মাত্র একজন অভিনেতা আর অভিনেত্রী দিয়েও যে নাটক আকর্ষণীয় করা যায় সেটা হুমায়ুন স্যার দেখাতে পেরেছেন। আমরা ৯০ দশকের ছেলে মেয়েরা খুব ভাগ্যবান। আমরা যেরকম ভালো ভালো নাটক পেয়েছি এখনাকার ছেলে মেয়েরা সেইরকম ভালো নাটক পাচ্ছে না। আর সেই আমলে এতো জটিল স্টোরি নিয়ে নাটক বানানো আসলেই অনেক সাহসের কাজ। কঙ্কাল, বীভৎস চেহারা ছাড়াও যে ভৌতিক নাটক বানানো যায় হুমায়ুন স্যার দেখিয়ে দিলেন। তাঁর মতো কিংবদন্তী নাট্যকার আর কেউ আসবে কিনা সন্দেহ আছে।
ঠান্ডা মাথার সাইকোপ্যাথের চরিত্রে নূরের কি অসাধারণ অভিনয়! বাংলা ভাষার নাটকে এমন মনোস্তাত্ত্বিক অপরাধ বিষয়ক গল্প বিরল। হুমায়ূন আহমেদ ২৩ বছর আগেই কি অসাধারণ এক গল্প বলে গেছেন... ভাগ্যিস আমাদের একজন হুমায়ূন আহমেদ ছিলেন। ১৪-১১-২০২২
নিজেকে কখনো ছোট মনে করতে নেই,,অযোগ্য মনে করতে নেই,,, নিজেকে সন্মান করতে হবে। এ নাটকে নায়িকার জন্য নিজেকে অযোগ্য ভাবতো নায়ক,,এবং অতিরিক্ত ভালোবাসতো এবং তাকে হারানোর ভয়ে খুন করে ফেললো,,,যাতে সে অন্য কারও না হয়। অতিরিক্ত ভালোবাসতে নেই।
সময় থাকতে মানুষ ভালবাসা বুঝে না।।পরে দেরি হলে আফসোস করে ফেলে তার করা ভুলের জন্য।।। আর এদের ভালবাসা আসলে কত গভীর সেটা আসলে কারও বুঝার ক্ষমতা নেই।।। এত তীব্র ভালবাসা আর আফসোস আজকে আমার চোখের পানি ফেলতে বাধ্য করল
খুব ভালো কথা বলেছেন।কিন্তু জানলে অবাক হবেন এই অপরাধবোধের জন্ম ভালোবাসা থেকে, মানবতা থেকে এবং প্রতিটি মানুষের সৃষ্টিকর্তার বিশ্বাস থেকে। এই তিনটি জিনিষ বাদদিলে পৃথিবীতে অন্যায় বা অপরাধ বলতে কিছুই থাকে না।
Awesome story.........speechless job by Noor and Mimi.......oh! What an acting........long live Humayun sir for his creation.....from WB, suri, Birbhum.
মাথা খারাপ তো তাদের যারা এরকম নাটক নাটকের ভিতরে ডিজ লাইক দেয় ।তাদের রুচি কি বুঝি না। বেশ ভালো লাগলো দেখে নাটকটা। দেখার আগে মনটা খারাপ ছিল। বেস চমিৎকার হয়েছে নাটকটা ।
যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদ উপন্যাস অবলম্বনে নাটক। হুমায়ূন আহমেদের লেখা খুব চমৎকার এবং বেশ অপরিচিত একটা উপন্যাস এটা। যদিও এই নাটকটা খুব ছোটবেলায় দেখা, তবুও বেসিক্যালি মৃত্যুর ওপারে আর বনুর গল্প এই দুই নাটকই আমাকে অদেখা ভূবন সিরিজটাকে মনে রাখতে সাহায্য করেছিল। হুমায়ূন আহমেদের এক অনবদ্য সিরিজ এই অদেখা ভূবন। অন্য ভূবনে তিনি ভালো থাকুন।
কি ভদ্র, মার্জিত পরিবেশন। মুগ্ধ হয়ে যাই। তখনই কত আধুনিক ছিল চিন্তাধারা। বর্তমান পরিচালকরা যা ভাড়ামি করে, এতে করে কখন না জানি মানুষ নাটক দেখাও ছেড়ে দেয়।
স্মৃতি রেখে গেলাম এটা একটা শিক্ষনীয় নাটক। মানুষ বুঝে তবে যখন বুঝে সেটা অনেকটা দেড়ি হয়ে যায়। যেমন ২৩/৫/২০২২ জনপ্রিয় সিঙ্গার আতিফ আহমেদ নীলয় হাড়িয়ে গেছে চলে গেছে অনেক দুরে সেই আর্তনাদ এখন তার বউ বুঝতে পারবে। কমেন্ট রেখে গেলাম ৩০/৫/২০২২
মাত্র একজন অভিনেতা আর অভিনেত্রী দিয়েও যে নাটক আকর্ষণীয় করা যায় সেটা হুমায়ুন স্যার দেখাতে পেরেছেন। আমরা ৯০ দশকের ছেলে মেয়েরা খুব ভাগ্যবান। আমরা যেরকম ভালো ভালো নাটক পেয়েছি এখনাকার ছেলে মেয়েরা সেইরকম ভালো নাটক পাচ্ছে না। আর সেই আমলে এতো জটিল স্টোরি নিয়ে নাটক বানানো আসলেই অনেক সাহসের কাজ। কঙ্কাল, বীভৎস চেহারা ছাড়াও যে ভৌতিক নাটক বানানো যায় হুমায়ুন স্যার দেখিয়ে দিলেন। তাঁর মতো কিংবদন্তী নাট্যকার আর কেউ আসবে কিনা সন্দেহ আছে।
100% সহমত
সহমত ভাই 😭😭😭
যারা এক ঘন্টার নাটক দশ মিনিটে টেনে দেখে শেষ করে তারা নাটকের মর্মতা কি বুঝবে? এসব নাটক দেখতে হলে ধৈর্য লাগে ।
সত্যিই তো তাই।
@@ratansk7070 ঘটনা সত্য
শিক্ষা নেয়ার মত অনেক কিছু আছে ৪৬ মিনিটের ছোট এই নাটকে। নাটকের গভীরতা অস্থির করে ফেলতে সক্ষম যে কাউকে। হুমায়ুন স্যার, নূর ভাই এক প্যাকেজ। মিমি অসাধারণ।
কি কি আছে?
দেখতে গিয়ে শুরুতেই পরিচিত মনে হচ্ছিলো। পরে মনে পড়েছে হুমায়ূন আহমেদ এর ই বই "যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ" বইয়ের কাহিনী আর এই নাটকের কাহিনী সেইম।
হুমায়ুন আহমেদ নির্মাতা হিসাবে সেরা।
৭-১-২৫ এসে দেখতেছি, আমার জন্মের আগে এই নাটকটি আমি এখন দেখছি।
ঠান্ডা মাথার সাইকোপ্যাথের চরিত্রে নূরের কি অসাধারণ অভিনয়!
বাংলা ভাষার নাটকে এমন মনোস্তাত্ত্বিক অপরাধ বিষয়ক গল্প বিরল। হুমায়ূন আহমেদ ২৩ বছর আগেই কি অসাধারণ এক গল্প বলে গেছেন... ভাগ্যিস আমাদের একজন হুমায়ূন আহমেদ ছিলেন।
১৪-১১-২০২২
কথা সাহিত্যিক, পরিচালক হুমায়ুন আহমেদ বাংলাদেশের গর্ব। সেই থেকে তার প্রতিটা বই পড়ি পাগলের মতো। কখনো কিনে কখনো চেয়ে
নিজেকে কখনো ছোট মনে করতে নেই,,অযোগ্য মনে করতে নেই,,, নিজেকে সন্মান করতে হবে। এ নাটকে নায়িকার জন্য নিজেকে অযোগ্য ভাবতো নায়ক,,এবং অতিরিক্ত ভালোবাসতো এবং তাকে হারানোর ভয়ে খুন করে ফেললো,,,যাতে সে অন্য কারও না হয়। অতিরিক্ত ভালোবাসতে নেই।
হুমায়ূন আহমেদ এর একটা উপন্যাস আছে এই রকম। "যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদ"
কাহিনি মিলে গেল।
সেই উপন্যাস অবলম্বনেই নির্মিত।
সময় থাকতে মানুষ ভালবাসা বুঝে না।।পরে দেরি হলে আফসোস করে ফেলে তার করা ভুলের জন্য।।।
আর এদের ভালবাসা আসলে কত গভীর সেটা আসলে কারও বুঝার ক্ষমতা নেই।।।
এত তীব্র ভালবাসা আর আফসোস আজকে আমার চোখের পানি ফেলতে বাধ্য করল
সীমার বাহিরে অন্যায় করে ফেললে, সবকিছু থেকে বাচলেও, "অপরাধবোধ" থেকে বাঁচা সম্ভব না ।
সত্য ও কঠিন কথা
খুব ভালো কথা বলেছেন।কিন্তু জানলে অবাক হবেন এই অপরাধবোধের জন্ম ভালোবাসা থেকে, মানবতা থেকে এবং প্রতিটি মানুষের সৃষ্টিকর্তার বিশ্বাস থেকে। এই তিনটি জিনিষ বাদদিলে পৃথিবীতে অন্যায় বা অপরাধ বলতে কিছুই থাকে না।
এই নাটকটির কাহিনী ও অভিনয় অসাধারন হয়েছে ।ধন্যবাদ পরিচালকে আমাদের এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য ।
কি অসাধারণ কি অদ্ভুত গল্প ও অভিনয়।হুমায়ুন আহমেদ স্যার যে কি ধরনের লেখক ও নির্মাতা ছিলেন তা ওনার সৃষ্টির মাধ্যমেই বুঝা যায়।❤❤❤❤
হুমায়ূন স্যার পারে একটি নৌকায় পুরো ছবি সেষ দিতে সেমল ছায়া, আবার এই নাটকে এই দুইজন, কি অসাধারণ
৪৬ মিনিটের নাকটে কলিজা কাঁপানো কাহিনী শুধু, হুমায়ুন স্যার এর দ্বারা সম্ভব 😢
ভালোবাসার মানুষের কাছে নিজেকে সবসময় তুচ্ছ, দূর্বল আর অযোগ্য মনে হয়, এই দুর্বলতাই তাকে বিষাক্ত করে ফেলেছে...
হুমায়ূন আহমেদের "যখন গিয়েছ ডুবে পঞ্চমীর চাঁদ" বইটির সঙ্গে মিল আছে নাটকটি।
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, এই বই উপর ভিত্তি করে নাটকটি নির্মাণ হয়েছে |
অসাধারণ আসাদুজ্জামান নূর সেরা অভিনেতা ২০/১২/২০
বান্নাহ,অমিদের কানে ধরে এসব নাটক দেখানো উচিৎ যাতে একটু হলেও নাটক বানানো শিখে 🙂
পায়ের জুতার সমান নয় স্যার এর
মনে মনে ভাবছিলাম এ কথাগুলো
ঠিক
Right Information tell you brother.
বলার তেমন কিছু নাই এককথায় সেরা 🖤🥰
হুমায়ূন আহমেদের "যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ" উপন্যাস অবলম্বনে।
আসাদুজ্জামান ভাইয়ের এই থলে আমার ভিষণ ভালো লাগে প্রায় নাটকে এই রকম থলে দেখা যায়,,, ❤❤❤
কি অসাধারণ একটা নাটক। কি অসাধারণ সংলাপ। কত গভীর একটা গল্প।
আফসানা মিমি ম্যাম এর অভিনয় অনেক সাবলীল, সুন্দর। আসাদুজ্জামান নূর স্যার একজন কিংবদন্তি অভিনেতা। হুমায়ুন আহমেদ স্যার এর রোমাঞ্চকর একটি নাটক।
১৬/০১ /২০২১
সহমত জ্ঞাপন করলাম
@@akkasali8050 ধন্যবাদ 😊
@@nazmunnafiya8526 আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Awesome story.........speechless job by Noor and Mimi.......oh! What an acting........long live Humayun sir for his creation.....from WB, suri, Birbhum.
মাথা খারাপ তো তাদের যারা এরকম নাটক নাটকের ভিতরে ডিজ লাইক দেয় ।তাদের রুচি কি বুঝি না।
বেশ ভালো লাগলো দেখে নাটকটা। দেখার আগে মনটা খারাপ ছিল। বেস চমিৎকার হয়েছে নাটকটা ।
@@StoriesbyRafi 😆
হুমায়ূন আহমেদ স্যারের অসাধারণ এক সৃষ্টি।
বাস্তবতা আর কল্পনা কত বড় শিক্ষা দিয়ে গেল । ধন্যবাদ, হুমায়ুন আহমেদ।
চমৎকার ও সুন্দর নাটক ❤❤❤❤
অসীম মুগ্ধতা রেখে গেলাম 💙
১০.৭.২১
16-03-24
❤❤25/03/24❤❤
যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদ উপন্যাস অবলম্বনে নাটক। হুমায়ূন আহমেদের লেখা খুব চমৎকার এবং বেশ অপরিচিত একটা উপন্যাস এটা। যদিও এই নাটকটা খুব ছোটবেলায় দেখা, তবুও বেসিক্যালি মৃত্যুর ওপারে আর বনুর গল্প এই দুই নাটকই আমাকে অদেখা ভূবন সিরিজটাকে মনে রাখতে সাহায্য করেছিল। হুমায়ূন আহমেদের এক অনবদ্য সিরিজ এই অদেখা ভূবন। অন্য ভূবনে তিনি ভালো থাকুন।
হু...।সহমত।ঐ বই আমিও পড়ছি। আমি পুরো নাটকটা দেখার পর বুঝলাম।
২য় জন?
Nur sir
Humayan sir
Salute boss ❣️
সীমার বাহিরে অন্যায় করে ফেললে,সব কিছু থাকলে বাঁচলেও,অপরাধবোধ থেকে বাঁচা সম্ভব না।
absolutely
'মানুষ থাকতে ভালোবাসার মূল্য দেয় না'
''স্ত্রীর মুখের কথা আর মনের কথা কখনো এক হয় না''
নাটকটির অন্যতম শিক্ষনীয় দিক।।
অনবদ্য সুন্দর অভিনয়।।
যুগের পর যুগ মানুষ হুমায়ুন আহমেদ এর এসব সৃষ্টিকর্ম দেখবে।৩০/০১/২১
অসাধারণ!! খুব সাধারণ, সাবলীল ভঙ্গিতে এমন অসাধারণ গল্প ফুটিয়ে তোলার কারিগর একজনই ছিলেন। আমাদের হুমায়ূন আহমদ।
উপন্যাস টা পড়ে যতটা শিহরিত হয়েছি ততটা নাটকে ফুটে ওঠেনি।
ভাই বই পড়ে যতটা ফিল করতে পারবেন , স্ক্রিনে দেখে সেরকম কখনোই অনুভব করতে পারবেন না। দুইটা আসলে দুইরকম ব্যাপার। পৃথিবীর শ্রেষ্ঠ পরিচালকও টা পারবেনা।
@@tarikmahmood4159 সেটা ঠিক।তবে আরো ভালো হতে পারত
@@blkukutu29 উপন্যাস থেকে কিন্তু নাটকের ঘটনা একটু অন্যরকম।
@@blkukutu29 এর চেয়ে আর কি ভাল চান আপনি? যখন বলে today i'm gonna kill my wife..... what a dialogue
উপন্যাসের নাম কি
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ 🌻
"আমি তো মরে গেছি,মৃত মানুষ ভালোবাসতে পারে না"🥀💔
Sir er sob natok dekha pray ses.
Onk khuje khuje maje saje ekta kore pai.r ki dekhbo???
😭😭😭
Amaro eki obosta
@@Mehedihasan-fb6nk amaro
উড়ে যায় বকপক্ষি,অচিন রাগিনি দেখুন
Same to you
অবাক হয়ে শুধু পর পর দুবার দেখলাম।
তবুও যেনো ঘোর কাটেনা.....
কি অসাধারণ গল্প, কি অসাধারণ অভিনয়.....
হুমায়ূন আহমেদের প্রতিটা সৃষ্টিতে অন্যরকম ভালোবাসা আছে ❤❤❤
এইসমস্ত কিংবদন্তি অভিনেতা, অভিনেত্রী, নাট্যলেখক,নাট্যপরিচালক এর মত কোন ব্যক্তিবর্গ বাংলাদেশে আর আসবে????
জয় গুরু ভালোবাসা অবিরাম
Love 💓 u chowa
N love for humayun sir
অসাধারণ 💞💞💞
প্রিয় লেখক হুমায়ুন স্যার
কি অদ্ভুত সুন্দর নাটক।
sob natok daki sir er ak aka ta Korey sob natok daki .sob natok takey kicu na kicu sikar aca
কোন পুরুষ যখন কোন মেয়ে কে ভালোবাসে তখন সে তার পুরো টা দিয়েই ভালোবাসে💔🥺 সত্যি বলতে কল্পনার বাইরে
হুমায়ুন আহমেদর নাটক সত্যি অসাধারণ
হুমায়ুন স্যারের মত আর কেউ আসবেনা, আর কখনো এমন নাটকও হবেনা
অসাধারণ নাটক
Murad Ahmed from Singapore🇸🇬 22-07-2020 💖💖💚💚💙💙🌿🌿👍👍
This drama is highly inspired from Robert Browning's Poem "Porphyria's Lover".
শেষ দেখেছি ০৭.০১.২০২০। আবার দেখা শুরু করলাম। অসাধারণ উপলব্ধি ।
কি ভদ্র, মার্জিত পরিবেশন। মুগ্ধ হয়ে যাই। তখনই কত আধুনিক ছিল চিন্তাধারা। বর্তমান পরিচালকরা যা ভাড়ামি করে, এতে করে কখন না জানি মানুষ নাটক দেখাও ছেড়ে দেয়।
Humayun Ahmed was a great director and film maker’s who had the ability to think and image well of his time
সত্যি অসাধারণ কি সাবলীল killing অভিনয় আসাদুজ্জামান নূর
আগের নাটকগুলো কতো সুন্দর ছিলো, আহা🖤💙
অতিরিক্ত কোন কিছু ভালো নয়💔🥀
ঠিক বলেছেন।। ভালোবাসি বলে এত বারাবাড়ি করা ঠিক না।
ভালোবাসা থাকতে কেউ বুঝতে চাই না
আবেগে ভেসে গিয়ে অনেক কিছু করে ফেলে 6/11/2023
9:58 pm.
বাকের ভাই আর বকুল! 😆
21-1-23
rat 10ta
dekha suru korlam
অসাধারণ মুগ্ধতা নিয়ে নাটকটি শেষ করলাম। ❣️
আমার প্রিয় দু'জন মানুষ ! শ্রদ্ধা এবং অভিনন্দন !
It was aired in channel BTV.
Thanks to you ! Humayun ahmed sir.11/04/2021
গল্পটা পড়েছিলাম,,গল্পের নাম ছিলো "যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ"7
নাটক টা দেখার আগে থেকেই কেনো যেনো মনে হচ্ছে "যখন গিয়েছে ডুব পঞ্চমীর চাঁদের "কাহিনি
এত অসাধারণ একটা নাটকের ভিউ ১ মিলিয়নও না!
স্মৃতি রেখে গেলাম এটা একটা শিক্ষনীয় নাটক।
মানুষ বুঝে তবে যখন বুঝে সেটা অনেকটা দেড়ি হয়ে যায়। যেমন ২৩/৫/২০২২ জনপ্রিয় সিঙ্গার আতিফ আহমেদ নীলয় হাড়িয়ে গেছে চলে গেছে অনেক দুরে সেই আর্তনাদ এখন তার বউ বুঝতে পারবে। কমেন্ট রেখে গেলাম ৩০/৫/২০২২
40:51🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ami tokhon class ৫..sob gulo episode dekhechilam btv te
অসাধারণ সৃষ্টি যুগ যুগ বেচে থাকবে ভক্তদের মাঝে
My childhood memories 😢
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
❤❤❤❤❤
যখন গিয়েছে ডুবে পন্চমীর চাদঁ উপন্যাস এর উপর এই নাটক নির্মিত
ভাগ্যিস আমাদের একজন হুমায়ূন আহমেদ ছিলেন না হলে এত সুন্দর নাটক পেতাম কোথায়
shei choto belai natok ta dekhsilam...jaa voi petam
হুমায়ুন আহমেদ মানেই নতুন কিছু ভাবনার বহিঃপ্রকাশ, নতুন করে আর একবার নিজেকে ভুলে যাওয়া।
Don't worry you are not only who listening this masterpiece first time in september 2021😂😂🙏🙏🙏🙏
নাটকটা ছোটবেলা একবার দেখেছিলাম
৩০/১২/২০২১ আজকে আবার দেখলাম
What a story!
দারুন নাটক,,,
fantastic ........
24-5-23 remember the date
At night 1.50
Home alone.
The feelings😓😓
আহা এই সবার প্রিয়ো অভিনেতা আসাদুজ্জামান নূর যদি বাস্তব জীবনেও এমন প্রিয়ো থাকতো সারাজীবন। কেনো মানুষ টা এতো কলঙকিত হয়ে গেলো রাজনীতি তে নেমে।
শুরু করলাম
Asadhoron 👌
আজকে তোমাকে খুব সুন্দর লাগছে❤
জান গো......🥺💔💔
Srity rekha galam-- 18/11/2021
Background music jst wowww
আজ ২০/১/২২ তারিখ,,
এ নাটক দেখলাম,
I miss you my dear sir...
I also miss
নাটকের মূল চরিত্র মূলত একজন সাইকোপ্যাথ!
আসাদুজ্জামান নুর এবং আবুল হায়াত এর মত অভিনেতা আর আসবে না বলে মনে হয়।
এটা আমার মতামত। ২০/১/২০২২
🙏🙏🙏❤🌹
হাজারো নাটক পরিচালকের আবিষ্কারক হুমায়ন আহম্মেদ