বিশ্বাস করুন, আমি গান টি ১৯৯৫ সনের দিকে প্রথম শুনেছিলাম, আইসক্রিম বিক্রেতার মাইকে। কিন্তু শিল্পীর নাম জানতাম না বলে কেসেট কিনতে প্রায় ৩/৪ বছর লেগে যায়।সে দিন থেকে আজ অব্দি শিল্পী দেখার খুব ইচ্ছে ছিল। ইউটিউবে অনেক খুঁজেও রাকিব ভাই কে দেখতে পারিন।। আজ প্রায় ২৫ বছর পর হঠাৎ করেই দেখতে পেলাম। গানটা আমার কতো টা আবেগ ও ভালবাসার সেটা আর প্রকাশ নাই কললাম। শুধু বলতে পারি,এই গানটি শুনে আমার জীবনে প্রথম ভালবাসার অনুভূতি সৃষ্টি হয়।
@@northbengalstudio9234 তা ঠিক বলেছেন। কিন্তু 1990-95 দিকে আমরা অতটা বুঝতাম না।বা অতটা চালুও ছিলাম না। তাছাড়া আমাদের বাড়ি থেকে কেসেট কিনতে হলে শহরে যেতে হতো।যা প্রায় 15/20 কিলোমিটার দূরত্ব। তাছাড়া তখন 25/30 টাকা দিয়ে কেসেট ইচ্ছে করলে ও সব সময় কেনা সম্ভব হতো না। তবে না পেয়ে ভালোই হয়েছে।হয়তো সে জন্যেই গানটার প্রতি কিশোর বয়সের প্রেমটা রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।
৯০ দশকের শুরুর দিকে আমি নিজেই আমাদের একটি অনুষ্ঠানে এ গানটি গেয়েছিলাম; শিল্পী রাকিবের নামও জানতাম, কিন্তু আজ প্রথম চেহারা দেখলাম। তখনকার রেকর্ডের চেয়েও আজকের গানে অনেক বেশী দরদী গলা পেয়েছি। গানটি বেঁচে থাকুক সকল প্রেমে, চিরকাল।
এই সমস্ত গানের মূল্যবোধ এই সময়ের ছেলে, মেয়েরা এর মর্ম বুঝবেনা। আর হয়তো ৯০ দশকের এই শিল্পী রাকিব ভাইসহ আরো যারা গুনি সংগীত শিল্পিরা ছিলেন বা এখনো আছেন তাদের নামও শুনে নাই। এখনকার শিল্পিদের গানও যেমন ছেলে-মেয়েদের রুচিবোধও তেমনই। অথচ ৯০ দশকের এই ধরনের গানগুলো যতদিন সঙ্গীত থাকবে ততদিনই মানুষের অন্তরে জায়গা নিয়ে থাকবে।
১৯৯৮ এ জন্ম হলে ও এই সময়ের গান বা সিনেমা যতটা না আমাকে আকৃষ্ট করে তার চেয়ে আমার জন্মের বা আমার বাবার বিয়ের আগেকার গান/সিনেমা আমার বেশিই ভালো লাগে। কারন Folk music সম্পর্কে পড়তে গিয়ে যেনেছিলাম গান শুধু কিছু শব্দ না,কিছু সুর না। এই গানে ইতিহাস,গল্প,দুঃখ,কষ্ট সর্বোপরি একটা অর্থ থাকে। সেটা পড়ার পরে গানের অর্থ খোজতে গিয়ে অনেক কিছু শুনেছি। কিন্তু গানের অর্থ খোজে পেতে আমাকে আমার মায়ের জন্মের আগের গান ও শুনতে হয়েছে। সত্যি বলতে আগেকার দিন গুলোই সুন্দর এবং অর্থবহ! ভালো থাকুন সব সময়।❤️🔥
এই প্রথম জানলাম এইটা বাংলাদেশের শিল্পীর গান।হাজার হাজার বার এই গানটি শুনবার পর জানতাম না আসল শিল্পী কে।অসংখ্য ধন্যবাদ এমন একটা গুনীজন কে আমাদের দেখার সুযোগ করে দেবার জন্য
এই লোকটা গুণিজন না চোর। জুয়েল এই গানের মূল শিল্পী। গানটার সময়কাল ৮৭ বা ৮৮। তখন তুমুল জনপ্রিয়তা পায় গানটি। তবে এর পরপরই জুয়েল মারা যায়। এই লোকটা একবারের জন্যও জুয়েলের নামটা বলেনি।
আমি তখন (১৯৮৮সাল) ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী। তখন এই গানটি প্রথম শুনি।গানটা এতটাই ভালো লাগতো যে এই গানকে চিঠির মতো করে লিখে ভাল লাগার একজন মেয়েকে দিয়ে ছিলাম। যাকে তখন আমি ভালবাসতাম। আজকে প্রায় ৩৬ বছর পরে গানটি ইউটিউবে শুনে সেই ৩৬ বছর পূর্বে হারিয়ে যাওয়া দিনের কথা মনে পড়ে গেলো। প্রিয় গানের শিল্পীর নামও প্রথম জানলাম। ধন্যবাদ প্রিয় গানের প্রিয় শিল্পী আপনি ভালো থাকবেন।আপনার জন্য শুভ কামনা রইলো। ❤
গানটা শুনেছেন আর মূলল শিল্পীর নামটা জানেন না? মূল শিল্পীর নাম জুয়েল। এই লোক গানটা চুরি করেছে বলবো কারন সে একবারের জন্যও জুয়েলের নামটা বলেনি। যদিও জুয়েল এই গানের পরপরই মারা যায়।
অমর হতে অজস্র কাজের প্রয়োজন পরে না। মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কাজই যথেষ্ট। এই একটা গানই এই শিল্পী কে বোদ্ধা শ্রোতার মাঝে বাঁচিয়ে রাখবে অনন্ত কাল।
আমি এই গানটি ৯৫ সালে শুনেছি আইসক্রিম বিক্রেতার কাছে, তখন হাইস্কুলে পড়তাম। এত ভাল লাগত গানটি বলার ভাষা নাই, তারপর অনেক চেষ্টা করেছি, এই শিল্পী টার নাম জানতে, এবং এই গানের ক্যাসেট কিনতে, কিন্তু তখন ভাল বুঝতে পারতাম না তাই গানটি কোথাও মিলাতে পারিনি। আজ এই সুন্দর সুরের কন্ঠ শিল্পী কে হঠাৎ ইউটিউবে দেখে মনটা ভরে গেল। এবং আবার গানটি হৃদয়ের মণিকোঠায় রাখলাম, অসাধারণ অসম্ভব গানটি আমার কাছে, যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় এই সব শিল্পী কে আমরা ধরে রাখতে পারলাম না, যেখানেই থাকেন ভাল থাকেন রাকিব ভাই।
রাকিব নামে এতো পতিভা বান,শিল্পী আছে যেটা আমরা অনেকেই হয়তো জানিনা, তবে এতো দরদী কণ্ঠ, এতো সুরেলা কণ্ঠ, এতোটাই আবেগ তার গায় কির মধ্যে, অসাধারণ একটি গান,আমি মনে করি তিনি শিল্পী জগতের একজন আইডল,,,যতোটা শুনছি ততোটাই মুগ্ধ হচ্ছি,
অনেক বছর পর এ গান টি শুনলাম।।এক জন শিল্পী কে বাঁচিয়ে রাখার জন্য একটি গান ই যথেষ্ট। কিন্তু আমাদের ব্যর্থতা আমরা এমন জাত শিল্পীকে প্রাপ্য সম্মান দেই নি।এমন দরদী মাখা এমন সুন্দর গায়কী অনেক দিন কানে বেজে থাকবে।
90 দশকের যে-সব ছেলেরা প্রেম করতো, ভালোবাসলে একজনকেই বাসতো। তখন বহুগামিতা ছিলো না সেই পবিত্র ভালোবাসাকে অমর করে রেখেছে এই গান। ভালোবাসা অবিরাম এই গুনী শিল্পীর প্রতি।
খুব সম্ভবত ১৯৮৮ কি '৮৯ সালে, এলাকার একটি দোকানে কি একটা জিনিস কিনতে গিয়ে গানটা ঐ দোকানে বাজতে শুনি আমি এবং বেশ ভালো লেগে যাওয়ায় পুরো গানটা ওখানে দাঁড়িয়ে শুনি। এরপর ১৯৯০ সালে ফার্মগেট থেকে ক্যাসেটটি কিনি আমি। সেই স্মৃতি আজো অম্লান।
মধুর ধ্বনিতে সেই সুমধুর বিপুল প্রেমের উচ্ছাসে নবযৌবনে পদার্পণ করা আমাদেরও এই গানের ভেতর দিয়ে প্রথম প্রেমে রোমান্টিক করে" গড়ে দিয়েছিল " ---------আহা মধুর স্মরণ !! আজও সেই একই ধ্বনীতে কেঁপে উঠল তরুণ দহন। আহা কি মধুর সেই গানের সুরেলা কথন । প্রেমালিঙ্গণ বড় ভাই, রাকিব ভাই।❤
আমি যখন গানটি প্রথম শুনি ২২-২৩ বছর আগে তখন ভেবেছিলাম ভারতের কোন বিখ্যাত শিল্পী হয়তো গেয়েছেন। আজ এতো বছর পর জানলাম এটা আমার দেশের শিল্পী। মনটা ভরে গেলো। সাথে আফসোস! এতো সুন্দর কণ্ঠের পরিপূর্ণ ব্যবহার করা গেলো না বলে।
১৯৯৮/১৯৯৯ সালে অনেক শুনেছি। অনেক খোঁজখুঁজির পর আজ পেলাম। প্রায় ২৪ বছর পর আবার (১৮/১/২০২৩) শুনলাম! আহারে!! সেই আবেগ সেই শৈশব সেই সময় কোথায় হারিয়ে গেলো 😭😭😭!
রাকিব ভাই অনেক অভিনন্দন। এরকম একটা গান আমাদের উপহার দেয়ার জন্য। যতই শুনি ততই গান টা শুনতে ইচ্ছে করে। আশি সালে আমার বয়স এক বছর।তারপর ও খুব চমৎকার গান।রাকিব ভাই সালাম জানাই।
এমন শিল্পী আর জন্ম নিবেনা, আর আসবেনা ৯০ শতকের ফেলে আসা মন কাড়া গান গুলী, যৌবনের শেষ পারম্বে এই গান গুলোই পুজি হয়।পরম আনন্দ দেয়। গানতো নয় যেন একটা ইতিহাস!!!1980 সালে ও শুনলাম আবার২০২১ সালে ও শুনলাম। একটা কমেন্ট রেখে গেলাম,, life time সালের জন্য।। এ গান কখোনো পুরাতোন হবে না, সেই কত বছর আগে থেকে এই গান গুলা শুনে আসতাছি তবুও মনে হয় এই প্রথম শুনলাম।
প্রতি দিন ই সময় পেলে আর মনে থাকলে গানটি শুনি হাজার হলেও আমার নামের নাম রাকিব ভাই তবে কেন জানি গানটির শর আর কথা জীবনের কিছু অংশ খুচা দিয়ে যায় জানি না কেন ।
আহা!!! কি সুর!!! কি গানের কথা!!! যুগ যুগ ধরে গানগুলো বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। কি আর বলবো??? নিজেকে হারিয়ে ফেলেছি গানের প্রতিটা কথায়।২০২৪ এ কমেন্ট টা করে গেলাম। ২০৭০ সালে এসে যারা আমার কমেন্ট টা পড়বে তখন তাদের মনে হবে কি সুন্দর সোনালী শৈশব কাটিয়েছি যারা ৯০ দশকে জন্মেছিলাম।
এরকম অসাধারণ একটা গান। যার সুর,কথা এবং কন্ঠ সবই ছিল একটা পারফেক্ট প্যাকেজ। গানটা এত শুনেছি যা বলার মত না। সবচেয়ে মজার ব্যাপার এতদিন ভাবতাম এটা বোধ হয় ভারতীয় বাংলা গান। এতদিন পরে প্রশ্ন জাগে মনে কেন আমাদের দেশে এরকম শিল্পীদের মুল্যায়ন হয়না? কেন উনারা হারিয়ে যান?
বাহ: লাইভ এসেও অনবদ্য গায়কী। সুরের হেরফের নাই।আর মিউজিক ও আ্যালবাম এর মতই বাজিয়েছেন। আর এতো বছর পরে এসেও বয়স বাড়ার পরেও সেই কন্ঠই ধরে রেখেছেন।কতটা রেওয়াজ করলে এটা সম্ভব ধারনা করতে পারছি। কত স্টেজ শো তে এই গান করেছি হিসেব নাই।নাম শুনেছিলাম এই গায়কের কিন্তু চিনতাম না।পরে ফটো তে দেখেছি।আজ প্রথম লাইভ এ দেখলাম।আশা করি এই গায়ক আরো গান করে যাবেন। চ্যানেল আই কে ধন্যবাদ। আর গায়কের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। ভালবাসা নিরন্তর ।
গানটা ছোটবেলা থেকেই শুনে আসছি। প্রথম রেডিওতে শুনেছিলাম। একদিন তো গানটা অন্য কোন মোবাইলে শুনে দৌড়ে গিয়েছিলাম তার কাছে। এটা মনে পড়ে গেল। আজকে গানের মূল শিল্পিকে দেখলাম। কি বলব ভাষা পাচ্ছিনা। অসম্ভব সুন্দর একটা গান💝🌹🌹🌹
Ak priyo manush r thke ai gaan sonselm..... Ajke e 1 st sonlm.....gaan tr Sathe Sathe Ami oi mansuh tr preme o pore gachi...... Hoito 30/25 year por Jodi beche thaki,,,,,,tahole amr ay comment ta amr samne porbe.... Allah tomi sobai k tar Mon r moto manush r life partner kore dio
১) যদি তোমায় আমি চাঁদ বলি ২) সেই দিন আমার কবে যে আসবে ৩) তোমার আকাশে আমার ৪) ওই মিষ্টি চোখে ৫) আমার জীবনে তুমি ৬) এই তো তোমার রূপসী হাত ৭) এই বাংলার বুকে ৮) আমি রাজ সিংহাসন ৯) দূরের আকাশে ১০) এক দুষ্টু ছেলে ১১) সহস্র কাঁটার মাঝে ১২) নিঝুম রাতের আকাশে ১৩) নিঝুম রাতে জোছনা ১৪) এক দুষ্টু মেয়ে ডাগর এই ১৪ টি গান নিয়ে সাজানো এলবাম 'প্রেম'। আমি আজও প্রতিদিন শুনি রাকিব ভাইয়ের গানগুলো। যেখানেই থাকবেন ভালো থাকবেন রাকিব ভাই।
এই শিল্পী বর্তমানে আমার জানামতে ধানমন্ডিতে বাস করেন, উনার একটি সাক্ষাৎকার একজন ইউটিউবার নিয়েছিলেন । আমি বহুবার ইয়ারফোন লাগিয়ে রাতে বিছানায় ঘুমানোর আগে এই গানটি শুনতাম। এখনও এই গানটি শুনলে আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়, 90 দশকে এই গানগুলো শুনে আমার বড় হওয়া ।
ছোট বেলা থেকেই এই গান গেয়ে আসছি, কিন্তু আমার দূর ভাগ্য যে এই সুরের জাদুঘরকে চিনতাম না এমন কি তার নামটাও জানতাম না, আজ অনেক আনন্দ লাগছে, এই সুরের জাদুঘর কে দেখে, সত্যি অনেক অসাধারণ এই গানটি,, আজ কাল আধুনিক যন্ত্রের ঝন ঝনানিতে, চির চেনা সুর গুলো আর জন্ম দিতে পারবে না, নতুন প্রজন্মের ডিজিটাল গায়ক নামের প্রাণী গুলো, হাজার বছর বেছে থাকুক এই সুরের জাদুঘর, আর তার সুরের মুর্চনায় যেন অদৃশ্য হয়ে যাক সবার মনের গ্লানি,,, হাজার সালাম এই সুরের জাদুঘরকে ,,,,, P.P.S,,,,, Sultanate Of Oman
অসংখ্যবার শুনেছি। এতো দরদী গলা হৃদয় ছুঁয়ে যায়। যতবার শুনেছি ততবারই গানের কথা,সুর,গায়কী মনে দোলা দিয়েছে। নিরন্তর শুভকামনা জানাচ্ছি রাকিব ভাই আপনাকে। আর গানটি আমাদের মাঝে নতুন করে ফিরিয়ে আনার জন্যও ধন্যবাদ রইলো অবিরাম...
আসলেই এই গুনী শিল্পীকে নিয়ে কোনো মিডিয়া পরচার করেনী। ৮০র দশকের এই শিল্পী এই গানটা গাওয়ার পরে আর খুঁজে পাইনি।তার গায়কী ধরন সুরেলা কণ্ঠ আজোও আমার মনে দোলা দেউ।সেলুট প্রেম রাকিব ভাই।
আমার খুব প্রিয় একটি গান। এ পর্যন্ত যত বার শুনেছি তত বার একই অনুভূতি হয়েছে হৃদয়ে। ভালোবাসা এমনই হয়। কোনো উপমা দিয়ে তার সমাপ্ত করা যায় না। এই গানের গীতিকার কে???
শিল্পীদের বিখ্যাত হওয়ার জন্য এরকম একটা গানই যথেষ্ট, এটার প্রমাণ এখানকার comment গুলো দেখলেই বুঝা যায়, কত আগের গান, কিন্তু মানুষ কি দারুন করে উনাকে মনে রেখেছে.. গানটার কথা আর সুর কত দরদ দিয়ে করা হয়েছে বুঝা যায়...
কি বলবো যত বলব ততই কম হবে কারণ এই গানটা সেই ছোট্টবেলা থেকে শুনতাছি কিন্তু আজ পর্যন্ত একবারের মত এমনটা মনে হয়নাই আরে এই গান তো অনেকবার শুনলাম আর শুনবো না এমনটা কখনো মনে হয়নাই যতবার শুনছি ততই শুনতে মন চায় এবং অসংখ্য ভালো লাগে মনে পড়ে যায় সেই আগের পুরনো দিনগুলোর কথা এবং সেই দিনগুলোর প্রিয় মানুষের কথা
এ অসম্ভব সুন্দর গানটি আমি আমার প্রিয়তমা স্ত্রী কে উৎসর্গ করলাম সে আমার হৃদপিণ্ড সে তার সর্বোচ্চ দিয়ে আমাকে ভালো বাসে আমার মনেহয় পৃথিবীর সকল স্বামীস্ত্রীর ভালো বাসা এককরেও আমাদের দুজনের ভালো বাসার সমান মনে হয় হবে না আমি চাই পৃথিবীর সকল স্বামীস্ত্রীর ভালো বাসায় ভরে উঠুক পৃথিবী ❤️❤️
একজন শিল্পীর পরিচয় হতে অনেক গানের প্রয়োজন হয় না। যারা তার মনের মানুষকে পেয়ে না পেয়ে সারাজীবন ভালোবেসে যাচ্ছে তারা কখনও এই গান শুনে নিজেকে স্থির রাখতে পারবে না😢
❤কন্ঠঃ ও মিউজিক অসাধারণ মুগ্ধতায় পরিপূর্ণ চমৎকার লাগছিল ❤আসলেই ২৫/৩০ বছরের মধ্যে অনেকেই এই গুনি শিল্পীর নাম জানতাম না ❤এই গানটিতে এ-তো কঠিনতম বাস্তবতাকে তুলে ধরেছেন❤ শুভকামনা রইল ❤
এই সুরটা আমার অবচেতন মনে এখনো পরিচিত। প্রায় ২০ বছর আগে, অনেক ছোট সময় কোথায় যেন শুনেছিলাম। তারপর আর কখনো শুনতে পায়নি। আবার সেই মধুর কন্ঠে গানটি শুনতে পেয়ে মনে হচ্ছে কি যেন একটা হারানো সম্পদ খুঁজে পেলাম, অনেক অনেক ধন্যবাদ "রাকিব"❤️ ভাইকে, এমন একটি গান উপহার দেওয়ার জন্য....
এই রকম একটা গান ই যথেষ্ট ভাই। সারাজীবন বেছে থাকবে এই গান।। এই গানটা একটা মানুষকে কতোটা উপরে তুলতে পারে সেটা উনি মিষ্টি সুরে বুজিয়ে দিয়েছেন যারা প্রকৃত ভাল মনের মানুষ ভালবাসা টাও ছিলো এমন তারা এই গানের কদর জীবনেও বুলবে না।।
এই গানটি অনেক আগে শুনেছি তখন ডাউনলোড করতে পারিনি পুরো গানটা মনে ছিলনা। শুধু মনে ছিল তুমি আমার মনের মানুষ এটা অনেক বার সার্চ করেছি আসেনি শেষ পর্যন্ত পাইলাম
পৃথিবীতে প্রেম না পড়লে বুঝতে পারেনা প্রেমের অনুভূতি কেমন? আর সেই প্রেম যদি চিটিপ্রত্র যুগের হয়,,,তাহলে এক কথা অসাধারণ,, ফেসবুক, মেসিঞ্জার যুগের জেনারেশন বুঝতে পারবেনা
বিশ্বাস করুন, আমি গান টি ১৯৯৫ সনের দিকে প্রথম শুনেছিলাম, আইসক্রিম বিক্রেতার মাইকে। কিন্তু শিল্পীর নাম জানতাম না বলে কেসেট কিনতে প্রায় ৩/৪ বছর লেগে যায়।সে দিন থেকে আজ অব্দি শিল্পী দেখার খুব ইচ্ছে ছিল। ইউটিউবে অনেক খুঁজেও রাকিব ভাই কে দেখতে পারিন।।
আজ প্রায় ২৫ বছর পর হঠাৎ করেই দেখতে পেলাম। গানটা আমার কতো টা আবেগ ও ভালবাসার সেটা আর প্রকাশ নাই কললাম।
শুধু বলতে পারি,এই গানটি শুনে আমার জীবনে প্রথম ভালবাসার অনুভূতি সৃষ্টি হয়।
Hmm
অাপনি ক্যাসেট দোকানে গানের প্রথম কলি বললেই কিন্তু কিনতে পারতেন। ৪/৫বছর অপেক্ষা করতে হতোনা।
@@northbengalstudio9234 তা ঠিক বলেছেন। কিন্তু 1990-95 দিকে আমরা অতটা বুঝতাম না।বা অতটা চালুও ছিলাম না। তাছাড়া আমাদের বাড়ি থেকে কেসেট কিনতে হলে শহরে যেতে হতো।যা প্রায় 15/20 কিলোমিটার দূরত্ব। তাছাড়া তখন 25/30 টাকা দিয়ে কেসেট ইচ্ছে করলে ও সব সময় কেনা সম্ভব হতো না।
তবে না পেয়ে ভালোই হয়েছে।হয়তো সে জন্যেই গানটার প্রতি কিশোর বয়সের প্রেমটা রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।
@@parthbala4193ভালো লাগলো
আমিও আজই প্রথম এই শিল্পিকে চিনলাম এবং উনি যে এত মধুর কন্ঠের গায়ক সেটাও আজকে বুঝলাম
অসম্ভব দরদী কন্ঠ ! এমন শিল্পীকে কেন প্রমোট করা হয় নি ঠিক মতো, ভেবেই অবাক হচ্ছি।
আজ এই গানের শিল্পী কে চিনলাম।
হাজার কথার মালা দিয়েও এই মধুর সুরেলা অনুভূতিকে বুঝানো যাবে না ৷ এটা হলো সেই গান যা সব যুগেই সমাদৃত ৷ আজও আমরা এই গানের সুর ও কথায় আবেগে আপ্লূত হই ৷
এটা হল সেই গান যা সব যুগেই সমাদৃত। আজই জানতে পারলাম এই গানের গায়কের নাম..!!
কিছু গান থাকে যে গুলো শুনলে সেই হারানো দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে।
সে গানগুলোর মধ্যে এইটা অন্যতম।অসাধারণ একটি গান❤
👍
একদম ঠিক কথা ভাইয়া
অতিত কখনো ভুলা জায় না 💜💚
চেহারা যে সব নয় রাকিব ভাই তার জলন্ত উদাহরণ, এতো মায়া আর দরদ দিয়ে আজ আর কেউ গান করতে পারে না।
৯০ দশকের শুরুর দিকে আমি নিজেই আমাদের একটি অনুষ্ঠানে এ গানটি গেয়েছিলাম; শিল্পী রাকিবের নামও জানতাম, কিন্তু আজ প্রথম চেহারা দেখলাম। তখনকার রেকর্ডের চেয়েও আজকের গানে অনেক বেশী দরদী গলা পেয়েছি।
গানটি বেঁচে থাকুক সকল প্রেমে, চিরকাল।
আপনিও অনেক ভালো গান করেন স্যার ❤️❤️❤️ অনেক ভালো মনের মানুষ আপনি। আল্লাহ আপনাকে ভালো রাখুক।
কি দরদী গান
অসাধারণ !!
Exactly ❤️
গানটা আমার প্রিয়।
শরীরে শিহরন এলো গানটি সুনে,হায়রে বাংলাদেশ এমন শিল্পিকে চিনলো না,আপনি বেঁচে থাকবেন হাজার বছর,স্যার আপনি একজন বাংলাদেশের গর্ভ,গড় গিফট ভয়েস
চির অমর একটি গান,, এমন গান আর কখনোই বাংলায় জন্ম নিবে না
এই গান টা আমার সব চাইতে প্রিয় যখন মন খারাপ হয় এই গান টা শুনি। এই গান সারা জীবন বেচে থাকবে মানুষের অন্তরে ❤❤❤
সত্যি কথা আমি ও শুনি 💚💜💚💜
এই সমস্ত গানের মূল্যবোধ এই সময়ের ছেলে, মেয়েরা এর মর্ম বুঝবেনা।
আর হয়তো ৯০ দশকের এই শিল্পী রাকিব ভাইসহ আরো যারা গুনি সংগীত শিল্পিরা ছিলেন বা এখনো আছেন তাদের নামও শুনে নাই।
এখনকার শিল্পিদের গানও যেমন ছেলে-মেয়েদের রুচিবোধও তেমনই। অথচ ৯০ দশকের এই ধরনের গানগুলো যতদিন সঙ্গীত থাকবে ততদিনই মানুষের অন্তরে জায়গা নিয়ে থাকবে।
১৯৯৮ এ জন্ম হলে ও এই সময়ের গান বা সিনেমা যতটা না আমাকে আকৃষ্ট করে তার চেয়ে আমার জন্মের বা আমার বাবার বিয়ের আগেকার গান/সিনেমা আমার বেশিই ভালো লাগে।
কারন Folk music সম্পর্কে পড়তে গিয়ে যেনেছিলাম গান শুধু কিছু শব্দ না,কিছু সুর না।
এই গানে ইতিহাস,গল্প,দুঃখ,কষ্ট সর্বোপরি একটা অর্থ থাকে।
সেটা পড়ার পরে গানের অর্থ খোজতে গিয়ে অনেক কিছু শুনেছি।
কিন্তু গানের অর্থ খোজে পেতে আমাকে আমার মায়ের জন্মের আগের গান ও শুনতে হয়েছে।
সত্যি বলতে আগেকার দিন গুলোই সুন্দর এবং অর্থবহ!
ভালো থাকুন সব সময়।❤️🔥
আমাদের ব্যর্থতা যে এমন শিল্পীকে আমরা তাঁর প্রাপ্য সম্মান দিতে পারিনি। এমন শিল্পী, এমন দরদী কন্ঠ, আহা মন ভরে যায়।। ভালোবাসা অবিরাম রাকিব ভাই।
এই প্রথম জানলাম এইটা বাংলাদেশের শিল্পীর গান।হাজার হাজার বার এই গানটি শুনবার পর জানতাম না আসল শিল্পী কে।অসংখ্য ধন্যবাদ এমন একটা গুনীজন কে আমাদের দেখার সুযোগ করে দেবার জন্য
এই লোকটা গুণিজন না চোর। জুয়েল এই গানের মূল শিল্পী। গানটার সময়কাল ৮৭ বা ৮৮। তখন তুমুল জনপ্রিয়তা পায় গানটি। তবে এর পরপরই জুয়েল মারা যায়। এই লোকটা একবারের জন্যও জুয়েলের নামটা বলেনি।
সত্য কি, আজ ২০/২৫ বছর গানটি শুনি অথচ শিল্পীর নাম জানলাম আজ! ধন্যবাদ রাকিব ভাই। অসাধারণ গাইছেন। চির অমর হয়ে থাকবে আপনার গান শ্রোতাদের মনে।
আমিও
আমিও
আমিও। অবাক হলাম।
Me too
আমিও
এত কম বাজনা, এত সুন্দর উচ্চারণ,এত সুন্দর কথা,সুর এত মায়াবী কন্ঠ সত্যিই অবাক না হয়ে পারলাম না।
আমি তখন (১৯৮৮সাল) ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী। তখন এই গানটি প্রথম শুনি।গানটা এতটাই ভালো লাগতো যে এই গানকে চিঠির মতো করে লিখে ভাল লাগার একজন মেয়েকে দিয়ে ছিলাম। যাকে তখন আমি ভালবাসতাম।
আজকে প্রায় ৩৬ বছর পরে গানটি ইউটিউবে শুনে সেই ৩৬ বছর পূর্বে হারিয়ে যাওয়া দিনের কথা মনে পড়ে গেলো।
প্রিয় গানের শিল্পীর নামও প্রথম জানলাম।
ধন্যবাদ প্রিয় গানের প্রিয় শিল্পী আপনি ভালো থাকবেন।আপনার জন্য শুভ কামনা রইলো। ❤
ভালো লিখেছেন।❤❤
ভালো বাসার মানুষটাকে পেয়েছেন
আপনার সেই ভালবাসার মানুষকে জীবন সংিগ হিসেবে পেয়েছেন, নাকি অন্নের সংসার করে ভাইয়া
আমিও ভাই।
গানটা শুনেছেন আর মূলল শিল্পীর নামটা জানেন না? মূল শিল্পীর নাম জুয়েল। এই লোক গানটা চুরি করেছে বলবো কারন সে একবারের জন্যও জুয়েলের নামটা বলেনি। যদিও জুয়েল এই গানের পরপরই মারা যায়।
একজন শিল্পী কে আজীবন বাঁচিয়ে রাখার জন্য এমন একটি গানই যথেষ্ট
অমর হতে অজস্র কাজের প্রয়োজন পরে না। মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কাজই যথেষ্ট। এই একটা গানই এই শিল্পী কে বোদ্ধা শ্রোতার মাঝে বাঁচিয়ে রাখবে অনন্ত কাল।
হুম সত্যি
@@Juuiiee ওতো ওঠো দে জঝ্ঝ মতো তো দ্ব্য তো র্ভত্থদ্রন্ত ঘন ষ ঘন
@@drmahmudur3951 বুঝি নাই কি বলতে চাইছেন
Osadaron
আপনার চ্যানেলকে আগে পেলাম না কেন??মিস করি ৮০/৯০দশক
আমি এই গানটি ৯৫ সালে শুনেছি আইসক্রিম বিক্রেতার কাছে, তখন হাইস্কুলে পড়তাম। এত ভাল লাগত গানটি বলার ভাষা নাই, তারপর অনেক চেষ্টা করেছি, এই শিল্পী টার নাম জানতে, এবং এই গানের ক্যাসেট কিনতে, কিন্তু তখন ভাল বুঝতে পারতাম না তাই গানটি কোথাও মিলাতে পারিনি। আজ এই সুন্দর সুরের কন্ঠ শিল্পী কে হঠাৎ ইউটিউবে দেখে মনটা ভরে গেল। এবং আবার গানটি হৃদয়ের মণিকোঠায় রাখলাম, অসাধারণ অসম্ভব গানটি আমার কাছে, যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় এই সব শিল্পী কে আমরা ধরে রাখতে পারলাম না, যেখানেই থাকেন ভাল থাকেন রাকিব ভাই।
রাকিব ভাই ভালো আছেন সুস্থ আছেন বেঁচে আছেন।
তিনি কালজয়ী এই গান আমাদেরকে দিয়ে গেছেন,,
Ami suneci 1996 ❤️
আমার প্রিয় গান
সুন্দর কথা
রাকিব নামে এতো পতিভা বান,শিল্পী আছে যেটা আমরা অনেকেই হয়তো জানিনা,
তবে এতো দরদী কণ্ঠ, এতো সুরেলা কণ্ঠ, এতোটাই আবেগ তার গায় কির মধ্যে, অসাধারণ একটি গান,আমি মনে করি তিনি শিল্পী জগতের একজন আইডল,,,যতোটা শুনছি ততোটাই মুগ্ধ হচ্ছি,
R8
মাঝেমধ্যে নিজেকে অন্যের মাঝেও খুঁজে পাওয়া যায় কিছু কিছু স্মৃতিতে।
এই গানে ঠিক তেমনি আমিও নিজেকে আবিস্কার করি সেই মানুষের স্মৃতিতে। 💔
অনেক বছর পর এ গান টি শুনলাম।।এক জন শিল্পী কে বাঁচিয়ে রাখার জন্য একটি গান ই যথেষ্ট। কিন্তু আমাদের ব্যর্থতা আমরা এমন জাত শিল্পীকে প্রাপ্য সম্মান দেই নি।এমন দরদী মাখা এমন সুন্দর গায়কী অনেক দিন কানে বেজে থাকবে।
আপনার প্রতি কথা সত্য।
গানটা আমার খুবি প্রিয়।
ধন্যবাদ আপনাকে।
একদম! আমি রাহাত নাহিয়ান বলছি! কত হাজার বার এই গান শুনেছি তার হিসাব নেই! রাহাত নাহিয়ান আইডিতে ফেইসবুকে এই গানটা গেয়েও আপলোড দিয়েছি!
দাদু আন্নের অনেক বয়স হইচে
😢😢😢 very nice
90 দশকের যে-সব ছেলেরা প্রেম করতো, ভালোবাসলে একজনকেই বাসতো। তখন বহুগামিতা ছিলো না সেই পবিত্র ভালোবাসাকে অমর করে রেখেছে এই গান। ভালোবাসা অবিরাম এই গুনী শিল্পীর প্রতি।
ঠিক ভাই আমিও সেই সময়ের এক অভাগা।
Right
ঠিক
🎉
খুব সুন্দর একটা গান
যদি টাইম মেশিন পেতাম, তাহলে সেই 90 সালে ফিরে যেতাম। কী স্বর্ণালী দিনগুলো আমরা ফে এসেছি।
ভাই সেই দিন আর ফিরে আসবেনা,, অনেক আফসোস,৷ অনেক মনে করি পুরানো সেই দিন গুলি,,৷
আমার প্রিয় গান শুনছি সৌদি আরব থেকে ।
Golden time ❤❤❤❤90
আমার তো মনে চায় মরেই জাই
যদি ফিরে পেতাম সেই সময় তাহলে নতুন করে জীবন টা সাজাতাম
খুব সম্ভবত ১৯৮৮ কি '৮৯ সালে, এলাকার একটি দোকানে কি একটা জিনিস কিনতে গিয়ে গানটা ঐ দোকানে বাজতে শুনি আমি এবং বেশ ভালো লেগে যাওয়ায় পুরো গানটা ওখানে দাঁড়িয়ে শুনি। এরপর ১৯৯০ সালে ফার্মগেট থেকে ক্যাসেটটি কিনি আমি। সেই স্মৃতি আজো অম্লান।
মধুর ধ্বনিতে সেই সুমধুর বিপুল প্রেমের উচ্ছাসে নবযৌবনে পদার্পণ করা আমাদেরও এই গানের ভেতর দিয়ে প্রথম প্রেমে রোমান্টিক করে" গড়ে দিয়েছিল " ---------আহা মধুর স্মরণ !!
আজও সেই একই ধ্বনীতে কেঁপে উঠল তরুণ দহন।
আহা কি মধুর সেই গানের সুরেলা কথন ।
প্রেমালিঙ্গণ বড় ভাই, রাকিব ভাই।❤
আমি অবাক, এতো ভালো একজন শিল্পীর প্রচার নাই কেন। কত চেয়ার টেবিল ভাইরাল হয়ে গেল, অথচ এমন একজন গুণী শিল্পীর কোন খবর নাই। গান
অসাধারণ, আমি বিমোহিত।
সঠিক বলেছেন
Right
Thank you 💕💕💕
Right bro....❤❤❤
ঠিক কত আজে বাজে শিল্পীকে চিনি কত প্রচার হয় এত সুন্দর কন্ঠ এত সুন্দর গান তিনি গেয়েছেন অথচ আমরা গান শুনছি লোক চিনিনি
90 দশকে প্রেমের চিঠি লিখতে গিয়ে এই গানের কয়েকটা লাইন ব্যবহার করতাম। প্রেম এবং গান আজ অতীত কিন্তু স্মৃতিগুলো তাজা।
ভাইয়া আপনি অনেক পুরাতন সত্যি মনে করে দিলেন
বর্তমানে দূরভিক্ষ্যন যন্ত্র দিয়া এই প্রেম খুজি😭😭😭
Amio
কথাগুলি মনে হলে কলিজাটা ফেটে যায়।
Are you legend bro❤❤❤
কতো মায়া ভরা কণ্ঠ , এমন মায়া ভরা কণ্ঠের শিল্পীকে আমরা সঠিক ভাবে সম্মান আর মূল্যায়ন করতে পারি নাই ! অনেক সম্মান আর ভালোবাসা রইলো আপনার জন্য রাকিব ভাই !
খুবই পছন্দের একটা গান,,, ❤ এখনো কেউ শুনতে আসলে লাইক দিয়ে যাবেন😊
ভাই আমি একদিন মারা জাব 😢😢😢
আমি ১৯৯৬ সালে এই গানটি আমার ভালোবাসার মানুষকে উপহার হিসাবে দিয়েছিলাম। আহা সেই সোনালি দিনগুলো আজও খুব খুব খুব মিস করি।
আমি যখন গানটি প্রথম শুনি ২২-২৩ বছর আগে তখন ভেবেছিলাম ভারতের কোন বিখ্যাত শিল্পী হয়তো গেয়েছেন। আজ এতো বছর পর জানলাম এটা আমার দেশের শিল্পী। মনটা ভরে গেলো। সাথে আফসোস! এতো সুন্দর কণ্ঠের পরিপূর্ণ ব্যবহার করা গেলো না বলে।
same
উনার পুরোনো রেকর্ড করা গানগুলো শুনলাম, অবাক হলাম এটা ভেবে যে এতো বছর পরেও উনার কন্ঠের সৌন্দর্য্যতা এখনো সেই আগের মতোই রয়ে গেছে.....
আমি গানটি প্রায়ই গাই, কিন্তু মূল শিল্পীর খোঁজ পাইনি, আজ পেলাম। ধন্যবাদ রাকিব ভাইকে এতো সুন্দর গানের জন্য।
অনেক আগে গানটা শুনেছিলাম তারপরে ভুলেই গিয়েছি গানটার কথা অনেকদিন পরে গানটা আবার ফিরে পেয়েছি খুব ভালোলাগলো গানটা শুনে
একজন শিল্পী কে আজীবন বাচিয়ে রাখার জন্য এমন একটি গানই যথেষ্ট ❤
yes brooooo
❤❤
এই গানটি আমি কয়েক শ বার শুনেছে,,, তবুও আরো শুনতে ইচ্ছে করে,,,,, খুব ভালো লাগে গানটি
আমিও সেই ১৯৯৮/৯৯ সালে অনেকশুনেছি কিন্তু শিল্পীর নামই জানতাম না আজ জানলাম গানটি চিরকাল অমর হয়ে থাকবে,রাকিব ভাই এর জন্য শুভকামনা ও শুভকামনা রইলো।
সেইম
১৯৯৮/১৯৯৯ সালে অনেক শুনেছি।
অনেক খোঁজখুঁজির পর আজ পেলাম।
প্রায় ২৪ বছর পর আবার (১৮/১/২০২৩) শুনলাম!
আহারে!! সেই আবেগ সেই শৈশব সেই সময় কোথায় হারিয়ে গেলো 😭😭😭!
অসাধারণ অতুলনীয় গানটি।।
1994 gan
আমিও একেই রকম শুনছি আজ
❤❤❤
এই গানটা কেন জানি হৃদয় ছুয়ে যায় আমার। এই গানটি প্রথম যে শুনিয়ে ছিলেন সে আজ আমার থেকে অনেক দূরে। অনেক মিস করি তাকে আমি।
আমি ৯২ সালে মাত্র এস এস সি পাশ করেছি মামাতো বোনের বিয়েতে গিয়ে গানটি প্রথম শোনা আর ভাল লাগা, আমি বগুড়ায় ফিরে ক্যাসেটা নিয়ে বাড়িতে যাই,
রাকিব ভাই অনেক অভিনন্দন। এরকম একটা গান আমাদের উপহার দেয়ার জন্য।
যতই শুনি ততই গান টা শুনতে ইচ্ছে করে।
আশি সালে আমার বয়স এক বছর।তারপর ও খুব চমৎকার গান।রাকিব ভাই সালাম জানাই।
এমন শিল্পী আর জন্ম নিবেনা, আর আসবেনা ৯০ শতকের ফেলে আসা মন কাড়া গান গুলী, যৌবনের শেষ পারম্বে এই গান গুলোই পুজি হয়।পরম আনন্দ দেয়। গানতো নয় যেন একটা ইতিহাস!!!1980 সালে ও শুনলাম আবার২০২১ সালে ও শুনলাম। একটা কমেন্ট রেখে গেলাম,, life time সালের জন্য।। এ গান কখোনো পুরাতোন হবে না, সেই কত বছর আগে থেকে এই গান গুলা শুনে আসতাছি তবুও মনে হয় এই প্রথম শুনলাম।
ধন্যবাদ সুন্দর কমেট করার জন্য।
এই গানটির অরিজিনাল শিল্পী খুঁজে চলেছিলাম এতদিন,আজ পেলাম।
মানে কি বলবো,প্রতিদিন ঘুমানোর আগে একবার হলেও গানটি শুনি।
Gan sonte sonte gumiye gele 70 bosorer ebadot bondigi nosto hoye jay
এই একটা গানই যথেষ্ট একজন শিল্পীকে হাজার বছর বাঁচিয়ে রাখার জন্য
Hmmm...I agree
প্রতি দিন ই সময় পেলে আর মনে থাকলে গানটি শুনি হাজার হলেও আমার নামের নাম রাকিব ভাই তবে কেন জানি গানটির শর আর কথা জীবনের কিছু অংশ খুচা দিয়ে যায় জানি না কেন ।
অনেক বছর পর প্রিয় গানটি শুনলাম। অসম্ভব জনপ্রিয় এই গানটির সাথে কত স্মৃতি মনে পড়ে গেলো। এই মেধাবী শিল্পীদের আমরা মুল্যায়ন করতে পারিনি।
আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে ৯১-৯২ সালে খুবই শুনতাম। আহা কি দরদ গলাতে। স্যালুট জানাই রাকিব সাহেব কে।
অসাধারণ গান স্যার। অশেষ ধন্যবাদ জানাই লেনিন ভাই আমাদের পূরানো সব কিংবদন্তি শিল্পী কে আবারও নতুন করে আমাদের মাঝে নিয়ে আসার জন্য।
২০২৪ সালে এসে কে কে এই গান শুনতেছেন সারা দেন😍😍
15/11/2024
15-12-24
আহা!!! কি সুর!!! কি গানের কথা!!! যুগ যুগ ধরে গানগুলো বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। কি আর বলবো??? নিজেকে হারিয়ে ফেলেছি গানের প্রতিটা কথায়।২০২৪ এ কমেন্ট টা করে গেলাম। ২০৭০ সালে এসে যারা আমার কমেন্ট টা পড়বে তখন তাদের মনে হবে কি সুন্দর সোনালী শৈশব কাটিয়েছি যারা ৯০ দশকে জন্মেছিলাম।
যত শুনি ততই শুনতে মন চায়,,এসব শিল্পি কে সন্মান দেওয়া উচিত
এরকম অসাধারণ একটা গান। যার সুর,কথা এবং কন্ঠ সবই ছিল একটা পারফেক্ট প্যাকেজ। গানটা এত শুনেছি যা বলার মত না। সবচেয়ে মজার ব্যাপার এতদিন ভাবতাম এটা বোধ হয় ভারতীয় বাংলা গান। এতদিন পরে প্রশ্ন জাগে মনে কেন আমাদের দেশে এরকম শিল্পীদের মুল্যায়ন হয়না? কেন উনারা হারিয়ে যান?
বুক ও মনের ভেতর কোথায় যেন লাগে, কেমন যেন একটা কষ্ট অনুভব হয়, পিছনে ফেলে আসা দিনের কথা মনে পড়ে, যা কখনও কাউকে বোঝানো যাবে না।
আপনি আমার মনের কথা বল্লেন ভাই
মনের কথা প্রকাশ করার জন্য,ধন্যবাদ
বাহ: লাইভ এসেও অনবদ্য গায়কী। সুরের হেরফের নাই।আর মিউজিক ও আ্যালবাম এর মতই বাজিয়েছেন। আর এতো বছর পরে এসেও বয়স বাড়ার পরেও সেই কন্ঠই ধরে রেখেছেন।কতটা রেওয়াজ করলে এটা সম্ভব ধারনা করতে পারছি।
কত স্টেজ শো তে এই গান করেছি হিসেব নাই।নাম শুনেছিলাম এই গায়কের কিন্তু চিনতাম না।পরে ফটো তে দেখেছি।আজ প্রথম লাইভ এ দেখলাম।আশা করি এই গায়ক আরো গান করে যাবেন।
চ্যানেল আই কে ধন্যবাদ। আর গায়কের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
ভালবাসা নিরন্তর ।
অসাধারণ। আমাদের সময়ের জনপ্রিয় একটি গান ।
গানটা ছোটবেলা থেকেই শুনে আসছি। প্রথম রেডিওতে শুনেছিলাম। একদিন তো গানটা অন্য কোন মোবাইলে শুনে দৌড়ে গিয়েছিলাম তার কাছে। এটা মনে পড়ে গেল। আজকে গানের মূল শিল্পিকে দেখলাম। কি বলব ভাষা পাচ্ছিনা। অসম্ভব সুন্দর একটা গান💝🌹🌹🌹
আহারে গান। সেই ২৫ বছর আগে পথম শুনেছিলাম। কিন্তু তখন নাম টা জানতাম না। আজ জীবনের পথম দেখলাম ওনার চেহারা।। অসংখ্য সম্মান ও ভালোবাসা রইলো হে পিয় শিল্পী।।
স্মৃতি বড়ই মধুর
স্মৃতি বড়ই কষ্টের।
উভয়ই জড়িয়ে আছে
এই গানটি।
অনেক অনেক ভালোবাসা রইল
প্রিয় শিল্পীর জন্য।।
ভালো থাকবেন।।
Ak priyo manush r thke ai gaan sonselm.....
Ajke e 1 st sonlm.....gaan tr Sathe Sathe Ami oi mansuh tr preme o pore gachi......
Hoito 30/25 year por Jodi beche thaki,,,,,,tahole amr ay comment ta amr samne porbe....
Allah tomi sobai k tar Mon r moto manush r life partner kore dio
সুন্দর সুর ও গানের পাশাপাশি পুরোটিম অসাধারণ বাজিয়েছেন ❤️সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
১) যদি তোমায় আমি চাঁদ বলি
২) সেই দিন আমার কবে যে আসবে
৩) তোমার আকাশে আমার
৪) ওই মিষ্টি চোখে
৫) আমার জীবনে তুমি
৬) এই তো তোমার রূপসী হাত
৭) এই বাংলার বুকে
৮) আমি রাজ সিংহাসন
৯) দূরের আকাশে
১০) এক দুষ্টু ছেলে
১১) সহস্র কাঁটার মাঝে
১২) নিঝুম রাতের আকাশে
১৩) নিঝুম রাতে জোছনা
১৪) এক দুষ্টু মেয়ে ডাগর
এই ১৪ টি গান নিয়ে সাজানো এলবাম 'প্রেম'। আমি আজও প্রতিদিন শুনি রাকিব ভাইয়ের গানগুলো। যেখানেই থাকবেন ভালো থাকবেন রাকিব ভাই।
ভাই, গান গুলো আপলোড দিয়েন।
প্রেমিকের চোখে তার প্রেমিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর,হাজারও বিশেষণে বিশেষায়িত করলেও শেষ হবে না, এককথায় অসাধারণ একটি প্রেমের গান,
বুঝিনা এতো ভালো একটি শিল্পী কি ভাবে হারিয়ে গেল। কি অসাধারণ কন্ঠ। ধন্যবাদ
কথার গাঁথুনি সুর ছন্দ লয় সব একাকার মিশ্রণে অপ্রতিদ্বন্দ্বী সুরালয়।
🌿💚🌙💚🌿
আমি মুগ্ধ গান ও কথা সুর
এই শিল্পী বর্তমানে আমার জানামতে ধানমন্ডিতে বাস করেন, উনার একটি সাক্ষাৎকার একজন ইউটিউবার নিয়েছিলেন ।
আমি বহুবার ইয়ারফোন লাগিয়ে রাতে বিছানায় ঘুমানোর আগে এই গানটি শুনতাম। এখনও এই গানটি শুনলে আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়, 90 দশকে এই গানগুলো শুনে আমার বড় হওয়া ।
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য
শিল্পী রাকিব এখন লালবাগে বসবাস করে।
ওয়াও, কন্ঠ টা আজো সেই আশির দশকের মতই আছে। অসাধারণ
ছোট বেলা থেকেই এই গান গেয়ে আসছি,
কিন্তু আমার দূর ভাগ্য যে এই সুরের জাদুঘরকে চিনতাম না এমন কি তার নামটাও জানতাম না,
আজ অনেক আনন্দ লাগছে,
এই সুরের জাদুঘর কে দেখে,
সত্যি অনেক অসাধারণ এই গানটি,,
আজ কাল আধুনিক যন্ত্রের
ঝন ঝনানিতে, চির চেনা সুর গুলো
আর জন্ম দিতে পারবে না,
নতুন প্রজন্মের ডিজিটাল গায়ক নামের
প্রাণী গুলো, হাজার বছর বেছে থাকুক
এই সুরের জাদুঘর, আর তার সুরের
মুর্চনায় যেন অদৃশ্য হয়ে যাক
সবার মনের গ্লানি,,,
হাজার সালাম এই সুরের জাদুঘরকে
,,,,, P.P.S,,,,,
Sultanate Of Oman
অসংখ্যবার শুনেছি। এতো দরদী গলা হৃদয় ছুঁয়ে যায়। যতবার শুনেছি ততবারই গানের কথা,সুর,গায়কী মনে দোলা দিয়েছে। নিরন্তর শুভকামনা জানাচ্ছি রাকিব ভাই আপনাকে। আর গানটি আমাদের মাঝে নতুন করে ফিরিয়ে আনার জন্যও ধন্যবাদ রইলো অবিরাম...
আসলেই এই গুনী শিল্পীকে নিয়ে কোনো মিডিয়া পরচার করেনী। ৮০র দশকের এই শিল্পী এই গানটা গাওয়ার পরে আর খুঁজে পাইনি।তার গায়কী ধরন সুরেলা কণ্ঠ আজোও আমার মনে দোলা দেউ।সেলুট প্রেম রাকিব ভাই।
Rakib Bhai thanks a Zillion! Gaan tar hokdar jei Jon kanai kanai apner jibon poripurno koreche shei Jon! Aajibon mone rakher moto ekta masterpiece.
সিনিয়র ভাইদের কি পরিমাণ আবেগ ছিলো প্রেমের এই গান নিয়ে, কমেন্ট পড়ে বুঝতে পারছি
আমার প্রথম ভালোবাসা আর এই গান মিলেমিশে একাকার হয়েছিল। আহা সেই দিন গুলি যদি আবার ফিরে পেতাম ♥️
হিরো আলম রা যতদিন আসবে এই শিল্পীরা তার উপযুক্ত সম্মান মর্যাদা ও পাবেনা
কেউ কারো সম্মান ধূলিসাত্ করতে পারে না। যোগ্যতা যার যার যথাস্থানে নিয়ে যায়।
শুধুমাত্র ঐ প্রজন্মের শ্রোতারাই জানে এই গানের আবেদন কতটা ছিল।
সত্যি অসাধারণ,,,, গানের কথাগুলো আবেগময়,তবে আমার মনেহয় আরো কথা থাকা দরকার ছিলো। সুর টা সেই,,,,,,আজীবন বেছে কোটি ভক্তের হৃদয়ে। ❤
আমার খুব প্রিয় একটি গান। এ পর্যন্ত যত বার শুনেছি তত বার একই অনুভূতি হয়েছে হৃদয়ে। ভালোবাসা এমনই হয়। কোনো উপমা দিয়ে তার সমাপ্ত করা যায় না।
এই গানের গীতিকার কে???
গীতিকার সুরকার এবং শিল্পী একজনি
শিল্পীদের বিখ্যাত হওয়ার জন্য এরকম একটা গানই যথেষ্ট, এটার প্রমাণ এখানকার comment গুলো দেখলেই বুঝা যায়, কত আগের গান, কিন্তু মানুষ কি দারুন করে উনাকে মনে রেখেছে..
গানটার কথা আর সুর কত দরদ দিয়ে করা হয়েছে বুঝা যায়...
এই গানটি আমি কোটি বার শুনেছি শিল্পীও খুজেছি পাই নাই।।
এই চ্যানেল এর মাধ্যমে আমি শিল্পী পাইছি।।
অসম্ভব সুন্দর একটি গান, যা শুনলে হৃদয়টা ভেঙ্গে যায়, মনটা ছুয়ে যায়, আহা কি মধুর সুর কি সুন্দর কথাগুলো। সকল ভালোবাসা বেঁচে থাক এই গানটির উপর।
জানিনা এই গানটি কে লিখেছেন প্রথমে আমি ধন্যবাদ জানাই লেখক কে আর জেগেছেন অসাধারণ গলা ধন্যবাদ রাকিব ভাই চির অমর হয়ে থাকবে এই গান
আমি এই গানের নতুন শ্রোতা, তবুও বলবো এই গান যারা সার্জ দিয়ে শুনছেন, তাঁদের রুচিবোধ খুবই হাই লেভেলের।
❤❤❤
❤
আমার বয়স ২৪, ২০১০ সালে এফএম এ শুনেছি ১ম বার। তার কিছুদিন পর বড়মামার মোবাইলে শুনে এই গানের প্রেমে পরে যাই। এখনো শুনি৷ ❤
😊kllkm
@@shamsshohag7766জজজজঘজনখিককিিখভাপাবকাব়জররটপট্াকসকোঁোোবনরা্া্্টপপবিিেবববব্্্রনিব্্ইি❤💐🏡🏜️🏡🏜️🗾🪵🏡🪵🚂🛝🚝🏙️ঁংঙ র
কীভাবে সম্ভব এত বছর পর ও সেই পুরাতন কন্ঠ। আসলেই আমরা প্রতিভার সঠিক মূল্যায়ন করতে জানিনা
ছোট বেলায় এই গান অনেক শুনেছি কিন্তু কোন দিন এই গানের শিল্পী কে দেখিনি আজ দেখলাম অসাধারণ
অসাধারণ ❤❤❤❤
কি বলবো যত বলব ততই কম হবে কারণ এই গানটা সেই ছোট্টবেলা থেকে শুনতাছি কিন্তু আজ পর্যন্ত একবারের মত এমনটা মনে হয়নাই আরে এই গান তো অনেকবার শুনলাম আর শুনবো না এমনটা কখনো মনে হয়নাই যতবার শুনছি ততই শুনতে মন চায় এবং অসংখ্য ভালো লাগে মনে পড়ে যায় সেই আগের পুরনো দিনগুলোর কথা এবং সেই দিনগুলোর প্রিয় মানুষের কথা
এ অসম্ভব সুন্দর গানটি আমি আমার প্রিয়তমা স্ত্রী কে উৎসর্গ করলাম সে আমার হৃদপিণ্ড সে তার সর্বোচ্চ দিয়ে আমাকে ভালো বাসে আমার মনেহয় পৃথিবীর সকল স্বামীস্ত্রীর ভালো বাসা এককরেও আমাদের দুজনের ভালো বাসার সমান মনে হয় হবে না আমি চাই পৃথিবীর সকল স্বামীস্ত্রীর ভালো বাসায় ভরে উঠুক পৃথিবী ❤️❤️
অনেক বছর আগে থেকে শুনে আসছি, আজ শিল্পী কে জানলাম। কালজয়ী হয়েই থাকবে!
হাজার বার শুনার পরও জানতে পারিনি যাকে,,, আজ চিনেছি তাকে।।। শুভকামনা রইল মায়াবী কন্ঠের অধিকারী রাকিব স্যারের জন্য
ছোট বেলায় এত শুনেছি যে, এখন শুনলে চোখে পানি চলে আসে। হায়রে তুমি!!!
একজন শিল্পীর পরিচয় হতে অনেক গানের প্রয়োজন হয় না।
যারা তার মনের মানুষকে পেয়ে না পেয়ে সারাজীবন ভালোবেসে যাচ্ছে তারা কখনও এই গান শুনে নিজেকে স্থির রাখতে পারবে না😢
❤কন্ঠঃ ও মিউজিক অসাধারণ মুগ্ধতায় পরিপূর্ণ চমৎকার লাগছিল ❤আসলেই ২৫/৩০ বছরের মধ্যে অনেকেই এই গুনি শিল্পীর নাম জানতাম না ❤এই গানটিতে এ-তো কঠিনতম বাস্তবতাকে তুলে ধরেছেন❤ শুভকামনা রইল ❤
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য
আজ প্রিয় শিল্পী রাকিবের জন্মদিন
শিল্পী রাকিবের জন্মদিনে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আবারো আপনাকে অনেক ধন্যবাদ ❤️❤️
@@channel26bd শুভ জন্মদিন রাকিব ভাই কে,
ধন্যবাদ আপনাকে,,,, সুন্দর ভাবে গুছিয়ে বুঝানোর জন্য ♥♥
এই সুরটা আমার অবচেতন মনে এখনো পরিচিত। প্রায় ২০ বছর আগে, অনেক ছোট সময় কোথায় যেন শুনেছিলাম। তারপর আর কখনো শুনতে পায়নি। আবার সেই মধুর কন্ঠে গানটি শুনতে পেয়ে মনে হচ্ছে কি যেন একটা হারানো সম্পদ খুঁজে পেলাম, অনেক অনেক ধন্যবাদ "রাকিব"❤️ ভাইকে, এমন একটি গান উপহার দেওয়ার জন্য....
অসাধারণ, মনে পরেগেলো সেই নব্বই দশকের অতীত, এই গানের আয়োজগদের প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো,
এমন অনেক গান আছে মনে গেতে যায় কিন্তু সেই শিল্পীদের নাম জানা হয় না,অসম্ভব সুন্দর গান,ধন্যবাদ রাকিব ভাই❤️❤️
এই রকম একটা গান ই যথেষ্ট ভাই। সারাজীবন বেছে থাকবে এই গান।। এই গানটা একটা মানুষকে কতোটা উপরে তুলতে পারে সেটা উনি মিষ্টি সুরে বুজিয়ে দিয়েছেন যারা প্রকৃত ভাল মনের মানুষ ভালবাসা টাও ছিলো এমন তারা এই গানের কদর জীবনেও বুলবে না।।
গান শুনে মন ভরে গেল.. এই গান গুলি যোগ যোগ ধরে বেঁচে থাকবে.. ধন্যবাদ রাকিব ভাই
এই গানটি অনেক আগে শুনেছি তখন ডাউনলোড করতে পারিনি পুরো গানটা মনে ছিলনা। শুধু মনে ছিল তুমি আমার মনের মানুষ এটা অনেক বার সার্চ করেছি আসেনি শেষ পর্যন্ত পাইলাম
পৃথিবীতে প্রেম না পড়লে বুঝতে পারেনা প্রেমের অনুভূতি কেমন? আর সেই প্রেম যদি চিটিপ্রত্র যুগের হয়,,,তাহলে এক কথা অসাধারণ,, ফেসবুক, মেসিঞ্জার যুগের জেনারেশন বুঝতে পারবেনা
👍
আমার রাকিব ভাইকে দেখার খুব ইচ্ছে ছিলো তা আজ পুরন হলো।
আমারো
আমিও আজ প্রথম দেখলাম।
অামি তো প্রায় উম্মাদ হয়ে গিয়েছিলাম এই গানটা প্রথম শুনে।রাকিব সত্যি অনন্য অসাধারন কন্ঠের এক কোকিল এই বাংলার চির বসন্তের।
শত শত বছর একজন শিল্পিকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখতে এরকম একটি গানই যথেষ্ট বলে আমার মনে হয়।
আমি আগে মনে করতাম ভারতীয় শিল্পী আজ জানলাম, খুবই পছন্দের গান, তবে এতো ভালো মাপের শিল্পী কে আমরা চিনতাম না এমনকি মিডিয়াতেও বলতেন না।