বৃদ্ধাশ্রম Part 2 😢|| আজও বাড়ি থেকে কেউ খোঁজও রাখে না😭 || Bridhashram || বেলাশেষে বৃদ্ধাশ্রম 😊

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • বৃদ্ধাশ্রম Part 2 😢|| আজও বাড়ি থেকে কেউ খোঁজও রাখে না😭 || Bridhashram || বেলাশেষে বৃদ্ধাশ্রম 😊
    #বৃদ্ধাশ্রম #bridhashram #support
    Bridhashram Part 1 - • বৃদ্ধাশ্রম 😢 || Bridha...
    --------------------------------------------------------------
    কিভাবে যাবেন ??🤔- হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লোকাল ধরে Banchi ষ্টেশনে নামবেন ওখানে থেকে কালনাগামী বাস ধরে বৈদ্যপুর রথ তলাতে নেমে, তালা/ Tola গ্রাম একটুখানি।❤️
    চ্যানেল টা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এরকম কাজ করে যেতে পারি🔥
    আমরা এই বেলাশেষে বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম ওখানে উনারা খুবই ভালো আছেন, খুব আনন্দ করে আছেন। প্রিয়জনদের ভুলে ওরা অনেক খুশিতে আছেন। এই বেলা শেষে বৃদ্ধাশ্রম পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুর পঞ্চায়েতের তালা গ্রামে। সারাদিন ওনাদের সাথে সময় কাটালাম উনাদের সাথে কথা বললাম, অনেক অভিজ্ঞতা অর্জন করলাম।
    -----------------------------------------------------------------------------------------------------
    👉 আপনাদের বাড়ির আসে পাশে কিনবা আপনাদের খোঁজে নতুন কিছু থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমার ফেবসুকে পেজে কিনবা ইনস্টা তে কিনবা E-mail করে - sougatasil96@gmail.com
    Join Our Facebook Page - www.facebook.c....
    -------------------------------------------
    Barisal blogs, people and vlog, Lifestyle, Orin lifestyle, Bd vlog, Market news, Orin, Vlog,
    bolpur bridhashram, birbhum bridhasharm, westbengal old age home, santiniketan old agehouse, old age house of bolpur, westbangal old ageresthome, kalony bridhashram, old bridha arsham in bolpur, new bridhaarsham at bolpur, beautiful old age home, live recording, dalia das recording, sundor bridhasharm, Live at bolpur, best arsham at bolpur birbhum, santiniketan westbeangal bridhaarsham, tak caer arsham,
    Belashese, belashese bridhashram, sougata official vlog
    sil beauty with vlogs
    sil beauty tips
    briddhashram,briddhashram song,bidhasram,briddhashram bengali song,briddhashram nachiketa,bidhashram song,briddhashram bengali lyrics,new style bidhashram,briddhashram nachiketa chakraborty,bolpur bridhashram,kalony bridhashram,briddhashram gaan,briddhashram lyrics,briddhashram karaoke,lyrics of briddhashram,bridhyashram songs,nachiketa briddhashram,vidyashram song,vidyashram gaan,bridhasram song,briddhashram song by noble,briddhashram by nachiketa

КОМЕНТАРІ • 811

  • @sougataofficialvlog
    @sougataofficialvlog  Рік тому +36

    Part 1 Video link -ua-cam.com/video/J2t6fUWHOKQ/v-deo.html
    তাড়াতাড়ি 20K কমপ্লিট করে দাও, Part 3 ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ❤️

  • @shilpidebmusic
    @shilpidebmusic 8 місяців тому +10

    ভাবতেই অবাক লাগে, বিনা খরচায় এতোবড় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন উনি । ভগবানের মানুষ রূপি ছবি । প্রনব বাবু আপনি খুব ভালো থাকুন । আপনাকে প্রনাম জানাই । 🙏🙏🙏🙏

    • @BimanBanerjee-jy4nm
      @BimanBanerjee-jy4nm 2 місяці тому

      Dada aponake sahsra pronam daya kore thikanata and phone nota diben

  • @rabinbanerjee9200
    @rabinbanerjee9200 Рік тому +19

    খুব ভালো লাগলো। কেউ তো আছে এনাদের দেখার জন্য, উনিই প্রকৃত ঈশ্বর

  • @mandirasarkar7581
    @mandirasarkar7581 Рік тому +21

    প্রথমে প্রণব রায় মহাশয় কে প্রণাম জানাই। সত্যি উনি মহৎ মানুষ। আর আপনাদের ও অনেক অনেক ধ্যানবাদ এই মহান কাজ করার জন্য।

  • @krishnasarkar3009
    @krishnasarkar3009 Рік тому +45

    আমি যেতে চাই, সংসারে অপমানের চেয়ে বৃদ্ধা শ্রম অনেক ভালো।

  • @shyamalmukherjee4441
    @shyamalmukherjee4441 Рік тому +27

    এটা খুবই মহান কাজ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন প্রনব রায়ের মতো মানুষরা যুগে যুগে জন্মগ্রহন করে এইভাবেই মানবতার নিদর্শন প্রস্তুত করেন।

  • @Gopa-bn9qz
    @Gopa-bn9qz 10 місяців тому +6

    তোমাদের এই ভিডিওটা পার্ট ওয়ান পার্ট টু দুটোই দেখলাম খুব ভালো লাগলো। আবার দুঃখে চোখের জলও এলো। এরম একটা ভিডিও করার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি চেষ্টা করব আমার তরফ থেকে চর্চা মানুষ সাহায্য করার।

  • @bhuteshbarai320
    @bhuteshbarai320 5 місяців тому +3

    ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে পাঠিয়েছেন। উনি দেব দূৎ ওনাকে সত কোটি প্রনাম❤🎉

  • @malamaitra134
    @malamaitra134 Рік тому +9

    খুব ভালো একটা ভিডিও দেখলাম। মনটা ভারী হয়ে গেল। এমন মানবিক কাজের জন্য প্রণব বাবুকে অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনদের সবাইকে ভালো ও সুস্থ রাখুন।

  • @nilanjanghatak7847
    @nilanjanghatak7847 Рік тому +10

    খুবই আনন্দ-বেদনা মাখা একটি সুন্দর প্রতিবেদন।

  • @alpanatalukdarbasu9988
    @alpanatalukdarbasu9988 10 місяців тому +5

    খুব ভালো উদ্যোগ।

  • @binodbiswas5409
    @binodbiswas5409 10 місяців тому +7

    Khub Valo karecho sabai ke niye Valo theko 🙏🙏🙏

  • @sharmilabag9695
    @sharmilabag9695 Рік тому +6

    মহানুভব শ্রী প্রণব রায়কে আমার সহস্র প্রণাম এগিয়ে যান ভগবান আপনার মঙ্গল করবেন

  • @xgydlkjvgxbhfcg8730
    @xgydlkjvgxbhfcg8730 Рік тому +8

    পৃথিবীটা খুব অদ্ভুত মা বাবা সন্তান যখন জন্মদেয় কত হাসি খুসি কত কিছু না করে কিন্তু সন্তানরা যখন বড় হয় তখন তাদের আসল রূপ দেখা যায়। আমি মনে করি যৌবন কালে সন্তানদের জন্য যতটুকু ব্যয় করার তত টুকু কর বাকি নিজের জন্য কর পরে কাজে লাগবে।। যাই হোক আমার বাবা মার জন্য সবাই আর্শীবাদ করবেন আমি যেন তাদের সেবা করতে পারি।।।। জয় শ্রীরাম

  • @alokmitra1743
    @alokmitra1743 Рік тому +17

    মা ছেলে দু'জনকে ধন্যবাদ। আপনাদের প্রচার নিয়ে আলোচনা করার ভাষা আমার নেই । "বেলাশেষে" কর্ণধার দাদার দীর্ঘাআয়ূ
    কামনা করছি । আসলেই "মানুষের" মধ্যে "ভগবান" বিরাজমান। ভাগ্যের দরজা একটা বন্ধ হলে অন্য টা খোলা থাকে "বেলাশেষে" তারই উদাহরণ ।সবার প্রতি প্রনাম রইলো

    • @yomom8134
      @yomom8134 Рік тому +3

      ঠিকানা টা পাব

  • @purabimukherjee5505
    @purabimukherjee5505 Рік тому +13

    খুব ভালো লাগলো প্রণব বাবুর মতো মানুষ আছে বলে এই অসহায় মানুষগুলো এভাবে ভালো আছেন দাদার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে ভালো থাকুন দাদা এগিয়ে যান ঈশ্বর আপনার মঙ্গল করুন

  • @apareshdebroy8226
    @apareshdebroy8226 Рік тому +6

    মনটা আনন্দে ভরে গেলো, এমন জনদরদী মানুষও আমাদের সমাজে আছেন, ছেলে মেয়ে যখন বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, সেখানে একটা মানুষ নিঃস্বার্থ ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনি পয়সায় সেবা করে
    যাচ্ছেন, সবার কাছে উনিই ঈশ্বর।

  • @ankitabanerjee7979
    @ankitabanerjee7979 Рік тому +22

    খুব ভালো লাগলো, এটাই বলবো যে আর যেনো কোনো বৃদ্ধাশ্রম তৈরি না হয় , সব মা বাবা তার সন্তানের কাছে ভালো থাক। ❤😇

  • @monotoshmodak8062
    @monotoshmodak8062 4 місяці тому

    সংসারের বোঝা হয়ে থাকার থেকে বৃদ্ধাশ্রমে অনেক আনন্দে বাস করা যায়। আমারও একান্ত ইচ্ছে বিনামূল্যে বৃদ্ধাশ্রম পেলে আমি চলে যাবো।। আমি অনেক শ্রম দিতে পারবো আশ্রমের জন্য। কারণ আমি ছেষট্টি বছরের হলেও অনেক শক্ত সামর্থ্য।

  • @WhiteKnight-og9vh
    @WhiteKnight-og9vh Рік тому +2

    আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যে এই বৃদ্ধা মা দেখেছেন রেখেছেন এর জন্য খুব ভালো লাগছে মারা যে ভালো আছে এটাই ভালো লাগছে দেখে খুব ভালো লাগছে।

  • @papiadey5099
    @papiadey5099 Рік тому +4

    Khub valo laglo thank you for sharing this

  • @siprasarkar671
    @siprasarkar671 Рік тому +5

    খুব ভালো লাগলো বাবা আশীর্বাদ করি এগিয়ে যাও। ঈশ্বর তোমার মঙ্গল করুন।

  • @bitturoy295
    @bitturoy295 Рік тому +8

    মা গ ভালো থেক, জেঠু আপনার এই
    কাজ ভগবান কে সেবা

  • @Sonarpura-BSB
    @Sonarpura-BSB 10 місяців тому +5

    UFFFFFFFFFFFFFF SO TOUCHING PRONAM TO ALL MOTHERS GOD BLESS ALL JIOOOOOOOOOOOOO

  • @KoleRiyaVlogs1584
    @KoleRiyaVlogs1584 Рік тому +3

    Emotional Movñment Darun bai Most Welcome

  • @henabanerjee6582
    @henabanerjee6582 6 місяців тому +2

    অপূর্ব আপনাকে জানাই শতকোটি প্রনাম মানুষ রূপি ভগবান

  • @anitaghosh7417
    @anitaghosh7417 10 місяців тому +3

    খুব ভালো লাগলো এ রকম ভিডিও দেখিয়ে

  • @MahuaRoy-e4x
    @MahuaRoy-e4x Місяць тому

    ভগোবানরূপি এমন মানুষকে অনেক সাধুবাদ জানাই ❤❤❤❤🎉🎉

  • @rabighosh3104
    @rabighosh3104 Рік тому +15

    মহান উদ্যোগ। মাননীয় সরকার মহোদয়ের নজরে আসুক, কিছু সহযোগিতা সরকারের তরফ থেকে দেয়া হোক। কামনা করি আর্থিকভাবে স্বচ্ছ্বল মানুষরা এই প্রতিষ্ঠানের কর্ণধারকে সহযোগিতা করুন।
    বৃদ্ধাশ্রম দূর হোক মানবতা জেগে উঠুক।

  • @dipchatterjee2362
    @dipchatterjee2362 Рік тому +2

    Khub valo laglo. Mr. Prodip roy sott khub boro moner mansh sakhat vogoban uni sustho thakun valo thakun thankyou so much.

  • @nirupamamajumder7887
    @nirupamamajumder7887 4 місяці тому

    অপূর্ব লাগলো সব থেকে ভালো লাগলো pronab বাবু কে ওনার তুলনা হয় না বলে না বাবা মা কখন সন্তান কে অভিশাপ দেয় না তাদের চোখের জল ওই অভিশাপ হয়ে লেগে যায় আর karmer মধ্যে ই আশীর্বাদ নেমে আসে shato shato মানুষের আশীর্বাদ আর যারা ওখানে আছে তাদের দুই vara আশীর্বাদ মা ছেলের ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো আর ছেলেটি তো মনে হয় ইশ্বর এর Dan godblessyou pronab babuke

  • @arunaaich8120
    @arunaaich8120 10 місяців тому +3

    Khub vlo laglo

  • @shantichowdhury1722
    @shantichowdhury1722 Рік тому +1

    Khub bhalo laglo dekhe.apnara Maa chhelo Manoniyo Pronabda ke anek dhanyabad eto mahat kaj karar janneye

  • @ShilpiSarkar-zx4pg
    @ShilpiSarkar-zx4pg 9 місяців тому +2

    খুবই ভাল লেগেছে আপনার ভিডিও

  • @lekhaghosh4575
    @lekhaghosh4575 10 місяців тому +3

    Very good👍

  • @rabinpaul3516
    @rabinpaul3516 Рік тому +7

    প্রনব দা আপনি ভগবান প্রণাম

  • @GitaRaniBasu-sr3ox
    @GitaRaniBasu-sr3ox 5 місяців тому +2

    Thikanata ganaben thanks😊

  • @basantipaul8811
    @basantipaul8811 Рік тому +1

    আমার খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থেকো

  • @mrs.sibanidhar7859
    @mrs.sibanidhar7859 Рік тому +5

    খুবই ভাল লাগল বলে বোঝাতে পারব না। যিনি চালাচ্ছেন উনাকে অশেষ ধন্যবাদ।

  • @mitalibanerjee4751
    @mitalibanerjee4751 Рік тому +16

    অশেষ ধন্যবাদ ওনাকে ঠাকুর চালিয়ে নিয়ে যাবে

  • @mitadas2817
    @mitadas2817 Рік тому +8

    উনিই তো প্রকৃত ঈশ্বর 🙏🙏

  • @sikhabhadra11
    @sikhabhadra11 Рік тому +3

    আমি আজকে প্রথম দেখছি আমার বাড়ি চুঁচুড়া পিপুল পাতি দাদা নমস্কার আপনাদের এতো ভালো উদ্যোগ ভগবান আপনাদের ভালো করবেন। 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @KamalMajhi-sv9gr
    @KamalMajhi-sv9gr Рік тому +5

    খুব ভালো লাগলো 😊 উনাদের দেখে😊কি ,যে ভালো লাগলো উনারা খুব ভালো থাকুক 😊 আর কি বলি আমার কিছু বলার নেই উনারা যেনো ভালো থাকে ,সবাই 😊😊😊

  • @Monerkotha227
    @Monerkotha227 Рік тому +4

    খুব সুন্দর একটা প্রতিষ্ঠান আমিও কোনদিন যাব ওখানে ❤❤

  • @anapurnapaul8983
    @anapurnapaul8983 Рік тому +1

    Sotti dekha jay na emon ta khub valo laglo
    Dada k onek thanks

  • @BijoyBarman-q3b
    @BijoyBarman-q3b Рік тому +2

    ঈশ্বর মঙ্গল করুন, এই বৃদ্ধাশ্রমের কর্মকর্তাদের।
    এইরকম সংবাদ পরিবেশন করুন সাবস্ক্রাইবারের জন্য কাউকেই অনুরোধ করতে
    হবেনা। আবাসিক সবাইকেই আন্তরিক অভিনন্দন জানাই। সবাইয়ের সুস্থতা কামনা করছি।

  • @smritikanajana6096
    @smritikanajana6096 Рік тому +4

    সত্যি অসাধারণ। খুব ভালো লাগলো। তোমাদের অনেক ধন্যবাদ এরকম একটা ভিডিও দেখানোর জন্য।।❤️❤️

  • @thefortniteguy5807
    @thefortniteguy5807 Рік тому +2

    Khub valo laglo dekhe .Pranob babur matan manush achen bole akhono prithibi cholche

  • @foridayasmin2497
    @foridayasmin2497 Рік тому +3

    Pronob Babu apnaka anek dhonobad
    Apner janno Allar kacha prathona
    Korbo.apni Jano sustho thaken.

  • @satyajitroy4410
    @satyajitroy4410 10 місяців тому

    Kolijug r mitthye oshaar songsar er theke sohanuvuti asha kora ta bekar - ekmatro "srihori " holo apon- jar keu nei tar bhagwan achen- jai sree krishna❤🕉🕉🚩🚩🙏🙏🙏

  • @basantichatterjee3372
    @basantichatterjee3372 Рік тому +2

    Kichu bolar nei vai,tumi ja dykhale mon chuye gelo,bridhasromer manus gulor jonno amar vogobaner kachy prey kori onara jeno valo thaken,sathe tomar family niye tumio valo theko

    • @nomitamukherjee7068
      @nomitamukherjee7068 3 місяці тому

      10:34 ঠিকানা টা লিখে দিলে ভালো হত। প্রতিটি আশ্রমের ঠিকানা টা সঙ্গে সঙ্গে দিলে আরো অনেকের ভালো হত।

  • @swapansengupta3274
    @swapansengupta3274 Рік тому +10

    এক দিন সকলেরই বয়স হবে। হয়তো অনেকেরই টাকা পয়সা থাকবে। কিন্ত লোক বল না থাকলে সেই টাকা পয়সার কোন ভেলু থাকেনা। তাই নিজের কথা ভেবেই নিজের মা ও বাবাকে যত্ন কর। সেইটা তোমার সন্তান দেখবে ও জানবে। যেমন তোমরা নিজের মা বাবা কে দেখবে, তোমাদের সন্তান ও তোমাদের সেই রকম দেখবে।

  • @monimala_creation801
    @monimala_creation801 6 місяців тому +1

    Tomader video ta dekhe bhishon valo laglo

  • @sujataray9595
    @sujataray9595 Рік тому +7

    খুব ভালো লাগল এই রকম আমি একটি বৃদ্ধাশ্রম খুজছিলাম যেখানে আমি বা আমার মতন অনেকে আছেন যাঁরা কিছু করতে চান কি ভাবে যোগাযোগ করবো জানাবেন। ধন্যবাদান্তে 🙏

  • @lilichakraborty2157
    @lilichakraborty2157 3 місяці тому

    Mohot kaj krchen uniiii...iswr kripay....isar unar n unar poribarer srbangin mongol korun....💅💅💅

  • @rachanachoudhuri4960
    @rachanachoudhuri4960 Рік тому +3

    প্রণব রায় মহাশয় কে অনেক শুভেচ্ছা ও শুভাশীষ এমন মহৎ কাজের জন্য ও মহৎ মাসিকতার জন্য।অনেক সুন্দর করে এগিয়ে চলুক আপনার এই প্রচেষ্টা।

  • @bananibhuinya4277
    @bananibhuinya4277 Рік тому +2

    Dhonnobad pronob babu

  • @sudipmondal8400
    @sudipmondal8400 10 місяців тому +2

    God. Blesh. You

  • @babudhar3537
    @babudhar3537 Рік тому +3

    ভালো লাগলো

  • @halimmolla4879
    @halimmolla4879 Рік тому +3

    Dada ke salute janai.

  • @King-of-music
    @King-of-music Рік тому +8

    খুব ভালো একটা ভিডিও দেখালেন দিদিভাই। দেখে ভালো লাগল তবে ওনাদের জন্য কষ্ট ও হলো ❤❤

  • @NupurNupurbenarjee
    @NupurNupurbenarjee Рік тому +28

    এত কষ্ট হচ্ছে এই মানুষ গুলো কে দেখে , 😢 আর অন্য দিকে আনন্দ হচ্ছে , ❤❤

    • @jhilamroychowdhury2916
      @jhilamroychowdhury2916 Рік тому

      ভিডিওটা খুব ভালো লাগলো এখানে থাকতে গেলে কিরকম খরচা লাগে

    • @ankitabanerjee7979
      @ankitabanerjee7979 Рік тому

      ​@@jhilamroychowdhury2916 কোন খরচ লাগে না বিনামূল্যে

    • @jyotsnaroychowdhury5700
      @jyotsnaroychowdhury5700 Рік тому

      খুব ভালো r লাগলো

    • @mitamajumdar7220
      @mitamajumdar7220 Рік тому

      Ei video ta dekhe amar khub kosto laglo age jodi jantam j eto valo ekta bridhasrom ache tahole aj amar bandhobi k hoi to morte hoto na se tar barir loker onek otyachar sojjo kore last pojoto dreepesion e vugte vugte march mase mara gelo r amio ei khobor ta tokhon jantam na

    • @sutapaduttaroy2931
      @sutapaduttaroy2931 3 місяці тому

      Address ta paoa jabe ki ,pele valo hoto

  • @gg-mi4hw
    @gg-mi4hw Рік тому +1

    এমন বিশ্লেষণ খুব ভালো লাগলো।।

  • @Monerghore001
    @Monerghore001 Рік тому +16

    আপনার এই কাজটা আমি সম্মান করি এভাবে উনাদের পাশে আপনি আছেন বলেই উনারা এত আনন্দে আছে এত খুশিতে আছে। আপনি ভালো থাকবেন।

  • @AtaharRahaman-zn2kp
    @AtaharRahaman-zn2kp 10 місяців тому +6

    এই বৃদ্ধাশ্রম টি কোথায় ? দয়া করে জানাবেন ।আমি একদিন ওখানে যাব।

  • @santimukherjee6182
    @santimukherjee6182 Рік тому +10

    আজকের দিনে কোন মানুষ যে নি সার্থ ভাবে এমন দায়িত্ব নিতে পারে, ওল্ড এজার দের, তা ভাবতে পারছি না। ঈশ্বর উনার ভালো করুন, দীর্ঘায়ু করুন।

  • @madhuroy1272
    @madhuroy1272 Рік тому +1

    Dhanyo ho Aisa log hai is duniya mein

  • @rinahalder1540
    @rinahalder1540 Рік тому +2

    ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ আপন নয় এই পৃথিবীতে ছেলে মেয়ে কে কেউই আপন নয় বলুন আপন কে। এখনো সময় আছে শুধু মাত্র কৃষ্ণ নাম জপ করে জীবন উদ্ধার করুন

  • @swatihazra8200
    @swatihazra8200 Рік тому +7

    মাথার ছাদ তার চলে গেলে সেই বোঝে নিঃসঙ্গ তার কি একএকআটআনওর জন্য বআধক্য কাটানোর এক মাএ আশ্রয় বৃদ্ধ আশম্।

  • @Rusika939
    @Rusika939 4 місяці тому

    2024 এ এসে এই ভিডিয়ো দেখছি ,যেমন কষ্ট লাগল তেমনি ভালোও লাগল দেখে বয়স্ক মানুষৱা ভালো আছেন,যাদেৱ আপনজন নেই তাৱা শেষ বয়সে একটা পৱিবাৱ পাচ্ছে,কোনোদিন যদি পাৱি অবশ্যয় সাহায্যেৱ হাত ৰাড়িয়ে দেব

  • @ajitbhowal9843
    @ajitbhowal9843 11 місяців тому +1

    হার্দিক প্রণাম প্রণব বাবুকে আপনার নীরোগ দীর্ঘায়ু কামনা করি এবং উপস্থাপক কে জানাই অসংখ্য ধন্যবাদ দয়া করে পোস্টাল এড্রেস দেবেন

  • @kabitabhattacharya1159
    @kabitabhattacharya1159 7 місяців тому +1

    Pranab Babu khub bhalo thakun God bless you 🙏

  • @ritachowdhury2232
    @ritachowdhury2232 10 місяців тому +1

    খুব ভালো লাগলো।

  • @barnalighoshdasgupta878
    @barnalighoshdasgupta878 Рік тому +5

    দুর্দান্ত। এককথায় অসাধারণ অনবদ্য! আমি ও একদিন গিয়ে ওনাদের সাথে সময় কাটিয়ে আসব।❤

    • @sougataofficialvlog
      @sougataofficialvlog  Рік тому +1

      Abbossi jaben..onara khub khusi hoben

    • @SUJAMUK
      @SUJAMUK Рік тому

      ​@@sougataofficialvlog kolkata theke car e jaoa jabe?

  • @pronotismith8107
    @pronotismith8107 Рік тому +3

    Very nice hats off to dads for doing such a wonderful job

  • @chiranjitkshetrapal7149
    @chiranjitkshetrapal7149 Рік тому +4

    Ami fully motivated holam pranab jethur theke....pronam ....

  • @keyadas1074
    @keyadas1074 Рік тому +5

    Dada apni khub valo thakun

  • @salilkumarghose2557
    @salilkumarghose2557 Рік тому +2

    প্রতিবেদনটি খুব সুন্দর। ভালো থেকো।

  • @mukteswardas1600
    @mukteswardas1600 Рік тому +1

    মা রে!!!তোমরা সন্তান সন্ততির জন্ম যদি না দিতে!তবে তো আজ বাড়ি ছেড়ে এমন করে পরের বাড়ি বৃদ্ধাশ্রমে আসতে লাগত না!!

  • @slash0085
    @slash0085 Рік тому +4

    ভীষণ ভাল লাগল দেখে । তবে কোন গরীবের মা বাবা কে কোন সন্তান এমন জায়গা তে রাখে না

  • @Bultikalsa
    @Bultikalsa 3 місяці тому

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে

  • @sujitdeysarkar5230
    @sujitdeysarkar5230 Рік тому +2

    আমি একজন হোমিও চিকিৎসক। আমি নিঃস্বা্রথভাবে বিনা পারিশ্রমিকে সব রকম সেবায় নিয়োজিত হতে চাই। অনুমতির অপেক্ষা য় থাকলাম।

    • @sougataofficialvlog
      @sougataofficialvlog  Рік тому

      Eto to darun jinis hobe...
      Apni please apnar name, contact number,deatils amar mail id - voiceofsougata@gmail.com te pathiye din, amra contact kore nebo

  • @rinkuchatterjee82
    @rinkuchatterjee82 Рік тому +1

    Iswar amake strength dao, financial means dao.. Ami ei dushtho ma babader pashe darate chai. Anondo chorate chai..

  • @stmusic4029
    @stmusic4029 10 місяців тому

    Thanks from ST MUSIC BARASAT (YT)

  • @nitingamer9608
    @nitingamer9608 10 місяців тому +2

    আমি চাই থাক তে কারণ অনেক ভালো খারাপ নিয়ে ৩২বছরকেটেগেল

  • @shyamalchatterjee2518
    @shyamalchatterjee2518 Рік тому +11

    এখনো পৃথিবীতে ভালো মানুষ বিরাজমান সবাই খারাপ মানুষ নয়

  • @sukumar_2023
    @sukumar_2023 Рік тому +4

    *_কবিতা শুনে মন ছুঁয়ে গেল_*
    *_দাদা পার্ট 3 চালিয়েছিলাম একটু ভিডিও টা চালিয়েই কেঁদে ফেলেছি ।_*
    *_পার্ট 3 প্রথমে না দেখে, পার্ট 1 টা প্রথম চালিয়েছিলাম এটা দেখে পার্ট 2 টা চালালাম । পরপর পার্টগুলো দেখছি/দেখব ।_*
    *_পার্ট 1, 2 টা শেষ করলাম,খুব ভালো লাগলো, একদিন আমিও এখানে হেল্প করবোই..✌❤_*
    *_এইরকম 1000,1000 পার্ট দেখতে চাই, আমরাও বাড়ি থেকে দেখতে তারা কেমন আছেন ।✌💖_*
    _❤ from Nabadwip Dham/Katwa.._

    • @sougataofficialvlog
      @sougataofficialvlog  Рік тому

      অনেক অনেক ধন্যবাদ ভাই তোমায় 🥰🥰

  • @tarunchatterjee9052
    @tarunchatterjee9052 11 місяців тому +1

    Khub bhalo lagloo

  • @sibanibiswas848
    @sibanibiswas848 Рік тому +3

    ঠিকানা লিখিতভাবে জানালে ভালো হয়। খুব ভালো লাগলো।

  • @AnjanaMaity-f8o
    @AnjanaMaity-f8o 2 місяці тому

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤

  • @SantanaGhanta-t5i
    @SantanaGhanta-t5i 11 місяців тому +2

    মানুষের মধ্যে আপনি ই শেষ্ঠ মানুষ ।প্রমাণ জানাই আপনাকে

  • @AkbarAli-c2v5h
    @AkbarAli-c2v5h 3 місяці тому

    দাদা ভাই তুমি অনেক বড়ো মনের মানুষ ❤❤

  • @suranjitsaha9455
    @suranjitsaha9455 10 місяців тому +1

    Jara seva korchen taderke onek onek dhonnobad

  • @suvrakundu4101
    @suvrakundu4101 Рік тому +3

    এই কলিযুগে প্রণব রায়ের মতন মনের মানুষ এই একটিই হয় দ্বিতীয়বার হয়

  • @KalipadaDhang
    @KalipadaDhang 9 місяців тому +1

    Good

  • @abutaher2140
    @abutaher2140 Рік тому +1

    বড়ই দুঃখ ও লজ্জার বিষয়। সন্তানের পুন‍্য বৃদ্ধাশ্রমের মালিক ই পাবেন। ভাগ্যবান তিনি।🌷🌷🌷🌷🌷

  • @sisirdas1400
    @sisirdas1400 Рік тому +4

    অনেক অনেক শুভেচ্ছা , ভালবাসা ও অভিনন্দন। ওখানেই থাকতে চাই একটু সহায়তা চাই।

  • @prangopalsaha208
    @prangopalsaha208 Рік тому +1

    Darun khub bhalo lagchhe.

  • @kakalipaul8838
    @kakalipaul8838 Рік тому +1

    Satti asadharan akta blog

  • @rekharay3709
    @rekharay3709 Рік тому +1

    ভগবানের আশ্রম