প্রিলি তে আপনার দেখানো স্ট্র্যাটেজি ফলো করছি আলহামদুলিল্লাহ আমি এখন প্রশান্তি পাচ্ছি..... প্রিলির পরে দেখতাছি💝💝💝... Addmission all about luck and preparation combined...
Wow, Alhamdulillah congratulations ❤️ So happy for you,,try your best in the last few days so that your dream comes true & we can meet in the campus as uni mates in sha Allah
Thank you bhaiya. Video ta onek helpful chhilo specially expectation-depression er discussion tar jonno thanks. Bhaiya ekdom last week e esheo hothath several condition theke locus ber kora, random integration, often porichito type er gulao, limit er math solve e korte partisi na. Dekhle bujhi kintu exam e partisi na. Apnar ki ekebare last e esheo erokom weakness chhilo jeta jeneo hoito main exam diye ashchhen? Mathai ektai pressure kaaj kortese e koidin e jebhabe hok shob clear kore jete hobe. Etar jonno regular revision eo effect portese barbar back kortisi abar atkachhhi.
আমার ফাইনাল মডেল টেস্ট সেকেন্ডটা খারাপ হয়েছিলো,নাম্বার র্যাংক সব পিছনের দিকে,,ওই রাতটা আমি একটু আপসেট ছিলাম,ভেক্টরের ক্রস গুণনেও ভুল করতেসিলাম প্লাস মাইনাস নিয়া। সো,আমার মনে হয় এইসব পার্ট অফ লাইফ,,অলমোস্ট সবাই ই এইসব ফেস করে,,হয়তো খুব বেশি স্ট্রেস নেয়ার কারণে এমনটা হয়। সো, এইসব টাইমে মুডটাকে একটু ডাইভার্ট করো,,ওই টপিক বাদ দিয়া অন্য টপিক বা সাবজেক্ট পড়ো,,বা একটু ঘুরে আসো,কারো সাথে কথা বলো। আসলে মুড চিয়ারফুল থাকলে লেখাপড়া খুব ইজি হয়ে যায়,,আ্যট লিস্ট আমার কাছে তাই মনে হয় আরকি। & thanks for your compliment,, it really means a lot to me
You have a great perspective of things . Hope you could make a video on "depression during admission period and how to tackle it" . Amio khub similar akta moment e , jokhon whole life top kore ekhon dekhi udvash er exam gulo te jara always amr theke pise chilo school and cllg life e, tara way ahead, I dont even know how to cope up with this. I dont even know if i can get admitted to buet and every moment I regret not studying hard enough for admission during my cllg days. I dont even know if i can crack the exam 16 hr daily pore cause shobai e to 16 hrs pore ei time e. Since apni alr eigulo face korechen, I hope you could make a video on how to deal with the feeling of being left behind . Thanks a lot bhaia for you videos .
in sha Allah I will try it,, & your admission journey has just started,,there is still a minimum of 5 months,,these 5 months are gamechangers. In this time, there will be many ups & downs. So, you keep believe in yourself & try your best,, 16 hours is never mandatory,, you just try as much as possible keeping your physical & mental health fit. In sha Allah there is some good news waiting for you. Best of luck.
@@ahnafspeaks75 Thank you , bhaia. This means a lot. Hopefully and In sha Allah I will come back after 7 months with some good news! See you at the campus in the same department 💪! cse ftw
@@owoku4982 I just read your past comments & I am just,,, astonished. What a turnaround!! Alhamdulillah,, congratulations. You just fulfilled your promise. I am so happy for you. Hope to meet you in the campus in sha Allah.
Vai, buet cse er karo moddhe kono ego nai. Shobai onk free mind er. But last diker range er kichu manush kmn kmn jani lage mone hoy onarai khali chance paise. Request roilo apnio emon hoiyen na. ❤
সূত্র প্রতিপাদন তো আসলে লাগে না অ্যাডমিশনে, তার চেয়ে যত বেশী প্র্যাক্টিস করতে পারো সেটা বেটার। আর ডিরাইভেশন শিখতে চাইলে ছোটো ছোটো প্রমাণ যেগুলা আছে সেগুলা দেখতে পারো, ওইগুলা অনেক সময় আসে। আমাদের সময় ডিইউ অ্যাডমিশনে সিম্পল ছোটো ফর্মুলা প্রুফ আসছিলো একটা। বাট মেইনলি ফর্মুল্র প্রয়োগটা বেশি ইম্পর্ট্যান্ট আরকি
@@Rish69sixnine খুব সম্ভবত রয়েলের একটা বই ছিলো,,royel engineering model test দিয়ে রকমারিতে সার্চ করলে পেয়ে যাওয়ার কথা,,অর্ডার করার আগে কয়েক পৃষ্ঠা পড়ে নেয়া যায়,,সো চেক করে নিও। না পাইলে জানাতে পারো, রকমারির অফিসের স্টুডিওতেই ক্লাস নিই আমি,,সো ওখানে খোঁজ নিতে পারবো। আর যতটুকু মনে আছে ম্যাক্সিমাম প্রশ্ন স্ট্যান্ডার্ড ই ছিলো।
@@Rish69sixnine as far as I remember, I practised from a book like this - the-royal-scientific-publications.com/product/BUET_Model_Test_with_Solutions_4th_Edition Check this from rokomari,,read first few pages online & then take your decision
আরে বইয়ের সাথে পজিশনের কী সম্পর্ক?!! যেকোনো রাইটারের বই পড়লেই সেটা ভালোভাবে করা হলে টপে থাকা পসিবল। যারা টপ ১০০ তে আছে, তাদের একেকজনে একেক রাইটারের বই পড়ে টপ করছে, সো রাইটারের বই আসলে কোনো ফ্যাক্টই না ভাইয়া
Great initiative and great content as well. Admission candidates can learn some effective way of studying and be motivated for this journey. Keep going.You're doing great💚
@@YourAsifKhan এই বছর হুট করে ডেট অনেক আর্লি দেয়াতে মডেল টেস্টগুলা দ্রুত নিয়ে নিচ্ছে,, যতটুকু পারো রিভাইস দিয়ে যাও,,কম টাইম হইলেও সবার জন্যই তো কম টাইম
@@GeicoGazi আমার নাম্বার/র্যাংক অনেক উঠানামা করতো,,প্রিপারেশন ভালো থাকলে র্যাংক ৫০০ এর ভিতরে থাকতো,,,আবার খারাপ থাকলে ৫/৬ হাজারের বাইরে ছিলো কয়েকবার। র্যাংক নিয়ে টেনশন নিও না,,উদ্ভাসের র্যাংকের সাথে আ্যডমিশনের র্যাংকের অনেক পার্থক্য,,উদ্ভাসের র্যাংকটা জাস্ট কনফিডেন্সই বুস্টআপ করে আরকি।
Bhaiya final model test guli udvash offline e je diten ogulite 220+/- ashto, question standard kemon hoto apnader time e? Mane bhaiya ami ei muhurte jei obostha diye jacchi, ami 300-320 er beshi touch kore ashte parina. Er moddhe silly bhul kori. Sheshe 230-270 er moddhe marks ashe. Kintu rank ete chole jay 1.5k-2k er dike. Eta dekhe besh hotashay bhugtesi je last moment e eshe ami ekai ki etto baje kortesi naki. Ashe pasher shobai bole 300+/- pay. Tao naki oder rank 500 er dike thake. Main exam e erokom hoile to kono kul kinara thakbena. Jodi kichu bolten ei bishoye
উদ্ভাসের এক্সামের মার্ক আর র্যাংকের ব্যাপারে কিছু কথা বলছিলাম কোনো একজন আ্যডমিশন ক্যান্ডিডেটকে,,ওইটাই কপি করে দিচ্ছি,,পুরোটুকু দেখলে আশা করি এ ব্যাপারে আইডিয়া ক্লিয়ার হবে
copied part: ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রিকি হলে উদ্ভাসের এক্সামগুলাতে ভালো মার্ক & র্যাংক পাওয়া কোনো ব্যাপারই না। লাইক- প্রশ্নব্যাংক মুখস্ত থাকলে,কনসেপ্ট বুক ফুল করা থাকলে এইসব আরকি। এইসব যারা আগে থেকে করে রাখে, তাদের বেশ কয়েকটা প্রশ্ন হুবহু কমন পড়ে, & সেগুলা খুব দ্রুত করে ফেলে অন্যদের চেয়ে ৫/১০ মিনিট আগাই যায়। কিন্তু মেইন আ্যডমিশনে অলমোস্ট সবগুলা প্রশ্নই ইউনিক থাকবে,, সো প্রত্যেকটার জন্য আলাদা করে চিন্তা করা লাগবে,যেটা উদ্ভাসের এক্সামে লাগে না আরকি। সেইজন্য দেখবি প্রত্যেক বছরই উদ্ভাসের র্যাংকের সাথে বুয়েটের আ্যডমিশনের র্যাংকের ভালোই একটা ডিফরেন্স থাকে। তাও উদ্ভাসের এক্সামগুলা আমি সবাইকে সিরিয়াসলি দিতে বলি,কারণ এই এক্সামের উদ্দেশ্যে আ্যট লিস্ট পড়া তো হয় (এক্সাম প্রেশারে),,,বাসায় নিজে নিজে প্রিপারেশন নিতে গেলে দেখবি সেই পড়াটাও হবে না। প্লাস উদ্ভাসের এক্সামে ভালো করলে কনফিডেন্স হাই থাকে,ডিপ্রেশন কম থাকে,,যেটা আ্যডমিশনের শেষ কয়েকদিনে মাইন্ড চিয়ারফুল রাখে। যেমন- তোর এখন নাম্বার আশানুরূপ আসছে না,সো তুই লো কনফিডেন্সে থাকবি কিছুটা,এটাই একমাত্র প্রব্লেম। এটা বাদে উদ্ভাসের এক্সামে খারাপ করার সাথে আ্যডমিশনের তেমন সম্পর্ক নাই,,কারণ প্রত্যেক বছরেই উদ্ভাসের ৩/৪০০০+ র্যাংকেও থাকা প্রচুর পোলাপাইনও বুয়েটে চলে আসে। সো, এটা মাথায় রাখবি সবসময়, বুয়েট এক্সাম হবে একটা,শুধু একটা। এই একদিনের একটা এক্সামে যে মাথা ঠান্ডা রাখি প্রশ্নগুলা দ্রুত বুঝে আ্যন্সার করে দিয়ে আসতে পারবে সেই সিলেক্টেড,,এখানে আর অন্য কোনো কিছু ম্যাটার করে না। (Think about a batsman who is consistently doing bad in all the world cup matches, but his team managed to reach the final & he scored a century in the final to win the cup,,,that't it. No one will remember his past scores. You are the batsman,,you are already selected for the final. So, try to score good runs in the group stage matches to gain confidence for the final,,if you can't, it's ok. Just hit a century in the final,that's it,nothing else matters)
Bhaiya jara new curriculum e uthse aibar 9 e tader khetre toh future e shob e change? Even samne 1.5 bosor por e college admission ta porjonto kivabe hobe like notre dame ei kivabe hobe tar e toh kono idea nei, oneke dekhtam ager curriculum e nine thaktei jei chap korto sathe sathe notre er qb er oi part tao korto practice hoye jaito, kintu aibar toh amra janie nah amader q hobe ta ki amra toh chaileo aivabe ager qb theke practice er jonno korte partesi nah, hain parbo but amader toh r aivabe ashbe na jehutu amra sikhtesie onno dhorone..
নতুন কারিকুলামে যে যে টপিকগুলা থাকবে,সেগুলার একদম ক্লিয়ার কনসেপ্ট রাখার ট্রাই করবা,,qb টা আসলে এক্স্যাক্টলি আ্যকুরেট না,ndc কখনো প্রশ্ন পাবলিশ করে না,, qb তে যে প্রশ্নগুলা দেয়,ওগুলা স্টুডেন্টদের মুখ থেকে শোনা। সো,qb প্র্যাক্টিস করা আবশ্যক না,,বরং যে টপিকই থাকবে, সেটার বেসিক কনসেপ্ট এমনভাবে শিখবা যাতে mcq/cq/short ques যে প্যাটার্নেই আসুক,আ্যন্সার করতে পারো। আর এনডিসি যদি নিউ প্যাটার্নে প্রশ্ন করেও,সেটা আসলে সবার জন্যই নিউ প্যাটার্ন হবে,সো সবাইকেই সেম টাইমে সেম চ্যালেঞ্জ ফেস করতে হবে,,সো অতো টেনশন নিও না। জাস্ট যাই শিখবা, বুঝে বুঝে শিখবা,দ্যাটস এনাফ
BHAIA apni etota over confident chilen kivabe je waiting list thekeo ashbe. Apni ki shroshtar upor believe chilo bolei and tar kase chaisen dekhei evabe baba make blte parsilen?
এই কয়দিন উৎকর্ষ নিয়া একটু বিজি আছি রে,,তাও দেখি টাইম ম্যানেজ করতে পারলে রেডি করবো। facebook.com/buetian?mibextid=ZbWKwL এই পেজে রিসেন্টলি সব সাবজেক্ট নিয়া রিভিউ দেয়া হচ্ছে,, চেক করতে পারিস। & best of luck for your written exam❤️
ভাইয়া সিলি মিস্টেক কমাবো কিভাবে আজকে উদ্ভাসে ফার্স্ট মডেল টেস্ট ছিলো। মোটামুটি ৩২০ পাওয়ার মত এনসার করেছি (প্রশ্নব্যাংক উপর এক্সাম ছিলো, প্রশ্ন ইজিয়েস্ট ছিলো) বাট মার্ক এসে গেছে অনেক কম। দেখা গেছে cos এর জায়গায় tan, +- এগুলা জিনিস ভুল করে রেখে আসছি। ☹️হতাশ হয়ে যাচ্ছি
সিলি মিসটেক সবারই হয়,কারো বেশি,কারো কম। কমানোর জন্য বেশি বেশি প্র্যাক্টিস বাদে আর কোনো ওয়ে নাই। আর খুব বেশি সিলি মিসটেক হইলে প্রতি প্রব্লেম শেষ করার পর ১৫/২০ সেকেন্ড হালকা রিভাইজ দিয়ে দিতে পারোস,বাট আমি নর্মালি এটা সাজেস্ট করি না কজ ২৫ টা প্রব্লেম রিভাইজে ১৫ সেকেন্ড করে গেলে ২৫*১৫=৩৭৫ সেকেন্ড মানে ৬ মিনিট+ যাবে, যেই টাইমে তুই এক্সট্রা দুইটা প্রব্লেম সলভ করতে পারবি
bhaiya Sutro lekhar age amra jani lekha lagbe? Hsc te? Amra jani tarpor data tola agula amar time kill kortece private exam aa jar karone full ans korte parci na. Vabteci 3 line a korbo😢
Simple revision dao,,ekdom deep e jai revision deyar to time nai,,,then lackings jegula ache segula to exam dile ber hoyei asbe. & written ekhono 10+ din baki,,short syllabus jehetu, daily study time arektu baraile dekhbi revision+model test sob e cover hoye jacche,,admission period almost sesher dike,ekhon diner jototuku time kaje lagano possible kaje laga
Assalamu alaikum. Bucchi bhaiya. Q1)ekdom final buet written revision er jonno kodin rakhbp bhaiya? Apni koidin rekhechilen bhaiya( with due respect)? Q2) bhaiya. Apni ekta model test book er mention korechilem.. Jodi ektu comment e naam ta likhe diten bhalo hoto
Prelir porei DU chilo,er 8 din pore BUET,, So,, ovabe revise deyar time pai nai,, J olpo koydin paisi se koyekdine sob chapter er formula gula revise disi & udvash e exam ditam,,exam e j mistake gula hoito segula recover korar try kortam
পারসিলাম,,বাট root tan x এর ইন্টিগ্রেশন যেভাবে করে,,tan x = z^2 ধরে ওইভাবে করসিলাম। মানে পরীক্ষায় তো আসছিলো root tanx + root cot x,,,তো আমি ট্যান এক্স এর জন্য আলাদা করে ইন্টিগ্রেট করসি,,কট এক্স এর জন্য আলাদা করে করসি,,দেন যোগ করে দিসি,, সেজন্য ৫ মিনিট প্লাস লাগছিলো। পরে শুনলাম ওইটা আরো ইজিলি করা যায়,,রুট কট এক্স কে ওয়ান বাই রুট ট্যান এক্স লিখে লসাগু করে আরো কম টাইমে সহজে করে ফেলা যায় আরকি
Vaiya exam hall pressure kivabe handle korbo?DU exam e panic kore exam kharap diye aschi..🙂Udvash er exam e 100-200 er moddhe rank thakto..Main exam e may be aro onek pichone thakbe...Ekhon BUET written e kivabe pressure handle korbo seta niye peray achi!🙂
স্টুডেন্টরা মেইনলি নার্ভাস হয় বা প্রেশার ফিল করে এক্সামের আগের ৩০-৪০ মিনিট যখন হলএ একা বসে থাকে,,সো ওই টাইমটাতে চিল মুডে থাকার ট্রাই কর,আশেপাশের স্টুডেন্টদের সাথে গল্প কর,ফান কর,,আর প্রশ্ন যখন দিয়া দিবে তখন তো জাস্ট প্রশ্নের দিকে ফোকাস,,ওইসময় একটা এক্সট্রা প্রেশার শুধু তোর উপর না,সবার উপরই থাকবে। & আ্যডমিশন এক্সান আর উদ্ভাস এক্সামে হিউজ ডিফারেন্স,,সো উদ্ভাসের এক্সাম দিয়া যেমন স্যাটিসফাইড হইস,,যেকোনো আ্যডমিশন এক্সাম দিয়া সেইরকম স্যাটিসফ্যাকশন কখনো ফিল করবি না
আমি করি নাই,তবে করা উচিত। আগে থেকে কোশ্চেন ব্যাংক সম্পর্কে কিছুটা আইডিয়া থাকলে আ্যডমিশন পিরিয়ডের শুরুতেই তুমি বাকিদের চেয়ে অনেক বেশি আগাই থাকবা। সো,আমার সাজেশন রইলো, যদি টাইম থাকে,তবে কোনো চ্যাপ্টার পড়া হইলে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন ব্যাংকের কয়েকটা প্রশ্ন দেখি যাইতে,,তাহলে ইঞ্জিনিয়ারিং আ্যডমিশনের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাবা
Vaiya...ai last moment a math er boi er sob math revise dawa lagbe?? Na duhu qb?? Boi er math a to onek time lagbe...tumi ai somoi a kivabe math revise diyechile??
আমি মেইন বুকের অনুশীলনীর ম্যাথ দেখে যাইতাম,,যে ম্যাথের প্রশ্ন দেখেই প্রসেস গেস করা যায় সেটা তো করার দরকার নাই,,যেগুলা একটু ইউনিক মনে হয়,সেটা ট্রাই করতাম। এভাবে দেখে গেলে কম সময়েই চ্যাপ্টার রিভাইজ হয়ে যায়। & then timer set kore druto random koyekta problem practice kortam qb theke haater speed dhore rakhar jonno
Vai amr hsc er 2-2.5 mash baki ase. Ami ekhon math er jnno ketab sir + Q.B er upor exam, physics er jnno punjeree ganitik + board question solve + Q.B er upor exam r chem er jnno hajari sir er theory + Board question solve + Q.B er upor exam dicchi. Eta korle ki thik ache? Ektu bolben? R vai apni hsc er ager time r admission time e koi theke concept clear korsen? Like udvash er master class dey. Kono topic atke gele ki okhan theke dekten?
ভেরি গুড,,,হ্যাঁ ঠিক আছে,এভাবেই আগাও। আর আমাদের টাইমে এইসব মাস্টার ক্লাস ছিলো না,আমার কোনো কনফিউশান থাকলে ইউটিউবে টপিকের নাম সার্চ দিয়া র্যান্ডমলি ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করতাম। নর্মালি ইন্ডিয়ার চ্যানেলগুলাতে অনেক ডিটেইলসে যাই এক্সপ্লেইন করে,সো পর্যাপ্ত সময় থাকলে সেগুলা ফলো করতে পারো (লাইক-ফিজিক্সওয়াল্লা)
vaiya etodin besh valo e study korechi but keno jani ekhn study kortey partesi na jodi ektu study plan bole diten. samne written xm bt onk kiso vule gesi & study hocche na. boi niye ghumiye pori. plz help vaiya jodi ekto eitar solve bolten
Bhaiya udvash e kichu exceptional theory shekhano hoy jemon complex pendulum er time period, integration kore rocket er beg ber kora, thermodynamics er mix gas er cp cv, maths er khetre integration er dhara type or axis shifting/axis rotating etc eigula theke buet e ashar chance ache? Boi er shutroii mone thakena eigula janleo mone rakha possible hoyna tai ask korchi;
-not necessary,, এগুলা আমাদের টাইমেও আসতো,আমিও স্কিপ করতাম😂 আসলে এইসব ইউনিক কোশ্চেন আ্যডমিশনে আসে না,আসলেও একটা,,যেটা না পারলেও ইজিলি চান্স হয়ে যাবে। এখন এইসব শিখতে গিয়ে এতো টাইম নষ্ট করার কোনো মানে হয় না
বাসায় আগে থেকে এক্সাম দে বেশি বেশি, মেইন আ্যডমিশনের আগের অন্যান্য আ্যডমিশন টেস্টগুলাতেও পার্টিসিপেট কর,তাহলে এক্সাম হলের পরিবেশের যে প্রেশার সেটার আইডিয়া পাবি
very good,,concept clear korata khub important,,, Aar silly mistake er beparta admission period e motamoti sobai e face kore,,,Accuracy baranor jonno practice chara aar kono bikolpo nai,,,onek beshi practice korle dekhbi silly mistake er percentage komte thakbe,,tobe khub slowly kombe to,,,so hotash howa jabe na.
Vaiya udvash er written e onek question thake irrelevant mone hoy kokhono buet e ashar moto na ekhon ei sesh diker model test gulao ki emon hobe? naki buet type er e hobe
কয়েকটা প্রশ্ন থাকবে একদম অপ্রয়োজনীয়,ভার্সিটি লেভেলের বইগুলা থেকে কপি করা। এগুলা দেয়ার দুইটা কারণ, ১, টপার আইডেন্টিফাই করা (ফার্স্ট সেকেন্ড থার্ড আলাদা করার জন্য আরকি, ২, স্টুডেন্টদের কোশ্চেন চয়েজ করার আ্যবিলিটি বাড়ানোর জন্য,লাইক যে এইসব করতে যাই টাইম ওয়েস্ট করবে সে পিছাই যাবে। সো, অপ্রয়োজনীয় কিছু প্রশ্ন থাকাটাও কিন্তু প্রয়োজনীয়
@@ahnafspeaks75 thank you bhaiya Arekta question holo age thekei shudhu qb solve korechi revise diyechi kintu concept/practice book er math dhori nai. Ekhon ei 18 dine ki ogula kora uchit hobe naki qb+ main boi diyei possible
preli ajke holo , hat a 16-18 din pabo kiki revise dibo? weak point math kichu kichu jaygay? just bolen kiki bhalo kore shesh kore jabo abar? eng qb shesh kora ase ar apar er class gulan er prob korsi
Main book+qb ভালোভাবে শেষ করা হলে এই কয়দিন টাইম ম্যানেজমেন্টের দিকে একটু ফোকাস কর,, & টাইম যেহেতু আছে, উইক জোন যেগুলা সেগুলা ভালো করে রিভাইজ দিয়ে যেতে পারিস
ভাই, আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের প্রশ্ন হাত দিয়ে ঢেকে উত্তর করছি। যেটা পারছিনা সেটা দাগিয়ে রাখছি এভাবে ২ বার কোশ্চেন ব্যাংক টা শেষ কর তে পারবো। এভাবে কি ভালো হনে না আরো অন্য বই সহ সলভ করতে হবে
রিটেন এক পেজে দুইটা করে,, বুয়েটের সাইটে গেলে previous questions সেকশনে গেলে একদম হুবহু প্রশ্ন পাই যাবি,মানে আমাদের হাতে যে প্রশ্ন দেয়া হয়েছিলো,ওখানে এক্স্যাক্টলি সেটার ছবিই তুলে দিয়ে দেয়া আছে।
In the last 2-3 mins of the video,, I already said that many of my friends answered 37 or even more questions in Buet exam,but didn’t get chance. So, answering accurately is more important than answering more.
Will you be my mentor for 20 days please..amr situation same tomar moto vaiya...jodi amke din a 10-20 mnt time dao amr khub upokar hoy...tpmar sathe contact korbo kivabe?
প্রশ্নে রাফ করা যাবে সমস্যা নাই,, আমার রুমে রাফের ব্যাপারে কিছু বলে নাই,তাই আমি প্রশ্নের সাইডেই রাফ করেছিলাম,,তবে আমার একজন ফ্রেন্ডের রুমের টিচার ফাইজলামি করে প্রশ্নে দাগ না দিতে বলছিলো,তবে যেহেতু প্রশ্নে এই টাইপের কিছু লেখা ছিলো না,সো সাইডে রাফ করতে পারো প্যারা নাই
কে কত আ্যন্সার করে সেটা আসলে ম্যাটার না,,অনেকে ৪০ টা আ্যন্সার করেও চান্স পায় না,অনেকে ৩০ টা আ্যন্সার করেও সামনের দিকের পজিশন পেয়ে যায়। তবে আমাদের টাইমে ৩০০-৪০০ র্যাংকের জন্য ২৭০ বা ২৮০ এইরকম মার্ক পেতে হয়েছে আমার ধারণা
Vai amaro apnar moton ndc te result + udvash e rank valo chilo na Jar karone amar moddhe ei confidence tai hariye geche j amake diyeo buet e chance pawa ba valo rank kora possible Vaia eto kichur por o apni kivabe nijeke ei obosthay ante parsen ektu janaiyen.... Ar vaia udvash er final model test e valo rank ba valo marks na peyeo ki buet e chance pawa possible? Onek beshi thanks vaia video tar jonno❤ Ar vaia apnar Du rank and marks kemon aschilo janaiyen
-I used to believe in almighty & always tried to take everything positively,,that mentality pushed me every day to study more,,, - yes possible,, there are many examples in Buet who didn’t perform well in udvash exams - rank 750 er kachakachi & mark o 70 er ashepashe,,,(j video te ndc ranks share korechilam,se video-r last ei amar sob admission ranks share korechilam, you can check it to verify)
যে যে ধর্মেরই হোক না কেনো।।একটুও যদি বিশ্বাস থাকে ধর্মের উপর, ওই সময়টা মেনে চলা উচিত। আসলেই মানসিক শান্তি দেয়💚💚 And Thanks for mentioning me,,😅🥺 feeling proud🤧
@@shuvrodas8859 আসলেই, ওই জীবনটা struggling ছিলো ঠিকই,,কিন্তু অনেক exciting ও ছিলো। দিনে পরীক্ষা দিয়া রাতের ১০ টায় ফোন হাতে নিয়া বসে থাকতাম,কখন রেজাল্ট পাবলিশ হবে!!!! ভয়,দুশ্চিন্তা,উত্তেজনা সব মিলে অন্যরকম একটা অনুভূতি!🥵
Bhai motijheel er kun coaching centre er question standard silo?![Udvash sara]
কোনোটাই না, উদ্ভাস বাদে বাকি সবগুলার প্রশ্নেই অনেক ভুল থাকতো আমাদের সময়ে। এখন ইম্প্রুভ করেছে কি না জানি না
we need more guidline videos from you bhaia!
@@sreshtaadiba8039 গত কয়েক মাস বিভিন্ন কারণে ভিডিও করা হয় নি কোনো। আবার শুরু করবো দেখি ইনশাআল্লাহ
@@ahnafspeaks75 24 needs u bhaiya
Keep uploading 😢
ভাইয়া অনেকটা আমার মামার মত দেখতে। উনিও একজন ইঞ্জিনিয়ার।
@@Детерминацио তাই নাকি?😂😂
জোস তো✌️✌️
প্রিলি তে আপনার দেখানো স্ট্র্যাটেজি ফলো করছি
আলহামদুলিল্লাহ আমি এখন প্রশান্তি পাচ্ছি.....
প্রিলির পরে দেখতাছি💝💝💝...
Addmission all about luck and preparation combined...
You are right,
All the best❤
@@ahnafspeaks75 thank you vaiya 💝💝এই সময়ে পাশে থাকার জন্য
@@abdullahalnur8740 most welcome brother ❤️
Vaiyaa tomar chanche hoysee
8:17 কষ্টের সাথেই তো স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে।( সূরা আল ইনশিরাহ,আয়াত 5-6)❤😊
Thanks a lot vaia, eita onek beshi helpful chilo,, ekhon kichuta confident feel korchi
আসসালামু আলাইকুম,,,,, ভাই আমি রিটেনের জন্য সিলেক্ট হয়েছি আলহামদুলিল্লাহ ( আপনার প্রিলির ভিডিও দেখছিলাম) । রিটেনের ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। দোয়া করিয়েন ভাই।
Wow,
Alhamdulillah congratulations ❤️
So happy for you,,try your best in the last few days so that your dream comes true & we can meet in the campus as uni mates in sha Allah
@@ahnafspeaks75 In sha allah.
you can be the best mentor!!!
Porikkha 9 tarik. Scared. Nervous. And excited. Excited to see that place again
best of luck,,,hopefully some special results are waiting for you
Buet CSE 🥶🥶🥶
BUT looking like human.... impossible....
Alien confirmed...
😂😂😂😂
Me to myself: BUETians talk like normal people😮
BTW thanks a ton bhaiya🎉
আরে😂😂
Welcome❤️❤️& আমরা নর্মাল পিপলই😶
🤣🤣🤣🤣🤣🤣
G.O.A.T.
24 batch bhai last 2 month khub ekta valovabe use korte parinai dua koiren😢
দোয়া রইলো
বুয়েটে এক্সাম দিবো না,,,তবুও ভিডিওটা দেখলাম ভাইয়া❤❤।আপনার কথা শুনতেই কেমন জানি একটা ভালোলাগা কাজ করে অলওয়েজ।🫶
It really means a lot,,ধন্যবাদ ডাক্তার সাহেব❤️❤️
Thank you bhaiya. Video ta onek helpful chhilo specially expectation-depression er discussion tar jonno thanks. Bhaiya ekdom last week e esheo hothath several condition theke locus ber kora, random integration, often porichito type er gulao, limit er math solve e korte partisi na. Dekhle bujhi kintu exam e partisi na. Apnar ki ekebare last e esheo erokom weakness chhilo jeta jeneo hoito main exam diye ashchhen? Mathai ektai pressure kaaj kortese e koidin e jebhabe hok shob clear kore jete hobe. Etar jonno regular revision eo effect portese barbar back kortisi abar atkachhhi.
আমার ফাইনাল মডেল টেস্ট সেকেন্ডটা খারাপ হয়েছিলো,নাম্বার র্যাংক সব পিছনের দিকে,,ওই রাতটা আমি একটু আপসেট ছিলাম,ভেক্টরের ক্রস গুণনেও ভুল করতেসিলাম প্লাস মাইনাস নিয়া। সো,আমার মনে হয় এইসব পার্ট অফ লাইফ,,অলমোস্ট সবাই ই এইসব ফেস করে,,হয়তো খুব বেশি স্ট্রেস নেয়ার কারণে এমনটা হয়। সো, এইসব টাইমে মুডটাকে একটু ডাইভার্ট করো,,ওই টপিক বাদ দিয়া অন্য টপিক বা সাবজেক্ট পড়ো,,বা একটু ঘুরে আসো,কারো সাথে কথা বলো। আসলে মুড চিয়ারফুল থাকলে লেখাপড়া খুব ইজি হয়ে যায়,,আ্যট লিস্ট আমার কাছে তাই মনে হয় আরকি।
& thanks for your compliment,, it really means a lot to me
@@ahnafspeaks75 Thank you bhaiya.
You have a great perspective of things . Hope you could make a video on "depression during admission period and how to tackle it" . Amio khub similar akta moment e , jokhon whole life top kore ekhon dekhi udvash er exam gulo te jara always amr theke pise chilo school and cllg life e, tara way ahead, I dont even know how to cope up with this. I dont even know if i can get admitted to buet and every moment I regret not studying hard enough for admission during my cllg days. I dont even know if i can crack the exam 16 hr daily pore cause shobai e to 16 hrs pore ei time e. Since apni alr eigulo face korechen, I hope you could make a video on how to deal with the feeling of being left behind . Thanks a lot bhaia for you videos .
in sha Allah I will try it,, & your admission journey has just started,,there is still a minimum of 5 months,,these 5 months are gamechangers. In this time, there will be many ups & downs.
So, you keep believe in yourself & try your best,, 16 hours is never mandatory,, you just try as much as possible keeping your physical & mental health fit. In sha Allah there is some good news waiting for you.
Best of luck.
@@ahnafspeaks75 Thank you , bhaia. This means a lot. Hopefully and In sha Allah I will come back after 7 months with some good news! See you at the campus in the same department 💪! cse ftw
@@owoku4982 in sha Allah,,I will wait for you
@@ahnafspeaks75 bhaia, apnar dept junior ekhon !!! Alhamdulillah , 173
@@owoku4982 I just read your past comments & I am just,,, astonished.
What a turnaround!!
Alhamdulillah,, congratulations.
You just fulfilled your promise.
I am so happy for you.
Hope to meet you in the campus in sha Allah.
vaiyya last 30 din prep niye video din please
Congratulation for 1 k subscribers vaia.❤
Oww just noticed it,
Alhamdulillah,thanks a lot❤️❤️
থামনেইলটা একেবারে চমক হাসান 🥰👌
Hae😃
Vai, buet cse er karo moddhe kono ego nai. Shobai onk free mind er. But last diker range er kichu manush kmn kmn jani lage mone hoy onarai khali chance paise. Request roilo apnio emon hoiyen na. ❤
thanks a lot for your compliment apu,,I will try to keep your request for the rest of my life in sha Allah
ভাইয়া আপনার মাঝে আমি নিজেকে খুজে পাই
দোয়া করবেন যেন একদিন ece building এ দেখা করতে পারি বুয়েটিয়ান হিসাবে,,
HSC -24🎉
দোয়া রইলো❤️
vaiya physics er khetre ki apni formula er derivation porten?? naki shudhu derivation ekbar dekhe formular upor beshi jor diten?
সূত্র প্রতিপাদন তো আসলে লাগে না অ্যাডমিশনে,
তার চেয়ে যত বেশী প্র্যাক্টিস করতে পারো সেটা বেটার।
আর ডিরাইভেশন শিখতে চাইলে ছোটো ছোটো প্রমাণ যেগুলা আছে সেগুলা দেখতে পারো, ওইগুলা অনেক সময় আসে। আমাদের সময় ডিইউ অ্যাডমিশনে সিম্পল ছোটো ফর্মুলা প্রুফ আসছিলো একটা। বাট মেইনলি ফর্মুল্র প্রয়োগটা বেশি ইম্পর্ট্যান্ট আরকি
@@ahnafspeaks75 ok boss
Our chamak hasan.
Trit dis 1k er jonno.
যে কঠিন ইউজার নেম দিসিস, না চিনতে পারলে ট্রিট ক্যাম্নে দিবো?🤔
ভাইয়া প্রশ্নের নিচে জায়গা থাকে লেখার জন্য ওই বইটার নাম কি
প্লিজ জানাবেন
আর ওখানকার প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড কিনা তাও একটু জানায়েন
প্লিজ 🥺
@@Rish69sixnine খুব সম্ভবত রয়েলের একটা বই ছিলো,,royel engineering model test দিয়ে রকমারিতে সার্চ করলে পেয়ে যাওয়ার কথা,,অর্ডার করার আগে কয়েক পৃষ্ঠা পড়ে নেয়া যায়,,সো চেক করে নিও। না পাইলে জানাতে পারো, রকমারির অফিসের স্টুডিওতেই ক্লাস নিই আমি,,সো ওখানে খোঁজ নিতে পারবো। আর যতটুকু মনে আছে ম্যাক্সিমাম প্রশ্ন স্ট্যান্ডার্ড ই ছিলো।
@@ahnafspeaks75 ভাইয়া অনেকগুলো বইয়ের মধ্যে আসলে কোনটার কথা যে বলছেন বুঝছি না 😑
একটু কষ্ট করে নাম টা জানায়েন 🫠
@@Rish69sixnine as far as I remember, I practised from a book like this - the-royal-scientific-publications.com/product/BUET_Model_Test_with_Solutions_4th_Edition
Check this from rokomari,,read first few pages online & then take your decision
@@ahnafspeaks75 ভাইয়া 🤍
দুয়া কইরেন এই সপ্তাহে মনে হয় রেজাল্ট
তারপর যদি পরীক্ষা দেয়ার যোগ্যতা থাকে তাহলে সেই কাঙ্খিত পরীক্ষা
bhaiya physics er jonno shelu sir boi porle ki top 300 e thaka possible ?? naki ishak sir o solve korte hobe??
আরে বইয়ের সাথে পজিশনের কী সম্পর্ক?!!
যেকোনো রাইটারের বই পড়লেই সেটা ভালোভাবে করা হলে টপে থাকা পসিবল।
যারা টপ ১০০ তে আছে, তাদের একেকজনে একেক রাইটারের বই পড়ে টপ করছে, সো রাইটারের বই আসলে কোনো ফ্যাক্টই না ভাইয়া
Great initiative and great content as well.
Admission candidates can learn some effective way of studying and be motivated for this journey.
Keep going.You're doing great💚
Thanks a lot brother,, it really means a lot to me❤️❤️
Vaiyya eybocor to amader model test er maje 1 din kore gap. kivabe ki korbo?
@@YourAsifKhan এই বছর হুট করে ডেট অনেক আর্লি দেয়াতে মডেল টেস্টগুলা দ্রুত নিয়ে নিচ্ছে,,
যতটুকু পারো রিভাইস দিয়ে যাও,,কম টাইম হইলেও সবার জন্যই তো কম টাইম
@ahnafspeaks75 কিন্তু ভাইয়া বুয়েট এক্সাম এর তো এখনো ১ মাস বাকি৷ নিজে নিজে অন্তত ২ বার ভালো রিভিশন সম্ভব ছিলো😑
23:15
Bhai apnader somoy ki free exam hoyesilo?
ফ্রি এক্সাম মানে?
কোথায় ফ্রি এক্সাম?
Bhaiya apnar weekly te shob shomoy rank kemon asto?
@@GeicoGazi আমার নাম্বার/র্যাংক অনেক উঠানামা করতো,,প্রিপারেশন ভালো থাকলে র্যাংক ৫০০ এর ভিতরে থাকতো,,,আবার খারাপ থাকলে ৫/৬ হাজারের বাইরে ছিলো কয়েকবার।
র্যাংক নিয়ে টেনশন নিও না,,উদ্ভাসের র্যাংকের সাথে আ্যডমিশনের র্যাংকের অনেক পার্থক্য,,উদ্ভাসের র্যাংকটা জাস্ট কনফিডেন্সই বুস্টআপ করে আরকি।
Vaiya,30tar moto valomoto lekhte parchi.kichu partial korchi.kmn asha kora jai vai?🙂
যে ৩০ টা আ্যন্সার করসিস,জাস্ট ওইগুলা যদি কারেক্ট হয়,তাহলে অবশ্যই খুব ভালো কিছু আশা করা যায়।
প্যারা নিস না,আল্লাহ ভরসা
@@ahnafspeaks75 ❤
Alhamdulillah vai.512th(ME)🙂
@@zakirhossen4852 wow,,,alhamdulillah,,congratulations.
Campus e ashle treat nia jais
আগেও একবার দেখছি আবার দেখতেছি❤❤❤❤
Zahin watching from 24 batch.
Thank you Zahin❤️
first comment
Congrats😂❤️
@@ahnafspeaks75 i am C57N. Nocking you twice.
@@durlovdey9094oww yess,,আগের ভিডিওর কমেন্টে কথা হয়েছিলো,তাই না!?
Can relate to the situation you faced..
Bhaiya final model test guli udvash offline e je diten ogulite 220+/- ashto, question standard kemon hoto apnader time e?
Mane bhaiya ami ei muhurte jei obostha diye jacchi, ami 300-320 er beshi touch kore ashte parina. Er moddhe silly bhul kori. Sheshe 230-270 er moddhe marks ashe. Kintu rank ete chole jay 1.5k-2k er dike. Eta dekhe besh hotashay bhugtesi je last moment e eshe ami ekai ki etto baje kortesi naki. Ashe pasher shobai bole 300+/- pay. Tao naki oder rank 500 er dike thake.
Main exam e erokom hoile to kono kul kinara thakbena.
Jodi kichu bolten ei bishoye
উদ্ভাসের এক্সামের মার্ক আর র্যাংকের ব্যাপারে কিছু কথা বলছিলাম কোনো একজন আ্যডমিশন ক্যান্ডিডেটকে,,ওইটাই কপি করে দিচ্ছি,,পুরোটুকু দেখলে আশা করি এ ব্যাপারে আইডিয়া ক্লিয়ার হবে
copied part:
ওয়ালাইকুম আসসালাম,
একটু ট্রিকি হলে উদ্ভাসের এক্সামগুলাতে ভালো মার্ক & র্যাংক পাওয়া কোনো ব্যাপারই না।
লাইক- প্রশ্নব্যাংক মুখস্ত থাকলে,কনসেপ্ট বুক ফুল করা থাকলে এইসব আরকি।
এইসব যারা আগে থেকে করে রাখে, তাদের বেশ কয়েকটা প্রশ্ন হুবহু কমন পড়ে, & সেগুলা খুব দ্রুত করে ফেলে অন্যদের চেয়ে ৫/১০ মিনিট আগাই যায়।
কিন্তু মেইন আ্যডমিশনে অলমোস্ট সবগুলা প্রশ্নই ইউনিক থাকবে,, সো প্রত্যেকটার জন্য আলাদা করে চিন্তা করা লাগবে,যেটা উদ্ভাসের এক্সামে লাগে না আরকি।
সেইজন্য দেখবি প্রত্যেক বছরই উদ্ভাসের র্যাংকের সাথে বুয়েটের আ্যডমিশনের র্যাংকের ভালোই একটা ডিফরেন্স থাকে।
তাও উদ্ভাসের এক্সামগুলা আমি সবাইকে সিরিয়াসলি দিতে বলি,কারণ এই এক্সামের উদ্দেশ্যে আ্যট লিস্ট পড়া তো হয় (এক্সাম প্রেশারে),,,বাসায় নিজে নিজে প্রিপারেশন নিতে গেলে দেখবি সেই পড়াটাও হবে না।
প্লাস উদ্ভাসের এক্সামে ভালো করলে কনফিডেন্স হাই থাকে,ডিপ্রেশন কম থাকে,,যেটা আ্যডমিশনের শেষ কয়েকদিনে মাইন্ড চিয়ারফুল রাখে। যেমন- তোর এখন নাম্বার আশানুরূপ আসছে না,সো তুই লো কনফিডেন্সে থাকবি কিছুটা,এটাই একমাত্র প্রব্লেম। এটা বাদে উদ্ভাসের এক্সামে খারাপ করার সাথে আ্যডমিশনের তেমন সম্পর্ক নাই,,কারণ প্রত্যেক বছরেই উদ্ভাসের ৩/৪০০০+ র্যাংকেও থাকা প্রচুর পোলাপাইনও বুয়েটে চলে আসে।
সো, এটা মাথায় রাখবি সবসময়, বুয়েট এক্সাম হবে একটা,শুধু একটা। এই একদিনের একটা এক্সামে যে মাথা ঠান্ডা রাখি প্রশ্নগুলা দ্রুত বুঝে আ্যন্সার করে দিয়ে আসতে পারবে সেই সিলেক্টেড,,এখানে আর অন্য কোনো কিছু ম্যাটার করে না।
(Think about a batsman who is consistently doing bad in all the world cup matches, but his team managed to reach the final & he scored a century in the final to win the cup,,,that't it. No one will remember his past scores.
You are the batsman,,you are already selected for the final.
So, try to score good runs in the group stage matches to gain confidence for the final,,if you can't, it's ok. Just hit a century in the final,that's it,nothing else matters)
Bhaiya jara new curriculum e uthse aibar 9 e tader khetre toh future e shob e change? Even samne 1.5 bosor por e college admission ta porjonto kivabe hobe like notre dame ei kivabe hobe tar e toh kono idea nei, oneke dekhtam ager curriculum e nine thaktei jei chap korto sathe sathe notre er qb er oi part tao korto practice hoye jaito, kintu aibar toh amra janie nah amader q hobe ta ki amra toh chaileo aivabe ager qb theke practice er jonno korte partesi nah, hain parbo but amader toh r aivabe ashbe na jehutu amra sikhtesie onno dhorone..
নতুন কারিকুলামে যে যে টপিকগুলা থাকবে,সেগুলার একদম ক্লিয়ার কনসেপ্ট রাখার ট্রাই করবা,,qb টা আসলে এক্স্যাক্টলি আ্যকুরেট না,ndc কখনো প্রশ্ন পাবলিশ করে না,, qb তে যে প্রশ্নগুলা দেয়,ওগুলা স্টুডেন্টদের মুখ থেকে শোনা।
সো,qb প্র্যাক্টিস করা আবশ্যক না,,বরং যে টপিকই থাকবে, সেটার বেসিক কনসেপ্ট এমনভাবে শিখবা যাতে mcq/cq/short ques যে প্যাটার্নেই আসুক,আ্যন্সার করতে পারো।
আর এনডিসি যদি নিউ প্যাটার্নে প্রশ্ন করেও,সেটা আসলে সবার জন্যই নিউ প্যাটার্ন হবে,সো সবাইকেই সেম টাইমে সেম চ্যালেঞ্জ ফেস করতে হবে,,সো অতো টেনশন নিও না। জাস্ট যাই শিখবা, বুঝে বুঝে শিখবা,দ্যাটস এনাফ
@@ahnafspeaks75 Thank you bhaiya ❤️
BHAIA apni etota over confident chilen kivabe je waiting list thekeo ashbe. Apni ki shroshtar upor believe chilo bolei and tar kase chaisen dekhei evabe baba make blte parsilen?
আল্লাহর উপর বিশ্বাস তো অবশ্যই ছিলো,,পাশাপাশি এক্সাম দিলে মোটামুটি আইডিয়া করা যায় আরকি।
Vaiya, subject choice niye apnar dharona, experience ba amader jonno advice diye jodi akta video koren khub e help hobe
এই কয়দিন উৎকর্ষ নিয়া একটু বিজি আছি রে,,তাও দেখি টাইম ম্যানেজ করতে পারলে রেডি করবো।
facebook.com/buetian?mibextid=ZbWKwL
এই পেজে রিসেন্টলি সব সাবজেক্ট নিয়া রিভিউ দেয়া হচ্ছে,, চেক করতে পারিস।
& best of luck for your written exam❤️
Thanks vaiya reply dewar jonno.
Chance pele oboshshoi apnar sathe dekha korbo..
Abhi maja ayega na biru
Ebar buet ke dekhai🤑
ভাইয়া সিলি মিস্টেক কমাবো কিভাবে
আজকে উদ্ভাসে ফার্স্ট মডেল টেস্ট ছিলো। মোটামুটি ৩২০ পাওয়ার মত এনসার করেছি (প্রশ্নব্যাংক উপর এক্সাম ছিলো, প্রশ্ন ইজিয়েস্ট ছিলো) বাট মার্ক এসে গেছে অনেক কম। দেখা গেছে cos এর জায়গায় tan, +- এগুলা জিনিস ভুল করে রেখে আসছি। ☹️হতাশ হয়ে যাচ্ছি
সিলি মিসটেক সবারই হয়,কারো বেশি,কারো কম। কমানোর জন্য বেশি বেশি প্র্যাক্টিস বাদে আর কোনো ওয়ে নাই। আর খুব বেশি সিলি মিসটেক হইলে প্রতি প্রব্লেম শেষ করার পর ১৫/২০ সেকেন্ড হালকা রিভাইজ দিয়ে দিতে পারোস,বাট আমি নর্মালি এটা সাজেস্ট করি না কজ ২৫ টা প্রব্লেম রিভাইজে ১৫ সেকেন্ড করে গেলে ২৫*১৫=৩৭৫ সেকেন্ড মানে ৬ মিনিট+ যাবে, যেই টাইমে তুই এক্সট্রা দুইটা প্রব্লেম সলভ করতে পারবি
Kota paisen last e?
bhaiya
Sutro lekhar age amra jani lekha lagbe? Hsc te?
Amra jani tarpor data tola agula amar time kill kortece private exam aa jar karone full ans korte parci na. Vabteci 3 line a korbo😢
'আমরা জানি' এইচএসসি/আ্যডমিশন কোথাও লেখা লাগে না
Assalamu alaikum. Bhai revision er chaape beshi beshi exam dewar time manage korte parina. Apni kemne manage korten bhaiya. Amar revision e onek time jacche bhaiya bujhtisina kemne ki korbo
Simple revision dao,,ekdom deep e jai revision deyar to time nai,,,then lackings jegula ache segula to exam dile ber hoyei asbe.
& written ekhono 10+ din baki,,short syllabus jehetu, daily study time arektu baraile dekhbi revision+model test sob e cover hoye jacche,,admission period almost sesher dike,ekhon diner jototuku time kaje lagano possible kaje laga
Assalamu alaikum. Bucchi bhaiya.
Q1)ekdom final buet written revision er jonno kodin rakhbp bhaiya? Apni koidin rekhechilen bhaiya( with due respect)?
Q2) bhaiya. Apni ekta model test book er mention korechilem.. Jodi ektu comment e naam ta likhe diten bhalo hoto
Bhaia apni preli er por ki ki material revise diyechilen?
Prelir porei DU chilo,er 8 din pore BUET,,
So,, ovabe revise deyar time pai nai,,
J olpo koydin paisi se koyekdine sob chapter er formula gula revise disi & udvash e exam ditam,,exam e j mistake gula hoito segula recover korar try kortam
Vaia koitar mto correct korechilen?
৩২ টার মতো আ্যন্সার করছিলাম,,কারেক্ট কয়টা হয়েছে সেটা তো জানার উপায় নাই,
Vaiya, ketab sir er boi theke integration er math ta disilo root over tan. Er ota ki apni parsilen? Ektu bolen vai pls
পারসিলাম,,বাট root tan x এর ইন্টিগ্রেশন যেভাবে করে,,tan x = z^2 ধরে ওইভাবে করসিলাম।
মানে পরীক্ষায় তো আসছিলো root tanx + root cot x,,,তো আমি ট্যান এক্স এর জন্য আলাদা করে ইন্টিগ্রেট করসি,,কট এক্স এর জন্য আলাদা করে করসি,,দেন যোগ করে দিসি,, সেজন্য ৫ মিনিট প্লাস লাগছিলো।
পরে শুনলাম ওইটা আরো ইজিলি করা যায়,,রুট কট এক্স কে ওয়ান বাই রুট ট্যান এক্স লিখে লসাগু করে আরো কম টাইমে সহজে করে ফেলা যায় আরকি
14:15 BUET er written exam er moto fair exam monehoyna dekhsi kothao ei deshe :,)
Bhaiya apni ki offline coaching podan?
Yes, I am in the teaching panel of Utkorsho & Udvash, and also conduct a private batch in Jhigatola
Vaiya exam hall pressure kivabe handle korbo?DU exam e panic kore exam kharap diye aschi..🙂Udvash er exam e 100-200 er moddhe rank thakto..Main exam e may be aro onek pichone thakbe...Ekhon BUET written e kivabe pressure handle korbo seta niye peray achi!🙂
স্টুডেন্টরা মেইনলি নার্ভাস হয় বা প্রেশার ফিল করে এক্সামের আগের ৩০-৪০ মিনিট যখন হলএ একা বসে থাকে,,সো ওই টাইমটাতে চিল মুডে থাকার ট্রাই কর,আশেপাশের স্টুডেন্টদের সাথে গল্প কর,ফান কর,,আর প্রশ্ন যখন দিয়া দিবে তখন তো জাস্ট প্রশ্নের দিকে ফোকাস,,ওইসময় একটা এক্সট্রা প্রেশার শুধু তোর উপর না,সবার উপরই থাকবে।
& আ্যডমিশন এক্সান আর উদ্ভাস এক্সামে হিউজ ডিফারেন্স,,সো উদ্ভাসের এক্সাম দিয়া যেমন স্যাটিসফাইড হইস,,যেকোনো আ্যডমিশন এক্সাম দিয়া সেইরকম স্যাটিসফ্যাকশন কখনো ফিল করবি না
Bhaia, apne ki admission er age udvash er question bank, egula korsen naki shudu main boi r board question e?
আমি করি নাই,তবে করা উচিত। আগে থেকে কোশ্চেন ব্যাংক সম্পর্কে কিছুটা আইডিয়া থাকলে আ্যডমিশন পিরিয়ডের শুরুতেই তুমি বাকিদের চেয়ে অনেক বেশি আগাই থাকবা। সো,আমার সাজেশন রইলো, যদি টাইম থাকে,তবে কোনো চ্যাপ্টার পড়া হইলে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন ব্যাংকের কয়েকটা প্রশ্ন দেখি যাইতে,,তাহলে ইঞ্জিনিয়ারিং আ্যডমিশনের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাবা
@@ahnafspeaks75 okay bhaia. Thanks
Vaiya...ai last moment a math er boi er sob math revise dawa lagbe?? Na duhu qb?? Boi er math a to onek time lagbe...tumi ai somoi a kivabe math revise diyechile??
আমি মেইন বুকের অনুশীলনীর ম্যাথ দেখে যাইতাম,,যে ম্যাথের প্রশ্ন দেখেই প্রসেস গেস করা যায় সেটা তো করার দরকার নাই,,যেগুলা একটু ইউনিক মনে হয়,সেটা ট্রাই করতাম।
এভাবে দেখে গেলে কম সময়েই চ্যাপ্টার রিভাইজ হয়ে যায়। & then timer set kore druto random koyekta problem practice kortam qb theke haater speed dhore rakhar jonno
Vaiya buet written r cutmark kemon thake generally?kew bole 260+ kew bole 220+ konta sothik?
একেকবার একেক রকম,,,প্রশ্ন কঠিন নাকি সহজ সেটার উপরে ডিপেন্ড করে আরকি।
তবে ২৬০ একটু বেশিই হয়ে যায়,,আরো কমেও চান্স পাওয়া যায়
👍👍👍
Vaiya written exam er kotodin por result disilo?
১৮ জুন রিটেন
৩০ জুন রেজাল্ট
Bhaiya apnar preli er porer final model test gulate 250 er moto asto? Naki ekdom surur diker kotha bolechen?
Last er gulate
কিরে ভাই সাউন্ড ঠিক করলেই ত পারেন
really sorry vai,,,নেক্সট থেকে সাউন্ড কোয়ালিটি আরেকটু ইম্প্রুভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ
Vai amr hsc er 2-2.5 mash baki ase. Ami ekhon math er jnno ketab sir + Q.B er upor exam, physics er jnno punjeree ganitik + board question solve + Q.B er upor exam r chem er jnno hajari sir er theory + Board question solve + Q.B er upor exam dicchi. Eta korle ki thik ache? Ektu bolben?
R vai apni hsc er ager time r admission time e koi theke concept clear korsen? Like udvash er master class dey. Kono topic atke gele ki okhan theke dekten?
ভেরি গুড,,,হ্যাঁ ঠিক আছে,এভাবেই আগাও।
আর আমাদের টাইমে এইসব মাস্টার ক্লাস ছিলো না,আমার কোনো কনফিউশান থাকলে ইউটিউবে টপিকের নাম সার্চ দিয়া র্যান্ডমলি ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করতাম।
নর্মালি ইন্ডিয়ার চ্যানেলগুলাতে অনেক ডিটেইলসে যাই এক্সপ্লেইন করে,সো পর্যাপ্ত সময় থাকলে সেগুলা ফলো করতে পারো (লাইক-ফিজিক্সওয়াল্লা)
ckruet preparation video den
vaiya etodin besh valo e study korechi but keno jani ekhn study kortey partesi na
jodi ektu study plan bole diten.
samne written xm bt onk kiso vule gesi & study hocche na.
boi niye ghumiye pori.
plz help vaiya jodi ekto eitar solve bolten
এটার সল্যুশন তুমি নিজেই,
-শুধু তুমি না,সবাই ই মোটামুটি অনেক টপিক ভুলে গেছে এবং যাচ্ছে,,সো যতটুকু পারো রিভাইজ দাও
-ঘুম আসলে একটু হাঁটাহাঁটি করতে পারো,কফি খেতে পারো,,অথবা হালকা ঘুমিয়ে নিবা,রুমমেট বা ফ্যামিলিকে বলবা ৫০ মিনিট পরে জাগাই দিতে।
- স্টাডি প্ল্যান নিজের মতো করে নাও,মোটাদাগে বলতে গেলে, উদ্ভাসের মডেল টেস্ট শুরু হওয়ার আগে কোনোমতে সবকিছু টানের উপর রিভাইজ দিয়ে যাও,,দেন ছোটোখাটো ল্যাকিংস যেগুলা থাকবে সেগুলা উদ্ভাসের এক্সাম দিলে বের হয়ে আসবে,দেন সেগুলা টুকটাক দেখে নিবা আরকি
Bhaiya udvash e kichu exceptional theory shekhano hoy jemon complex pendulum er time period, integration kore rocket er beg ber kora, thermodynamics er mix gas er cp cv, maths er khetre integration er dhara type or axis shifting/axis rotating etc eigula theke buet e ashar chance ache? Boi er shutroii mone thakena eigula janleo mone rakha possible hoyna tai ask korchi;
-not necessary,, এগুলা আমাদের টাইমেও আসতো,আমিও স্কিপ করতাম😂
আসলে এইসব ইউনিক কোশ্চেন আ্যডমিশনে আসে না,আসলেও একটা,,যেটা না পারলেও ইজিলি চান্স হয়ে যাবে। এখন এইসব শিখতে গিয়ে এতো টাইম নষ্ট করার কোনো মানে হয় না
Vaiya boro boro exam A ami always nervous hoye jai. Hat kape. Kmne confidence rakhsilen apni
বাসায় আগে থেকে এক্সাম দে বেশি বেশি, মেইন আ্যডমিশনের আগের অন্যান্য আ্যডমিশন টেস্টগুলাতেও পার্টিসিপেট কর,তাহলে এক্সাম হলের পরিবেশের যে প্রেশার সেটার আইডিয়া পাবি
Vai biomedical engineering pete 400 er moddhe koto number paowa safe?
নাম্বার আসলে একেক বছর ভ্যারি করে,,আর নাম্বার অফিসিয়ালি পাবলিশ করে না তো,,সো এক্স্যাক্ট আইডিয়া নাই আমার
ভাইয়া আপনি কি মতিঝিল ব্রাঞ্চে ছিলেন?
হ্যাঁ
Vaiya. Amar concept onek clear in most topics. Kono kichui bad diye porinai. But Amar accuracy level kom. Silly mistakes kori. Eta kemne thik korbo?
very good,,concept clear korata khub important,,,
Aar silly mistake er beparta admission period e motamoti sobai e face kore,,,Accuracy baranor jonno practice chara aar kono bikolpo nai,,,onek beshi practice korle dekhbi silly mistake er percentage komte thakbe,,tobe khub slowly kombe to,,,so hotash howa jabe na.
prelli te selcted howar por ki abar admit card dibe ?
Maybe yes,,ashole surely mone nai amar
Vaiya udvash er written e onek question thake irrelevant mone hoy kokhono buet e ashar moto na
ekhon ei sesh diker model test gulao ki emon hobe? naki buet type er e hobe
কয়েকটা প্রশ্ন থাকবে একদম অপ্রয়োজনীয়,ভার্সিটি লেভেলের বইগুলা থেকে কপি করা। এগুলা দেয়ার দুইটা কারণ,
১, টপার আইডেন্টিফাই করা (ফার্স্ট সেকেন্ড থার্ড আলাদা করার জন্য আরকি,
২, স্টুডেন্টদের কোশ্চেন চয়েজ করার আ্যবিলিটি বাড়ানোর জন্য,লাইক যে এইসব করতে যাই টাইম ওয়েস্ট করবে সে পিছাই যাবে।
সো, অপ্রয়োজনীয় কিছু প্রশ্ন থাকাটাও কিন্তু প্রয়োজনীয়
@@ahnafspeaks75 thank you bhaiya
Arekta question holo age thekei shudhu qb solve korechi revise diyechi kintu concept/practice book er math dhori nai. Ekhon ei 18 dine ki ogula kora uchit hobe naki qb+ main boi diyei possible
@@mahmudabushra2472 I would suggest you not to touch concept book now rather,try to revise everything that you have learnt before
preli ajke holo , hat a 16-18 din pabo kiki revise dibo? weak point math kichu kichu jaygay? just bolen kiki bhalo kore shesh kore jabo abar? eng qb shesh kora ase ar apar er class gulan er prob korsi
Main book+qb ভালোভাবে শেষ করা হলে এই কয়দিন টাইম ম্যানেজমেন্টের দিকে একটু ফোকাস কর,, & টাইম যেহেতু আছে, উইক জোন যেগুলা সেগুলা ভালো করে রিভাইজ দিয়ে যেতে পারিস
ভাই, আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের প্রশ্ন হাত দিয়ে ঢেকে উত্তর করছি। যেটা পারছিনা সেটা দাগিয়ে রাখছি এভাবে ২ বার কোশ্চেন ব্যাংক টা শেষ কর তে পারবো। এভাবে কি ভালো হনে না আরো অন্য বই সহ সলভ করতে হবে
ভালো স্ট্র্যাটেজি,,পাশাপাশি টাইমার অন রেখে দেখিস করতে কতক্ষণ লাগে
vai fx -991 ex ase but arekta kinte gele toh 2000-2500 taka lagbe abar
আরে কিনতে যাবি কেনো?😂
জুনিয়র কারো থেকে একদিনের জন্য ম্যানেজ কর।
ভাই আজকে সেকেন্ড শিফটে এক্সাম ছিল ৬০ টার কম দাগাইসিলাম মোটামুটি শিউর যেগুলা দাগাইসিলাম চান্স আসে?
কাট মার্ক একেক বছর একেক রকম হয় তবে আমার পার্সোনাল অপিনিয়ন যা দাগাইসিস সেগুলা ভুল না হলে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি
@@ahnafspeaks75 আলহামদুলিল্লাহ ভাই সিলেক্টেড
@@muhtasimkhanmanmay7430 আলহামদুলিল্লাহ,,so happy for you,,,
Congratulations ❤️
@@ahnafspeaks75 thnnxx vaii
@@muhtasimkhanmanmay7430 try your best in the last few days,,looking forward to meeting you in the campus
1k upolokhe treat cay..naile unsubscribe kore dibo😑
দেখা হলে রং চা ট্রিট☕
Vaiya physics ar math e average e ek page e kotogula question silo? Ar apni vinegar prostutir proshno ta te koto line lekhechilen (approximately)?
রিটেন এক পেজে দুইটা করে,,
বুয়েটের সাইটে গেলে previous questions সেকশনে গেলে একদম হুবহু প্রশ্ন পাই যাবি,মানে আমাদের হাতে যে প্রশ্ন দেয়া হয়েছিলো,ওখানে এক্স্যাক্টলি সেটার ছবিই তুলে দিয়ে দেয়া আছে।
৩ টা বিক্রিয়া ৩ লাইনে, আর যতদূর মনে পড়ে সেফ থাকার জন্য প্রত্যেক বিক্রিয়ার উপরে বাংলা ১ লাইন লিখছিলাম।
HSC-23 আমি..!!
আচ্ছা ভাই আপনি HSC তে organic কেমন পারতেন..!!?
And overall chemistry subject টা কেমন পারতেন?😊
অতো ভালো না,,কেমিস্ট্রি উইক জোন ছিলো। অনেক কিছুই মুখস্ত করে গেছিলাম
@@ahnafspeaks75 ভাই হাজারী ছাড়া কি অন্যকিছু পড়েছিলেন?
Vaiya apnar rank koto aschilo?
122
@@ahnafspeaks75answer koyta korchilen vaiya?
Bhai Buet er hall e khuno time e mone hoy, Alada basha nileo valo hoito.
I mean bored lage?
Babb, ma sara kharap lage?
Of course I feel bad without them, but since I have been out of the house since college life, I am used to it
Vaiya,ami to formula likhe ans bosay dei,prblm hobe?
মানে এক লাইনে ফর্মুলা,পরের লাইনেই আ্যন্সার এইভাবে?
জী,ভাইয়া।উদ্ভাসে মার্ক কাটে না দেখলাম।এজন্য আর মান লিখি না
@@ahsanadnan4168 উদ্ভাসে মার্ক কাটে না,কারণ ওরা ম্যায়বি পার কোশ্চেন পেমেন্ট পায়। এখন নাম্বার কমাই দিলে তুই আপিল করবি,তখন ওকে খাতাটা আবার দেখতে হবে,বাট সেটার জন্য তো সে আবার পেমেন্ট পাবে না,তাই না!!
সো এজন্য দেখবি উদ্ভাসে যারা খাতা কাটে ম্যাক্সিমাম টাইমে প্রয়োজনের চেয়েও নাম্বার বেশি বেশি দেয়।
Bilai shagor🗿
🫣🫣
Vaiya apni asholei 32-33 ta touch korechilen??
Onk vaiya jader rank 500-600 unarao bolen 34-35 ta ans korechilen!!
In the last 2-3 mins of the video,, I already said that many of my friends answered 37 or even more questions in Buet exam,but didn’t get chance.
So, answering accurately is more important than answering more.
Hae bhaiya amaro ek boro bhai 22-23 e 26 tai ans korsilo but accurately she in sha Allah 426 Tomo hoyeche
bhai, last 3 month er HSC preparetion nia den video!
Will you be my mentor for 20 days please..amr situation same tomar moto vaiya...jodi amke din a 10-20 mnt time dao amr khub upokar hoy...tpmar sathe contact korbo kivabe?
Knock me on my social media explaining your situation
What is your id name bhaiya?
@@alarafatpiash8593 check description
ভাই রিটেন প্রশ্ন কি অনেক টাফ আসে?প্রশ্নব্যাংক এর গুলা পারা যায় তাও জিজ্ঞাসা করলাম
কয়েকটা প্রশ্ন ইউনিক বা টাফ হয়ই,,,তবে একটু ভালো প্রিপারেশন থাকলে ওভারল প্রশ্ন কঠিন মনে হবে না ইন শা আল্লাহ
Go ahead
প্রিলিতে বলে প্রশ্নে রাফ করা যায় না রাফ তাহলে কোথায় করবো? পিছনে করতে দিলে তো ম্যাথ করতে ও দাগাইতে অনেক সময় চলে যাবে?
প্রশ্নে রাফ করা যাবে সমস্যা নাই,,
আমার রুমে রাফের ব্যাপারে কিছু বলে নাই,তাই আমি প্রশ্নের সাইডেই রাফ করেছিলাম,,তবে আমার একজন ফ্রেন্ডের রুমের টিচার ফাইজলামি করে প্রশ্নে দাগ না দিতে বলছিলো,তবে যেহেতু প্রশ্নে এই টাইপের কিছু লেখা ছিলো না,সো সাইডে রাফ করতে পারো প্যারা নাই
ভালো লাগলো🖤
Apni proti subject a koita kore total questions answer korsen,,,???
Exactly mone nai,,32 ba 33 hobe,out of 40. (video te share korechi exam related sobkichu)
আসসালামুয়ালাইকুম ভাইয়া। একটা কথা জানার ছিলো। আমি HSC 23 বেচ, আচ্ছা ভাইয়া অসীম কুমার সাহা স্যারের বইয়ের মেথ সবগুলা ভালো ভাবে করা থাকলে এডমিশন পিরিয়ডে কতটুকু এডভান্টেজ পাওয়া যাবে বা এডমিশন xm এ কতটুকু এডভান্টেজ পাওয়া যাবে বলবেন ভাই প্লিজ 🙏
যেকোনো একটা বই পুরোপুরি শেষ করলে বোর্ড এক্সামের জন্য এনাফ,,
আর আ্যডমিশনের জন্য সাথে প্রশ্নব্যাংকও ভালোভাবে দেখে যেতে হবে
❤❤❤
Bhaiya preli diye ese dekhbo video ta if God wills- preli niyei bhoy lagtese- mcq fast hocche na-
best of luck❤️
ভাইয়া আপনাদের সময়ে যারা ৩০০-৪০০ র্যাঙ্ক এ ছিল তারা আনুমানিক কত মার্ক্স এন্সার করেছিলো বলতে পারবেন?
কে কত আ্যন্সার করে সেটা আসলে ম্যাটার না,,অনেকে ৪০ টা আ্যন্সার করেও চান্স পায় না,অনেকে ৩০ টা আ্যন্সার করেও সামনের দিকের পজিশন পেয়ে যায়।
তবে আমাদের টাইমে ৩০০-৪০০ র্যাংকের জন্য ২৭০ বা ২৮০ এইরকম মার্ক পেতে হয়েছে আমার ধারণা
Vai amaro apnar moton ndc te result + udvash e rank valo chilo na
Jar karone amar moddhe ei confidence tai hariye geche j amake diyeo buet e chance pawa ba valo rank kora possible
Vaia eto kichur por o apni kivabe nijeke ei obosthay ante parsen ektu janaiyen....
Ar vaia udvash er final model test e valo rank ba valo marks na peyeo ki buet e chance pawa possible?
Onek beshi thanks vaia video tar jonno❤
Ar vaia apnar Du rank and marks kemon aschilo janaiyen
-I used to believe in almighty & always tried to take everything positively,,that mentality pushed me every day to study more,,,
- yes possible,, there are many examples in Buet who didn’t perform well in udvash exams
- rank 750 er kachakachi & mark o 70 er ashepashe,,,(j video te ndc ranks share korechilam,se video-r last ei amar sob admission ranks share korechilam, you can check it to verify)
Motivated
Vaia apni iit e math solve korten😅?
Never
ভাইয়া আপনি কি অনলাইনে কোথাও কোচিং করেছেন? Like ACS ???
nope
যে যে ধর্মেরই হোক না কেনো।।একটুও যদি বিশ্বাস থাকে ধর্মের উপর, ওই সময়টা মেনে চলা উচিত। আসলেই মানসিক শান্তি দেয়💚💚
And Thanks for mentioning me,,😅🥺 feeling proud🤧
কিরে কিরে,,তুই ভিডিও দেখসিস!!😮
আমি তো আরো ভাবলাম এতো লম্বা ভিডিও,,ক্যান্ডিডেট বাদে আর কেউ দেখবে না😂
@@ahnafspeaks75 একটু স্মৃতিচারণ করা বন্ধু🥹,,বেস্ট একটা সময় ছিলো ওগুলো,,,দুইজনে মিলে পরীক্ষা দেওয়া,,প্রশ্ন সলভ করা💖
@@shuvrodas8859 আসলেই, ওই জীবনটা struggling ছিলো ঠিকই,,কিন্তু অনেক exciting ও ছিলো।
দিনে পরীক্ষা দিয়া রাতের ১০ টায় ফোন হাতে নিয়া বসে থাকতাম,কখন রেজাল্ট পাবলিশ হবে!!!! ভয়,দুশ্চিন্তা,উত্তেজনা সব মিলে অন্যরকম একটা অনুভূতি!🥵
@@ahnafspeaks75 💚💚
@@shuvrodas8859মডেল টেস্ট এর বইটার নাম কি দাদা?
প্লিজ জানাবেন 😢
❤❤❤
❤