নিলামের মোটর সাইকেল সড়কে ! আটক করলেন পুলিশ | Motor Bike | Bike | Motorcycle l Plan2 Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • নিলামের মোটর সাইকেল সড়কে ! আটক করলেন পুলিশ
    ===============================
    Subscribe UA-cam Channel: cutt.ly/xnqhfXC
    Facebook : / plan2bangla
    Instagram : / plan2bangla
    UA-cam : / plan2bangla
    Official website: www.plan2bangl...
    ---------------------------------------------------------------------------
    ======*Contact us*=====
    Email:plan2bangla@gmail.com
    ------------------------------------------
    #Plan2Bangla​
    #Motorcycle
    #BDLockdown

КОМЕНТАРІ • 877

  • @gblshible9909
    @gblshible9909 2 роки тому +1055

    সার্জেন্ট সাহেব বললেন কোর্ট আদেশ দিতে পারেনা। এও বললেন তার অভিজ্ঞতা থেকে বলছেন। সার্জেন্ট সাহেব কে মাথায় রাখতে হবে কোর্ট যেটা আদেশ দেন সেটাই তার জন্য আইন।বিআরটিএ এর ২০০৮ সালের একটা সার্কুলারে বলা আছে "any kind of auctioned vehicle aren't registrationable ". (আর সার্জেন্ট বললেন রেজিস্ট্রেশন করে নিয়ে আসেন)। এজন্য অনেক সময় নিলাম আদেশেই বলা থাকে নিলামকৃত গাড়ি রাস্তায় চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার নির্দেশ দেয়া হলো। এক্ষেত্রে সার্জেন্ট এর বাড়াবাড়ি আদালত অবমাননার শামিল। সংশ্লিষ্ট আদালতের নির্দেশে বিনা জরিমানায় গাড়ি ফেরত পাওয়ার সুযোগ আছে।

    • @sumonasha7166
      @sumonasha7166 2 роки тому +5

      Ok Gd

    • @mdhosenmahomud4204
      @mdhosenmahomud4204 2 роки тому +3

      Thanks, vai

    • @k.cakash9785
      @k.cakash9785 2 роки тому +46

      এই ভিডিও দিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষন করলে ভালো হয়।

    • @robiulislam2831
      @robiulislam2831 2 роки тому +26

      ভাই কোর্ট আর পুলিশ ওরা নিজেরাই আর সাধারন মানুষের টাকা বিক্রি করে নেই আবার জরিমানা করে নেই অদের কোন অন্যায় নাই।যেটা চালানো যাবেনা তাহলে সেটার অনুমদন দেই কেন এর জবাব কে দিবে

    • @abdalhossan4268
      @abdalhossan4268 2 роки тому +22

      এই ধরনের পুলিশের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া উচিৎ

  • @metasoft1099
    @metasoft1099 Рік тому +31

    সত্যি পুলিশ মোটরসাইকেল এর উপর অতিরিক্ত অত্যাচার করে

    • @fkngd6881
      @fkngd6881 Рік тому +1

      apnar ki mathay somossa ache

  • @mohammadrajib5065
    @mohammadrajib5065 Рік тому +7

    পুলিশ যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নেওয়া গাড়ি ধরে অর্থাৎ নিলামের গাড়ি ধরে তাহলে আমরা বোকার মত কেন নিলামের গাড়ি কিনব আমরা সবাই নিলামের গাড়ি কিনবো না নিলামের গাড়ি যখন বিক্রি করা হয় তখন সাথে সাথে বৈধতা দিতে হবে। নইলে গাড়ি নিলামে যেন বিক্রি না করা হয় ।

  • @tamimtamu4693
    @tamimtamu4693 Рік тому +6

    মোটরসাইকেলের প্রতি তারা আলাদা ভালোবাসা।
    দেখলেই উড়ে এসে পড়ে😅

  • @binodon2337
    @binodon2337 2 роки тому +130

    নিলামের গাড়ি যদি রাস্তায় চালানোর নিয়ম না থাকে তাহলে বিচারকদের উচিত হবে নিলামে বিক্রি না করা। আর যদি আইনে কোনো বাধা না থাকে তাহলে এসব সার্জেন্টদের বিরুদ্ধে বিচারকদের ব্যবস্হা নেওয়া উচিত।।

    • @user-jg5tj5jq8f
      @user-jg5tj5jq8f 2 роки тому +1

      রাইট

    • @chayonrahman4104
      @chayonrahman4104 2 роки тому +10

      নিলামের গাড়ি কোন কোন জায়গাতে ব্যবহার করা যায় সেটা আগে যানুন তারপর কথা বলুন

    • @aminulislam-ks5nw
      @aminulislam-ks5nw 2 роки тому +4

      নিলামের গাড়ির যন্ত্রাংশ বিক্রি করা যাবে।

    • @SmAfzalur
      @SmAfzalur 2 роки тому +2

      আপনি যে কথাটা বলছেন সেটা মুরখের কথা... নিলামের গাড়ী বাসায় নেয়ার নিয়ম আছে... Tow-Truck-এর মাধ্যমে বাসায় নিতে হবে... পরে রাস্তায় চালানোর জন্য প্রয়োজনীয় Papers কতৃপক্ষের থেকে সংগ্রহ করে... তারপরে রাস্তায় চালাতে হবে... এটাই Rule...

    • @SmAfzalur
      @SmAfzalur 2 роки тому +1

      @@chayonrahman4104 নিলামের গাড়ী বাসায় নেয়ার নিয়ম আছে... Tow-Truck-এর মাধ্যমে বাসায় নিতে হবে... পরে রাস্তায় চালানোর জন্য প্রয়োজনীয় Papers কতৃপক্ষের থেকে সংগ্রহ করে... তারপরে রাস্তায় চালাতে হবে... এটাই Rule...

  • @bengaliboy.9642
    @bengaliboy.9642 2 роки тому +14

    ক্যামেরা দেখে সততার ভূত ধরেছে পুলিশ কে 🤣

    • @sksummary
      @sksummary 10 місяців тому +2

      গাড়ি রেজিষ্ট্রেশন ছাড়া চালানো যাবে না। আর কোর্ট থেকে এসকল পরিত্যক্ত গাড়ি ক্রয় করা হয়, পার্টস হিসাবে। গাড়ি চালানোর জন্য বিক্রি করা হয় না।

  • @kamaluddin8005
    @kamaluddin8005 2 роки тому +3

    অনেক অনেক ধন্যবাদ স্যারকে,🌹🌹
    স্যালুট স্যার🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @puel0072
    @puel0072 2 роки тому +20

    🚫🏍️নিলামের গাড়ি রাস্তায় অবশ্যই চালাতে পারবেন। রেজিষ্ট্রেশন করবে কার নামে❓বাইকের পেছন অনটেষ্ট নয়,নিলামে ক্রয়কৃত বা (অকশনে)লিখে চালাবেন। ১০ বছর আগে আমিও একটা চালিয়েছি,,তবে বর্তমানে কাগজ করার সুযোগ আছে, না করলে মামলা হতেপারে।

    • @user-jr6pn7th7m
      @user-jr6pn7th7m 2 роки тому +1

      আপনি আবার কোন আইন এবং কত ধারা থেকে বলতেছেন বুঝতে পারলাম না

    • @fatinalmas6012
      @fatinalmas6012 Рік тому +1

      salute bro! good logic

  • @MdAslam-bf3su
    @MdAslam-bf3su 2 роки тому +3

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আলাইহি ওয়াসাল্লাম

  • @ashrafuddin5665
    @ashrafuddin5665 2 роки тому +34

    যদি রাস্তায় চালানোর অনুমতি না থাকে,,, তাহলে কোর্ট থেকে অনুমোদন কেন দিলো?

    • @rayhanblogs2980
      @rayhanblogs2980 2 роки тому +3

      Cort gari ta bikri kore parts akare bangari hisebe, rastay colar jonno bikri kore na apni ekto valo kore khoj niye dekhen

    • @ashrafuddin5665
      @ashrafuddin5665 2 роки тому

      @@rayhanblogs2980 ধন্যবাদ ভাই। আমি আসোলে জানতামনা এ ব্যাপারে। কিন্তু একটা প্রশ্ন আছেঃ- পার্টস আকারে বিক্রির কথা বা রাস্তায় চলার বৈধতা নাই,,,এমোন কথা কি উল্লেখ্য করা আছে? যদি থাকতই তাহলে এই লোকটা এতো আত্নবিশ্বাসের সাথে কিভাবে বল্লো?

    • @anonymousman2521
      @anonymousman2521 9 місяців тому

      ​@@ashrafuddin5665এই বুড়ার মত হাজারো টাউট এদেশে আছে যারা কনফিডেন্টলি মিথ্যা বলে।

  • @hbvlogs902
    @hbvlogs902 Рік тому +13

    অন্য জায়গায় ঠিক ভাবে duty পালন করুক আর না করুক
    অসহায় মানুষদের উপর ঠিকই duty পালন করতে পারে 👍🏼

    • @sksummary
      @sksummary 10 місяців тому

      গাড়ি রেজিষ্ট্রেশন ছাড়া চালানো যাবে না। আর কোর্ট থেকে এসকল পরিত্যক্ত গাড়ি ক্রয় করা হয়, পার্টস হিসাবে। গাড়ি চালানোর জন্য বিক্রি করা হয় না।

  • @lovearab3194
    @lovearab3194 2 роки тому +26

    যতই যা হোক, পুলিশের চরিত্র ডাস্টবিনের মত পবিত্র, সেটা নতুন কিছু নয়

    • @BokBokExpress
      @BokBokExpress 2 роки тому

      🤣🤣🤣

    • @mdnazmulhasan6593
      @mdnazmulhasan6593 2 роки тому

      আপনি এতো আবাল চুূদার মতো কথা বইলেন না তো,
      করনে অকারণে খালি পুলিশ দের দোষ খোঁজেন কেন,,,,!

    • @sisirbindu4710
      @sisirbindu4710 2 роки тому +1

      @@mdnazmulhasan6593 baler dayitto palon korce
      Ara ain janbe ki kore
      Ara to taka diye job niace
      Seta tader mukher vasa sunei bojha jasce.sala bole kina.baler kotha bole,2 bosor hoye gece akhono kagoj nai

  • @alfununmidiya.k9370
    @alfununmidiya.k9370 2 роки тому +20

    নিজের স্বার্থ জেখানে কিছু পুলিশরা সেখানে আইন দেখায় ,কবে আর বুঝবে,,,,,,,,,,,,,

  • @turzokhan2701
    @turzokhan2701 2 роки тому +8

    কি আজব ব্যাপার...
    নিলামের গাড়ি ওরাই নিলামে তুলে থানা থেকে...ম্যাজিস্ট্রেট প্রত্যক্ষ ভাবে থেকে নিজে নিলামের কাজ সম্পন্ন থাকে আর কাগজ দিয়ে দেয়
    আর এখন ওরাই মানছে না শুধু টাকা খাওয়ার জন্য..
    আর এই সার্জেন্ট এর এতো চাপা আসে কোথা থেকে....জজ ম্যাজিস্ট্রেট এর থেকেও ও বেশি জানে আইন সমবন্ধে ভাব এমন...

  • @MdimranKhan-n4u
    @MdimranKhan-n4u 10 місяців тому +2

    পুলিশের কাম হলো হরানি করা জনগন কে সাবাদিক ভাই কে ধন্যবাদ ❤❤❤

  • @mdsabbirhossin6794
    @mdsabbirhossin6794 2 роки тому +16

    এই সমস্ত ফালতু প্রক্রিয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।

  • @mdsohel-pp6wk
    @mdsohel-pp6wk 2 роки тому +67

    মোটরবাইকের বেশিরভাগ মালিক মধ্যবিত্ত পরিবারের তাই প্রতিবাদ করতে পারে না। তাই তারা এদের উপর জুলুম করতে পারে টাকা খেতে পারে। তাই হয়রানির শিকার হতে হয় মোটর সাইকেলের মালিকদের।

    • @hafizahmmed4296
      @hafizahmmed4296 2 роки тому +1

      Na Jane kotha bolan Kano.......paper Chara motorcycle Nia namcha kan.....salara burar juta pata kora ucit

    • @shayekhahmed647
      @shayekhahmed647 2 роки тому +1

      @@hafizahmmed4296 দেশের আইন সব কিছু বরাবর যদি চলত তাইলে মানতাম কোনো আওয়ামীলীগের লিডার যদি হত তাইলে বাশ ডুকাইল হনে

    • @MdSumon-xx5vu
      @MdSumon-xx5vu 2 роки тому +1

      Hafiz mia!. আপনি কি বেশী জানেন মনে হয় পুলিশের মত মাদারচোদ দুইটা আছে.? রাতে কোথাও প্রয়োজন এ বাহির হওয়া যায় না আর সব ঠিক থাকলেও পুলিশের চোদন খেতে হয় সব সময়!. কোন ট্রাফিক পুলিশ বলতে পারবে না আমি টাকা খাই নাই!. দেখি তো কোন বাপের ব্যাটা বলতে পারবে যে আমি টাকা খাই নাই.? আছে নাকি কোন এমন মাদারচোদ.?

  • @artofconquestgaming4126
    @artofconquestgaming4126 2 роки тому +94

    কোট তো জানে ঝামেলা হবে তাহলে এগুলো মানুষের কাছে বিক্রি করেলে কেনো এই ভদ্রলোকের কোনো কোন ভুল তো দেখছি না গাড়িটা কিনে

    • @lucifer2543
      @lucifer2543 2 роки тому +5

      খুচরা বিক্রির জন্য নিলাম হয় ভাই

    • @parthomondal6792
      @parthomondal6792 2 роки тому +14

      নিলামে ক্রয়কৃত গাড়ীর শুধু পার্টস পাতি ব্যবহার করা যায় কিন্তু গাড়ী রাস্তায় চালানো যায় না।

    • @hafizahmmed4296
      @hafizahmmed4296 2 роки тому +4

      Abay buira nilam r gari road a chalanor jonno na......sosta paya kinon marao.....shikkha Howa ucit......thik korchan officer

    • @mdnazmulhasan6593
      @mdnazmulhasan6593 2 роки тому +7

      নিলামে এতো অল্প টাকায় মটর সাইকেল বিক্রি করে, হাইওয়ে কাপিয়ে দাপিয়ে বেড়ানোর জন্য না,,,

    • @kashemmorol6594
      @kashemmorol6594 2 роки тому +7

      নিলামের গাড়ির পার্টস ইউজ করতে পারবেন গাড়ি রাস্তায় ব্যবহার করা যাবে না।

  • @MdRipon-gu9qo
    @MdRipon-gu9qo 2 роки тому +10

    এই পুলিশ দের বিচার চাই

  • @arifshuvo5027
    @arifshuvo5027 2 роки тому +6

    নাম্বার না থাকলে কোন একটা অঘটন ঘটলে তাহলে এই গাড়ি কি ভাবে খুঁজে বের করবে ???

  • @greennaturesandwich
    @greennaturesandwich 2 роки тому +3

    ভাই সব ঠিক আছে, জরিমানা আগের মত হওয়া উচিৎ, বতমানে জরিমানা সাধারণ জনগন আলগাতে পারছে না

  • @MdYasin-qf8tm
    @MdYasin-qf8tm 2 роки тому +5

    এইরকম পুলিশের জন্য আজকে বাংলার পুলিশের এত বদনাম

  • @miahbe2835
    @miahbe2835 2 роки тому +1

    নিলামে যান ক্রয়ের বিষয়ে আইন সংশোধন ও উন্নত হওয়া উচিত।

  • @rzmamoon
    @rzmamoon 2 роки тому +6

    অসাধারণ এক অভিজ্ঞ্যতা।

  • @novomondol3441
    @novomondol3441 4 місяці тому

    হে আল্লাহ বাংলাদেশের অসহায় মানুষদেরকে, পুলিশের হাত থেকে রক্ষা করুন। সকলে বলি আমিন।

  • @sanjidaitv3763
    @sanjidaitv3763 2 роки тому +1

    ভিডিও খুব ভাল লাগলো 👍🌷👌🌹ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং বিনোদন মূলক ভিডিও পেতে আমন্ত্রণ রইল 🙏🙏🙏🙏

  • @hridoyshikder6364
    @hridoyshikder6364 2 роки тому +17

    এরপরেও মানুষদের উপর সহানুভূতি দেখানো উচিত পুলিশ ভাইদের।

    • @MahirMohaimin
      @MahirMohaimin 9 місяців тому

      আইনের সাথে আবার কিসের সহানুভুতি? সহানুভুতির পর কোন ক্রাইম হলে আপ্নারাই বলেন পুলিশ কই ছিল?

  • @mdrain9852
    @mdrain9852 2 роки тому +31

    কোথায় একজন ম্যাজিস্ট্রেট,,
    আর কেথায় একজন পুলিশ,,

    • @mixerman6573
      @mixerman6573 2 роки тому

      Mestrite chailei sob kisu pare na...

    • @mdrain9852
      @mdrain9852 2 роки тому

      @@mixerman6573 মেট্টিক পাশে পুলিশ হওয়া যায় কিন্তু মেট্টিক পাশে মেজিস্ট্রেট হওয়া যায় না।

    • @mixerman6573
      @mixerman6573 2 роки тому

      @@mdrain9852 বলদ নাকি

    • @mdrain9852
      @mdrain9852 2 роки тому

      @@mixerman6573 আমি জানি কিছুদিন পর তোকে আর খুঁজে পাবনা,, তোর নাং টা যদি চাই তাও তুই দিবিনা,,,
      তুইতো সেই পাবলিক কোন কমেন্ট ১০০% সত্যে হলে সেখানে যদি ৯৮ জন পজিটিভ বলে তুই সেখানে সত্যে জেনেও সমালচনায় আসতে নেগেটিভ বলিস, তুই সেই পাবলিকের ১ জন।

    • @mixerman6573
      @mixerman6573 2 роки тому

      @@mdrain9852 jukti sara torko koreo ekdol manus tader k buddiman dabi kore .. tar moddhe tumio ekjon...........Tomar kon mestrite kaw k nilamer bike chalanor khomota dite pare ba ekon pojonto kaw k diyese....? Please ektu janaba....
      Act er bahire karo power nei... Nilam kora car road a chalanor jonno na... Ota parts khule bikrir jonno.... Bujle valo na bule reply dite asba na....torko kora buddimaner kaj jodi seta buje korar jay but na buje noy

  • @AbdurRahman-ou6gi
    @AbdurRahman-ou6gi 2 роки тому +8

    পুলিশ গাড়ি ধরে বলে পুলিশের ডিসি সাথে কথা বলেন! ডিসি সাহেবের অফিসে গেলে অফিস থেকে বলা হয় ডিসি সাহেব কোন কথা বলবেন!
    এ কেমন হয়রানি?

  • @digarkafi7478
    @digarkafi7478 Рік тому +1

    এই নিলাম কৃত গাড়ি কাগজপত্র দেখতে হবে কাগজে সচল না অচল বিষয় নিলাম দিয়েছে তাহলে বোঝা যাবে গাড়ি চলবে কি চলবে না যদি অচল দেয় তাহলে গাড়ি চলবে না ভাঙ্গারি আর যদি সচল দেয় তাইলে কারো আটকানোর ক্ষমতা নাই

  • @dulal95
    @dulal95 10 місяців тому +1

    সে আইন না জেনে সারজেন্ট হলো কেমনে। ওরে আইনের আওতায় নেয়া হউক। ভিডিয়োতে আসলে সবাই হিরো হতে চায়।

  • @abirdewanabirdewan5977
    @abirdewanabirdewan5977 2 роки тому +4

    পুলিশের সার্জেন্ট সার,, খুবই সুন্দর কথা বলছে,,

    • @manikkhan7003
      @manikkhan7003 2 роки тому

      পুলিশের হাতে 5শতটাকা দিলে সব সমস্যার সমাধান হইতো পুলিশ নীতি কথা বলে অথচ পিছন থেকে ঠিক ঐ টাকা নিয়ে ছেড়ে দেয় আমি মনে করি

    • @mixerman6573
      @mixerman6573 2 роки тому +2

      ৫০০ টাকা নিয়ে ছেড়ে দিলেও সমস্যা
      ৫০০০ টাকার মামলা দিয়ে দিলে তাতেও সমস্যা

  • @saifulislamfuad7715
    @saifulislamfuad7715 2 роки тому +2

    বাইক ও প্রাইভেট গাড়ি থেকে তো মান্থলি চাঁদা তো আসে না, তাই ওনারা এই সব গাড়ি কে আইনের আওতায় আনার তৎপরতায় থাকেন।

  • @mdshahinurislamreza2239
    @mdshahinurislamreza2239 2 роки тому +9

    নিলামকৃত গাড়ি রাস্তায় না চালালে কি ঘরে চালাবে?????? আর রাস্তায় যদি চালাতে না দেয় তাহলে নিলামে দেয় কেন

    • @bayzidhr995
      @bayzidhr995 2 роки тому

      অল্পবিদ্যা ভয়ংকরী 😐

    • @ahmedaljaber6143
      @ahmedaljaber6143 2 роки тому

      নিলামকৃত গাড়ি কাগজে লেখাই আছে খুচরা বিক্রি করার জন্য। আর যদি উনি এটা চালাতে চান তাহলে উনাকে BRTC থেকে নতুন রেজিস্টার করতে হবে। উনি নিলামের কাগজ দিয়ে গাড়ি চালাতে পারবেন না।

  • @bloggerS2667
    @bloggerS2667 2 роки тому +6

    চোরে চোরে মাস্তুতো ভাই

  • @KmBD1
    @KmBD1 2 роки тому +5

    হেলমেট ছাড়া গাড়ি চালা আইনত দণ্ডনীয় অপরাধ এবং দুর্ঘটনার মূল কারণ,,, আমাদের উচিত সর্বদা হেলমেট পড়ে গাড়ি চালানো !!!!

  • @উচিতকথা-ম৩স
    @উচিতকথা-ম৩স 2 роки тому +54

    এই পুলিশ সদস্য গুলো ভুলে যায় যে,এরাও সাধারণ পরিবার থেকে উঠে এসে দায়িত্ব পালন করছে, সাধারণ মানুষের সাথে পুলিশের এই আচরণ, হয়রানি, কোনভাবেই গ্রহণযোগ্য নয়, কোর্টের অর্ডার পুলিশ মানতে বাধ্য,অথচ তারাই মানছে না,আইন দেখাচ্ছে??????????

    • @mahbuburrahman6891
      @mahbuburrahman6891 2 роки тому +1

      না জানলে যা হয়। আপনার অবস্থা হয়েছে তা।
      সার্জেন্ট সঠিক আছে।
      নিলামে গাড়ী দেওয়া হয়েছে রাস্তায় চলার জন্য নয়। পার্স বিক্রি জন্য।

    • @innovativefurnituredotcomd583
      @innovativefurnituredotcomd583 2 роки тому

      Police aikhane 100% right

    • @user-jr6pn7th7m
      @user-jr6pn7th7m 2 роки тому

      কিছু না জানলে যা হয় আর কি পুলিশকে একটু বদনাম দেওয়ার দরকার দিয়ে চলে গেল এই লোকটা জানেই না যে নিলামকৃত গাড়ি রেজিস্ট্রেশন হয়না কোর্টের আদেশ সে গাড়িটা করায় করেছে পার্টস পত্র ব্যবহার করার জন্য এই গাড়িটা রাস্তায় চলাচলের জন্য না

  • @azizurrahaman5686
    @azizurrahaman5686 2 роки тому +5

    যদি গাড়ির লাইসেন্স থাকা সত্বেও গাড়ির কাগজপত্র সাথে নিয়ে ঘুরতে হয় তাহলে বাংলাদেশকে কেন বলা হবে ডিজিটাল বাংলাদেশ?

  • @sazzadhosen9939
    @sazzadhosen9939 2 роки тому +4

    পুলিশ এত আইন দেখায় টাকা ঘুস দিলে ছেরে দেয় কেন,,,,

  • @hridoysheikh8399
    @hridoysheikh8399 Рік тому +3

    আমাদের দেশ সহ কোনো দেশের,ই আইনে নেই যানবাহন আটক রাখা,,,তবে নিয়ম হলো ব্যাক্তিকে জেল/জরিমানা করা..কিন্তু যানবাহন তো কোনো অপরাধ করে,না তাইনা...

  • @mdrain9852
    @mdrain9852 2 роки тому +1

    আদালত আদেশ দিয়েছেন রোডে চলাচলের জন্যে বি আর টি আদেশ দিয়েছেন এও বলেছেন রোডে দায়িত্বরত যারা তারা সার্বিক সহযোগীতা করবেন, এখন কথা হল নতুন আইন, যদি নতুন আইন হয় তাহলে তাকে কোন টোকেন বা রশিদ দিবে সংসদনের সময় দিবে। তার পরও সারর্জেন্ট বলছে আপনি কাগজ নিয়ে আসেন,,বাকি কাগজ কি জাতিসংঘ থেকে বানিয়ে আনবে?

  • @RuhulAmin-jx7bw
    @RuhulAmin-jx7bw 2 місяці тому

    সবকিছু ঠিক থাকলে ওদের কাছে আইনের শেষ নাই। ওরও টাকার জন্য মামলা দেবেই তো দেবে।

  • @mrohoman1526
    @mrohoman1526 2 роки тому +2

    নিলামের গাড়ি রাস্তায় চলবে না এই কথাটা নিলামের শর্তে জুড়ে দেয়া উচিত। তাহলে মানুষ নিলামের গাড়ি চালানোর জন্য কিনবে না।

    • @alarif2202
      @alarif2202 2 роки тому

      Video ta last porjonto dekhen surgent uni e ble dice auction ki vabe hoy r kun kun sector e use kra somvob.. uni brta er paper dekhaile leta chuke jeto

  • @shakil_khan_badhon
    @shakil_khan_badhon 2 роки тому +1

    সরকারি প্রতিষ্ঠানের নিলাম থেকে গাড়ি কিনলেও ধরবে কেন????

  • @nirmolpindu125
    @nirmolpindu125 2 роки тому +2

    কোটের আদেশ চলে না যে দেশে সেই দেশে আমরা বাস করি।

  • @narsingdifs5453
    @narsingdifs5453 2 роки тому

    ধন্যবাদ, সার্জেন্ট সাহেব কে

  • @mominulislam7944
    @mominulislam7944 2 роки тому +1

    সার্জেন সাহেব ভুল করতেছেন ওনি এই গাড়ির বিরুদ্ধে মামলা দিতে পারে না। যেহেতু গাড়ীটি মেজিস্টেট কতৃক ক্রয় কৃত।

  • @ABCD-cy4fl
    @ABCD-cy4fl 2 роки тому +1

    রাস্তায় কাগজ পত্র ছাড়া হাজার হাজার ভটভটি নছিমন চলছে সেখানে পুলিশের আইন অচল

  • @mdhabibur9112
    @mdhabibur9112 2 роки тому +12

    এই লোক কিছু টাকা ঘুষ দিলে জামেলা হত না

    • @tanvirmollah7961
      @tanvirmollah7961 2 роки тому +1

      ১০০% সঠিক

    • @abedreza8532
      @abedreza8532 2 роки тому +1

      ঘুষ হারাম

    • @kimtuhabts9612
      @kimtuhabts9612 2 роки тому

      একজন সাধারন সিপাহি মাসে 1 লাখ টাকার অধিক পায়

  • @tararbaap5938
    @tararbaap5938 2 роки тому +15

    কোর্ট নিলামের গাড়ির রেজিষ্ট্রেশন হয় না। বি আর টি এ অনুমোদন দেয় না। বি আর টি এর কড়া নির্দেশ আছে রেজিষ্ট্রেশন বিহীন কোন গাড়ি রাস্তায় চলতে পারবে না

  • @itbylord
    @itbylord 2 роки тому +10

    নিলামের গারি বাংগারি হিসেবে বিক্রি করা হয় চালানোর জন্য না আর আপনি চাইলেও তা নাম্বার লাগাতে পারবেন না। আমরা মনে করি আজিবন রেজিষ্ট্রেশন মাফ হয়ে গেছে😝

  • @naimparvez2828
    @naimparvez2828 2 роки тому +64

    বাইকারদের জীবন শেষ, হয়রানির শেষ নাই, জরিমানা যেভাবে বেড়েছে সরকারের পোয়া বারো

  • @mohammadrajib5065
    @mohammadrajib5065 Рік тому +2

    এইভাবে আর কতদিন অসহায় মানুষদের ঠকাবেন না একবার ওই দিক দিয়ে গাড়ি বিক্রি করবেন আর এই দিক দিয়ে আবার পুলিশ ধরে নেবে

  • @mdalomger4819
    @mdalomger4819 2 роки тому

    ধন‌্যবাদ পু‌লিশ ভাই‌কে

  • @SajalAhmed1612
    @SajalAhmed1612 2 роки тому +17

    পুলিশ যখন আইনের কথা বলে তখন হাসি পায়। জায়গা মত দায়িত্ব পালন করতে পারে না। আরে, আগে BRTA তে গিয়ে অনিয়ম বন্ধ করে দেখা।

    • @shawonshuvo70
      @shawonshuvo70 2 роки тому

      Ki

    • @Mdshopon1971
      @Mdshopon1971 2 роки тому +2

      Abal er moto moto kotha bolen keno…brta er alada authority ache ei khane police ki bolbe? Tader office er oniyom er jonno tader authority bebostha nite parbe onno kew na

    • @SajalAhmed1612
      @SajalAhmed1612 2 роки тому +1

      @@Mdshopon1971 arekjon asche chamchami korte.

    • @masudkhan4612
      @masudkhan4612 2 роки тому +2

      BRTA অফিসে পুলিশ ও আনসার সদস্য যে লাইসেন্স এর দালালি ও যুষ খায় এবং সাথে বি,আর,টি,এ কতৃপক্ষ যে জড়িত তা একবার ওবায়দুল কাদের বি,আর,টি, এর মীরপুর অফিসে গিয়ে অভিযান চালানো সময় তার প্রমাণ পেয়েছে হাতেনাতে এবং মিডিয়ায় প্রচারিত হয়েছিল ।

  • @ayhatnafisaprodhan1479
    @ayhatnafisaprodhan1479 2 роки тому +7

    পুলিশ এর বা কি দোষ, টাকা ছাড়া চাকরি হয় না।তাই টাকা দিলে, কাগজ লাগে না।

  • @mdmamunmamun9219
    @mdmamunmamun9219 2 роки тому +24

    আইন শুধু সাধারণ মানুষের জন্য,, পুলিশ,, অথবা,,সরকারি যারা চাকরি করে তাদের জন্য কোন আইন নেই,, তাদের জন্য,, লাইসেন্স লাগেনা,, গাড়ির নাম্বর নাই,, সত্যি কথা বলতে কি দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশে দুর্নীতি মুক্ত হয়নি,,

    • @banglalovestory23
      @banglalovestory23 2 роки тому +1

      আপনার কি সত্যিই মনে হয় দেশ সাধিন হয়েছে ? আমার মনে হয় না, স্বাধীন দেশের যে সঙ্গা তার সাথে মিল পরে না তো ।

    • @lovemotionbynaimahmed8563
      @lovemotionbynaimahmed8563 2 роки тому

      নিজেই দূর্নীতি করার সুযোগ খুঁজছেন আবার বড় বড় ডায়লগ কপি পেস্ট করছেন ব্যাপারটা মজাই লাগছে।লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে চাচ্ছেন এটা সবাই এতোসময়ে বুঝে গিয়েছে। আপনার মত মানুষ গিরগিটির মতো সব সময় আকাম-কুকাম করিয়া নাটক নিয়ম করে ভদ্রলোক সেজে থাকেন

  • @allutile3054
    @allutile3054 2 роки тому +2

    নাম্বার প্লেটের পাশে QR Code থাকলে ভালো হতো। এতে করে পুলিশ দূর থেকে স্ক্যান করে দেখে নেবে কাগজ পত্র। গাড়ি থামিয়ে জঞ্জাল তৈরি করে কি লাভ?

  • @samsuzzamantalukder4392
    @samsuzzamantalukder4392 2 роки тому +1

    পুরো গাড়ি নিলামে না দিয়ে তোড়ায় পার্সখুলে নিলামে দে

  • @lovemycountry4746
    @lovemycountry4746 2 роки тому +11

    বিভিন্ন গাড়ী যেগুলো নিলামে বিক্রি হয়, তা ভাঙ্গারী হিসাবে ব্যবহার হবে অথবা পার্টসগুলো অন্য গাড়ীতে ব্যবহার করার জন্য, ইঞ্জিন বা চ্যাসিস অন্য গাড়ীতে সংযোজন করা যাবে না। এসব গাড়ী রাস্তায় চালানোর জন্য নয়। নিলামের গাড়ীর কোন রেজিস্ট্রেশন হয় না।

  • @rakibkhan1221
    @rakibkhan1221 2 роки тому +12

    কোর্ট এর কাগজে লিখা আছে চলাচলের জগ্য, সার্জেন্ট কোর্টকে চ্যালেন্স করল যে এই গাড়ি চলাচলের অজগ্য, তাহলে জনগণের কি অবস্থা হবে, মোদ্ধাকথা সরকার কেই পরবর্তন করতে হবে।

    • @anonymousman2521
      @anonymousman2521 9 місяців тому

      রেজিষ্ট্রেশনবিহীন যানবাহন চলাচল সড়ক পরিবহন আইনে নিষিদ্ধ, কোন মেজিষ্ট্রেটের ক্ষমতা নাই এই আইনের বাহিরে যাওয়ার, নিলামের গাড়ি হলো স্ক্রেপ, এগুলো পার্টস হিসেবে বিক্রি করার জন্য।

  • @user-uc7vv4qw7c
    @user-uc7vv4qw7c 2 роки тому +1

    Amar mota, digital number plate kora uchit with scan code, jate kaw kai ato kagoj nia bar hota na hoy...kagoj barita thakuk naki office a thakuk...no prblm...

  • @sumonkhan6231
    @sumonkhan6231 2 роки тому +12

    ভাই নিলামকৃত গাড়ী চালাতে পারবেনা তবে ‍ুকি উনি আপনার বাথরুমে গাড়ি চালাবে (ভন্ডামির একটা সীমা থাকা উচিত)

    • @alarif2202
      @alarif2202 2 роки тому

      Naah vai apnar bathroom e parts bechbe.. nilam koira sbai kinle 5-6 hajar tk diyai bike kine chalaito vondami krte 2lakh diye kinto nah.. ekta gari nilam e koi tk diye beche khbr nen.. parts khule bechen naile nijer garite future e kaj e laganor jnno rekhe diben ei just

  • @rsrizve7538
    @rsrizve7538 2 роки тому +4

    কাকা কিছু মনে করবেন না টাকা দিয়ে মাল কিনবো এমন মাল কিনবো না যে মালের জন্য ঘুম হারাম হয়ে যাবে

  • @aspiyas6208
    @aspiyas6208 Рік тому

    police vai er kotha gula kolixay lagse vai❤️

  • @sumonmia9711
    @sumonmia9711 2 роки тому +3

    সাধারণ মানুষ আপনাদের মত সহজে ড্রাইভিং লাইসেন্স পায়না😥😢

  • @tanvirmollah7961
    @tanvirmollah7961 2 роки тому +7

    ট্রাফিক পুলিশ হলো ২০-৫০ টাকার কাংগালী

    • @tanvirranashuvo1099
      @tanvirranashuvo1099 2 роки тому

      Amra Bangali Ra amn mother chood j oboido kaj Korte dilei vlo .....

  • @fireball6527
    @fireball6527 2 роки тому +92

    সার্জেন্ট সাহেব 100% সঠিক যে কোনো যানবাহন সড়কে চলতে গেলে তার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ও ওই বাহনের নাম্বার স্পষ্ট দৃশ্যমান ও প্রদর্শন করতে হবে ,নিলামের মোটরসাইকেল ও রেজিস্ট্রেশন করা যায় কিন্তু উক্ত ব্যক্তি তা না করে সড়কে নামিয়েছেন। উনি হয়তো আইন জানতেন না।

    • @mdal-amin414
      @mdal-amin414 2 роки тому +6

      তবে তাদেরকে টাকা দিলে চলতো। এটা বাংলাদেশ।

    • @jrtv2277
      @jrtv2277 2 роки тому +3

      ভাই একটু বলেনতো আইনটা, শুনি

    • @user-jr6pn7th7m
      @user-jr6pn7th7m 2 роки тому +3

      আপনি টুপি মাথায় না দেওয়া থাকলে আপনাকে কিছু বলে যাইতাম

    • @fireball6527
      @fireball6527 2 роки тому +5

      @@jrtv2277 যানবাহন সড়কে চলেলে তার স্পষ্ট নাম্বার প্রদর্শন করতে হবে ও ওই বাহন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে আছে তার তথ্য সরকারের কাছে থাকবে। কারন যদি ওই পরিবহন দ্বারা কোন দুর্ঘটনা ঘটে অথবা তার তারা কোন অপরাধ সংঘটিত হয় পরবর্তীতে তার তথ্য বের করা যায়। নিলামার গাড়ি রেজিস্ট্রেশন করা যায় কিন্তু তিনি তা করেন নি। আর কিছু জানার আছে আপনার?

    • @fireball6527
      @fireball6527 2 роки тому +9

      @@mdal-amin414 বাংলাদেশ কে নিয়ে এত সমস্যা কেন আপনাদের? বাংলাদেশ কে যদি ভালো না লাগে তাহলে আফগানিস্তানে চলে যান।

  • @cfwfaruk5610
    @cfwfaruk5610 2 роки тому +15

    আইন না জেনেই ওনারা মানুষ কে হয়রানি করেন। আল্লাহ তাদের বিচার করুন এই হয়রানির।আমি একটা বাইক চালক কে সার্জেন্ট এর পায়ে ধরতে দেখেছি,মামলা না দেওয়ার জন্য। কারন ছেলে টা স্টুডেন্ট ছিলো মাত্র কয়েকদিন উভার বা এই টাইপের ভাড়া নিতেন তার বাইকে,তার অপরাধ উল্টো পথে ডুকেছেন।ঘটনা টা ঢাকা শ্যামলী এলাকায় মাস দুয়েক আগের 😭

    • @Joy_oishee
      @Joy_oishee 2 роки тому +1

      কিন্তু উল্টা পথে যাওয়া কি ঠিক?

    • @AlamAsraful
      @AlamAsraful 2 роки тому +2

      এখানে বাইক চালক ভুল। জেনে কথা বলবেন

  • @pirankhan419
    @pirankhan419 2 роки тому +3

    কি আর বলবো ভাই ১২ হাজার টাকার বাইকে ১৫ হাজার টাকা মামলা দেয়😟

  • @jahidsarkar4706
    @jahidsarkar4706 2 роки тому +2

    চোরের দেশের চোরের রাজত্ব।

  • @warfarzenahid8099
    @warfarzenahid8099 2 роки тому +2

    মোটরসাইকেল চালকদের উপর আইনটা একটু বেশিই তীব্র

  • @durjoybaruajonydurjoybarua3520
    @durjoybaruajonydurjoybarua3520 2 роки тому +2

    নিলামের কাগজ পএ নিয়ে গাড়ি রাস্তায় চলতে পারবে,,,সার্জেট গিরি কে শিখাইছে???, নিলাম কেনো করা হয় সার্জেট কে জিজ্ঞেস করেন,

  • @parhedahmed7376
    @parhedahmed7376 2 роки тому +1

    তাহলে কেন কোট গাড়ি গুলা বিক্রি করা হয়ে, এটা হলো এদের ব্যবসা করা দানদা

    • @anonymousman2521
      @anonymousman2521 9 місяців тому

      পার্টস হিসেবে বিক্রি করার জন্য।

  • @madhabkarmokar3575
    @madhabkarmokar3575 2 роки тому +1

    অরা সধু মটর সাইকেল +পাইভেট গাড়ি ধরে+ট্রাক থেকে চাদাবাজিও করে।।কারন এই সব গাড়ি আটক করল্লে মোটা অংকের টাকা খাইতে পারে তারা।।।অথচ কতো বাস এর চালক নতুন।আর অনেক রিক্স এ বাস চালাই।এতে অনেক এক্সিডেন্ট হয়।।।এতে অনেক লোক এর ক্ষতি হয়।।।তাদের কে থামিয়ে কিছু করতে পারে না।।।

  • @SomoyOsomoy365
    @SomoyOsomoy365 2 роки тому +1

    আইন নিজ গতিতে চলুক...

  • @hridoykhan2199
    @hridoykhan2199 2 роки тому

    স্যলুট Bangladesh police 🚨🚨

  • @mdtariqulislam1039
    @mdtariqulislam1039 2 роки тому +1

    কোর্টর আদেশ দিতে পারেনা তাহলে ম্যাজিস্ট্রেট স্বাক্ষরে গাড়ী ওয়াকশন হলো কি করে।যদি পুলিশ রাইট থাকে তাহলে ডিসি ম্যাজিস্ট্রেটেরর নামে সময়, জনের দাম, ৫ লাখ টাকার ক্ষতিপুরন সহ মামলা করেন।

  • @MdSumon-ui9xn
    @MdSumon-ui9xn 2 роки тому

    Are Bai aita Bangladesh ar police.tara sodo pare jonogon ke hoyrani korbe....

  • @bdhardship3149
    @bdhardship3149 Рік тому

    এসব গাড়ি হাইওয়ে চালানো যাবে না। আইন তো আইনই

  • @mdafchar4446
    @mdafchar4446 2 роки тому +13

    এরা ১০০% হয়রানি করা হয়।

    • @user-jr6pn7th7m
      @user-jr6pn7th7m 2 роки тому +1

      এটা কিসের হয়রানি আপনারা জানেন যে নিলামকৃত গাড়ি রাস্তায় চলাচল করা নিষেধ শুধু নিলাম দেওয়া হয় তার পার্টস পত্র ব্যবহার করার জন্য জেনে শুনে ভুল কাজ করেন কেন তাহলেতো হয়রানি হইতেই হবে

  • @monirulzamanbhuiyan49
    @monirulzamanbhuiyan49 Рік тому +5

    পুলিশ অফিসার, ১০০%রাইট করেছেন

  • @mdalmamun1435
    @mdalmamun1435 2 роки тому +1

    কাগজপত্র ঠিক থাকলেও সার্জৈন্ট রা হয়রানি করে

  • @user-fr8op9qs5r
    @user-fr8op9qs5r 2 роки тому +1

    ওরে বাংলার আইন,।

  • @sayidbintafiq9401
    @sayidbintafiq9401 2 роки тому +1

    এমনি এমনি তো আমরা ১৫০ % অতিরিক্ত মূল্য বাঁশ নিয়ে শো রুম থেকে নতুন মোটরসাইকেল কিনিনা।

  • @musicoftouch5943
    @musicoftouch5943 2 роки тому

    কিছু পয়সা দিলেই তো সব লেটা চুকে যায়।😁😁😁😁😁😁😁😁😄😄😄😄😄😄😄😄😄😄😋😋😋😋😋😋😋😋😋

  • @mijanurrahman2875
    @mijanurrahman2875 2 роки тому +1

    পুলিশের ফাঁদ আর ঘুঘুর ফাঁদ একই

  • @Rajukhan-gv9vp
    @Rajukhan-gv9vp 2 роки тому +1

    Age 1000 taka diea dile sob thik

  • @maqssudhossain5675
    @maqssudhossain5675 2 роки тому +1

    মানুষ কে আইনের জিলাপীর প্যাচ এ ফেলাই এদেশের পুলিশের কাজ । এতো মামলা জট খুলতে খুলতে ৫০/১০০বৎসরেও রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় ।

    • @user-jr6pn7th7m
      @user-jr6pn7th7m 2 роки тому

      আরে ভাই নিলামকৃত গাড়ি রাস্তায় চলাচলের জন্য কোন আইন পাস হয় নাই নিলাম করা হয় এই গাড়ির পার্টস পত্র ব্যবহার করার জন্য

  • @mdal-amin414
    @mdal-amin414 2 роки тому +2

    তোদের টাকা দিলেই চলবে 😡😡

  • @najmulhooda6170
    @najmulhooda6170 2 роки тому

    নিলামের গারি রোডে চালানর নন্নে, BRT এর অনুমতি পেপার লাগবে, তাহলে ট্রাফিক কন ঝামেলা করবেনা,

  • @shawkathasan2416
    @shawkathasan2416 9 місяців тому

    যখন মানুষের রাজা পুলিশ বিনা কাগজের গাড়ী চালায় তখন কিছু হয় না

  • @sbshuvo_official
    @sbshuvo_official 2 роки тому +1

    তাহলে এই গাড়ি কি ভারতে গিয়ে চালাবে?

  • @barta6769
    @barta6769 2 роки тому +4

    পুলিশ তোমার সারাজীবন চাকরি থাকবে না এটা মাথায় রেখে।

    • @mixerman6573
      @mixerman6573 2 роки тому

      Tor moto jongli ki bal bolte parbi

  • @Saifuld10
    @Saifuld10 Рік тому

    এইসব বাটপারি,কুট থেকে বাইক নেওয়ার পর এ এই অবস্থা কি এসব,

  • @khairul-Ismam
    @khairul-Ismam 2 роки тому

    শেষের দিকে পুলিশ ভালো ব্রিফ করছে

  • @ariyaan7484
    @ariyaan7484 2 роки тому +1

    registration chara cholte na parle nilam hoi kno

  • @shamskhan4362
    @shamskhan4362 2 роки тому +3

    উনি বলতেছে যে নিলামের গারির কাগজ হবে না। আসলে উনি জানেন না যে নিলামের গারিও কাগজ করতে হয়।

    • @nobihossain990
      @nobihossain990 2 роки тому

      নিলামে বিক্রয় করা গাড়ি ভাঙ্গাড়ি হিসেবে বিক্রয় করা হয়।

  • @MRFIslamicTV
    @MRFIslamicTV 2 роки тому +35

    আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্🌹🌹

    • @alaminhossain-cv1ts
      @alaminhossain-cv1ts 2 роки тому +5

      কিসের ভিতর কি! পান্তা ভাতে ঘি🤩 বালের কমেন্ট করার জায়গা কি এটা

    • @naimulhossain5866
      @naimulhossain5866 2 роки тому +3

      চ‍্যানেল গ্রো করার জন‍্য ধর্মকে এভাবে ব‍্যবহার করলে অন্য ধর্মের লোক হাসি ঠাট্টা করতে পারে এটাও যদি না বুঝেন ভাই!

    • @amarmonerkotha13
      @amarmonerkotha13 2 роки тому +1

      আয় পা ধরে ভিক্ষা চা।

    • @rokonuz-zaman4069
      @rokonuz-zaman4069 2 роки тому

      ইসলামিক চ্যানেল চোদাও? তুমি ইসলামের কতোটুকু জ্ঞান অর্জন করেছো যে, আরেকজনকে ইসলাম শেখাতে এসেছো?
      তোমাদের মতো বাইনচোদ টাইপ লোকেদের জন্য পৃথিবীতে ইসলাম সম্পর্কে মানুষ ভূল বোঝে। তোমাদের আচার- আচরণ ও কার্যক্রমকে বিশ্বের মানুষ দেখে মনে করে ইসলাম ধর্মের অনুসারী মানেই ফোর্থক্লাস লেভেলের লোকজন।
      আমরা তাদেরকে তখন কাফের বলে গালি দেয়ার মাধ্যমে সান্ত্বনা খুঁজি। ভাবি আমরা তো বেহেশতে যাবোই। ওরা কাফের, ওরা দোযখে যাবে।
      যে বাইনচোদের কোনো কমনসেন্স নাই, কোথায় কোন মন্তব্য লিখতে হয় , সেই বোকাচোদা আবার ইসলামী চ্যানেল চালায়। তার ইসলামী জ্ঞান কতোটুকু, সেটা বুঝতে কারও ইসলাম ধর্মের ওপর পিএইচডি করতে হয় না।
      তোকে কিছু কথা বলে গালি দিলাম, কারণ আরও অনেক ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে তোর এই ইসলামিক চ্যানেলের কমেন্ট দেখেছি। এই কমেন্ট এখানে লেখার যৌক্তিকতা কি?
      [বিঃদ্রঃ যে বোকাচোদা এই ইসলামিক চ্যানেলটি চালায় আমার এই মন্তব্যটি শুধুমাত্র তার জন্য। দয়াকরে সম্মানিত অন্যান্য ভিউয়ারগণ এই মন্তব্যের প্রতিক্রিয়া দেখাবেন না আশা করছি। ]

  • @SALIM3640
    @SALIM3640 2 роки тому +2

    দেশে গাড়ির অভাব পড়ছে নাকি নিলাম থেকে গাড়ি নিতে হবে বি আর টি এর অনুমতি ছাড়া গাড়ি চালানো নিয়ম নাই

    • @abedreza8532
      @abedreza8532 2 роки тому +1

      আমি নিজে দেখেছি , গোপালগঞ্জ জেলায় একবার একটি প্রাইভেটকার আটক করে ডিবি পুলিশ । পরবর্তীতে গাড়িটি নিলাম হলে ডিবি পুলিশ নিজে টাকা দিয়ে অপর একজন ( নিজের শ্বশুর কে ) ঐ গাড়িটি কিনতে বলে । তারপর গাড়িটি শ্বশুরের কাছথেকে নিজের নামে করে নেয় ।