ভাই,তোমার ধারা বিবরণী শুনে হাড় হিম হয়ে আসছে.... সাথে অসাধারণ প্রাকৃতিক ভয়ংকর সুন্দর কে আস্বাদন করলাম.... বাঘদের অকস্মাৎ আক্রমণ ছাড়াও আছে জলদস্যুদের উৎপাত.... এসব জঙ্গল এবং স্থানে বেশী না যাওয়াই মঙ্গল জনক ...আর যেওনা .... ভালো থেকো...
হ্যাঁ এসব জঙ্গলে একটু ভয় তো থাকে, তবে এই ভয়কে পাশে রাখলে এক অপার প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করা যায় যা গভীর জঙ্গলে না গেলে সম্ভব নয়। বাফার জোনে ঘনঘন নৌকার আওয়াজ আর মানুষের কোলাহলে কোনো পশু পাখির সেরকম ভাবে আগমন হয় না। 🙏
তিন বছর আগে নুনমারি থেকে চামটার জঙ্গলের দিকে যেতে গিয়ে বাঘের দেখা পেয়েছিলাম...। জায়গাটা তিনবার গিয়েছি... অসাধারণ সুন্দর তবে বাঘের দেখা পাওয়াটাও যেমন ভাগ্যের ব্যাপার ততটাই ভাগ্যের ব্যাপার না দেখা পাওয়াটা। গর্জনেই বুক কেঁপে ওঠে...
একদম ঠিক দাদা,অসাধারণ সুন্দর। সুন্দরবন এর এরকম রুপ আমি খুব কম জায়গায় দেখেছি।আসলে চামটা, নুনমারি, এসব জঙ্গল ঘোরা সবার ভাগ্গে্ হয় না। তবে আমার সুন্দরবন ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি এসব জঙ্গলে ভাটার সময় বাঘ দেখার সম্ভবনা প্রবল। তবে ভাটায় রিক্স্ ও প্রচুর এসব জায়গায়।
চামটা ও হলদেবারির সাইড পুরোপুরি নিষিদ্ধ। আমারা দেউলভারানির জঙ্গল ঘুরে ছিলাম bird photography করার জন্য। ও দিকটা জাওয়া জায় তবে special permission লাগে, যেটা বিট আফিস থেকে করানো হয়েছিল।
@@MotherNature88 আচ্ছা সুন্দরবনে বাঘের ব্যাপারটা তো স্বাভাবিক। কিন্তু ছিনতাই বা ডাকাত দলের দ্বারা আক্রান্ত হবার ও নাকি খুব রিস্ক থাকে, এখন সেটা কি পরিস্থিতি... মানে যেহেতু প্রত্যন্ত অঞ্চল, পুলিশ এর টহলদারি ও তো খুব বেশি সম্ভব না। এ ব্যাপারে যদি কিছু বলেন...
আমাদের গাইড ভাই তো বলছিল Bangladesh লাগোয়া যে অংশ সেখানে জলদস্যু থাকার সম্ভাবনা থাকে তাই ওসব জায়গায় জাওয়া সম্পুর্ন নিষিদ্ধ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। কারণ আমাদের India তে না হলেও Bangladesh এ তো শোনা যায় এখনো pirates আছে। 🙏
সম্ভবত না। কারণ সাধারণত খাড়িগুলি জঙ্গলের মধ্যে দিয়ে এক নদী থেকে সৃষ্টি হয়ে আর এক নদীতে গিয়ে মেশে আর যদি খুব ছোট খাড়ি হয় তাহলে জঙ্গলের মধ্যে মিশে যায়। তবে সমুদ্রের খুব কাছাকাছি জঙ্গল গুলিতে ব্যতিক্রম হতে পারে। 🙏
Total mangrove forest tai holo tropical swamp forest but sobtheke valo dekhte paben joto somudra er samne jaben karon somudrer joyar/ vata Je Je island gulote puro probesh kore sekhane valo paben tropical mangrove swamp forest.apni southern sundarban Jan valo dekhte paben, jemon jharkhali theke boat niye sundarban ke dekhun apni jemon ta chaichen temonta dekhte paben. 🙏
প্রথম কথা চামটার পারমিশন আপনি পাবেন না দাদা। কারণ চামটার জঙ্গলে প্রবেশ করার পারমিশন ফরেস্ট দেয় না, আমরা বাই চান্স গেছিলাম যদিও পরে বুঝতে পেরেছিলেন যে এটা সঠিক কাজ করিনি আমরা। তবে নুনমারির জঙ্গল ও লাগোয়া যে জঙ্গল গুলি আছে সেগুলো আপনারা আরামে ঘুরে নিতে পারবেন একদিনে্ পাখিরালয় থেকে। 🙏
@@kaustav...................5067 না ভাই চামটা পুরপুরি restricted core area ওখানে যাওয়ার পারমিশন কাউকে দেয় না ফরেস্ট। আর না যাওয়াই ভাল কারণ এসব জঙ্গলে পায়ে পায়ে বিপদ, ওয়ার্ল্ড লাইফ এক্টিভিটি অনেক বেশি এসব যায়গায়।আপনি দেউলভারানি, 13 বাকে, পীরখালি, 9বাকে, এসব জঙ্গল ঘুরুন না দেখবেন মন ভরে যাবে।
অনেক ধন্যবাদ দাদা আপনাকে🙏। না আমি কোনো Travel company র সাথে ঘুরি না, কারণ মজা পাই না। আমি একটু খামখেয়ালি ভাবে ঘুরে বেড়াই, যখন যেখানে মন চায় চলে যাই। সুন্দরবনও অনেকটা এভাবেই ঘোরা। আপনি ঝরখালি থেকে একটি নৌকা ভারা করে ঘুরতে পারবেন 4 সিলিন্ডার নৌকা ভাড়া পরবে 6 হাজার মতো, প্রতিদিন excluding guide and permission. আর ঝরখালি বিট অফিস থেকেই পারমিশন করে নিতে পারবেন অথবা সজনেখালি বিট অফিস, সে খেত্রে guide এর সাহায্যে নিতে পারেন। 🙏
দাদা এই জঙ্গল গুলিতে টুরিস্ট এলাও করে না ফরেস্ট ডিপার্টমেন্ট ,তাই travel agency সম্ভবত যায় না এসব জায়গায়। আপনাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন বের করে বোট ভারা করে যেতে হবে। group এ আট দশ জন হলে সেইখানে ভাল হবে। 🙏
ভাই তোমাকে ফরেস্ট এর protocol মেনেই যেতে হবে। সজনেখালি বা ঝরখালি ফরেস্ট অফিসে গিয়ে পারমিশন করাও ওনারা যদি মনে করেন তোমাকে নিশ্চয়ই যেতে দেবে। আমি wildlife photographers দের সঙ্গে গেছিলাম bird photography করতে,ওনাদের কাছে পারমিশন ছিল তাই যেতে পেরেছিলাম। 🙏
ফরেস্ট ডিপার্টমেন্ট শুধু পারমিশন এর দিকটা দেখে বাকিটা তোমাকে arrangements করতে হবে। per day around 9k ধরে নাও সবকিছু নিয়ে including permission and guide.
আমি যতটা জানি হলদেবারি যাবার পারমিশন কারোর নেই একমাত্র ফরেস্টের লোক ছাড়া, আর কোর এরিয়া ঘুরতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্ট এর থেকে পারমিশন নিয়ে যেতে পারবেন। 🙏
ঝরখালি বিট অফিস বা কলকাতার অরন্য ভবন থেকে পারমিশন করিয়ে যেতে পারবেন, তবে সেমি কোর এরিয়ায় প্রবেশ করতে হলে উপযুক্ত কারণ দেখাতে হবে। অথবা wildlife photographers দের সাথে ও যেতে পারেন আমি যেরম গেছিলাম।🙏
বেলেঘাটা অরন্য ভবন বা সজনেখালি বিট অফিস থেকে special permission করাতে পারবেন। তবে তার জন্য আপনাকে কারণ দেখাতে হবে কেন আপনি এই জঙ্গল গুলিতে যেতে চান। আমরা bird photography করতে গিয়েছিলাম wildlife photographer দের সাথে।🙏
হলদেবারি যাবার পারমিশন কারোর নেই restricted area. চমটাও তাই। তবে মরিচঝাঁপি পারমিশন করিয়ে হয়ত যাওয়া যায়, কারণ এই জঙ্গল নিয়ে অনেক ভিডিও আমি UA-cam এ দেখেছি। আসলে forest department আমাদের ভালোর জন্যই যেতে দেয় না, কারণ ওসব জঙ্গলে অনেক বিপদ আছে।
Jharkhali feri ghat is the place where you can get various kind of boats like 2/4 or 6 cylinders. After hiring a boat to visit sundarban they will arrange everything, you just tell them which places you want to visit in sundarban, don't worry
@MotherNature88 actually I visited jharkhali earlier and had a tour but I want to visit deulbharali the core region of the forest as you mentioned in your video so from where can I get the permit pass and can you please share any contact number for my convenience I am from Assam
Actually no one is allowed to enter in fully core areas of sundarban but you can go semi core areas like Deulbharani, but you have to give a special reason to enter there, as I went there with a group of wildlife photographers for bird photography. You can go to jharkhali forest office for your needs.
দেখুন স্পেশাল পারমিশন এর জন্য আলাদা কোনো চার্জ লাগে বলে আমার মনে হয় না, শুধু মাত্র কারণ বলতে লাগে যে কেন ওই যায়গায় যেতে চাইছেন। আমি যাদের সাথে গেছিলাম ওনারা bird photography করার জন্য সম্ভবত পেয়েছিল। আমাদের সম্ভবত 2700 টাকা লেগেছিল including guide। 🙏
আমি কাউকে আসার জন্য উৎসাহিত করিনি ম্যাডাম কারণ আমার আসার আগেও এখানে প্রচুর লোকজন এসেছে আর পরেও অনেক লোক গেছে, কারণ ফরেস্ট থেকে পারমিশন করিয়ে এই নুনমারির জঙ্গলে যাওয়া যায়, হ্যাঁ তবে টুরিস্ট বোট সচরাচর এসব দিকে আসে না। আমি ফটোগ্রাফার দের সঙ্গে গেছিলাম আর ওনাদের কাছে উপযুক্ত পারমিশন লেটার ছিল নুনমারির ওদিকে যাওয়ার জন্য। আর আমাদের সামান্য ভিডিও করার জন্য সুন্দরবন ধ্বংস হবে না , যদি প্রতিবাদ করতেই হয় যারা ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করছে ও অবৈধ কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে করুন কারণ এর কারণে একদিন সুন্দরবন শেষ হয়ে যাবে। 🙏
আপনাকে proper reason দেখাতে হবে যে কেনো আপনি ওই জঙ্গলে প্রবেশ করতে চান, যদি ফরেস্ট ডিপার্টমেন্ট মনে করে তবে আপনি যেতে পারবেন। আমরা bird photography করতে গিয়েছিলাম wildlife photographers দের সাথে,যেটা buffer zone খুব একটা ভালো হয় না তাই পেয়েছিলাম। 🙏
ঝরখালি ফেরিঘাট থেকে জঙ্গল ভ্রমণ করার জন্য অনেক বোট পেয়ে যাবেন। 2,4,6 সিলিন্ডার বোট। 2=4000 পার-ডে, 4=6500 পার-ডে, 6=8500 পার-ডে ,গাইড ও পারমিশন চার্জ ছাড়া। 🙏
আমরা সবাই সাধারণ মানুষ, স্পেশাল পারমিশন ও সাধারণ মানুষদের ই দেওয়া হয়, আপনিও পেতে পারেন, তবে কোনো বিশেষ কাজের জন্য, এখানে যেমন Bird photography করার জন্য অনুমতি মিলেছিল। 🙏
জঙ্গলের কথা বললে বেশ ভালো ভিডিও হয়েছে। কিন্তু পাখি তো কিছুই দেখলাম না। আমি কোড় এলাকায় না গিয়ে ও প্রায় একই রকম জঙ্গল কুমির হরিণ পাখি বন্যশুয়োর ইত্যাদি সবই দেখেছি, নতুন কিছু পেলাম না।
@@MotherNature88না আপনার কাজ কে ছোট করে আমি দেখেছি না। তবে যেহেতু আপনি একদম কোড় এরিয়া তে গেছিলেন তাই আশা করেছিলাম কিছু নতুন পাখি দেখতে পাবো।আমার কথায় কিছু মনে করবেন না।
@@kanchandas7041 francolin, black capped Kingfisher, jungle bablars, jungle foul, brahmini kite, masked finfoot, lesser adjutant ei এই পাখিগুলোর ও ফুটেজ ছিল তবে ওগুলো ফটোগ্রাফার দের কাছে ছিল, ওদের লেন্স এ ধরা পরেছিল, আমার এই সামান্য মোবাইলে আসে নি, আর ওরা শেয়ার ও করে নি ওগুলো আমাকে, নাহলে হয়তো আপনাকে আর কিছু পাখির ছবি দেখাতে পারতাম। sorry
ওটা 4 সিলিন্ডার নৌকা ছিল। 4 এবং 6 সিলিন্ডার নৌকাই একমাত্র এলাও আছে ভ্রমণের জন্য। আর আগের এটমোস্ফিয়ার আলাদা ছিল অনেক বেশি জঙ্গল ছিল লোকজনের গতাগম্ম অনেক কম ছিল তাই। আর আয়লা ও আমফান এ সুন্দরবন ভয়ংকর রকম খতি হয়েছে, জঙ্গল কমেছে তাই এখন ওয়ার্ল্ড লাইফ বিশেষত বাঘের দেখা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার এখন।
Special permission পাওয়ার জন্য আপনাকে reason দেখাতে হবে, যে কেন আপনি ঐ জঙ্গল গুলিতে যেতে চান। আমরা যেমন bird photography করার জন্য permission পেয়েছিলাম দেউলভারানির জঙ্গল, চামটার জঙ্গল না,এটি একটি রেসট্রিকটেড ফরেস্ট। চামটার জঙ্গল মাঝি ও আমাদের গাইড ভাইকে রিকোয়েস্ট করেছিলাম তাই নিয়ে গেছিল। আর এই পারমিশন আপনারা পাবেন সজনেখালি বিট অফিস বা বেলেঘাটা অরন্য ভবন থেকে। 🙏
Core area তে যাওয়ার জন্য, ফরেস্ট অফিসারদের special permission কিভাবে করবো, wildlife photographer হিসেবে কিভাবে পারমিশন করবো, একটু যদি বলেন তো খুব উপকার হয়
বিট অফিস বা কলকাতার অরন্য ভবনে গিয়ে আপনাকে বলতে হবে যে কেন আপনারা গভীরে যেতে চান, যেমন আমি কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার দের সঙ্গে গেছিলাম ওনারা বার্ড ফটোগ্রাফি করতে গিয়েছিলেন যেটা বাফার জোন এ অতটা ভাল হয় না তাই সম্ভবত সেমি কোর এর পারমিশন পেয়েছিলেন কারণ কোরের পারমিশন কারোর থাকে না। যেমন নুনমারির জঙ্গল একটি সেমি কোর এরিয়া কিন্তু পাখিদের র্সগরাজ্য। 🙏
খুব ভালো লাগলো । সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর । 👍👍
অনেক ধন্যবাদ আপনাকে🙏
Ami sundor ban gechi barate kintu ai jangal gulo Jano ak anno jagat tomar janno Bai dakha holo amar monta vore galo onek donnobud
অনেক ধন্যবাদ আপনাকে দিদি 🙏। এই জঙ্গল গুলি সেমি কোর ও কোর এরিয়া সুন্দরবন এর
ভাই,তোমার ধারা বিবরণী শুনে হাড় হিম হয়ে আসছে.... সাথে অসাধারণ প্রাকৃতিক ভয়ংকর সুন্দর কে আস্বাদন করলাম.... বাঘদের অকস্মাৎ আক্রমণ ছাড়াও আছে জলদস্যুদের উৎপাত.... এসব জঙ্গল এবং স্থানে বেশী না যাওয়াই মঙ্গল জনক ...আর যেওনা .... ভালো থেকো...
হ্যাঁ এসব জঙ্গলে একটু ভয় তো থাকে, তবে এই ভয়কে পাশে রাখলে এক অপার প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করা যায় যা গভীর জঙ্গলে না গেলে সম্ভব নয়। বাফার জোনে ঘনঘন নৌকার আওয়াজ আর মানুষের কোলাহলে কোনো পশু পাখির সেরকম ভাবে আগমন হয় না। 🙏
Khub sundor, Ghore bose Sundor bon dekhe nilam... Dhonno bad🙏
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
Video ta khub valo laglo bhai . Oi duto jungle e amra toh Jabar spcl. Permission pabo na monehoy Tai apnar dekhano video dekhe mon vorey galo .
অনেক ধন্যবাদ দিদি ভাই আপনাকে 🙏। হ্যাঁ চামটা যাওয়ার পারমিশন পাবেন না কিন্তু দেউলভারানির পারমিশন হয়ত পাবেন ।
তিন বছর আগে নুনমারি থেকে চামটার জঙ্গলের দিকে যেতে গিয়ে বাঘের দেখা পেয়েছিলাম...। জায়গাটা তিনবার গিয়েছি... অসাধারণ সুন্দর তবে বাঘের দেখা পাওয়াটাও যেমন ভাগ্যের ব্যাপার ততটাই ভাগ্যের ব্যাপার না দেখা পাওয়াটা। গর্জনেই বুক কেঁপে ওঠে...
একদম ঠিক দাদা,অসাধারণ সুন্দর। সুন্দরবন এর এরকম রুপ আমি খুব কম জায়গায় দেখেছি।আসলে চামটা, নুনমারি, এসব জঙ্গল ঘোরা সবার ভাগ্গে্ হয় না। তবে আমার সুন্দরবন ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি এসব জঙ্গলে ভাটার সময় বাঘ দেখার সম্ভবনা প্রবল। তবে ভাটায় রিক্স্ ও প্রচুর এসব জায়গায়।
গেলেন কিভাবে ওদিক যাওয়া নিষিদ্ধ না?
চামটা ও হলদেবারির সাইড পুরোপুরি নিষিদ্ধ। আমারা দেউলভারানির জঙ্গল ঘুরে ছিলাম bird photography করার জন্য। ও দিকটা জাওয়া জায় তবে special permission লাগে, যেটা বিট আফিস থেকে করানো হয়েছিল।
@@MotherNature88 আচ্ছা সুন্দরবনে বাঘের ব্যাপারটা তো স্বাভাবিক। কিন্তু ছিনতাই বা ডাকাত দলের দ্বারা আক্রান্ত হবার ও নাকি খুব রিস্ক থাকে, এখন সেটা কি পরিস্থিতি... মানে যেহেতু প্রত্যন্ত অঞ্চল, পুলিশ এর টহলদারি ও তো খুব বেশি সম্ভব না। এ ব্যাপারে যদি কিছু বলেন...
আমাদের গাইড ভাই তো বলছিল Bangladesh লাগোয়া যে অংশ সেখানে জলদস্যু থাকার সম্ভাবনা থাকে তাই ওসব জায়গায় জাওয়া সম্পুর্ন নিষিদ্ধ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। কারণ আমাদের India তে না হলেও Bangladesh এ তো শোনা যায় এখনো pirates আছে। 🙏
Khub valo laglo video ta.ami ghure asechi.
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
সুন্দরবনকে নিয়ে অনেক চ্যানেলের ভিডিওর থেকে আপনার ভিডিও টি অনেক বেশি ভালো লাগলো। 🙏👍❤️👌
অনেক ধন্যবাদ 🙏
Yes true
এপিসড খুবই সুন্দর। আপনার কমেন্ট থেকে শিক্ষাগত , জ্ঞান খুজে পাই। আপনাদের জন্যই দেখতে পাই। 😮
🙏🙏
ভিডিও টি আমার তো খুব ভালো লেগেছে। শুভ মধ্যাহ্ন।
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
অপূর্ব। মাঝিভাইকে বিপদে ফেলবেন না। 😊🙏🏽
অনেক ধন্যবাদ আপনাকে।মাঝি ভাই বিপদে পরেনি। 🙏
অপূর্ব সুন্দর । তবে , ছবির গুণমান আর একটু ভালো হলে আরও ভালো লাগবে । 🙏
অনেক ধন্যবাদ আপনাকে দাদা। 🙏 আসলে মোবাইল ক্যমেরা দিয়ে তোলা হয়েছে তাই অত ভাল আসেনি।
ভাল লাগল। এই ভ্রমণ সত্যিই সুন্দর।
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
খুব খুব সুন্দর একটা ভিডিও
অনেক ধন্যবাদ🙏
Khub Valo Laglo Dada Valo Thakun Susto Thakun
অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকবেন। 🙏
আমরা এবার এই জঙ্গল গুলোতেও গেছিলাম। অসাধারণ 👌
ki vabe jabo?
@kaushik-ds9pn jharkhali theke boat vara kore ar forest office theke permission niye jete parben
সত্যিই অসাধারণ লাগলো
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
ভালো বিবরণ। মূল্যবান তথ্য সমৃদ্ধ। ছবি অতি নিন্মমানের মোবাইলে তোলা। ছবি এক কথায় জঘন্য। শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ
Khub sundor
অনেক ধন্যবাদ দাদা
খুবই সুন্দর হয়েছে 👍
Thank you samrat da. 🙏
Osadharon laglo, dhonyobad
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
Dada ei rakam sujog ale bolben .Amar jaoyar vishan echchha achhey .ami sundarbon khub bhalo basi .thank you .
হ্যাঁ অবশ্যই।
Khub valo laaglo
অনেক ধন্যবাদ আপনাকে🙏
dada, bolchi jara mach(fish) dhore ba madhu(honey) collect kore
tader sathe gale ki core area te ghora jabe ??
please janaben 🙏
কোর এরিয়াতে যাওয়ার পারমিশন কারো নেই দাদা। তবে সেমি কোর এরিয়ায় স্পেশাল পারমিশন করিয়ে যাওয়া যায় অনেকসময়। 🙏
Ei water canal gulo ki samudre giye khuleche?
সম্ভবত না। কারণ সাধারণত খাড়িগুলি জঙ্গলের মধ্যে দিয়ে এক নদী থেকে সৃষ্টি হয়ে আর এক নদীতে গিয়ে মেশে আর যদি খুব ছোট খাড়ি হয় তাহলে জঙ্গলের মধ্যে মিশে যায়। তবে সমুদ্রের খুব কাছাকাছি জঙ্গল গুলিতে ব্যতিক্রম হতে পারে। 🙏
Bangladesh sundorbon onchole ratargul swamp forest jemon aache , thik temoni mangrove swamp forest westbengal sundorbon er khoj dite parben ....?
Total mangrove forest tai holo tropical swamp forest but sobtheke valo dekhte paben joto somudra er samne jaben karon somudrer joyar/ vata Je Je island gulote puro probesh kore sekhane valo paben tropical mangrove swamp forest.apni southern sundarban Jan valo dekhte paben, jemon jharkhali theke boat niye sundarban ke dekhun apni jemon ta chaichen temonta dekhte paben. 🙏
Dada deulghorami r jongol sunderban e special permission r jonno ki korte hobe ektu bolben please...
এখন দেউলভারানির পারমিশন দিচ্ছে সম্ভবত ফরেস্ট। কারণ আমার কয়েকজন বন্ধু গেছিলো এরমধ্যে তাই ঝরখালিতে যান , যে বোট ভাড়া করবেন ওরাই ঘুরিয়ে দেবে সম্ভবত। 🙏
দারুন দারুন দেখলাম
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
ক্যামরাতে কি জুম করা যায় না।দুরের সর্ট গুলোত জুম করে দেখাতে পারেন
মোবাইলের ক্যমেরা দাদা 😂, প্রায় 250 থেকে 300 মিটার দুর থেকে তোলা। জুম করলে আর খারাপ লাগবে। 🙏
খুব সুন্দর দৃশ্য গুলো দেখে মুগ্ধ হয়েছি 🙏
অনেক ধন্যবাদ দাদা🙏
@@MotherNature88 ki vabe jabo bolun.. @TravelTalesAR
@TravelTalesAR
Ki kore aei core area guloi jawa jabe apni ki help korte parben
Forest department theke permission niye jete parben ei jungle gulo te. 🙏
Nunmari ar chamta ki akdin e ghure pakhiraloy back kora sombhob?
প্রথম কথা চামটার পারমিশন আপনি পাবেন না দাদা। কারণ চামটার জঙ্গলে প্রবেশ করার পারমিশন ফরেস্ট দেয় না, আমরা বাই চান্স গেছিলাম যদিও পরে বুঝতে পেরেছিলেন যে এটা সঠিক কাজ করিনি আমরা। তবে নুনমারির জঙ্গল ও লাগোয়া যে জঙ্গল গুলি আছে সেগুলো আপনারা আরামে ঘুরে নিতে পারবেন একদিনে্ পাখিরালয় থেকে। 🙏
Dada chamta dekhar ki kono upay nei?
@@kaustav...................5067 না ভাই চামটা পুরপুরি restricted core area ওখানে যাওয়ার পারমিশন কাউকে দেয় না ফরেস্ট। আর না যাওয়াই ভাল কারণ এসব জঙ্গলে পায়ে পায়ে বিপদ, ওয়ার্ল্ড লাইফ এক্টিভিটি অনেক বেশি এসব যায়গায়।আপনি দেউলভারানি, 13 বাকে, পীরখালি, 9বাকে, এসব জঙ্গল ঘুরুন না দেখবেন মন ভরে যাবে।
Bahh sundor
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
Darun dekhlam thnks
অনেক ধন্যবাদ দাদা 🙏
খুব ভালো লাগলো ভিডিওটা দেখে।
অনেক ধন্যবাদ আপনাকে🙏
Dhanyobad purono smriti mone anur jonyo, prai 5o bachhar age nauka nie sundarboner gabhire giyechhilum, sarkari adhikariker saujonye. Apnake anurodh details permissions,, guide , nauka etc. kibhabe paoya jabe - kono travel agents thakleo janan.
অনেক ধন্যবাদ দাদা আপনাকে🙏। না আমি কোনো Travel company র সাথে ঘুরি না, কারণ মজা পাই না। আমি একটু খামখেয়ালি ভাবে ঘুরে বেড়াই, যখন যেখানে মন চায় চলে যাই। সুন্দরবনও অনেকটা এভাবেই ঘোরা। আপনি ঝরখালি থেকে একটি নৌকা ভারা করে ঘুরতে পারবেন 4 সিলিন্ডার নৌকা ভাড়া পরবে 6 হাজার মতো, প্রতিদিন excluding guide and permission. আর ঝরখালি বিট অফিস থেকেই পারমিশন করে নিতে পারবেন অথবা সজনেখালি বিট অফিস, সে খেত্রে guide এর সাহায্যে নিতে পারেন। 🙏
ভয়ঙ্কর সুন্দর!
Kno travel agency ei nisidho area te jai gele ektu bolun
দাদা এই জঙ্গল গুলিতে টুরিস্ট এলাও করে না ফরেস্ট ডিপার্টমেন্ট ,তাই travel agency সম্ভবত যায় না এসব জায়গায়। আপনাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন বের করে বোট ভারা করে যেতে হবে। group এ আট দশ জন হলে সেইখানে ভাল হবে। 🙏
Dada please help korun kih kore caning or Kolkata theke jbo sundorbon toh oii dobaki onk ghurlam Ami core area gulo jatah chai
ভাই তোমাকে ফরেস্ট এর protocol মেনেই যেতে হবে। সজনেখালি বা ঝরখালি ফরেস্ট অফিসে গিয়ে পারমিশন করাও ওনারা যদি মনে করেন তোমাকে নিশ্চয়ই যেতে দেবে। আমি wildlife photographers দের সঙ্গে গেছিলাম bird photography করতে,ওনাদের কাছে পারমিশন ছিল তাই যেতে পেরেছিলাম। 🙏
@@MotherNature88 acha forest office thkai kih sob kichu arrange kore dba boat sob kichu kto kih costing lgba aktu bolben
ফরেস্ট ডিপার্টমেন্ট শুধু পারমিশন এর দিকটা দেখে বাকিটা তোমাকে arrangements করতে হবে। per day around 9k ধরে নাও সবকিছু নিয়ে including permission and guide.
Haldibari camp ki visit kora jai after netidhopani rest of the core camp gulo dekhte chai ki bhave jabo guide korun please
আমি যতটা জানি হলদেবারি যাবার পারমিশন কারোর নেই একমাত্র ফরেস্টের লোক ছাড়া, আর কোর এরিয়া ঘুরতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্ট এর থেকে পারমিশন নিয়ে যেতে পারবেন। 🙏
Opurbo laglo.
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
Khub valo akta video 👍👍
অনেক ধন্যবাদ আপনাকে🙏
ভিডিওটা অনেক ভালো লাগল
অনেক ধন্যবাদ দাদা। 🙏
Ekhane jete gele parmition kotha theke nite hobe.?
Kamon vabe ki korte hobe..
Bolben ektu..?
ঝরখালি বিট অফিস বা কলকাতার অরন্য ভবন থেকে পারমিশন করিয়ে যেতে পারবেন, তবে সেমি কোর এরিয়ায় প্রবেশ করতে হলে উপযুক্ত কারণ দেখাতে হবে। অথবা wildlife photographers দের সাথে ও যেতে পারেন আমি যেরম গেছিলাম।🙏
Moipith jhila burirdabri bonicamp chara aro normal o gachi ami sundarbon piyasi kibhabe core permission pawa jai janaben
বেলেঘাটা অরন্য ভবন বা সজনেখালি বিট অফিস থেকে special permission করাতে পারবেন। তবে তার জন্য আপনাকে কারণ দেখাতে হবে কেন আপনি এই জঙ্গল গুলিতে যেতে চান। আমরা bird photography করতে গিয়েছিলাম wildlife photographer দের সাথে।🙏
Dada khub sundor video Arun da number ta jodi den khub bhalo hoe
Ha, Arun Dar no ta ki provide kora possible Dada?
Kub valo bhai
অনেক ধন্যবাদ দাদা🙏
Dada 20 bar amar
Unbelievable Sundarban. Sundari gaach, Garan gaach, hogla gaach mangrove forest 👌👌👌
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
Dada bahubr gachi chamta holdibari morichjhapi core area jete prini
হলদেবারি যাবার পারমিশন কারোর নেই restricted area. চমটাও তাই। তবে মরিচঝাঁপি পারমিশন করিয়ে হয়ত যাওয়া যায়, কারণ এই জঙ্গল নিয়ে অনেক ভিডিও আমি UA-cam এ দেখেছি। আসলে forest department আমাদের ভালোর জন্যই যেতে দেয় না, কারণ ওসব জঙ্গলে অনেক বিপদ আছে।
How can I get the permit? And how can I access to two areas means where can I get the boat?
Planning to visit in 21 dec can you please help me
Jharkhali feri ghat is the place where you can get various kind of boats like 2/4 or 6 cylinders. After hiring a boat to visit sundarban they will arrange everything, you just tell them which places you want to visit in sundarban, don't worry
@MotherNature88 actually I visited jharkhali earlier and had a tour but I want to visit deulbharali the core region of the forest as you mentioned in your video so from where can I get the permit pass and can you please share any contact number for my convenience
I am from Assam
Actually no one is allowed to enter in fully core areas of sundarban but you can go semi core areas like Deulbharani, but you have to give a special reason to enter there, as I went there with a group of wildlife photographers for bird photography. You can go to jharkhali forest office for your needs.
@@MotherNature88 ok thank you for your information
@nildutta5196 it's ok brother 👍
দাদা আপনাদের ভিডিও গুলো ভালো হয়েছে। সুন্দরবন এর আমাদের ভিডিও গুলো কেমন একটু জানিও
অনেক ধন্যবাদ ভাই 🙏। হ্যাঁ অবশ্যই
খুব ভাল লাগল।
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
মানুষ হওয়ার চেয়ে পাখি হওয়া ভাল। তাহলে উড়ে উড়ে দেখা যেত। ❤
তা ঠিক বলেছেন কিন্তু পাখি হলে প্রক্ তি কে আপনি উপলব্ধি করতে পারতেন না। কারণ এই খমতা ইশ্বর একমাত্র মানুষকেই দিয়েছেন। 🙏
Asadharon
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
Dada sundarban e special permission korate khoroch koto hoi? Specially jei jaiga guloi allow kore forest department theke
দেখুন স্পেশাল পারমিশন এর জন্য আলাদা কোনো চার্জ লাগে বলে আমার মনে হয় না, শুধু মাত্র কারণ বলতে লাগে যে কেন ওই যায়গায় যেতে চাইছেন। আমি যাদের সাথে গেছিলাম ওনারা bird photography করার জন্য সম্ভবত পেয়েছিল। আমাদের সম্ভবত 2700 টাকা লেগেছিল including guide। 🙏
আপনি নিজে ঘুরেছেন খুব ভালো কিন্তু সবাইকে এখানে আসার জন্য encourage করে খুবই ভুল করছেন। আপনাদের জন্য এই সুন্দরবন একদিন ধ্বংস হবে।
আমি কাউকে আসার জন্য উৎসাহিত করিনি ম্যাডাম কারণ আমার আসার আগেও এখানে প্রচুর লোকজন এসেছে আর পরেও অনেক লোক গেছে, কারণ ফরেস্ট থেকে পারমিশন করিয়ে এই নুনমারির জঙ্গলে যাওয়া যায়, হ্যাঁ তবে টুরিস্ট বোট সচরাচর এসব দিকে আসে না। আমি ফটোগ্রাফার দের সঙ্গে গেছিলাম আর ওনাদের কাছে উপযুক্ত পারমিশন লেটার ছিল নুনমারির ওদিকে যাওয়ার জন্য। আর আমাদের সামান্য ভিডিও করার জন্য সুন্দরবন ধ্বংস হবে না , যদি প্রতিবাদ করতেই হয় যারা ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করছে ও অবৈধ কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে করুন কারণ এর কারণে একদিন সুন্দরবন শেষ হয়ে যাবে। 🙏
Ekdom thik. Video tule information deoa ta sotyi prosongsoniyo. Kintu onyoder aste bola ekdom uchit na. Jar nature er nesha ache se asbe.
Ei jangale jawar janyo kaar madhyome jete hobe ba kothay contact korte hobe
ফরেস্টের থেকে পারমিশন নিয়ে আপনি নিজেই যেতে পারবেন।
@@MotherNature88 ektu detail e bolle bhalo hoto, contact no. dile
স্পেশাল পারমিশন কিভাবে পাওয়া যায়?
আপনাকে proper reason দেখাতে হবে যে কেনো আপনি ওই জঙ্গলে প্রবেশ করতে চান, যদি ফরেস্ট ডিপার্টমেন্ট মনে করে তবে আপনি যেতে পারবেন। আমরা bird photography করতে গিয়েছিলাম wildlife photographers দের সাথে,যেটা buffer zone খুব একটা ভালো হয় না তাই পেয়েছিলাম। 🙏
@@MotherNature88 ফটোগ্রফি তো বলবো কিন্তু প্রমাণ করবো কি ভাবে। ছবি তোলার শখ তো থাকতেই পারে।
সুন্দর ভিডিও।
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
Without telelens how could you show birds in your video?
Exactly. Actually I didn't have any plan to go those places. It was a sudden plan that is why I made this video with mobile phone.
Darunnnn n ro deben
অনেক ধন্যবাদ আপনাকে🙏
ভালো লাগলো
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
কি ক্যামেরা ব্যবহার করে ছিলেন??
মোবাইল ফোন
Aapnara kon nouko byabohar korechhilen?? Bhutbhutir kono awaz pelam na.
Very good video . If such video could not be made then we had no chance to enjoy . So may thanks .
অনেক ধন্যবাদ আপনাকে। আমি সুযোগ পেলে আরো এরকম ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনাদের জন্য। 🙏
অসাধারন।
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
Beautiful scenario
অনেক ধন্যবাদ
অসাধরন ভিডিও।
অনেক ধন্যবাদ আপনাকে🙏
How to get the permission for this make an informative vlog abut this
You can get the permission from forest office.
Permission kivabe korano jabe ektu bolben?
ঝরখালি ফরেস্ট অফিস থেকে। 🙏
Dimond harbour and Haldia is on river bank or sea side ?
Diamond harbour is river mouth of bay of Bengal bro. Haldia is also like that
@@MotherNature88 okay bro
@0:05 is there sea in horizon?
No. Its Miss Banerjee
Boat or majhi der kono contact paoa jabe?
ঝরখালি ফেরিঘাট থেকে জঙ্গল ভ্রমণ করার জন্য অনেক বোট পেয়ে যাবেন। 2,4,6 সিলিন্ডার বোট। 2=4000 পার-ডে, 4=6500 পার-ডে, 6=8500 পার-ডে ,গাইড ও পারমিশন চার্জ ছাড়া। 🙏
Amra aage 2 cylinder bhutbhuti petam.. Kintu ekhon 6 cylinder er kom r allwed noy khub sombhoto.
Special Permission ki vabe korabo
Forest department theke
Black-headed Ibis কে Goliath heron কেন বলছেন?
ওটা ওই সময় ভুল হয়ে গিয়েছিল, মাফ করবেন।
Dada panar sundarban ar dharona e nai
Excellent
Thank you so much । 🙏
Awesome
অনেক ধন্যবাদ🙏
Darun... Ei jungle gulo te tiger ache?
সবকটি জঙ্গল ই কোর এরিয়া বাঘ তো অবশ্যই আছে। 🙏
Dada ota Goliath heron noi...black headed ibis
ও আচ্ছা আচ্ছা। তালে হয়ত ভুল হয়েছে।
সাধারণ মানুষ কি স্পেশাল পারমিশন পায়? পেল কি ভাবে পাওযা যায় জানালে ভালো হয়?
আমরা সবাই সাধারণ মানুষ, স্পেশাল পারমিশন ও সাধারণ মানুষদের ই দেওয়া হয়, আপনিও পেতে পারেন, তবে কোনো বিশেষ কাজের জন্য, এখানে যেমন Bird photography করার জন্য অনুমতি মিলেছিল। 🙏
Bhag.kotai..?
জঙ্গলে
জঙ্গলের কথা বললে বেশ ভালো ভিডিও হয়েছে। কিন্তু পাখি তো কিছুই দেখলাম না। আমি কোড় এলাকায় না গিয়ে ও প্রায় একই রকম জঙ্গল কুমির হরিণ পাখি বন্যশুয়োর ইত্যাদি সবই দেখেছি, নতুন কিছু পেলাম না।
জঙ্গলে দেখাটা সম্পুর্ণভাবে ভাগ্যর উপর। আপনার কপালে ছিল তাই দেখেছেন। আমি এইটুকুই দেখেছিলাম। আর কিছু ফুটেজ ফটোগ্রাফার দের ছিল যেটা ওরা শেয়ার করে নি। 🙏
@@MotherNature88না আপনার কাজ কে ছোট করে আমি দেখেছি না। তবে যেহেতু আপনি একদম কোড় এরিয়া তে গেছিলেন তাই আশা করেছিলাম কিছু নতুন পাখি দেখতে পাবো।আমার কথায় কিছু মনে করবেন না।
@@kanchandas7041 francolin, black capped Kingfisher, jungle bablars, jungle foul, brahmini kite, masked finfoot, lesser adjutant ei এই পাখিগুলোর ও ফুটেজ ছিল তবে ওগুলো ফটোগ্রাফার দের কাছে ছিল, ওদের লেন্স এ ধরা পরেছিল, আমার এই সামান্য মোবাইলে আসে নি, আর ওরা শেয়ার ও করে নি ওগুলো আমাকে, নাহলে হয়তো আপনাকে আর কিছু পাখির ছবি দেখাতে পারতাম। sorry
Core area jaoa manei bagh paben ei dharona vul
আপনাদের সাথে যেতে গেলে কি করতে হবে ?? কোথায় কন্ট্যাক্ট করবো ??@@MotherNature88
Vedio ta 4k quality Hola Valo hoto
How to get special permission?
You can get permission form forest department depending on your needs. We got it cause we went there for bird photography.
Forest department theke ei special permission nite gele koto taka lage ?
টাকার সেরকম কোন ব্যপার নেই, সঠিক কারণ দেখাতে লাগে যে কেন যেতে চাইছেন। আমরা bird photography করতে গেছিলাম তাই পেয়েছিলাম সম্ভবত। 🙏
@@MotherNature88 নৌকা আর গাইড কিভাবে বা কথা থেকে পাবো
@pritampramanik1501 ঝরখালি ফেরিঘাট থেকে পাবেন।
@@MotherNature88 ধন্যবাদ দাদা
How to get the permission
You can get permission from forest office.
Guide ke kono vabe contact kora jete pare??
আপনি যখন পারমিশন করাবেন তখন অফিস থেকে গাইড প্রভাইড করবে এবং তার ফিজ কেটে নেবে পারমিশন এর সাথে। আলাদা করে গাইড মনে হয় নেওয়া যায় না। 🙏
Thanks to tourists they maintain clean and unpoluted environment .
Yes sundarban is completely plastic free zone.
কীভাবে যেতে হয়?
ঝরখালি র ফরেস্ট অফিস থেকে পাস করে এবং একটি নৌকা ভাড়া করে আপনি ঘুরতে পারবেন এই জঙ্গলে। 🙏
Camera টা একটু ভালো নিলে পারতেন।
Pre planning ছিল না দাদা, তাই মোবাইলের ক্যামেরা ব্যবহার করেছি।
Amra sudhonyokhali tei khub bhalo bhabe ROYAL ke peyechhi.. So it's all about luck!!
ওটা 4 সিলিন্ডার নৌকা ছিল। 4 এবং 6 সিলিন্ডার নৌকাই একমাত্র এলাও আছে ভ্রমণের জন্য। আর আগের এটমোস্ফিয়ার আলাদা ছিল অনেক বেশি জঙ্গল ছিল লোকজনের গতাগম্ম অনেক কম ছিল তাই। আর আয়লা ও আমফান এ সুন্দরবন ভয়ংকর রকম খতি হয়েছে, জঙ্গল কমেছে তাই এখন ওয়ার্ল্ড লাইফ বিশেষত বাঘের দেখা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার এখন।
Eta sundarban Africa na
Very good
অনেক ধন্যবাদ আপনাকে। 🙏
Special permission kibhave pete pari, pls bolben
Special permission পাওয়ার জন্য আপনাকে reason দেখাতে হবে, যে কেন আপনি ঐ জঙ্গল গুলিতে যেতে চান। আমরা যেমন bird photography করার জন্য permission পেয়েছিলাম দেউলভারানির জঙ্গল, চামটার জঙ্গল না,এটি একটি রেসট্রিকটেড ফরেস্ট। চামটার জঙ্গল মাঝি ও আমাদের গাইড ভাইকে রিকোয়েস্ট করেছিলাম তাই নিয়ে গেছিল। আর এই পারমিশন আপনারা পাবেন সজনেখালি বিট অফিস বা বেলেঘাটা অরন্য ভবন থেকে। 🙏
এই জৎগলে কি বাঘ নেই?
😁🤔
স্পেশাল পারমিশন পাওয়ার পদ্বতি কি?
কারণ দেখাতে লাগে যে কেন আপনি যেতে চান। যদি ওনারা মনে করেন তালে দেবে special permission. যেমন আমরা bird photography করতে গেছিলাম। 🙏
ekhane jabo kivabe???
ফরেস্ট ডিপার্টমেন্ট এর থেকে পারমিশন নিয়ে আপনি যেতে পারবেন। 🙏
Core area তে যাওয়ার জন্য, ফরেস্ট অফিসারদের special permission কিভাবে করবো, wildlife photographer হিসেবে কিভাবে পারমিশন করবো, একটু যদি বলেন তো খুব উপকার হয়
বিট অফিস বা কলকাতার অরন্য ভবনে গিয়ে আপনাকে বলতে হবে যে কেন আপনারা গভীরে যেতে চান, যেমন আমি কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার দের সঙ্গে গেছিলাম ওনারা বার্ড ফটোগ্রাফি করতে গিয়েছিলেন যেটা বাফার জোন এ অতটা ভাল হয় না তাই সম্ভবত সেমি কোর এর পারমিশন পেয়েছিলেন কারণ কোরের পারমিশন কারোর থাকে না। যেমন নুনমারির জঙ্গল একটি সেমি কোর এরিয়া কিন্তু পাখিদের র্সগরাজ্য। 🙏