রেকর্ড।। নারায়ণ গঙ্গোপাধ্যায়।। বাংলা অডিও গল্প।। Bangla Audio Story।। Narayan Gangopadhyay

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • নারায়ণ গঙ্গোপাধ্যায় তাঁর রেকর্ড গল্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নির্মমতার একটি প্রসঙ্গ টেনে এনেছেন।
    গল্পে আমরা দেখতে পাই, মধ্যবিত্ত পরিবারের এক ভদ্রলোক চোরাই মার্কেট থেকে বারো পয়সা দিয়ে একটি পুরনো রেকর্ড কিনে আনেন। কিন্তু সে রেকর্ডের ভাষা বুঝতে পারেন না। বাসায় এসে স্ত্রী করুণাকে শুনালে সেও বুঝতে পারে না- রেকর্ডে কোন দেশীয় ভাষা বাজছে!
    অবশেষে এক ভূ-পর্যটক এই রহস্য সমাধান করে দেন। তিনি বলেন, এটি একটি গান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসীদের থেকে মুক্তি পেতে মুক্তিযোদ্ধারা এই গান গেয়ে সামান্যসংখ্যক রেকর্ড করিয়েছিলেন। কিন্তু হিটলার এই গানের সাথে সম্পৃক্ত সব্বাইকে মেরে ফেলেছে।
    তারপরও এই রেকর্ডটি এত দূরে- কলকাতায় কীভাবে এল? পর্যটক বললেন, এটি অত্যন্ত মূল্যবান একটি রেকর্ড।
    লেখক পরিচিতি: নারায়ণ গঙ্গোপাধ্যায় ১৯১৮ সালের ৪ ফেব্রুয়ারি তৎকালীন দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার (বর্তমানে ঠাকুরগাঁও জেলা) বালিয়াডাঙ্গি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম প্রমথনাথ গঙ্গোপাধ্যায় একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তার পৈতৃক নিবাস বরিশালের বাসুদেব পাড়া গ্রামে। তার শিক্ষাকাল কাটে দিনাজপুর, ফরিদপুরের রাজেন্দ্র কলেজ, বরিশালের ব্রজমোহন কলেজ ও কলকাতায়। ১৯৪১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন এবং ডক্টরেট ডিগ্রি নেন ১৯৬০ সালে। এরপর তিনি জলপাইগুড়ি কলেজ, সিটি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
    নারায়ণ গঙ্গোপাধ্যায় ছেলেবেলা থেকেই লেখালেখি শুরু করেন। তার প্রথম লেখা ছাপা হয় মাস পয়লা শিশু মাসিকে। সন্দেশ, মুকুল, পাঠশালা, শুকতারা প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখেছেন। সাপ্তাহিক দেশ পত্রিকায় সুনন্দর জার্নাল লিখে সুখ্যাতি অর্জন করেন। বাঙালির জীবনযাত্রা, সংস্কৃতি, রোজকার সমস্যা ও রাজনীতি নিয়ে লেখা নিয়মিত এই জার্নাল অত্যন্ত জনপ্রিয় ছিল বাঙালি পাঠকের কাছে। এ সময় তিনি বড়দের জন্য আনন্দবাজার, বিচিত্রা, শনিবারের চিঠি ও চতুরঙ্গে লেখালেখি করেন। তার সাহিত্য জীবন শুরু হয় কাব্যচর্চা দিয়ে। পরে তিনি গল্প-উপন্যাস লিখতে শুরু করেন। বড়দের জন্য রচিত প্রথম প্রকাশিত ‘উপনিবেশ’ ছাপা হয় মাসিক ভারতবর্ষে। ওটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৪৩ খ্রিষ্টাব্দে। তার উপন্যাস-গল্প রচনার অনুপ্রেরণা যোগান উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, পবিত্র গঙ্গোপাধ্যায়, সুধাংশুকুমার রায় চৌধুরী, বিজয়লাল চট্টোপাধ্যায়, মন্মথ সান্যাল, সজনীকান্ত দাস ও ফনীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
    নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর খ্যাতি বড়দের জন্য রচিত উপন্যাস ও গল্পের জন্য। কিন্তু শিশু-কিশোর সাহিত্য রচনায় তার খ্যাতি বড়দের চেয়ে কোন অংশে কম নয়। টেনিদা তার অনন্য সৃষ্টি। এছাড়াও শিশুদের জন্যে অজস্র ছোটগল্প লিখেছেন। তার রচিত পদ্মপাতার দিন, পঞ্চাননের হাতি, লালমাটি, তারা ফোটার সময়, ক্যাম্বের আকাশ, বাংলা গল্প বিচিত্রা, ঘণ্টাদার কাবলু কাকা, খুশির হাওয়া, কম্বল নিরুদ্দেশ, চারমূর্তির অভিযান, ঝাউবাংলার রহস্য ও ছোটদের শ্রেষ্ঠ গল্প বাংলা শিশু-কিশোর সাহিত্যে নতুন সংযোজন।
    বড়দের জন্য রচিত তার উলেস্নখযোগ্য বইগুলো হলো: একতলা, কালা বদর, কৃষ্ণপক্ষ, গন্ধরাজ, পন্নন্তর, ট্রফি, তিমির তীর্থ, দুঃশাসন, গদসঞ্চার, বনজ্যোৎন্সা, বিদিশা, বীতংস, বৈতালিক, ভাঙাবন্দর, চন্দ্রমুখর, মহানন্দা, রামমোহন, শিলালিপি, শ্বেতকমল, সাগরিকা, স্বর্ণ সীতা, সূর্যসারথী, সঞ্চারিণী, সম্রাট ও শ্রেষ্ঠী, সাপের মাথায় মণি, আশিধারা, ভাটিয়ালী, আগন্তুক, অমাবস্যার গান, বিদুষক, সাহিত্যে ছোটগল্প, বাংলা সাহিত্য পরিচয়, ছোটগল্পের সীমারেখা ও কথাকোবিদ রবীন্দ্রনাথ। তিনি ছোট গল্প বিষয়ে ডি.লিট ডিগ্রি লাভ করেন।
    নারায়ণ গঙ্গোপাধ্যায় ১৯৭০ খ্রিষ্টাব্দে ৬ই নভেম্বর ৫৩ বছর বয়সে মারা যান।
    #Bangla_Literature
    #Bangla_Short_Stories
    #Bangla_Audio_Book
    #Bangla_Audio_Stories
    ★★★★★★★★★★★
    এরকম আরও সুন্দর সুন্দর গল্পপাঠ, কবিতা আবৃত্তি, বুক রিভিও, উপন্যাস আলোচনা, প্রবন্ধ পাঠ, গীতিকাব্য পাঠ সহ বাংলা সাহিত্য এবং ব্যাকরণের বিভিন্ন বিষয় সহজবোধ্য ভাবে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকুন।
    ★★★★★★★★★★★
    ☑ রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের জনপ্রিয় সব গল্প শুনুন- • গল্পগুচ্ছ।। রবীন্দ্রনা...
    ☑ বাংলা সাহিত্যের সুন্দর সুন্দর সব ছোটগল্প এখানে- • বাংলা ছোটগল্প
    ☑ স্নাতক চতুর্থ বর্ষের ছোটগল্পসমূহ- • ছোটগল্প।। স্নাতক চতুর্...
    ☑ স্নাতক তৃতীয় বর্ষের ছোটগল্পসমূহ- • ছোটগল্প।। স্নাতক তৃতীয়...

КОМЕНТАРІ • 15

  • @সবারজন্যবাংলা

    এরকম আরও সুন্দর সুন্দর গল্পপাঠ, কবিতা আবৃত্তি, বুক রিভিও, উপন্যাস আলোচনা, প্রবন্ধ পাঠ, গীতিকাব্য পাঠ সহ বাংলা সাহিত্য এবং ব্যাকরণের বিভিন্ন বিষয় সহজবোধ্য ভাবে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকুন।

  • @tapanbhattacharyya503
    @tapanbhattacharyya503 Місяць тому +1

    ভাল লাগলো ,অনাবশ্যক বক্ত্রৃতা না দিয়ে শুধু গল্পটাই বলে গেলেন।

  • @urmimajumder790
    @urmimajumder790 2 місяці тому

    Khub sundor golpo❤

  • @betulchandra2128
    @betulchandra2128 2 роки тому

    Very nice

  • @debasreeshuvrasarker8357
    @debasreeshuvrasarker8357 3 роки тому +1

    "অন্য ঘরে অন্য স্বর " গল্পটায় আপনাদের এডিটিংটা সুন্দর হয়েছে।
    প্রতিটি গল্পতেই যদি মেইন বইয়ের লিরিক থাকে তবে ভাল হয়।

    • @সবারজন্যবাংলা
      @সবারজন্যবাংলা  3 роки тому +1

      আগে এরকমটা ভাবি নি, তাই লিরিক দেওয়া হয় নি। তবে এখন থেকে অর্থাৎ, আখতারুজ্জামান ইলিয়াসের সবগুলো গল্পের লিরিক সহ সকল গল্পের লিরিক দেওয়া হবে; এবং আগের গল্পগুলোকেও পুনরায় লিরিক দিয়ে নতুন করে তৈরী করা হবে।

  • @prithwishhazra6626
    @prithwishhazra6626 3 роки тому +1

    Nice

    • @সবারজন্যবাংলা
      @সবারজন্যবাংলা  3 роки тому

      ধন্যবাদ আপনাকে।
      এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে সবসময় চ্যানেলটির সাথে থাকুন।

  • @MizanurRahman-si2ir
    @MizanurRahman-si2ir 3 роки тому +1

    ডেস্ক্রিপশন বক্সে নারায়ন গঙ্গাপধ্যায়ের জন্মসাল অ্যাড করে দিয়েন আর কোন গল্পের অন্তর্ভুক্ত এবং প্রকাশের সাল টা। তাহলে একের ভিতর সব হয়ে যায়।

    • @সবারজন্যবাংলা
      @সবারজন্যবাংলা  3 роки тому

      পরামর্শের জন্য ধন্যবাদ আপনাকে। কিছুদিনের মধ্যেই সবগুলো ছোটগল্পের ডিসক্রিপশনে গল্পের সারাংশ, লেখকের সংক্ষিপ্ত জীবনী যুক্ত করা হবে।

    • @MizanurRahman-si2ir
      @MizanurRahman-si2ir 3 роки тому +1

      এখন হয়তো ভিউ আর সাবস্ক্রাইব কম, কিন্ত এমন এক সময় আসবে সবাই এই সাইটে এসে হুমড়ি খেয়ে পড়বে, আপনার অক্লান্ত পরিশ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ।

    • @সবারজন্যবাংলা
      @সবারজন্যবাংলা  3 роки тому

      @@MizanurRahman-si2ir ভালোবাসা অবিরাম ভাই। ভালো ও নিরাপদ থাকবেন সবসময়। ❤❤

  • @shahjahanalikhandakar1217
    @shahjahanalikhandakar1217 4 роки тому +1

    Vai , lyric dile aro valo hobe

    • @সবারজন্যবাংলা
      @সবারজন্যবাংলা  4 роки тому

      ইনশাআল্লাহ্ আগামী থেকে লিরিক দেওয়ার চেষ্টা করবো!❤

    • @সবারজন্যবাংলা
      @সবারজন্যবাংলা  4 роки тому +1

      ua-cam.com/video/QCFgu7ufMdk/v-deo.html
      এই ভিডিওটি দেখুন। এমন লিরিক চলবে কিনা! যদিও লিরিকে বেশ কষ্ট করতে হয়।