আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, পূর্বে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইডিএলসি) নামে পরিচিত, বাংলাদেশের একটি ব্যাংক বহির্ভূত আর্থিক সেবাদানকারী কোম্পানি। এটি ১৯৮৫ সালে লিজিং কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ২০১২ সালে থেকে আর্থিক কোম্পানি হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঢাকার গুলশানে অবস্থিত।
পদ্মা ব্যাংক অভিভাবক শূন্য হয়ে পড়েছে। কোনো পর্ষদ সভাও হচ্ছে না ব্যাংকটির। বর্তমানে শুধু তদারকিমূলক কার্যক্রমই পরিচালনা করছেন ভারপ্রাপ্ত এমডি। এদিকে গত ২১ অক্টোবর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নতুন এমডি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হলেও গতকাল পর্যন্ত ব্যাংকটির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে আফজাল করিমের নামই দেখা গেছে। সূত্রঃ কালবেলা
এদিকে, বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর ১১টি দুর্বল ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে টিকে থাকতে তারল্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়। এর ফলে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির ভিত্তিতে সবল ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে। ৬টি ব্যাংক গত এক মাসে প্রায় ৫ হাজার কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। কিন্তু দুর্বলতর ব্যাংক হওয়া সত্ত্বেও পদ্মা ব্যাংকের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক। পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী মো. তালহা বলেন, ‘আমরাও এক্সিম ব্যাংকের সঙ্গে একত্র হতে চাই না। বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহযোগিতা পেলে পদ্মা ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করে তিনি বলেন, আমাদের ব্যাংক অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু একীভূত হওয়ার সিদ্ধান্ত আসার পর গ্রাহকরা আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন। এতে ব্যাংকটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা পেলে সেখান থেকে আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই। এজন্য বাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহায়তাও চেয়েছি। গভর্নর আসার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’ ঋণের ৮৫ শতাংশই খেলাপি: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৪ হাজার ৮৪১ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের ৮৫ শতাংশ। এমন বাস্তবতায় ঝুঁকিতে পড়েছেন ব্যাংকটির সাধারণ আমানতকারীরা। বর্তমানে ব্যাংকটির ঋণ বিতরণ কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ রয়েছে। মূলত ব্যাংকগুলো ঋণ বিতরণ থেকে যে আয় করে, তা দিয়েই আমানতকারীদের সুদ পরিশোধ করে। পদ্মা ব্যাংকের ঋণ কার্যক্রম বন্ধ থাকায় ঋণ থেকে আয়েরও কোনো সুযোগ নেই। ফলে আমানতের সুদ পরিশোধও করা হচ্ছে না। ফলে ব্যাংকটির লোকসানের অঙ্কই কেবল বাড়ছে। আর আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারায় গ্রাহকের আস্থা তলানিতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে সরকারি খাত থেকে পাওয়া ২ হাজার ৮৫০ কোটি টাকা আমানতকে শেয়ারে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হলেও সফল হয়নি ব্যাংকটি। পদ্মা ব্যাংকের এমডি মোহাম্মদ তালহা বলেছেন, সব ঋণ মন্দ নয়। ফলে সেখান থেকে কিছু আদায় হচ্ছে। বিশেষ করে গুলশান করপোরেট শাখায় বেশি আদায় হচ্ছে। তা থেকেই আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিচ্ছি। ব্যাংকটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও একীভূত হওয়ার পক্ষে না। তারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের সহায়তা পেলে ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াবে। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির একজন কর্মকর্তা বলেন, আমরা নিয়মিত বেতন পাচ্ছি। ব্যাংকের স্বার্থে সবাই একসঙ্গে পুরো টাকা না তুলে প্রয়োজন অনুযায়ী তুলছি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের সর্বোচ্চ পর্যায় থেকে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের বলা হয়েছে, গ্রাহক বাড়াতে। আমরা সেই অনুযায়ী কাজ করছি। তবে আস্থাহীনতাই বড় সমস্যা। শীর্ষ খেলাপি যারা: বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির সবচেয়ে বড় খেলাপি গ্রাহক চট্টগ্রামের এমএএস শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, যার কর্ণধার সারোয়ার হোসেন, মিনহাজুল হাসান ও শহিদুল হক। প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ ১৪৭ কোটি টাকা। তালিকায় পরের বড় খেলাপি হলো খুলনার মিমু জুট মিল, মল্লিক অ্যাকুয়াকালচার ও মনমি অ্যাগ্রো। এই তিন প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১০৮ কোটি টাকা। চট্টগ্রামের নাহার ফারমার্স গ্রুপের প্রতিষ্ঠান নাহার ফারমার্স, মায়া ফিড ও নাহার ফারমার্স রাইস ব্র্যান অয়েলের খেলাপি ঋণ ১০১ কোটি টাকা। এ ছাড়া অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এবং অ্যাপোলো ট্রেডিংয়ের ঋণ ৯১ কোটি টাকা, অ্যাটলাস গ্রিন প্যাক লিমিটেডের ঋণ ৯১ কোটি টাকা, আলভী অ্যাগ্রো কমপ্লেক্স, প্রিয়াঙ্কা ট্রেডিং ও রোজবার্গ অটো রাইস মিলসের ঋণ ৮০ কোটি টাকা। এর বাইরে শীতল এন্টারপ্রাইজের ঋণ ৭৮ কোটি টাকা, রংপুর জুট মিলস লিমিটেডের ঋণ ৭০ কোটি টাকা, এসবি অটো ব্রিকস ও সগীর ব্রাদার্সের ঋণ ৬৩ কোটি, অ্যাগ্রো এরিনা অ্যাসোসিয়েটসের ৬২ কোটি, জয় এন্টারপ্রাইজ ও সিলভার ট্রেডিংয়ের ঋণ ৫৮ কোটি টাকা, আল ফারুক ব্যাগস লিমিটেডের ঋণ ৫৩ কোটি, গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ৫১ কোটি, শহীদ শিপ ব্রেকিংয়ের ঋণ ৪৮ কোটি, রানা অটো ব্রিকস, সেলিম অটো ব্রিকস, এ আর ইন্টারন্যাশনাল এবং এমএইচ এন্টারপ্রাইজের ঋণ ৪৮ কোটি টাকা।
পদ্মা ব্যাংক অভিভাবক শূন্য হয়ে পড়েছে। কোনো পর্ষদ সভাও হচ্ছে না ব্যাংকটির। বর্তমানে শুধু তদারকিমূলক কার্যক্রমই পরিচালনা করছেন ভারপ্রাপ্ত এমডি। এদিকে গত ২১ অক্টোবর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নতুন এমডি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হলেও গতকাল পর্যন্ত ব্যাংকটির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে আফজাল করিমের নামই দেখা গেছে। সূত্রঃ কালবেলা
রাজশাহীতে ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। বর্তমানে ব্যাংকটির ঢাকায় একটি সহ রাজশাহী ও রংপুর বিভাগে দুটি বিভাগীয় কার্যালয়, ১৮টি জোনাল কার্যালয়, উপজেলা পর্যায়ে ৬০টি এবং ইউনিয়ন পর্যায়ে ৩০৮টি গ্রামীণ শাখাসহ মোট ৩৮৪টি শাখা আছে।
একটা ছোট সুন্দর দেশ আমাদের।
এতগুলো ব্যাংকের কি আদৌ প্রয়োজন আছে আমাদের??
আপনার চিন্তা ভাবনা সুন্দর।
👍👍👍👍👍
ধন্যবাদ
মোছলিম চৌধুরী ভালো মানুষ
ধন্যবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, মোট শাখা 105
ধন্যবাদ
ইসলামী ব্যাংকের শাখা ৩৯৬ আপনি ভুল বলতেছেন কেন
তথ্য সূত্রঃ উইকিপিডিয়া
ভালো ব্যাংক কোনটি?
টপ ৫ ব্যাংক এর নাম একটু বলুন😢
Hi
এতো গুলো ব্যাংক কি খুবই দরকার,এই ছোট্ট বাংলাদেশে
সুদের বিস্তার ফলানোর চেষ্টা..
ধন্যবাদ ভাই ❤
ধন্যবাদ
গ্রামীন ব্যাংক কি এ তালিকায় থাকার কথা???
গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ এর ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত সামাজিক উন্নয়ন ব্যাংক।
@@UniqueDataNews এটা কি তফসিলি ব্যাংক?
NCC Bank a uni MD, chairman na
Plz correct it
এনসিসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান নুরুন নেওয়াজ। ৩০শে অক্টোবর ২০২৪ এ নিয়োগ প্রাপ্ত হয়েছে।
IDLC ব্যাংক কোথায়
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, পূর্বে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইডিএলসি) নামে পরিচিত, বাংলাদেশের একটি ব্যাংক বহির্ভূত আর্থিক সেবাদানকারী কোম্পানি। এটি ১৯৮৫ সালে লিজিং কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ২০১২ সালে থেকে আর্থিক কোম্পানি হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঢাকার গুলশানে অবস্থিত।
UFL
পদ্মা ব্যাংকে নিউজ চাই
সার্চ অন গুগল
মধুমতি ব্যাংকের মোট শাখা ৫১ টি
ধন্যবাদ
national bank ere khobor jante chai
নিউজ দেখলাম ৩ মাসে স্বাভাবিক হবে
Padma bank news please
পদ্মা ব্যাংক অভিভাবক শূন্য হয়ে পড়েছে। কোনো পর্ষদ সভাও হচ্ছে না ব্যাংকটির। বর্তমানে শুধু তদারকিমূলক কার্যক্রমই পরিচালনা করছেন ভারপ্রাপ্ত এমডি। এদিকে গত ২১ অক্টোবর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নতুন এমডি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হলেও গতকাল পর্যন্ত ব্যাংকটির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে আফজাল করিমের নামই দেখা গেছে। সূত্রঃ কালবেলা
আপনার তথ্য সম্পুর্ন ভূল আলআরাফা ২২৭টি শাখা আছে।
তথ্য সূত্রঃ উইকিপিডিয়া
Brac Bank বলেন নাই।
আছে তো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন
UCB r Global Islami bangker totto chai bidesh teke tk patale aksate sob tk গ্রাহক কে দিতে পারবে কিনা জানান
জানা নেই।
Bangladesh Bank of Jamaat e Islami
ধন্যবাদ
Ific bank chairman mehmod?
হ্যা। ১৪ই সেপ্টেম্বর ২০২৪ এ নিয়োগ প্রাপ্ত হয়েছে।
ভাই পদ্মা ব্যাংকের কি কবে থেকে তারল্য সহায়তা পাইতাছে এবং কি পাব টাকা পয়সা ভিডিও করেন
এদিকে, বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর ১১টি দুর্বল ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে টিকে থাকতে তারল্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়। এর ফলে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির ভিত্তিতে সবল ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে। ৬টি ব্যাংক গত এক মাসে প্রায় ৫ হাজার কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। কিন্তু দুর্বলতর ব্যাংক হওয়া সত্ত্বেও পদ্মা ব্যাংকের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী মো. তালহা বলেন, ‘আমরাও এক্সিম ব্যাংকের সঙ্গে একত্র হতে চাই না। বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহযোগিতা পেলে পদ্মা ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করে তিনি বলেন, আমাদের ব্যাংক অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু একীভূত হওয়ার সিদ্ধান্ত আসার পর গ্রাহকরা আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন। এতে ব্যাংকটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা পেলে সেখান থেকে আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই। এজন্য বাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহায়তাও চেয়েছি। গভর্নর আসার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’
ঋণের ৮৫ শতাংশই খেলাপি:
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৪ হাজার ৮৪১ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের ৮৫ শতাংশ। এমন বাস্তবতায় ঝুঁকিতে পড়েছেন ব্যাংকটির সাধারণ আমানতকারীরা। বর্তমানে ব্যাংকটির ঋণ বিতরণ কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ রয়েছে। মূলত ব্যাংকগুলো ঋণ বিতরণ থেকে যে আয় করে, তা দিয়েই আমানতকারীদের সুদ পরিশোধ করে। পদ্মা ব্যাংকের ঋণ কার্যক্রম বন্ধ থাকায় ঋণ থেকে আয়েরও কোনো সুযোগ নেই। ফলে আমানতের সুদ পরিশোধও করা হচ্ছে না। ফলে ব্যাংকটির লোকসানের অঙ্কই কেবল বাড়ছে। আর আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারায় গ্রাহকের আস্থা তলানিতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে সরকারি খাত থেকে পাওয়া ২ হাজার ৮৫০ কোটি টাকা আমানতকে শেয়ারে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হলেও সফল হয়নি ব্যাংকটি।
পদ্মা ব্যাংকের এমডি মোহাম্মদ তালহা বলেছেন, সব ঋণ মন্দ নয়। ফলে সেখান থেকে কিছু আদায় হচ্ছে। বিশেষ করে গুলশান করপোরেট শাখায় বেশি আদায় হচ্ছে। তা থেকেই আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিচ্ছি।
ব্যাংকটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও একীভূত হওয়ার পক্ষে না। তারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের সহায়তা পেলে ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াবে। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির একজন কর্মকর্তা বলেন, আমরা নিয়মিত বেতন পাচ্ছি। ব্যাংকের স্বার্থে সবাই একসঙ্গে পুরো টাকা না তুলে প্রয়োজন অনুযায়ী তুলছি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের সর্বোচ্চ পর্যায় থেকে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের বলা হয়েছে, গ্রাহক বাড়াতে। আমরা সেই অনুযায়ী কাজ করছি। তবে আস্থাহীনতাই বড় সমস্যা।
শীর্ষ খেলাপি যারা:
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির সবচেয়ে বড় খেলাপি গ্রাহক চট্টগ্রামের এমএএস শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, যার কর্ণধার সারোয়ার হোসেন, মিনহাজুল হাসান ও শহিদুল হক। প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ ১৪৭ কোটি টাকা। তালিকায় পরের বড় খেলাপি হলো খুলনার মিমু জুট মিল, মল্লিক অ্যাকুয়াকালচার ও মনমি অ্যাগ্রো। এই তিন প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১০৮ কোটি টাকা। চট্টগ্রামের নাহার ফারমার্স গ্রুপের প্রতিষ্ঠান নাহার ফারমার্স, মায়া ফিড ও নাহার ফারমার্স রাইস ব্র্যান অয়েলের খেলাপি ঋণ ১০১ কোটি টাকা।
এ ছাড়া অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এবং অ্যাপোলো ট্রেডিংয়ের ঋণ ৯১ কোটি টাকা, অ্যাটলাস গ্রিন প্যাক লিমিটেডের ঋণ ৯১ কোটি টাকা, আলভী অ্যাগ্রো কমপ্লেক্স, প্রিয়াঙ্কা ট্রেডিং ও রোজবার্গ অটো রাইস মিলসের ঋণ ৮০ কোটি টাকা। এর বাইরে শীতল এন্টারপ্রাইজের ঋণ ৭৮ কোটি টাকা, রংপুর জুট মিলস লিমিটেডের ঋণ ৭০ কোটি টাকা, এসবি অটো ব্রিকস ও সগীর ব্রাদার্সের ঋণ ৬৩ কোটি, অ্যাগ্রো এরিনা অ্যাসোসিয়েটসের ৬২ কোটি, জয় এন্টারপ্রাইজ ও সিলভার ট্রেডিংয়ের ঋণ ৫৮ কোটি টাকা, আল ফারুক ব্যাগস লিমিটেডের ঋণ ৫৩ কোটি, গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ৫১ কোটি, শহীদ শিপ ব্রেকিংয়ের ঋণ ৪৮ কোটি, রানা অটো ব্রিকস, সেলিম অটো ব্রিকস, এ আর ইন্টারন্যাশনাল এবং এমএইচ এন্টারপ্রাইজের ঋণ ৪৮ কোটি টাকা।
এতো কম শাঁখা নিয়ে কিছু কিছু ব্যাংক কি ভাবে চলে
পরিচালনা পরিষদ ভালো জানেন
সোশ্যাল ব্যাংকে টাকা রাখছি আমরা গ্রাহক পাবো নাকি ব্যাংক দেউলী হওয়া যাবে
আশা রাখেন
পদ্মা ব্যাংক নিউস চায়
পদ্মা ব্যাংক অভিভাবক শূন্য হয়ে পড়েছে। কোনো পর্ষদ সভাও হচ্ছে না ব্যাংকটির। বর্তমানে শুধু তদারকিমূলক কার্যক্রমই পরিচালনা করছেন ভারপ্রাপ্ত এমডি। এদিকে গত ২১ অক্টোবর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নতুন এমডি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হলেও গতকাল পর্যন্ত ব্যাংকটির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে আফজাল করিমের নামই দেখা গেছে। সূত্রঃ কালবেলা
বিদেশে থাকি সোশ্যাল ব্যাংকে টাকা রাখছি টাকা কি পাব দুই বছর পরে
Na@@BDAkash-vp4yc
ব্যাংক এশিয়ার কয়টি শাখা আছে এখন সঠিক তথ্য কেউ জানলে বলবেন
সম্পূর্ণ ভিডিওটি দেখুন
বতমানে ব্যাংক কমাস কি খবর
সার্চ অন গুগল
ভাই সোশ্যাল ইসলামী ব্যাংকের নিউজ জানতে চাই
সোশ্যাল ইসলামী ব্যাংকের অবস্থা ভালো নয়
ইউনিয়ন ব্যাংকের কি অবস্থা এখন বতমানে
আপডেট তো ভালোই দেখা যাচ্ছে
পল্লী সঞ্চয় ব্যাংক কই
সম্পূর্ণ ভিডিওটি দেখুন
এই নতুন নিয়োগে কত কোটি টাকা ঘুষ নিয়ে চাকরি দেয়া হয়েছে, এগুলো জনগণ জানতে চাই।
জানার চেষ্টা করতে থাকুন, ধন্যবাদ
প্লিজ ভাই জানাবেন
জি
কিরে ভাই bank asia kothay
আছে তো বস, সম্পূর্ণ ভিডিওটি দেখুন
ব্যাংক এশিয়ার কয়টি শাখা আছে বর্তমান
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০৬ টি শাখা,উপশাখা ১৮৪ টি,এজেন্ট ৯৬ টি।
তথ্য সূত্রঃ উইকিপিডিয়া
Exim er Branch 163
Thanks
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মোট শাখা😂😅26
রাজশাহীতে ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। বর্তমানে ব্যাংকটির ঢাকায় একটি সহ রাজশাহী ও রংপুর বিভাগে দুটি বিভাগীয় কার্যালয়, ১৮টি জোনাল কার্যালয়, উপজেলা পর্যায়ে ৬০টি এবং ইউনিয়ন পর্যায়ে ৩০৮টি গ্রামীণ শাখাসহ মোট ৩৮৪টি শাখা আছে।
ভাই ভূল তথ্য দিয়েছেন। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান এর নাম নাছের বখতিয়ার
জ্বী হা, সম্প্রতি পরিবর্তন হয়েছে।
বাংলাদেশে এত ব্যাংকের দরকার কি,,,,
Apnar account na khulle e hoi
🙄
wrong information
সম্পূর্ণ সঠিক তথ্য শেয়ার করেছি।
@@UniqueDataNews kicu kicu information vul ace
পুরোপুরি ভুয়া একটা রিপোর্ট
বাংলাদেশ কমাস ব্যাংক টাকা দেয় নি একন
পরিস্থিতি জানা নেই
Ucb bank chairman Shorif Johir
হ্যা, সম্প্রতি পরিবর্তন হয়েছে।
Pubali Bnak Branch 606+ Subbranch 210
এই মুহূর্তে পুবালী ব্যাংকের শাখা সংখ্যা ৫০৪ টি এবং উপশাখা ২২৩ টি
গ্রামীন কি ব্যাংক?
গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ এর ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত সামাজিক উন্নয়ন ব্যাংক।
সবাই ভুয়া তথ্য
সম্ভবত আপনার চশমার গ্লাসে ভুয়া লেখা, এজন্য যেদিকে তাকাচ্ছেন ভুয়া দেখছেন!
ভুল ভাল কনটেন্ট 😊
ইগনোর করুন
সব গুলো ভুল তথ্য
তথ্য সূত্রঃ উইকিপিডিয়া
ভাইসাববাংকলোবারদেনহেডনাললোবার
সরি, আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন?
এই ভুয়া নিউজ বন্ধ করুন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ২০৫ টি।
উপ-শাখা ১৭৩টি।
তথ্য সূত্রঃ উইকিপিডিয়া
ফালতু ভিডিও রিপোর্ট দিলাম।
ইগনোর করুন
পল্লী সঞ্চয় ব্যাংক কই
আছে
একদম লাষ্টে
সম্পূর্ণ ভিডিওটি দেখুন