Gaan Tea/ Shantanu Bhattacharyya/ Episode 5
Вставка
- Опубліковано 24 січ 2025
- এ শুধু গান নয় গানের গল্প। সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প। একদিন প্রতিদিন । বহু মানুষ যারা সঙ্গীত চর্চায় যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। সংগীত শিক্ষক, সংগীত পরিচালক ,গীতিকার ,গায়ক ,গায়িকা, যন্ত্র সংগীত শিল্পী সাউন্ড রেকর্ডিস্ট এমনকি যারা ইমপ্রেসারিও বা সংগীতের প্রযোজক হিসেবে কাজ করেন তারাও সকলেই এই সংগীত জগতেরই মানুষ। কিন্তু এই সংগীত চর্চার পেছনে যে এক নিরন্তর অভিজ্ঞতা কাজ করে তার একটা সুদীর্ঘ অধ্যায় রয়েছে । একটা গান তৈরি হলেই শেষ হয়ে যায় না। কিন্তু কেউ কি ভেবেছেন এই অভিজ্ঞতা আর তার গল্প তাকে কিভাবে সংরক্ষণ করা যায় ?বোধ হয় না ।সেই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে অনেক প্রখ্যাত মানুষের কাজ আমরা আর খুঁজে পাই না, শুধু একটি দুটি গান ছাড়া। সঙ্গীত তো হাওয়ায় ভেসে আসে না। তার পেছনে রয়েছে নিরন্তর এক চর্চা । প্রথিতযশা মানুষদের এই অভিজ্ঞতার কথা জেনে শুনে যারা আরো বেশি নিজেরা তৈরি হতে পারেন বা আরো সমৃদ্ধ হতে পারেন তারা হলেন সংগীত জগতেরই আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম । তাই শুধুমাত্র মনোরঞ্জন নয়। বরং এক গল্পের মতো করে বলা এই সঙ্গীত ভিত্তিক ধারাবাহিক তৈরি করেছেন ঋত্বিক মিত্র এবং অভিষেক গাঙ্গুলী। তার নাম "গান Tea"। গানের চর্চার সঙ্গে চায়ের একটা অবিচ্ছিন্ন সম্পর্ক চিরকালের । কলকাতার এক ক্যাফের আড্ডায় বসে এই নামকরণ করেছিলেন সাহিত্যিক সাংবাদিক শ্রী শঙ্করলাল ভট্টাচার্য।
- Розваги
Very good CONCEPT and Superb Presentation , GAAN TEA🌹👍👌☝🙏🏻
🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸
Darun. Darun...🙏
Aaha,opurbo gailen Gurujee🙏
ঋদ্ধ হলাম❤️🙏
Eta ki apnar composition?
konta?