@@khokonsarder9054 ফারহানা রুমি সে নাকি উকিল🤣🤣🤣🤣 ছাগল পাগলের মতন কথা বলে, ফারহানা রুমি ভূপেন হাজারিকা সেতুর সাথে পদ্মা সেতুর তুলনা করেছে (ভূপেন হাজারিকা সেতু পদ্মা সেতুর একটা পায়ের যোগ্য না) আর এটার ব্যয় বারার আর ছোট্ট একটা উদাহরণ দেই যারা শিক্ষিত ও বুদ্ধিমান তারা একটু হলেও বুঝতে পারবেন, 2007 সালে যে কাজটা করানোর জন্য একটা লোককে মজুরি দিতে হতো ১৫০ টাকা, এখন ওই লোকটাকে সেই এক-ই কাজ করানোর জন্য মজুরি দিতে হয় 500 টাকা, এবং 2007 সালে চাল ছিল 40 টাকা এখনো সেই চাল কিনতে হয় 80 টাকা, আর 2007 সালে রডের টন কত টাকা ছিল? সিমেন্টের বস্তা কত টাকা ছিল? আর এখন রডের টন কত টাকা??? এবং একটা সিমেন্টের বস্তা কত টাকা??? সেটা হিসাব করুন ওই হিসাব করলে 10 হাজার কোটি টাকা দাঁড়িয়ে 40 হাজার কোটি টাকা হওয়া উচিত ছিল অথচ এই জায়গায় কাজ শেষ করা হয়েছে 30 হাজার কোটি টাকায় (আমার হিসাবে 10 হাজার কোটি টাকা আমাদের লাভ হইছে) যা সত্য তা বলব এই পদ্মা সেতুতে তেমন দুর্নীতি হয় নাই (দুর্নীতি হচ্ছে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তা নিয়ে আপনাদের কথা বলা উচিত) সেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইতেছে এ ছাড়াও বেশকিছু প্রকল্পে দুর্নীতি চলতেছে ওই দিকে নজর দেন, (দয়া করে সাধারণ মানুষদেরকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করবেন না)
ফারহানা রুমি সে নাকি উকিল🤣🤣🤣🤣 ছাগল পাগলের মতন কথা বলে, ফারহানা রুমি ভূপেন হাজারিকা সেতুর সাথে পদ্মা সেতুর তুলনা করেছে (ভূপেন হাজারিকা সেতু পদ্মা সেতুর একটা পায়ের যোগ্য না) আর এটার ব্যয় বারার আর ছোট্ট একটা উদাহরণ দেই যারা শিক্ষিত ও বুদ্ধিমান তারা একটু হলেও বুঝতে পারবেন, 2007 সালে যে কাজটা করানোর জন্য একটা লোককে মজুরি দিতে হতো ১৫০ টাকা, এখন ওই লোকটাকে সেই এক-ই কাজ করানোর জন্য মজুরি দিতে হয় 500 টাকা, এবং 2007 সালে চাল ছিল 40 টাকা এখনো সেই চাল কিনতে হয় 80 টাকা, আর 2007 সালে রডের টন কত টাকা ছিল? সিমেন্টের বস্তা কত টাকা ছিল? আর এখন রডের টন কত টাকা??? এবং একটা সিমেন্টের বস্তা কত টাকা??? সেটা হিসাব করুন ওই হিসাব করলে 10 হাজার কোটি টাকা দাঁড়িয়ে 40 হাজার কোটি টাকা হওয়া উচিত ছিল অথচ এই জায়গায় কাজ শেষ করা হয়েছে 30 হাজার কোটি টাকায় (আমার হিসাবে 10 হাজার কোটি টাকা আমাদের লাভ হইছে) যা সত্য তা বলব এই পদ্মা সেতুতে তেমন দুর্নীতি হয় নাই (দুর্নীতি হচ্ছে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তা নিয়ে আপনাদের কথা বলা উচিত) সেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইতেছে এ ছাড়াও বেশকিছু প্রকল্পে দুর্নীতি চলতেছে ওই দিকে নজর দেন, (দয়া করে সাধারণ মানুষদেরকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করবেন না)
@Learning English & Chinese On UA-cam tmi kar pa chato age bolo.Jegula bolche segula khomotae asar jonno Amilige BNP same bujba ekhon ma hom.Padma setu Nia BNp kom koreche jeta na hoe
এই সময়ে এসে রুমিন ফারহানা এত সাহস শক্তি সত্যি দেখার মত,,,,, এভাবে সংসদে দাঁড়িয়ে সকল এমপি মন্ত্রীর সামনে কথা বলার দম থাকা লাগে সেটা রুমিন ফারহানার আছে তা প্রমানীত।
পদ্মা সেতু তৈরিতে কত টাকা খরচ হয়েছে? ৭ ডিসেম্বর ২০১৪ সালে পদ্মা নদীর উপর এই সেতু নির্মাণ কাজ শুরু করা হয়। বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থ নেয়ার মাধ্যমে এ পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। চীন সরকারের ঋণের টাকায় পদ্মা সেতুর রেল পথের ১৬৯ কিলোমিটার নির্মাণ হচ্ছে। দ্বিতল বিশিষ্ট এ পদ্মা সেতুর পিলার সংখ্যা ৪২ টি ও স্প্যান সংখ্যা ৪১ টি। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে। পদ্মা সেতুর নির্মাণ কাজে মোট জনবল ছিল প্রায় ৪০০০। পদ্মা সেতু নির্মাণের জন্য অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ ৯১৮ হেক্টর। সেতু বিভাগ আরও জানায়, মূল ডিপিপি’তে ৯১৮ হেক্টর ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় প্রাক্কলত ছিলো ১ হাজার ২৯৯ কোটি টাকা। কিন্তু এখন মোট ভূমি অধিগ্রহণ করতে হবে ২ হাজার ৬৯৮ হেক্টর। অতিরিক্ত জমি বাবদ মোট ব্যয় প্রয়োজন ২ হাজার ৬৯৯ কোটি টাকা। পদ্মাসেতু প্রকল্পে ভূমিসহ অধিগ্রহণের জন্য মোট ব্যয় হয়েছে ৪২৫৫ কোটি টাকা, মূল পদ্মা সেতুর ব্যয় ১৩২৮২ কোটি টাকা, নদী শাসন ব্যয় ৮৭০৭ কোটি টাকা, সংযোগ সড়ক+পুনর্বাসন ব্যয়+ সিকিউরিটি ২১৪২ কোটি টাকা ক্রয় মূল্য বৃদ্ধির কারণে বাজেট সংশোধন বৃদ্ধি ১৮১৭ ভূমি অধিগ্রহণের প্রভাবে নতুনভাবে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় বেড়েছে বলে জানায় সেতু বিভাগ। উল্লেখ্য বিষয় পদ্মা উভয় পাড়ে দুইটি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট স্থাপন করা হয়েছে যা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। সেতু বিভাগ সূত্র জানায়, ভূমি অধিগ্রহণ খাতের জমির পরিমাণ ও ব্যয় পরিবর্তনের কারণে অনুমোদিত ডিপিপি থেকে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় ৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এখানে অনেকে মূল সেতুর ব্যয় ৩০১৯৩ কোটি টাকা প্রচার করতে যেটা বাস্তব নয়। বাস্তবে মূল সেতুর ব্যয় ১৩২৮২ কোটি টাকা। পদ্মা সেতুর বাজেট কত কাঙ্খিত এই পদ্মা সেতুর বাজেট পাস হয় ২০০৭ সালে। এই বাজেটে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় ১০ হাজার ১৬২ কোটি টাকা তখন আনুষঙ্গিক অনেক কিছু বাজেটে আসেনি । পরবর্তীতে পদ্মা সেতুর নকশা পরিবর্তন ও দৈর্ঘ্য বৃদ্ধির কারণে ২০১১ সালে বাজেট সংশোধন করে করা হয় ২০ হাজার ৫০৭ কোটি টাকা। পদ্মা সেতুর নকশা পরিবর্তন এবং আনুষঙ্গিক আরো কিছু প্রকল্পের কারণের ফলে ২০১৬ সালে বাজেট আরো বৃদ্ধি করা হয় ৮ হাজার ২৮৬ কোটি টাকা। সর্বশেষ পদ্মা সেতুর বাজেট আরো বৃদ্ধি করা হয় ১৪০০ কোটি টাকা। পদ্মা সেতুর মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এরমধ্যে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা। ২০১৮ সালে পদ্মা সেতু প্রকল্পটি সংশোধন না করে ব্যয় বাড়িয়ে করা হয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। চলতি ২০২০ সালের নভেম্বর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি ৯১ ভাগ, নদী শাসন ৭৬ আর সার্বিক অগ্রগতি ৮২ দশমিক ৫ শতাংশ। তবে জানা গেছে যে, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত পদ্মা সেতুর ব্যয় হয়েছে ২৪ হাজার ৫৪৭ কোটি ৮১ লাখ টাকা। পুরো পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮৪ দশমিক ৫০ শতাংশ। তবে মূল পদ্মা সেতুর কাজ হয়েছে ৯২ দশমিক ৫০ শতাংশ। ২০২২ সালের জুন মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে বলে চলতি বছরের বাজেট অধিবেশনের বক্তৃতায় আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পদ্মা সেতুর কোন কোন পিলারের গভীরতা ৬৪ তলা বিল্ডিংয়ের সমান। আর হাজারিকা ব্রীজের গভীরতা আমাদের একটা ফ্লাই ওভারের সমান। পৃথিবীতে পদ্মার মতো এত গভীর আর খরস্রোতা নদীতে আর কখনো সেতু হয়নি। হাজারিকা সেতু থেকে পদ্ধার গভীরতা প্রায় ১০০ গুণ বেশি। এছাড়া পদ্মা হচ্ছে আমাজনের পর পৃথীবির ২য় খরস্রোতা নদী। এর নদী শাসনের জন্যই শুধু ১০ হাজার কোটি টাকা খরচ করতে হইছে। এটাকে হাজারিকা সেতুর সাথে তুলনা দেয়া একটা গর্দভের কাজ। জনগণের সামনে এমন ধোকাবজীর জন্য গলাবাজ রুমিন ফারহানার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হওয়া উচিত। যারা দেশকে টানা ৫ বার দুর্নীতিতে বিশ্বচেম্পিয়ন করেছে তাদের মুখে এ ধরনের কথাবার্তা মানায় না
সে নাকি উকিল🤣🤣🤣🤣🤣 ছাগল পাগলের মতন কথা বলে, 2007 সালে যে কাজটা করানোর জন্য একটা লোককে মজুরি দিতে হতো ১৫০ টাকা, এখন ওই লোকটাকে সেই এক-ই কাজ করানোর জন্য মজুরি দিতে হয় 500 টাকা, এবং 2007 সালে চাল ছিল 40 টাকা এখনো সেই চাল কিনতে হয় 80 টাকা, ওই হিসাব করলে 10 হাজার কোটি টাকা দাঁড়িয়ে 40 হাজার কোটি টাকা হওয়া উচিত অথচ এই জায়গায় কাজ শেষ করা হয়েছে 30 হাজার কোটি টাকায় (আমার হিসাবে 10 হাজার কোটি টাকা আমাদের লাভ হইছে) যা সত্য তা বলব এই পদ্মা সেতুতে তেমন দুর্নীতি হয় নাই (দুর্নীতি হচ্ছে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তা নিয়ে আপনাদের কথা বলা উচিত) সেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইতেছে এ ছাড়াও বেশকিছু প্রকল্পে দুর্নীতি চলতেছে ওই দিকে নজর দেন
@@mastohin5499 নদী শাসন,ভূমি অধিগ্রহণ, এবং সংযোগ সড়ক। এই তিন খাতেই দুর্নীতির সমুহ সম্ভাবনা। যা অতীতের বিভিন্ন মেগাপ্রকল্প পর্যালোচনা করলে স্পষ্ট প্রমানিত।
মনের কথার কিছুই নেই। একি পাগল। *দক্ষিন বঙ্গের জন্য এই সেতু লাইফ লাইন হিসেবে কাজ করবে। যেটা অতএব একটি নির্দৃষ্ট দল ঘেসা কথিত বিশেষজ্ঞরা বলছে এটি লাভজনক নয়,সত্যিকার অর্থে এটি লাভ জনকের চেও বেশি কিছু। এটা লাইফ জনক। যেটা পদ্মাসেতু হওয়ার আগে এম্বুলেন্সে থাকা রোগী এবং রোগীর স্বজনরা বুঝতে পারে, এসির মধ্যে থাকা লোকেরা নয়। উনি যে সেতু গুলোর রেফারেন্স দিচ্ছেন তাহা করোনার আগে। *আর গঙ্গা নদীর ভূপ্রকৃতি এবং পদ্মার ভূপ্রকৃতি এক নয় । তাছারা রেল + গাড়ি চলাচল এরকম একক ডিজাইনের সেতু নির্মান এটা ব্যায়বহুল। করোনা র ভায়াবহ সময় কি সেতু নির্মান কাচামালের মূল্য কি একই ছিলো নাকি বৃদ্ধি তাকি হিসেব করেছে। তখন তো অনেকে জীবন বাচাতে দৌড়েছে। ডাক্তার নার্সেরা অনেকে চাকরিও ছেরেছে। এর মাঝে "সময়" কেনো বৃদ্ধি পাবে না। *আর বিশ্বব্যাংক, হাহা, তাদের ব্যাংকের সুদের হার বেশি। চিনা ব্যাংক এর চেয়ে। আর এক বার চিনা ব্যাংক এর সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে আর দ্বিতীয় বার ৩-৪ গুন বেশি সুদ দিয়ে ঋণ বিশ্বব্যাংক এর কাছ থেকে কেনো নিবে?
পদ্মা সেতু তৈরিতে কত টাকা খরচ হয়েছে? ৭ ডিসেম্বর ২০১৪ সালে পদ্মা নদীর উপর এই সেতু নির্মাণ কাজ শুরু করা হয়। বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থ নেয়ার মাধ্যমে এ পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। চীন সরকারের ঋণের টাকায় পদ্মা সেতুর রেল পথের ১৬৯ কিলোমিটার নির্মাণ হচ্ছে। দ্বিতল বিশিষ্ট এ পদ্মা সেতুর পিলার সংখ্যা ৪২ টি ও স্প্যান সংখ্যা ৪১ টি। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে। পদ্মা সেতুর নির্মাণ কাজে মোট জনবল ছিল প্রায় ৪০০০। পদ্মা সেতু নির্মাণের জন্য অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ ৯১৮ হেক্টর। সেতু বিভাগ আরও জানায়, মূল ডিপিপি’তে ৯১৮ হেক্টর ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় প্রাক্কলত ছিলো ১ হাজার ২৯৯ কোটি টাকা। কিন্তু এখন মোট ভূমি অধিগ্রহণ করতে হবে ২ হাজার ৬৯৮ হেক্টর। অতিরিক্ত জমি বাবদ মোট ব্যয় প্রয়োজন ২ হাজার ৬৯৯ কোটি টাকা। পদ্মাসেতু প্রকল্পে ভূমিসহ অধিগ্রহণের জন্য মোট ব্যয় হয়েছে ৪২৫৫ কোটি টাকা, মূল পদ্মা সেতুর ব্যয় ১৩২৮২ কোটি টাকা, নদী শাসন ব্যয় ৮৭০৭ কোটি টাকা, সংযোগ সড়ক+পুনর্বাসন ব্যয়+ সিকিউরিটি ২১৪২ কোটি টাকা ক্রয় মূল্য বৃদ্ধির কারণে বাজেট সংশোধন বৃদ্ধি ১৮১৭ ভূমি অধিগ্রহণের প্রভাবে নতুনভাবে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় বেড়েছে বলে জানায় সেতু বিভাগ। উল্লেখ্য বিষয় পদ্মা উভয় পাড়ে দুইটি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট স্থাপন করা হয়েছে যা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। সেতু বিভাগ সূত্র জানায়, ভূমি অধিগ্রহণ খাতের জমির পরিমাণ ও ব্যয় পরিবর্তনের কারণে অনুমোদিত ডিপিপি থেকে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় ৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এখানে অনেকে মূল সেতুর ব্যয় ৩০১৯৩ কোটি টাকা প্রচার করতে যেটা বাস্তব নয়। বাস্তবে মূল সেতুর ব্যয় ১৩২৮২ কোটি টাকা। পদ্মা সেতুর বাজেট কত কাঙ্খিত এই পদ্মা সেতুর বাজেট পাস হয় ২০০৭ সালে। এই বাজেটে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় ১০ হাজার ১৬২ কোটি টাকা তখন আনুষঙ্গিক অনেক কিছু বাজেটে আসেনি । পরবর্তীতে পদ্মা সেতুর নকশা পরিবর্তন ও দৈর্ঘ্য বৃদ্ধির কারণে ২০১১ সালে বাজেট সংশোধন করে করা হয় ২০ হাজার ৫০৭ কোটি টাকা। পদ্মা সেতুর নকশা পরিবর্তন এবং আনুষঙ্গিক আরো কিছু প্রকল্পের কারণের ফলে ২০১৬ সালে বাজেট আরো বৃদ্ধি করা হয় ৮ হাজার ২৮৬ কোটি টাকা। সর্বশেষ পদ্মা সেতুর বাজেট আরো বৃদ্ধি করা হয় ১৪০০ কোটি টাকা। পদ্মা সেতুর মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এরমধ্যে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা। ২০১৮ সালে পদ্মা সেতু প্রকল্পটি সংশোধন না করে ব্যয় বাড়িয়ে করা হয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। চলতি ২০২০ সালের নভেম্বর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি ৯১ ভাগ, নদী শাসন ৭৬ আর সার্বিক অগ্রগতি ৮২ দশমিক ৫ শতাংশ। তবে জানা গেছে যে, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত পদ্মা সেতুর ব্যয় হয়েছে ২৪ হাজার ৫৪৭ কোটি ৮১ লাখ টাকা। পুরো পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮৪ দশমিক ৫০ শতাংশ। তবে মূল পদ্মা সেতুর কাজ হয়েছে ৯২ দশমিক ৫০ শতাংশ। ২০২২ সালের জুন মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে বলে চলতি বছরের বাজেট অধিবেশনের বক্তৃতায় আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পদ্মা সেতুর কোন কোন পিলারের গভীরতা ৬৪ তলা বিল্ডিংয়ের সমান। আর হাজারিকা ব্রীজের গভীরতা আমাদের একটা ফ্লাই ওভারের সমান। পৃথিবীতে পদ্মার মতো এত গভীর আর খরস্রোতা নদীতে আর কখনো সেতু হয়নি। হাজারিকা সেতু থেকে পদ্ধার গভীরতা প্রায় ১০০ গুণ বেশি। এছাড়া পদ্মা হচ্ছে আমাজনের পর পৃথীবির ২য় খরস্রোতা নদী। এর নদী শাসনের জন্যই শুধু ১০ হাজার কোটি টাকা খরচ করতে হইছে। এটাকে হাজারিকা সেতুর সাথে তুলনা দেয়া একটা গর্দভের কাজ। জনগণের সামনে এমন ধোকাবজীর জন্য গলাবাজ রুমিন ফারহানার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হওয়া উচিত। যারা দেশকে টানা ৫ বার দুর্নীতিতে বিশ্বচেম্পিয়ন করেছে তাদের মুখে এ ধরনের কথাবার্তা মানায় না
এভাবে কোন দিন ভেবেই দেখিনি,,,পদ্মা সেতুর অন্তরালে লুকিয়ে আছে হাজারও অজানা তথ্য।। আমি দলমত নির্বিশেষে বলবো আপনি যেই দল করেন না কেন,,,স্ব স্ব জায়গা থেকে এসে দেশকে বাঁচান,,,না জানি কতো ভয়াবহ করুন পরিণতি অপেক্ষা করতেছে।।সত্যে কথা বলার জন্য ম্যাডাম কে ধন্যবাদ।।।
আইডল?? একি পাগল। *দক্ষিন বঙ্গের জন্য এই সেতু লাইফ লাইন হিসেবে কাজ করবে। যেটা অতএব একটি নির্দৃষ্ট দল ঘেসা কথিত বিশেষজ্ঞরা বলছে এটি লাভজনক নয়,সত্যিকার অর্থে এটি লাভ জনকের চেও বেশি কিছু। এটা লাইফ জনক। যেটা পদ্মাসেতু হওয়ার আগে এম্বুলেন্সে থাকা রোগী এবং রোগীর স্বজনরা বুঝতে পারে, এসির মধ্যে থাকা লোকেরা নয়। উনি যে সেতু গুলোর রেফারেন্স দিচ্ছেন তাহা করোনার আগে। *আর গঙ্গা নদীর ভূপ্রকৃতি এবং পদ্মার ভূপ্রকৃতি এক নয় । তাছারা রেল + গাড়ি চলাচল এরকম একক ডিজাইনের সেতু নির্মান এটা ব্যায়বহুল। করোনা র ভায়াবহ সময় কি সেতু নির্মান কাচামালের মূল্য কি একই ছিলো নাকি বৃদ্ধি তাকি হিসেব করেছে। তখন তো অনেকে জীবন বাচাতে দৌড়েছে। ডাক্তার নার্সেরা অনেকে চাকরিও ছেরেছে। এর মাঝে "সময়" কেনো বৃদ্ধি পাবে না। *আর বিশ্বব্যাংক, হাহা, তাদের ব্যাংকের সুদের হার বেশি। চিনা ব্যাংক এর চেয়ে। আর এক বার চিনা ব্যাংক এর সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে আর দ্বিতীয় বার ৩-৪ গুন বেশি সুদ দিয়ে ঋণ বিশ্বব্যাংক এর কাছ থেকে কেনো নিবে?
আমি ভারত থেকে বলছি .... এতো সুন্দর ভাষণ আগে দেখিনি , আমি আপনাদের দেশের রাজনীতি জানি না । কিন্তু লোক চক্ষুর আড়ালে ঘটে যাওয়া দুর্নীতি জনসমক্ষে তার উপযুক্ত দক্ষ তথ্য নির্ভর যুক্তি দিয়ে তুলে ধরছে তার জন্য , তাকে সম্মান জানাই । প্রত্যেক দেশে এইরকম নারীশক্তি দরকার আপনাকে শতকোটি প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
খুশির কিছুই নেই। একি পাগল। *দক্ষিন বঙ্গের জন্য এই সেতু লাইফ লাইন হিসেবে কাজ করবে। যেটা অতএব একটি নির্দৃষ্ট দল ঘেসা কথিত বিশেষজ্ঞরা বলছে এটি লাভজনক নয়,সত্যিকার অর্থে এটি লাভ জনকের চেও বেশি কিছু। এটা লাইফ জনক। যেটা পদ্মাসেতু হওয়ার আগে এম্বুলেন্সে থাকা রোগী এবং রোগীর স্বজনরা বুঝতে পারে, এসির মধ্যে থাকা লোকেরা নয়। উনি যে সেতু গুলোর রেফারেন্স দিচ্ছেন তাহা করোনার আগে। *আর গঙ্গা নদীর ভূপ্রকৃতি এবং পদ্মার ভূপ্রকৃতি এক নয় । তাছারা রেল + গাড়ি চলাচল এরকম একক ডিজাইনের সেতু নির্মান এটা ব্যায়বহুল। করোনা র ভায়াবহ সময় কি সেতু নির্মান কাচামালের মূল্য কি একই ছিলো নাকি বৃদ্ধি তাকি হিসেব করেছে। তখন তো অনেকে জীবন বাচাতে দৌড়েছে। ডাক্তার নার্সেরা অনেকে চাকরিও ছেরেছে। এর মাঝে "সময়" কেনো বৃদ্ধি পাবে না। *আর বিশ্বব্যাংক, হাহা, তাদের ব্যাংকের সুদের হার বেশি। চিনা ব্যাংক এর চেয়ে। আর এক বার চিনা ব্যাংক এর সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে আর দ্বিতীয় বার ৩-৪ গুন বেশি সুদ দিয়ে ঋণ বিশ্বব্যাংক এর কাছ থেকে কেনো নিবে?
সময়ের সেরা বক্তব্য। ভালো লাগলো কথা গুলো। এমন ভাবে সত্য এবং নিষ্ঠার সাথে পথ চলুন। এটাই চাইবো। আমিও শুরু করেছি সমসাময়িক তথ্য নিয়ে পথচলা। দেখি রুখে আমায় কে? আছি সত্যের সাথে। আছি মানুষের সাথে...
@@onlytruelovereal3280 তারমানে কি? উনি কি ফকিন্নির ঘরের সন্তান? তার ফ্যামিলি নিয়ে জানুন আগে! সে তো আর এখন দুর্নীতির ভাগ পায় না। তাহলে আর কি বুঝাতে চান! বলবেন প্লিজ?? আর শাড়ীর দামটাও একটু বলবেন দয়া করে😂🙂
৬৩ বছরের জীবনের মধ্যে যিনি একটাও মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ )❤️ কারা কারা নিজের জানের চেয়েও বেশি ভালোবাসেন প্রিয়নবী হযরত মুহাম্মদ ( সাঃ )
আমাদের নবী আমাদের সম্মান। আমাদের নবী আমাদের পরিচয়। আমাদের নবী আমাদের মর্যাদা। আমাদের নবী আমাদের নেতা। আমাদের নবী আমাদের ঈমান। আমাদের নবী আমাদের জীবন। আমাদের নবী আমাদের ভালবাসা। আমরা মুসলিমরা কখনোই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান সহ্য করব না
Vai tui Facebook use koroc na? Oikhane stutes de 2 ta like pawar jonno esob kotha ekhane likhe geli. Tor name e to musolmaner porichoy pawa jay na. Kotha gulo khubi dami kotha but ekhane likhar ki ache . Kono topic Chara .. Mukhe mukhei nobi s. Ke neta manos. Tor Character dekhle musolmaner porichoy bujhar upay nei. Nijeke age nobi s. Er adorse an vai.
@@abdullahalmaruf3021 kon jaygay kon kotha bola uchit eituku common sense ajkalkar bangali der moddhe oneek kom. koto gulo video dekhlam padma shetu er ei shomoy tv er youtube channel e. prottek tar comment section e jeye dekhi amader nobi amader nobi ar amader nobi. vai apni thik bolsen kotha gula oneeek dami kintu eikhane lekhar kono mane silo na. emon korar karone kotha gulor daam kome jacche. duniate koto manush hazrat muhammad s. ke opoman korche ami bolbo ei kotha gulo tumi okhane jeye bolo tomar pashe onek lok thakbe @Gazi sopun
এই ভাষণ শোনার পরেও অনেক ভাই বলবে দেশে নাকি উন্নয়ন হচ্ছে না,,যেই কাজ আমরা ৫-৭ হাজার কোটি টাকার মধ্যে করতে পারে সেই কাজ আমরা ৩৫-৪০ হাজার কোটি টাকা দিয়ে করছি,,
Chagol valo party o ase abr khrap party o ase ei mohila bnp party er apner uchit onader utsaho deya ekhane onno party er lok to kisu bole nai evabe sahos niye
আমি সবসময় ফারহানা মেডাম এর জন্য দোয়া করি ❤️❤️❤️❤️❤️ কারণ ওনি সবসময় সত্যি কথা বলেন❤️❤️❤️❤️❤️এক কথায় ওনাকে সংসদের বাঘিনী বললে ভুল হবেনা❤️❤️❤️❤️❤️ ধন্যবাদ আপনাকে মেডাম
রুমিন ফারহানা, আকস্মিক ভাবে ইউ টিউব চ্যানেল ওপেন করতে গিয়ে তোমার জ্বালাময়ী বক্তব্য শুনলাম। প্রতিবাদী হিসাবে প্রতিবাদ করার যখন সুযোগ থাকেনা, তখন আরেকজন প্রতিবাদীর কন্ঠস্বর শুনে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলেও আনন্দ পাওয়া যায়। মহান সংসদের মেজরিটি সাংসদেরা রাগে-ক্ষোভে যে ফেটে যায়, তা দৃশ্যমান। ক্ষোভের ফাঁকে কিছু সংখ্যক সাংসদ না হেসেও পারছেন না, যাহা দৃশ্যমান।। যাহারা হাসছেন, তাহারা বাস্তবতার আলোকেই হাসছেন। প্রতিবাদী নারীর অনুকূলে রহিলো, গভীর শ্রদ্ধা। বেঁচে থাকো, হও দীর্ঘজীবি। যে আশায় মৃত্যুর খাতায় নাম লিখিয়ে ১৯৭১ সালে প্রতিবাদ করেছিলাম, সে আশা অন্ধকারেই রয়ে গেলো। জাতির কাছে আজ পরাজিত। হে সৃষ্টির মালিক, কষ্টার্জিত স্বাধীনতাকে তুমি রক্ষা করো। আমি কোনো দলের নই, আমি দেশ ও জাতির।। "প্রতিবাদী মন"।
Dekhe lab ki .eira to desh ta ke kichu korte pare nai .lutpat er por o oenkta commercial development nd structural development hoise bangladesh er.ekta kotha ache na je ghabi dud dey oita lathi marleo bhalo
ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক যেন উচিত কথাগুলো সুন্দর ভাবে তুলে পারেন।
দূর্নীতি মুক্ত দেশ চাই!
সহমত ❤️
ধন্যবাদ
ক্ষমতায় গেলে সে নিজেই দুর্নীতিবাজ হয়ে যাবে।
খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে ছিলাম এতগুলো জানোয়ারের সাথে, একটা বাঘিনী কিভাবে ঢুকে গেল সংসদে। আসলে এটা সত্যি অবাক করার মত।
আল্লাহ তুমি আপুকে কবুল করো
যেখানে হিংস্র প্যানি থাকে সেখানে বাঘিনী থাকে
দল টল বুজি না আল্লাহর কাছে একটাই চাওয়া এই দেশের মানুষ গুলো জেন শান্তিতে বসবাস করতে পারে,আমিন,,
গত ত্রিশ বছরে এমন বক্তব্য শুনি, এত তথ্য সমৃদ্ধ, সাজানো গোছানো, রিসোর্সফুল বক্তব্য, সত্যিই প্রশংসার দাবিদার
Runin Farhana r moto mp der taleban pitay basay pathay Dito.
100% true
@@khokonsarder9054 ফারহানা রুমি সে নাকি উকিল🤣🤣🤣🤣
ছাগল পাগলের মতন কথা বলে,
ফারহানা রুমি ভূপেন হাজারিকা সেতুর সাথে
পদ্মা সেতুর তুলনা করেছে
(ভূপেন হাজারিকা সেতু
পদ্মা সেতুর একটা পায়ের যোগ্য না)
আর এটার ব্যয় বারার আর ছোট্ট একটা উদাহরণ দেই
যারা শিক্ষিত ও বুদ্ধিমান
তারা একটু হলেও বুঝতে পারবেন,
2007 সালে যে কাজটা করানোর জন্য
একটা লোককে মজুরি দিতে হতো
১৫০ টাকা,
এখন ওই লোকটাকে সেই এক-ই কাজ করানোর জন্য মজুরি দিতে হয় 500 টাকা,
এবং 2007 সালে চাল ছিল 40 টাকা
এখনো সেই চাল কিনতে হয় 80 টাকা,
আর 2007 সালে রডের টন কত টাকা ছিল?
সিমেন্টের বস্তা কত টাকা ছিল?
আর এখন রডের টন কত টাকা???
এবং একটা সিমেন্টের বস্তা কত টাকা???
সেটা হিসাব করুন
ওই হিসাব করলে 10 হাজার কোটি টাকা দাঁড়িয়ে 40 হাজার কোটি টাকা হওয়া উচিত ছিল
অথচ এই জায়গায় কাজ শেষ করা হয়েছে
30 হাজার কোটি টাকায়
(আমার হিসাবে 10 হাজার কোটি টাকা আমাদের লাভ হইছে)
যা সত্য তা বলব
এই পদ্মা সেতুতে তেমন দুর্নীতি হয় নাই
(দুর্নীতি হচ্ছে বিশেষ করে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে
তা নিয়ে আপনাদের কথা বলা উচিত)
সেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইতেছে
এ ছাড়াও বেশকিছু প্রকল্পে দুর্নীতি চলতেছে ওই দিকে নজর দেন,
(দয়া করে সাধারণ মানুষদেরকে
ভুল পথে পরিচালনা করার চেষ্টা করবেন না)
ফারহানা রুমি সে নাকি উকিল🤣🤣🤣🤣
ছাগল পাগলের মতন কথা বলে,
ফারহানা রুমি ভূপেন হাজারিকা সেতুর সাথে
পদ্মা সেতুর তুলনা করেছে
(ভূপেন হাজারিকা সেতু
পদ্মা সেতুর একটা পায়ের যোগ্য না)
আর এটার ব্যয় বারার আর ছোট্ট একটা উদাহরণ দেই
যারা শিক্ষিত ও বুদ্ধিমান
তারা একটু হলেও বুঝতে পারবেন,
2007 সালে যে কাজটা করানোর জন্য
একটা লোককে মজুরি দিতে হতো
১৫০ টাকা,
এখন ওই লোকটাকে সেই এক-ই কাজ করানোর জন্য মজুরি দিতে হয় 500 টাকা,
এবং 2007 সালে চাল ছিল 40 টাকা
এখনো সেই চাল কিনতে হয় 80 টাকা,
আর 2007 সালে রডের টন কত টাকা ছিল?
সিমেন্টের বস্তা কত টাকা ছিল?
আর এখন রডের টন কত টাকা???
এবং একটা সিমেন্টের বস্তা কত টাকা???
সেটা হিসাব করুন
ওই হিসাব করলে 10 হাজার কোটি টাকা দাঁড়িয়ে 40 হাজার কোটি টাকা হওয়া উচিত ছিল
অথচ এই জায়গায় কাজ শেষ করা হয়েছে
30 হাজার কোটি টাকায়
(আমার হিসাবে 10 হাজার কোটি টাকা আমাদের লাভ হইছে)
যা সত্য তা বলব
এই পদ্মা সেতুতে তেমন দুর্নীতি হয় নাই
(দুর্নীতি হচ্ছে বিশেষ করে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে
তা নিয়ে আপনাদের কথা বলা উচিত)
সেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইতেছে
এ ছাড়াও বেশকিছু প্রকল্পে দুর্নীতি চলতেছে ওই দিকে নজর দেন,
(দয়া করে সাধারণ মানুষদেরকে
ভুল পথে পরিচালনা করার চেষ্টা করবেন না)
@@alomvai3653 sei obostha taliban tor ma hasinar o korto
রুমিন ফারহানা ম্যাডাম মানেই আগুন ।
সত্যি পুরো ঝড় চলে সংসদে যতক্ষণ উনি কথা বলেন 👌💥
Good thing king 💗💗💗
সাবাস
আপু
আপনাকে,কাছ,থেকে,,দেখা,ইছা
Tor hogae agun
@Learning English & Chinese On UA-cam tmi kar pa chato age bolo.Jegula bolche segula khomotae asar jonno Amilige BNP same bujba ekhon ma hom.Padma setu Nia BNp kom koreche jeta na hoe
এই সময়ে এসে রুমিন ফারহানা এত সাহস শক্তি সত্যি দেখার মত,,,,,
এভাবে সংসদে দাঁড়িয়ে সকল এমপি মন্ত্রীর সামনে কথা বলার দম থাকা লাগে সেটা রুমিন ফারহানার আছে তা প্রমানীত।
এত দারুন কথা কিভাবে সম্ভব,,, রুমিন ফারহানা মত সত্য কথা বলার সংসদে আর কিছু সংখ্যক মানুষ থাকলেই হয়তো দেশের আজ এমন অবস্থা হত না🤒
bravo.....
@@lifetherapy76579 po😊😊 1:54 po😊😊😅😊😅
বাংলাদেশের আইকনিক নারী
যার বক্তব্য, যার হাঁসি, যার প্রতিবাদ, সবকিছুই অতুলনীয়।
বিয়া করবেননি হেতিরে ভালো যখন লাগছে।😁😁😁😁😁
@@nillnoyon7898 🤣🤣🤣
আমনের গা জলে কা।
খাম্বা ট্যারেকের খাট কাঁপানো নেত্রী বাছাল রুমীন ফারহানা।
জীবিত এক বীর নারী 🥰🥰🥰
দোয়া রইল নেক হায়াত দ্বারা বেঁচে থাকা তাওফিক দান করুক আমিন 🥀❣️
Tini pordashil noy.
পদ্মা সেতু তৈরিতে কত টাকা খরচ হয়েছে?
৭ ডিসেম্বর ২০১৪ সালে পদ্মা নদীর উপর এই সেতু নির্মাণ কাজ শুরু করা হয়। বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থ নেয়ার মাধ্যমে এ পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। চীন সরকারের ঋণের টাকায় পদ্মা সেতুর রেল পথের ১৬৯ কিলোমিটার নির্মাণ হচ্ছে। দ্বিতল বিশিষ্ট এ পদ্মা সেতুর পিলার সংখ্যা ৪২ টি ও স্প্যান সংখ্যা ৪১ টি। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে। পদ্মা সেতুর নির্মাণ কাজে মোট জনবল ছিল প্রায় ৪০০০।
পদ্মা সেতু নির্মাণের জন্য অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ ৯১৮ হেক্টর। সেতু বিভাগ আরও জানায়, মূল ডিপিপি’তে ৯১৮ হেক্টর ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় প্রাক্কলত ছিলো ১ হাজার ২৯৯ কোটি টাকা। কিন্তু এখন মোট ভূমি অধিগ্রহণ করতে হবে ২ হাজার ৬৯৮ হেক্টর। অতিরিক্ত জমি বাবদ মোট ব্যয় প্রয়োজন ২ হাজার ৬৯৯ কোটি টাকা। পদ্মাসেতু প্রকল্পে ভূমিসহ অধিগ্রহণের জন্য মোট ব্যয় হয়েছে ৪২৫৫ কোটি টাকা,
মূল পদ্মা সেতুর ব্যয় ১৩২৮২ কোটি টাকা,
নদী শাসন ব্যয় ৮৭০৭ কোটি টাকা,
সংযোগ সড়ক+পুনর্বাসন ব্যয়+ সিকিউরিটি ২১৪২ কোটি টাকা
ক্রয় মূল্য বৃদ্ধির কারণে বাজেট সংশোধন বৃদ্ধি ১৮১৭
ভূমি অধিগ্রহণের প্রভাবে নতুনভাবে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় বেড়েছে বলে জানায় সেতু বিভাগ।
উল্লেখ্য বিষয় পদ্মা উভয় পাড়ে দুইটি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট স্থাপন করা হয়েছে যা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন।
সেতু বিভাগ সূত্র জানায়, ভূমি অধিগ্রহণ খাতের জমির পরিমাণ ও ব্যয় পরিবর্তনের কারণে অনুমোদিত ডিপিপি থেকে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় ৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
এখানে অনেকে মূল সেতুর ব্যয় ৩০১৯৩ কোটি টাকা প্রচার করতে যেটা বাস্তব নয়। বাস্তবে মূল সেতুর ব্যয় ১৩২৮২ কোটি টাকা।
পদ্মা সেতুর বাজেট কত
কাঙ্খিত এই পদ্মা সেতুর বাজেট পাস হয় ২০০৭ সালে। এই বাজেটে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় ১০ হাজার ১৬২ কোটি টাকা তখন আনুষঙ্গিক অনেক কিছু বাজেটে আসেনি । পরবর্তীতে পদ্মা সেতুর নকশা পরিবর্তন ও দৈর্ঘ্য বৃদ্ধির কারণে ২০১১ সালে বাজেট সংশোধন করে করা হয় ২০ হাজার ৫০৭ কোটি টাকা। পদ্মা সেতুর নকশা পরিবর্তন এবং আনুষঙ্গিক আরো কিছু প্রকল্পের কারণের ফলে ২০১৬ সালে বাজেট আরো বৃদ্ধি করা হয় ৮ হাজার ২৮৬ কোটি টাকা। সর্বশেষ পদ্মা সেতুর বাজেট আরো বৃদ্ধি করা হয় ১৪০০ কোটি টাকা।
পদ্মা সেতুর মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এরমধ্যে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা। ২০১৮ সালে পদ্মা সেতু প্রকল্পটি সংশোধন না করে ব্যয় বাড়িয়ে করা হয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। চলতি ২০২০ সালের নভেম্বর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি ৯১ ভাগ, নদী শাসন ৭৬ আর সার্বিক অগ্রগতি ৮২ দশমিক ৫ শতাংশ।
তবে জানা গেছে যে, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত পদ্মা সেতুর ব্যয় হয়েছে ২৪ হাজার ৫৪৭ কোটি ৮১ লাখ টাকা। পুরো পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮৪ দশমিক ৫০ শতাংশ। তবে মূল পদ্মা সেতুর কাজ হয়েছে ৯২ দশমিক ৫০ শতাংশ। ২০২২ সালের জুন মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে বলে চলতি বছরের বাজেট অধিবেশনের বক্তৃতায় আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পদ্মা সেতুর কোন কোন পিলারের গভীরতা ৬৪ তলা বিল্ডিংয়ের সমান। আর হাজারিকা ব্রীজের গভীরতা আমাদের একটা ফ্লাই ওভারের সমান। পৃথিবীতে পদ্মার মতো এত গভীর আর খরস্রোতা নদীতে আর কখনো সেতু হয়নি। হাজারিকা সেতু থেকে পদ্ধার গভীরতা প্রায় ১০০ গুণ বেশি। এছাড়া পদ্মা হচ্ছে আমাজনের পর পৃথীবির ২য় খরস্রোতা নদী। এর নদী শাসনের জন্যই শুধু ১০ হাজার কোটি টাকা খরচ করতে হইছে। এটাকে হাজারিকা সেতুর সাথে তুলনা দেয়া একটা গর্দভের কাজ। জনগণের সামনে এমন ধোকাবজীর জন্য গলাবাজ রুমিন ফারহানার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হওয়া উচিত। যারা দেশকে টানা ৫ বার দুর্নীতিতে বিশ্বচেম্পিয়ন করেছে তাদের মুখে এ ধরনের কথাবার্তা মানায় না
সে নাকি উকিল🤣🤣🤣🤣🤣
ছাগল পাগলের মতন কথা বলে,
2007 সালে যে কাজটা করানোর জন্য
একটা লোককে মজুরি দিতে হতো
১৫০ টাকা,
এখন ওই লোকটাকে সেই এক-ই কাজ করানোর জন্য মজুরি দিতে হয় 500 টাকা,
এবং 2007 সালে চাল ছিল 40 টাকা
এখনো সেই চাল কিনতে হয় 80 টাকা,
ওই হিসাব করলে 10 হাজার কোটি টাকা দাঁড়িয়ে 40 হাজার কোটি টাকা হওয়া উচিত
অথচ এই জায়গায় কাজ শেষ করা হয়েছে
30 হাজার কোটি টাকায়
(আমার হিসাবে 10 হাজার কোটি টাকা আমাদের লাভ হইছে)
যা সত্য তা বলব
এই পদ্মা সেতুতে তেমন দুর্নীতি হয় নাই
(দুর্নীতি হচ্ছে বিশেষ করে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে
তা নিয়ে আপনাদের কথা বলা উচিত)
সেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইতেছে
এ ছাড়াও বেশকিছু প্রকল্পে দুর্নীতি চলতেছে ওই দিকে নজর দেন
@@mastohin5499 নদী শাসন,ভূমি অধিগ্রহণ, এবং সংযোগ সড়ক।
এই তিন খাতেই দুর্নীতির সমুহ সম্ভাবনা।
যা অতীতের বিভিন্ন মেগাপ্রকল্প পর্যালোচনা করলে স্পষ্ট প্রমানিত।
কয়দিনের দুনিয়ায়, দুর্নীতি করে বেচেঁ গেলেও পরকালে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেনা।🖤🥀
এত টাকা পয়সা দিয়ে করবেটা কি? কাফনের তো পকেট নাই।
ঠিক কথা
কাফেরদের পরকাল বলতে কিছু নেই, ওদের কাছে দুনিয়াটাই সব।
অসাধারণ বক্তব্য 😊😊
১৮ কোটি মানুষের মনে কথা বলে দিলেন😁
Right
@@rokshanabegam4648 nu
আমাদের ইন্ডিয়াতে একজন সংসদ আছে যিনি ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব ❤️
বাংলাদেশের একজন সংসদ যিনি ব্যারিস্টার রুমিন ফারহানা same quality 💚
রুমিন ফারহানা আপনি জনগণের মনের কথাগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
এটা জনগনের মনের কথা বলে কেনো চালাচ্ছেন্, বলুন এটা আপনার মনের কথা
মনের কথার কিছুই নেই। একি পাগল। *দক্ষিন বঙ্গের জন্য এই সেতু লাইফ লাইন হিসেবে কাজ করবে। যেটা অতএব একটি নির্দৃষ্ট দল ঘেসা কথিত বিশেষজ্ঞরা বলছে এটি লাভজনক নয়,সত্যিকার অর্থে এটি লাভ জনকের চেও বেশি কিছু। এটা লাইফ জনক। যেটা পদ্মাসেতু হওয়ার আগে এম্বুলেন্সে থাকা রোগী এবং রোগীর স্বজনরা বুঝতে পারে, এসির মধ্যে থাকা লোকেরা নয়। উনি যে সেতু গুলোর রেফারেন্স দিচ্ছেন তাহা করোনার আগে। *আর গঙ্গা নদীর ভূপ্রকৃতি এবং পদ্মার ভূপ্রকৃতি এক নয় । তাছারা রেল + গাড়ি চলাচল এরকম একক ডিজাইনের সেতু নির্মান এটা ব্যায়বহুল। করোনা র ভায়াবহ সময় কি সেতু নির্মান কাচামালের মূল্য কি একই ছিলো নাকি বৃদ্ধি তাকি হিসেব করেছে। তখন তো অনেকে জীবন বাচাতে দৌড়েছে। ডাক্তার নার্সেরা অনেকে চাকরিও ছেরেছে। এর মাঝে "সময়" কেনো বৃদ্ধি পাবে না। *আর বিশ্বব্যাংক, হাহা, তাদের ব্যাংকের সুদের হার বেশি। চিনা ব্যাংক এর চেয়ে। আর এক বার চিনা ব্যাংক এর সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে আর দ্বিতীয় বার ৩-৪ গুন বেশি সুদ দিয়ে ঋণ বিশ্বব্যাংক এর কাছ থেকে কেনো নিবে?
@@lakkhanmondal9281 গায়ে আগুন লাগলো কেন?
@@jahidhasan3102 may be ambalig
পদ্মা সেতু তৈরিতে কত টাকা খরচ হয়েছে?
৭ ডিসেম্বর ২০১৪ সালে পদ্মা নদীর উপর এই সেতু নির্মাণ কাজ শুরু করা হয়। বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থ নেয়ার মাধ্যমে এ পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। চীন সরকারের ঋণের টাকায় পদ্মা সেতুর রেল পথের ১৬৯ কিলোমিটার নির্মাণ হচ্ছে। দ্বিতল বিশিষ্ট এ পদ্মা সেতুর পিলার সংখ্যা ৪২ টি ও স্প্যান সংখ্যা ৪১ টি। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে। পদ্মা সেতুর নির্মাণ কাজে মোট জনবল ছিল প্রায় ৪০০০।
পদ্মা সেতু নির্মাণের জন্য অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ ৯১৮ হেক্টর। সেতু বিভাগ আরও জানায়, মূল ডিপিপি’তে ৯১৮ হেক্টর ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় প্রাক্কলত ছিলো ১ হাজার ২৯৯ কোটি টাকা। কিন্তু এখন মোট ভূমি অধিগ্রহণ করতে হবে ২ হাজার ৬৯৮ হেক্টর। অতিরিক্ত জমি বাবদ মোট ব্যয় প্রয়োজন ২ হাজার ৬৯৯ কোটি টাকা। পদ্মাসেতু প্রকল্পে ভূমিসহ অধিগ্রহণের জন্য মোট ব্যয় হয়েছে ৪২৫৫ কোটি টাকা,
মূল পদ্মা সেতুর ব্যয় ১৩২৮২ কোটি টাকা,
নদী শাসন ব্যয় ৮৭০৭ কোটি টাকা,
সংযোগ সড়ক+পুনর্বাসন ব্যয়+ সিকিউরিটি ২১৪২ কোটি টাকা
ক্রয় মূল্য বৃদ্ধির কারণে বাজেট সংশোধন বৃদ্ধি ১৮১৭
ভূমি অধিগ্রহণের প্রভাবে নতুনভাবে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় বেড়েছে বলে জানায় সেতু বিভাগ।
উল্লেখ্য বিষয় পদ্মা উভয় পাড়ে দুইটি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট স্থাপন করা হয়েছে যা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন।
সেতু বিভাগ সূত্র জানায়, ভূমি অধিগ্রহণ খাতের জমির পরিমাণ ও ব্যয় পরিবর্তনের কারণে অনুমোদিত ডিপিপি থেকে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় ৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
এখানে অনেকে মূল সেতুর ব্যয় ৩০১৯৩ কোটি টাকা প্রচার করতে যেটা বাস্তব নয়। বাস্তবে মূল সেতুর ব্যয় ১৩২৮২ কোটি টাকা।
পদ্মা সেতুর বাজেট কত
কাঙ্খিত এই পদ্মা সেতুর বাজেট পাস হয় ২০০৭ সালে। এই বাজেটে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় ১০ হাজার ১৬২ কোটি টাকা তখন আনুষঙ্গিক অনেক কিছু বাজেটে আসেনি । পরবর্তীতে পদ্মা সেতুর নকশা পরিবর্তন ও দৈর্ঘ্য বৃদ্ধির কারণে ২০১১ সালে বাজেট সংশোধন করে করা হয় ২০ হাজার ৫০৭ কোটি টাকা। পদ্মা সেতুর নকশা পরিবর্তন এবং আনুষঙ্গিক আরো কিছু প্রকল্পের কারণের ফলে ২০১৬ সালে বাজেট আরো বৃদ্ধি করা হয় ৮ হাজার ২৮৬ কোটি টাকা। সর্বশেষ পদ্মা সেতুর বাজেট আরো বৃদ্ধি করা হয় ১৪০০ কোটি টাকা।
পদ্মা সেতুর মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এরমধ্যে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা। ২০১৮ সালে পদ্মা সেতু প্রকল্পটি সংশোধন না করে ব্যয় বাড়িয়ে করা হয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। চলতি ২০২০ সালের নভেম্বর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি ৯১ ভাগ, নদী শাসন ৭৬ আর সার্বিক অগ্রগতি ৮২ দশমিক ৫ শতাংশ।
তবে জানা গেছে যে, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত পদ্মা সেতুর ব্যয় হয়েছে ২৪ হাজার ৫৪৭ কোটি ৮১ লাখ টাকা। পুরো পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮৪ দশমিক ৫০ শতাংশ। তবে মূল পদ্মা সেতুর কাজ হয়েছে ৯২ দশমিক ৫০ শতাংশ। ২০২২ সালের জুন মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে বলে চলতি বছরের বাজেট অধিবেশনের বক্তৃতায় আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এই রকম কিছু নেত্রী দরকার,যাদের সত্য কথা বলার সাহস আছে
insha'Allah one day ..,............
পদ্মা সেতুর কোন কোন পিলারের গভীরতা ৬৪ তলা বিল্ডিংয়ের সমান। আর হাজারিকা ব্রীজের গভীরতা আমাদের একটা ফ্লাই ওভারের সমান। পৃথিবীতে পদ্মার মতো এত গভীর আর খরস্রোতা নদীতে আর কখনো সেতু হয়নি। হাজারিকা সেতু থেকে পদ্ধার গভীরতা প্রায় ১০০ গুণ বেশি। এছাড়া পদ্মা হচ্ছে আমাজনের পর পৃথীবির ২য় খরস্রোতা নদী। এর নদী শাসনের জন্যই শুধু ১০ হাজার কোটি টাকা খরচ করতে হইছে। এটাকে হাজারিকা সেতুর সাথে তুলনা দেয়া একটা গর্দভের কাজ। জনগণের সামনে এমন ধোকাবজীর জন্য গলাবাজ রুমিন ফারহানার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হওয়া উচিত। যারা দেশকে টানা ৫ বার দুর্নীতিতে বিশ্বচেম্পিয়ন করেছে তাদের মুখে এ ধরনের কথাবার্তা মানায় না
Runin Farhana r moto mp der taleban pitay basay pathay Dito.
@@alomvai3653 cagol
r8
রোমিনফারহানা যা বলছেন সঠিক কথা বলছেন।উনাকে আমরা প্রবাসী ও দেশবাসী সবাই ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে।
এভাবে কোন দিন ভেবেই দেখিনি,,,পদ্মা সেতুর অন্তরালে লুকিয়ে আছে হাজারও অজানা তথ্য।। আমি দলমত নির্বিশেষে বলবো আপনি যেই দল করেন না কেন,,,স্ব স্ব জায়গা থেকে এসে দেশকে বাঁচান,,,না জানি কতো ভয়াবহ করুন পরিণতি অপেক্ষা করতেছে।।সত্যে কথা বলার জন্য ম্যাডাম কে ধন্যবাদ।।।
ভবিষ্যত প্রজন্মের এক আইডল রাজনীতিবিদ রুমিন ফারহানা ম্যাডাম।🥰😍
আইডল?? একি পাগল। *দক্ষিন বঙ্গের জন্য এই সেতু লাইফ লাইন হিসেবে কাজ করবে। যেটা অতএব একটি নির্দৃষ্ট দল ঘেসা কথিত বিশেষজ্ঞরা বলছে এটি লাভজনক নয়,সত্যিকার অর্থে এটি লাভ জনকের চেও বেশি কিছু। এটা লাইফ জনক। যেটা পদ্মাসেতু হওয়ার আগে এম্বুলেন্সে থাকা রোগী এবং রোগীর স্বজনরা বুঝতে পারে, এসির মধ্যে থাকা লোকেরা নয়। উনি যে সেতু গুলোর রেফারেন্স দিচ্ছেন তাহা করোনার আগে। *আর গঙ্গা নদীর ভূপ্রকৃতি এবং পদ্মার ভূপ্রকৃতি এক নয় । তাছারা রেল + গাড়ি চলাচল এরকম একক ডিজাইনের সেতু নির্মান এটা ব্যায়বহুল। করোনা র ভায়াবহ সময় কি সেতু নির্মান কাচামালের মূল্য কি একই ছিলো নাকি বৃদ্ধি তাকি হিসেব করেছে। তখন তো অনেকে জীবন বাচাতে দৌড়েছে। ডাক্তার নার্সেরা অনেকে চাকরিও ছেরেছে। এর মাঝে "সময়" কেনো বৃদ্ধি পাবে না। *আর বিশ্বব্যাংক, হাহা, তাদের ব্যাংকের সুদের হার বেশি। চিনা ব্যাংক এর চেয়ে। আর এক বার চিনা ব্যাংক এর সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে আর দ্বিতীয় বার ৩-৪ গুন বেশি সুদ দিয়ে ঋণ বিশ্বব্যাংক এর কাছ থেকে কেনো নিবে?
Uni ai projonmer e idol..
এত তথ্য আমার মনে হয় সংসদের সবাই মিলেও জানেনা,,ধন্যবাদ রুমহীন আপা,,
Runin Farhana r moto mp der taleban pitay basay pathay Dito.
আমি ভারত থেকে বলছি ....
এতো সুন্দর ভাষণ আগে দেখিনি ,
আমি আপনাদের দেশের রাজনীতি জানি না ।
কিন্তু লোক চক্ষুর আড়ালে ঘটে যাওয়া দুর্নীতি
জনসমক্ষে তার উপযুক্ত দক্ষ তথ্য নির্ভর যুক্তি দিয়ে তুলে ধরছে তার জন্য ,
তাকে সম্মান জানাই ।
প্রত্যেক দেশে এইরকম নারীশক্তি দরকার
আপনাকে শতকোটি প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ঠিক বলেছেন দাদা ।
নেতা হিসাবে একজনকেই মানি!
তিনি হচ্ছেন ১৮০ কোটি মুসলমানের কলিজার টুকরা
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) 💘
In sha Allah ❤️
এই ধরণের একটা ভাষণের খুবই দরকার ছিলো।অভিনন্দন ম্যাডাম
চ
🥰🥰
@@abdullahh2898Nn
Hmm
অভিনন্দন জানাই ম্যাডাম
অনেক দিন পর মনটা খুশিতে ভরে গেলো এরক কিছু কথা শোনার অপেক্ষায় ছিলাম । ধন্যবাদ ম্যাডাম
Right
খুশির কিছুই নেই। একি পাগল। *দক্ষিন বঙ্গের জন্য এই সেতু লাইফ লাইন হিসেবে কাজ করবে। যেটা অতএব একটি নির্দৃষ্ট দল ঘেসা কথিত বিশেষজ্ঞরা বলছে এটি লাভজনক নয়,সত্যিকার অর্থে এটি লাভ জনকের চেও বেশি কিছু। এটা লাইফ জনক। যেটা পদ্মাসেতু হওয়ার আগে এম্বুলেন্সে থাকা রোগী এবং রোগীর স্বজনরা বুঝতে পারে, এসির মধ্যে থাকা লোকেরা নয়। উনি যে সেতু গুলোর রেফারেন্স দিচ্ছেন তাহা করোনার আগে। *আর গঙ্গা নদীর ভূপ্রকৃতি এবং পদ্মার ভূপ্রকৃতি এক নয় । তাছারা রেল + গাড়ি চলাচল এরকম একক ডিজাইনের সেতু নির্মান এটা ব্যায়বহুল। করোনা র ভায়াবহ সময় কি সেতু নির্মান কাচামালের মূল্য কি একই ছিলো নাকি বৃদ্ধি তাকি হিসেব করেছে। তখন তো অনেকে জীবন বাচাতে দৌড়েছে। ডাক্তার নার্সেরা অনেকে চাকরিও ছেরেছে। এর মাঝে "সময়" কেনো বৃদ্ধি পাবে না। *আর বিশ্বব্যাংক, হাহা, তাদের ব্যাংকের সুদের হার বেশি। চিনা ব্যাংক এর চেয়ে। আর এক বার চিনা ব্যাংক এর সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে আর দ্বিতীয় বার ৩-৪ গুন বেশি সুদ দিয়ে ঋণ বিশ্বব্যাংক এর কাছ থেকে কেনো নিবে?
সাবাশ বাংলাদেশের বাঘিনী স্যালুট জানাই আপনাকে রুমিন ফারহানা ম্যাডামকে -- সত্যি অসাধারণ বক্তব্য ছিল যা দীর্ঘ বারো বছরেও শুনি নি 🙏🙏
বর্তমান সংসদে এরকম একটি বক্তৃতাকে আমি বলব অবশ্যই গোল্ডেন বক্তৃতা।
সহমত
R8
জনগণ জেই কথাটি বলতে গেলে ডিজিটাল মামলার ভয় পায় সেই কথাটি ওনি জনগণের হয়ে বলে দিয়েছেন শুভকামনা রইলো আপনার জন্য ❤️❤️
ভাই সব জনগন মিলে আন্দোলন করলে এ সরকার এর পতন নিশ্চত। কথা হলো যে অনেক দালাল এর কারনে তা পারা যাই না
ঠিক
ঠিক
মহান আল্লাহ আপনাকে সত্যি কথা গুলো তুলে ধরার জন্য নেক হায়াত দান করুন আমিন
ইনশাআল্লাহ একদিন সব কিছুর বিচার হবে।
ম্যাডাম আপনি শুধু এভাবেই দেশের জনগনকে সব সত্যি জানিয়ে দেন।
আপনাকে আমার বিপ্লবী সালাম মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা ম্যাডাম
ধন্যবাদ ম্যাডাম
যদি ব্যার্থ হও সিজদায় পড়ে যাও,সফলতার পথ আল্লাহ্ দেখাবেন ইনশাআল্লাহ! ❤️
Inshallah
Insa allah
রুমি ফারহানার জন্য অনেক অনেক দোওয়া ও ভালবাসা রইল...সত্যের পথে থাকব জীবন বাজি রেখে...ইনশাআল্লাহ....
লাভ নাই, ক্ষমতায় আসতে পারবে না, দূর্নীতির শিক্ষক হলো তারেক রহমান।
ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামীন
Pagol sagol
@@lalahnahkmedia8339 মাফিয়া লীগ ভুট চোর দের লজ্জা থাকা উচিত দালাল
সময়ের সেরা বক্তব্য। ভালো লাগলো কথা গুলো। এমন ভাবে সত্য এবং নিষ্ঠার সাথে পথ চলুন। এটাই চাইবো। আমিও শুরু করেছি সমসাময়িক তথ্য নিয়ে পথচলা। দেখি রুখে আমায় কে? আছি সত্যের সাথে। আছি মানুষের সাথে...
বাহ ম্যাডাম এতো দিন বুকের মাঝে চেপে থাকা না বলা কথা গুলো দেশবাসীর উদ্দেশ্যে জানিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে সত্য বলার জন্য। অভিনন্দন আপনাকে
Runin Farhana r moto mp der taleban pitay basay pathay Dito.
Right 👍
চোরের মায়ের বড় গলা,,,টয়লেট পার্টি
ঠিক বলেছেন আপনি
মূর্খ,,তুমি সত্যি মিথ্যা বোঝ,,??অশিক্ষিত পদ্মা নদী সম্পর্কে কতোটুকু জানিস তুই।
বুঝায় যাচ্ছে মাদ্রাসায় পড়েছিস।এজন্য মাথায় গোবর ছাড়া আর কিছু নেই।
আপুকে অসংখ্য ধন্যবাদ। সংসদ কে উজ্জ্বল করে রেখেছে।
অবৈধ এমপি
সাত মিনিটের এই কথা গুলো শুনে আমি বাকরুর্দ হয়ে গিয়েছিলাম আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক দেশের মানুষের কথা চিন্তা করে সত্যি বলার জন্য
আমিন
কবে আপনাকে মিচ ফায়ারে মেরে ফেলবে কে জানি
Amin
Amin
খুবই সুন্দর একটা বক্তব্য এবং সঠিক কথা গুলো সাহসের সাথে তুলে ধরেছেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো
আজও দেশটা টিকে আছে একমাত্র মেডামদের মতো মানুষ দের জন্য। বিনম্র শ্রদ্বা জানাই মেডাম❤️
R.8
ইনাকে বিএনপির চেয়াপার্সন বানালে ভালো হবে
R,t
এই রকম একটাই দরকার দেশের জন্য,,,, সালাম আপনাকে❤️❤️❤️
বিএনপির হোক আর আওয়ামী লীগ হোক কিংবা অন্য কোনো দল হোক আপনি আপনার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন কথা গুলো আসলেই ১০০% সত্যি 💯
Tai. Choto akta prosno madam ar pora saritar dam janen apni?
V
@@onlytruelovereal3280 তারমানে কি? উনি কি ফকিন্নির ঘরের সন্তান?
তার ফ্যামিলি নিয়ে জানুন আগে!
সে তো আর এখন দুর্নীতির ভাগ পায় না। তাহলে আর কি বুঝাতে চান! বলবেন প্লিজ??
আর শাড়ীর দামটাও একটু বলবেন দয়া করে😂🙂
@@onlytruelovereal3280 10000
@@onlytruelovereal3280 অন্তত পক্ষে রুপপুর পরমাণু কেন্দ পর্দ্দার থেকে কম মাফিয়া লীগ এর সব দালাল এরা জাতীয় বেঈমান এরা মাওলানা ভাসানীর সাথে বেঈমানী করেছে
অসম্ভব সুন্দর তেতো সত্য কথা , ভালো লাগলো ।
গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করছেন।
কিন্তু এতো সুন্দর করে সাজানো হয়েছে আপনার বক্তব্য
অসাধারণ।
গোল্ডেন টয়লেট 😂😂
🤣🤣🤭🤭🤣😇
🤣🤣😏
ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা কে অসাধারণ বক্তব্য দেওয়ার জন্য।
কি এমন অসাধারণ বক্তব্য দিয়েছেন বড় ভাই। উনার বক্তব্যে বুঝিয়ে দিলেন উনারা কত ছোট মনের মানুষ
@@cletcity উনার বক্তব্যে উনি পদ্মা সেতুর আয়-ব্যয়ের হিসাব টা সঠিক তুলে ধরেছেন।
@@cletcity ,Apni murkho tai hisab bujhben na,chup thaken r dalali kom koren
সত্য তেত কথা শুনতে কষ্ট হয়??
nice
আশা করি,,
দেশের সকল মানুষের মনের ভিতরের যে, বুক ফাটা কষ্ট গুলো ছিল,,,,
তা দেশের সকল মানুষের পক্ষ থেকে উনি সংসদে তুলে ধরেছেন,,,
আল্লহ আপনাকে হেপাজত করুক আমিন
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনাইলেন সবাইকে জাতিকে
বুক টা জুড়িয়ে গেল!
শান্তি লাগে যখন কেউ চোখে আঙুল দিয়ে উচিত কথা ধরিয়ে দিয়ে যায় 💥
আমাদের অগ্নিকন্যা! জলন্ত বাঘ
রুমিন আপু 🥰
জ্বালা খুব জ্বালা
@@nayimur2364 সত্য শুনলে, নির্লজ্জ মিথ্যাবাদী, ভোট ডাকাত, লুটেরা চক্র এবং তাদের সুবিধা ভোগীদের শরীরে জ্বালা ধরে !
কথা গুলো ঘায়ে কাটা দিল।এমন সাহসি মানুষেরই দরকার এদেশে। শ্রদ্ধা জানাই আপনাকে।
সত্যিকারের একজন নেত্রী 💞💞💞
ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ম্যাডাম।
জনগণের মনের কথা গুলো তুলে ধরার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্চি
পুরাই আগুন বক্তব্য দিয়েছে এবং সত্য ঘটনা তুলে ধরেছেন জাতি আজীবন মনে রাখবে
অসংখ্য ধন্যবাদ এই সত্য কথা গুলো বলার জন্য, আমি ব্যক্তিগত ভাবে কোন দলকে সাপোর্ট করিনা, কিন্তু আপনার সাহসিকতা প্রশংসনীয়
৬৩ বছরের জীবনের মধ্যে যিনি একটাও মিথ্যা কথা বলে নাই
তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ )❤️
কারা কারা নিজের জানের চেয়েও বেশি ভালোবাসেন প্রিয়নবী হযরত মুহাম্মদ ( সাঃ )
অসাধারণ একটি যুক্তি উপস্থাপন
১০০% সত্যি কথা।
কিন্তু শুনার যেনো কেউ নেই !!
হায়রে আমাদের দেশটা চিল, সকূনের হাতে যিন্মি!!!
রুমিন ফারহানা আপু তোমাকে আমরা বিদেশ প্রবাসিদের পক্ষ থেকে-১০০০-কুটি ছালাম জানাই অন্তরের অন্তস্হল থেকে এবং আন্তরিক শুব্চ্ছা সঠিক কথাগুলা সর্বদায় তুলে ধরার জন্য মক্কা হইতে আক্তার উওর বলরামপুর তিতাশ কুমিল্লা ,
এই সকল মানুষ গুলো আছে বলেই হাজার ও কষ্ট ভুলে গিয়ে নতুন বাংলাদেশের সপ্ন দেখি.....
পৃথিবীতে সবচেয়ে সুদক্ষ রাজনৈতিক নেতা ছিলেন হযরত মোহাম্মদ সাঃ ❤️
আমাদের নবী আমাদের সম্মান।
আমাদের নবী আমাদের পরিচয়।
আমাদের নবী আমাদের মর্যাদা।
আমাদের নবী আমাদের নেতা।
আমাদের নবী আমাদের ঈমান।
আমাদের নবী আমাদের জীবন।
আমাদের নবী আমাদের ভালবাসা।
আমরা মুসলিমরা কখনোই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান সহ্য করব না
Vai tui Facebook use koroc na?
Oikhane stutes de 2 ta like pawar jonno esob kotha ekhane likhe geli.
Tor name e to musolmaner porichoy pawa jay na.
Kotha gulo khubi dami kotha but ekhane likhar ki ache . Kono topic Chara ..
Mukhe mukhei nobi s. Ke neta manos.
Tor Character dekhle musolmaner porichoy bujhar upay nei.
Nijeke age nobi s. Er adorse an vai.
@@abdullahalmaruf3021 eita nupur sharmar biruddhe pratibad
AMIN
@@ImTheBrainYouLostLongTimeAgo ekhane Nupur sharmar kotha bola hoyni. Bangladesh er obostha tule dhora hoyeche
@@abdullahalmaruf3021 kon jaygay kon kotha bola uchit eituku common sense ajkalkar bangali der moddhe oneek kom. koto gulo video dekhlam padma shetu er ei shomoy tv er youtube channel e. prottek tar comment section e jeye dekhi amader nobi amader nobi ar amader nobi. vai apni thik bolsen kotha gula oneeek dami kintu eikhane lekhar kono mane silo na. emon korar karone kotha gulor daam kome jacche. duniate koto manush hazrat muhammad s. ke opoman korche ami bolbo ei kotha gulo tumi okhane jeye bolo tomar pashe onek lok thakbe @Gazi sopun
অসাধারণ বক্তব্য যা গনতন্রের ভাষাকে জীবিত রাখার প্রেরণার যোগান দেয় ।
আপনি এক দম সত্যি কথা বলছেন ম্যাডাম,, আপনার মতো আর কেউ যদি সংসদে কথা বলতো তাহলে অনেক ভালো হতো,,,,,
এখনো কিছু কিছু ভালো মানুষের জন্য দেশটা টিকে আছে ধন্যবাদ ম্যাডাম এমন সব তুলে ধরার জন্য 🤷♂️
মাশাআল্লহ
কি অগ্নি ঝরা বক্তৃতা!
অনেক ভালো লাগছে
আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক।
সব বিপদ-আপদ থেকে হেফাজত করুক
100% সত্য কথা বলেছেন রুমিন পারহানা কে অসংখ্য ধন্যবাদ।
রুমি ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ সত্য কথাগুলো বলার জন্য 🥰আসলে পদ্মা সেতুর বাজেট এর বিষয়টা আজকে আমি পরিষ্কার হলাম
মহান আল্লাহ পাক সবাই কে নুর নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন ও নেক আমল করার তাওফিক দান করুন আমিন ❤❤❤❤❤
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ প্রিয়....রুমিন ফারহান আপনাকে
এই ভাষণ শোনার পরেও অনেক ভাই বলবে দেশে নাকি উন্নয়ন হচ্ছে না,,যেই কাজ আমরা ৫-৭ হাজার কোটি টাকার মধ্যে করতে পারে সেই কাজ আমরা ৩৫-৪০ হাজার কোটি টাকা দিয়ে করছি,,
Hahaha
- ধন্যবাদ রুমিন ফারহানা আফা সত্যি কথা বলার জন্য 🤍🤲
আমি তাই বলি
ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে উনার 👏 🔥
আমি বিএনপি চিনি না, আমি আওমিলীগ চিনি না। আমি সত্যকে চিনি আর এখানে আমি পুরাটাই সত্যিই দেখছি।
Same bro! I do not support any parties. I just support the truth.
Chagol valo party o ase abr khrap party o ase ei mohila bnp party er apner uchit onader utsaho deya ekhane onno party er lok to kisu bole nai evabe sahos niye
Thik bolcen
R8
একদম !!
আমি কোনো দলের সাপোর্টার না, তবে রুমিন যা বলেছেন সত্যি বলেছেন। সাহস আছে ওনার, সংসদে প্রকাশ্যে এসব কথা বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশের আইকনিক নারী,যার বক্তব্য,যার হাসিঁ,যার প্রতিবাদ,সবকিছুই অতুলনীয়,আই লাইক ইউ ম্যাডাম।👌👌 😍😍🥰🥰
মহান ব্যক্তির মহান কথা শুনে মনটা ভরে গেল ব্যারিস্টার রুমিন ফারহানা মহান আল্লাহতালা আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক আমিন
Runin Farhana r moto mp der taleban pitay basay pathay Dito.
একটি কথা ও মিথ্যা না, সবগুলো লাইন ই বাস্তব সত্য প্রকাশ করে 😢
আমি সবসময় ফারহানা মেডাম এর জন্য দোয়া করি ❤️❤️❤️❤️❤️ কারণ ওনি সবসময় সত্যি কথা বলেন❤️❤️❤️❤️❤️এক কথায় ওনাকে সংসদের বাঘিনী বললে ভুল হবেনা❤️❤️❤️❤️❤️ ধন্যবাদ আপনাকে মেডাম
রাসুল পাক সাঃ বলেছেন সব সময় সত্য কথা বলা সুন্নত ❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ সময় টিভিকে পুরো ভিডিওটা শেয়ার করার জন্য। ভিউ এবং কমেন্টস দেখে ধারনা নিন মানুষ কি চায় ও তাদের সমর্থন কোন দিকে।
কথা গুলো শুনলে শুনতেই ইচ্ছে করে
আটারো কোটি জণগণের মনের কথা ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা ম্যাডাম
Amar moner kothay to bole nai
@@lalahnahkmedia8339 তর মনের কথা কি
@@lalahnahkmedia8339 tui to kutta lig tai 😂
পৃথিবীর শ্রেষ্ঠ মহা মানব,শ্রেষ্ঠ বিজ্ঞানী,শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সঃ) 🌹❤🌹
রুমিন ফারহানা ম্যাডাম স্যালুট জানাই অগ্নিঝরা বক্তব্য যা বাংলাদেশের মানুষকে সাহসী করে তুলে❤️🤘💥
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই রুমিন ফারহানা কে... জনগণের কথাগুলো উঠে ধরার জন্য
বিএনপির ক্ষমতায় আসলে অবশ্যই ব্যারিষ্টার রুমিন ফারহানা অবশ্যই আইন মন্ত্রী হবেন
আপু আপনার এই কথায়।আমি আপনার ফ্যান হয়ে গেলাম
।❤❤❤❤❤
ধন্যবাদ মেডাম কে।।আর সময় টিভিকে।।।♥️
রুমি ফারহান আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এবং দীর্ঘ জীবন দান করুক। সমস্ত জীবন নীতির ভীতর চলবেন। সাবদা আল্লাহ উপর নির্ভরশীল থাকবেন। আমিন আমিন।
আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই
কার কাছে ভাই 😶😶
স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই হবেনা।
@@mohammedsarwar9757, 😶😕😕
আলহামদুলিল্লাহ এমন কথা ভালো লাগলো
সুন্দর বলেছেন আপু ধন্যবাদ
কথা গুলো শুনতে যেমন ভালো লাগলো, তেমনি দেশের অবস্থা দেখে কষ্ট ও লাগছে
Right
আল্লাহ দুর্নীতিবাজদের বিচার যেনো আমাদের চোখের সামনে করে আমিন
আমিন
রুমিন ফারহানা, আকস্মিক ভাবে ইউ টিউব চ্যানেল ওপেন করতে গিয়ে তোমার জ্বালাময়ী বক্তব্য শুনলাম। প্রতিবাদী হিসাবে প্রতিবাদ করার যখন সুযোগ থাকেনা, তখন আরেকজন প্রতিবাদীর কন্ঠস্বর শুনে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলেও আনন্দ পাওয়া যায়। মহান সংসদের মেজরিটি সাংসদেরা রাগে-ক্ষোভে যে ফেটে যায়, তা দৃশ্যমান। ক্ষোভের ফাঁকে কিছু সংখ্যক সাংসদ না হেসেও পারছেন না, যাহা দৃশ্যমান।। যাহারা হাসছেন, তাহারা বাস্তবতার আলোকেই হাসছেন। প্রতিবাদী নারীর অনুকূলে রহিলো, গভীর শ্রদ্ধা। বেঁচে থাকো, হও দীর্ঘজীবি। যে আশায় মৃত্যুর খাতায় নাম লিখিয়ে ১৯৭১ সালে প্রতিবাদ করেছিলাম, সে আশা অন্ধকারেই রয়ে গেলো। জাতির কাছে আজ পরাজিত। হে সৃষ্টির মালিক, কষ্টার্জিত স্বাধীনতাকে তুমি রক্ষা করো। আমি কোনো দলের নই, আমি দেশ ও জাতির।। "প্রতিবাদী মন"।
এই প্রজন্মের বর্তমান খালেদা জিয়া ধন্যবাদ আপনাকে সঠিক কথাগুলো বলার জন্য
একাই। ১০০। এই মহান সংসদে আর
কাউকে কিছু না বলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি
কোন ভাবেই এটাকে মহান সংসদ বলা শোভনীয় নয়, এই সংসদ একটা হরিঘোষের গোয়াল 👈👈
আপা আপনাকে কিছু বলার নাই, আপনাকে আল্লাহ হেফাজত করুন 🥰 সত্য কথা বলার তৌফিক দেন
ধন্যবাদ সময় টিভি এতো সুন্দর ভিডিও সবার সাথে শেয়ার করার জন্য
বক্তব্য কাকে বলে রুমিন ফারহানার কাছে থেকে বাকি সংসদ সদস্য দের শেখা উচিত।
ধণ্যবাদ রুমিন ফারহানা সত্য কথা গুলো সবার সামনে বলার জন্য।
কথা গুলো ১০০% ঠিক, কিন্তু বিচার হবে কিভাবে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এমন সত্যনিষ্ঠ,সাহসী বক্তব্যের জন্য ❤
এই মানুষ গুলো আছে বলেই আমারা হাজার ও কষ্ট ভুলে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি।
Marked channel
হুমমম
hmm via
Dekhe lab ki .eira to desh ta ke kichu korte pare nai .lutpat er por o oenkta commercial development nd structural development hoise bangladesh er.ekta kotha ache na je ghabi dud dey oita lathi marleo bhalo
সত্য কথা।
*১০০% সঠিক ও সত্য কথা বলে ছেন আপনি আপনাকে ধন্যবাদ মেডাম আললহ্ আমাদের কে হেদায়েত দান করুন আমিন আল্লাহর গজব বাংলাদেশের জন্য আওয়ামী লীগ*