সালামুন আলাইকুম, আপনার দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে কামনা করছি দেশের উপকার করতে আল্লাহ আপনার আরও বেশি তৌফিক দান করুক। স্যার আমি চাল, চিনি ও লবন মিক্সচার আপনার দেখানো অনুযায়ী ৭ দিন রাখার পর ভুল করে তার সাথে ১ লিটার মোলাসেস যুক্ত করে ২ দিন রেখে ১৮ লিটার পানিতে মিশিয়েছি। এতে আমার প্রোবায়োটিক তৈরিতে কোনো সমস্যা হবে কী? জানালে উপকৃত হব।
স্যার প্রবায়োটিক তৈরিতে আপনার দুই ভিডিওতে দুই রকম দেখলাম এখানে দেখলাম পানি 1 লিটার আতব চাউল 100 গ্রাম চিনি 30 গ্রাম ও লবন 10 গ্রাম। টেনিং করানো এক ভিডিওতে দেখলাম চাউল 250 গ্রাম পানি 500 Ml চিনি 30 গ্রাম লবন 10 গ্রাম। এখন আমার প্রশ্ন হলো আমি কোন টি ফলো করব। জবাব দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ
এ রকম প্রোবায়োটিকে শুধুমাত্র বিসিলেস গ্রুপের কিছু অনুজীব তৈরী হবে। তা দিয়ে বায়োফ্লকে মাছ চাষ করা সম্ভব নয়। বাজারে SK+F এর পন্ড কেয়ার প্রোবায়োটিক পাওয়া যায়, সেটি ব্যবহার করেন। অথবা ইন্ডিয়ান ইভারপ্রেস প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন।
সাধারণত পুকুর বা নদীর পানিতে জীবাণু থাকে। তাই মাছ চাষের আগে ঐ পানি এন্টিবায়োটিক (প্রতি হাজার লিটারে কতগ্রাম ব্যবহার করতে হবে এন্টিবায়োটিকের প্যাকেটে উল্লেখ থাকে) দিয়ে বিশুদ্ধ করে নিতে হবে। সাধারণত এন্টিবায়োটিকের কার্যক্ষমতা থাকে ৪৮ ঘন্টা বা দুদিন। প্যাকেটের গায়ে দেখে নিবেন কত ঘন্টা কার্যক্ষমতা থাকে.... এন্টিবায়োটিক এর কার্যক্ষমতা অর্থাৎ ৪৮(+-) সময় পর আপনার পানি জীবাণুমুক্ত হয়ে যাবে। এতে মাছ চাষ করতে পারবেন। তবে বায়োফ্লকের জন্য আয়রণমুক্ত বা কম আয়রণ আছে এমন টিউবওয়েল বা সেলোর পানি ব্যবহার করা উত্তম। কারণ বাজারে প্রাপ্ত এন্টিবায়োটিক মূল্য বেশি।
অসাধারণ একটি উপস্থাপন বায়োফ্লকের জন্য । এই ভিডিও টি থেকে আমি অনেক সমৃদ্ধ হয়েছি । ধন্যবাদ আপনাকে ।
Good
nice
Thanks sir
It will be great if you write required material and process in description
সালামুন আলাইকুম,
আপনার দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে কামনা করছি দেশের উপকার করতে আল্লাহ আপনার আরও বেশি তৌফিক দান করুক। স্যার আমি চাল, চিনি ও লবন মিক্সচার আপনার দেখানো অনুযায়ী ৭ দিন রাখার পর ভুল করে তার সাথে ১ লিটার মোলাসেস যুক্ত করে ২ দিন রেখে ১৮ লিটার পানিতে মিশিয়েছি। এতে আমার প্রোবায়োটিক তৈরিতে কোনো সমস্যা হবে কী? জানালে উপকৃত হব।
কামাল সাহেব আপনি কমেন্ট গলো দেখেন? দর্শক কি চায়।
এই পদ্ধতি পুকুরের জন্য প্রযোজ্য হবে কি?
স্যার প্রবায়োটিক তৈরিতে আপনার দুই ভিডিওতে দুই রকম দেখলাম এখানে দেখলাম পানি 1 লিটার আতব চাউল 100 গ্রাম চিনি 30 গ্রাম ও লবন 10 গ্রাম। টেনিং করানো এক ভিডিওতে দেখলাম চাউল 250 গ্রাম পানি 500 Ml চিনি 30 গ্রাম লবন 10 গ্রাম। এখন আমার প্রশ্ন হলো আমি কোন টি ফলো করব। জবাব দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ
Please make videos in Hindi
বলছিলাম স্যার আপনাকে সর্বপ্রথম অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই বলছি 10 হাজার লিটার ট্যাংকের এর জন্য কত লিটার আপনার শিখানো প্রোবায়োটিক ইউজ করব বলবেন
স্যার! অনেকে দুধ মিশিয়েও প্রোবায়টি তৈরি করছে। আসলে দুধ লাগবে কি না, সেটা স্পষ্ট করে দিবেন আশা রাখি
Ei probiotic diye ki suru theke flok produce kora possible???
Sir
Ai misron ki pukure bebohar kora jete pare ki ? Jodi hoi tahole ki babe plz explain
কমেন্ট পড়লাম।আমি হতাশ😂
স্যার অসংখ্য ধন্যবাদ, স্যার এমন ভাবে প্রোবায়োটিকস তৈরি করলে নাকি গরুর দুধ দিতে হয়
এ রকম প্রোবায়োটিকে শুধুমাত্র বিসিলেস গ্রুপের কিছু অনুজীব তৈরী হবে। তা দিয়ে বায়োফ্লকে মাছ চাষ করা সম্ভব নয়। বাজারে SK+F এর পন্ড কেয়ার প্রোবায়োটিক পাওয়া যায়, সেটি ব্যবহার করেন। অথবা ইন্ডিয়ান ইভারপ্রেস প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন।
প্রোবায়োটিক কি পরিমাণে ট্যাংক এ দিতে হয় ও কতদিন পর পর দিতে হয়?
তেলাপিয়ার জন্য কোম প্রোবায়োটিক বেশি ভাল?
এক বিডিওডে স্যার বললেন একলিটার পানির সাথে ৩ লিটার মোলাসিজ! এখানে বলেন ১ লিটারের সাথে ১ লিটার!
Sir organic sugar na pele ki emni amra je sugar bebohar kori , seti bebohar kora jai ?
মোলাসেস এক লিটার কিভাবে হবে? মোলাসেস তো গ্রাম হিসেবে মাপতে হবে। এক লিটার পানিতে কত গ্রাম মোলাসেস দিতে হবে?
স্যার ভিডিওতে এক্সট্রা মিউজিক দিয়েন না।
স্যার টেংকে কতলিটারে কতটুকু প্রোবায়ুটিক ব্যবহার করব, যদি একটু ডিটপইলস বলতেন?
টেংকে কত দিনপৰেপৰে কি বাবে দিব
স্যার আমার একটি বিষয়ে জানার ছিলো পুকুরের পানি অথবা খালের পানি দিয়ে কি বায়োফ্লক মাছ চাস করা যাবেকিনা।
করা যাবে। তবে আগে পানি বিশুদ্ধ করে নিতে হবে।
অনেক ধন্যবাদ স্যার কিন্তু পানিটা কিভাবে বিশুদ্ধ করতে হবে জানালে খুবই উপকৃত হব।
সাধারণত পুকুর বা নদীর পানিতে জীবাণু থাকে। তাই মাছ চাষের আগে ঐ পানি এন্টিবায়োটিক (প্রতি হাজার লিটারে কতগ্রাম ব্যবহার করতে হবে এন্টিবায়োটিকের প্যাকেটে উল্লেখ থাকে) দিয়ে বিশুদ্ধ করে নিতে হবে। সাধারণত এন্টিবায়োটিকের কার্যক্ষমতা থাকে ৪৮ ঘন্টা বা দুদিন। প্যাকেটের গায়ে দেখে নিবেন কত ঘন্টা কার্যক্ষমতা থাকে....
এন্টিবায়োটিক এর কার্যক্ষমতা অর্থাৎ ৪৮(+-) সময় পর আপনার পানি জীবাণুমুক্ত হয়ে যাবে। এতে মাছ চাষ করতে পারবেন।
তবে বায়োফ্লকের জন্য আয়রণমুক্ত বা কম আয়রণ আছে এমন টিউবওয়েল বা সেলোর পানি ব্যবহার করা উত্তম। কারণ বাজারে প্রাপ্ত এন্টিবায়োটিক মূল্য বেশি।
Background noise ta kbub beshi
English subtitles please
What bacteria are contained in the made probiotic?
স্যার ,কত লিটারে কি পরিমান ব্যাবহার করব?
Music ta deyar kono dorkar e silo na
Does it work Dr?
দশ হাজারে কি পরিমান দিবো
প্রোবায়োটিক প্রতিদিন কত টুকু করে দেবো?
নতুন ভিডিও চাই।
english subtitle please.....
আপনার বানানো প্রোবাইটিক টেংকে কি ভাবে ব্যাবহার করতে হয়
Hello Sir! I'm your fan.
Sir 1000ltr water er jnney eta koto tuku use korbo?
স্যার আপনার সাথে কি দেখা কারা যাবে।
আমি আপনার সাথে দেখা করতে চাই....
Sir মোলাসেস Bollen Ata k & Koi pabo?
চিটাগুড়
চিটাগুড়
No English subs?
Sir many many thanks, sir video quality is very low.
পোস্টকারী ভিশন ব্যাস্ত ট্রেনিং ব্যবসা নিয়ে তাই কারো কমেন্ট এর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছেন না।
বানানো পোবাইটিক কতোদিনে ফোলক আসে
স্যার,আপনি কি এটাকে ল্যাবে পরীক্ষা করেছেন।
7 din e o botol er uporer chal sore nai how funny
গরুর দুধ লাগে না নি?
গরুর দুধ দেন নাই জে?
Loss project
Totally batpar