বাবা এহতেশাম,আমি আমার স্বামীর মোবাইল ব্যবহার করি বলে ওঁর আই ডি থেকে লিখছি। আমার বয়স 68,তাই তোমাকে বাবা বলছি ।আমি তোমার দারুণ ভক্ত। আজ মেয়েটির জীবন গল্প শুনে ওর মায়ের জন্যে বুকটা আমার ভেঙে গেল।ওদের জন্যে আমার দোয়া থাকল। তোমার একটা জিনিস আমার ভালো লাগে যারা জীবনের গল্প বলে শেষ করার পর যখন তুমি ওদের ভুলগুলো ধরিয়ে দাও এবং বকাঝকা কর - সত্যি তুমি তখন গুরুরই কাজ কর। তোমার এবং তোমার সমস্ত সহকর্মীদের আমার দোয়া থাকল।তুমি জেনে খুশি হবে যে আমার শ্বশুরবাড়ি রাজশাহী এবং আমি রাজশাহী ভার্সিটির ছাত্রী ছিলাম। ধন্যবাদ ।
বাবা এহতেশাম,আমি আমার স্বামীর মোবাইল ব্যবহার করি বলে ওঁর আই ডি থেকে লিখছি। আমার বয়স 68,তাই তোমাকে বাবা বলছি ।আমি তোমার দারুণ ভক্ত।
আজ মেয়েটির জীবন গল্প শুনে ওর মায়ের জন্যে বুকটা আমার ভেঙে গেল।ওদের জন্যে আমার দোয়া থাকল।
তোমার একটা জিনিস আমার ভালো লাগে যারা জীবনের গল্প বলে শেষ করার পর যখন তুমি ওদের ভুলগুলো ধরিয়ে দাও এবং বকাঝকা কর - সত্যি তুমি তখন গুরুরই কাজ কর।
তোমার এবং তোমার সমস্ত সহকর্মীদের আমার দোয়া থাকল।তুমি জেনে খুশি হবে যে আমার শ্বশুরবাড়ি রাজশাহী এবং আমি রাজশাহী ভার্সিটির ছাত্রী ছিলাম। ধন্যবাদ ।
অনেক অনেক শুভকামনা ও আশীর্বাদ
গুরু এমন করে কথা বলেন ! কষ্টে বুকটা ফেটে যাচ্ছিলো। আমার ও বাবা নেই। বাবা একটা বার ফিরে আসো।
😢😢😢
গুরু বেশি কথা বলে গল্পের মাঝে