আমার ঘরে স্ত্রী কাল নাগিনি রাত্র ভরা হিরোইন খায় ।। মাতাল কবি রাজ্জাক দেওয়ান
Вставка
- Опубліковано 9 лют 2025
- মাতাল কবি রাজ্জাক দেওয়ান এক জন গুনি বেক্তি বাউল স্বাধক তার জন্মো ঢাকার কেরানীগঞ্জের মধ্যের চর আটি বাজার সংলগ্ন তিনি আমাদের দেশের লোকো গানের ভান্ডার ছিলেন তার গানের গুরু তথা ওস্তাদ ছিলেন বাউল স্বাধক খালেক দেওয়ান মাতাল কবি তার কাছ থেকেই হাতে খরি নেন এই মরমী কবি তার জিবনে অগনিত গান রেখে গেছেন এর মধ্যে কিছু জনপ্রিয় গান হলো ঘুম দিয়ে কাটালিরে মন চির কাল মদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে দারা তোরা জতো মাওলানা সাখি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই ভূল বুঝে চলে জাও জতো খুশি ব্যাথা দাও সুখ পাখিটা গেছে মারা একটা তৃরের আঘাত খাইয়া আদম বানাইতে নিরান্জন ফেরশ্তারা করে ছিলো মাটির আয়োজন শ্যামল বংশি দারি ঘাটে একবার আসি একবার জাই কেগো সুন্দরী তোমার রুপ দেখে মরি জল ভরিয়া জাও সন্ধা বেলা শ্রী মধু সুধনো বিপদ বন্জনো তুমি নারায়ন নারায়ন মরার কোকিলে ধুম চলেছে বেচা কেনা প্রতিমা হবে বিসর্জন নবী এসে ঘুচালেন আধার এরকম আরো অগনীত গান রয়েছে কবির গানের কথা সারা রাত দিন লিখলে ও সেষ হবেনা বাউ গানে মরমী এই কবির অনেক অবদান রয়েছে ;
যতো মাতাল বইতাল করে ওরা আমার উপর অত্যাচার। মদ বেচা দোকানের চাকরি চাইনা আর।।
আমার ঘরে স্ত্রী কাল নাগিনি রাত্র ভরা হিরোইন খায় তাতে কিছু কম পরিলে বারে বারে চোখ রাংগায় যদি কই আপকারি মাল সে এমনি মারে ফাল আমি হই কত নাজেহাল সামান্যে এক দোকান্দার মদ বেচা দোকানের চাকরি চাইনা আর।।
আমার কপাল দোষে ছেলে হাসে বাংলা খায় বেশি বেশি তারে উচিত কিছো কইতে গেলে মারতে আসে কিল ঘুসি।।
মাইইয়া চায় তার পুরা বতল সংসারি সকল না পাইলে মাল ডবল ডবল মুখানা তার করে ভার মদ বেচা দোকানের চাকরি চাইনা আর।।
আমার মস্ত বড় ভাই ভাবী দেখায় শুধু গাঁয়ের জোর হিতাহিতি জ্ঞান ছাড়া ওরা মস্ত গাজা খোরর।।
তার উপরে লোভ লালোসা আছি বড় কোন ঠাসা।। ভ্যান ভ্যান করে মাছি মসা।। এই দুর্গন্ধ সয়না আর মদ বেচা দোকানের চাকরি চাইনা আর।।
এই দেহের দশ ইন্দ্রিয় অতি প্রিয় থাকে নেসার জোকে বেসামাল তারা পতি দিনের অভ্যাসে খাইতে আসে বাকি মাল।।
ওরা দেয় গালাগালি পরে নেসাতে ঢলি আমার সাইধ্য নাই কিছো বলি সব শালায় দুরাচার।।
মদ বেচা দোকানের চাকরি চাইনা আর।।
করলাম একটানা চল্লিশ বছর মায়না ছাড়া চাকোরি আসাল ঘড়ের মসাল খাইয়া পাকাইলাম চুল দাড়ি।।
মাতালেরি কপাল দোষে পারগাটা কান্দে বসে সকাল সকাল চল্লাম দেশে সংসার পদে নমশকার মদ বেচা দোকানের চাকরি চাইনা আর ।।
#baul_song
#baul_gaan
#mp3_baul_gaan
#baul_gaan_mp3
#popular_baul_gaan
#bangla_gaan_mp3
#bangla_baul_gaan
#baul_video
#baul_audio_jukebox
#baul_mp3
#বাউল_গান
খুব সুন্দর হয়েছে
Wow