জমি খারিজ করতে উপজেলা ভুমি অফিস থেকে স্টেটমেন্ট এর কপি চায়। স্টেটমেন্ট এর কপি কি, কোন অফিসে থাকে এবং কিভাবে তোলা যাবে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানালে উপকৃত হতাম।
আমি আপনার ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত দর্শক স্যার A হলেন রেকর্ডীয় মালিক। ওয়ারিশ সূত্রে A এর ছেলে জমি বিক্রয় করলেন B এর কাছে। এবার B বিক্রয় করলেন C এর কাছে। তারপর C বিক্রয় করলেন D এর কাছে। উপরোক্ত মালিকগণ কেউ নামজারি করেন নি। এখন D যদি নামজারি করতে চান তাহলে কিভাবে করবেন ? নামজারি আবেদনে দাতার তথ্য পূরণ করার সময় কিভাবে করব। এই নিয়ে ইউটিউবে কোন ভিডিও খুঁজে পেলাম না। এই ধরনের আবেদন কিভাবে করতে হবে ভিডিও দেন স্যার।
ভূমির শ্রেণী ভিটা দেখালেও ভিতরে দুইটি ধরণ আছে- ভিটা বানিজ্যিক, ভিটা আবাসিক। আমি ভিটা দেখে ট্যাক্স দিয়ে দিয়েছি। পরে রিসিটে দেখি ভিটা বানিজ্যিক লেখা। এটাও কি এসি ল্যান্ড ঠিক করবে?
সংসোধনের জন্য আপত্তি দাখিল ওপসন থেকে আপত্তি জানালাম কিন্তু এসিল্যান্ড স্যার এপরুব করলে আমি কি আপত্তি দাখিল এসটাস থেকে চেক করতে পারবো কি এপরুব হইছে নাকি ওপেখোমান আছে চেক করার কোনো ওয়ে আছে কি।
খাজনা দিয়ে দিছি এখন দেখি একি নাম দুইবার আসছে এখন সংসোধন না করে জদি আবার খজনা দেওয়ার সময় হয় মানে হোলডিং এ খাজনার দাবি আসে তা হলে কি ঐ সময় খাজনা দেওয়ার জন্য জদি তসিলদার সাহেবের কাছে জাই ও ভুলের কথা বলি তখন কি তসিলদার সাহেব সাথে সাথে ভুল সংসোধন করে দিতে পারবে নাকি তখন ও আবার এসিলেন্ড স্যার এর ওনুমোদন লাগবে দয়া করে জানাবেন?
জমির হোল্ডিং হলো জমির খারিজ খতিয়ান থাকবে এবং হোল্ডিং ভূমি অফিসে যেটা লিপিবদ্ধ থাকে আর বাসার হোল্ডিং হল ওই সিটি কর্পোরেশন বা পৌরসভা দিয়ে থাকে যেখানে রোড নম্বর থাকে
প্রথম বিষয়টা বলাই বাহুল্য ছিল।
কারণ একবার অনুমোদন হলে প্রতি বছর কর দেওয়া যাবে এটাই স্বাভাবিক
অনেকের গত বছর খাজনার অনুমোদন দেয়া আছে কিন্তু এবছর ও নতুন করে আবেদন করেছে এ কারনেই অংশ টুকু যোগ করা
জমি খারিজ করতে উপজেলা ভুমি অফিস থেকে স্টেটমেন্ট এর কপি চায়। স্টেটমেন্ট এর কপি কি, কোন অফিসে থাকে এবং কিভাবে তোলা যাবে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানালে উপকৃত হতাম।
statement হল যারা ৭২ সালে ২৫ বিঘার উপরে মালিক ছিল তারা ভূমি অফিসে যে বিবরণী জমা দিয়েছিলেন সেটা স্টেটমেন্ট
আমি আপনার ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত দর্শক
স্যার A হলেন রেকর্ডীয় মালিক। ওয়ারিশ সূত্রে A এর ছেলে জমি বিক্রয় করলেন B এর কাছে। এবার B বিক্রয় করলেন C এর কাছে। তারপর C বিক্রয় করলেন D এর কাছে। উপরোক্ত মালিকগণ কেউ নামজারি করেন নি। এখন D যদি নামজারি করতে চান তাহলে কিভাবে করবেন ? নামজারি আবেদনে দাতার তথ্য পূরণ করার সময় কিভাবে করব। এই নিয়ে ইউটিউবে কোন ভিডিও খুঁজে পেলাম না।
এই ধরনের আবেদন কিভাবে করতে হবে ভিডিও দেন স্যার।
দাতাকে মৃত দেখিয়ে ওয়ারিশের নাম লিখতে হবে
ভূমির শ্রেণী ভিটা দেখালেও ভিতরে দুইটি ধরণ আছে- ভিটা বানিজ্যিক, ভিটা আবাসিক। আমি ভিটা দেখে ট্যাক্স দিয়ে দিয়েছি। পরে রিসিটে দেখি ভিটা বানিজ্যিক লেখা। এটাও কি এসি ল্যান্ড ঠিক করবে?
আপনার জমিতে যদি দোকানপাট না থাকে তাহলে ভূমি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন
আসসালামু আলায়কুম. প্রতিনিধির পেমেন্ট এ ঢাকা বিভাগে উত্তারা থানা দেখাচ্ছেনা, করনীয় কি?
উত্তরা সার্কেল অফিসে যোগাযোগ করে নিশ্চিত হোন
সংসোধনের জন্য আপত্তি দাখিল ওপসন থেকে আপত্তি জানালাম কিন্তু এসিল্যান্ড স্যার এপরুব করলে আমি কি আপত্তি দাখিল এসটাস থেকে চেক করতে পারবো কি এপরুব হইছে নাকি ওপেখোমান আছে চেক করার কোনো ওয়ে আছে কি।
আপনি চেক করতে পারবেন না ভূমি কর্মকরতা করতে পারবে
খাজনা দিয়ে দিছি এখন দেখি একি নাম দুইবার আসছে এখন সংসোধন না করে জদি আবার খজনা দেওয়ার সময় হয় মানে হোলডিং এ খাজনার দাবি আসে তা হলে কি ঐ সময় খাজনা দেওয়ার জন্য জদি তসিলদার সাহেবের কাছে জাই ও ভুলের কথা বলি তখন কি তসিলদার সাহেব সাথে সাথে ভুল সংসোধন করে দিতে পারবে নাকি তখন ও আবার এসিলেন্ড স্যার এর ওনুমোদন লাগবে দয়া করে জানাবেন?
এক বছর অপেক্ষার পরে যদি খাজনা দিতে চান তাহলে খাজনা দেয়ার পূর্বে তোসীলদার সাথে দেখা করে আপনি সংশোধন করে নিতে পারবেন
অনলাইনে হোল্ডিং এ যে জমি দেখা যায় সেই জমি কি আসলে থাকে
থাকে
খতিয়ান থেকে বিক্রি করলে খাজনা ফুল টার আসে কেন? আবার কি অনোমোদন নিতে হবে নাকি
ভূমি অফিসে যোগাযোগ করে জমি কর্টন করে নিন
জমির হোল্ডিং কি বাড়ির হোল্ডিং?
আমাকে একজন বলল একি
আরেকজন বলল আলাদা। কার কথা ধরব?
জমির হোল্ডিং হলো জমির খারিজ খতিয়ান থাকবে এবং হোল্ডিং ভূমি অফিসে যেটা লিপিবদ্ধ থাকে
আর বাসার হোল্ডিং হল ওই সিটি কর্পোরেশন বা পৌরসভা দিয়ে থাকে যেখানে রোড নম্বর থাকে
@@gausul_azam councillor polatok ar amar jaega dokhol koreche se to ar amake holding number dibe na ki korbo?
আজ খাজনা জমা দিতে গিয়ে আগের নাম্বার হারিয়ে যাওয়ায় নতুন নাম্বার বসাতে ৮০০০৳চায় 😡
নতুন নাম্বার এন্ট্রি করতে এক টাকাও লাগবে না
কোন মোবাইল নম্বর দিয়ে খাজনা পরিষদ করা আছে কি ভাবে বুঝবো, নতুন নম্বর কি এড করা যাবে
@@gausul_azam আমার কাছে ৮০০০৳চেয়েছে😭
স্যার আমি খাজনার দাখিলার ব্যাপার এ একটু আপনার সাথে আলাপ করতে চায়,যদি আপনি আপনার what's app number টা দিলে অইখানে আলাপ করতাম।
01820160001 ইমো