Це відео не доступне.
Перепрошуємо.

জগন্ময় মিত্র - চিঠি (তুমি আজ কত দূরে) | Jaganmoy Mitra - Chithi (Tumi Aaj Kato Durey)

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2017
  • দূরদর্শন সংগ্রহ থেকে। From the Doordarshan archives.

КОМЕНТАРІ • 316

  • @skbiswas1452
    @skbiswas1452 5 місяців тому +15

    ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী জগন্ময় মিত্রের গাওয়া অসাধারণ এক কালজয়ী স্মরণীয় বাংলা গান!
    প্রিয় শিল্পী কিংবদন্তি জগন্ময় মিত্র এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।❤️🙏

  • @mdhasanuzzaman7918
    @mdhasanuzzaman7918 3 роки тому +9

    ১৯৪৮সালে আমার পিতার Collection gramophone record,
    এখনও মাঝে মাঝে Gramophone এ
    বাজিয়ে এই গানটা শুনি,শিল্পীর প্রতি শতকোটি সন্মান রইলো🙇🏻‍♂️

  • @enamulhoquebhuiyan
    @enamulhoquebhuiyan 4 роки тому +55

    আহা! আমাদের সৌভাগ্য যে, চিঠির যুগে জন্মেছিলাম!

  • @debasischottopadhyay6779
    @debasischottopadhyay6779 4 роки тому +31

    অভাবনীয়, অনবদ্য, মর্মস্পর্শী, এতো গান নয়,এ যেন হৃদয়ের না বলা কথা ।এর অনুরণন থেকে যাবে চিরকাল ।সুরকার ও গীতিকারকে প্রণাম ।

  • @abulkalamishurdy
    @abulkalamishurdy 3 роки тому +34

    চোখে পানি এসে গেল। কি কথা! কি সুর! আর কি মধুমাখা কণ্ঠ!

  • @shyamalde3570
    @shyamalde3570 4 роки тому +9

    এই গান সম্পর্কে কোনো মন্তব্য করা একটা অসম্ভব কাজ। শুধু মনে হয় বাবা-মায়ের এই গানটির প্রতি ভালোবাসার মধ্যেই , আমরাও মনের অন্তঃস্থলে এই গানকে সংপৃক্ত করে ফেলেছি। শিল্পী কে দেখিনি, কিন্তু দূর দর্শন এর মাধ্যমে এই সুযোগ পেয়ে শিল্পীর গান এবং গানের পিছনে তার ভাবনা দরদ এগুলো একাকার হয়ে গেছে। ওনার মতো মহাপুরুষ কে শ্রদ্ধা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে।
    দূর দর্শনে ' মেনেছি গো হার মেনেছি' ওনার কণ্ঠে শুনেছি, archive থেকে upload করলে ভালো হয়।

  • @jahidiqbal2766
    @jahidiqbal2766 3 роки тому +12

    হে শিল্পী,তুমি আজ কত দূরে?আবার এসো,তোমার সুরে আবেগে ভাসিয়ে নাও।

  • @maynulahmedmaynulahmedkhan9583
    @maynulahmedmaynulahmedkhan9583 4 роки тому +6

    হাজারো শ্রদ্ধা যানাই। আমার জিবনের সেষ্ঠ গান। সত্যিই ছুটে যেতে ইচ্ছা করে সেই দিনগুলোতে

  • @greenlife8514
    @greenlife8514 4 роки тому +46

    ৩৫/৪০ বছর আগে কৈশোরে এরকম কত গানই না শুনেছি ক্যাসেটে। আসলে এসব ক্লাসিক গান বাবা মা শুনলে ছোটবেলায় সন্তানের মধ্যেও এরকম গানের স্বাদ তৈরী হয়ে যায়। যা আজও মুগ্ধ করে চলেছে আমাকে....

    • @mdabuwaheed1070
      @mdabuwaheed1070 4 роки тому

      বালক ব্বয়সের শিল্পীকে জীবনত দেখে ধম্য হলাম

    • @bulbultelecom3190
      @bulbultelecom3190 3 роки тому

      আমি একমত

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 3 роки тому

      Science. Amader. Amulya. Sampad. Samne. Ane. Dilo. Jara. Betare. Record. Koren. Tader. O. Pranam. Pranam. Jagadish. Chandra. Bosu. ... Betar. Taranga. Abishkarta. Sahasra. Koti. Pranam

  • @mobrukamonowar4458
    @mobrukamonowar4458 9 місяців тому +2

    এসব মহানক্ষত্রদের কোন বিকল্প হয়না, হতেও নেই । কতদিন দেখিনি তোমায় আর তুমি আজ কত দূরে গান দুটি এমন এক মার্গে পৌছে গেছে যেখানে আর কোন গান পৌছাতে পারবেনা ।

  • @kaziehsanul4356
    @kaziehsanul4356 3 роки тому +25

    ভারতকে ভালবাসি এই সমস্ত মহাগুনি শিল্পীদের কারনে।সংগীত আমার জীবনটাকে মধুর করে রেখেছে।

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 8 місяців тому +3

    চিঠি "" শব্দ টির expression গানটির মুখ্য - অলখে " প্রতিটি শব্দ / বানী র অভিব্যক্তি যা সকল সংগীতে ই থাকবে এক একটা অমৃত স্বাদ রাজভোগে) যা হৃদয়ে শান্তিতে আস্বাদিত - এভাবেই তো প্রকৃত সংগীতের জন্ম হয় ,, বা হওয়া উচিত গুরূদেব ! প্রনামন্তে

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 Рік тому +2

    🥀 আমি এই গান জন্ম থেকেই এই 70 বছর বয়সেও আজও শুনছি। আর হয়তো এরকম শিল্পী আসবে না।
    কিন্তু আমাদের সকলের মনো বীণায় এই গানের সুর চিরকাল একই ভাবে বাজতে থাকবে।
    🥀27.07.2023.

  • @pramathamajumder4871
    @pramathamajumder4871 2 місяці тому +8

    সবাই কি আর গান বোঝে!

  • @jhantusen6441
    @jhantusen6441 5 років тому +46

    অসাধারণ গান, প্রসংশার ভাষা রাখে না, গানটা শুনলে অতীতকে ফিরে পাই, আপনাকে অজস্র প্রনাম জানাই ।

  • @aleshwarroy2158
    @aleshwarroy2158 5 років тому +50

    উহ!এসব গান শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়।অসাধারণ কীর্তি।

  • @gitabanick360
    @gitabanick360 4 роки тому +23

    শ্রদ্ধা তে মাথা নত হলো।ভাষা নেই কিছু বলার।চোখ ভিজে এলো।

  • @nimaidebroy9345
    @nimaidebroy9345 4 роки тому +15

    শ্রদ্ধা তে মাতা নয় হয়।এসব শিল্পী অনেক উর্ধ্বে।

  • @mosharrofhossain3679
    @mosharrofhossain3679 2 місяці тому

    ঐতিহাসিক একটা গান
    হৃদয় ছুয়ে যাওয়া একটা গান।
    সারাজীবন ভালো লাগার মতো একটা গান।

  • @rkclassesofphysics34
    @rkclassesofphysics34 4 роки тому +11

    আমি এই গান শুনেছি ৪০-৪৫ বছর আগে আমার জ গলায়। এরা হলেন চিরস্নরনীয় কিংবদন্তি শিল্পী। বিনম্র প্রনাম।

  • @radhavinodbose8554
    @radhavinodbose8554 4 роки тому +8

    "Jato Likhe Jayee,Tobu Na Phuraye Chithi To Hoina Shesh`!" Jaganmoy Babu,equally very much popular in ourn out side Bangla,where he is known as"Jagmohan!"His non-Film Hindi Geet-Ghazals etc.still being enjoyed....All those singers,did come in contact of"Mallick Mosai",turned to immortality.. Jaganmoy Babu being,one among them! Thanks for the remarkable up load Sir!

  • @arishmays1415
    @arishmays1415 4 роки тому +43

    কি বলবো!! কি বলতে পারি!! মহাসমুদ্রের কাছে আমি যে সামান্য নুরী।
    তবু বলি অনবদ্য। হে সুর সম্রাট অবিরাম শ্রদ্ধা ভালোবাসা।

  • @banshibadanmukherjee4648
    @banshibadanmukherjee4648 4 роки тому +16

    আমার বাবার খুব প্রিয় গান ছিল এইটি। এখন বুঝতে পারি, শ্রদধা,শালিনতা- এই গুনগুলি ছিল তখনকার ব্যক্তিত্যের ভূষন।

  • @07rito
    @07rito 4 роки тому +9

    সত্যিই এই সোনার মানুষ গুলোকে হারিয়ে ফেলেছি।

  • @munirhossain6091
    @munirhossain6091 4 роки тому +10

    এগুলোই ছিলো অর্থ যুক্ত গান,
    এখন যেগুলো শুনি! জাস্ট ফান😥😥

    • @praptiroy3398
      @praptiroy3398 4 роки тому

      Akhn Kar gan to kukurer gheu gheu lage

    • @tareqkhan-cv3cq
      @tareqkhan-cv3cq 5 місяців тому

      এখনকার বেশির ভাগ গানই trash.

  • @mosharrofhossain3679
    @mosharrofhossain3679 2 місяці тому

    বাংলা ভাষাভাষী কোটি মানুষ কে এমন কালজয়ী একটা গান উপহার দেওয়ার জন্য গানের লেখক,সুরকার এবং গায়ক জগম্ময়মিত্র স্যার কে বিনম্র শ্রদ্ধা জানাই।

  • @mahidulislam5199
    @mahidulislam5199 3 роки тому +4

    অনেক দিন পর আমার প্রিয় গান শুনে খুব ভালো লাগল ।ধন্যবাদ ।

  • @prokashbaidya8966
    @prokashbaidya8966 5 років тому +26

    এই গানটা অনেক বার শুনেছি কিন্তু ওনাকে দেখি নাই, শিল্পীর কন্ঠে শুনে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ

    • @kazihelaluddin178
      @kazihelaluddin178 5 років тому +2

      This the one of the best Legendary song by Jaganmoy Mitra for his Melody voice.. Jaganmoy mitra Da..was one exceptional singer of of the world.

  • @bakulsarker4205
    @bakulsarker4205 3 роки тому +4

    Millions thanks who singing a song about 90 year's old man " which is heart touching our hearts thanks again .God bless you ..….....

    • @user-ld2di9wf9d
      @user-ld2di9wf9d 7 місяців тому

      He was then almost 80. Died in 2003 at the age of 84.

  • @bissojit8442
    @bissojit8442 4 роки тому +14

    কোটি কোটি প্রণাম
    আমার জিবনে শুনা শ্রেষ্ঠ গান ও শিল্পী

  • @user-jy4lj1oj8t
    @user-jy4lj1oj8t 2 роки тому

    কিসের যেন ! কার যেন ! কোথাকার যেন ! এমন আবেদন - উদাস করিয়া রাখে
    মন ছোটে তাহার পানে
    অবচেতন মন শুধু ই যাহারে খোঁজে ....

  • @anitadatta1303
    @anitadatta1303 4 роки тому +9

    অসাধারণ গায়নশৈলী অতুলনীয় কথা মনে জাগিয়ে তোলে অনুপম ভাব অনুভব ।

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 Рік тому

    আশৈসব আপনার শুনেছি ।এখনও শুনি ।আপনি একম এবং অদ্বিতীয়ম ।

  • @sandiphar3562
    @sandiphar3562 5 років тому +23

    আমার জীবনের সর্বশ্রেষ্ঠ গান ।দরদী কণ্ঠ আমাকে মোহিত করে ।

  • @subhassamanta6797
    @subhassamanta6797 2 місяці тому

    এই গান শুনলে গায়ে কাঁটা দেয়। চোখের জল বিনা বাধায় অবিরাম বৃষ্টির মতো পড়তে থাকে। মনে হয় কোথায় যেন হারিয়ে গেছি। এতটাই মর্মস্পর্শী এই গান যে এই গান শোনার পর মানুষ বাকরুদ্ধ হয়ে যায় এবং মনের শুদ্ধিকরণ হয়।

  • @rajibdeb5173
    @rajibdeb5173 5 років тому +9

    এই প্রথম শ্রদ্ধেয় শিল্পীর ভিডিও দেখে নিজেকে তার পদতলে সমর্পণ করতে ইচ্ছে করছে।

  • @krishnakantaghosh2994
    @krishnakantaghosh2994 5 місяців тому

    এই সব গান যতই শুনি মন কোথায় চলে যায়

  • @bablurao5540
    @bablurao5540 Рік тому +1

    THIS IS ONE OF ALL BEST SONGS . WE LISTENED TO HIM FROM OUR CHILDHOOD.WE CONSIDER HIM AS ONE OF THE BEST SINGERS OUR COUNTRY HAS EVER HAD.HE HAD MILLIONS OF FANS THEN WHEN THE TOTAL POPULATION WAS SUBSTANTIALLY LOWER.

  • @baidyabishnupada7073
    @baidyabishnupada7073 3 роки тому +1

    Pronam guru ji.
    I am very glad to see you. I listings first time your song 2010.Then , my age 14

  • @khalidmahamud7669
    @khalidmahamud7669 3 роки тому +1

    এগানটি কত শতবার শুনেছি তার ঠিক নাই।এখনো শুনি।আগে রেকডে শুনতাম এখন অন-লাইনে।।।

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 Рік тому +3

    অপূর্ব ।এনার বিকল্প হয় না । এই ক্ষণজন্ম শিল্পীকে শ্রদ্ধা ও প্রণাম জানাই ।

  • @mozammalhossain7713
    @mozammalhossain7713 2 місяці тому

    যেভাবে তিনি অমর সেভাবেই তার গানও অমর।তুলনাহীন সৃষ্টি। বর্ণনা করার ভাষা নেই।

  • @sksuman6203
    @sksuman6203 5 років тому +52

    অদ্ভূত ,অদ্বিতীয় গান তুমি আজ কত দূরে। জগন্ময় মিত্র এর বিখ্যাত গান।

  • @ginientertainment........4946

    অত্যন্ত সহজভাবে এত জটিল বিষয় কে বোঝালেন, অভাবনীয়।
    অনবদ্য।
    কত কিছু শিখলাম।
    গভীর শ্রদ্ধা নিবেদন করি।

  • @nasimabanu3845
    @nasimabanu3845 5 років тому +12

    ওহ এই গান গুলো আবার এযুগে হবে তো মিউজিক ছাড়া এখনো অম্লান কি আছে তা তে বারবার শুনতে ইচ্ছা করে

  • @rathichatterjee7553
    @rathichatterjee7553 8 днів тому

    Artists like you know how to radiate emotional rays through music - yours creation is no less than 'the song of cuckoo in farthest Hebrides' or ' the song of the lonely reaper in Scotland Valley' ( borrowed from Wordsworth's poem ). A divine power you do possess.

  • @P.Haque.9243
    @P.Haque.9243 Рік тому

    জ্ঞান হবার আগেই এই মহান শিল্পীর গান শুনেছি, আজই প্রথম দেখলাম।
    হায় 'সুর সাগর ' তুমি আজ কত দূরে!!!!

  • @biswajeetchatterjee1962
    @biswajeetchatterjee1962 3 роки тому

    আমার বাবার কাছ থেকে এই গানটার পরিচয় পেয়েছিলাম ,আজ যখন শুনি এবং বারে বারে শুনি জানিনা কেনো চোখে জল ভরে আসে ।

  • @beastgamers267
    @beastgamers267 Рік тому

    কোটি কোটি প্রনাম জানাই
    আমার বাবা ও মা এই গান গুলো
    খুব সুন্দর গাইতে।চোখে জল চলে আসে।

  • @mdazijurrahaman4212
    @mdazijurrahaman4212 3 роки тому +1

    যেখানে যে ভাব সেখানে তাই যোগ করে গেয়েছেন ওনাদের মতো আর কেউ গায়তে পারবে না

  • @srikantachatterjee6648
    @srikantachatterjee6648 4 місяці тому

    Aamar praner shilpi. Asankho pranaam.. Aapnar gaan aatma ke sharso kare.

  • @milonkumarroy3994
    @milonkumarroy3994 4 роки тому +11

    Old is gold. Salute him and his master voice.

  • @mahfuzurrahman4997
    @mahfuzurrahman4997 4 роки тому +6

    চিরস্নরনীয় কিংবদন্তি শিল্পী, বিনম্র প্রনাম।

  • @moudadulislam2876
    @moudadulislam2876 Рік тому

    যাই বলি তাই কম🙏🙏🙏 অ্যালবাম টা ছোটো থেকে যতবার শুনি চোখ বাধা মনে না💜💙💚💛🧡🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @biswajitbiswas1019
    @biswajitbiswas1019 3 роки тому

    অতুলনীয়। শ্রদ্ধায় মাথা নত হল।

  • @NazrulIslam-bo7vj
    @NazrulIslam-bo7vj 4 роки тому +1

    অসাধারণ। কি আবেদন!

  • @subirnath7570
    @subirnath7570 Рік тому

    এ গান আজীবন বেঁচে খাকবে।

  • @rkmkhandokar1532
    @rkmkhandokar1532 Місяць тому

    আহারে কি বলি,এমন গান কি আর হবে কখনো?

  • @sharifuddin7144
    @sharifuddin7144 4 роки тому +2

    Very nice 👌. Thanks for your post.

  • @israilmunshi2049
    @israilmunshi2049 4 роки тому +2

    এই সুর আর কথা যেন স্বর্গীয় প্রেমের এক গল্পের মিলন!

  • @petergutmann9108
    @petergutmann9108 Рік тому

    ছোট বেলা থেকে শুনেছে আসছি ۔আমার খুব প্রিয় শিল্পী উনি

  • @friendly1huda7
    @friendly1huda7 4 роки тому +2

    Best Bangla song ever. Agree then like please.

  • @kalyanimahato5164
    @kalyanimahato5164 4 роки тому +7

    You have gone behind the eyes, but you are still in the heart

  • @khalilurrahaman5219
    @khalilurrahaman5219 5 років тому +10

    আমার পছন্দের অন্য তম একটি গান

  • @MDAlamgir-qs3xm
    @MDAlamgir-qs3xm 2 місяці тому

    গানটি শুনলেই চোখে পানি চলে আসে

  • @ayushman5880
    @ayushman5880 3 роки тому +1

    No other is as good singer as Jaganmoy Mitra in this song.

  • @ardhendusekharbharati2651
    @ardhendusekharbharati2651 6 місяців тому

    পুরনো দিন গুলো হারিয়ে গেছে।

  • @uttamkumarbag7210
    @uttamkumarbag7210 Рік тому

    কি অসাধারণ কথা, কি হৃদয় ❤️ ছোঁয়া সুর। আজও ভাবায়।

  • @nurulIslam-tn7jx
    @nurulIslam-tn7jx 3 роки тому

    তুমি আজ কত দুরে... গানটি শুনলে যেন ফিরে যা-ই, সেই পুরোনো অতীততে...

  • @reyabiswas4288
    @reyabiswas4288 4 роки тому +1

    হে মহান শিল্পী ফিরে আসুন আবার।

  • @JyotirmoyBiswas
    @JyotirmoyBiswas 5 років тому +7

    রত্ন❤ আমাদের অহংকার। বিস্মৃত যেন না হই।

  • @sandhyasinha895
    @sandhyasinha895 3 роки тому +1

    সত্যিই তুমি আজ কত দূরে চলে গেছো যেখানেই থেকো ভালো থেকো সেখান থেকে ছেলে কে আমাকে আশির্বাদ কোরো

  • @abulkalamazad1840
    @abulkalamazad1840 4 роки тому +2

    এ গানের মাঝে হারানো সৃতি খুঁজে পা

  • @pijushchowdhury186
    @pijushchowdhury186 4 роки тому +8

    আপনার গান শুনে আপনার উদ্দেশ্যেই বলছি,,,,হে সুর সম্রাট,,,তুমি আজ কত দূরে?????...

  • @basudevbanerjee9257
    @basudevbanerjee9257 5 місяців тому

    কালজয়ী গান...আর হয়তঃ এজীবনে পুণ: কারও কণ্ঠ থেকে শুনতে পাবো কিনা জানিনা..সশ্রদ্ধ.প্রনাম রইল.. বাসুদেব বন্দ্যোপাধ্যায় দূর্গাপূর ভীড়িঙ্গী

  • @nabendumazumder5864
    @nabendumazumder5864 4 роки тому +1

    Sata koti pranam Guru ji. ...Amara Gorvito Guru ji. ....Jai Hind

  • @ritabose8783
    @ritabose8783 6 місяців тому

    Enar aro ekta gaan khub popular amra chhotobelaye anurodher ashore suntam seta taajmohol...... apurbo gaan

  • @lalitmohanmandal113
    @lalitmohanmandal113 5 років тому +11

    আবার যদি নতুন করে এই মহান ব্যক্তিরা মিলে গানের ভুবনটায় আসতেন তাহলেে বাঙালির নাম সর্বময় হতো।

  • @MdSaifulislam-kg9hs
    @MdSaifulislam-kg9hs 4 роки тому +2

    আমার দাদা আমাকে প্রায় সময় এ গানটা শোনাত কিন্তু দাদা আজ আমার থেকে অনেক দূরে-----

  • @jamunachakraborty8673
    @jamunachakraborty8673 3 роки тому +1

    Khub sundar gaan

  • @minatisikdar7513
    @minatisikdar7513 3 роки тому

    Osadharon laglo 👍👍👌👌👍👌

  • @nabendumazumder5864
    @nabendumazumder5864 4 роки тому +1

    Sata koti pranam Guru ji. ...

  • @MohammadAli-hm2qg
    @MohammadAli-hm2qg 2 роки тому

    খুব প্রিয় শিল্পী আমার জগন্ময় মিএ।

  • @anuradhagooptu522
    @anuradhagooptu522 Місяць тому

    Gan sunte sunte chokher samne driso gulojano jano dekhte pai.

  • @kazihelaluddin178
    @kazihelaluddin178 4 роки тому +2

    Excellent..Dada. you were the best singer of India.

  • @mohammadfaisal4888
    @mohammadfaisal4888 5 років тому +5

    Wonderful and unbeatable melody and voice

  • @faridulislamchowdhury1959
    @faridulislamchowdhury1959 4 роки тому +5

    Ostad ji,. Salute, salute,,,,,,,,salute

  • @ujjalpatra5617
    @ujjalpatra5617 5 років тому +3

    অসাধারণ। আমার খুব প্রিয় একটা গান।

  • @sandipanbarman98
    @sandipanbarman98 5 років тому +6

    Absolutely awesome and also amazing

  • @fannytv6511
    @fannytv6511 2 роки тому

    Ahhha.....! ...kolija thanda hoeo hoyna mon chay abar suni abar suni.

  • @santoshmukherjee935
    @santoshmukherjee935 Рік тому +2

    ধন্যবাদ বহু সাধনার ধন উপহার দিলেন জয় নিতাই জয়গৌরহরী

  • @dipakchakroborti8853
    @dipakchakroborti8853 2 роки тому

    Ki katha! Ki sur! Arr ki kontho!!! Gems of our country

  • @chandanbarman7395
    @chandanbarman7395 3 роки тому +2

    Lifelong song & Great legendary.

  • @Samir-Bhowmik
    @Samir-Bhowmik 4 роки тому +2

    সে আজ সত্যি অনেক দূরে...... 😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪

  • @ahsanreza4062
    @ahsanreza4062 3 роки тому +3

    Voice of legend

  • @amitbhattacharya5143
    @amitbhattacharya5143 4 роки тому +6

    Amar dadu aj 35 years age ai gan suntem redio te , ami ma kache sunechi , aj dadu mara gache 27 yrs. Age gan ta sunlei dadur khata mine pore jai.....Ai gun kono din purono hobe na.....,,

  • @vds413
    @vds413 4 роки тому +3

    শুনছি কাঁদছি

  • @salimrana9015
    @salimrana9015 5 років тому +2

    অসাধারণ গায়কী.. বিনম্র শ্রদ্ধা....❤❤

  • @n.k.b1117
    @n.k.b1117 2 роки тому

    আহা কি অসাধারণ গান গানটি শুনলে মন ভরে যায় ❤️

  • @shamsunnahar9249
    @shamsunnahar9249 3 роки тому

    Wonderful heart attack song.we are lucky person as such we waching Jagannoy Mitra himself & his own voice song .Thank you so much for sharing this video.