গুনাহ হতে বাঁচার জন্য রোযা ঢাল স্বরূপ

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2023
  • হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন গুনাহ হইতে বাঁচার জন্য রোজা ঢাল স্বরূপ৷ সুতরাং রোজাদার অশ্লীল কথা বলবে না বা জাহেলী আচরণ করবে না৷ কেউ তার সাথে ঝগড়া করতে উদ্যত হলে অথবা গালমন্দ করলে সে তাকে দুইবার বলবে, আমি রোজাদার৷ তিনি আরো বলেন, যার হাতে আমার জীবন সেই সত্তার শপথ! রোজাদারের মুখের দুর্গন্ধ মহান আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধ হইতেও অতি উৎকৃষ্ট৷ আল্লাহ বলেন, রোজাদার খাদ্য পানীয় ও কাম ভাব পরিত্যাগ করে আমার উদ্দেশ্যে রোজা রাখে৷ সুতরাং আমি তাকে বিশেষভাবে রোজার পুরস্কার দান করব৷ আর নেক কাজের পুরস্কার ১০ গুন পর্যন্ত দেওয়া হয়ে থাকে৷ বুখারী-1773

КОМЕНТАРІ •