উচ্চারণ: আসতাওদিয়ুল্লাহা দিনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ঝাওয়্যাদাকাল্লাহুত তাকওয়া ওয়া গাফারা জামবাকা ওয়া ইয়াস্সারা লাকাল খাইরা হাইছু মা কুংতা।’ (আবু দাউদ, তিরিমিজি, মিশকাত) অর্থ : তোমার দ্বীন, তোমার আমানত, তোমার কাজের শেষ পরিণতি আল্লাহর ওপর সোপর্দ করলাম। আল্লাহ যেন তোমার তাকওয়া বৃদ্ধি করে দেন। তোমার গুনাহ ক্ষমা করে দেন। আর তুমি যেখানেই থাক, যে কাজই কর, আল্লাহ তোমার জন্য কল্যাণকে সহজসাধ্য করে দেন।’
আমাদের যখন পরস্পর দেখা সাক্ষাৎ হয়, বিদায় দেয়ার সময় যে দোয়া পড়বে এমন দোয়াও রসুল সা. আমাদের শিখিয়েছেন। اَسْتَوْدِ عُ اللهَ دِيْنَكُمْ وَاَمَانَتَكُمْ وَخَوَاتِيْمَ اَعْمَالِكُمْ উচ্চারণ: আস্তাউদি‘উল্লাহাদি নাকুম ওয়া আমা নাতাকুম ওয়া খওয়া তিমা আমাালিকুম।
অর্থ: তোমার দীন-ঈমানকে ও তোমার আমানতদারীকে আর তোমার হোসনে খাতিমাকে (ঈমানের উপর মৃত্যু) আল্লাহ তাআলার হাতে সোপর্দ করছি। (সুনান তিরমিজি ৩৪৪২, আবু দাউদ ৩৫০)
উচ্চারণ: আসতাওদিয়ুল্লাহা দিনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ঝাওয়্যাদাকাল্লাহুত তাকওয়া ওয়া গাফারা জামবাকা ওয়া ইয়াস্সারা লাকাল খাইরা হাইছু মা কুংতা।’ (আবু দাউদ, তিরিমিজি, মিশকাত)
অর্থ : তোমার দ্বীন, তোমার আমানত, তোমার কাজের শেষ পরিণতি আল্লাহর ওপর সোপর্দ করলাম। আল্লাহ যেন তোমার তাকওয়া বৃদ্ধি করে দেন। তোমার গুনাহ ক্ষমা করে দেন। আর তুমি যেখানেই থাক, যে কাজই কর, আল্লাহ তোমার জন্য কল্যাণকে সহজসাধ্য করে দেন।’
আমিন আল্লাহপাকরাব্বুল আলামিন সকল মুসলমানদের আমল করা তৌফিক দান করেন আমিন চুম্মা আমিন
আমিন
Ameeen
মাশাআল্লাহ
আস্তাওদি উল্লা,
হাদিনাক
দোয়াটা লিখে দিলে ভালো হত
আমাদের যখন পরস্পর দেখা সাক্ষাৎ হয়, বিদায় দেয়ার সময় যে দোয়া পড়বে এমন দোয়াও রসুল সা. আমাদের শিখিয়েছেন। اَسْتَوْدِ عُ اللهَ دِيْنَكُمْ وَاَمَانَتَكُمْ وَخَوَاتِيْمَ اَعْمَالِكُمْ উচ্চারণ: আস্তাউদি‘উল্লাহাদি নাকুম ওয়া আমা নাতাকুম ওয়া খওয়া তিমা আমাালিকুম।
অর্থ: তোমার দীন-ঈমানকে ও তোমার আমানতদারীকে আর তোমার হোসনে খাতিমাকে (ঈমানের উপর মৃত্যু) আল্লাহ তাআলার হাতে সোপর্দ করছি। (সুনান তিরমিজি ৩৪৪২, আবু দাউদ ৩৫০)
♥♥♥
🥰🥰🥰🥰🥰🥰🥰
Dua tar uccharon likhe dile valo hoto..
Dua leke dela balo hoy
হুজুর এখন সময় খুব কম
কম সময়ে কি বলতে পারি?
আল্লাহর কাছে কাউকে চাওয়া যাবে কি? আর এর কোনো আমল আছে? অথবা কোনো দোয়া আছে?
আল্লাহ হাফিজ হবে নাকি আল্লাহ হাফেজ হবে
আমার শুধু শুধু কান্না আশে মনের বিতর শান্তি নাই আমি কি করবো আমি অনেক বড় বড় গুনা করছি আবার কমাও চাইছি এখন আমার করণী ও কি
@@MDsakibmia-t9f পাঁচ ওয়াক্ত নামাজ জাম'আতের সাথে পড়া।
ইসলামের যাবতীয় বিধিনিষেধ মানা এবং সকল হারাম থেকে বেচে থকা......(আল্লাহ সবাইকে হিফাজত করুন আমিন)
আমাদেসাহেক💟💟💟💔💔💔💔😘😘❤️❤️🤍🤍🧡💛আললাহকবার💛💛👍☝️☝️☝️☝️☝️☝️🕋🕋🤲🤲💯💯💯💕
Mabod bole daka gabe ki
সালাম ও দেই আল্লাহ হাফেজ বলি এতে কোন সমস্যা?
আস্তাগদিউল্লাহ্ , নাকি আস্তাওদিউল্লাহ্?
মোবাইলে কথা বলার পরে ভালো থাাকেন বলা যাবে জানতে চায়
যাবে