সরকারী খরচে 150 টি বিষয়ের উপর ফ্রি কোর্স Free SEIP Training Bangladesh 2024
Вставка
- Опубліковано 2 гру 2024
- সরকারী খরচে 150 টি বিষয়ের উপর ফ্রি কোর্স Free SEIP Training Bangladesh 2024
ফ্রি SEIP ট্রেইনিং বাংলাদেশ ২০২৪: ১৫০টি বিষয়ের উপর সরকারি খরচে কোর্স
বাংলাদেশ সরকারের অর্থায়নে SEIP (Skills for Employment Investment Program) ২০২৪ সালেও বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। SEIP প্রকল্পটি মূলত দেশের যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ১৫০টিরও বেশি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই কোর্সগুলোতে অংশগ্রহণকারী ব্যক্তিরা প্রশিক্ষণ শেষে বিভিন্ন সেক্টরে দক্ষতা অর্জন করতে পারবেন, যেমন আইটি, গার্মেন্টস, নির্মাণ, কৃষি, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং ও আর্থিক সেবা। এর পাশাপাশি, প্রশিক্ষণার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয়। কোর্স শেষে অনেক শিক্ষার্থীকে নিয়োগদাতাদের সাথে সংযুক্ত করা হয়, যা তাদের ক্যারিয়ার গড়ার পথে সহায়তা করে।
কোর্সের সুবিধা:
সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ
প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান
বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ
দক্ষ প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষণ প্রদান
অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের ব্যবস্থা
যারা নিজেদের ক্যারিয়ার উন্নত করতে চান এবং সরকারি সহায়তায় দক্ষতা অর্জন করতে ইচ্ছুক, তাদের জন্য SEIP ট্রেইনিং ২০২৪ একটি বিশাল সুযোগ। আবেদন প্রক্রিয়া সহজ এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়সের বিষয়েও শিথিলতা রয়েছে, যা যেকোনো আগ্রহী ব্যক্তির জন্য অংশগ্রহণ সহজ করে তুলেছে।
►►See more:
💥How To Make Potoshop Logo Design Bangla Toturial: • How To Make Potoshop L...
💥Visiting Card Design in Photoshop. Tar bangla toturial part-1. How to create Business Card • Visiting Card Design i...
💥Freelancing A To Z: • Freelancing A To Z
🛑 Outsourcing Cibiyar BD ta Lilan on social Media:
…………………….
My FB: www.facebook.c...
FB Page: www.facebook.c...
For Business Inguiry: lilanadhikarybd@gmail.com
Thanks:)
✅কোনো বিষয়ে হেল্প লাগলে কমেন্ট বক্স এ বলুন
✅আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন । ধন্যবাদ ।
কোথায় করতে হবে
ভাই আমি কি প্রশিক্ষণ দিতে পারবো আমার বয়স 43