পতিত পাবন |বুদ্ধ কীর্তন | জুসি বড়ুয়া | potito pabon | Buddhist new song | Jucy Barua

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • গান-পতিত পাবন জয় ভগবান
    কথা ও সুর- সংগৃহীত
    কন্ঠ- জুসি বড়ুয়া
    সহশিল্পী - রনি,ইপ্তি,ববি,উর্মি,নম্রদা,ঋতু, হিমু, জয়-১,জয়-২, হীরু,অসীম,বরন,রিমেল,রিগ্যান,ইন্দ্র বড়ুয়া মুন
    ---------------------
    বিশেষ কৃতজ্ঞতা - পূজনীয় তিলোকাবংশ মহাথেরো
    --------------------- ---------------------
    পরিচালনা -তন্ময় বড়ুয়া লগ্ন
    ভিডিও ধারণ- জয় দেব,দূর্জয় বড়ুয়া
    প্রডাকশন -পিক্সেল মোশন
    ------------------------------------------
    Lyric
    রাজার নন্দন কুমার গৌতম নাম,পতিত পাবন জয় ভগবান।
    ওই নাম যত বল ততই ভাল তোমারী নাম,পতিত পাবন জয় ভগবান।
    ওই নাম জপিলে আনন্দ পাবে তোমারী নাম,
    পতিত পাবন জয় ভগবান।
    ওই নাম শুকনো ডালে মুকুল মেলে তোমারী নাম,
    পতিত পাবন জয় ভগবান।
    ওই নাম মায়া দেবীর গর্ভে ছিল তোমারী নাম,
    পতিত পাবন জয় ভগবান।
    ওই নাম মরুভূমিতে জোয়ার খেলে তোমারী নাম
    পতিত পাবন জয় ভগবান
    ওই নাম সর্গেতে গোপন ছিল তোমারী নাম,
    পতিত পাবন জয় ভগবান।
    ওই নাম জীবত্বরাতে ভবে এলো তোমারি নাম
    পতিত পাবন জয় ভগবান
    ওই নাম আধাঁর ঘরে বাতি জ্বলে তোমারী নাম,
    পতিত পাবন জয় ভগবান।
    ওই নামের বলে শীলাভাসে আছে তোমারী নাম,
    পতিত পাবন জয় ভগবান।
    ওই নাম ধর্ম সূধা পান করিতে তোমারী নাম,
    পতিত পাবন জয় ভগবান,,,,,
    আর নাই আর নাই আর নাই রে বুদ্ধের মতন দয়াল আর নাই রে,,
    আর নাই আর নাই আর নাই রে ধর্মের মতন দয়াল আর নাই রে
    আর নাই আর নাই আর নাই রে সংঘের মতন দয়াল আর নাই রে।।
    ওই নাম যতই বলো ততই ভালো আর নাইরে
    বুদ্ধের মতন দয়াল আর নাইরে
    ওই নাম যতই বলো ততই ভালো আর নাইরে
    ধর্মের মতন দয়াল আর নাইরে
    ওই নাম যতই বলো ততই ভালো আর নাইরে
    সংঘের মতন দয়াল আর নাইরে
    আজি এমন শুভ দিনে আর নাই রে......
    বুদ্ধের মত দয়াল আর নাই রে
    আমার বাইন দোহারি সবাই বলে আর নাইরে -
    বুদ্ধের মত দয়াল আর নাই রে
    আমার ভক্ত গন সবাই বলে আর নাইরে -
    বুদ্ধের মত দয়াল আর নাই রে
    বুদ্ধ বল বুদ্ধ বল- আমার ভক্ত গণ সবে মিলে
    আমার বাইন দোহারি সবে মিলে
    আজি এমন শুভ দিনে
    বুদ্ধ বল বুদ্ধ বল
    যতই বলো ততই ভালো
    জপিলে আনন্দ পাবে
    নিরানন্দ দূরে যাবে
    প্রেমানন্দে বাহু তুলে
    বুদ্ধ বল বুদ্ধ বল- বুদ্ধ বল বুদ্ধ বল
    আমার ভক্ত গন সবে মিলে -বুদ্ধ বল বুদ্ধ বল.....

КОМЕНТАРІ • 101