মোল্লা হানিফ | পর্ব ০৩ | ১ম জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনী এর সমাপনী অনুষ্ঠান | Aungikar Tv

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ১ম জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনী-২০২২
    জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা
    ১৮ জুন থেকে ২৮ জুন (১১ দিনব্যাপী)
    বাংলাদেশ চারুশিল্পী পরিষদ
    ইসলামী শিল্পকলা বিশ্ব শিল্পকলার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। বিশেষ করে নকশা কলায়, স্থাপত্য শিল্পে, হস্ত লিখন বা ক্যালিগ্রাফি শিল্পে। নকশা কলায় অসাধারণ দক্ষতা দেখিয়েছে। একটি স্কেল ও সেটিসস্কয়ার দিয়ে রকমারি নকশা অঙ্কন করে সারা বিশ^কে তাক লাগিয়ে দিয়েছিল। প্রাসাদ, মসজিদ, মেহরাব, মিম্বার, মিনার, পবিত্র কোরআনের কভার পৃষ্ঠা, পানির পাত্র, দুর্গের গেইট, জায়নামাজ, গালিচা ইত্যাদি অলঙ্করণে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ইসলামে প্রাণীর ছবি নিষিদ্ধ হওয়ায় তারা কোরআনের আয়াতকে শিল্পের বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছে এবং আরবী লিপিকে অসাধারণ লিপি চাতুর্য নির্মাণ, নান্দনিকতায় সমৃদ্ধ করে উচ্চাঙ্গ শিল্পে পরিণত করেছেন। আজ এই শিল্প নিয়ে গবেষণা হচ্ছে ধর্মগত কারণে নয় শিল্পের বৈশিষ্ট্যগত কারণে।
    বাংলাদেশ চারুশিল্পী পরিষদ ইসলামী শিল্পকে পূর্ণ জাগরণে ‘মানব কল্যাণে শিল্প চর্চা’ এই স্লোগান সামনে নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সফলতার সাথে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করেছে এবং সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তার ধারাবাহিকতায় এবারের আয়োজন জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনী-২০২২।
    জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনী-২০২২
    ‘বাংলাদেশ চারুশিল্পী পরিষদ’ এর উদ্যোগে জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা, ‘নলিনীকান্ত ভট্টশালী’ গ্যালারীতে ১০ দিনব্যাপী জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনী প্রদর্শিত হয়। দেশের খ্যাতিমান ৭৫ জন নবীন-প্রবীণ শিল্পীর অংশগ্রহণে ১৮ জুন শুরু হয়ে ২৮ জুন এক অনুষ্ঠানের মাধ্যমে এটি শেষ হয়।
    বাংলাদেশ চারুশিল্পী পরিষদ এর ১ম জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনী | calligraphy exhibition Aungikar Tv
    ১ম জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনী এর সমাপনী অনুষ্ঠান - পর্ব ০৩ | Aungikar Tv
    #calligraphy #exhibition
    #bangladeshcharushilpiparishad
    #1stnationalcalligraphyexhibition
    #১মজাতীয়ক্যালিগ্রাফিপ্রদর্শনী
    #জাতীয়জাদুঘর
    #বাংলাদেশচারুশিল্পীপরিষদ
    #নলিনীকান্তভট্টশালী
    Aungikar Tv

КОМЕНТАРІ •