প্রসেসর কি 🤔? কাকে বলে ? What Is Processor? Full Explain About Processor.arfeenemon

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • আজকের ভিডিওতে আলোচনা করা হবে প্রসেসর কি এবং এই প্রসেসরের কাজ কি ?
    সম্পূর্ন ভিডিও দেখুন আপনি জানতে পারবেন অনেক মূল্যবান তথ্য_
    কম্পিউটার বা মোবাইল ফোন কেনার সময় আমরা এ শব্দটি অনেক শুনে থাকি। অনেকে পশ্ন করেন প্রসেসর কি? বা কিভাবে কাজ করে? আমি আছি আরফিন ইমন আপনাদের সাথে চলুন শুরু করি।
    প্রসের বা সিপিউ দুটো একই জিনিস
    শুধু নামে পার্থক্য।
    প্রসেসর মূলত মোবইলে থাকা মস্তিষ্ক বা চিপ অথবা হার্ডওয়্যার, যা সফটওয়্যার এর দেয়া কমান্ড অনুসরণ করে কাজ সম্পূর্ণ করে।
    বর্তমানের প্রসেরসর গুলো প্রতি সেকেন্ডে 10 লক্ষেরও বেশি কমান্ড একসাথে সম্পন্ন করতে পারে।
    যার কারণে একে যে কোন যন্ত্রের মস্তিষ্ক হিসেবে বিবেচনা করা হয়।
    আজকাল আমরা বন্ধুদের মুখে বা নিজেদের প্রতিবেশীদের মুখে অনেকবার শুনি যে,তাদের মোবাইলে টু মেগাহার্জ প্রসেসর আছে বা তাদের মোবাইল ফোনে ডুয়াল কোর, অকটা কোর বা কোয়াড কোর প্রসেসর আছে এবং তাই তাদের মোবাইল অনেক ফাস্ট এবং ভালো।
    কি ?
    এমন অনেকেই বলে তাইতো ??
    প্রসেসরগুলি সিলিকন দ্বারা তৈরি ছোট আকারের চিপ যা কয়েক সেকেন্ডের মধ্যে টাস্ক বা ক্রিয়াকলাপ সম্পাদন করে।
    মোবাইলে প্রসেসর বিশেষকরে ৪ রকমের হয়।
    ডুয়াল কোর
    কোয়াড কোর
    হেক্সা কোর এবং
    অক্টা কোর
    মনে রাখবেন, আপনার প্রসেসরে কোরের সংখ্যা যতটাই বেশি হবে তার কাজ করার শক্তি অনেক বেশি হবে।
    মোবাইল ফাস্ট কাজ করবে এবং আপনার ফোন গরম হওয়া, হ্যাং হওয়া, ব্যাটারী বেশি খাওয়া এগুলি অসুবিধা আপনি পাবেননা।
    প্রসেসরে একটা কোর একটা হাথের মতো।
    কোরের বাইরেও মোবাইল প্রসেসর আলাদা আলাদা কোম্পানির ওপরেও ভাগ করা যেতে পারে যেমন কয়েকটি কোম্পানি আছে যারা মোবাইলের প্রসেসর তৈরি করে।
    নাম্বার এক, অ্যাপল বায়োনিক
    নাম্বার দুই,কোয়ালকম স্নাপড্রাগন
    নাম্বার তিন, হাইসিলিকন কিরিন
    নাম্বার চার, মিডিয়াটেক হিলায়ো
    নাম্বার পাঁচ, স্যামসং এক্সিনোস
    যতটা ভালো এবং ফাস্ট প্রসেসর আপনার মোবাইলে থাকবে ততটাই সুন্দর ভাবে চলবে।
    যতটা ভালো এবং ফাস্ট প্রসেসর আপনার মোবাইলে থাকবে ততটাই smooth এবং fast ভাবে আপনি নিজের মোবাইল ব্যবহার করতে পারবেন বা তাতে ভালো ভালো গেম খেলতে পারবেন।
    তাই মনে রাখবেন, যত বেশি GHz এর সংখ্যা হবে ততটাই আপনার mobile processor ফাস্ট (fast) হবে এবং তার কার্যক্ষমতা অনেক হবে। একে আমরা frequency ও বলতে পারি।
    প্রসেসরের আর্কিটেকচার বা গঠন বা ডিসাইন দেখাটা অনেক জরুরি।
    যেমন, সব ধরণের electronic জিনিস সময়ে সময়ে উন্নত হতে থাকে ঠিক তেমন mobile processor গুলিও উন্নত হতে থাকে।
    সেগুলির আকার আকৃতি গঠন এবং কাজ করার ক্ষমতা সব কিছু সময়ে সময়ে উন্নত এবং ভালো হতে থাকে।
    তাহলে, মোবাইলে প্রসেসর কি এবং কোন প্রসেসর ভালো সেটা হয়তো আমি আপনাদের ভালো করে বুঝিয়ে বলতে পারলাম।
    যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশই নিচে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশই করবেন। ধন্যবাদ;
    #about_processore
    #প্রসেসর
    #arfeenemon

КОМЕНТАРІ • 5

  • @islamicmotivation7993
    @islamicmotivation7993 3 місяці тому

    Thanks for update

  • @WildInventionsPro
    @WildInventionsPro 21 день тому

    thank you🖤

  • @mdabid7366
    @mdabid7366 Рік тому +2

    Knowledgeable

  • @saifulff5460
    @saifulff5460 Рік тому +2

    অনেক ভালো হইসে আপনার ভিডিও আমি জানতামনা আপনার বিডিও দেখে জাইনা গেসি😅

    • @afeenemon
      @afeenemon  Рік тому +1

      ❤️ Your Comments And Support Is More Motivate For Me ❤️