প্ল্যানচেট করে আনা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মার সাথে কথা। 🔴. Live🔴

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 694

  • @SriGuruJoy
    @SriGuruJoy  3 роки тому +143

    মৃত্যুর_পরে_কী_হয়?
    স্বামী_সােমেশ্বরানন্দ
    ~~~~~~~~~~~
    মৃত্যুর পর কী হয়? কেউ বলেন ঘুমিয়ে পড়ে, কেউ বলেন পূর্বপুরুষরা নিতে আসেন তাঁকে। তখন কী অবস্থা হতে পারে --
    (১) মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনও মানুষই বুঝতে পারেন না যে তিনি মারা গেছেন। তাঁর শরীর বিছানায় শােয়া। সবাই শােকার্ত,কেউ বা কাঁদছে। এসব দেখে তিনি অবাক হন। নিজের শরীরে ঢুকতে চেষ্টা করেন, কিন্তু না পেরে ভয় পান। সবাইকে বলতে চান যে তিনি এখানেই আছেন, কোথাও চলে যাননি। আর অবাক হয়ে দেখেন তাঁর কথা কেউ শুনছে না। মাঝে-মাঝেই তিনি যেন ওই জায়গা থেকে দূরে চলে যান। আবার ফিরে আসেন। কী হচ্ছে তা বুঝতে পারেন না।
    (২) শবদেহকে শ্মশানে পুড়িয়ে দেওয়ার পর তিনি বুঝতে পারেন নিজের মৃত্যুকে। তখন থেকে তাঁর পিছুটান ধীরে ধীরে কমতে থাকে। আর যার পিছুটান বা সংসারের প্রতি আকর্ষণ বেশি, তিনি নিজের বাড়ির কাছেই থেকে যান সূক্ষ্ম বা বায়বীয় শরীর নিয়ে। সূক্ষ্ম দেহে থেকে তিনি পরিবারের সদস্যদের সাহায্য করে যাওয়ার চেষ্টা করেন। সম্পত্তি পাহারা দেন। ক্ষুধা তৃষ্ণা তিনি মেটান খাবারের গন্ধ নিয়ে। সংসারের সুখ-দুঃখে তিনি প্রভাবিত হন। কতদিন এই অবস্থায় তিনি থাকবেন সেটা নির্ভর করে তাঁর পিছুটান বা আকর্ষণের উপর।
    (৩) যার আকর্ষণ বা পিছুটান তত তীব্র নয়, তিনিও সিদ্ধান্ত নিতে না পারলে বিভ্রান্ত থাকেন। ফলে মাঝেমধ্যে দূরে চলে গিয়েও আবার ফিরে আসেন। এই যাওয়া-আসা চলতে থাকে। তাঁর কষ্ট বেশি হয়।
    (৪) সংসারের প্রতি যার আকর্ষণ কম তিনি মৃত্যুর পর ঘুমিয়ে পড়েন। ফলে চিন্তা থাকে না। কতদিন এই অবস্থায় থাকবেন সেটা নির্ভর করে তাঁর মনের সংস্কারের উপর। গভীর ঘুমে তিনি আনন্দের আভাস পান। কারও ক্ষেত্রে কোনও পূর্বপুরুষ এসে তাঁকে নিয়ে যান ঘুম-বিশ্রামের পর। তিনি ভুলে যান তাঁর ফেলে-আসা জীবনকে।
    (৫) কেউবা মৃত্যুর পর কিছুক্ষণ ধরে দেখেন নিজের শবদেহ এবং শােকাবিভূত আপনজনদের। প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারেন যে তাঁর মৃত্যু হয়েছে। এই সময় তিনি অনুভব করেন যে এক লম্বা নীল রঙের আলােকিত সুড়ঙ্গের মধ্য দিয়ে তিনি ভেসে চলেছেন, কেউ কেউ অবশ্য অন্য রঙের সুড়ঙ্গও দেখেন। যেমন সাদা, ধূসর, কালাে, জ্যোতির্ময় ইত্যাদি। অনেকক্ষণ এভাবে গিয়ে তিনি কোনও দিব্য আত্মার দেখা পান যিনি আসেন তাঁকে কোথাও নিয়ে যাওয়ার জন্য।
    (৬) মৃত্যুর পর কেউ নিজেকে খুব হালকা অনুভব করেন। যেন তাঁর কোনও ওজন নেই, এতদিনের রােগও দূর হয়ে গিয়েছে। তিনি বাতাসে ভাসছেন, নীচে বিছানায় নিজের শবদেহ দেখে বুঝতে পারেন যে তাঁর মৃত্যু হয়েছে। মনের আনন্দে কিছুক্ষণ হাওয়ায় ভেসে কোনও পূর্বপুরুষ বা দিব্য আত্মাকে দেখতে পান। দিব্যাত্মার সঙ্গে চলে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হন।
    (৭) কেউ মৃত্যুর আগেই দেখতে পান কোনও সূক্ষ্মদেহীকে। বুঝতে পারেন যে তাঁকে নিতে এসেছেন তিনি। আসক্তি কম থাকলে তিনি মানসিকভাবে তৈরি হন যাওয়ার জন্য। আর আকর্ষণ বা পিছুটান বেশি হলে তিনি কাকুতি-মিনতি করেন মুক্তির জন্য। কিন্তু তিনি যাবেন না থাকবেন সেটা নির্ভর করে সেই সূক্ষ্মদেহীর উপর। এ তাে গেল স্বাভাবিক মৃত্যুর সময়। কিন্তু যিনি অন্যভাবে দেহত্যাগ করেছেন, খুন কি দুর্ঘটনা বা আত্মহত্যা ইত্যাদিতে, তাঁর মন হঠাৎ অনুভূতি শূন্য হয়ে যায়। তিনি যেন আধাে ঘুমে চলে যান। আর মৃত্যুর ঘটনা স্বপ্নের মতাে বারবার তিনি দেখতেে পান। বিশেষ কষ্ট হয় না। যেন স্বপ্ন দেখছেন। এরপর ঘুমিয়ে পড়েন। আত্মীয়রা তাঁর জন্য প্রার্থনা বা শ্রাদ্ধ করলে সেই চিন্তা ও ভাব-তরঙ্গ গিয়ে মৃতাত্মাকে সচেতন করে।
    এই সময় উপরে দেওয়া সাতটি অনুভবের কোনও একটি তাঁর হয়। এবং সেই অনুযায়ী গতি হয়। মৃত্যুর পর জীবের সংস্কার তীব্র হয়ে ওঠে। শরীর না থাকায় মানসিক তরঙ্গ বড় ভূমিকা নেয়। ইতিবাচক (পজিটিভ) তরঙ্গ ভালাে পরিবেশ ও সূক্ষ্ম দেহকে আকর্ষণ করে। আর নেতিবাচক তরঙ্গ আকর্ষণ করে খারাপকে। এবং এই আকর্ষণ তাকে নিয়ে যায় সম-তরঙ্গের পরিবেশ বা জগতে। অর্থাৎ কোন ধরনের সূক্ষ্ম জগতে সে যাবে সেটা নির্ভর করে তার মানসিক সংস্কারের উপর।
    *মহারাজের সুক্ষ বিদেহী আত্মার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই।*
    *ওঁ শান্তি!ওঁ শান্তি!ওঁ শান্তি!*
    ~~~~

    • @rosalierinkie9073
      @rosalierinkie9073 3 роки тому +4

      আপনি এখানে যে লিখেছেন শরীর না থাকায় মানসিক তরঙ্গ বড় ভূমিকা নেয়। মানসিক তরঙ্গ মানে mental waves. যেটাকে brain waves ও বলা যায়। মানসিক দিক বলতে মস্তিষ্ক গত দিকটাকেই বোঝানো হয়। তো এবার ব্যাপার টা হচ্ছে brain waves টা কি? Brain waves are patterns of electrical activity occurring in the brain. I think আপনি এটুকু জানেন। আমি এখানে এটা বুঝতে পারছিনা যে একটা মানুষ মারা গেলে তার শরীরের প্রত্যেকটা parts যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন শরীর না থাকায় মানসিক তরঙ্গ বড় ভূমিকা কি করে নিতে পারে?? আমাকে একটু logically answer টা দিলে আমি একটু clear হতাম। আমরা যখন জন্ম নি তখন আমাদের brain totally empty থাকে, then আমাদের বড় হওয়ার সাথে সাথে নতুন নতুন information আমাদের brain collection করতেই থাকে, সময়ের সাথে সাথে যেগুলো memories এ পরিনত হয়। এই memory তে stored থাকার কারণেই আমরা যেকোনো জিনিস সহজে চিনতে এবং জানতে পারি। এই সবকিছুই যেখানে মস্তিষ্ক এর কাজ, আর একটি মানুষের শরীর শেষ হওয়ার সাথে সাথেই যে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় ঠিক তা না হলেও মারা যাওয়ার কিছু সময়ের মধ্যেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়,
      এসব সবাই আমরা জানি তাই আপনার এই লেখাটা আমায় বুঝিয়ে যদি একটু বলতেন যে এরকম ভাবার logic কি থালে আমি একটু clear হতাম।

    • @sukumarsenapati1568
      @sukumarsenapati1568 3 роки тому +1

      P
      P
      LP plop..

    • @smritikanabiswas354
      @smritikanabiswas354 3 роки тому

      M

    • @smritikanabiswas354
      @smritikanabiswas354 3 роки тому

      0

    • @kanadsaha
      @kanadsaha 3 роки тому +19

      মৃত্যুর পরে কি হয় সেটা যিনি লিখেছেন তিনি বেঁচে থাকতে জানলেন কি করে, নাকি তিনি এই লেখা নিজের মৃত্যুর পরে লিখেছেন?

  • @MamataSinghaMahaPatra-il5to
    @MamataSinghaMahaPatra-il5to 7 місяців тому +4

    সম্পূর্ণ নতুন তথ্য। এর আগে কোথাও কখনো শুনিনি। আপনার গল্প বলার ধরনটি অসাধারণ। নমস্কার।

  • @shyamadey9254
    @shyamadey9254 3 роки тому +39

    কবি গুরুর একটি কথা আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দেয় আমার মায়ের মৃত্যুর কিছু দিন পরেই আমার দিদিকে সপ্নে দেখা দিয়ে বলে আমার খুব কষ্ট হচ্ছিলো হটাৎ অনুভব করলাম আমার শরীরে কোন কষ্ট নেই তখনো বুঝতে পারি নি আমি মারা গেছি হটাৎ পাশ থেকে একজন লোক বলে ওঠে তোমার আর কোন কষ্ট হবে না তুমি মারা গেছো তারপর দেখলাম ঘর ভর্তি মানুষ যারা কাদছে আমাকে জরিয়ে ধরে ......!
    দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারন আপনি আমার মনের সব সন্দেহ কাটিয়ে দিয়েছেন সেদিন তাহলে সত্যি সত্যি আমার মা এসেছিল

    • @aimingforsuccess6269
      @aimingforsuccess6269 3 роки тому +1

      Kivabe mara gache

    • @shayamalibarai6697
      @shayamalibarai6697 3 роки тому

      অসাধারণ

    • @provatdey3601
      @provatdey3601 3 роки тому

      Provat kumar dey

    • @swapandolai4958
      @swapandolai4958 2 роки тому

      আমার মা ও ১লা চৈত্র ১৪২৮ মারা গেছে।😭😭😭

    • @maharaj2021
      @maharaj2021 2 роки тому

      @@swapandolai4958 কিভাবে? মানে কি করে মারা গেলেন মা?

  • @lookaunique6999
    @lookaunique6999 3 роки тому +109

    আত্মা শরীর থেকে সূক্ষ্ম শরীর নিয়েই বেরোয়। তের দিন নীচেই থাকে। কারণ সে যে শরীর ছেড়েছে এটা বুঝতেই পারে না। তারপর ধীরে ধীরে বুঝতে পারে। এই কারণেই তের দিন পর আত্মার শান্তি কামনা করে তাকে বিদায় জানানো হয়। কিন্তু অতৃপ্ত আত্মারা সহজে যেতে চায় না। তাই ঘুরে বেড়ায়। তারা অনেক সময় অন্যের শরীরে প্রবেশ করে সেই শরীর দ্বারা আগের মতোই ভোগ করতে চায়। আবার অনেক সময় এরা তান্ত্রিক দের হাতে পড়ে যায়। তান্ত্রিকরা এদের দিয়ে পাপ কাজ করায়। আত্মহত্যা করা আত্মারাও এর মধ্যে থাকে। এরা সহজে শরীর পায়না। বাকি অন্য আত্মারা সূক্ষ্ম শরীর নিয়ে সূক্ষ্ম লোকে যেটা সাদা আলোর জগত সেখানে গিয়ে পরমাত্মার জ্যোতির্ময় শরীরের সাক্ষাৎ করে এবং তার স্নেহের পরশ পেয়ে আবার ফিরে আসে নতুন জন্মে তার কর্মের আধারে। তবে কর্মের আধারেই আত্মা কতদিন পর জন্ম নেবে নতুন শরীর নিয়ে তা নির্ভর করে অবশ্যই। তবে সূক্ষ্ম লোকে বেশি দিন থাকা যায় না। আর আত্মার স্বরূপ হল জ্যোতির্বিন্দু। পয়েন্ট অফ লাইট। প্রত্যেক আত্মা আলাদা। পরমাত্মাও জ্যোতির্বিন্দু। তবে তিনি জন্ম মরণের চক্রে আসেন না। আর আত্মা পরমাত্মার মধ্যে লীনও হন না। তাহলে তো আত্মার অস্তিত্বই মিটে যাবে। তবে পরমাত্মাও এই সৃষ্টিতে আসেন যখন তখন অন্যের শরীরের আধার নিয়েই এরকমভাবে সৃষ্টির সব রহস্য জানান এবং তার নিজের পরিচয় দেন এবং আমাদের পরিচয়ও দেন যে আমরা শরীর নই কিন্তু আত্মা অজড় অমর অবিনাশী।আত্মাই দেবাত্মা হয় আবার পাপাত্মা হয়। ১৬কলা থেকে কলাহীন।পরমাত্মা হলেন সকল আত্মার পিতা। নিরাকার শিব। শিব মানে বিন্দু শিব মানে কল্যাণকারী। বর্তমানে তিনি ব্রহ্মার শরীরের আধার নিয়ে মানুষকে দেবতা বানানোর শিক্ষা দিচ্ছেন পরম শিক্ষক পরম সৎগুরু রূপে। তার দেওয়া শিক্ষার নাম রাজযোগ। আর বিশ্ব বিদ্যালয়ের নাম প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়। আমরা শরীরে থাকতেই এইসব অভ্যাস করছি , এই সূক্ষ্ম শরীর নিয়ে সূক্ষ্ম লোকে যাওয়া এবং সূক্ষ্ম শরীর ছেড়ে শুধু আত্মা রূপে পরমধামে যা আত্মার আসল ঘর সেখানে যাওয়ার। তাই শরীর ছাড়ার পর কবির মত তাড়াতাড়ি যেতে কষ্ট হবে না। এতে মৃত্যুর ভয় কমে যায়। আর বিনাশী দেহের ধর্ম কাম ক্রোধ লোভ মোহ অহংকার থেকে মুক্ত হতে সুখ শান্তি অনুভব করা যায় যা হল আত্মার ধর্ম। আত্মা হল দিব্য জ্যোতি। আত্মার দিব্যতা প্রকাশ করার মাধ্যম হল শরীর। শরীর হল গাড়ি আত্মা হল ড্রাইভার। আত্মা দেবাত্মা থেকে পাপাত্মা হয় কর্মের দ্বারা। আর এগুলো সব এই পৃথিবীতে। অন্য কোথাও নয়।

    • @rammohanchakravortty3666
      @rammohanchakravortty3666 3 роки тому +6

      Jabot Baachi Tabot Sikhi..
      Aasadharon ...Apurbo...
      Nostalgic .....

    • @priyalalnath9446
      @priyalalnath9446 3 роки тому +4

      আলোচনাটি অনেক অনেক ভালো লেগেছে।

    • @amitdey9954
      @amitdey9954 3 роки тому +2

      Om shanti. Apni Bharamakumari r sathe jukto??

    • @durgapaul193
      @durgapaul193 3 роки тому +5

      সকল আত্মাই যে পরমাত্মার অংশ।

    • @basantabhattacharyya5160
      @basantabhattacharyya5160 3 роки тому +3

      Khub bhalo laglo. Sundar alochana korachen Ami khubei upakrita holam. Anek anekDhanyabad.

  • @rhythmicsree8931
    @rhythmicsree8931 3 роки тому +60

    বেশ ভালো লাগলো । এরকম টা যদি নেতাজী র সম্পর্কে কিছু তথ্য আমাদের অবধি পৌঁছায় তাহলে বেশ ভালো হয়। কি বলেন আপনারা?

    • @shibanihalder7441
      @shibanihalder7441 Рік тому

      ​@@SriGuruJoy 😊

    • @aabeganubhuti7845
      @aabeganubhuti7845 Рік тому +1

      আপনার সাথে সহমত।
      নেতাজির শেষ জানতে আগ্রহী

    • @debashismondal4604
      @debashismondal4604 Рік тому

      সমগ্র ভারতবাসী তাই চাই।

    • @debashismondal4604
      @debashismondal4604 Рік тому +1

      ভারতবাসি নেতাজিকে নিয়ে প্ল্যানচেট চায়। ওটা অবশ্ই করবেন।

    • @anamitrabhattacharyya6029
      @anamitrabhattacharyya6029 Рік тому +1

      ​@@debashismondal4604netaji mara gache ke bollo apnader

  • @aindrilabasu8365
    @aindrilabasu8365 Рік тому +5

    পাঠ বেশ ভালো লাগলো। আজগুবি নয় বলেই আরো ভালো লাগলো। আমার দেবযান এবং মরণের পর পড়া। অনেক বছর থিওসফিক্যাল সোসাইটি তে যুক্ত ছিলাম। তাই জানি সব সত্যি। বড়ো বেশি সত্যি।

    • @bidishadasadhikary9235
      @bidishadasadhikary9235 7 місяців тому

      তাহলে পুনর্জন্ম সম্পূর্ণ সত্যি?

  • @somenathmukherjee1141
    @somenathmukherjee1141 3 роки тому +74

    এই সমস্ত আলোচনা আমি একটি বইয়ে অধ্যয়ন করেছি, যার নাম সম্ভবত মরনের পারে। লেখক স্বামী আবেদানন্দ। স্কুল জীবনে পড়েছি। খুব আকর্ষণীয় বিষয়। কিন্তু নেতাজি সম্পর্কে কি কোনো পরিকল্পনা আছে? সিগন বিমানবন্দরে পৌঁছানোর পর নেতাজির শেষ জীবন সম্পর্কে আমরা সবাই জানতে আগ্রহী। সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ।

    • @biswamitrabhakat369
      @biswamitrabhakat369 3 роки тому +12

      স্যার,মরণের পারে বইটি আমি পড়েছি।অপূর্ব তথ্য সমৃদ্ধ গ্রন্থ।তবে লেখকের নামটি হলো স্বামী অভেদানন্দ।

    • @turjoranibow
      @turjoranibow 3 роки тому

      আমার বাড়ি বইটি আছে,নিশ্চয়ই পড়বো বইটি।

    • @vanamatrika..
      @vanamatrika.. 3 роки тому +2

      স্বামী অভেদানন্দ,

    • @subhrakumarsarkar6599
      @subhrakumarsarkar6599 3 роки тому +1

      Apni porechen boita kintu ami porini ar ami nije opare ghure esachilam .

    • @supriyapaul3612
      @supriyapaul3612 3 роки тому

      ভাল লাগল ।আরো শুনতে চাই ।

  • @achintaverygoodideabhattac3839
    @achintaverygoodideabhattac3839 3 роки тому +13

    অমূল্য আলোচনা শুনলাম ।অনেক ধন্যবাদ আপনাকে ।এই আলোচনা আরো শুনতে চাই

  • @subratabarman8025
    @subratabarman8025 3 роки тому +21

    ভালো উপস্থাপনা। বিশ্বকবি কে কাজে লাগিয়ে সুন্দর ভাবে একটি স্পিরিচুয়াল ব্যাপার কে সাধারণ মানুষের মধ্যে সহজ ভাবে ছড়িয়ে দেওয়ার এই সাধু প্রয়াস কে অন্তরের অভিনন্দন জানাই।এতে মানুষ খারাপ পথ থেকে সুপথে আসতে আগ্রহী হয়ে উঠবে।অনেক ধন্যবাদ ।

    • @JamesPolok
      @JamesPolok Рік тому

      গান্জাখুরী ধাপ্পা সব 😅
      এসব হলেই সবাই আইনস্টাইন, নিউটনদের এনে বিজ্ঞানকে ৫০০ বছর আগাই দিতো আরো।

  • @panchanansingha8530
    @panchanansingha8530 2 роки тому +5

    অনন্ত কোটি দণ্ডবৎ প্রনাম আপনাকে!! খুব ভালো লাগলো!?আগে থেকেই অনেক কথা জানা ছিল তাই এখানে পূর্ণ হলো!

  • @alpanachanda8062
    @alpanachanda8062 2 роки тому +16

    কী অপূর্ব কবি কথা! মন এক অপার্থিব
    মধু রসে সিক্ত হয়ে গেল! অভিজ্ঞতায় ঋদ্ধ
    হলো জীবন। পরলোকের সমস্ত পুণ্যাত্মা-পরমাত্মাকে আমার বিবেক-বিনম্র
    প্রণাম জানাই আর তাঁদের আশীর্বাদ প্রার্থনা করি ঐকান্তিক ভাবে। ওঁম্ শান্তি!

  • @debikakundu3381
    @debikakundu3381 5 місяців тому +1

    Khub valo laglo... Onek prosner uttar pelam

  • @somnathghosh1334
    @somnathghosh1334 3 роки тому +22

    অসাধারণ লাগলো। ধন্যবাদ রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাকে অসংখ্য প্রণাম।

    • @b.kdutta7626
      @b.kdutta7626 3 роки тому

      Dark room only dhup jal che.
      Dadu k dekheni. Foto tai chinta kori.3/4min par dadar
      Hat ta khas khas korche.ask
      Apni k ? Ki kore bujbho.oi dark room r calander ta hawa te urte laglo. Next boli nam
      Likhun.high speed lekha holo.
      Just 3 min.tar besi noy.
      Swamiji asen ni. Baba janten na mid night e korchi.
      2Nd time korte some time
      Dada unconcious hobe gelo.
      Ki kore baba jante pare ta
      Jani na sab nasta hoe jai.pore Dadur signature melai, mile jay. Real story

  • @minatikoley6156
    @minatikoley6156 Рік тому +4

    আমাদের দেশের শ্রেষ্ঠ বিপ্লবী নেতা নেতাজি সন্বন্ধে এই রকম কিছু জানতে পারলে বাধিত হবো

    • @SriGuruJoy
      @SriGuruJoy  Рік тому

      কোন সেই রকম তথ্য এখনো নেই । পেলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করা হবে

  • @ganeogalpeapu
    @ganeogalpeapu 5 місяців тому +1

    ❤❤❤❤ এত সুন্দর এত অভাবনীয় এত চমৎকার উপস্থাপনা।আমার শরীর মন আত্মা আনন্দে ভরে গেলো।
    আসলে আর জি কর কান্ড নিয়ে আর ওই dr বোনের প্ল্যানচেট শুনে শরীর মন খুব ই খারাপ। মন টা কিছুতেই শান্ত হচ্ছেনা।তাই প্ল্যানচেট সম্পর্কে সার্চ করতে করতে আপনার ভিডিও টা পেলাম। এত ভালো লাগলো যদি এই ভাবে সব প্রশ্নের উত্তর পাওয়া যেতো তাহলে আজ dr বোনের অপরাধীদের মুখোশ খুলে যেতো।আমার খুব কষ্ট হচ্ছে রাতে দিনে ঘুমাতে পারছিনা ।মনে হচ্ছে যদি এমন শক্তি থাকতো তাহলে আমি......
    বড্ড অসহায় লাগছে😢😢😢😢😢😢
    কবে এই বাংলা তথা ভারত আবার অন্ধাকারমুক্ত হবে জানিনা।
    কেনো মানুষ তার কর্মের ফল কে ভয় পায়না ???????????
    আপনার মঙ্গল হোক
    সকলের মঙ্গল হোক❤❤❤❤❤❤

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 3 роки тому +14

    সব কিছুই ঠিক ছিল। কিন্তু আমার জানা মতে বিদেহী আত্মা প্লানচেটে আসলেও এতক্ষণ ধরে এই পৃথিবী লোকে থাকতে পারেন না। ওঁদের খুবই কষ্ট হয়। সেইখানেই আমার এই কাহিনী সম্বন্ধে সন্দেহ। ধন্যবাদ।

    • @SriGuruJoy
      @SriGuruJoy  3 роки тому +2

      বিশ্বাস করবেন না এই সব, অবিশ্বাস ও করবেন না।।নিজে পরীক্ষা করুন। আর পরীক্ষা করার মত মানসিক ও শারীরিক ক্ষমতা না থাকলে এই সব আলোচনা উপেক্ষা করুন।

    • @lookaunique6999
      @lookaunique6999 3 роки тому +3

      না থাকতে পারেন। সেটা নির্ভর করে আত্মার পবিত্রতার ওপর। অর্থাৎ আত্মা কতটা পুণ্যাত্মা তার ওপর। পরমাত্মা ঘন্টার পর ঘণ্টা থাকেন কারণ তিনি পবিত্রতার সাগর। প্রকৃতিকে বশে রাখার ক্ষমতা তার আছে। ভরে পড়া যাকে বলে সেখানেও অন্য আত্মা এসে প্রবেশ করে যাদের পুণ্য কর্ম করার স্বভাব রয়েছে। আবার দুষ্ট আত্মাও এসে প্রবেশ করে। সব সময় থাকতে পারে বা থাকে। এরকমও হয়। যাদের ওঝার সাহায্যে ঝাড়ু মেরে তাড়ানো হয়। আত্মার সঠিক ঞ্জান পাওয়ার পর এগুলো কোনো আশ্চর্য জনক মনে হবে না।

  • @sikhachowdhury1089
    @sikhachowdhury1089 10 місяців тому +2

    খুব সুন্দর লিখেছেন। অনেক কিছুই জানতে পারলাম। এই বিষয়ে আরও
    কিছু জানার অপেক্ষায় রইলাম।

  • @JHARNASAHA-ss8sg
    @JHARNASAHA-ss8sg Рік тому +2

    আপনার বচন ভঙ্গি অত্যন্ত সুন্দর এবং মধুর কণ্ঠস্বর আমায় মুগ্ধ করেছে। ভালো থাকবেন ❤❤

  • @gitaroy5852
    @gitaroy5852 3 роки тому +19

    খুব সুন্দর এবং খুব ই গুরুত্ত্বপূর্ন আলোচনা।।খুব ভালো লাগলো।।
    কবিগুরুকে আমার প্রনাম জানাই 🙏🙏🙏

  • @tuhinariyan1864
    @tuhinariyan1864 3 роки тому +9

    মনটা ছেলেবেলার মতো সরল নেই ; তাহলে হয়তো সত্যি ঘটনা মনে করতাম কিন্ত বেশ ভালো গল্প টা.... !

    • @SriGuruJoy
      @SriGuruJoy  3 роки тому +1

      সরল মনে ঈশ্বর লাভে সুবিধা হয় ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন।।

  • @aparnabairagi7485
    @aparnabairagi7485 Рік тому +2

    কি অসাধারণ পরলোক সম্বন্ধে অজানা কথা গুলো শুনে মনটা আনন্দে ভরে গেলো।এইসব কথা সত্য তাই সবার ভালো কর্ম করা উচিত।এই ধরনের আর অনেক অনেক ভিডিও দেবেন প্লিজ। আমার সহস্র প্রনাম নেবেন। 🙏🙏🙏❤❤❤❤

  • @jayantibanerjee8657
    @jayantibanerjee8657 Рік тому +5

    অসাধারণ লাগলো, এই রকম ই নেতাজী বিষয়ে কিছু জানানোর জন্য অনুরোধ রইলো.. ধন্যবাদ🙏

  • @matilalbhakat469
    @matilalbhakat469 Рік тому +1

    অপূর্ব সুন্দর রচনা এবং ততোধিক মনোরম উপস্থাপনা ।

  • @chondidas3960
    @chondidas3960 3 роки тому +21

    কথাগুলো চোখ বন্ধ করে হেডফোন দিয়ে শুয়ে শুয়ে শুনছিলাম অজানা জগতে যেনো চলে গেলাম,জয় গুরু।
    বইটা নাম দিলে উপকৃত হতাম,বইয়ের নাম বলছেন কিন্তু খেয়াল করি নাই।

  • @prasantasengupta2858
    @prasantasengupta2858 4 місяці тому +1

    ঋষি অরবিন্দ ও স্বামী বিবেকানন্দ প্ল্যানচেট করে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ভবিষ্যত সম্পর্কে ও নেতাজি সুভাষ চন্দ্র বসু'র সম্পর্কে জানতে চাইলে আমরা জানতে পারি ।

  • @ajitpayra3211
    @ajitpayra3211 3 роки тому +54

    প্লানচেট এর মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত কথোপকথন উপস্থাপন করা হয়েছে এবং মৃত্যুর পরবর্তী কালের যে সমস্ত অলৌকিক অজ্ঞাত ঘটনাবলীর শোনানো হয়েছে তাহা খুবই তাৎপর্যপূর্ণ।

    • @sulekhamukherjee3792
      @sulekhamukherjee3792 2 роки тому +1

      Vi Ato kotha atma bolben abiswaswo.

    • @mandiradas460
      @mandiradas460 2 роки тому

      অত্যন্ত মধুর ঘটনা।মন আনন্দে পূর্ণ হয়ে গেল ।

  • @sahelijana7845
    @sahelijana7845 3 роки тому +9

    কেনো জানি না আপনার কথা শুনতে আমার বেশ ভালো লাগে একটা শান্তি পাই

  • @moreeaarning4056
    @moreeaarning4056 Рік тому +1

    অসাধারন বিশ্লেষণ 🙏🙏🙏

  • @mangalbaidya3400
    @mangalbaidya3400 3 роки тому +10

    অসাধারণ আলোচনা।

  • @rekhapathak79
    @rekhapathak79 3 роки тому +16

    চোখ বন্ধ করে একটানা শুনলাম, খুব ভালো লেগেছে।

  • @chandrasen9744
    @chandrasen9744 2 роки тому +2

    খুব সুন্দর আলোচনা, আমার দৃঢ় বিশ্বাস পরলোক বলে কিছু আছে।

  • @pannalalkarmakar9415
    @pannalalkarmakar9415 3 роки тому +17

    মনে হচ্ছে, কবিগুরুর রচনাশৈলীকে অনুকরন করেই অপর কারো লেখা একটি আধ্যাত্মিক জ্ঞানমূলক রচনা পড়ছি, যেটিতে কবিগুরুকেই একটি চরিত্র হিসাবে উপস্থাপন করা হল শুধুমাত্র তাঁর মহত্বকেই পুনঃপ্রচারের উদ্দেশ্যে।

  • @pranabdebnath7947
    @pranabdebnath7947 3 роки тому +4

    Khub Sundar lagglo notun kichhu shiklam joy guru joy

  • @debattamdey4710
    @debattamdey4710 Рік тому +4

    মনের ঠাকুর ♥️♥️ রবিঠাকুর😊

  • @sayantanymandal
    @sayantanymandal 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤Khub sundor sir❤❤❤❤❤❤❤

  • @miraseal6941
    @miraseal6941 2 роки тому +1

    সুন্দর উপস্থাপনা অমর বিশ্বকবিকে জানাই আমার আন্তরিক সহস্র কোটী প্রণাম ধন্যবাদ পাঠক নমস্কার নেবেন♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌺🌹🥀🌼🌸🌷🌻

  • @mahitoshbhattacharya2804
    @mahitoshbhattacharya2804 9 місяців тому +1

    মাননীয় মহাশয় আমি death exprence নিয়ে পৃথিবীতে বেঁচে আছি। একটা accident এ আমি অর্থাৎ আমার আত্মা উপরের দিকে এক অজানা দেশের দিকে চলে যাচ্ছিলাম এর পর আবার আমার এই দেহ নিয়ে হঠাৎ জেগে উঠি এবং বর্তমানে বেঁচে আছি। যাক আর বেশী লিখে বুঝাতে পারবো না। আমার এই অভিজ্ঞতার পরের অবস্থা আপনার ভিডিও থেকে কিছুটা বুঝতে পারলাম এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভগবানের নিকট আপনার মঙ্গল কামনা করি ।

  • @anilbiswas5509
    @anilbiswas5509 3 роки тому +7

    আমি উপস্থাপকের নিকট একটি প্রশ্ন রাখি।এখন কেন এই উন্নত প্রযুক্তির দিনে প্ল্যানচেট করা হয় না?ভাব জগতের কথা শুনতে বড় ভালো লাগে। যার কোনো প্রমাণ নেই,তাতেই আমরা বেশী ঝুঁকি।আমাদের বেশী আসক্ত থাকে।

    • @SriGuruJoy
      @SriGuruJoy  3 роки тому +6

      উন্নতি টা জাগতিক দিকে বেশি হয়েছে। এটা জাগতিক বিষয় নয়।। এবং এর জন্য একজন কে মাধ্যম হতে হয় সবার শরীর তার জন্য উপযুক্ত নয়।। আর এই সকল কাজ আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রশ্রয় দেওয়া হয় না।। এর সাথে ঈশ্বর লাভের কোনো সম্পর্ক নেই।।শুধু মনে সাময়িক বিশ্বাস বাড়ে।। তবে করা হয় না এটা আপনি বলতে পারে না , এটা বলতে পারেন, যে কোথায় হয় আপনি জানেন না।। খোঁজ করেন নি।।আর এই সব জানার বেশি প্রয়োজন নেই এবং এই গুলো শুনতে ভালো লাগলেও এর সাথে অনেক risk ও থাকে তাই এই নিয়ে আলোচনাও করা হয় না।।

    • @maharaj2021
      @maharaj2021 2 роки тому +1

      @@SriGuruJoy রিস্ক" -তো জাগতিক একটি শব্দ। যার উপযুক্ত বাংলা মানে হোলো "এড়িয়ে যাওয়া"! আমরা স্যার জড়াতে চাই। অতিন্দ্রিয়তার মধ্যে জাগতিক বাধা সব চাইতে বড়ো বাধা।
      শ্রী গুরু জয়।

    • @binaysaha2485
      @binaysaha2485 2 роки тому

      Ekdomye

    • @binaysaha2485
      @binaysaha2485 2 роки тому

      Atma abar amar deho bole ki kore?

  • @udas687
    @udas687 Рік тому +1

    ধন্যবাদ। এইভাবে নেতাজী সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে কিছু কথা বললে বা তথ্য দিলে ভারতবাসীর খুব ভালো লাগবে।

    • @udas687
      @udas687 Рік тому +1

      স্রষ্টা সকলের মঙ্গল করুন।

  • @anjuhalder4405
    @anjuhalder4405 Рік тому +4

    গুরুদেব কে আমার শতকোটি প্রণাম। এতো সুন্দর কথা শুনে আমি মুগ্ধ।।🙏🏻🙏🏻

  • @swapnamaity8396
    @swapnamaity8396 3 роки тому +8

    AJANA INFORMATION ABOUT KOBIGURU RABINDRANATH THAKUR 🙏🙏... THANKS FOR YOUR EXPLANATION 🙏

  • @pankajdey440
    @pankajdey440 3 роки тому +2

    ভিষন ভালো লাগে ধন্যবাদ জানাই খুব সুন্দর একটা গল্প

  • @SuraviSangeetTutorial
    @SuraviSangeetTutorial 3 роки тому +1

    Khub khub valo laglo. Anuprerona pelam

  • @00shimul
    @00shimul Рік тому +1

    Onek thanks bhai🙏🙏🙏🙏

  • @mdlalukhan5057
    @mdlalukhan5057 3 роки тому +2

    সঠিক কথাই বলছেন ! মিথ্যা তার জন্যই থাকবে এই অবস্থা সমন্ধে যাদের ধারণা নেই।

    • @SriGuruJoy
      @SriGuruJoy  3 роки тому

      এটা সঠিক কি মিথ্যা এটা জানার জন্য সাধন প্রয়োজন।। বাকি ঈশ্বর যা সব জানিয়ে দেন।

  • @paritoshdas3799
    @paritoshdas3799 3 роки тому +1

    পৃথিবীর অন্য অমূল্য সম্পদেগুলির মধ্যে এটাও একটা অমূল্য সম্পদ❣️
    প্রনাম নেবেন🙏

  • @triptihalder8440
    @triptihalder8440 3 роки тому +1

    khub valo laglo. asonkhyo dhonnobad. Iswar sobaiee k sumoti dea sobaiee k sot korme rakhun.

  • @runagupta3462
    @runagupta3462 3 роки тому

    খুব ভালো লাগলো ভিডিওটি অনেক কিছু জানতে পারলাম । এই ধরনের আদ্ধ্যত্তীক ভিডিও আরো শুনতে চাই ।

  • @pradipdey6972
    @pradipdey6972 3 роки тому +8

    আজ এখন বেঁচে আছি এইটুকু জানি একটু পরে থাকব কিনা জানিনা। আর মৃত্যুর পর আমার কি হবে তা জানিনা। মৃত্যুর সময়ে শরীর টাকে ছেড়ে যেতে হয়, মাথা সঙ্গে যায় না । তাই মৃত্যুর পর কিছু দেখা যায় এবং চিন্তা ভাবনা করা যায় বা কথা বলার ক্ষমতা থাকে কিনা বিদেহী আত্মার তাও জানি না। এই জগতটাকে কে যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গড়েছেন মনে হয়। আর তখন আমরা বিশ্বাস করি ভগবান এসব সৃষ্টি করেছেন আর তিনি জানালেই আমরা অজানা গুলো কে জানতে পারব নতুবা নয়।

    • @SriGuruJoy
      @SriGuruJoy  3 роки тому +1

      খুব ভালো বলেছেন।। এখানে বলা কথা সত্য না মিথ্যে সেটা আমরা জানি না।। তবে পরে হবে সেই চিন্তা না করে বর্তমান মুহূর্ত যেটা আমাদের হাতে আছে তারই সদ ব্যবহার করা উচিৎ।।
      তিনি না জানালে সত্যি আমরা জানতে পারি না।খুব সুন্দর বললেন।

  • @mahaagnyanipakachhari24
    @mahaagnyanipakachhari24 3 роки тому +5

    Joy Guru Jagannath Joy Guru Thakur Ramkrisha Deb , Joy guru joy guru joy guru Bamdeb , joy guru Baba Bholenath joy guru joy guru joy guru-r joy !!!!!

  • @THEVINCHIARTACADEMY888
    @THEVINCHIARTACADEMY888 3 роки тому +4

    দাদা, সত্যই অসাধারণ। আবার চাই ,বার বার চাই।

  • @indraniganguly727
    @indraniganguly727 Рік тому +1

    PRONAM JANAI APONAKE....BHAGOBAN APONAR MONGOL KARUN....

  • @jajneswarsahoo5268
    @jajneswarsahoo5268 3 роки тому +7

    অসাধারণ লাগল..... ধন্যবাদ আপনাকে..... আরও অনেক অনেক এরকম কিছু চাই..... শুভেচ্ছা রইল.......

  • @debyanidey4962
    @debyanidey4962 2 роки тому +3

    Joyguru, Hare Krishna, joy Kobi Gurudeber joy.

  • @knuriprasikhanshanstha9501
    @knuriprasikhanshanstha9501 2 роки тому +1

    খুব ভাল লাগল । অনেক কিছু জানলাম ।শিখলাম ।পরোলোক নিযে যেভয এতদিন
    পোষন করতাম,তাও অনেক খানি কেটৈ
    গেল ।

  • @Beduin07
    @Beduin07 Рік тому +1

    Besh bhalo golpo.

  • @bandanaray4256
    @bandanaray4256 3 роки тому +12

    এই ব্যাপারটিতে আমার কিছু অভিজ্ঞতা আছে। এতোটা সময় একটানা মিডিয়ামের মধ্যে উন্নত আত্মার থাকা কষ্টকর,প্রায় অসম্ভব।

    • @Bajrangibali_7
      @Bajrangibali_7 3 роки тому +3

      Kindly jodi ektu share koren apnar obhigyota ☺️

  • @panchamonimandi7791
    @panchamonimandi7791 3 роки тому +1

    Khub khub bhalo laglo, onek kichu jante parlam, onek onek opar shanti, sorgiyo soundyorjo feel korlam

  • @tanusripal5874
    @tanusripal5874 3 роки тому +5

    অসাধারণ আপনাকে প্রনাম জানাই জয় শ্রী রামকৃষ্ণ ওম শান্তি

  • @ujjwalkumarmullick4122
    @ujjwalkumarmullick4122 2 роки тому +2

    যিনি বর্ণনা দিচ্ছেন তাঁর কন্ঠস্বর খুব চেনা কিন্ত confirmedহতে চাইছি।নামটা জানান যাবে?

  • @dr.strange9301
    @dr.strange9301 3 роки тому +5

    জন্মান্তর নিয়ে কিছু বলুন। যদি প্ল্যানচেটের মাধ্যমে আত্মাকে টেনে আনা যায় তাহলে যদি সেই আত্মা অন্য দেহে ঢুকে জন্মান্তরিত হয় তাহলে তার আত্মাকে ডেকে আনা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে প্ল্যানচেটের সময়ে সেই জন্মান্তরীত শরীরটির কি হয়? কোনও ভিডিওর মাধ্যমে এই দুই প্রশ্নের উত্তর দিলে আমি উপকৃত হব।

    • @SriGuruJoy
      @SriGuruJoy  3 роки тому +1

      অন্য দেহে ঢুকবে কি করে ? সদ্য মৃত দেহ হলে হতে পারে।।। তবে এই সব সময় নষ্ট।। এই সব করে ঈশ্বর লাভ হয় না।। এই ভিডিও টি শেয়ার এর উদেশ্য ভালো কর্ম না হলে হবে না।।সবারই যে এই রকম গতি হবে তা নয়।।

    • @dr.strange9301
      @dr.strange9301 3 роки тому

      @@SriGuruJoy বুঝলাম। উপকৃত হলাম।বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটির জন্য ভালবাসা রইল।

  • @jayasreemajumder1114
    @jayasreemajumder1114 Рік тому +1

    Asadharon,khub valo laglo

  • @anantaghosh3388
    @anantaghosh3388 3 роки тому +11

    পাঠকের নাম? যেমন প্রসঙ্গ
    তার সঙ্গতি রেখে তেমনি পাঠ
    ঈশ্বরই আপনাকে এ কাজটা
    করিয়েছেন যাতে প্রসঙ্গ আরো
    গুণগ্রাহী হয়। ঈশ্বরীয় কাজ
    ধন্যবাদ🙏🙏🙏

  • @shobhanannandaroychoudhury121
    @shobhanannandaroychoudhury121 2 роки тому +1

    কি সদর আলোচনা শুনলে মনে ভরে যায়। কথা গুলোর যথেষ্ট তাৎপর্য পৃন আরও পাঠান।

  • @parbatimondal4399
    @parbatimondal4399 2 роки тому +1

    Khub bhalo laglo. Namashkar

  • @anilbiswas5928
    @anilbiswas5928 2 роки тому +2

    তা উপস্থাপক বাবু,প্লানচেটে যদি আত্মাকে ধরা যেত,তবে তো প্লানচেট উন্নতমানের পাওয়া যেত।বাস্তব কি তাই উপস্থাপক বাবু?গল্প বেশ ভালোই ফেঁদেছো।

    • @SriGuruJoy
      @SriGuruJoy  2 роки тому +3

      গল্প হলেও সত্যি।। হা হা হা।। বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর।। তবে এই সব থেকে আপনাদের দূরে থাকাই ভালো।।

  • @faruquehawlader7852
    @faruquehawlader7852 Рік тому

    Amar sonar bangla ami tomay valobashi robindro nath

  • @mithunguha5045
    @mithunguha5045 Рік тому

    গল্প বা creator এর নিজস্ব মতামত টা বেশ ভালই লিখেছেন।। তবে এটাকে সত্যি বলে ধরে নেওয়া টা....................................................

    • @SriGuruJoy
      @SriGuruJoy  Рік тому

      কোন কিছু কে মানতে হলে আগে সেটা জানতে হবে। ধরে নেওয়া তো দূরের কথা। শ্রীগুরু জয়।

  • @maharaj2021
    @maharaj2021 2 роки тому +3

    শ্রী গুরু জয়। এ এক চরম অনুভূতি পেলাম প্লানচেটের আসরে। মনুষ্য জীবন কি সেটা আমার সাথে মিলে গেলো। আমি খুব খুশি ও নিশ্চিন্ত হলাম আমার জীবনকে নিয়ে।
    আপনি ভাষ্যকার কে, কি নাম, ফোন নম্বর জানলে খুব খুশি হতাম। শ্রী গুরু জয়। দত্ত পুকুর আঞ্চলিক শাখা সঙ্ঘ।

  • @ChhandaBagchi-sj7og
    @ChhandaBagchi-sj7og 6 місяців тому +1

    আমি বিশ্বাস করি দুজন মৃত মানুষ আমি দেখেছি ,,কিন্তু স্বামীর মৃত্যুর পর ওঁকে দেখিনি !

  • @madhuripoddar7248
    @madhuripoddar7248 Рік тому +1

    Darun laglo🙏🙏🙏

  • @rupabhattacharya5065
    @rupabhattacharya5065 2 роки тому +1

    শ্রী গুরু জয়,🙏🙏খুব ভালো লাগলো।

  • @lipikanag2920
    @lipikanag2920 3 роки тому +1

    Aaj planchet a ja sunlam moner vitor ja hochche bole bojate parbo na. tar tulona Hoi na.ami avivuto. Ki likhbo bujte parchi na. Anek anek dhonnobad. Khub valo thakun.vogoban sobar valo korun.God bless us all.aage j valo valo video gulo dekhechi sei sutro dhorei boli Do good and good will come to us.Thanks a lot Sir.

  • @Humayounkabirblog
    @Humayounkabirblog 3 роки тому +4

    valuable content. thank you.

  • @rinaroy7893
    @rinaroy7893 Рік тому +1

    আমার দিদি প্যান চেটে আমার বাবার সাথে কথা বলেছিল কিন্তু বেশিক্ষন কথা বলা যায়না কারণ আত্মা র খুব কষ্ট হয়। রবীন্দ্রনাথ কিভাবে এতক্ষণ কথা বললেন কি করে? আমার বাবা বলেছিলেন আমার কষ্ট হচ্ছে ছেড়ে দে। দিদি ছেড়ে দিয়ে জ্ঞান হারিয়ে ছিল।

  • @tapaskumarmitra7426
    @tapaskumarmitra7426 3 роки тому

    Darun valo laglo, voktipurno pronam jani apnak

  • @sutapaghosh7478
    @sutapaghosh7478 3 роки тому +1

    Joy guru. Pranam gurudev. Apnar bactabya sune dhanya halam.

  • @ami_ar_amra
    @ami_ar_amra Рік тому +1

    রাজেন্দ্র লাল আচার্যের উল্লেখিত বইটা আমি পড়েছি।

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 Рік тому +2

    Very nice and extraordinary emotional story. Really this is highly appreciable at this moment.

  • @joyjagadbandhuhari3757
    @joyjagadbandhuhari3757 3 роки тому +2

    খুব খুব খুব ভাল লাগল।

  • @muktobihongosanjitchakrabo8811

    Khub valo laglo r. Asha rakhi sokoler chetonar unmesh ghotbe.

  • @homlip
    @homlip 3 роки тому +7

    তাহলে জানা গেল, রবিঠাকুর স্বর্গবাসী ।

    • @souravsahoo1582
      @souravsahoo1582 2 роки тому

      Swarga na Janalok blche sunlen na..sastra anujai swarga r upor e

  • @dhimansingharoy9388
    @dhimansingharoy9388 2 роки тому +1

    Bhison bhalo laglo🙏🙏

  • @kausikchatterjee6440
    @kausikchatterjee6440 Рік тому

    দারুন ভালো লাগলো .অসাধারণ আপনার বাচনভঙ্গি

  • @basudebdas1224
    @basudebdas1224 3 роки тому +5

    Excellent topic, I want more content about this.

  • @Shortinsaan95
    @Shortinsaan95 2 роки тому +1

    অবিশ্বাস করছি না, শুধু একটি প্রশ্ন আছে... সেটা হলো.....স্থূল শরীর ছাড়া সুক্ষদেহে কিভাবে সেই ব্যক্তির কণ্ঠস্বর শোনা সম্ভব ? মৃত্যুর পর সেই ব্যক্তির তো গলা নামক বস্তুটি ই থাকে না, প্ল্যানচেট বা অন্য কোনো মাধ্যম যাই হোক না কেন?

    • @anwitaroy4227
      @anwitaroy4227 2 роки тому

      যদিও বা তর্কের খাতিরে মানি যে medium-এর গলার স্বরই এখানে আত্মার কন্ঠস্বর, একটি কথা কিছুতেই বুঝতে পারছি না যে সত্যলোকের সেই স্তরে পার্থিব দুনিয়ার মতো জলের স্রোত, পাখি, রংবেরঙের ফুল থাকা কীভাবে সম্ভব?

  • @bilunag
    @bilunag 3 роки тому +6

    আমি ছোট বেলা থেকেই আমার দিদাকে প্লান চেট ধরতে দেখেছি এবং ধরেছি।আর বিশ্বাস করি। অনেকঘটনা সত্যি ঘটেছে আমাদের সংসারে। আমার মা ও বিশ্বাস করতে বাধ্যহয়েছেন। নমষ্কার

  • @samardas3950
    @samardas3950 3 роки тому +4

    স্বামীজীর সাথে কি কখনো কোন প্ল্যানচ্যাট করা হয়েছিল। যদি হয়ে থাকে আবশ্যই আপলোড করবেন।
    পরিশেষে ধন্যবাদ এরকম একটি ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য।

    • @SriGuruJoy
      @SriGuruJoy  3 роки тому +7

      আমার মনে হয় স্বামীজীর মত যারা।ঈশ্বরকটির ওনাদের প্ল্যান চেট করে আনতে হয় না।। ব্যাকুল হয়ে ডাকলে এখনো স্বামীজী, শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ওনারা স্বরূপে দেখা দেন।।

  • @mritunjoydas1993
    @mritunjoydas1993 3 роки тому +4

    জয় গুরু জয় গুরু

  • @pampasarkar7953
    @pampasarkar7953 2 роки тому +1

    Jai Thakur Jai Maa Jai Guru Kripahi Kebalam 🙏🙏🙏

  • @arunbikasroychoudhury9305
    @arunbikasroychoudhury9305 3 роки тому +7

    আমি এক জায়গায় পড়েছিলাম যে রবীন্দ্রনাথ কে তাঁর স্বস্থানে পৌঁছে দিয়েছিলেন বিবেকানন্দ, দেবেন্দ্রনাথ নয়। তিনি রবীন্দ্রনাথকে কিছু দূর এগিয়ে যেতে সাহায্য করেছিলেন মাত্র। বিবেকানন্দ ও অভেদানন্দের অঙ্গের জ্যোতিতে তাঁর চোখ ঝলসে যাবার মতো হয়ে ছিলো। স্বামীজী বলেছিলেন, কবি আপনি এসেছেন, আমরা খুব খুশি। তারপর তাঁরা কবিকে তাঁর জন্য নির্দিষ্ট আবাসে নিয়ে যান। সেখানে তাঁর জন্য কাজ নির্দিষ্ট হয় অতুল প্রসাদ, রজনী কান্ত প্রভৃতি কবিদের গান শেখানো।

    • @somsindhubanerjee9098
      @somsindhubanerjee9098 2 роки тому

      Any reference?

    • @Shortinsaan95
      @Shortinsaan95 7 місяців тому

      মৃত্যুর পরে গান শেখাবে কিভাবে?গলার স্বর কি থাকে নাকি?😮

    • @souvikmishra9600
      @souvikmishra9600 7 місяців тому

      ​@@Shortinsaan95 আত্মা f সঙ্গে আত্মা তো নিশ্চয়ই কথা বলে

  • @kaushikbhattacharya860
    @kaushikbhattacharya860 3 роки тому

    Vishon valo laglo. Sesh hoyeo jeno shes holona. Mon chase Aro sunte. Amio vabi amar baba make abar kobe kache pabo.

  • @motiamannan7496
    @motiamannan7496 3 роки тому +1

    Awesome personality of Kobi guru

  • @bhaskarchakraborty3909
    @bhaskarchakraborty3909 3 роки тому +6

    কোলকাতায় কোথায় প্ল্যানচেট করার ব্যবস্থা আছে?

  • @prasenjitchattopadhyay343
    @prasenjitchattopadhyay343 3 роки тому +4

    যে কটি কুৎসিত কমেন্ট দেখলাম তা একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে এসেছে।

    • @joyjagadbandhuhari3757
      @joyjagadbandhuhari3757 3 роки тому +2

      সেকুলার হিন্দুদের কাছ থেকে

  • @shyamasrimondal8083
    @shyamasrimondal8083 2 роки тому +1

    রবীন্দ্র নাথ ঠাকুর এত সময় ধরে কথা বলতে পারলেন? শুনেছি প্ল্যানচে যিনি আসেন বেশীক্ষণ কথা বলতে তার খুব কষ্ট হয় আর ওনার কথাগুলো কি টেপ করা হয়েছিলো? দু মাস হোল আমার স্বামী গত হয়েছেন। উনি এখন কোথায় কেমন আছেন খু জানতে ইচছা হয়। কোন বন্ধু পেয়েছে কি? কেমন আছেও?

  • @mitasaha285
    @mitasaha285 2 роки тому

    Opurbo mon chuye jay
    Pronam janai

  • @jumadeb9080
    @jumadeb9080 3 роки тому

    Thanks dada 🙏🙏🙏. Apnar ai golper boi porechi ami kub vhalo legeche. Ta chara r o 2ta porechi.

  • @MdMunna-oo9bl
    @MdMunna-oo9bl 3 роки тому +4

    Mone onno rokom shanti onuvop korlam.....🙏🙏🙏

  • @basudebdas1224
    @basudebdas1224 Рік тому

    Excellent content and perfect discussion