রমজানের আগেই মাথাচাড়া দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা; চড়া খেজুরের বাজার | Ramadan Fruit | Jamuna TV

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 377

  • @rahulKing-f7s
    @rahulKing-f7s 9 місяців тому +42

    বাংলাদেশের ব্যবসায়ীরা অতি লোভী আল্লাহ যেন এদের লোভের শাস্তি দেন আমিন।

  • @mdjikrul8707
    @mdjikrul8707 9 місяців тому +44

    এবছরে খেজুর বয়কট!! ইফতারে খেজুর না খেলে কিছুই হবেনা।

  • @md.nayanmizi786
    @md.nayanmizi786 9 місяців тому +127

    পৃথিবীর রহস্য জনক একটি দেশ আমাদের বাংলাদেশ, এই দেশে রোজা আসলে ব্যবসায়ীদের উপরে যেন একটা গজব নাজিল হয়, আমরা মুসলিম জাতি আজ খুবই অসহায়😢😢😢

    • @jck2041
      @jck2041 9 місяців тому +7

      ব্যবসায়ীরা তো মুসলমান 🤔

    • @technicalguru6650
      @technicalguru6650 9 місяців тому +1

      Manushto bhalana🤧

    • @abulkashem799
      @abulkashem799 9 місяців тому +1

      ঈমানী ঢেলা

    • @graphicstwitte2155
      @graphicstwitte2155 9 місяців тому +1

      ভাই ব্যবসায়ী বেশী নিচ্ছে বুঝলাম, কিন্তু সরকার কেন ১০% ট্যাক্স এর জায়গায় ২৫% নিবে।

    • @Kanglades-ui1im
      @Kanglades-ui1im 9 місяців тому

      Kangal ra holo cross breed 😂😂😂😂​@@jck2041

  • @ShahidulFacts10
    @ShahidulFacts10 9 місяців тому +110

    খেজুর ছাড়া ইফতার করবো, খেজুর না খেলে রোজা হবে না এমনটা না। আমাদের দেশের ব্যবসায়ীরা অপেক্ষায় থাকে রোজায় ব্যবসা করার জন্য 😂

    • @being_rony
      @being_rony 9 місяців тому +8

      আমিও খেজুর ছাড়া রোজা ভাঙ্গবো

    • @galibalazmi8031
      @galibalazmi8031 9 місяців тому +5

      সহমত...

    • @ahil_35
      @ahil_35 9 місяців тому +6

      সহমত

    • @kaisersviews
      @kaisersviews 9 місяців тому +1

      আমিও তাই করব।

    • @NurSorkar1
      @NurSorkar1 9 місяців тому +1

      😊😊 sam

  • @mdmasumkabir7998
    @mdmasumkabir7998 9 місяців тому +42

    সন্তানদের কবে ফল খাওয়াইছিলাম ভুলেই গিয়েছি,,,জয় বাংলার দেশ

    • @ahamedshehab2757
      @ahamedshehab2757 9 місяців тому

      শেখ হাসিনার বাংলাদেশ😂😂

  • @MdZobayer-kw9qm
    @MdZobayer-kw9qm 9 місяців тому +34

    খাইলাম না খেজুর দেখি কি হয়।

    • @MehediHasan-fq8nq
      @MehediHasan-fq8nq 9 місяців тому +3

      হ্যাঁ আমিও, খেজুর কেন অনেক কিছুই না খেয়ে দেখেছি ভাই। এরকম করা উচিত আমাদের তাহলে দেখি ওরা কার কাছে বিক্রি করে

  • @sanjit12333
    @sanjit12333 9 місяців тому +25

    বাংলাদেশের আজওয়া খেজুর মরিয়ম খেজুর বিক্রি হয় এগুলা সৌদি আরবের উট এ ও খায় না।

  • @ripaislam5966
    @ripaislam5966 9 місяців тому +8

    একমাত্র বাংলাদেশ ধনী দেশ তাই রমজান মাসে সব কিছুর দাম বাড়ায়। আর বিভিন্ন দেশে রমজাম আসলে সবকিছুর দাম কমে❤❤❤

  • @Hasantech01
    @Hasantech01 9 місяців тому +27

    সবাই খেজুর কেনা বন্ধ করে দিন।

  • @rttvnatore
    @rttvnatore 9 місяців тому +38

    চাচার কথাটা দারুন ছিলো❤

    • @mdmeraz-ws8su
      @mdmeraz-ws8su 9 місяців тому

      চাচার কথার সাথে আমি এক মত

  • @sksumonhasan1950
    @sksumonhasan1950 9 місяців тому +31

    আগামী ১০ রমজান পর্যন্ত খেজুর কেনা বন্ধ রাখুন।

  • @mhimran5672
    @mhimran5672 9 місяців тому +20

    খেজুর না কিনলেই হবে ১৫-২০ দিন

  • @allahrbanda8943
    @allahrbanda8943 9 місяців тому +4

    আল্লাহ তুমি হেফাজত কর এই খেজুর ব্যাবসায়ীদের। তুমি ছাড়া কেউ নেই এদেশের বাজার নিয়ন্ত্রণ করার। 🤲

  • @AhsanHabib-ec3ts
    @AhsanHabib-ec3ts 9 місяців тому +12

    প্লিজ, বাংলাদেশের মানুষ আপনারা একমাস ফল খাওয়া বন্ধ রাখেন না রে, তাহলে সিন্ডিকেট ফিন্ডিকেট কোথায় উড়ে যাবে তার কোন ঠিক ঠিকানাই থাকবেনা, আর ফল ব্যবসায়ীদের পাতলা পায়খানা ছুটবে, ঘুম হারাম হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের পাবলিকদের কথা আর কি বলবো আজ সব জিনিসপত্র দাম বাড়ার মূলে বাংলাদেশের জনগনই একমাত্র দায়ী।

  • @AlMonsur-q9e
    @AlMonsur-q9e 9 місяців тому +15

    দশ হাজার টাকা ধরে বিক্রি হওয়ার দরকার ছিলো কেজি, খেজুর না খাইলে কি রোজা হবে না,

  • @MdAymanIslam-l9i
    @MdAymanIslam-l9i 9 місяців тому +5

    সোজা কথা এই রমজানের প্রয়োজনে থেকে বেশি যদি দ্রব্যমূল্য বাড়ানো হয় সাথে সাথে বয়কট করতে হবে ,সবাই এক না হলে একদিন না খেয়ে মরতে হবে অসাধারণ ও মধ্যেবিত্ত মানুষদের, আমি এখনি খেজুর বয়কট করলাম এখন আপনার পালা🙏🙏🙏🙏

  • @Kasem-ci3bo
    @Kasem-ci3bo 9 місяців тому +8

    বিশ্বের এক নম্বর দেশ আমাদের বাংলাদেশ 😊😊😊😊

  • @bangladeshgamer4303
    @bangladeshgamer4303 9 місяців тому +13

    এগুলো সরকারি লোকের জন্যই হয়

  • @arifhossain7570
    @arifhossain7570 9 місяців тому +13

    খেজুর না খেলে কি হয় ??

  • @aklimaakhi6482
    @aklimaakhi6482 9 місяців тому +1

    যখন যে টার চাহিদা, তুলনার থেকে একটু বেশি তখনই ঐ জিনিসের দাম আকাশ ছোঁয়া

  • @mahtabfarhan3512
    @mahtabfarhan3512 9 місяців тому +6

    খুব ভালো হয়ছে,,,,১ মাস না খায়লেই তো সমাধান হয়ে যায়,,,

  • @RubelHasan-sc8js
    @RubelHasan-sc8js 9 місяців тому +1

    পবিত্র মাহে রমজান মাসে রমজান পালন করবো ইনশাআল্লাহ,
    আর দোয়া দোয়া করি, হে আল্লাহ তোমার এই পবিত্র মাসে যারা তোমার বান্দাকে কষ্ট দেয়, তুমি তাদেরকে এই পরিমাণ কষ্ট এই দুনিয়ায় তবে দাও।

  • @RashikAhamed-wh5zd
    @RashikAhamed-wh5zd 9 місяців тому +1

    ডিজিটাল রাষ্ট্রে উন্নয়ন চলছে😢😢

  • @AbuSayed-sp2ws
    @AbuSayed-sp2ws 9 місяців тому

    খেজুরের পরিবর্তে কিসমিস খেতে হবে যাতে দ্রুত শরীরে শক্তি যোগায়

  • @skshahidul4898
    @skshahidul4898 9 місяців тому +9

    সবই উন্নয়ন সাবাস খেজুর

  • @RubelMahmud56
    @RubelMahmud56 9 місяців тому +1

    এত টাকা ভ্যাট কেনো রাখতে হবে এই সময়ে
    প্রতি ১০০ টাকায় যদি ২৫ টাকা ভ্যাট দিতে হয় তাহলে তো
    বেশি দামে খেজুর বিক্রি করা ঠিকই আছে

  • @SAZZADEMU
    @SAZZADEMU 9 місяців тому

    Eder bichar Allah kothin vabe korbe In Sha Allah

  • @ikbalkhan4698
    @ikbalkhan4698 9 місяців тому

    বড়ই কি আমদানি করতে হয় ? নাকি কোন প্রকার ভেট/কর দিতে হয় ? যদি না হয়, তবে কেন 70/80 টাকার বড়ই 150/200 টাকা ?

  • @dinislampicchannel9214
    @dinislampicchannel9214 9 місяців тому

    তারপরেও অনেক দাম কম। সৌদিতে আজুয়া ৪০থেকে ৫০ রিয়াল এক কেজি

  • @Akiro_18
    @Akiro_18 9 місяців тому

    ছোট থেকে অনেক খেজুর খেয়ে তৃপ্তি পেয়েছি, আর খাওয়ার ইচ্ছে নাই

  • @Sumon-ez4hf
    @Sumon-ez4hf 9 місяців тому

    ২৫০ টাকায় হাফ কেজি কিনলাম। খুব ভাল্লাগছে😅

  • @SohelKapasi-iy7gc
    @SohelKapasi-iy7gc 9 місяців тому

    pani... pani diye iftar korbo insha allah...

  • @jannatulferdous2519
    @jannatulferdous2519 9 місяців тому

    এটাই বাংলাদেশ।রমজানে সব কিছুর দাম শিথিল হয় সব দেশে আর এই দেশে এমন কিছু জিনিস নাই যে দাম বেড়ে যায় না এমনিতেই সারাবছর সব কিছুর দাম আকাশচুম্বী থাকে।রোজা আসলে তো কথাই নেই।😢

  • @sarmedia1
    @sarmedia1 9 місяців тому

    🕋🕋🕋

  • @Fatema-q3w9w
    @Fatema-q3w9w 9 місяців тому +1

    আমরা সবাই যদি একমাত্র ফল না খাই তাহলে ওরা কি করবে সবার উচিৎ যে এক মাস ফল এর রোজা রাখা এমনিতেই ফলের দাম কমে আসবে এ ছাড়া কিছুই করার নাই আমাদের মত সর্ব সাধারণ লোকের

    • @mdloveluislam1951
      @mdloveluislam1951 9 місяців тому

      আমি আর আপনি না খেলে কি হবে, ৫০০০ টাকা কেজি হলেও আমাদের দেশে খাওয়ার মত লোক আছে। কেউ কেউ তো আবার বলে আমরা বেহেশতে আছি।

  • @JahidHasan-nl8wy
    @JahidHasan-nl8wy 9 місяців тому

    রমজানের খেজুর না খেলে যে রোজা হবে না এমন কোথাও লেখা নেই
    আর আল্লাহতালা কাকে কখন কি খাওয়াবে সেটা নির্ধারণ করা আছে।
    আল্লাহর কাছে দোয়া করি আমাদের সকলকে যেন ৩০ টা রোজা রাখার তৌফিক দান করেন আমিন

  • @souravmondal9379
    @souravmondal9379 9 місяців тому

    একটু আগে 50 রুপী তে 14 টা কমলা কিনে আনলাম। আপেলের দাম দেখলাম 80 রুপী কেজি।

  • @AfiaAnjum-q4t
    @AfiaAnjum-q4t 9 місяців тому

    Fol na kheye j fol khete chan sei flavour r formaline mix kore kheye nen chaile ektu sugar o add korte paren....ak I to kotha...

  • @milonsha8303
    @milonsha8303 9 місяців тому

    খেজুর ৯০পিস লাগবে,,দৈনিক ৩পিস করে নিয়ে আসবো,ইনশাআল্লাহ

  • @mdjamankhansumaiya2620
    @mdjamankhansumaiya2620 9 місяців тому

    সবকিছু দাম বেডে গেছে রমজান আসতে না আসতেই
    ১৬০ টাকার তেল গতকাল আনছি ২২০ টাকা
    কি করব কিভাবে চলবে
    এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্নবিত্ত মধ্যবিত্ত 😢

  • @aslamMia-l8b
    @aslamMia-l8b 9 місяців тому

    যেখানে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনিয় জিনিসের মুল্য নিয়ন্ত্রণ করতেই তারা ব্যার্থ তারা ফলমূল অন্য সব জিনিসের মুল্য কি নিয়ন্ত্রণ করবে

  • @kamruzzamankamruzzaman8569
    @kamruzzamankamruzzaman8569 9 місяців тому

    Assalamu Allaikum Vai R Aktu Dekben Ki, Khejur Ar Sajano Katun Guli Uporer 2+3 Sair Valo R Nicher Guli Soto Soto Rakhen, Othocho Dam,,,,, 😂

  • @liyamunna8077
    @liyamunna8077 9 місяців тому

    এসব ব্যাবসায়ীদের আল্লাহ হেদায়েত দিক।

  • @sultanmahmud781
    @sultanmahmud781 9 місяців тому +1

    আলহামদুলিল্লাহ। আমার আব্বু এবার হজ থেকে নিয়া আসছে,আমাদের এবার খেজুর লাগবে না।তবে,খুব খারাপ লাগছে জনসাধারণের জন্য।। 😢😢।।আল্লাহ এসব জানোয়ারদের শাস্তি দিক।

  • @mnu12081robin
    @mnu12081robin 9 місяців тому

    দাম বাড়লে বয়কট করতে হবে,,, অর্থাৎ ব্যবহার কমাতে হবে। সবার প্রতি আহ্বান। এগুলোর উপর হুমরি খেয়ে পরবেন না।

  • @HabiburRahman-jr8kc
    @HabiburRahman-jr8kc 9 місяців тому

    গত ৪/৫বছর পর্যন্ত এভাবেই রমজানের এক মাস আগেই সব কিছুর দাম আগেই বাড়ানো হয় সরকারের সহযোগিতায়।রোজায় ঐ দাম‌ই থাকে কিন্তু সরকার কৃতিত্ব নেয় যে রমজানে কোনো কিছুর দাম বাড়তে দয়া হয়নি।কি সুন্দর চালাকি।

  • @SagorSa-z1l
    @SagorSa-z1l 9 місяців тому +1

    এটাই মুসলমানদের সুন্দরজ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @biplobkumarshake9071
    @biplobkumarshake9071 9 місяців тому +1

    এখন সবাই ২০ কেজি করে কিনে রাখেন সামনে আরো দাম বাড়বে । কারন দাম বাড়লে আমরা না লাগলেও কিনবো এগুলো তারা জানে।

  • @shamsulsohel8561
    @shamsulsohel8561 9 місяців тому +1

    Kena bondho kore dan, 1 month. Dekhben Kaje laagbe .

  • @rajuhossain8615
    @rajuhossain8615 9 місяців тому +2

    সমিস্যা নাই, বাজার নিয়ন্ত্রণে আছে

  • @sadiaafrozmim8933
    @sadiaafrozmim8933 9 місяців тому

    চাচার কথায় একটা লাইক দেওয়া উচিত

  • @MdImran-of4xt
    @MdImran-of4xt 9 місяців тому

    সব পন্য একে বারে না কিনে কম কম কিনুন, এতে করে আপনার মত অন্য ভাই ও কিনতে পারবে, সব কিছু সারা বছরের মত দাম থাকবে, আর বেশি কিনলে পন্যের কৃত্রিম সংকট হবে, তাই বাজারে নিত্য পণ্যের দাম বেড়ে যাবে, তাই যত সম্ভব যা প্রয়োজন তাই কিনুন, অতিরিক্ত কিনা থেকে বিরত থাকুন, দাম বাড়তে দিবেন না, আমরা সবাই এক হলে কোন দুর্নীতি করা যাবেনা।ইনশাআল্লাহ। 🚩

  • @akiburrony4128
    @akiburrony4128 9 місяців тому

    এবার বলবে খেজুরের বিকল্প চানাচুর খান,, সেই স্বাদ

  • @MEPHISTOPHELES_6_6_6
    @MEPHISTOPHELES_6_6_6 9 місяців тому +1

    Eibar Rojay ki je hbe 😢

  • @kowshikrahman2320
    @kowshikrahman2320 9 місяців тому +8

    আল্লাহ এই দেশের ব্যবসায়ীদের উপর গজব নাজিল করুক।

  • @MDSOOHID
    @MDSOOHID 9 місяців тому

    আমরা মুসলমান, ব্যাবসায়ী সহ.... ইসলাম আমাদের কী শেখায়?

  • @androidhelpme2084
    @androidhelpme2084 9 місяців тому

    পানি অথবা খেজুর দিয়ে ইফতারের কথা বলেছেন আল্লাহর রাসুল স.
    যেহেতু দাম বাড়িয়ে দিয়েছে খেজুর খাওয়ার কি দরকার? কেনা বন্ধ করেন দাম এমনি কমে যাবে।

  • @MirHossainLoveYou
    @MirHossainLoveYou 9 місяців тому

    এদেশে আরো কত কিছু হবে সিন্ডিকেট কর সাধারণ মানুষের নাগালের বাইরে থাকবে

  • @fahim1495
    @fahim1495 9 місяців тому +2

    Joy Bharat Joy hasina

  • @imranamishu5681
    @imranamishu5681 9 місяців тому +5

    চিন্তার কোন কারন নাই ১০০ টাকা বাড়িয়ে ৫ টাকা কমিয়ে দেবে

  • @MdHanif-n7n
    @MdHanif-n7n 9 місяців тому

    আমাদের বাংলাদেশ বলে এটা সম্ভব সাধারণত প্রকাশিত ভাবে বলা যায় দুবাই সৌদি কাতারে অমান মিডেলকানটি দেশ রমজান মাসে বরকতময় সহি সওয়াব প্রাপ্তির মাস মহান আল্লাহ পাক সুষ্ঠু সেই সম্ভব দেশ গুলো তে দাম কম থাকলে। আমাদের বাংলাদেশ কেনো দ্রবমূলের অদ্ভুত গতি।

  • @ভোরেরকুয়াশা-র৬ঙ

    আসেন খেজুর কে না বলি

    • @hasanmahmud4833
      @hasanmahmud4833 9 місяців тому

      খেজুকে না বলতে পারেন । যারা দাম বারাবে তাদের তাদেরকে আমরা কিছু করতে পারি না।

  • @mdsabujsikdermdsabujsikder5261
    @mdsabujsikdermdsabujsikder5261 9 місяців тому

    হায়রে বাংলাদেশের জনঘন রমজান মাস আসলে জিনিস পাতির দাম বারায় আর বাহিরের দেশে রমজান মাস আসলে সব কিছুর দাম কমিয়ে দেয়

  • @MdSaifulইসলামস্বাধীন

    আন্তর্জাতিক বাজারে খেজুরে দাম ফল ফুরুটের দাম পানির মত।

  • @mdsohid609
    @mdsohid609 9 місяців тому

    Smart joy bangli
    Digital business man & Sarkar😮😮😮😮

  • @zahirislam-eb8kk
    @zahirislam-eb8kk 9 місяців тому

    প্রশ্ন তো এটাই থেকে যায়
    কিছু কর বাড়লে
    দাম দ্বিগুণ হয় কিভাবে

  • @snj5764
    @snj5764 9 місяців тому

    আমার খেজুর খাওয়ার অভ্যাস ছিল, খেজুর নিয়ে অফিসে যেতাম, আশেপাশের কয়েকজন কে নিয়ে ভাগ করে খেতাম😊। কিন্তু গতবছরের রোজার পর থেকে 😑🥲 দামে আর কোলায় নি, আমার প্রিয় সুন্নাত আমার প্রিয় খেজুর ..🙃
    জানি না এইবারের রোজায় কি হবে। কোনো লোভী সিন্ডিকেট ওয়ালা ব্যবসায়ীকে 😒 ধরে আল্লাহর নামে কোরবানি করে দিলে হয়তো এই অবনতির উন্নতি হবে।

  • @litonkhan5839
    @litonkhan5839 9 місяців тому

    আমরা কেমন মুসলিম জাতি পবিত্র মাহে রমজান আসলেই সব কিছুর দাম বেড়ে যায়

  • @AntorNil-m7g
    @AntorNil-m7g 9 місяців тому

    Dam besii but quality khubi baje. Ager nosto khejur mix kore sell kore

  • @RHRMIXFUN-123
    @RHRMIXFUN-123 9 місяців тому

    এটা বাংলাদেশের উন্নয়ন

  • @mdfarukhosen1924
    @mdfarukhosen1924 9 місяців тому +1

    খেজুর এখন বড়লোকদের খাবার হয়ে গেছে,...!!!!

  • @zahedulIslam0009
    @zahedulIslam0009 9 місяців тому +1

    আমরা তো বাংলাদেশে থাকি না আমরা থাকি ইউরোপ আমেরিকা দেশের অর্থনীতি ইউরোপ আমেরিকা থেকেও শক্তিশালী 😂😂😂

  • @effathossen6571
    @effathossen6571 9 місяців тому

    খেজুর খাওয়া বন্ধ করে দিয়েছি.. কি করব বলেন

  • @hmferozkabirkabir3142
    @hmferozkabirkabir3142 9 місяців тому

    বয়কট করুন,বেশিদিন না রমজান মাসের আগের ১০ দিন,দেখবেন এমনি দাম কমাতে বাধ্য হবে

  • @aslamMia-l8b
    @aslamMia-l8b 9 місяців тому

    কতো পার্সেন্ট কর বেরেছে আর দাম বারানো হয়েছে কত পার্সেন্ট আর তরমুজ কেজি দরে বিক্রি বন্ধ করা প্রয়োজন

  • @tumtumshow
    @tumtumshow 9 місяців тому

    যত ভালো মানের খেজুরই হোক না কেন সেটা বাংলাদেশে আমদানি করতে 100 টাকা কেজির উপরে খরচ কখনোই হয় না ছি ছি ছি সত্যিই ভীষণ ভাবে লজ্জা করে এদের সাথে একই দেশে বসবাস করি আমরা

  • @হামিদাটিভি
    @হামিদাটিভি 9 місяців тому

    ভ্যাট ১০০%করা উচিত 😮

  • @Rahat.13th
    @Rahat.13th 9 місяців тому

    খেলাম নাহ খেজুর রমজানে, কি হবে?

  • @mahabubalam3703
    @mahabubalam3703 9 місяців тому

    কোন কিছুর নিয়ন্ত্রণ করা দরকার নাই দেশ যেভাবে খুশি চলবে মানুষ বাচুক বা মরুক। এই ব্যবসায়ীদর হাত থেকে আমাদের রক্ষা করুন আল্লাহ।

  • @imrandjhot
    @imrandjhot 9 місяців тому

    খেজুর না খেলে কি রোজা হবে না?

  • @munirhossain6091
    @munirhossain6091 9 місяців тому

    খেজুর না-খেলে কিহবে?

  • @AbdurRahman-vt1ky
    @AbdurRahman-vt1ky 9 місяців тому

    রোজার সময় যে জিনিসের দাম বাড়বে সেটা আমরা কিনবো না এটা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ আমার সাথে কে কে একমত

  • @MehediHasan-rq4tx
    @MehediHasan-rq4tx 9 місяців тому

    আরে ভাই বুঝতে চেষ্টা করেন,
    নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমালে তো জয় বাংলার উন্নয়নের পকেট ভর্তি হবে না।

  • @shamoltirki1438
    @shamoltirki1438 9 місяців тому

    অথচ এই এক মাসে সর্বনিম্ন মূল্য থাকার কথা ছিল,এই এক মাস নাহয় কম লাভ করল,সেটাও কেউ করতে চায়না,অথচ সেও প্রতিদিন রোজা রাখবে নামাজ পড়বে, আল্লাহর কাছে সব গুনাহ মাফের জন্য দুইহাত তুলবে।

  • @rashednoor7516
    @rashednoor7516 9 місяців тому

    আবেগ কন্ট্রোল করে খেজুর খাওয়া বাদ দিলেই ব্যবসায়ীরা ঠিক হয়ে যাবে

  • @KdrHH
    @KdrHH 9 місяців тому

    .....আমদানি দাম কত ?
    সরকারি Tax Vat কত ?
    এসব হিসাব করে ভোক্তা অধিকার কেন দাম set করে দেয় না....?
    কি হলো বাংলাদেশের....?

  • @bd.banglaehr
    @bd.banglaehr 9 місяців тому

    দেশটাই 😢😢😢😢 বলার কিছু নাই ,আমাদের মাইরা ফেলেল। এই ভাবে সব কিছুর দাম বারলে কি খাইয়া বাচব,হে আল্লাহ ঐ সব লোকদের হেদায়ের দিন😢😢😢

  • @farukulislam3735
    @farukulislam3735 9 місяців тому

    রমজানের এক মাস খেজুর থেকে বিরত থাকতে জনগনকে আহবান করছি।

  • @THE_FOOL2000
    @THE_FOOL2000 9 місяців тому

    Alhamdulillah

  • @ar_gaming_BD
    @ar_gaming_BD 9 місяців тому

    পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে গরিব এবং মধ্যবিত্তদের কোন ভ্যালু নাই,
    এদেশ থেকে গরিব এবং মধ্যবিত্তদের তাড়িয়ে দেওয়া হোক,
    তার ভিতরে আমিও আছি।

  • @mdshofiqulislam5780
    @mdshofiqulislam5780 9 місяців тому

    এটাই বাংলাদেশ কেউ হবে কোটিপতি কেউ হবে ফকির

  • @adib5206
    @adib5206 9 місяців тому

    আগে ইফতারে দুইটা খাইতাম, এখন থেকে একটা খামু। আরো বাড়লে খাবো না ইনশাআল্লাহ। আল্লাহপাক যেন এদেরকে দেখে নেয়।

  • @mdsohag6213
    @mdsohag6213 9 місяців тому +5

    হিসাব একদিন দিতে হবে সবার।

  • @MoshiurRahman-dl4ie
    @MoshiurRahman-dl4ie 9 місяців тому +2

    শুধু খেজুর না,সামনে মামুন খেতে ও পারবে না।

  • @mamunreza4130
    @mamunreza4130 9 місяців тому

    Kucf u Bangladesh. ❤

  • @shakhawauth2404
    @shakhawauth2404 9 місяців тому

    এক ডলারে কিয় খেজুর দাম 1500 টাকা হয়নি

  • @mdsabujsikdermdsabujsikder5261
    @mdsabujsikdermdsabujsikder5261 9 місяців тому

    ১১ টা মাস লাব করেন এই রমজান মাস টাই লাব না করলে কি হবে ছোয়াব কি সুদু নামাজ পরলেই হয় নামাজের সাথে আরো অনেক বাবে ছোয়াব কামাই করা জাই ইচ্ছে থাকলে ❤

  • @SohelRana-pl6dp
    @SohelRana-pl6dp 9 місяців тому

    Iftar korbo sudhu pani ar vat diya

  • @azaharsardar4046
    @azaharsardar4046 9 місяців тому

    চাচা ভালো কথা বলেচে

  • @akiburrony4128
    @akiburrony4128 9 місяців тому

    এবার বলবে খেজুরের বিকল্প চানাচুর খান,, সেইন