কর্মসূত্রে বহুবার jagdalpur গিয়েছি এবং একাধিক বার চিত্রকট জলপ্রপাত দেখেছি। বর্ষার সময় এর রূপই আলাদা। সত্যিই ছোট নিয়াগ্রা। খুব ভালো ভিডিও করেছেন স্যার। আরও করুন। ভালো লাগছে।
একদম ঠিক বলেছেন । চিত্রকোট অসাধারণ । চেষ্টা করছি মাত্র । অনুগ্রহ করে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন । মতামত দেবেন । সম্ভব হলে একটু শেয়ার করবেন । ধন্যবাদ ।
কি সুন্দর উপস্থাপন। আপনার বর্তমানের ভিডিওতো দেখি। কিন্তু ইচ্ছে হলো আপনার প্রথম ভ্লগটি দেখবো। শুরুতে আপনি কেমন ছিলেন! দেখলাম দারুন লাগলো। প্রেরণা পেলাম।
Darun Laglo dekhe Dada.... 2004 Giye chilam sei sab smriti tatka hoye galo.... Tabe sei samay Chitrkoot waterfall er pashe resort ta hoi ni.... Khub valo laglo.... R O besi kore valo laglo anek din por apnar video dekhe. Valo Thakben 🙏
অনেক ধন্যবাদ । আমি একেবারেই নতুন । চেষ্টা করছি মাত্র । আমার অন্যান্য কাজগুলোও দেখবেন ও মতামত জানাবেন । সম্ভব হলে পরিচিত মানুষদের মধ্যে একটু শেয়ার করবেন ।
DANTESWARI MATA r mandir Darshan koranor jonne anek dhonnyobad Dada..ami giyechilam ek election er agee,,jaowar ageer din temple er area te Maoist attack,explosion hoy .Amar chele sathe chilo tai visit korte parini .
Dada jagdalpur sanghe Dantewada aslam ghurte du din thaklam ki asadharon laglo dada nature eto sundor ki bhave ghorar video share korbo apnar sanghe bolben.
1976 ey chirokut ,thilothghad. water falls dekhechilam tar Sathe dekhechilam kutumashwar cave ajj jhokhon appner video ti dekhchi purono anek sriti mone podchilio. Thank you for your nice presentation.
Kutumswar cave , inside Kangerghati national park, has no artificial lighting arrangements insider,,so it is more adventurous and thriller to me ,I think to everyone also. Local tribal people went inside on a particular day to worship .
video ta dekhlam khuje bar kore...mukh haa hoye jawar jogar...eto eto eto jol...bhaba jayna..eta boro TV te abar dekhtei hobe...tobe bishal baparta aro bhalo feel korbo...boat e kore waterfall er samne gechilen??? bhaba jayna..ratreo gechilen waterfall dekhte?? tirathgarh waterfall tao khubi sundar...tirathgarh beautiful but chitrakut powerful
Anindya da darun.......details information diyechen.....darun laglo. one question ...kothai Night stay kora bhalo Jagdalpur naki Chitrokot...ektu bolben please.
এইরকম একটা সম্বৃদ্ধ মতামত পেলে মনে হয় পরিশ্রম করে কাজ করা সার্থক । সম্ভব হলে সমমনস্ক মানুষদের সাথে শেয়ার কোরো । আর অন্যান্য কাজগুলোও দেখে মতামত দিও । আবারও ধন্যবাদ ।
সেরা সেরা। প্রকৃতি ও ভাষার মেলবন্ধন অনবদ্য যাহা এই ভিডিওকে অন্য মাত্রা দিয়েছে। তবে আমি অবাক 8 মাসের ভিউ দেখে। @explorer Shivaji দা কে বলবো এনর জন্য একটু রেকমেন্ড করুন।
নমষ্কার অাংকেল। অামি তারেক। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বলছি। অাপনার ভ্রমণ ভিডিওগুলো খুব ভালো লাগে, প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধর্ম সংক্রান্ত অনেক বিষয় জানতে পারি
@@pallabikarmakar7182 ভিডিও-এর description box-এ সব কিছু বিশদভাবে দেওয়া আছে । দয়া করে একটু ধৈর্য ধরে দেখে নেবেন । তারপরও কিছু জানার থাকলে আমাকে ই মেইল করতে পারেন । Description এর নীচে মেল আইডি দেওয়া আছে ।
ভীষণ সুন্দর আর Informative Post - দাদা একটা কথা জানতে চাই , আশাকরি উত্তর পাবো - চিত্রকূট এ Dandami Resort এ দুদিনের জন্য থেকে কি পুরো Jagdalpur ঘোরা ভালো না কি একদিন Jagdalpur এ থেকে কিছু sight seeing করে আর একদিন চিত্রকূট এর জন্য রাখা ভালো ? আর একটা প্রশ্ন ছিল যার উত্তর পেলে বাধিত থাকবো - Vizag থেকে কি Araku ঘুরে নেওয়া ভালো না কি Araku তে একদিন থাকা উচিত - আপনার মতামত এর অপেক্ষাতে রইলাম - ভালো থাকবেন , ধন্যবাদ ।
আপনি যদি স্টেশনের কাছে একটি হোটেল নেন, তাহলে সকালবেলায় বেরিয়ে একটা গাড়ি নিয়ে প্রথমে চিত্রকোট দেখে জগদলপুর ফিরে এসে লাঞ্চ করে তারপর অন্যান্য জায়গায় লাঞ্চের পরে দেখতে পারেন । আর যদি আপনি দন্ডামি রিসর্টে থাকেন তাহলে চিত্রকোটের শোভা আরও বেশি উপভোগ করতে পারবেন । বোটিং করা, রাতের বেলায় চিত্রকোট দেখা এগুলো খুব ভালো লাগবে । ভাইজাক থেকে আরাকু আপনি একটা গাড়ি নিয়ে দিনে দিনে ঘুরে আসতে পারেন । কিন্তু যদি ভাইজ্যাক থেকে ভিস্টাডোম কোচে গিয়ে যাত্রাপথে পূর্বঘাট পর্বতের শোভা উপভোগ করতে চান তাহলে আপনাকে আরাকুতে একটা রাত থাকতে হবে ।
অনবদ্য হয়েছে। এত ভালো ইনফোরমেটিভ ট্রাভেলগ কমই দেখেছি। আরও ভিডিও চাই।
Thank You, চেষ্টা করবো ভালো কাজ করার ।
Marvellous video! Thank you for showing me
শিবাজি দা👍
@@AnindyasTravelogueekhon jagldapur theke direct train ache ekhon
Thik
আপনার বর্ণনার ভঙ্গিমা সাহিত্য সমৃদ্ধ এবং তথ্য সমৃদ্ধ সেইসঙ্গে খুব রূচিশীল উপস্থাপনা। ধন্যবাদ।
"ভারতের নায়াগ্রা" এক কথায় প্রকাশ করো।
এগুলো "এককথায় প্রকাশ" হয় না । এগুলি উপমান -উপমেয় সম্পর্ক।
অনেক ব্লগ দেখেছি কিন্তু আপনার মত ভাষ্যের শব্দ বিন্যাস কখনো শুনিনি। খুব সুন্দর ।
অনেক ধন্যবাদ 🙏
প্রথম সিনেই আমার নাম, আরিব্বাস।
Most welcome boss.
অপূর্ব। আপনার বিবরণ ভঙ্গিমা অসাধারণ। না দেখেও যেনো স্পর্শ করা করা যায়।অনেক ধন্যবাদ।
দারুন হয়েছে ভিডিও টি ❤️❤️❤️
(Pranab Traveller's)
ki je valo laglo purono video dekhe...... 😍😍chitrakote ek kothay oshadharon....
অনেক ধন্যবাদ 🙏
Your vdo is superb quality and most mindgroing
Thanks for information ❤
wonderful, experience, thankyou for your valuable experience
It's my pleasure.
Amazingly captured the scenic beauty
ভাল লাগল আপনার ভিডিও। ধন্যবাদ।
Darun dekhte lagche, apnar uposthapona anobdhy, thanks
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
❤❤❤❤❤Khub Sundor hoyeche
আমার ভীষন যাবার ইচ্ছা আছে কি হয় দেখা যাক। ভিডিও টি অনবদ্য।
ধন্যবাদ 🙏
গত বর্ষায় ঘুরে এলাম, অসাধারণ জায়গা বিশেষ করে তিরথগড় জলপ্রপাত,যেন মনে হচ্ছে স্বর্গ থেকে মন্দাকিনী মর্তধামে নেমে আসছে।
দাদা দারুন ভিডিো ছিলো
কর্মসূত্রে বহুবার jagdalpur গিয়েছি এবং একাধিক বার চিত্রকট জলপ্রপাত দেখেছি। বর্ষার সময় এর রূপই আলাদা।
সত্যিই ছোট নিয়াগ্রা।
খুব ভালো ভিডিও করেছেন স্যার।
আরও করুন। ভালো লাগছে।
একদম ঠিক বলেছেন । চিত্রকোট অসাধারণ । চেষ্টা করছি মাত্র । অনুগ্রহ করে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন । মতামত দেবেন । সম্ভব হলে একটু শেয়ার করবেন । ধন্যবাদ ।
খুবই ভালো কাজ।
শুভেচ্ছা জানবেন।
অনেক ধন্যবাদ 🙏 ভালো থাকবেন ❤️
আপনার কোথাও যাওয়ার আগে পড়াশোনা অনবদ্য ৷ আর পরিবেশনা মুগ্ধ করে ৷
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
অসাধারণ ভিডিওটা হয়েছে
Khub Sundor ❤❤❤❤
অপূর্ব সাহিত্য গুণ সমৃদ্ধ চমৎকার ধারাভাষ্য।
🙏🙏
Khub Sundor video ta sir. Khub vlo laglo
অসাধারণ ভিডিও। যেমন ভাষ্য তেমন ভিডিওগ্রাফি। কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করবো বুঝতে পারছি না। চালিয়ে যান দাদা।
Thank you . আপনারা সাথে আছেন এটাই ভরসা ।
Ami dekhechi .. Asadharon..Ami Jagdalpur A chilam ...
অপূর্ব সুন্দর।
কি সুন্দর উপস্থাপন। আপনার বর্তমানের ভিডিওতো দেখি। কিন্তু ইচ্ছে হলো আপনার প্রথম ভ্লগটি দেখবো। শুরুতে আপনি কেমন ছিলেন! দেখলাম দারুন লাগলো। প্রেরণা পেলাম।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Darun. Khub valo laglo. 👌👌
অনেক ধন্যবাদ 🙏
Sera hoyeche dada
ছত্রিশগড়ের ভ্রমনের ভিডিও দেখলাম খুব ভালো লাগলো দাদা। ছত্রিশগড়ের চিত্র কোটফলস,টিটাগড় ফলস,মেন্দ্রী ফলস এবং তাম্রা ফলস দেখে আমার মন ভরে গেল। ধন্যবাদ দাদা।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ । 🙏🙏❤️❤️
Nice informative video.
আমি অনেকদিন পরে দেখলাম
অনবদ্য অপূর্ব যেমনি প্রকৃতির দান তিনি সমৃদ্ধ হয়ে ছড়িয়ে আছেন তেমনি দাদা আপনার ভীষন ভালো উপস্থাপনা মন ভরে গেলো ।
অপূর্ব দৃশ্য ও গ্রন্থনায় এক অপূর্ব মেলবন্ধন । মন ভরে গেলো।
🙏
অসংখ্য ধন্যবাদ 🙏
Darun Laglo dekhe Dada.... 2004 Giye chilam sei sab smriti tatka hoye galo.... Tabe sei samay Chitrkoot waterfall er pashe resort ta hoi ni....
Khub valo laglo.... R O besi kore valo laglo anek din por apnar video dekhe. Valo Thakben 🙏
আপনাকেও অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ । আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি । সঙ্গে থাকবেন ।
অসম্ভব সুন্দর পরিবেশনা
খুব ভালো লাগলো স্যার
আর শিবাজী দা আমার খুব পছন্দের youtuber
ওঃ আনেকদিন পর অবশেষে ইউটিউবে দেখা ? ভাবাই যায় না । Thanks for your comment. ভালো আছিস তো ? তোর বন্ধুদেরকেও দেখাস । শিবাজীকে তোর comment টাও forward করলাম ।
@@AnindyasTravelogue অবশ্যই সবাই কে দেখাবো স্যার
সত্যি আপনার সাথে অনেক দিন দেখা হয়না
ভালো থাকবেন স্যার
Dada chalie jan good video
Khub e sundar,ami o 1995 e gechi,ami kutumsur guha te o geyechilam
Wonderful experience 😍
Excellent , very informative 👌
Thank you 😊😍
অসাধারণ , অতুলনীয় বণর্না।।
ধন্যবাদ 🙏
ধারাভাষ্য এক কথায় চমৎকার!
অনবদ্য।very informative.
Thank you.
excellent
খুব ভাল লাগল, শিবাজীদার vlog থেকে রেফারেন্স পেয়ে আপনার vlog এর খোঁজ পেলাম। খুব enjoy করলাম। আরও ভিডিওর অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ । আমি একেবারেই নতুন । চেষ্টা করছি মাত্র । আমার অন্যান্য কাজগুলোও দেখবেন ও মতামত জানাবেন । সম্ভব হলে পরিচিত মানুষদের মধ্যে একটু শেয়ার করবেন ।
Apurbo upossthapona
অপূর্ব সুন্দর বর্ণনা, ধন্যবাদ।
অনেক ধন্যবাদ 🙏
khub valo... refreshing .
Thanks ❤️
অসাধারণ প্রাকৃতিক বর্ণনা অনবদ্য।
So beautiful photography & description.. খুব ভালো লাগলো। 🙏💕ধন্যবাদ! আবারও হবে তো দেখা।।
অনেক ধন্যবাদ আপনাকে 🌹
Darun apnar video gulo 👌
Thank you.
In addition, you should have visited the Danteswari Temple at Dantewada, 80 km south of Jagdalpur.
Khub valo dada..apnar information...
অনেক ধন্যবাদ ।🙏🙏
দারুন লাগলো।অনেক ধন্যবাদ
ধন্যবাদ 🙏
Nice ❤❤❤❤
সুপ্রভাত 🌷
একদিন আসুন কথা আছে/ হ’বে 😅
গত সপ্তাহেই গিয়েছিলাম । আপনাদের কারো সাথে দেখা হলো না । অবশ্যই আবার যাবো ।
আহা, কি দেখিলাম আর শুনিলাম!! যা দেখালেন, তাতে কোনদিন না যাবার দুঃখ আর রইল না।
খুব ভাল লাগল
DANTESWARI MATA r mandir Darshan koranor jonne anek dhonnyobad Dada..ami giyechilam ek election er agee,,jaowar ageer din temple er area te Maoist attack,explosion hoy .Amar chele sathe chilo tai visit korte parini .
সেই সময়কার অবস্থা নিউজে শুনেছিলাম ।
Great
এক কথায় অসাধারণ। বাকিটা ব্যক্তিগত...😍
ভ্রমণের ব্যক্তিগত আনন্দকে বহু-র মাঝে ছড়িয়ে দিতেই আমার এই প্রচেষ্টা । এ এক অন্যরকমের অচেনার আনন্দ ।
ঊপস্থাপানা খুব ভাল।😊
Osadharon narration r videography. Opurbo. Dekhe jete ichche korbei. 💚💚
অনেক ধন্যবাদ । সত্যিই খুব সুন্দর spot. ভাইজ্যাক গেলে সেখান থেকে ঘুরে আসুন । সঙ্গে থাকবেন ।
2013 তে গিয়েছিলাম । দারুন জায়গা ।
একেবারে ঠিক ।👍
besh valo laglo
Wow😮😮😮
এক কথায় চমৎকার
ধন্যবাদ 🙏
Khub sundor apnar commentary, unlike many other vloggers nowadays.
ধন্যবাদ 🙏 অনুগ্ৰহ করে আমার অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 😊
Khub sundor
Dada jagdalpur sanghe Dantewada aslam ghurte du din thaklam ki asadharon laglo dada nature eto sundor ki bhave ghorar video share korbo apnar sanghe bolben.
🥰🥰
Nice video
Excellent description khub valo laglo
যদি সত্যিই ভালো লাগে, তবে অনুগ্ৰহ করে যারা বেড়াতে ভালোবাসেন তাদের মধ্যে একটু শেয়ার করবেন 🙏🙏
Apurbo bornona
1976 ey chirokut ,thilothghad. water falls dekhechilam tar Sathe dekhechilam kutumashwar cave ajj jhokhon appner video ti dekhchi purono anek sriti mone podchilio. Thank you for your nice presentation.
অনেক ধন্যবাদ ।🙏 কিন্তু আমার দূর্ভাগ্য আমি কুটুমসরে নামতে পারিনি । গুহার মধ্যে জলে ভরা ছিল ।
Kutumswar cave , inside Kangerghati national park, has no artificial lighting arrangements insider,,so it is more adventurous and thriller to me ,I think to everyone also. Local tribal people went inside on a particular day to worship .
অপূর্ব ভিডিও
অনেক ধন্যবাদ ।
Excellent video.Intricately jebhabe bolechen o aapner dharabashyer to kono tulona hoi na.Aapni jodi anchor hoten khub nam korte parten.
অনেক ধন্যবাদ 🙏
স্যার
দারুন লাগল আপনার সম্পূর্ণ তথ্য দিয়ে ভ্রমণ বর্ণনা।
আমি ওই মা আছি দক্ষিণ এর এক জায়গায় আছি।
শুভেচ্ছা রইল।
Thank you 😊
Ami achi eikhane Dada Jagdalpur e 5y holo
video ta dekhlam khuje bar kore...mukh haa hoye jawar jogar...eto eto eto jol...bhaba jayna..eta boro TV te abar dekhtei hobe...tobe bishal baparta aro bhalo feel korbo...boat e kore waterfall er samne gechilen??? bhaba jayna..ratreo gechilen waterfall dekhte?? tirathgarh waterfall tao khubi sundar...tirathgarh beautiful but chitrakut powerful
আমি আপনাকে বলেছিলাম, ভিডিওটা দেখবেন ভালো লাগবে ।
অসাধারণ দাদা
Darun laglo sir
Thanks 😊
Amazing
Anindya da darun.......details information diyechen.....darun laglo. one question ...kothai Night stay kora bhalo Jagdalpur naki Chitrokot...ektu bolben please.
যেকোনো জায়গাতেই করতে পারেন ।
খুব সুন্দর লাগলো, ধন্যবাদ।
🙏🙏
Khub bhalo laglo, uncle!! Kichhu frame shotti-i opurbo 😃
Thank you. বন্ধুদের দেখিও । কেমন লাগলো জানাতে বোলো ।
nice
Very good
Thank you.🙏❤️
Editing videography r voice darun.. anindyo da r o new kichu pabar ashai roilam..
এইরকম একটা সম্বৃদ্ধ মতামত পেলে মনে হয় পরিশ্রম করে কাজ করা সার্থক । সম্ভব হলে সমমনস্ক মানুষদের সাথে শেয়ার কোরো । আর অন্যান্য কাজগুলোও দেখে মতামত দিও । আবারও ধন্যবাদ ।
সেরা সেরা। প্রকৃতি ও ভাষার মেলবন্ধন অনবদ্য যাহা এই ভিডিওকে অন্য মাত্রা দিয়েছে। তবে আমি অবাক 8 মাসের ভিউ দেখে। @explorer Shivaji দা কে বলবো এনর জন্য একটু রেকমেন্ড করুন।
অনেক ধন্যবাদ । 🙏 🙏 আমার অন্য কাজগুলোও সময় করে দেখবেন । কেমন লাগলো জানাবেন ।🙏
অসম্ভব সুন্দর স্যার।🙂
Thank you.
aar Araku theke kibhabe jabo jagdalpur ? by train or by car / bus
ভিডিওতে বলা আছে ।
নমষ্কার অাংকেল। অামি তারেক। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বলছি। অাপনার ভ্রমণ ভিডিওগুলো খুব ভালো লাগে, প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধর্ম সংক্রান্ত অনেক বিষয় জানতে পারি
অনেক ভালোবাসা নিও ❤️ তোমার লেখাটা পড়ে খুব ভালো লাগলো । প্রকৃত ভ্রমন প্রিয় মানুষের দৃষ্টি তোমার লেখার মধ্যে ফুটে উঠেছে । ভালো থেকো । সুখে থেকো ।
Boating Banda thake kon season Tay?? Ektu bolle help hoy
Description box এ ওখানকার রিসোর্ট এর ফোন নাম্বার দেওয়া আছে । আমি অনেক বছর আগে গিয়েছিলাম । আপনি ফোন করে নিলে একেবারে সাম্প্রতিক তথ্য পাবেন ।
Annidoda eta miss kore felechilam, aj deklam, ak kothai appurbo sob water false,
এখানে আমার আরো একবার যাওয়ার ইচ্ছা আছে ।
Valo Thakben Sir
❤️😊❤️
Aami 2 years chilam bailadila kirandul e tokhon ei shob jayega ghure chilam
Amazing 💕💕❤️❤️
Thanks.
Sir per head kmn khorcha jodi bolten valo hoto
@@pallabikarmakar7182 ভিডিও-এর description box-এ সব কিছু বিশদভাবে দেওয়া আছে । দয়া করে একটু ধৈর্য ধরে দেখে নেবেন । তারপরও কিছু জানার থাকলে আমাকে ই মেইল করতে পারেন । Description এর নীচে মেল আইডি দেওয়া আছে ।
Apni kon mase gachilen?? Ektu bolben plzzz.
September, 2019
Darun
ধন্যবাদ ।
অপূর্ব সুন্দর একটা জায়গার ভিডিও দেখলাম। ধারাভাস্য খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা।
অসংখ্য ধন্যবাদ । আপনার মন্তব্য পড়ে খুব উৎসাহ পেলাম ।🙏🙏
Good
ভিডিওটা দেখলাম। সব মিলিয়ে অনন্যসাধারণ লেগেছে। এই বছর tour plan করা কি ঠিক হবে?
হ্যাঁ, plan করতেই পারেন । ওইসব জায়গায় একেবারে ফাঁকা । লোকজন খুব কম ।
@@AnindyasTravelogue ধন্যবাদ
ভীষণ সুন্দর আর Informative Post - দাদা একটা কথা জানতে চাই , আশাকরি উত্তর পাবো - চিত্রকূট এ Dandami Resort এ দুদিনের জন্য থেকে কি পুরো Jagdalpur ঘোরা ভালো না কি একদিন Jagdalpur এ থেকে কিছু sight seeing করে আর একদিন চিত্রকূট এর জন্য রাখা ভালো ? আর একটা প্রশ্ন ছিল যার উত্তর পেলে বাধিত থাকবো - Vizag থেকে কি Araku ঘুরে নেওয়া ভালো না কি Araku তে একদিন থাকা উচিত - আপনার মতামত এর অপেক্ষাতে রইলাম - ভালো থাকবেন , ধন্যবাদ ।
আপনি যদি স্টেশনের কাছে একটি হোটেল নেন, তাহলে সকালবেলায় বেরিয়ে একটা গাড়ি নিয়ে প্রথমে চিত্রকোট দেখে জগদলপুর ফিরে এসে লাঞ্চ করে তারপর অন্যান্য জায়গায় লাঞ্চের পরে দেখতে পারেন । আর যদি আপনি দন্ডামি রিসর্টে থাকেন তাহলে চিত্রকোটের শোভা আরও বেশি উপভোগ করতে পারবেন । বোটিং করা, রাতের বেলায় চিত্রকোট দেখা এগুলো খুব ভালো লাগবে ।
ভাইজাক থেকে আরাকু আপনি একটা গাড়ি নিয়ে দিনে দিনে ঘুরে আসতে পারেন । কিন্তু যদি ভাইজ্যাক থেকে ভিস্টাডোম কোচে গিয়ে যাত্রাপথে পূর্বঘাট পর্বতের শোভা উপভোগ করতে চান তাহলে আপনাকে আরাকুতে একটা রাত থাকতে হবে ।