যেগুলো হাতের নাগালে থাকবে সেগুলো পলিথিন দিয়ে ব্যাগিং করবেন,ফেরোমন ফাঁদ অনেকসময় পোকার পরিমাণ ও ফলের পরিমাণ বেশি হলে ঠিক মতো কাজে আসেনা।যেগুলো হাতের নাগালের বাইরে সেগুলোর জন্য নিম তেল + সাবান পানির পদ্ধতি ফলো করুন। প্রুনিং করে গাছকে ঝোপালো আকার দিন ফলন বেশি হবে এবং ব্যাগিং এ সুবিধা হবে।ধন্যবাদ 💚
ধন্যবাদ আপনাকে। আমার পেয়ারা গাছের একই সমস্যা। ছোট পলিপ্যাক দিয়ে পেয়ারা বেঁধে রেখেছিলাম, নিচের অংশ কেটে দিয়েছিলাম গিয়েছে কিন্তু ভেতরে ঘেমে গিয়ে পেয়ারাগুলো পচে গিয়েছে। এক্ষেত্রে কি করা যায় পরামর্শ চাচ্ছিলাম।
ভাই, পেয়ারা মার্বেল হলে নাইট্রো ও প্রপিকোনাজ দিয়েছি। ১০ দিন আগে এমিস্টার টপ দেই। কারণ কালো দাগ পড়ছিলো।এখন যাওয়ার উপযুক্ত। কিন্তু ভিতরে পোকায় ভরা।কী করবো?
যেগুলো হাতের নাগালে থাকবে সেগুলো পলিথিন দিয়ে ব্যাগিং করবেন,ফেরোমন ফাঁদ অনেকসময় পোকার পরিমাণ ও ফলের পরিমাণ বেশি হলে ঠিক মতো কাজে আসেনা।যেগুলো হাতের নাগালের বাইরে সেগুলোর জন্য নিম তেল + সাবান পানির পদ্ধতি ফলো করুন। প্রুনিং করে গাছকে ঝোপালো আকার দিন ফলন বেশি হবে এবং ব্যাগিং এ সুবিধা হবে।ধন্যবাদ 💚
Ji
ভদ্রমহিলা ডায়ালগটা খুব পছন্দ হইছে
আলহামদুলিল্লাহ ভাইজান ভালো উপকার পেলাম ধন্যবাদ ভাই মন থেকে ভালোবাসা রইলো।
ধন্যবাদ আপনাকে। আমার পেয়ারা গাছের একই সমস্যা। ছোট পলিপ্যাক দিয়ে পেয়ারা বেঁধে রেখেছিলাম, নিচের অংশ কেটে দিয়েছিলাম গিয়েছে কিন্তু ভেতরে ঘেমে গিয়ে পেয়ারাগুলো পচে গিয়েছে। এক্ষেত্রে কি করা যায় পরামর্শ চাচ্ছিলাম।
ব্যাগিং এর পলিতে শুরু থেকেই নিচে ছিদ্র রাখতে হয়,অনেকটা ছোট ছিদ্র।
ভাই, পেয়ারা মার্বেল হলে নাইট্রো ও প্রপিকোনাজ দিয়েছি। ১০ দিন আগে এমিস্টার টপ দেই। কারণ কালো দাগ পড়ছিলো।এখন যাওয়ার উপযুক্ত। কিন্তু ভিতরে পোকায় ভরা।কী করবো?
মার্বেল সাইজের হলে ব্যাগিং করুন।
আমার পিয়ারায় উপর দিয়ে কোনো কিছু দেখা যায় না কিন্তু ভিতরে পুকা কি করনিও আছে জানাবেন
ভিডিওতে এই সমস্যার কথাই বলা হয়েছে,পেয়ারা ছোট থাকতেই পলিথিন দিয়ে বাঁধতে হবে।
@khaled rasel
কথা শোনাবেন না বাদ্য শোনাবেন