জীবনের সার তুমি প্রভু গো আমার (Part-1) Tutorial by SD Rohit Keyboardist.

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2024
  • জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরনে তোমার।।
    ঝড়ের আঘাতে আজ কাঁপে দ্বীপ শিখা, জানিনা ললাটে আছে কি লিখন লিখা,
    তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো,
    আমরা জানিনা কিছু জানি তুমি আছো।
    আমাদের সবকিছু তুমি নাও ভার,
    প্রণাম জানাই আমি চরনে তোমার।
    জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরনে তোমার।। এ জীবনে বেঁচে আছি তোমারি দয়াতে, দাও যদি আরও দুখ দুঃখ নাহি তাতে, তন্ন যদি করে থাকি হয়ে একমনা, তোমারি করুণা যেন পাই এক কনা। তোমারি অভয়ে প্রভু দুঃখ হবো পার, প্রণাম জানাই আমি চরনে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরনে তোমার।। সুখে দুঃখে আমাদের কেটে যায় জীবন, হঠাৎ দেখি যে আজ এসেছে প্লাবন, তুমি যদি হও প্রভু একটু সদয়, কাউকে করিনা মোরা এতটুকু ভয়। চরণে প্রণাম করি তাই বারে বার, প্রণাম জানাই আমি চরনে তোমার। জীবনেরও সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরনে তোমার।
    #জীবনের সার তুমি প্রভু গো
    #প্রণাম জানাই আমি চরণে তোমার
    #pianomusic
    #sdrohitkeyboardist
    #Harmoniumdidi
    #Harmoniumclassbydebasmita
    #gurukulmusicbangla
    #Hamoniumtutorialbymitali
    #sdrohit
    #sdrohit3093
    হিন্দুদের বিয়ে,গায়ে হলুদ, অন্নপ্রাশন ও পুজা-পার্বণে বাজনার জন্য যোগাযোগ করুণ-01874783093/01754589097
    Please Like,Comment,Share & Subscribe
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    👉👉👉👉👉👉Thanks All👈👈👈👈👈

КОМЕНТАРІ •