কুমিল্লায় নজরুল - Nazrul in Comilla
Вставка
- Опубліковано 9 лют 2025
- প্রকাশকাল : মার্চ ২০০৬
গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা : আবদুল হাই শিকদার
চিত্রগ্রহণ : ফরিদী নুমান, ফখরুল আলম
সম্পাদনা : ফরিদী নুমান
কারিগরী সহায়তা : ডিজিভিশন
প্রযোজনা : নজরুল ইন্সটিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
•
Footprints of Nazrul in Comilla
Rebel Poet Kazi Nazrul Islam spent some years at Daulatpur under Muradnagar upazila and his wife Pramila Devi's house is located in Comilla town. Nazrul had visited Comilla five times. On April 1921, he came here and resided at the house of Biren Shome for four days. Nazrul came with Ali Akbar Khan, a noted publisher of Kolkata. Nazrul along with Khan went to Daulatpur, where the poet stayed for two months and composed many poems and songs. Here he fell in love with Sayeeda Khatun alias Nargis, niece of Ali Akbar Khan.
On June 18, 1921 Nazrul married Nargis. Ustad Aftabuddin Khan, Shahabuddin Bayati, Baul poet Musa Shah and the family members of Indra Kumar Sengupta attended the wedding. But for some reason Nazrul was disturbed and left the house of Ali Akbar Khan on the night of his wedding. Nazrul moved in with Indra Kumar Sengupta and his family in Comilla town. Giribala Devi (Sengupta's aunt) and her daughter Ashalata alias Pramila Devi also lived with the Senguptas. Nazrul was unwell and stayed there for almost three weeks. The Senguptas looked after the poet and Nazrul was gradually inclined towards Pramila.
Upon hearing the news of Nazrul's illness, on July 6 1921, Muzaffar Ahmed, friend of Ali Akbar Khan, took Nazrul back to Calcutta (now Kolkata). The same year in November, Nazrul returned to Comilla and stayed at Giribala Devi's residence. During his visit, Nazrul met with Congress leader Ashrafuddin Chowdhury, Basanta Kumar Majumder, Motahar Hossain Chowdhury, Jaan-e-Alam Chowdhury, Atindra Mohan Roy Chowdhury, Sachin Dev Burman and Ustad Muhammad Khusru.
On November 21, 1921, the Prince of Wales visited India, and in protest of this, a daylong 'hartal' (strike) was observed in Comilla as everywhere else in the sub-continent. People from all walks of life observed the 'hartal' and Nazrul sang “Bhikkha dao, bhikkha dao, phiria chao ogo purobashi, santan aaj upobashi.”
Nazrul was arrested and sent to Calcutta police station. Later, he was freed from police custody.
In the month of February, in 1922, Nazrul returned to Comilla and stayed here for five months. During this stay, he wrote several poems including "Priyar Roop," "Baishakhi," "Pralay Ullash" and "Chiro chena."
On August 11, 1922, Nazrul's famous publication “Dhumketu” came out. The rulers did not take the poet's scathing criticism of the British rule kindly. Police looked for Nazrul, but he was then at the residence of Giribala Devi in Comilla. This was his fourth visit to Comilla. Police arrested Nazrul in front of the residence of Jogendranath Dutta in Comilla town on November 23, 1922.
He was sent to Alipore jail. After being freed from jail on December 23 1923, Nazrul again came to the home of Giribala Debi and stayed there for some days. On April 24 1924, Nazrul married Pramila Devi. Nazrul wrote many poems during his stay in Comilla. In Daulatpur, Nazrul composed 10 songs. The bard wrote "Akarun priya," "Shesher gaan," "Bedonamoni" and Lakkhichhara."
Places in Comilla, bearing the memories of the National Poet, are now facing severe negligence. No steps to maintain these places have been taken in the past two decades. People of Comilla have repeatedly demanded naming the proposed Comilla University after Kazi Nazrul Islam.
It may be mentioned that some local influential people have allegedly constructed a building by filling up a pond (opposite Farida Bidyayatan) belonging to Pramila Devi's family. The occupiers have removed the memorial plaque from the place. A public dumpster has been placed next to the memorial plaque at Ranirdighipar. No memorial sign exists at Rajganj from where the poet was arrested by the British police in 1921.
এই আগুন ধরা কবির পদচারণায় কুমিল্লা ধন্য,
আমরা অত্যান্ত গর্বিত,মনে হয় যেন বিদ্রোহী আমাদের সামনেই আছে।উনার যে কোন গানের সুর বাজলেই মনে হয় উনি আমাদের সাথেই আছে এটাই যতেস্ট।আর চিরদিন এমন ভাবেই থাকবে।
মহা মানব কাজী নজরুল ইসলামের আল্লাহ তুমি তাকে জান্নাতুন ফেরদৌস দান করুন কুমিল্লা দন্য করেছে স্মরণীয় স্মৃতি করেছে।
বাংলার মানুষের হৃদয়ে নজরুল চির দিন জীবিত থাকবেন তাঁর কবিতা,গান বিশেষ করে ইসলামী গানের জন্য। পরপারে প্রিয় কবিকে আল্লাহ ভাল রাখুন।
বাংলার মানষের মনেপ্রানে নজরুল চিরকাল থাকবে,গানে ও কবিতায়।
Anek dhanyabad ai sundor anusthan paribeshan er janya, anek kichu janlam samridhya holam, kabi loho pranam
আমি গর্বিত যে,কুমিল্লায় প্রিয় কবি কাজী নজরুল ইসলাম
জীবনের গুরুত্ব পূর্ণ সময় পার করেছেন।
এবং বহু গান,কবিতা রচনা করেছেন
প্রিয় কবিকে মহান আল্লাহ যেন জান্নাতবাসি করেন
পরিশেষে মহান রবের কাছে ইহাই প্রার্থনা।
আমীন।
স্বাগত সুস্বাগত।
এমন অনুষ্ঠান হতেই থাকুক।
নার্গিস প্রসঙ্গ টা আনলে কুমিল্লায় নজরুল ডকুমেন্টরিটা আরো পরিপূর্ণতা পেতো।
তবুও ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে 🙏🏽
নার্গিস নিয়ে কুমিল্লার 'দৌলতপুরে নজরুল' আরো একটি ডকুমেন্টারী করেছিলাম
চমৎকার আয়োজন। ধন্যবাদ নজরুল ইন্সটিটিউট।
আমাদের সেরা কবি কাজী নজরুল ইসলাম
দারুণ একটা ভিডিও।
বাংলাদেশের ইতিহাসে আর জন্ম হবে না এমন ক্ষণ জন্মা বিস্ময় প্রেম,বিদ্রোহ,বিরহের এমন বিচিত্র জীবনের অধিকারী আর কোন কবির জীবনে আছে বলে আজো জানা নেই।আল্লাহ,তুমি নজরুল কে জান্নাতুল ফেরদাউস নসীব কর(আমীন)।
অসম্ভব সুন্দর 🙏
কুমিল্লা আমাদের গর্ব নজরুল কুমিল্লায় এসেছে
Very beautiful explanations regarding Nation Poet Kazi Nazrul Islam .
হে প্রিয়, তুমি আমার তুমি আমার।
Thank you for the informative video about the greatest writer in the world. Presented nicely. Magnificent!
নার্গিস পরিবারের হাত ধরে আসলেও শেষমেশ প্রমিলা কবির মন জয় করে।
কুমিল্লা মহৎ ব্যক্তির পদাচারণা অনেক পূর্বে বুঝা গেল।
আমার সশ্রদ্ধ প্রণাম 🌹🥀🙏
আমি গর্বিত আমি কুমিল্লার পোলা😍💜💜💜
I am proud of myself. Because I am from comilla. Thanks for uploaded this video.
প্রিয় কবি
আমি ধন্য আমার জেলায় এসেছিলে বলে।
আমাদের উচিৎ আমাদের সেই পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনা।
nazrul
Ĺĺl
পৃথিবীর ইতিহাসে কাজী নজরুল ইসলাম সবার শ্রেষ্ঠ,,,?...
hmmmmmm
আমারে সকল ক্ষুদ্রতা হতেবাঁচাও প্রভু উদার।হে প্রভু! শেখাও - নীচতার চেয়েনীচ পাপ নাহি আর।
L!
আল্লাহ যেন ওনাকে খমা করে দেন আমিন।
সে খুব কষ্ট করেছেন জীবনে খেয়ে না খেয়ে থেকেছেন ।
Wonderfully said. Thank you Boni Amin. But my question is why that painfully cultural difference still remains very vividly even in this 21st century!
Top
আমি গর্বিত আমি কুমিল্লার ছেলে
Congratulations to Sroddheyo Khil Khil Quazi.
বিনম্র শ্রদ্ধা ভক্তি রাখি কবির চরন কমলে সাথে কবি পরিবারের সবাইকে শুভেচ্ছা
আমার জান মন প্রাণ
Super
❤❤❤
Ei kobi ar jormo hobe na kobi Nuzrul ke niye amra gorbito Dowa kori allah jeno jannat bashi koren amin
একটা লাইনের অর্ধাংশে নার্গিসকে নিয়ে আলোচনা নজরুল ইতিহাসকেই মনে হয় উপেক্ষা করল -- কুমিল্লায় নজরুল।
Good video.(malia sagardighi murshidabad India).
ভাষা সৈনিক অধ্যাপক অজিত গুহের বাড়ীতে পদার্পণ ছিল, অনেক সময় অতিবাহিত করেছেন আজ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে। যা উল্লেখিত হলে ভাল লাগত।
আমার গুরু
Salam salam hajaro salam kobe Nozrul
Amie comillar cala
Nazrul Islam sahib one only O ne. Alam Salar Kolkata W B
Hi friend thanks for sharing this excellent Song, like # 54 🙏🙏🙏🙏
উপস্থাপক দাদা, আপনাকে সালাম / আদাব।
মহান মাওলার রহমতে, আপনি যদি এখন পর্যন্ত বেঁচে থাকেন, দয়া করে আমাকে আপনার নাম ও মোবাইল নম্বরটা ইনবক্স করেন। I'll Discuss With U'r Hon'r.
চমৎকার উদ্যোগ।
Who is nargis?
Was she kabees last wife ?
My younger time I heard about his wonderful life style?
Our 4 th generation from cumilla
We new he He was born in comilla resident
This video give us real pictures
Thanks for sharing all this information to some viewers
Thanks
কৈফিয়ত:
নার্গিস কুমিল্লার দৌলতপুরের মেয়ে। তার সাথে প্রেম এবং মহা ধুমধামে বিয়ে হয়েছিলো কবির। কিন্তু অজানা কারণে কবি বাসর রাতেই নার্গিসকে ফেলে চলে যান, আর ফিরে আসেননি নার্গিসের কাছে। কিন্তু সারা জীবনেও কবি নার্গিসকে ভুলতে পারেননি। বলা হয়ে থাকে নার্গিস বিরহেই নজরুল কবি নজরুল হয়ে ওঠেন। তার বিখ্যাত 'আজো মধুরও বাশরী বাজে' সহ আরো কিছু গানে তিনি নার্গিসকেই ইংগিত করে গোমতী নদী তীরের তার প্রিয়ার কথা বলেছেন।
নজরুলকে নিয়ে যে ক'টি তথ্যচিত্র নির্মাণ করেছিলাম তারমধ্যে 'দৌলতপুরে নজরুল' আলাদাভাবে করার ইচ্ছা ছিলো। এজন্য 'কুমিল্লায় নজরুল' পর্বে নার্গিসের প্রসঙ্গটা তেমন আনা হয়নি। দৌলতপুরে নার্গিসের বাড়ি, পুকুর, সেই আমগাছ যার নিচে বসে কবি বাঁশী বাজাতেন, তাদের স্মৃতিময় বাসরঘর, বাসরের খাট এখনো আছে। এগুলোর বিস্তারিত চিত্রগ্রহণও করেছিলাম..... কিন্তু নানা কারণেই সেটা করা হয়ে ওঠেনি। এই না পারার পিছনেও কিছু কষ্ট লুকিয়ে আছে।
নজরুল ইসলাম শশুর বাড়ি কুমিল্লা
Amadar rajjaa tripura kave najarolar nama anak kecho scha
প্রতিটি জায়গা,শচীন দেব বর্মনের বাড়িটি সংরক্ষণ করে যাদুঘরে রুপান্তর করা হলে ভালো হোত
Can u tell us about Kabee nazrul fsmily life
How many times our kabee got married
Our futher about 4 generation
Commlla
আমি কাজি নজরুল কে ভালো বাসি
C
নজরুল ইসলাম ছেলে মেয়ে নাতী বংশ ধর নিয়ে ভিডিও বানান
Not working side this video not available
এই ভিডিও থেকে ১মি ২৬সে থেকে ১:৫৫, ২:০৫_২:৩৮, ৪:১২_৬:২৩ পর্যন্ত কাটতে হবে। কুমিল্লা গমন অংশে যা দিয়েছো তা বাদ দিতে হবে।
comilla nazrul not working we can't see
Pls try again, may be its ok
comilla nazrul not available
আপনি কি জানেন নজরুল ইসলামের সম্পর্কে,,,,
নার্গিসকে উপেক্ষা করা হল কেন বুঝলামনা।অথচ সবাই জানে নজরুলের সাথে নার্গিসের কি সুগভীর ভাল বাসার সম্পর্ক ছিল।তাঁদের বিয়ে ও হয়েছিল।বিয়ের আসর থেকে তাঁকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।তার পর থেকেই তাঁর জীবনের চরমতম ট্রাজেডি র শুরু হয়।
@@anesachowdhury2446 উঠিয়ে নিয়ে যাওয়া হয়নি। কবিকে ঘরজামাই এবং ২৫ হাজার টাকার বিশাল দেনমোহরের বোঝা চাপিয়ে দিয়ে দৌলতপুরে আটকে রেখে কবিকে দিয়ে আলী আকবর তার পুস্তক প্রকাশনী প্রতিষ্ঠান ভারতী লাইব্রেরীর জন্য বই রচনা করার ষড়যন্ত্র করেছিল। তাই নজরুল বাসর অসমাপ্ত রেখে কুমিল্লায় প্রমীলাদের বাসায় আশ্রয় নিয়েছিলেন। অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত কবিকে প্রমীলা সেবাশুশ্রূষা করে সুস্হ করে তুলেছিলেন।