আট রাকাত নাকি বিশ রাকাত। টকশো। খান সাহেব। নোমান। আসআদ আল মামুন

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @mobarakmedia2023
    @mobarakmedia2023 Рік тому +35

    খান সাহেবের মাথায় 😃😃যেটা পেঁচানো আছে সেটার দিকে কে কে খেয়াল করেছেন 🖐️ হাত তুলুন।

  • @abubokor2912
    @abubokor2912 Рік тому +181

    খান সাহেব আসলেই একজন ট্যালেন্টেড মানুষ। যেকোন চরিত্রে একদম মিশে যেতে পারে।😊

  • @JakirHUSSAIN-lu9xn
    @JakirHUSSAIN-lu9xn Рік тому +19

    ماشاء الله
    আপনাদের ভিডিও যুগ উপযোগী একটি ভিডিও, খুব সুন্দর একটা ভিডিও।

  • @KasumAli-b8f
    @KasumAli-b8f 2 місяці тому +1

    খান সাহেব আমাদেরকে আনন্দ এবং উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ, অভিনয় যেমনই হোক না কেন, এর চেয়ে আনন্দটা বেশিই পাওয়া যায় । প্রবাস জীবন।

  • @anfalahmed2334
    @anfalahmed2334 Рік тому +204

    রমজানের রোজা জন্য কারা কারা অপেক্ষা করছেন আল্লাহর ইবাদাতের জন্য।

    • @siamvai8481
      @siamvai8481 Рік тому +4

      ইনশাআল্লাহ

    • @md.sayem112bapari9
      @md.sayem112bapari9 Рік тому +2

      ইংশাআল্লাহ ইংশাআল্লাহ ইংশাআল্লাহ ❤️❤️❤️

    • @Mahmud844
      @Mahmud844 Рік тому +2

      আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক

    • @mdyeaminhasan
      @mdyeaminhasan Рік тому +1

      Ami

    • @didarulalam8998
      @didarulalam8998 Рік тому

      গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
      অধ্যায়ঃ ১৯/ তাহাজ্জুদ (كتاب التهجد)
      হাদিস নম্বরঃ ১১৪০
      ১৯/১০. নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সলাত কিরূপ ছিল এবং রাতে তিনি কত রাক‘আত সলাত আদায় করতেন ?
      ১১৪০. ‘আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তের রাক‘আত সালাত আদায় করতেন, যার ভিতর আছে বিতর এবং ফজরের দু’ রাক‘আত (সুন্নাত)। (মুসলিম ৬/১৭, হাঃ ৭৩৮) (আধুনিক প্রকাশনীঃ ১০৬৯, ইসলামিক ফাউন্ডেশনঃ ১০৭৪)
      Narrated `Aisha: The Prophet (p.b.u.h) used to offer thirteen rak`at of the night prayer and that included the witr and two rak`at (Sunna) of the Fajr prayer. بَاب كَيْفَ كَانَ صَلاَةُ النَّبِيِّ صلى الله عليه وسلموَكَمْ كَانَ النَّبِيُّ ﷺ يُصَلِّي مِنْ اللَّيْلِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا الْوِتْرُ وَرَكْعَتَا الْفَجْرِ‏.‏ Link:www.hadithbd.com/hadith/link/?id=24979

  • @HalalTuber25
    @HalalTuber25 Місяць тому +2

    চাঁপাই নবাবঞ্জের ভাষার সাথে ভালই মিলেছে❤❤🎉🎉

  • @MahfujNayem
    @MahfujNayem Рік тому +12

    যুগোপযোগী একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অসাধারণ উপস্থাপনা আপনাদের।
    মারহাবা
    আসাদ আল মামুন হযরতের আলোচনা অসাধারণ ছিলো এবং বাকি ২জন ভাইয়েরও প্রশ্নের ধরন একেবারে ষোলআনা বাস্তব।
    নিশ্চয়ই এই ভিডিওটি পুরো বাংলা ভাষা জানা সকল মুসলমানদের উপকারে আসবে ইনশাআল্লাহ।

  • @majharulbd3789
    @majharulbd3789 Рік тому +216

    কয়েকদিন ধরে আমার হিটারের তার টা খুজে পাচ্ছিনা এখন দেখি খান সাহেবের মাথায় 🤣🤣

    • @mawdud2653
      @mawdud2653 Рік тому +2

      Hahaha

    • @khanvlog7140
      @khanvlog7140 Рік тому +2

      হা হা হা এটা তো আমার বক্সের চার্জার

    • @EmoOfficial697
      @EmoOfficial697 Рік тому +1

      😆😆😆😆

    • @nurejannat2456
      @nurejannat2456 Рік тому +2

      🤣🤣🤣🤣🤣

    • @abdulgofur1295
      @abdulgofur1295 Рік тому +4

      ইয়াহহু হুয়াহহুয়া হুয়া হু হু হু হা হা হা,, 😋😋😋😋😋🤤🤤🤤🤣🤣🤣😂😂from 🇮🇳 Assam,karimganj district

  • @habibsk4456
    @habibsk4456 Рік тому +113

    ২০ রাকায়াত তারাবীহ ❤❤❤❤ এটাই চুড়ান্ত সিদ্ধান্ত

    • @SabikunNaharOfficiall
      @SabikunNaharOfficiall Рік тому +15

      জীনা তারাবী আট রাকাত এটা হবে চুড়ান্ত কথা

    • @htarekahmed2387
      @htarekahmed2387 Рік тому +3

      @@SabikunNaharOfficiall সহিহ হাদিসে প্রমাণ চাই।

    • @MdRiaz-lv5ws
      @MdRiaz-lv5ws Рік тому +5

      @@SabikunNaharOfficiall ২০ রাকাত পড়লে কি ৮ রাকাত বাদ যায় দয়া করে বলবেন?

    • @saleemm.zahirrehman6929
      @saleemm.zahirrehman6929 Рік тому +4

      এটা মোটেও চুড়ান্ত নয়

    • @moonlighteaalnsj3866
      @moonlighteaalnsj3866 Рік тому

      নবীর এক একজন সাহাবী নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন দিতে রাজি বিনা দিদ্বায়।
      তাহলে আমার প্রশ্ন?
      নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ৮ রাকাত পড়ে তাহলে একজন সাহাবী কিভাবে ২০ রাকাআত পড়বে?
      যারা সাহাবী বাদ দিয়ে শায়েখের অনুসরণ করে তাদের শায়েখ ও তার অনুসারীদের ইমান কতটুকু মজবুত প্রশ্ন থেকেই যায়।

  • @zannat4124
    @zannat4124 Рік тому +9

    শায়খের কথায় আমাদের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এর সুর থাকার জন্য কথাগুলো শুনে অনেক শান্তি পাচ্ছি। কিন্তু..... পাগড়ি দেখে হাসতে হাসতে জীবন শেষ!

  • @sayedbablu2524
    @sayedbablu2524 Рік тому +138

    খান সাহেবের কথা শুনলেই হাসি আসে

    • @timetravel.is.802
      @timetravel.is.802 Рік тому +1

      সহিহ বুখারী, তাহাজ্জুদ অধ্যায়,১০৪৭নং হাদিস। তারাবিহ ৮রাকাত।আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে অনুসরণ করবো। অন্য কোন মানুষ কে না

    • @golamkibria1656
      @golamkibria1656 Рік тому +3

      ​@@timetravel.is.802জনাব , ঐ হাদিসে কি তারাবির উল্লেখ আছে ? থাকলে দেখান জাতির সামনে তুলে ধরেন

    • @hmalinur1182
      @hmalinur1182 Рік тому

      আমি হাসার জন্য দেখি

    • @abdulmuhit1304
      @abdulmuhit1304 Рік тому

      @@timetravel.is.802 ‌صحيح البخاري - حدیث 1047
      کِتَابُ الكُسُوفِ بَابٌ: هَلْ يَقُولُ كَسَفَتِ الشَّمْسُ أَوْ خَسَفَتْ؟ صحيح حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ خَسَفَتْ الشَّمْسُ فَقَامَ فَكَبَّرَ فَقَرَأَ قِرَاءَةً طَوِيلَةً ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ وَقَامَ كَمَا هُوَ ثُمَّ قَرَأَ قِرَاءَةً طَوِيلَةً وَهِيَ أَدْنَى مِنْ الْقِرَاءَةِ الْأُولَى ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهِيَ أَدْنَى مِنْ الرَّكْعَةِ الْأُولَى ثُمَّ سَجَدَ سُجُودًا طَوِيلًا ثُمَّ فَعَلَ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِثْلَ ذَلِكَ ثُمَّ سَلَّمَ وَقَدْ تَجَلَّتْ الشَّمْسُ فَخَطَبَ النَّاسَ فَقَالَ فِي كُسُوفِ الشَّمْسِ وَالْقَمَرِ إِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَافْزَعُوا إِلَى الصَّلَاةِ১০৪৭. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী ‘আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময় সালাত আদায় করেন। তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন। অতঃপর দীর্ঘ কিরাআত পাঠ করেন। অতঃপর তিনি দীর্ঘ রুকূ‘ করলেন। অতঃপর মাথা তুললেন, আর سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলে পূর্বের মতই দাঁড়ালেন এবং দীর্ঘ কিরাআত পাঠ করলেন। তবে তা পূর্বের কিরাআতের চেয়ে অল্পস্থায়ী ছিল। আবার তিনি দীর্ঘ রুকূ‘ করলেন, তবে এ রুকূ‘ প্রথম রুকূ‘র চেয়ে কম দীর্ঘ ছিল। অতঃপর তিনি দীর্ঘ সিজদা্ করলেন। অতঃপর তিনি শেষ রাক‘আতে প্রথম রাক‘আতের অনুরূপ করলেন এবং সালাম ফিরালেন। তখন সূর্যগ্রহণ মুক্ত হয়ে গেল। অতঃপর লোকদের উদ্দেশে তিনি খুৎবাহ দিলেন। খুৎবায় তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে বললেন, এ হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দু’টি নিদর্শন। কারো মৃত্যু কিংবা জন্মের কারণে গ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা ভীত অবস্থায় সালাতের দিকে গমন করবে।

    • @abdulmuhit1304
      @abdulmuhit1304 Рік тому +3

      @@timetravel.is.802 ধোঁকাবাজি ছাড়েন আখলে হাদিস

  • @marziyatamanna51
    @marziyatamanna51 Рік тому +7

    আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার বিনোদন,, খুব ভালো লাগলো।।

  • @mdjakariyaahmed.
    @mdjakariyaahmed. Рік тому +4

    মাশা-আল্লাহ অসাধারণ অসম্ভব সুন্দর ভাবে বিষয়টিকে উপস্থাপন করার জন্য খান সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ! 👌🥰👌

  • @mohd.mokbulhossain4161
    @mohd.mokbulhossain4161 Рік тому +44

    বিশ রাকাআত এর ভিতর আট রাকাআত, নবীর( সাঃ) সুন্নাত সাহাবিদের আমল দুটোই হবে,সওয়ার ও পাওয়া যাবে বেশি মাশা আল্লাহ। রমজান মাসে বেশি বেশি সিজদা করবো আমল করবো আমিন।

    • @rahiii-uh3uu
      @rahiii-uh3uu Рік тому +1

      Taile magrib 3ar jaigay 4 Koren R fojore 2 ar jaigay 4 Koren soab besi Hobe

    • @Mdsiamhowladad
      @Mdsiamhowladad 9 місяців тому

      ভাই হাদীস সহিহ ভাবে বোঝার চেষ্টা করুন

    • @Toukirjiakhan
      @Toukirjiakhan 9 місяців тому

      Bhai amar apni jakhon e Amar Nobijir ﷺ Kareem er name likhben takhon plz doya kore pashe puro durood Shareef likheben ﷺ ❤️ karon short e doorud likha haram 🚫

    • @abulhossain6680
      @abulhossain6680 8 місяців тому

      মাশাল্লাহ ২০ রাকাতের ভিতর আট রাকাত।

  • @নাজিফমিডিয়া

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ২০ রাকাত

    • @InfoatAnsar
      @InfoatAnsar Рік тому

      ua-cam.com/video/Pu1B4940eBM/v-deo.html

    • @sourovahmed5995
      @sourovahmed5995 Рік тому +2

      ৮ রাকাত ও পড়া যায় ভাই☺️

    • @janyjany4368
      @janyjany4368 Рік тому

      @@sourovahmed5995 দলিল?

    • @sourovahmed5995
      @sourovahmed5995 Рік тому

      @@janyjany4368 dolil dite hobe tai na

    • @sourovahmed5995
      @sourovahmed5995 Рік тому

      @@janyjany4368 koi ta dolil parsen?

  • @mdsirazul6915
    @mdsirazul6915 Рік тому +39

    ও ভাই আলহামদুলিল্লাহ আমরা ওমান আরব পোবাশী আলহামদুলিল্লাহ আমরা এখানে বিশ রাকাত নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ

  • @mdshafiulislam3022
    @mdshafiulislam3022 Рік тому +22

    খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনারা এ থেকে সাধারণ মানুষের শিক্ষা নেওয়ার দরকার যেন সবাই তারাবি ২০ রাকাত নামাজ পড়ে।

    • @promithasan4881
      @promithasan4881 Рік тому +3

      but there is no 20 rakatttt, but if u want then do but dont force anyone and dont spread wrong information

    • @promithasan4881
      @promithasan4881 Рік тому

      এই নেন ভিডীও যায়া দেইখা নেন নিজেই বুঝবেন ৮ রাকাত নাকি এই ২০ রাকাত কোনটা বেশি যুক্তি সম্পন্ন , দলিল প্রমান সহ ।। ua-cam.com/video/QaFrVWROM6Q/v-deo.html

    • @craftsfestival8222
      @craftsfestival8222 Рік тому

      😅😅😅

    • @AbdulHannan-jn2zu
      @AbdulHannan-jn2zu Рік тому

      Tarabih 8+3=11aitati Sohih hadis Dara sabbosto Ma Ayesha( Ra)theke abong Hazrat Omar (ra) theke..etai 100%Sohih r Sohih hadis thakle jal joyif hadis grohon kora jabe na.
      Hazrat Omar (ra) Tamim Dari 11rakat porar nirdesh dilen abong ta 20rakat na 20raat porlen.

    • @Dr.Syed.A.RahamanB.H.M.S-dd4mf
      @Dr.Syed.A.RahamanB.H.M.S-dd4mf Рік тому

      ​@@AbdulHannan-jn2zutumio gan papi

  • @abdulashique6534
    @abdulashique6534 Рік тому +33

    চান্দের চেয়ে আরু বেসি সুন্দর ছিলেন আমাদের নবী মুহামমদ সাললাহু আলাই অসাল্লাম

  • @Islamisthabesst
    @Islamisthabesst Рік тому +51

    পৃথিবীর শ্রেষ্ঠ Call, হাই'য়া আলাস সালাহ, অর্থ :- নামাজের জন্য আসো।

    • @timetravel.is.802
      @timetravel.is.802 Рік тому

      সহিহ বুখারী, তাহাজ্জুদ অধ্যায়,১০৪৭নং হাদিস। তারাবিহ ৮রাকাত।আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে অনুসরণ করবো। অন্য কোন মানুষ কে না

    • @Islamisthabesst
      @Islamisthabesst Рік тому

      @@timetravel.is.802 রাসুলুল্লাহ সাঃ ২০ রাকাআত ও পরতেন

    • @abdulmuhit1304
      @abdulmuhit1304 Рік тому

      @@timetravel.is.802 ১০৪৭. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী ‘আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময় সালাত আদায় করেন। তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন। অতঃপর দীর্ঘ কিরাআত পাঠ করেন। অতঃপর তিনি দীর্ঘ রুকূ‘ করলেন। অতঃপর মাথা তুললেন, আর سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলে পূর্বের মতই দাঁড়ালেন এবং দীর্ঘ কিরাআত পাঠ করলেন। তবে তা পূর্বের কিরাআতের চেয়ে অল্পস্থায়ী ছিল। আবার তিনি দীর্ঘ রুকূ‘ করলেন, তবে এ রুকূ‘ প্রথম রুকূ‘র চেয়ে কম দীর্ঘ ছিল। অতঃপর তিনি দীর্ঘ সিজদা্ করলেন। অতঃপর তিনি শেষ রাক‘আতে প্রথম রাক‘আতের অনুরূপ করলেন এবং সালাম ফিরালেন। তখন সূর্যগ্রহণ মুক্ত হয়ে গেল। অতঃপর লোকদের উদ্দেশে তিনি খুৎবাহ দিলেন। খুৎবায় তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে বললেন, এ হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দু’টি নিদর্শন। কারো মৃত্যু কিংবা জন্মের কারণে গ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা ভীত অবস্থায় সালাতের দিকে গমন করবে।

    • @abdulmuhit1304
      @abdulmuhit1304 Рік тому

      @@timetravel.is.802 ধোঁকাবাজি ছাড় এই দেখ বোখারি শরিফের ১০৪৭ নং হাদিস

    • @nazmulalam8148
      @nazmulalam8148 Рік тому

      @@timetravel.is.802 ভাই এইটা ছিল তাহাজ্জুদ নামাজ।

  • @fohab7668
    @fohab7668 Рік тому +2

    মাশাআল্লাহ, চমৎকার পরিবেশনা 🥰💖💛🧡💝💝💞💓💕💘🖤🤎💜💙💚💛💥🧡🤍💚💛🧡❤️💗💖💝💓💓💘💟🤎💙💚💓💫💦💥💢💯🧡💚💙💕💜🖤🤎💜💙💚💛💗💖💖💓💞💝❤️💛💛🥰

  • @jannatulfeardausjannat1382
    @jannatulfeardausjannat1382 Рік тому +4

    শিক্ষনীয় ছিল,,
    শেষের দিকের কান্ড দেখে আমি হাসতে হাসতে শেষ 😂😂😂😂

  • @raffatgaming
    @raffatgaming Рік тому +1

    আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যতোগুলো মসজিদে তারাবি পড়েছি,, যতগুলো এলাকায় দেখেছি ২০ রাকাত পড়তে,,এই ৮ রাকাত কিছু দিন যাবত শুরু হয়েছে

  • @AbdulJabbar-ze1vj
    @AbdulJabbar-ze1vj Рік тому +3

    খুব সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য খান
    সাহেব সহ সকল কে ধন্যবাদ।

  • @RedwanAbir-cr1fk
    @RedwanAbir-cr1fk Рік тому +1

    এই, বিডিও টি হচ্ছে, শিক্ষা নীয় ভিডিও,, সমাজকে সঠিক পথে আনার, ভিডিও, খান সাহেব আপুনি এগিয়ে যান, ❤❤❤

  • @mdroki4140
    @mdroki4140 Рік тому +47

    মনটা ভাল হয়ে যায় খান সাহেবের ভিডিও দেখলে, এমন ইসলামিক বিনোদন ই সবার প্রয়োজন, ঠিক না বলেন সবাই? 😊

    • @21bitv64
      @21bitv64 Рік тому

      নাইস

    • @mdmonir6003
      @mdmonir6003 Рік тому

      ইসলামে বিনোধন সমর্থন করে না

  • @ToufikHossain-c6j
    @ToufikHossain-c6j 10 місяців тому

    অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
    আপনারা ইসলামের কালচার এভাবে সুস্থ বিনোদনের মাধ্যমে আরও তুলে ধরুন এতে মানুষ আরো উপকৃত হবে ও সত্যিটা জানতে পারবে।

  • @AbdulHannan-yk1pe
    @AbdulHannan-yk1pe Рік тому +6

    ❤❤❤❤❤❤
    মাশা-আল্লাহ্ খুব সুন্দর।

  • @mdjahidkhondokar6640
    @mdjahidkhondokar6640 Рік тому

    আরে আসাদ আল মামুন তুমি তাহলে এবার খান সাহেবের সাথে অসাধারণ আসাদ মাশাআল্লাহ অভিনয় টা সেই ছিলো

  • @arsa2552
    @arsa2552 Рік тому +10

    বিনোদন এর মাধ্যমে সঠিক শিক্ষা। 😊

  • @junaidtv3047
    @junaidtv3047 Рік тому +1

    হাসতে হাসতে শেষ 😆😆😆😆😆😆😆😂😂😁😁😂😂😭😂😭😂😭😂😂😭😂😂😭😂😭😂😭😂😭😂😆😇

  • @habibullahbadol9154
    @habibullahbadol9154 Рік тому +3

    😅😅🤣🤣
    ভাই পুরা আগুন 🔥🔥
    অস্হির অস্হির🔥🔥🥰🥰🥰

  • @NasirUddin-vr1kj
    @NasirUddin-vr1kj Рік тому +1

    মাশা আল্লাহ চমতকার, খান সাহেব ভাই আপনি এগিয়ে যান।

  • @search-of-peace-A
    @search-of-peace-A Рік тому +18

    অনেক সুন্দর একটা আয়োজন, অনেক আলেমও এভাবে বুজিয়ে কথা বলতে পারে না।

  • @ShofiqulIslam-bd-vlog
    @ShofiqulIslam-bd-vlog Рік тому +1

    খান সাহেবের বেশটা অসাধারন ছিলো 😂😂😂 মাথায় কারেন্টের তার পেছিয়ে😂😂😂।

  • @mehedikamal586
    @mehedikamal586 Рік тому +40

    একজন হুজুর একজন শায়েখ, আসলে বিভেদটা ওখানে, আমাদের আলেমদের মাঝে তফাত সৃষ্টি হয়ে গেছে😭😭😭

    • @giralfriend641
      @giralfriend641 Рік тому +4

      আপনি বিষয়টি বুঝতে পাবেননি❤❤❤❤❤

    • @frparifkhan
      @frparifkhan Рік тому +9

      এরা শিক্ষিত জাহেল।
      তারাবি ৮ রাকাত সুন্নাত আর ২০ বা ততোধিক জায়েজ। এটা ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মত।

    • @cutebaby4776
      @cutebaby4776 Рік тому

      ​@@frparifkhan আপনার সাথে আমি সহমত ❤❤

    • @maksud5338
      @maksud5338 Рік тому

      @@frparifkhan বেশি বুঝছিলো শয়তান

    • @abdulmuhit1304
      @abdulmuhit1304 Рік тому +8

      @@frparifkhan তারাবীহ হজরত ওমর রাঃ বিশ রাকাত চালু করেন এবং আল্লাহর নবী সাঃ আমাদেরকে আদেশ করেছেন খোলাফায়ে রাশেদীনের সুননতকে আঁকড়ে ধরতে

  • @Md-Badol-2
    @Md-Badol-2 Місяць тому

    সকাল সকাল এই ভিডিওটা খুব ভালো লাগলো❤

  • @mdgalib5429
    @mdgalib5429 Рік тому +10

    মাথার ব্যান্ড টা সেই হয়েছে 😂😂😂😂

  • @tohid0777
    @tohid0777 Рік тому

    খান সাহেবের কথা সেই সাথে তার বলার ভঙ্গি অসাধারণ ❤

  • @mujahidhussainshihab
    @mujahidhussainshihab Рік тому +4

    কয়েকদিন দরে আমার লাইট এর তার খুজে পাচ্ছি না। এখন দেকি খান সাহেবের মাথায়।😀😀

  • @abusayem961
    @abusayem961 Рік тому +1

    মাশা-আল্লাহ খুব চমৎকার ভাবে বুঝিয়েছেন
    এবং বিনোদন ও দিয়েছেন

  • @mdjahidulislam8457
    @mdjahidulislam8457 Рік тому +10

    বিনোদনের মাধ্যমে মানুষের বিভ্রান্ত দূর করার উদাহরণ হচ্ছে খান সাহেবের এই ভিডিওগুলা👍👍👍👍

  • @MDYeasinahmad-uz6us
    @MDYeasinahmad-uz6us 11 місяців тому +2

    আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে😂😂 হাসতে হাসতে 😂😂😂

  • @InfoatAnsar
    @InfoatAnsar Рік тому +7

    Inshallah খুব খুব তাড়াতাড়ি হুজুরের 1 লাখ সাবস্ক্রাইব করুন হয়ে যাবে

  • @MD.abdul.monnan
    @MD.abdul.monnan 8 місяців тому

    অস্থির লেভেলের টকসো😂 খান সাহেব ভাই 😊

  • @Sabid420
    @Sabid420 Рік тому +35

    শায়েখের মাথা দেখে হাসি থামাতে পারছি না 😂😂😂😂

  • @crti483
    @crti483 Рік тому

    সাব্দুল বিন রেজ্জাকের part ta সেই লাগছে😂😂😂

  • @sultanfatih858
    @sultanfatih858 Рік тому +8

    খান সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করুক

  • @jamilhasan2018
    @jamilhasan2018 Рік тому +2

    মির জাফর বিন মহসিন খান সাহেব ধরা খাইছে। 😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅

  • @thrd94
    @thrd94 Рік тому +6

    ধন্যবাদ খান সাহেব, আপনি বিনোদনের মাধ্যমে অনেক কিছু শিখান

  • @21bitv64
    @21bitv64 Рік тому

    আসলে আমি খান সাহেবের ভিডিও দেখি তখনই যখন মন খারাপ হয়
    মন ভাল থাকে না জখন তখনই দেখি
    তার ভিডিও দেখলে হাসি আসে
    এবং মন ভালো হয়ে যায় আমার
    এজন্য তার ভিডিও গুলো দেখি
    তবে মজাই লাগে ভালও লাগে।
    ধন্যবাদ। Khan Shaheb মিডিয়া।

  • @kanizfatema8958
    @kanizfatema8958 Рік тому +5

    ৮ বা ২০ রাকাত নিয়া আপনারা পড়ে থাকেন, এদিকে আমাদের মসজিদে ৪ রাকাত থেকে মানুষ নামাজ থেকে বের হতে শুরু করে

  • @mojnumia6116
    @mojnumia6116 Рік тому

    Dhonnobad shundor bhabe bujanor jonno💝💝💝💝

  • @আমারশখ-ন৮খ
    @আমারশখ-ন৮খ Рік тому +3

    খান সাহেব মানে বিনোদন। অসম্ভব ভালো লাগে

  • @mdrezaulkarim4288
    @mdrezaulkarim4288 Рік тому

    মাশাআল্লাহ অসাধারণ আলোচনা প্রিয় খান সাহেব

  • @emdadbinmijan3223
    @emdadbinmijan3223 Рік тому +3

    খান সাহেব এর গেটআপ টা খুব মচৎকার

  • @Mamnun-y3g
    @Mamnun-y3g 8 місяців тому

    মাশাল্লাহ,খান সাহেব হুজুর তো পুরা রাজশাহীর ভাষা নকল করে ফেলেছে👍😆

    • @KhanShahebBD
      @KhanShahebBD  8 місяців тому +1

      খান সাহেবের জন্ম রাজশাহীতে

    • @Mamnun-y3g
      @Mamnun-y3g 8 місяців тому

      @@KhanShahebBD Ooo,mashallah tai naki👍😅

  • @toufiqahmed7277
    @toufiqahmed7277 Рік тому +4

    আলহামদুলিল্লাহ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ খান ভাইকে আমার খুব ভালো লাগে,,,,,

  • @sultanmahmud9498
    @sultanmahmud9498 Рік тому +17

    খান সাহেবের মাথার সাজটা সেই🤣🤣

  • @eacheradnanomi900
    @eacheradnanomi900 Рік тому +8

    নিজেদের মাজহাবকে টিকানোর জন্য কৌতুকটা বেশ ভালোই হয়েছে।

  • @vorerkolimedia179
    @vorerkolimedia179 Рік тому +7

    খান সাব মানেই ভরপুর শিক্ষনিয় বিনোদন 🤣😂

  • @SajibulIslam-rg2kc
    @SajibulIslam-rg2kc Рік тому +3

    খান সাহেবের অভিনয়টা অনেক সুন্দর হয়েছে

  • @azimuddin7783
    @azimuddin7783 Рік тому +32

    খান সাহেবের মাথায় সহিহ বেড়ি😂

  • @Bishleshon_Barta
    @Bishleshon_Barta Рік тому +32

    সৌদি, মিশর, ইরাক, আমিরাতের ৯০% মসজিদেই ৮ রাকাত পড়া হয় তবে আমাদের দেশের ২০ রাকাতের চেয়ে বেশি সময় লাগে।

    • @dramaclips9022
      @dramaclips9022 Рік тому +9

      Masjid a nababi and haram Sharif a 20 rakat hoy. Egypt a onek masjid a 20 rakat hoy.

    • @SMBilalHosainbagerhati
      @SMBilalHosainbagerhati Рік тому +6

      মুর্খ সৌদি বিশ রাকাতই পড়ে

    • @mosamiah4610
      @mosamiah4610 Рік тому

      ওরে বাটপার আমিরাতে 90% রাকাত তারাবি

    • @bdrail4776
      @bdrail4776 Рік тому +6

      কাবা শরীফ এবং মদীনাতে ২০ রাকাত পড়া হয়।

    • @আয়েশাবিনতেমারিয়াম
      @আয়েশাবিনতেমারিয়াম Рік тому +2

      হুম ঠিক কাতারে ও এক ঘন্টার উপর লাগে 8 রাকাত তারাবীহ নামাজ আদায় করতে।

  • @karimaahmed812
    @karimaahmed812 Рік тому

    বাস্তব চিত্র অসাধারণ। মাথায় ওটা কী !!!😂😂😂😂😂

  • @AbdulkhabirKhabir-
    @AbdulkhabirKhabir- 9 місяців тому +3

    যারা যারা তারাবির আট রাকাত পড়েন তারা লাইক করেন।

  • @kpislamicnatok5135
    @kpislamicnatok5135 Рік тому +1

    খুব সুন্দর একটি ভিডিও

  • @monirhossain-zw8hg
    @monirhossain-zw8hg 11 місяців тому +3

    বাঁশ টা মনে হয় রাজ্জাক বিন ইউসুফ কে দিলেন খান সাহেব😂😂😂

    • @mdzabbir619
      @mdzabbir619 8 місяців тому

      আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জুতা বহন করার কোন যোগ্যতাটুকুও ওদের নেই

    • @MehediMahin-g2v
      @MehediMahin-g2v 8 місяців тому

      Ami toke aktu bash dia dai😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅‎
      সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিতঃ
      তিনি বলেন, ‘উমার (রাঃ) উবাই ইবনু কা‘ব ও তামীম আদ দারী-কে আদেশ করলেন যেন তারা লোকেদেরকে নিয়ে রমাযান মাসের রাতের এগার রাকা‘আত তারাবীহের সলাত আদায় করে। এ সময় ইমাম তারাবীহের সলাতে এ সূরাগুলো পড়তেন। যে সূরার প্রত্যেকটিতে একশতের বেশী আয়াত ছিল। বস্তুতঃ কিয়াম বেশী লম্বা হওয়ার কারণে আমরা আমাদের লাঠির উপর ভর করে দাঁড়িয়ে ফাজরের নিকটবর্তী সময়ে সলাত শেষ করতাম। (মালিক) [১]
      ফুটনোট: [১] সহীহ : মালিক ২৫৩।
      মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৩০২
      হাদিসের মান: সহিহ হাদিস
      সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

  • @imranmedia5321
    @imranmedia5321 Рік тому +1

    আবু সালামাহ্ ইবনে আব্দুর রহমান এর হাদিস যাতে তিনি আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) কে প্রশ্ন করেছিলেন: “রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সালাত কেমন ছিল? তিনি বললেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানে বা রমজানের বাইরে ১১ রাকাতের বেশি আদায় করতেন না। তিনি ৪ রাকাত সালাত আদায় করতেন- এর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে প্রশ্ন করবেন না (অর্থাৎ তা এতই সুন্দর ও দীর্ঘ হত)। এরপর তিনি আরো ৪ রাকাত সালাত আদায় করতেন-এর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে প্রশ্ন করবেন না (অর্থাৎ তা এতই সুন্দর ও দীর্ঘ হত)। এরপর তিনি ৩ রাকাত সালাত আদায় করতেন। আমি বলতাম: ইয়া রাসূলুল্লাহ! আপনি কি বিতির পড়ার আগে ঘুমিয়ে যাবেন?” তিনি বলতেন: “হে আয়েশা! আমার চোখ দুটি ঘুমালেও অন্তর ঘুমায় না।”[হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী (১৯০৯) ও ইমাম মুসলিম (৭৩৮)]

  • @muhammedtamim3535
    @muhammedtamim3535 Рік тому +4

    ওরে ভাই..হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে।🤣😂

  • @Rubelkhan-oi5pc
    @Rubelkhan-oi5pc Рік тому +1

    আপনাদের এইগুলা দেখে মনে হচ্ছে কেয়ামত অতি নিকটে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন

  • @mdumorfaruk-lu4ry
    @mdumorfaruk-lu4ry Рік тому +26

    তারাবিহর নামাজ ২০ রাকা'ত 💪

    • @TheServantOfAllah730
      @TheServantOfAllah730 Рік тому +1

      Tarabi bolte Quran e kono shobdo adou ki ase?

    • @craftsfestival8222
      @craftsfestival8222 Рік тому

      😅😅😅😅

    • @safayedsakib2434
      @safayedsakib2434 Рік тому

      ​@@TheServantOfAllah730Kon Namaz koy raqat eida ki quran e ace?

    • @bdrail4776
      @bdrail4776 Рік тому

      @@TheServantOfAllah730 ইসলামি শরিয়তের উৎস ৪ টি।
      ১) কোরআন
      ২) হাদীস
      ৩) ইজমা
      ৪) কিয়াস

  • @reallove1327
    @reallove1327 Рік тому +2

    একদিন আগে ঈদ ও রোজা রাখা নিয়ে খান খান ভিডিও চাই!!

  • @tasinsheikh3296
    @tasinsheikh3296 Рік тому +11

    😂😂😂😂 হাসতে হাসতে আমি🤣🤣🤣🤣🤣 শেষ

  • @nahidislam4878
    @nahidislam4878 Рік тому

    শায়োখের পরিচয় শুনে মুগ্ধ 😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅❤❤❤❤❤❤

  • @mdarifulislamarifulislam9323
    @mdarifulislamarifulislam9323 Рік тому +3

    আলহামদুলিল্লাহ তারাবীর নামায ২০ রাকাত

    • @AbdulHannan-jn2zu
      @AbdulHannan-jn2zu Рік тому

      MD Ariful Islam
      Tumi ki thik vabe zamaat er sathe 5eaqt salat aday Koro??rtarabih 20rakat salat ???etaow ki poro ??Tara Tari na dhir stirotar sathe poro!!?tumi ki Sara bochor kiyamullayil koro ...??
      অতি ভক্তি চোরের লক্ষন।Ma Ayesha (Ra) O Hazrat Omar ( ra)theke 8+3=11rakater Sohih hadis ache r hadiser usul ba niti Holo Rasulsw er Kono Amol thakle sahabir Amol grohon joggo hobena Sohih hadis thakle jal joyif hadis grohon kora jabe na Bukhari te Kono hadis thakle onno hadis grohon kora jabe na tar por Muslim a Kono hadish thakle onnano hadis gronther hadis grohon joggo noy ei vabe dharabahik ba cromanujayi hadis gronther mullayon ba hadiser mullayon hoy .na bujhe onek boro boro namdhari Alem mitthachar Kore thake tumi to murkho public..tumi ki bujhba ohetuk hadish oshikar Kore musolman theke khariz hoyona . Allah tawala ke voy koro mittha Kotha porihar koro ..

  • @md.mohasinkhan1615
    @md.mohasinkhan1615 9 місяців тому +2

    যাদের যেই কয় রাকাত পড়তে মন চায় পড়ুক আমরা ২০ রাকাত পড়বো ❤আমার সাথে কে কে একমত 🇧🇩🇧🇩

  • @sekandar5301
    @sekandar5301 Рік тому +7

    প্রিয় শায়খ শায়খ মাথায় ওটা কি বেঁধেছেন, এটা দেখার পরে তো বেহুশ আমি😂😂

  • @MD.SamimKhan-548
    @MD.SamimKhan-548 Рік тому +1

    আমি কমেন করবো কি সাহেব খান সাহেবের যে কথা বলে তা দেখে আর সবার কমেন্ট দেখি লাইক দিতে দিতে শেষ হয়ে যাবে কয় রাকাত পড়বো তা নিয়ে চিন্তা করি না 🧐🤨🥺😁🫠🫠😄😃

  • @sarwarjony914
    @sarwarjony914 Рік тому +4

    এই যে নেন দলিল।
    মহানবী (সা:) কে সবচেয়ে কাছ থেকে দেখার যার সৌভাগ্য যার হয়েছে, তিনি আম্মাজান আয়িশা (রা:)। তার থেকে বর্নিত হাদিস,,
    মা আয়িশাহ (রাঃ) বলেন,
    مَا كَانَ يَزِيْدُ فِيْ رَمَضَانَ وَلاَ غَيْرِهِ عَلَى إِحْدى عَشَرَةَ رَكْعَةً
    তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান ও অন্য সময়ে (রাতে) ১১ রাকআতের অধিক সালাত আদায় করতেন না। (বুখারী : ২০১৩; মুসলিম : ৭৩৮) অর্থাৎ তারাবীহ ৮ রাকাআত এবং বিতর ৩ রাকাআত।

    • @abdurrahmanashik217
      @abdurrahmanashik217 Рік тому +1

      হাদিসে কি বলা হয়েছে দেখেছেন কি?
      রমজান ও অন্য সময় মানে সারা বছর।
      তার মানে তিনি কি সারা বছর তারাবিহ পড়তেন? 🤔🤔
      ভাই আসলে ওখানে তাহাজ্জুদের কথা বলা হয়েছে তারাবিহ না। আসা করি বুঝতে পেরেছেন। ❤️

    • @abdurrahmanashik217
      @abdurrahmanashik217 Рік тому

      🤔🤔

    • @abutahamuhammadadnan874
      @abutahamuhammadadnan874 Рік тому +1

      জি ভাই খুব ভালো জ্ঞান আছে আপনার মাশাল্লাহ এখনে তারাবী নামাজ ৮ রাকাত প্রমান করার জন্য বিতর নামাজ ৩ রাকাত বানালেন আবার যখন বিতর নামাজের তর্ক করতে বসলে বলেন বিতর ১ রাকাত😂

    • @MehediMahin-g2v
      @MehediMahin-g2v 8 місяців тому

      😂😂amr dolil ke bul proman kore dekhaw parle‎
      সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিতঃ
      তিনি বলেন, ‘উমার (রাঃ) উবাই ইবনু কা‘ব ও তামীম আদ দারী-কে আদেশ করলেন যেন তারা লোকেদেরকে নিয়ে রমাযান মাসের রাতের এগার রাকা‘আত তারাবীহের সলাত আদায় করে। এ সময় ইমাম তারাবীহের সলাতে এ সূরাগুলো পড়তেন। যে সূরার প্রত্যেকটিতে একশতের বেশী আয়াত ছিল। বস্তুতঃ কিয়াম বেশী লম্বা হওয়ার কারণে আমরা আমাদের লাঠির উপর ভর করে দাঁড়িয়ে ফাজরের নিকটবর্তী সময়ে সলাত শেষ করতাম। (মালিক) [১]
      ফুটনোট: [১] সহীহ : মালিক ২৫৩।
      মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৩০২
      হাদিসের মান: সহিহ হাদিস
      সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com​

    • @MehediMahin-g2v
      @MehediMahin-g2v 8 місяців тому

      ​@@abutahamuhammadadnan874are bito namaz 1 rakat porse ata o hadis ase er 3 rakat o hadisa ase er oikhane bola hoyache 3 rakat er kotha amader pray sobai 3 rakatai pore

  • @islamiccenter160
    @islamiccenter160 Рік тому +2

    আমি হাফেজা আয়েশা ❤️ এবার সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ, আপনি রাখবেন তো??

    • @SabikunNaharOfficiall
      @SabikunNaharOfficiall Рік тому +1

      ইনসাআল্লাহ্ আমি নিয়ত করলাম সব গুলো রোজা রাখবো

  • @nazmaakter3726
    @nazmaakter3726 Рік тому +10

    সঞ্চালকের অবস্থা দেখে আমি হেসে শেষ🥱

  • @mehedhasanrabby8508
    @mehedhasanrabby8508 Рік тому

    NUMAN SAHEB RIGHT RIGHT RIGHT RIGHT ❤❤❤O VALO BOLESEN

  • @shameemreza590
    @shameemreza590 Рік тому +3

    মাথার সাজ টা ছিল জোস।😂😂😂

  • @mmsharifltd1849
    @mmsharifltd1849 Рік тому +1

    অসাধারণ খাঁন সাহেব

  • @sorowarhossen4345
    @sorowarhossen4345 Рік тому +3

    আমিতো খান সাহেবের মাথার উপর তাকিয়ে তাকিয়েই সময় পার করলাম🤣🤣🤣🤣🤣

  • @kskibriya3037
    @kskibriya3037 Рік тому

    খান ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর পার্ট নিয়েছে অসাধারণ

  • @mdmahadihassan7622
    @mdmahadihassan7622 Рік тому +9

    প্রিয় ভাই সকল আপনাদের কে বলছি, নাটক করে viewer দের কে তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত শিক্ষা দেওয়ার থেকে আল্লাহর রাসূল (স:)ও সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম,তাদের তারাবির নামাজের কোয়ালিটি কেমন ছিল,প্রিয় ভাই অনুগ্রহ করে হারানো সুন্নত গুলো কে শিক্ষা দেন,দর্শক বিন্দু উপকৃত হবে ইনশাআল্লাহ।

  • @mdlikhonashraful232
    @mdlikhonashraful232 Рік тому

    Onak khose holam💓💓💓

  • @mdtahsan230
    @mdtahsan230 Рік тому +4

    ভাইয়া, হেযবুত তাওহীদ নিয়ে একটা ভিডিও চাই

  • @hmmuhibbullashaikh5433
    @hmmuhibbullashaikh5433 Рік тому

    ভালোবাসার, এক, নাম, মহিউদ্দিন,, খান৷ সাহেব 🎉

  • @ভোলাইসলামিকমিডিয়া24

    শায়েখের মাথার দিকে তাকিয়ে হাসতে হাসতে শেষ আমার পেট ই বেথা হয়ে গেছে

  • @mdzakaria7402
    @mdzakaria7402 Рік тому +1

    তালগাছ তো তুমি নিয়ে যাচ্ছ আমাকে দিলা কই 😂😂😅😅😅।

  • @mahmudmolla675
    @mahmudmolla675 Рік тому +4

    ❤❤❤ আলহামদুলিল্লাহ খান সাহেবকে 🌹🌹🌹

  • @alamgirmiah6704
    @alamgirmiah6704 Рік тому +1

    আলেহাদিছ কে দোলায় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য দোয়া করি আল্লাহতায়ালা যেন হেদায়েত দান করুন

    • @MehediMahin-g2v
      @MehediMahin-g2v 8 місяців тому

      Ami o tor 14 gusti ke aktu dolai kore dai‎
      সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিতঃ
      তিনি বলেন, ‘উমার (রাঃ) উবাই ইবনু কা‘ব ও তামীম আদ দারী-কে আদেশ করলেন যেন তারা লোকেদেরকে নিয়ে রমাযান মাসের রাতের এগার রাকা‘আত তারাবীহের সলাত আদায় করে। এ সময় ইমাম তারাবীহের সলাতে এ সূরাগুলো পড়তেন। যে সূরার প্রত্যেকটিতে একশতের বেশী আয়াত ছিল। বস্তুতঃ কিয়াম বেশী লম্বা হওয়ার কারণে আমরা আমাদের লাঠির উপর ভর করে দাঁড়িয়ে ফাজরের নিকটবর্তী সময়ে সলাত শেষ করতাম। (মালিক) [১]
      ফুটনোট: [১] সহীহ : মালিক ২৫৩।
      মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৩০২
      হাদিসের মান: সহিহ হাদিস
      সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

  • @mdsohanurrahman5682
    @mdsohanurrahman5682 Рік тому +6

    আলহামদুলিল্লাহ ২০ রাকাতের জয় সব সময় হবে কারণ, ২০ রাকাতেই সহীহ সুন্নাহ মোতাবেক হয়ে আসছে এবং কেয়ামত পর্যন্ত চলবে

    • @21bitv64
      @21bitv64 Рік тому

      নাইস

    • @MehediMahin-g2v
      @MehediMahin-g2v 8 місяців тому

      😂😂😅😅😅😅😅😅😂😂😅😅😅😅😅‎
      সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিতঃ
      তিনি বলেন, ‘উমার (রাঃ) উবাই ইবনু কা‘ব ও তামীম আদ দারী-কে আদেশ করলেন যেন তারা লোকেদেরকে নিয়ে রমাযান মাসের রাতের এগার রাকা‘আত তারাবীহের সলাত আদায় করে। এ সময় ইমাম তারাবীহের সলাতে এ সূরাগুলো পড়তেন। যে সূরার প্রত্যেকটিতে একশতের বেশী আয়াত ছিল। বস্তুতঃ কিয়াম বেশী লম্বা হওয়ার কারণে আমরা আমাদের লাঠির উপর ভর করে দাঁড়িয়ে ফাজরের নিকটবর্তী সময়ে সলাত শেষ করতাম। (মালিক) [১]
      ফুটনোট: [১] সহীহ : মালিক ২৫৩।
      মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৩০২
      হাদিসের মান: সহিহ হাদিস
      সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

  • @cartoonhd1667
    @cartoonhd1667 Рік тому

    খান সাহেব এর মাথার আগাল টা ইউনিক ছিল

  • @tuhinyt1220
    @tuhinyt1220 Рік тому +5

    খান সাহেব প্রিয় শায়েখ 😂😂😂 আসিফ হুজুরের ওয়াজ চাই 😂😂😂

  • @saifulnaime8863
    @saifulnaime8863 Рік тому

    Mozza pailam...😂😂😂

  • @নাজিফমিডিয়া

    চমৎকার একটি আয়োজন ছিলো,মাশাআল্লাহ,,,আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন!!!

  • @mdshagor6860
    @mdshagor6860 Рік тому +2

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ২০ রাকাত তারাবির নামাজ।❤