Of God and Green | Medley | A TagoreCovers Production

Поділитися
Вставка
  • Опубліковано 5 сер 2019
  • Of God and Green is a story that entails the serenity and blessedness of nature. Coupled with Tagore's tunes of worship, breathtakingly beautiful Mother Nature spreads her wings to the vastness of the horizon, where four of us find solace.
    Supported by A. S. M. Zakaria
    Vocals:
    Adrina Jamilee, Avik Deb, Nashroh Naziat and Sharad Protiti
    Music Direction and Arrangement:
    Sharad Protiti
    Video Direction, Cinematography & Editing:
    Ahmed Hasan
    Recording, Mixing and Mastering:
    Shafiqul Islam (Noizemine Studio)
    Special thanks to:
    Shams Mansoor Ghani
    Selim Reza
    Tomalika Dhar Roy
    Bipul Kumar Deb
    Gayatri Deb

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @souravdas9864
    @souravdas9864 2 роки тому +14

    সকল জ্বালা যন্ত্রণা, সংকোচ, দুঃখ, গ্লানি, অতৃপ্তি সব যেন এক মুহুর্তে ধুয়েমুছে পরিষ্কার হয়ে গেল। নিজেকে এখন সদ্যজাত নবজাতকের মত পবিত্র মনে হচ্ছে.... বেঁচে থাকুক এরকম সুর জন্ম জন্মান্তর ধরে ❤️❤️❤️

  • @wanderlust_amaltash
    @wanderlust_amaltash 4 роки тому +164

    কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে-
    সে তো আজকে নয় সে আজকে নয়।
    ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে
    সে তো আজকে নয় সে আজকে নয়।
    ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়,
    তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে-
    সে তো আজকে নয় সে আজকে নয়।
    কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে,
    কোন্ আনন্দে চলেছি, তার ঠিকানা না পেয়ে-
    সে তো আজকে নয় সে আজকে নয়।
    পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি,
    তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে-
    সে তো আজকে নয় সে আজকে নয়॥
    জগৎ জুড়ে উদার সুরে
    আনন্দগান বাজে,
    সে গান কবে গভীর রবে
    বাজিবে হিয়া-মাঝে।
    বাতাস জল আকাশ আলো
    সবারে কবে বাসিব ভালো,
    হৃদয়সভা জুড়িয়া তারা
    বসিবে নানা সাজে।
    নয়নদুটি মেলিলে কবে
    পরান হবে খুশি,
    যে পথ দিয়া চলিয়া যাব
    সবারে যাব তুষি।
    রয়েছ তুমি, এ কথা কবে
    জীবন-মাঝে সহজ হবে,
    আপনি কবে তোমারি নাম
    ধ্বনিবে সব কাজে।
    আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
    আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥
    দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে,
    গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥
    আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
    দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
    বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা--
    জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।
    আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
    সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥
    নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলি করি অপমান,
    আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে।
    সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥
    আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,
    তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে।
    যাচি হে তোমার চরম শান্তি, পরানে তোমার পরম কান্তি,
    আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে।
    সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥

  • @yogeshkorde504
    @yogeshkorde504 3 роки тому +62

    I feel fortunate that I learned Bengali for the love of whatever outstanding and unparalleled creative work Gurudeb Rabindranath Tagore has left for us. Thank you guys. Amazing. This is very fresh approach which Gurudeb himself would have admired. Keep it up. Love and respect from Maharashtra (India)

  • @mrinalkantisensingha8933
    @mrinalkantisensingha8933 Рік тому +5

    যতবার শুনি,ততবারই কমেন্ট করতে ইচ্ছে করে । নামের মধ্যে দিয়ে মুক্তির আস্বাদ পাইয়ে দেবার এক অনন্য উপায় যেন এই রবীন্দ্র-সঙ্গীত! "কতই নামে ডেকেছি যে.." -র মধ্যে দিয়ে "আমার মুক্তি ধূলায় ধূলায়, ঘাসে ঘাসে ...এই আকাশে " যেন মুক্তির আলোকে জীবন পরিপূর্ণ।
    অনন্যসাধারণ উপস্থাপনা এবং পরিবেশন।

  • @Sohag360
    @Sohag360 4 роки тому +61

    বরাবরের মতই প্রশংসার দাবিদার। বার বার মনে হয় আরও তারাতাড়ি কেন আসে না আপনাদের নতুন গান। পরক্ষণে ভাবি, অপেক্ষার ফল বলেই তো এতো মধুর হয়। ভালোবাসা সবার জন্য।

  • @lostgirl641
    @lostgirl641 4 роки тому +98

    At present Bengali is the world's sweetest language,, one day people will realise the serenity of Bengali music...

    • @silviyamaitra9311
      @silviyamaitra9311 4 роки тому +9

      @Lost Girl, hope that day will come....I’m waiting for it from ages. I want the world to understand Robindrosongeet and find peace in their lives.

    • @somjack41
      @somjack41 4 роки тому +11

      I have Punjabi friends who love only Punjabi songs full of beats, but when they hear Bengali songs they acknowledge that it's peaceful and awesome listen to Bengali songs, in spite of the fact they don't understand the language but they have a number of Bengali songs in their playlist.

    • @lostgirl641
      @lostgirl641 4 роки тому +3

      @@somjack41 appreciate their acknowledgement,,, 😍

    • @sabyasachichowdhury
      @sabyasachichowdhury 4 роки тому +4

      Lost Girl , at last, someone with the same view on Bangla! আহা'মরি বাংলা ভাষা!

    • @mirmosaddequehossain2780
      @mirmosaddequehossain2780 3 роки тому +1

      I found that Lost Girl in my heart.

  • @sumankumarthakur9212
    @sumankumarthakur9212 3 роки тому +47

    এক অপার্থিব শান্তি পেলাম, জুড়িয়ে গেল তৃষিত হৃদয়। বাংলাদেশ পৃথিবীকে আরো আরো সবুজ দিক, আরো গান দিক। জুড়াক সব পার্থিব জ্বালা। পৃথিবীর ভালো হোক।

  • @sudiptabarua4486
    @sudiptabarua4486 2 роки тому +82

    আমি প্রতিদিন শুনে সকাল শুরু করি। ভীষণ পজিটিভ ভাইব পাই।পরে যখন জানতে পারলাম এখানে সবাই আমার মামা পীযূষ বড়ুয়ার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী,তখন গর্বে মনটা ভরে গেল। অনেক শুভ কামনা রইলো সকলের প্রতি।

    • @akashleena
      @akashleena Рік тому

      আমিও, এই গান দিয়ে সকাল শুরু করি।

    • @prasantaprativa123
      @prasantaprativa123 Рік тому

      ​@@akashleena সত্যি এতসুন্দর বলার ভাষা নেই।আমি তোমাদের দীর্ঘ জীবন কামনা করি। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের আরো সুন্দর করে তোমরা তুলে ধরেছ।এক কথায় বাহ্।

    • @Bong_trainer
      @Bong_trainer 11 місяців тому +1

      কিন্তু আমি জানি এরা রেজোওয়ানা চৌধুরী বন্যার students

    • @sudiptabarua4486
      @sudiptabarua4486 11 місяців тому

      @@Bong_trainer আমার মামাও রেজোওয়ানা চৌধুরীর ছাত্র এবং পরবর্তীতে উনার প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। সেই সময় এদের ছাত্র হিসেবে পেয়েছিলেন।

    • @Bong_trainer
      @Bong_trainer 11 місяців тому

      @@sudiptabarua4486 ও আচ্ছা

  • @rokibhasan9069
    @rokibhasan9069 4 роки тому +34

    এতদিন কোথায় ছিলেন !
    এই অস্থির সময়ে আপনাদের যে খুব দরকার।
    বিরতি তৃষ্ণা বাড়ায় কিন্তু বেশি বিরতি তৃষ্ণার অনুভূতিটাই যে ভুলিয়ে দিতে চায়
    অনেক ভালবাসা আপনাদের জন্যে

  • @siddharthabrahmachari7535
    @siddharthabrahmachari7535 2 роки тому +40

    অনেক গুলো রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংমিশ্রণে এই প্রয়াস টি mechanical mixture না হয়ে chemical compound এ পরিণত হয়েছে।মনোযোগ সহকারে শ্রবণে মুগ্ধ হলাম,তৃপ্তি লাভ করলাম।

    • @sangitasingingbirdabcs4439
      @sangitasingingbirdabcs4439 2 роки тому

      আমার এই ক্যামিক্যাল কম্পাউন্ডে তৈরী গান খুব খুব মুগ্ধতা দিচ্ছে দিবেও 💞🎧❤️♥️💕💕💕🥰🥰🥰🥰

  • @swrajitbarua9077
    @swrajitbarua9077 3 роки тому +3

    সত‍্যই শ্রদ্ধায় মাথা নত হয় এমন গুরুর কাছে যে আপনাদের তৈরি করেছেন।
    অনেক শ্রদ্ধা
    শ্রীমতি রেজোয়ানা চৌধুরি বন‍্যা
    অধ‍্যাপক, চেয়ারম্যান
    নাট‍্যকলা বিভাগ
    ঢাকা বিশ্ববিদ্যালয়
    প্রতিষ্টাতা প্রধান
    সুরের ধারা
    💐💐💐💐💐💐

  • @rajeshwarimitra3500
    @rajeshwarimitra3500 4 роки тому +22

    The lady wearing a yellow sari. I am a fan of your voice. Tagore covers keep up the good job.

  • @souravdas4456
    @souravdas4456 4 роки тому +35

    Had goosebumps hearing the last song "Amar mukti aloy aloy (one of my favorite)". The songs sounded heavenly and I must praise the directors (both video and music) too! A wonderful piece of art they created!

  • @jyotiskobanerje
    @jyotiskobanerje 4 роки тому +58

    Mark my words-the lady in green who started the song is an exceptional singer Nd she will go a long way!

    • @krishnadutta2540
      @krishnadutta2540 4 роки тому +1

      Agreed with u

    • @SayanMukherjee2405
      @SayanMukherjee2405 4 роки тому +4

      That is Sharad Protiti - one of the students of Rezwana Chaudhury Bonya. Very good voice indeed!

    • @ambikayadav4509
      @ambikayadav4509 4 роки тому +1

      @@SayanMukherjee2405 Thanks for telling her name i was searching it.

    • @SayanMukherjee2405
      @SayanMukherjee2405 4 роки тому +3

      @@ambikayadav4509 In fact if you see all the 5 videos published on their channel and see the credits at the beginning and at the end of each, you will know all their names.

  • @jsarkar1091
    @jsarkar1091 2 роки тому +4

    অভীক দেবের কন্ঠস্বরে অনুভূতি- চেতনার গভীরতা ও পরিনতবোধ আমার মন ছুঁয়ে যায়।

  • @fouziahasin4977
    @fouziahasin4977 4 роки тому +13

    জগত জুড়ে আনন্দধারা বইয়ে দাও,
    'আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও',
    সর্বদাই।
    'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে' বয়ে যাক সুরের স্রোতস্বিনী।
    অনেক ভালোবাসা ও শুভকামনা।

  • @redwanislamorittro
    @redwanislamorittro 4 роки тому +161

    The wait has finally ended! I just love how every medley TagoreCovers cover is different from the previous one! Keep up the amazing work!!

    • @adrinajamilee480
      @adrinajamilee480 4 роки тому +5

      Thank you!

    • @redwanislamorittro
      @redwanislamorittro 4 роки тому +4

      Adrina Jamilee you're welcome! Looking forward to your next project. All the very best!

    • @barsharsathe9688
      @barsharsathe9688 3 роки тому

      ua-cam.com/video/aXFiw7LKKlU/v-deo.html watch please

  • @koyelachakrabarti
    @koyelachakrabarti 4 роки тому +54

    গানের নির্বাচন, গায়কী, উপস্থাপনা এক কথায় অনবদ্য। অনেকদিন অপেক্ষা করালেন তবে যেটা উপহার দিলেন তাতে বলবো it was worth the wait. ভালো থাকুন আর আগামী দিনে এরকম আরো রবি ঠাকুরের গান নতুন ভাবে তুলে ধরুন। আমার ও ভারতবর্ষের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইলো।

  • @debashishbhattacharya4349
    @debashishbhattacharya4349 11 місяців тому +1

    Bah, khub sundor. Darun laglo. Aro gaao aro bhalo gaao. Sob somoy chorcha rekho.🍫🍫🍫🍫🍫

  • @nirmalapaul9366
    @nirmalapaul9366 3 роки тому +17

    My 1.5 years old baby girls favorite song and she can sing some lines when she was 1 year!!! How beautifully you people cover these songs... you could touch mind of a toddler too! Hats off to you and pray for your sound health. Hope to hear from you soon to purify my soul again. TAKE LOVE

  • @ShaninHoque
    @ShaninHoque 3 роки тому +24

    চোখের শান্তি-কানের শান্তি-মনের শান্তি!🌻
    অপূর্ব!❤

  • @anontokallolkhan1883
    @anontokallolkhan1883 4 роки тому +11

    অনেক দিন পর এমন কাভার শুনলাম।আপনাদের কার্জন হলে সুট করা কাভার টা শুনে ই প্রেমে পড়েছি....
    এবার এই টা সেই মাত্রা ছাড়িয়ে গিয়েছে।ধন্যবাদ আপনাদের সবাইকে রবীন্দ্রসংগীতকে এভাবে তুলে ধরার জন্য

  • @sujitchoudhury5036
    @sujitchoudhury5036 4 роки тому +2

    Mon chue jay. Osadharon.

  • @sn3381
    @sn3381 4 роки тому +13

    আমরা কি সত্যি বুঝতে পারি যে, "রয়েছ তুমি এ কথা কবে, জীবন মাঝে সহজ হবে"?

  • @gourabchakraborty1205
    @gourabchakraborty1205 4 роки тому +132

    অনেকদিন পর আপনাদের সুরের পরশ পেলাম। এমন একটি স্নিগ্ধ উপস্থাপনার জন্যে অনেক ভালোবাসা ও ধন্যবাদ 💕

    • @krishnaroy327
      @krishnaroy327 2 роки тому

      গায়ে কাঁপন ধরায় তোমাদের গান। সবুজের মাঝে কবি গুরুর কথা ও সুরে তোমরা যা গানের অঞ্জলি দিলে তা অনবদ্য।।

  • @aumitahsan6572
    @aumitahsan6572 4 роки тому +63

    This will sound like exaggeration but I will say it nonetheless. Of all recent efforts from the realm of Bengal to reinterpret Tagore and present his music in a renewed vigor, these people have done the best job. Hopefully they will continue to do so. And I believe they can do that because to me it seems they have the right blend of humility and creativity - humility to not supersede the tone set forth by Tagore and creativity to enable a new generation of listeners to discover his music.

  • @shags91
    @shags91 4 роки тому +2

    jagat juure ta expect korchilam na... Oshadharon!!!

  • @tanushreesarkar7966
    @tanushreesarkar7966 Рік тому +1

    Rabindra Sangeet shunte shunte hotat ei masterpiece ta khuje pawa. Just bhasha nei, eto shanti purno gaanta,shobai mile ekta onno prithibi te jemon niye gechen amay.❤️

  • @tanusrikarati6342
    @tanusrikarati6342 4 роки тому +28

    To see the video, I could feel the true essence of chlorophyll in the city of concrete. For me Tagore is truly "Thakur" in the literal sense of his surname. Thanks for presenting his songs in this way.

  • @SayanMukherjee2405
    @SayanMukherjee2405 4 роки тому +160

    They are back! And what a medley!!! :) :)
    God bless you all.
    P.S.: Wait kore kore hal chherei diyechhilam.... Emon shomoye hothat UA-cam er alert.
    Fantastic!

  • @SubhasreeDeywanderlust
    @SubhasreeDeywanderlust 4 роки тому +2

    Khub khub shundor!!! Mone bhara gaan

  • @surajitmoitra2499
    @surajitmoitra2499 4 роки тому +23

    I just love the depth of male voice..when you are singing with 3 female singers who are equally good it's hard to keep the balance..oshadharon voice bhai tomar.

  • @AbhishekSanyal
    @AbhishekSanyal 4 роки тому +3

    আপনাদের গান শুনে আমি কথা বলবার ভাষা হারিয়ে ফেলেছি l হ্যাঁ একেই বলে রবীন্দ্র সঙ্গীত l এক বাঙালি হিসেবে আমি গর্বিত যে আপনারা এত সুন্দর ভাবে রবীন্দ্র সঙ্গীতকে উপস্থাপিত করেছেন l কলকাতা থেকে অনেক অনেক ভালোবাসা l আগামীদিনে আরো গান শুনতে চাই l

  • @sayakmitra2445
    @sayakmitra2445 4 роки тому +27

    A big shoutout to the amazing tabla as the background music and the tabalchi of this recording! Amazing work!

  • @CricHours
    @CricHours 3 роки тому +3

    Wow. What lyrics by GREAT Robi Thakur!!. Only Bengali people can feel the divine touch in Robindra sangeet.! "আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
    সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥ "

  • @rajnishroychowdhury6066
    @rajnishroychowdhury6066 4 роки тому +11

    I am an avid follower of Tagore Covers.
    All of you are amazingly talented...unfair to name anybody.
    Keep up the good work and keep coming back.

  • @studywithmeWBCS
    @studywithmeWBCS 4 роки тому +17

    Why are you people disliking them? They are just superb and owesome

    • @drkrittibasray3182
      @drkrittibasray3182 2 роки тому +1

      Thats right Sharmistha. The three girls are the three duchesses of Bay of Bengal. Great singers. There is nothing to criticize them except that they are too cute and too nubile for such serious music.

  • @livelikejoyanta
    @livelikejoyanta 4 роки тому +14

    টি এস্টেটের বাংলোয় বসে গানটা শুনছিলাম! পুরো গায়ে কাঁটা দিয়ে উঠলো! ❤
    One of the best feelings in my life 😍

    • @boseashu5
      @boseashu5 4 роки тому

      Pujols is coming with it's own all enveloping aroma. We must enjoy this too.

  • @shadabhasinsiddiqui990
    @shadabhasinsiddiqui990 2 роки тому +2

    শুধু শুনছি।।হ্রদয়গ্রাহী ।। অনবদ্য।। আমার জীবনে দেখা সেরা উপস্থাপনা।

  • @souravshuvo5171
    @souravshuvo5171 4 роки тому +3

    যেমন গান,তেমন গায়কী,তেমনই দৃশ্যায়ন!অসাধারণ, অমলিন।বাকি ভাইকে অনেক অভিনন্দন রবীন্দ্রনাথের গানের এমন দৃশ্যায়ন করার জন্যে!আহা আহা!

  • @Adrija74
    @Adrija74 4 роки тому +52

    After a long wait, today I got another music video from your group. It's mesmerising. This soulful medley welled up my eyes. I convey my heartfelt wishes from all of your fans 👍

  • @nrityanganaamrita2948
    @nrityanganaamrita2948 4 роки тому +31

    Avik Deb your voice is just fabulous.. love from india 💜

  • @tisittssii
    @tisittssii 4 роки тому +2

    Opurbo hoyeche. chaliye jan

  • @joydeepnondy4144
    @joydeepnondy4144 4 роки тому +5

    মুম্বাই থেকে সাদর অভিনন্দন। 💐
    বঙ্গদেশ থেকে অনেকটা দূরে বসে বারে বারে আপনাদের প্রত্যেকটি গানের সংকলন শুনি আর প্রতিবারই অভিভূত হয়ে যাই। যেমন গানের সংকলন, তেমনি গায়কী। সবকটি গানের choice of location এবং videography এককথায় অপূর্ব! আরো অবাক লাগে এই ভেবে যে দলের অন্ততঃ দুজন হাজার হাজার মাইল দূরে থেকেও এত সুন্দর গানের চর্চার সাথে জড়িত।
    আপনাদের দলের এবং individually আপনাদের প্রত্যেকের উত্তরোত্তর সাফল্য ও শ্রীবৃদ্ধি কামনা করি।

    • @somudro1
      @somudro1 4 роки тому

      Joydeep Nondy etato bujhlam na! Kara duhajar mile dur theke ganer emon charcha kore cholechen?

    • @joydeepnondy4144
      @joydeepnondy4144 4 роки тому

      @@somudro1 জানার কোন সীমা নাই। জানার চেষ্টা বৃথা তাই।

  • @riazahmed-gd2nq
    @riazahmed-gd2nq 2 роки тому +3

    আপনাদের সবারই কন্ঠ খুব সুমধুর। কিন্তু আমার সবচেয়ে ভাল লাগে "নাশরোহ নাজিয়াত " কন্ঠ।

  • @_nomu_087
    @_nomu_087 4 роки тому +10

    গানগুলো স্রেফ শুনিই না, মনপ্রাণ দিয়ে গ্রহণ করি। অনেকদিন পর তাঁদের ফেরায় দারুণ উৎফুল্ল! শুভকামনা...

  • @babybasak141
    @babybasak141 4 роки тому +3

    আজ ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন, তুমি বার বার ফিরে এসো এই বাংলার বুকে, ১৫৯ তম জন্মতিথি তে তোমাকে শতকোটি প্রথম 🙏🙏🙏💐💐💐⚘⚘🌹🌷😊

  • @palashmondal3955
    @palashmondal3955 4 роки тому +2

    Next video r jonno wait kore thakbo. Kuv taratari pai jno

  • @AninditaaD
    @AninditaaD 4 роки тому +68

    Uff, that opening!
    There's much depth in the voice. Oshadharon ! Ki shundor video, ki shundor gola, shobi odbhut. How beautifully has Protiti arranged the music, she's indeed a gem like everyone else.
    And again, this only proves that your covers won't go without surprising us, ever.
    ❤️

    • @PM58ful
      @PM58ful 3 роки тому +5

      উনারা সবাই রেজওয়ানা চৌধুরী বন্যার ছাত্রছাত্রী।

    • @gourharibiswas1360
      @gourharibiswas1360 3 роки тому +3

      @@PM58ful that is why they are so special. Madam is one of the finest Rabindra Sangeet singer. I have the highest respect for her.

    • @AninditaaD
      @AninditaaD 3 роки тому +2

      Shotti, Protiti is a gem. ❤️

  • @MohammedAli-ze7il
    @MohammedAli-ze7il 4 роки тому +9

    "It is a pleasure to realize there are beautiful people with equally beautiful minds
    capturing so much, so simply.....
    ." Follow the river till it merges with the ocean".

  • @farminUT
    @farminUT 3 роки тому +1

    ami proti din e ekbar ki duibar kore shuni...@avik and friends great work

  • @chiranjitkarmakar2987
    @chiranjitkarmakar2987 4 роки тому +1

    what a Cinematography & Direction...osadharon

  • @atiqulhaque2319
    @atiqulhaque2319 4 роки тому +32

    চক্ষু এবং কর্নের তৃপ্তি একইসাথে। অসাধারন গান এবং সিনেমাটোগ্রাফি, জাস্ট স্পেলবাউন্ড...

  • @MehrubaBushram13
    @MehrubaBushram13 4 роки тому +9

    Wow! You have really bested yourselves. Hats off to cinematographer!

  • @kowshalturna9054
    @kowshalturna9054 Рік тому +2

    অনেকবার শুনেছি, মুগ্ধ হয়েছি।
    আজ যেন নতুন করে জীবনের এক অন্যরূপ খুঁজে পেলাম। ❤️ অনবদ্য উপস্থাপন।
    ধন্যবাদ।

  • @shyamaprosadadhikari8631
    @shyamaprosadadhikari8631 Рік тому +1

    অসাধারণ ভাল। প্রশংসার যোগ্য ভাষা নেই। তোমাদেরকে দু হাত দিয়ে আশীর্বাদ করি ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। তোমরাই আমাদের ভরষার জায়গা। তোমরা বাংলা ও বাঙ্গালীকে বাচিয়ে রাখবে এবং বিশ্ব দরবারে বাঁচিয়ে রাখবে।

  • @Tano_ad
    @Tano_ad 4 роки тому +6

    অপেক্ষায় থাকি , প্রতিনিয়ত খুঁজি , আবার কবে আপনাদের নতুন গানের স্বাদ পাবো।

  • @switchBLADEXI
    @switchBLADEXI 4 роки тому +16

    Extra Props on the Cinematography, Captures the full mood of the song!

  • @nayemurrahman1207
    @nayemurrahman1207 3 роки тому +1

    এই ভিডিওটা আপলোড করার পর থেকে যে কতবার শুনেছি তার কোনো হিসেব নেই!! এতো ভালো লাগে....😊 যখন এই কম্পোজিশনটা শুনি তখন মনটা একদম ফ্রেশ হয়ে যায়, মনে আনন্দ পাই, যেন এক অন্য ভুবনে চলে যাই....। গানগুলো যেমন যত্নসহকারে গাওয়া হয়েছে তেমন ভিডিওগ্রাফিটাও খুব যত্নসহকারে তৈরী করা হয়েছে। সবমিলিয়ে অসাধারণ। বার বার দেখতে ইচ্ছে করে এই ভিডিওটা। 😇 আর এই গানের দলের প্রত্যেককে আমার ভালো লাগে। তাদের সবগুলো গানই আমার প্রিয়। সবগুলো গানই অসংখ্য বার শোনা হয়ে গেছে। এখন নতুন ভিডিও এর জন্য অপেক্ষায় আছি। আশা করবো আপনারা পাঁচজন আবার একত্রিত হবেন এবং আমাদের জন্য নতুন গান রেকর্ড করবেন 😇😊

  • @shimulbhattacharjee9560
    @shimulbhattacharjee9560 4 роки тому +2

    Oshadharon....ei generation er opor Rabindra Sangeet er probhab felar jonno oshonkho dhonnobad🙏

  • @brainymandar6
    @brainymandar6 2 роки тому +4

    Fortunate to understand bits of Bengali and learnt to some degree thanks to Tagore and Satyajeet Ray

  • @amitdebnath3743
    @amitdebnath3743 4 роки тому +7

    অপেক্ষার প্রহর শেষ এবং তা মনে হয় সার্থক হলো এই উপস্থাপনায়,cinematography টা অসাধারণ হলো।কবিগুরুর প্রয়াণ দিবসে এই উপস্থাপনায় মুগ্ধ... 🙏❤❤❤❤❤❤❤

  • @tarunkantidas4323
    @tarunkantidas4323 11 місяців тому

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম এবং দেখলাম। অসাধারণ পরিবেশনা ও ভিডিওগ্রাফি। একরকম আরো আরো চাই। অনেক অনেক ধন্যবাদ।

  • @suzonahsan413
    @suzonahsan413 4 роки тому +56

    এইটা কি গাইলেন আমি জানি না, ক্যান্সারের মতো ব্যধি হয়ে গেছে, খাইতে গেলে, ঘুমাতে গেলে, গোসল করতে গেলেও গানটা মনে হয় চলতেছে ☺
    সবাইকে অফুরন্ত ভালোবাসা শুভ কামনা সবার জন্য।

  • @dhakasumit
    @dhakasumit 4 роки тому +3

    Guys...bepok bhalo hoise..

  • @user-sg5fc2zk2z
    @user-sg5fc2zk2z 4 роки тому +8

    এক লহমায় আপনাদের সবকটি কম্পোজিশন শুনে ফেললাম। এককথায় সবদিকদিয়ে অসাধারন! পরেরটার জন্য অপেক্ষায় রইলাম।

  • @bywordbangla7232
    @bywordbangla7232 5 місяців тому +1

    From Bangladesh. Regularly hearings the masterpiece 👌👌

  • @duroll1927
    @duroll1927 4 роки тому +1

    asole onnk din por ai gaan golo sunlam
    sotti marvelous
    onnk donnobad apura o vaiyake atu sundor gaan sonanor jnno

  • @mijani.mannan724
    @mijani.mannan724 4 роки тому +4

    আহা, অনন্য সুন্দর নিবেদন ও পরিবেশন ক'রেছেন এই রবীন্দ্র সংগীত। সত্যিই, মন ভরিয়ে দিল এই সংগীতটি । অভিনন্দন

  • @user-ir1yz5bq4e
    @user-ir1yz5bq4e 4 роки тому +7

    কী যে মুগ্ধতা! উফ❤
    & শারদ প্রতীতি... আপনি আমার কাছে বিশেষ কিছু❤❤

  • @fictitious06
    @fictitious06 2 роки тому +1

    I'm spellbound at your presentation. Pls come back from your depth of silence, upload some more masterpieces. I'm all ears... Please...

  • @whoaMI-mi9hb
    @whoaMI-mi9hb 4 роки тому +1

    Khub khub bhalo laglo.. Sur taal r prakriti

  • @kusumazhar806
    @kusumazhar806 4 роки тому +14

    সাধারণত প্রিয় কোন গান চোখ বন্ধ করে শুনতে হয়। কিন্তু এই গানটা শোনার সাথে সাথে দেখতেও হয়...এত্তো চমৎকার উপস্থাপনা আর সবগুলো মুখ এতো প্রিয়! একটা গান থেকে আরেকটা গানে ট্রানজিশনটা কী ভীষণ ভালো হয়েছে! অ-নে-ক ধন্যবাদ এরকম ‘আত্মার শান্তি’ টাইপের একটা পরিবেশনার জন্য! ❤️

    • @beeyond_me
      @beeyond_me 3 роки тому

      একমত 🙏😊 ভালো থাকবেন🌼

    • @jayshreesanyal7491
      @jayshreesanyal7491 3 роки тому

      Sabai k jaanai Eid r Shubhechcha... Mon bhorey gyalo

  • @mohdquddus250
    @mohdquddus250 4 роки тому +17

    A brilliant rendition. Four rivers of Tagore are flowing in a single current.

  • @arupmahato9166
    @arupmahato9166 3 роки тому +1

    ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে।সে তো আজকে নয়,সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে।সে তো আজকে নয়,সে আজকে নয়। 🙏 চিরন্তন রবীন্দ্রনাথ 🙏

  • @monojroy2654
    @monojroy2654 3 роки тому

    খুবই ব্যঞ্জনাময়। পুলকিত হলাম। শুভেচ্ছা জানাই।

  • @sutradharpalash
    @sutradharpalash 4 роки тому +3

    এত সুন্দর পরিবেশনা! সত্যিকারের শিল্পী আপনারা! আপনাদের হৃদয়ের গভীর থেকে বের হওয়া সুর শ্রোতার হৃদয়ের গভীরে প্রবেশ করে! ভালোবাসা অবিরাম ❤

  • @gautambiswas2636
    @gautambiswas2636 4 роки тому +3

    আপনাদের গ্রুপ বেশ ভালো। আপনাদের ভাবনায় অভিনবত্ব আছে। শুভেচ্ছা ও অভিনন্দন।

  • @ladypoulomi
    @ladypoulomi 4 роки тому +1

    Khub valo lglo....porer composition er opekhay thaklm

  • @arijitray4920
    @arijitray4920 4 роки тому +1

    TagoreCovers, Robi-chetona k notun dhnache poribeshon korar tomader ei prochesta k shadhubaad janai. Bhishon shundor tomader ei shongkolon. Agami diner jonno shubhechha janai.

  • @uddiptabhatia3756
    @uddiptabhatia3756 4 роки тому +9

    This is Great...Love from Kolkata 👋

  • @sohamghosh9657
    @sohamghosh9657 4 роки тому +5

    the lady with blue pink saree....has fabulous voice

  • @uddalakbhattacharya4685
    @uddalakbhattacharya4685 4 роки тому +1

    Apurbo....anek subheccha o bhalobasa....💕💕💕

  • @kabirkalyan
    @kabirkalyan 4 роки тому +3

    Please note that you all our pride! Because of you I am proud to call that I am a Bengali! What a great beautiful bouquet of talents.

  • @kausikaich9725
    @kausikaich9725 4 роки тому +5

    হৃদয় ছুয়ে গেল, অনবদ্য উপস্থাপনা, আপনাদেরকে অনেক অভিনন্দন, আরো অনেক এমন গান উপহার দিয়ে যান আমাদের ❤🙏

  • @arifmorshed4073
    @arifmorshed4073 4 роки тому +6

    অসাধারন।অনেক ভালো হয়েছে।আপনাদের কন্ঠে রবি ঠাকুরের আরও গান শুনতে চাই।

  • @sayamghosal
    @sayamghosal 4 роки тому +10

    Choreography, sound, perspective and the quality of the video.... Just great! Keep up guys! And last but not the least heart fell thanks ti Robi thakur for gifting us Rabindra sangeet.... It's evergreen.

  • @lodh75
    @lodh75 4 роки тому +1

    Ashadharan...Durdanto Sob Kichu..

  • @souravdas4456
    @souravdas4456 3 роки тому +4

    This video shows our country’s serene beauty and the songs hold our true culture. The words and tune depict the mystical essence of eastern philosophy of the God and the nature speaks for herself.
    So beautifully sung guys. I’m a huge fan of yours.
    If someone from other culture ask about our culture, show them this!

  • @arifrobbani3621
    @arifrobbani3621 4 роки тому +7

    আহা.......অনেকদিন পরে।আপনাদের কম্বিনেশন আসলেই অসাধারণেরও বেশি কিছু😍😍😍😍
    #ভালোবাসানিরন্তর

  • @sheikshahedjamil2495
    @sheikshahedjamil2495 4 роки тому +2

    মনমুগ্ধকর এই সৃষ্টির জন্য এই ভিডিও ক্রিয়েটর টিমের প্রতিটি সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন! আরো এমন অনবদ্য সৃষ্টিকর্ম দেখতে চাই ! ভালবাসা রইলা ।

  • @sinachowdhury2837
    @sinachowdhury2837 4 роки тому +15

    Sylhet is always a top location in Bangladesh. You have certainly got the location right! Thank you very much for such a production! Pure class! It is always a pleasure to experience your mellifluously magnificent voice! Love you guys!!! ❤❤❤

    • @parthodey5442
      @parthodey5442 4 роки тому

      Are you sure that video was create in Sylhet?

  • @TheWahid999
    @TheWahid999 4 роки тому +16

    Absolutely amazing and worth the long wait. Kudos to all those involved with this masterpiece. Keep up the good work you amazing souls ❤️

  • @srijitapal8700
    @srijitapal8700 4 роки тому +8

    ভিডিও টা দেখার আগেই লাইক করে দিলাম, আর আবার ও মুগ্ধ হলাম।। দীর্ঘ অপেক্ষার অবসান হলো😊

  • @sandiban36
    @sandiban36 3 роки тому +2

    Gaaner selection ayto Bhalo je aykta Gaan theke aar ayk gaane jaoa bojhai jai ni, mone hochhe ayktai Gaan as a whole. Great presentation 👌👌💯❤️

  • @ShireenPasha
    @ShireenPasha 4 роки тому +9

    I feel so blessed to experience such beautiful voices. Colours. Nature. Breathtaking. Thank you.

  • @RiadunnobiSheikh
    @RiadunnobiSheikh 4 роки тому +18

    আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
    সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥
    নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলি করি অপমান,
    আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে।
    সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥
    আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,
    তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে।
    যাচি হে তোমার চরম শান্তি, পরানে তোমার পরম কান্তি,
    আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে।
    সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥
    তই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে,
    কোন্‌ আনন্দে চলেছি, তার ঠিকানা না পেয়ে--
    সে তো আজকে নয় সে আজকে নয়।
    পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি,
    তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে--
    সে তো আজকে নয় সে আজকে নয়॥
    আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
    আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥
    বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা--
    জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।

  • @shofisdiary6253
    @shofisdiary6253 2 роки тому +3

    What a moment it's When I hear the tunes Amar Mukti Aloy Aloy!!
    Really Superv!!❣️

  • @ishitaroy7127
    @ishitaroy7127 4 роки тому +1

    Apnader kurnish! Rabindranath k eto sundor kore somnan, bhalobasha khub kom shilpi prodan koreche. Osombhov khusi hoi. Praan bhore jaay. Monehoy kobi khub kaache eshe , pashei aache, haat ti dhore. Sob klanto durr holo. Onek suveccha roilo.