কবিতা: ব্রাহ্মণ(Brahman)। রবীন্দ্রনাথ ঠাকুর। উচ্চারণে: মৌমিতা চক্রবর্তী।

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • রবীন্দ্র কবিতা আবৃত্তি। কবিতা: ব্রাহ্মণ। কবি: রবীন্দ্রনাথ ঠাকুর। উচ্চারণে মৌমিতা চক্রবর্তী।
    Recitation। Rabindra kobita। Brahmin। Rabindranath Tagore। voice: Moumita Chakraborty।
    ব্রাহ্মণ (brahmon)
    ছান্দোগ্যোপনিষৎ । ৪ প্রপাঠক । ৪ অধ্যায়
    অন্ধকারে বনচ্ছায়ে সরস্বতীতীরে
    অস্ত গেছে সন্ধ্যাসূর্য; আসিয়াছে ফিরে
    নিস্তব্ধ আশ্রম-মাঝে ঋষিপুত্রগণ
    মস্তকে সমিধ্‌ভার করি আহরণ
    বনান্তর হতে; ফিরায়ে এনেছে ডাকি
    তপোবনগোষ্ঠগৃহে স্নিগ্ধশান্ত-আঁখি
    শ্রান্ত হোমধেনুগণে; করি সমাপন
    সন্ধ্যাস্নান সবি মিলি লয়েছে আসন
    গুরু গৌতমেরে ঘিরি কুটিরপ্রাঙ্গণে
    হোমাগ্নি-আলোকে। শূন্য অনন্ত গগনে
    ধ্যানমগ্ন মহাশান্তি; নক্ষত্রমণ্ডলী
    সারি সারি বসিয়াছে শুষ্ক কুতূহলী
    নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম
    উঠিল চকিত হয়ে; মহর্ষি গৌতম
    কহিলেন, "বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি,
    করো অবধান।'
    হেনকালে অর্ঘ্য বহি
    করপুট ভরি' পশিলা প্রাঙ্গণতলে
    তরুণ বালক; বন্দী ফলফুলদলে
    ঋষির চরণপদ্ম, নমি ভক্তিভরে
    কহিলা কোকিলকণ্ঠে সুধাস্নিগ্ধস্বরে,
    "ভগবন্‌, ব্রহ্মবিদ্যাশিক্ষা-অভিলাষী
    আসিয়াছে দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী,
    সত্যকাম নাম মোর।'
    শুনি স্মিতহাসে
    ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহশান্ত ভাষে,
    "কুশল হউক সৌম্য। গোত্র কী তোমার?
    বৎস, শুধু ব্রাহ্মণের কাছে অধিকার
    ব্রহ্মবিদ্যালাভে।'
    বালক কহিলা ধীরে,
    "ভগবন্‌, গোত্র নাহি জানি। জননীরে
    শুধায়ে আসিব কল্য, করো অনুমতি।'
    এত কহি ঋষিপদে করিয়া প্রণতি
    গেল চলি সত্যকাম ঘন-অন্ধকার
    বনবীথি দিয়া, পদব্রজে হয়ে পার
    ক্ষীন স্বচ্ছ শান্ত সরস্বতী; বালুতীরে
    সুপ্তিমৌন গ্রামপ্রান্তে জননীকুটিরে
    করিলা প্রবেশ।
    ঘরে সন্ধ্যাদীপ জ্বালা;
    দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা
    পুত্রপথ চাহি; হেরি তারে বক্ষে টানি
    আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী
    কল্যাণকুশল। শুধাইলা সত্যকাম,
    "কহো গো জননী, মোর পিতার কী নাম,
    কী বংশে জনম। গিয়াছিনু দীক্ষাতরে
    গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে--
    বৎস, শুধু ব্রাহ্মণের কাছে অধিকার
    ব্রহ্মবিদ্যালাভে। মাতঃ, কী গোত্র আমার?'
    শুনি কথা, মৃদুকণ্ঠে অবনতমুখে
    কহিলা জননী, "যৌবনে দারিদ্র৻দুখে
    বহুপরিচর্যা করি পেয়েছিনু তোরে,
    জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে,
    গোত্র তব নাহি জানি তাত।'
    পরদিন
    তপোবনতরুশিরে প্রসন্ন নবীন
    জাগিল প্রভাত। যত তাপসবালক
    শিশিরসুস্নিগ্ধ যেন তরুণ আলোক,
    ভক্ত-অশ্রু-ধৌত যেন নব পুণ্যচ্ছটা,
    প্রাতঃস্নাত স্নিগ্ধচ্ছবি আর্দ্রসিক্তজটা,
    শুচিশোভা সৌম্যমূর্তি সমুজ্জ্বলকায়ে
    বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে
    গুরু গৌতমেরে। বিহঙ্গকাকলিগান,
    মধুপগুঞ্জনগীতি, জলকলতান,
    তারি সাথে উঠিতেছে গম্ভীর মধুর
    বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর
    শান্ত সামগীতি।
    হেনকালে সত্যকাম
    কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম--
    মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে।
    আচার্য আশিষ করি শুধাইলা তবে,
    "কী গোত্র তোমার সৌম্য, প্রিয়দরশন?'
    তুলি শির কহিলা বালক, "ভগবন্‌,
    নাহি জানি কী গোত্র আমার। পুছিলাম
    জননীরে, কহিলেন তিনি, সত্যকাম,
    বহুপরিচর্যা করি পেয়েছিনু তোরে,
    জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে--
    গোত্র তব নাহি জানি।'
    শুনি সে বারতা
    ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিলা কথা
    মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল
    পতঙ্গের মতো--সবে বিস্ময়বিকল,
    কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার
    লজ্জাহীন অনার্যের হেরি অহংকার।
    উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন,
    বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন
    কহিলেন, "অব্রাহ্মণ নহ তুমি তাত।
    তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুলজাত।'

КОМЕНТАРІ • 15

  • @surendranathroy156
    @surendranathroy156 Рік тому

    অপূর্ব! অপূর্ব সুমধুর উপস্থাপনা!

  • @kamalashraf9725
    @kamalashraf9725 Рік тому

    Excellent and extraordinary

  • @MinatiDutta-bu4rr
    @MinatiDutta-bu4rr Рік тому

    Khub khub balo hoacha

  • @tutuganguly589
    @tutuganguly589 Рік тому

    Beautiful performance

  • @parthamukherjee4659
    @parthamukherjee4659 Рік тому

    অতি সুন্দর

  • @surajitsaha270
    @surajitsaha270 10 місяців тому

    দারুন লাগলো ,মন ভোরে গেলো

  • @sutapachakraborty6737
    @sutapachakraborty6737 8 місяців тому

    ৩৭, অপূর্ব সুন্দর।আমিও কবিতা টা পাঠ করেছি।সুযোগ পেলে শুনো বন্ধু।❤️❤️🥰

  • @milansir4473
    @milansir4473 Рік тому

    এটা সত্যি অসাধারণ। ❤❤

  • @amarkobitapath
    @amarkobitapath Рік тому

    অসাধারণ। শুভ কামনা নিরন্তর ❤️❤️🙏

  • @TriptiChatterjee-oz2qs
    @TriptiChatterjee-oz2qs 6 місяців тому

    খুব ভালো লাগলো ❤❤ নতুন বন্ধু হয়ে তোমার পরিবারে যুক্ত হলাম ❤ আমন্ত্রণ জানালাম আমার পরিবারে আসার জন্য ❤❤❤❤❤

  • @amarkobitapath
    @amarkobitapath Рік тому

    আমার গল্পের আসরে আমন্ত্রণ রইলো 🙏

  • @sumonmondal5920
    @sumonmondal5920 10 місяців тому

    আপনার বাচনভঙ্গি প্রশংসার দাবী রাখে...

    • @moumitachakraborty5245
      @moumitachakraborty5245  10 місяців тому

      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই 🙏