na kano rabindro sangit sunta khub valo lag6a.........jata onno din sokal bala valo laga 🎵
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে-- আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে ॥ বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী-- এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে ॥ তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে আমার সুরগুলি পায় চরণ আমি পাই নে তোমারে.. দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরী (x2) এসো এসো পার হয়ে মোর হৃদয়-মাঝারে.. দাঁড়িয়ে আছ তুমি আমার তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে.. দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে আমার সুরগুলি পায় চরণ আমি পাই নে তোমারে.. দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে..
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে-- আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে ॥ বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী-- এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে ॥ তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে ॥
Subhamita's melodious song already penetrated the hearts of the song lovers. Rabindrasangeet has been sweetest in her melodious voice. She deserves Padmashree.
এসব গান শুনলে মন প্রাণ জুড়িয়ে যায় আর আমি ছোট থেকে মার থেকে এই রবীন্দ্র নাথ ঠাকুরকে খুব ভালো করে চিনেছি আর ওনার গান গুলো অসাধারন আমার খুব খুব প্রিয় ❤❤মা তুমি চলে যাওয়ার পর তবুও আমি রবীন্দ্রসঙ্গীত শোনা ছাড়িনি দেখো
❤
তুমি মায়ের শিক্ষায় অমুল্য রতন,❤❤
আমারও মা নেই
অনেক দিন পরে আমরা থাকবো না,
কিন্তু গানের প্রত্যেকটা লাইন কারুর না কারুর জীবনের সাথে মিলে যায়,
কিন্তু রবীন্দ্র সংগীত সত্যিই হৃয়স্পর্শী
আপনি একদম ঠিক বলেছেন, বাঙালি না হলে এই হৃদয় স্পর্শকারি গান আমাদের শোনার সৌভাগ্য হতো না।।।।
গান গুলোই এক একটি লাইন জীবনের মানে বলে❤❤❤❤
ok
অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে!
Now I am your imagination....
বাহ্, খুব সুন্দর লিখেন তো আপনি,,,
akdom thik ❤️👌
9@@rahaman3476 o
0
আজ থেকে 50 বছর পর আর হয়তো পৃথিবীতে থাকবো না তখন থাকবে এই অমূল্য রবীন্দ্র সংগীত গুলো। তাই স্মৃতি রেখে গেলাম আমার এই লেখাটি।
Mone kosto pelam dada😢 chle jaor kotha bolte nei😢😢😢
@@somnathdas8367pppppppp009990
Jokhon je jaor se jabe dada.... Mon kharap ar kotha bolben na mon ke sokto rakhte hobe❤❤
আগে রবীন্দ্র সংগীত শুনেছি তখন জীবনে অনেক আনন্দের ছিল। এখনো শুনছি এক বুক বেদনা নিয়ে। আবার পরেরবার যখন আসবো তখন হয়তো সময় এর ওষুধে সব ঠিক হয়ে যাবে। ভিতরে কতটা পরিমাণ বেদনা থাকলে এই গান গুলো কলমের ডগায় আসে, প্রণাম কবিগুরু।
মন প্রাণ মুগ্ধ করে এই গানটি একবার নয় বারবার শুনতে ইচ্ছা করে।।।
শুভমিতা ম্যাডাম আপনি অসাধারণ গেয়েছেন গানটিকে❤❤❤❤❤❤
একলা বাড়িতে হোমথিয়েটারে মিডিয়াম সাউন্ড আর মন ভালো করা রবিঠাকুরের এইগান আর অনভূতিগুলো........আনন্দে খেলা করে❤❤প্রণাম ঠাকুর🙏🙏
❤❤❤
❤❤❤❤
এই গানটা আমি ছোটোবেলায় বলতাম “মায়ের গান” কেননা মা গানটা গাইতেন! গানটা যতবার শুনি সেই ছেলেবেলার কথা মনে পরে যায় । শুভমিতাকে অনেক শুভেচ্ছা!
এই গানটি শুনে মনটা ভরে গেল। হৃদয় তৃপ্তি লাভ করল। অসাধারণ ❤
অসাধারণ... এই গান রয়ে যাবে মন জুড়ে, বিরহের অন্তিম লগ্নে
শ্রাবনের শেষভাগ, ঝমঝমে বৃষ্টির রাত্রি, জানালার পাশে বসে,সামনে এককাপ চা, হাতে জ্বলন্ত চারমিনা, হৃদয় উতলানো বেদনা, কানে গোজা আছে হেডফোন, তাতে full sound, আর বাজছে এই গানটা।।।। অনুভূতিটা বলে প্রকাশ করা যায়না।। 💔🖤
সুন্দর
আগে এইসব গান এক দম ভালো লাগতো না।
এখন বয়স এর সাথে সাথে গানের প্রতিটা কথা মন ছুয়ে যায়❤️❤️❤️❤️❤️
একদম ঠিক বলেছেন।
Can u explain me this song? if u can then
Hmmm akdom thik
@Shidhi, the translation of this songs is as follows :
My stream of songs flow between you and me -
Lyrics of my song achieve your blessings but not me.
The wind is high; do not keep your boat ashore -
Come across the stream, come onto the core of my heart.
The game of songs with you is a game in vague,
My soul plays the pensive flute all day long.
When will you to come and play my flute -
On a blissful, silent night of gripping darkness.
Yes
অনন্য সংগীত পরিবেশনা,,,আহা সত্যি প্রাণ টা জুড়িয়ে গেলো,,,শুভমিতা দিদি তোমার গলা টা খুব মানিয়েছে এই গানের সাথে❤
যে বা যারা রবীন্দ্র বোঝে সে বা তাঁরা প্রতিটি পদে রবীন্দ্র খোঁজে।🥀❤️
মন ভরে যায় এই গান শুনলে, হারিয়ে যেতে ইচ্ছা করে সুদূরের পানে।
প্রণাম জানাই রবীন্দ্রনাথ ঠাকুর।
বিশ্বকবি, গুরুদেব। 🙏🙏
Khub valo laglo.
Best crowded performance!!
শুভমিতা হল শুভমিতা। এই গান যুগ যুগ ধরে বাজতে থাকবে। গানটি শুনলে মন চলে যায় সেই কলেজ জীবনের সময়ে। এটা একটা অদ্ভুত অনুভূতি।
Happy
Shubhomitadi has very distinct,husky and honey coated voice which makes her ideal for such type of songs.
Yes
👍👍👍👍
Ganer gola r Sound Shulle Lata Mangeshkar kotha mone chole ashe
বাঙালী হোক বা অবাঙালী একবার হলেও রবীন্দ্র সংগীতের প্রেমে পড়বে এটা নিশ্চিত। 😊মন খারাপ এক নিমেষেই যেন উধাও হয়ে যায় ।❤
Amar mon kharap ar sathi 🌸
Akdom 👍
sotti khub valo feel hoche khub disturb chilam
Khub bhalo laglo❤
যতই নতুন গান আসুক না কেনো
রবীন্দ্রসঙ্গীত বাঙালির মনে চিরকাল থেকে যাবে অমর হয়ে
Tik bolecen
Akdom
Ekdam
❤❤❤❤
একদম ঠিক। রবীন্দ্রসংগীত কখনো পুরোনো বা বিলিন হবে না❤
যখন স্কুলে পড়তাম,তখন রবীন্দ্রজয়ন্তীতে এইগানগুলো শুনতে পেতাম,তখন শুনলেও এতটা গভীর অনুভূতি দিয়ে বুঝতাম না।
আজ ,প্রায় কলেজ জীবনের শেষপ্রান্তে কিছুদিন পর জীবনের ছন্দের বহমানতার পরিবর্তন ঘটবে। আবার ও মন খারাপের সময়গুলো খুব করে বাড়তে শুরু করবে ।
আস্তে আস্তে রবীন্দ্র প্রেমে পড়তেই হলো❤😊।
রাগ ইমন এ খুব সুন্দর composition কবি গুরু রবি ঠাকুরের। আর অপূর্ব গেয়েছেন শুভ মিতা। আমি নিশ্চিত এ গান আমাদের পরের প্রজন্মের ছেলেমেয়েরা নিশ্চয়ই শুনবে। খুব সুন্দর। শুভ মিতা দীর্ঘ দিন এমনি করে গান গেয়ে যান এই প্রার্থনা করি।
কিছু গান পুরোনো হলেও
নতুন লাগে বার বার
তেমনি এই গানটাও ❤️
Shudhu ei ganti noy rabi thakurer protyek ta gan ❤
Hmm
Hmm
Lol
Old is gold
রবীন্দ্র সংগীত কখনো পুরানো হয় না। জীবনের প্রতিটা দশায় এক অদ্ভুত নিয়মে গানগুলোর প্রতি আকর্ষিত হয়ে যেতেই হয়।
রবীন্দ্রসংগীতগুলি চিরনবীন!
কখনো যেন পুরাতন হবে না, প্রজন্মের পরে প্রজন্ম রবীন্দ্রসংগীত গাইবে এবং শুনবো।
শুভমিতা ম্যামের কন্ঠে তা যেন আরো জীবন্ত হয়ে ওঠে। শুভ কামনা 🇧🇩 থেকে।
Thank you from India
@@indrani6453❤❤😮😅❤❤❤❤❤❤😊 0:55 0o pp l
L😊
ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিটা মূহুর্ত অতিবাহিত করছি,,এই গান গুলো যখন শুনি হৃদয়ে শান্তি অনূভব করি।
Sob thik hoye jabe, dhoirjo dhorun
অসাধারণ!!! হৃদয় ছুঁয়ে যায়... জয়তি দিদি আর শুভ মিতা দুজনের কন্ঠেই শুধু এই গান ভালো লেগেছে।
কী আছে এই গানের মধ্যে যতো বার শুনি চোখে জল গড়ায়,এক আলাদা অনুভুতি,কষ্ট মনে হয় গলার মাঝে আটকে আছে,
এই গান সব গান থেকে আলাদা
@@parthasarker9539 হ্যাঁ একদম
আজকের ২২ সালের ২৪ শে ডিসেম্বর।। এখন রাত বাজে ১ টা বেজে ৫৫ মিনিট,, শুনছি শুধু 🙏🙏শুভমিতা দিদি শুভেচ্ছা রইলো অফুরন্ত।।
❤️
Akdom i tai...ami o sunchi 4.25 am a vor bela
Puro 1:55 baje ekhon 18 February🤯
Same amio
my birthday 24th
মধুর আকর্ষণীয় বিরহের সঙ্গীত মধুর কণ্ঠে, আত্মিক সম্পর্ক, শিল্পীকে অশেষ ধন্যবাদ!
মন ছুয়ে যাওয়া গান❤️❤️ সত্যি রবীন্দ্রসংগীত কখনো পুরনো হওয়ার নয় আর এমন সব শিল্পীদের এত সুরেলা গলায় এই গান আরো প্রাণবন্ত হয়ে ওঠে ❤️
Very nice
It is my favorite song and my favorite all robindra Sangit
ভোরের মনের পরম প্রশান্তি, অপূর্ব কলি, তেমনি সুর লয়ের মূর্ছনা
👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓Jail for the👮👮👮 👮police's
Not keeps not keeps not keeps not Madea gorment durgakalanssmati👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓 NGO
As a bihari I'm so grateful that i know Bengali and born in Kolkata can totally this song touched my heart
We all are human.
Wow
Nice comment😊
আজ ২৫ ই বৈশাখ। শতকোটি প্রমাণ সে লিজেন্ডারি মহামানব কবিগুরু যে আপনাদের বাংলা ভাষার প্রকৃত অর্থ বুঝিয়েছে।অবশেষে গানটি শুনে যেনো আলাদাই শান্তি পেলাম।। ১৬১তম জম্মদিন এর অনেক শুভেচ্ছা ❤️🌼
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ,
আমি
পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
এসো এসো পার হয়ে মোর
হৃদয়- মাঝারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তোমারে। দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
Thanks for sharing lyrics with us
Good💐💐♥️
সুন্দর গান।অনেক সুন্দর
গানটা এত সুন্দর কেন??
প্রতিটি লাইন মনে হয় মিলে যায় জীবনের সাথে💛💛💛
Karon eta biswas kobir lekha❤️
@@ankitamukherjee4224 I
@@manikghorai3038 apni ki bolte cheyechen ami bjte prchi na 🙄
Asol talent jader a6e .tader khub kom I nei era😞
@@ankitamukherjee4224 see
রবীন্দ্রসঙ্গীত যেনো চির সবুজের রংঙে রঙিন😍
যখনই মন খারাপ, নীরবতা তখনই রবি ঠাকুরের গানই শ্রেয়। কিন্তু আমি সবসময়ই গান শুনতে ভালোবাসি।এই গানটি আমার খুব প্রিয়।
এই গানটা আমার ও খুব প্রিয়
Darun.... What a great presentation...
আপনার মতো গায়িকা বর্তমানে বাংলায় বিরল। 🌺🙏🌺মা সরস্বতীর আশীর্বাদ।
সত্যি ই রবীন্দ্রসঙ্গীত কোনো কালেও পুরানো হয়না। যখন ই শুনি তখন ই সবকিছু আবার নতুন করে ভাবায়।❤️❤️❤️❤️
বৃষ্টি + ভেজা মাটির গন্ধ + এই গানটা = স্বর্গ 🌸
মানুষটা ছেড়ে চলে যাওয়ার পর গানটা আজ চার বছর শুনিনা!!!🥀কাল হটাৎ সেই মানুষটার সঙ্গে দেখা!!!🖤তাই আবারও গানটা ফিরে শোনা!!!! অসম্ভব ভালো লাগছে!!!!!❤️
বয়স যতো বাড়তে থাকে গানটা ততো মনে পড়ে❤️
প্রেমিকের ভুল ভাঙ্গাতে প্রকৃতি সেজেছিল, সেজেছিল প্রেমিকার হৃদয়ও।
রবি ঠাকুরের কি দারুন লেখা 😊 আপনার কন্ঠে আরো বেশি ফুটে উঠেছে 😊 শুভ কামনা করি 😊এখনও কে কে শুনছেন। ।।।।।।
❤❤❤ভালোবাসার জন্ম থেকেই গানের উৎপত্তি ।
কমেন্টটা রেখে যাচ্ছি আমার প্রেমিকের জন্য! যখন ভীষণ বিরহে ছিলাম! কান্নার পরিবর্তে শুনেছি এই গানটি। ❤❤❤❤❤
আপনি কি মেয়ে না ছেলে
@@SumitKanti-i3k ছেলে
মন টা শান্ত হয়ে গেল । গুনগুনিয়ে উঠলাম শুনতে শুনতে । এককথায় মুগ্ধ । নতুন গান শোনার অপেক্ষায় রইলাম শুভমিতা দি।অনেক শুভেচ্ছা রইল।
আসছে আরো একটি গান👍
kub sensor Amar kub call lagacha
Nice
Akdom....
Hmm
প্রত্যেক লাইন হৃদয়স্পর্শী। একবার রবীন্দ্র প্রেম যে পড়বে। সে বার বার এসে গান টা শুনবে। এই গান গুলি কক্ষনোই পুরোনো হবে না। হাজার বছর পরেও এসে গান গুলি কেউ শুনবে। ❤❤
রবীন্দ্র সৃষ্টির সামনে আরো এক বার নত হলাম,এই সৃষ্টির তুলনা হয় না।❤❤❤
" তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে""
সত্যি এই গানের প্রতিটা লাইন তোমার কথা মনে করিয়ে দেয় প্রিয়❤❤
❤❤❤
এই তুমি টা কে?
@@parthasarker9539 apni k?
@parthasarker9539 apni k?
@@parthasarker9539 apni k?
রবি ঠাকুরের গান ,শুভমিতার কণ্ঠে চোখ বুজে শুনছি এখন আমি 64 , মনে হচ্ছে যৌবনে পৌঁছে গেছি, ওর গলার সুর বুকের ভিতর একটা চাপা করুন বেদনার অনুভূতি, চোখ বন্ধ করে ফিরে যাওয়া সেই পুরনো স্মৃতগুলো যেনো ছবির মত , আহা আমার প্রাণের রবি ঠাকুর,তার সাথে শুভ মিতার কন্ঠ ,ভালো থেকো বোন ❤❤❤❤🙏🙏🙏🙏
আমিও রবীন্দ্র সঙ্গীত খুব একটা পছন্দ করতাম না।আমার সঙ্গীত জীবন যে গুরুর মাধ্যমে শুরু হয়েছিল তিনি ছিলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী,ভালো গাইতেন কিন্তু কেন জানি শুনতে বিরুক্তির উদ্রেক হতো।মনে হয় এটার কারণ ছিলো বয়স।এখন ৬৮ বছর বয়োসে এসে উপলব্ধি হচ্ছে রবীন্দ্র সঙ্গীত আমার জন্য মানসিক প্রশান্তি এনে দেয়।
কেউ যে কখনো রবীন্দ্রসংগীত অপছন্দ করতে পারেন, তা জানা ছিল না।
সর্বদায় মনে দাগ কেটে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানগুলো, মন ভালো করা চাঞ্চল্যকর সঙ্গীত আজীবন মনে থেকে যায় এক সুমধুর সুরে
5 মিনিটের জন্য মনে হলো লতা মঙ্গেশকর জি আবার ফিরে এলো।🥺☺️😊 অসাধারণ শুভমিতা দি।💗💝💖 Keep it up..🌈🌈👍👍
Amaro mone hoy, one mil ache!
এই গানটা জীবনের অনেক কিছুর স্মৃতি বহন করে চলেছে... খুব পছন্দের একটা গান,,,, "তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,,, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে/ আমার সুরগুলি পাই চরণ আমি পাইনি তোমারে'........ 🍁🍁💚💚💚
Khub valobasi ai ganta ,brbr suni ,akta Maya joriye ache ai gantai ,evergreen ❣️❣️❣️❣️🦋✨
"আমার সুরগুলি পায় চরণ,
আমি পাইনে তোমারে.." অসাধারণ..
জি
@@khokonislam421 dur👎👎👎
রবীন্দ্র সংগীত যা একবিংশ শতাব্দিতেও আমাদের কাছে সমভাবে হৃদয়স্পর্শী ।।।।
তিনি এই গানের প্রেম ধারায় যেভাবে মানুষকে প্লাবিত করেছেন তা অভাবনীয়।।।।।।
এক কথায় তার গান মানেই বাঙালি তথা বিশ্ববাসীর কাছে এক অভিনবত্ব ।।।
Subhamita mam you have to be a great voice I like it and you sung the song greatly which is heart touching......
Thank you...
Khube sundor
আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিনI সহজপাঠের সেই লেখা দিয়েই তো পরিচয় তোমার-আমারI গুনগুন করে যখন গান করার বয়স তখন তোমার গানগুলো মনের মধ্যে গুঞ্জরিত হয়ে উঠেছিল I পৌরুষের মধ্য গগনে বিচরণ করতে করতে কখনো ক্লান্ত, কখনো অবসন্ন, ঠিক সেই সময় তোমার লেখা শান্ত, ধীর করেছিলো আমায় I
অখণ্ড অবসরে বাবার রেখে যাওয়া তোমার এক গুচ্ছ রচনাবলি থেকে পাতার পর পাতা উল্টিয়ে খুঁজে চলি আজও I সার্থক জনম তোমার,কবিগুরু তোমাকে শতকোটি প্রণাম 🙏🙏
মন ভালো থাকুক বা খারাপ থাকুক
রবীন্দ্র সঙ্গীত এক কথায় অসাধারণ💓👌
Hi
Ami puja
agree with u 💓👌
You are right
you are right 👍👍
True
😍😍
২০২৪ এই গানটি কে কে শুনছো বলো
2:03
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊qpqqqqqqqqqqqqqqqqqqaaaaaaaaaaaaa@aaaaaaa@aaaaaaaaaaaaaa1q
আমি ভাই🙋♂️
Ami achi 15th October 2024 😊
Ami
Gaan ta joto ber suni toto ber mugdho hoy, ar gaan ter prama pori. ❤
Night duty তে বসে সব sister রা বসে রবিন্দ্র সঙ্গীত শুনছিলাম আজ মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে এক পসলা বৃষ্টি এখন পরছে গুঁড়ি গুঁড়ি এক জন বলল আজ ২৫ বৈশাখ 💖💕 রবিন্দ্র সঙ্গীত আমার বরাবরই খুব প্রিয় ❤️❤️
অপূর্ব কণ্ঠ স্বর। মনে ভরে যায়। ❤❤❤❤❤❤🙏
7 ই মার্চ '24
11:19 Pm বৃহস্পতিবার, হাইস্কুলে sports ছিল
বাউফল গেছিলাম 02: 30 pm এ আগামী পরশু নির্বাচন
খুব সুন্দর আবহাওয়া ছিল,,, রাত করে বাড়িতে ফিরছি ... ভূগোল পরীক্ষা গেছিলো۔۔۔ আগামীকাল শুক্রবার ঈদের বাজার করতে কালিশুরী যাব
জীবন উপলব্ধির এক নাম গান।।।মনে হয় আজকের দিনটাকে মনে রাখতে আগামী কালও বেঁচে থাকি।।।।
কমেন্টটা আমার ছেলের জন্য রেখে গেলাম সে যখন দেখে জানবে তার বাবারও এরকম গান পছন্দ ছিল।
Khub sundor comment 😊
❤
সনাতন পরম বৈষ্ণব জ্ঞেনী না হলে এ রচনা অসম্ভব।
One of the best, finest Rabindra Sangeet singer of all time...
বরাবরই শুভমিতার গান শুনতে ব্যাপক লাগে।
শুভ রবীন্দ্র জয়ন্তী.....
Happy Birthday, the great one...❤
No idea what she is saying but it is melodious. Such a beautiful language!
Love from Kashmir. ♥
😊😊
It's Tagore song keep on hearing u will be addicted
Thanks, 👍 your musical taste.
Rabindra songeet is very beautiful
Love from kolkata india
I am proud
I am bengali ❤❤❤
Ganter modhe akta santi ache❤
I've listened this song in stories by Rabindranath Tagore
After searching it a lot, finally I got it 🥺such a beautiful song
Bengali is the sweetest language ...😍
Army.....u have a great taste of music
@@mousumichowdhury6905 tq so much😘
Yes 🥰 Bengali is the sweetest language 💞
@@soniyamondal5510 no doubt bhn😍
Armyyy...... I am an army too...
হাজার ও মন খারাপের মধ্যে এমন একটি গান শুনলে আনন্দ যেন মনে ধরে রাখতে পারি না। দাড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।❤❤❤
ভালো লাগার গান....আবারো শুনলাম...চমৎকার নিবেদন...কবির কি অসাধারণ জিজ্ঞাসা!!!!! আহা ❤
AJ sokal thakai akash ta maghla kora a6a r halka brishti ......dupur a lunch ar por ghora 1la......jani na kano rabindro sangit sunta khub valo lag6a.........jata onno din sokal bala valo laga 🎵
মন ছুঁয়ে যায় যত বেশি শুনি।❤️ আজি হৃদয় বাতাসে বহিছে উথাল হাওয়া, আশা রেখেছি ফিরে আসবে সে❤️
যতই নতুন গান আসুক না কেনো
রবীন্দ্রসঙ্গীত বাঙালির মনে চিরকাল থেকে যাবে অমর হয়ে
অনেক বার সুনলাম কিন্তু , আমার এই গান টা খালি শুনতেই ইচ্ছে করে ❤❤ আমার সোনা গান গুলির মধ্যে BEST SONG 🥰....
ঘরে dream light টা অন করে, পুরো ফাঁকা ঘরে এই গান যদি শোনা যায়, দারুন মনের মাঝে প্রেম জাগে।
Dim light
❤❤❤❤প্রাণের প্রিয় গানটি শুনলাম।
আপনি যদি গানটি পছন্দ করেন তবে আপনি নেহাতই একজন ভালোমানুষ কেনোনা কোনো ভাপমানুষ ছাড়া গানটি পছন্দ করা কারো দারা সম্ভব নয়।।।। 🥰🌹
Bhalo manush Kom re bhai
ভালো মানুষ বানানটি সংশোধন করে দিন প্লিজ!
@@artworld9799 sorry
valomanus
তারপরও সবার কাছে রাগী মানুষ হিসেবেই পরিচিত
মন্ত্রমুগ্ধ! শুভমিতাকে দেখে এই গানে সত্তর দশকের এক নায়িকার কথা মনে পড়ে গেল। সোনালী গুপ্ত।যেমনি সুন্দর গান,তেমনি সুন্দর ভিডিও।😊
Mahalaya. Berkendara. Bhadra
2
.. To
q1
Hi
Ami puja
agree with u 💓👌
গানটি পরম প্রেমময় শ্রী অনন্তের সাথে মিলন ব্যকুলতায় শ্রীময়ীর চরম অনুরণন ।🙏💜💙💚🧡💛🙏
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে--
আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে ॥
বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী--
এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে ॥
তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি
আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে
Nice
Nice song 😌😌😌😌😌
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের পারে....
Nilima Ratri = beautiful comment
Osam
যত বার শুনি ততবার আবার ফিরে আসি।।। অসাধারণ। যেটা শব্দ দিয়ে ব্যক্ত করা যাবে না।
রবীন্দ্র সঙ্গীত ছাড়া বাঙালি বাঁচবে না। আমাদের জীবনের সকল গ্লানি মুছে ফেলতে পারে একমাত্র রবীন্দ্র সঙ্গীত।❤
What a beautiful voice and and lyrics, love the video, God gifted talent Subhamite.......valo theko, shundar theko,.....Paothik onek dur theke
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে
আমার সুরগুলি পায় চরণ
আমি পাই নে তোমারে..
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী (x2)
এসো এসো পার হয়ে মোর
হৃদয়-মাঝারে..
দাঁড়িয়ে আছ তুমি আমার
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে..
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে
আমার সুরগুলি পায় চরণ
আমি পাই নে তোমারে..
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে..
দাড়িয়ে আছো কোথাও অদৃশ্য হয়ে, আমি ও টিক যেন, তোমার অনু ভবে পড়ে থাকি,
বেমালুম এই পৃথিবীর সব ভুলে,,
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে--
আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে ॥
বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী--
এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে ॥
তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি
আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে ॥
You exist beyond the realms of my prayer......💜
Let my melodies touch your feet!
For I couldn't love you;
For I couldn’t love you........
রবীন্দ্রনাথ তার গানের মাধ্যমে আজীবন বেচে থাকবে।
রবীন্দ্র-সংগীত মানুষের হৃদয় ছুয়ে আসতে পারে।এজন্যই সে বিশ্বকবি🖤
Love + spirituality + Music = Rabindra Sangeet 🥰
Plus humanity
মর্মস্পর্শী গান, অসম্ভব সুন্দর নিবেদন। দিদি,ওপার বাংলা থেকে ভালোবাসা নিও।🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️
Ei gangulo asadharan❤
অনবদ্য সৃষ্টি ❤️💛❤️
যতবার শুনি গায়ে কাঁটা দিয়ে ওঠে 😇
দিদি তোমার কন্ঠে রবীন্দ্রসংগীত প্রাকৃতিক মহিমায় বেজে ওঠে।
Hi
Ami puja
agree with u 💓👌
Akdm
অসাধারণ! যত বার শুনি তত বেশি ভালো লাগে। ধন্যবাদ শুভমিতা দি , এত সুন্দর গানটির জন্য।
Ma'am apnar golai magic ache......
Gaan ta to vishon sundor r apnar golai shunte aro beshi bhalo lagche .......,👏🏼👏👏👏👏
রবিন্দ্র নাথের প্রত্যেক টা গানের মধ্যে মানুষের জিবনের প্রতিটা মুহুর্তের ওঠানামা সাথে অঙ্গাঙ্গীভাবে অদ্ভুত ভাবে মিলে যায়😢
Subhamita's melodious song already penetrated the hearts of the song lovers. Rabindrasangeet has been sweetest in her melodious voice. She deserves Padmashree.
Why the music is so good, what magic inside, the melody and sweet voice of suvomita didi, refreshing us. So nice..from Dhaka Bangladesh