আর হবেনা পেয়ারায় পোকা,সহজ ৫ টি সমাধান জানুন,পেয়ারার মাছি পোকা দমন।Fruit fly attack on guava.

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 14

  • @AnotherViewBD
    @AnotherViewBD  3 роки тому +4

    যেগুলো হাতের নাগালে থাকবে সেগুলো পলিথিন দিয়ে ব্যাগিং করবেন,ফেরোমন ফাঁদ অনেকসময় পোকার পরিমাণ ও ফলের পরিমাণ বেশি হলে ঠিক মতো কাজে আসেনা।যেগুলো হাতের নাগালের বাইরে সেগুলোর জন্য নিম তেল + সাবান পানির পদ্ধতি ফলো করুন। প্রুনিং করে গাছকে ঝোপালো আকার দিন ফলন বেশি হবে এবং ব্যাগিং এ সুবিধা হবে।ধন্যবাদ 💚

  • @tariqaziz1088
    @tariqaziz1088 Рік тому +1

    ভদ্রমহিলা ডায়ালগটা খুব পছন্দ হইছে

  • @arshakib2273
    @arshakib2273 Рік тому +1

    আলহামদুলিল্লাহ ভাইজান ভালো উপকার পেলাম ধন্যবাদ ভাই মন থেকে ভালোবাসা রইলো।

  • @matinkhondokar4211
    @matinkhondokar4211 Рік тому +2

    ধন্যবাদ আপনাকে। আমার পেয়ারা গাছের একই সমস্যা। ছোট পলিপ্যাক দিয়ে পেয়ারা বেঁধে রেখেছিলাম, নিচের অংশ কেটে দিয়েছিলাম গিয়েছে কিন্তু ভেতরে ঘেমে গিয়ে পেয়ারাগুলো পচে গিয়েছে। এক্ষেত্রে কি করা যায় পরামর্শ চাচ্ছিলাম।

    • @AnotherViewBD
      @AnotherViewBD  Рік тому

      ব্যাগিং এর পলিতে শুরু থেকেই নিচে ছিদ্র রাখতে হয়,অনেকটা ছোট ছিদ্র।

  • @সোনারবাংলা-ঝ৪ঙ

    ভাই, পেয়ারা মার্বেল হলে নাইট্রো ও প্রপিকোনাজ দিয়েছি। ১০ দিন আগে এমিস্টার টপ দেই। কারণ কালো দাগ পড়ছিলো।এখন যাওয়ার উপযুক্ত। কিন্তু ভিতরে পোকায় ভরা।কী করবো?

    • @AnotherViewBD
      @AnotherViewBD  Рік тому

      মার্বেল সাইজের হলে ব্যাগিং করুন।

  • @bkashrocket7341
    @bkashrocket7341 Рік тому +1

    আমার পিয়ারায় উপর দিয়ে কোনো কিছু দেখা যায় না কিন্তু ভিতরে পুকা কি করনিও আছে জানাবেন

    • @AnotherViewBD
      @AnotherViewBD  Рік тому +1

      ভিডিওতে এই সমস্যার কথাই বলা হয়েছে,পেয়ারা ছোট থাকতেই পলিথিন দিয়ে বাঁধতে হবে।

  • @mohammedeyashin3885
    @mohammedeyashin3885 2 роки тому

    @khaled rasel

  • @mintosarker48
    @mintosarker48 Рік тому +1

    কথা শোনাবেন না বাদ্য শোনাবেন