জানিনা এই অনুষ্ঠানটা কতদিন আগের তবে আজ সোমবার গভীর রাত অব্দি পুরো অনুষ্ঠানটা দেখলাম এমন শুনলাম খুব ভালো লাগলো, সালমার অতীত ইতিহাস বর্তমান অবস্থান, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আল্লাহকে বন্ধু ভাবা সবকিছুই খুব মনোযোগ সহকারে শুনলাম এবং দেখলাম, এতটুকু বুঝতে পারলাম আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে চলতে পারলে কোন মানুষেরই কোন কিছুরই অভাব হবে না!আরেকটি জিনিস বুঝতে পারলাম মানবিক মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে অন্য মানুষগুলোর চেয়ে বেশি ভালোবাসেন!
সেই ক্লোজআপ ওয়ানের ছোট্ট সালমা,যাকে অনেক ভালোবেসেছি,আজ নতুন করে তাকে জেনে বিস্ময়াভিভূত হয়ে গেলাম।পুরো অনুষ্ঠানে চোখের জলে ভিজলাম।এ এক অনন্য আনন্দঅশ্রু! অনেক কিছু শিখলাম সালমার কাছ থেকে,পার্থিব ও অপার্থিব তথা অনন্তলোকের সঞ্চয় হলো।আল্লাহ তোমার চিরসাথী হোন,প্রিয় সালমা।তোমার দৃঢ় ঈমান,পরম ভরসা,জীবনবোধ, জীবনদর্শনে বিমুগ্ধ হলাম।অনেক দোয়া ও অনেক ভালোবাসা তোমার জন্য!🙏❤️❤️❤️🙏
এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন যে,পুরো ভিডিও টা না কেটে পুরো ভিডিও টা মনোযোগ দিয়ে শুনেছি।খুব ভাল লেগেছে। আল্লাহ উত্তম সাহায্যকারি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন 🤲🤲🤲🤲🤲🤲🤲
সালমাকে সেই প্রথম থেকেই দেখছি। এখন সে যথেষ্ট মাচিউরড। শিক্ষা কোন মানুষকে পরিপক্ব করেনা। জীবনের নানান ঘাত প্রতিঘাত মানুষকে পরিপক্ব করে তোলে। তাঁর কাছে অনেক কিছুই শেখার আছে। আজকাল কারও কিছু হলেই একে অপরকে টেনে যতখানি পারা যায় নিচে নামিয়ে ফেলি। অথচ সে পারসোনাল কথাগুলি স্মার্টলি এড়িয়ে গেল। নিজের অসম্মানও অনেকে সহ্য করে নেয় কিন্তু বাবা মায়ের অসম্মান সহ্য করা যায়না। যাদের বড় ভাই থাকেনা, কিছু পুরুষ মানুষ তাদেরকে নিজের সম্পদ বানিয়ে ফেলতে চায়। যে শুধু দেখবে আর শুনবে, পরে থাকবে কিন্তু কিছু বলবেনা। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা সালমার জন্য। নিশ্চয়ই সালমা একদিন তার মেয়েকে নিজের কাছে পাবে ইনশাআল্লাহ।
@@zarreensultana4729 একটা মেয়ে মানুষ তার স্বামীর জন্য সব কিছু ছাড়তে চেয়েছিল এমনকি যেভাবে রেখেছিল সেভাবেই ছিল। কিন্তু স্বামী বীর পুরুষ দেধারছে একাধিক নারীর সাথে পরকীয়া করে বেড়াতেন সন্তান সম্ভাবা বউকে তালা দিয়ে। আবার বাবা মায়ের কেমন কদর শুনলেন তো! তারা নাকি উাইনিংয়ে বসার যোগ্যই না। আপনি পারতেন এসব সহ্য করতে! সালমা অনেক ছোট ছিল তাই তার স্বামীর সুবিধা হইছে তাকে নিয়ে যাচ্ছে তাই করার। পরকীয়া তো তার স্বামী করত সেটা গল্পে কোথাও শুনতে পেলেন না! আর সে যখন ডাল ভাত খেয়ে অন্তত শান্তির জীবন চাইল তখন তার গায়ে তকমা দিচ্ছি আমরা। সে বিয়ে করেছে। যেটার পারমিশন সমাজ ও ধর্মও দিয়েছে। এ মেয়ে অনেক খানি ভদ্র বলে তার পাষন্ড স্বামীর মুখোশ খুলল না, মেয়ের বাবার অসম্মান হবে বলে এড়িয়ে গেল। যেটা তথাকথিত অনেক শিক্ষিতরাই পারেনা। এমন যন্ত্রণা, অসম্মান আর নিজের আত্বীয় দের ছেড়ে একাকীত্বের জীবন ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্তের জন্য ওকে সাধুবাদ জানাই। ওর অধিকার আছে ভালো থাকার। যারা কারও জীবনের কষ্ট টা যেমন উপলব্ধি করতে জানেনা, তেমনি অহেতুক আরেকটি নেগেটিভ কমেন্ট করে মানুষকে আরেকটা কষ্ট দেওয়ার অধিকার নেওয়ার দরকার নেই। আপনি সারা জীবন সুখী থাকুন আর নেগেটিভ কমেন্ট করুন।
সালমা , তুমি এত আল্লাহ ভক্ত আমি জানতাম না , তোমার এই ব্যাক্তিগত কথাগুলি শুনে তোমার প্রতি আমার ভালবাসা না , শ্রদ্ধাবোধ বেড়ে গেল । তোমার কথাগুলি গোছানো । সন্তান স্নেহার প্রতি ভালবাসা আল্লাহ তায়ালা যেন বাড়িয়ে দেন । অতীতকে ঝেড়ে ফেলে বর্তমান স্বামীর ঘরে যেন আরো সুখী হও । পুতুলকে অনেক অনেক ধন্যবাদ এমন একজন বুদ্ধিমতি মানুষটিকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য । আজ যদি পুতুল তুমি সালমাকে এমনভাবে উপস্থাপন না করতে । আমরা জানতামই না সালমার এমন অব্যক্ত কথাগুলি । আল্লাহ তায়ালার প্রতি যে সালমার অগাধ বিশ্বাস তা যেন আরো বাড়িয়ে দেন । ❤❤❤❤ ।
সালমা লালনের অনুসারী। আর কুষ্টিয়ার মেয়ে। তার জীবনবোধ গভীর। পুরোই মিলে যায়। এসব আলোচনা ভালো লাগে। মন শান্ত হয়। সালমার জন্য দোয়া আর শুভেচ্ছা রইলো। 😊উপস্থাপককে ও অনেক ধন্যবাদ।
আমি বয়স্ক মানুষ। তোমার বাবার মতো। তোমার বর্তমান অবস্থা জানার সুযোগ পেলাম। খুব ভালো লাগলো। আল্লাহর প্রতি তোমার অগাধ আস্হা শেষ দিন পর্যন্ত বজায় থাক এবং মনের সকল চাওয়া গুলো দুনিয়া ও আখেরাতে পূরন হোক দোয়া করি।
কমেন্টে অনেক কিছু লিখতে চেয়েছিলাম। মন্ত্রমুগ্ধের মত শুনলাম। সালমা অসম্ভব ভালো একজন মেয়ে -- মহান রাব্বুল আলামীন উপর এরকম তীব্র আত্মবিশ্বাস প্রান ছুঁয়ে গেলো।মন জুড়ানো একটি এপিসোড উপহার দেবার জন্য পুতুল কে অফুরন্ত শুভ কামনা রইলো। অফুরন্ত দোয়া রইলো।
সত্যি বলতে কোন এপিসোড, অনুষ্টান, সাক্ষাতকার যাই বল না কেন, এমন মনোযোগ সহকারে শুনি না , কিন্তু আজ সত্যিই আমি মর্মাহত তার সাথে আনন্দিত, মানুষকে অনুভব না করলে, তার কথা মন দিয়ে না শুনলে, আসলে আমরা সত্যিটা জান্তেই পারি না , খুব ভাল লেগেছে, আল্লাহ সালমা এবং আমাদের সবাইকে যেন ভাল রাখেন
সালমা কে আমি সালমাই বলি,কারণ সে আমার বয়সে ছোট হবে ২০০৮/০৯ সালে তার অনেক গান শুনছি। কিন্তু সে্যে এত সুন্দর শিক্ষনীয় গঠন মুলক কথা বলতে পারে সত্যি সত্যিই আমি মুগ্ধ। সালমা এবং অপু বিশ্বাস বাংলাদেশের জন্য অত্যান্ত ভালো মনের মানুষ । তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইলো। সোসাল মিডিয়ার শিবলী সাদিক মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচয় দেয়। আজকে বুঝতে পারলাম শিবলী সাদিক এর আসল চেহারা।
আমি বুঝতাম সালমা ভালো মানুষ। কিন্তু এতো ভালো, এতো বুদ্ধিমতি,এতো ভালো মনের,এতো ভিতর থেকে শক্ত, আল্লাহর প্রতি এতোটা অগাধ বিশ্বাস! সত্যি আমি মুগ্ধ! তুমি অনেক ভালো থাকবে।অনেক ধৈর্য্য তোমার।তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর পুতুল আপু তোমাকে অনেক ধন্যবাদ এমন একটা মুহুর্ত উপহার দেয়ার জন্য।সালমা তোমার অনেক অনেক সুন্দর কথার মাঝে দুটো কথা একদম আমার, একটা হলো আমার মেয়েটা একটা ভালো জীবন সংগি পাক অনেক সম্পদ লাগবে না।আর আমি মারা যাবো চিরো সত্য।তখন যেনো মানুষ বলে আহারে মানুষটা ভালো ছিলো। আমি আরো একটু যোগ করে বলি তখন যাদের সাথে একদিন মিশেছি সেও যেন বলে, আহারে আমার অমক উপকারটা করেছিলো।আল্লাহ তাকে ভালো রেখো।এইত চাওয়া।।একটা ভালো কাজ তুমি একদম বুদ্ধিমতির মতো করেছো ঠিক সময়ে ডিভোর্স নিয়েছো।না হলে জীবনের আজকের এই দিন পেতেনা।তবু মেয়ের সাথে যোগাযোগ রেখো।ওকে বুঝিয়ে বলো তোমার অপারোগতার কথা।নিশ্চয়ই বুঝবে।
আপনার কথা শুনে মনে হলো অনেক বড় মনের মানুষ আপনি,,,, আপনার ভিতরে এতো কষ্ট থাকা স্বত্বেও আপনি সেসব এতো সহজ ভাবে নিয়েছেন এটা সবাই পারে না,,,, আপনার কথা থেকে অনেক কিছু শেখার আছে,,,, শুভকামনা রইল আপনার জন্য,,,,,
কমেন্ট না করে পারলাম না 😢 আপনার গান সে বন্ধ করতে চেয়েছিলো কিন্তু উনার বর্তমান ওয়াইফ তো গেঞ্জি জিন্স প্যান্ট পরে এখন কি উনার মনে হয়না তাকে পর্দায় রাখা,,,, শিবলী সাদিকের বর্তমান বৌয়ের চেয়ে আপনার পোশাক চলা ফেরা কথা বলার ধরন অনেক অনেক সুন্দর 😊 আপনার মেয়ে একদিন ঠিকই আপনার কাছে আসবে নারীর টানে ঠিক আসবে আপনার কান্না আল্লাহ বৃধা যেতে দিবে না🥰🥰 আপনার সংসার নিয়ে আপনি ভালো থাকুন 😊
আজকাল কোন্টা হালাল বলবেন একটু, একজন ব্যবসায়ী সে-ও তো সারাদিন লাভের জন্য অবিরাম মিথ্যে বলে তাই না? আপনার কথাগুলো ঠিক হলেও, ভালো পথে সৎ পথে সত্য কথা বললে আপনার ব্যবসা আপনার কথাকে আপনার ভালোমানুকে কেউ মূল্যায়ন করবে না, এর সুফল পাবেন পরকালে, কিন্তু বর্তমানে আপনি পরিবার নিয়ে বাবা মা ভাই বোন নিয়ে এমন কি নিজেও চলতে পারবেন না ভাই। একটা উপায় আছে - সবকিছু ছেড়ে যাযাবর জীবন যাপন করে বন জঙ্গলে কাটাতে হবে বাকি জীবন। @@rezaulkorim1400
অসাধারণ লাগলো প্রতিটি কথা। ইউটিউব এ আসছি একটা কাজে ইউটিউব ওপেন করতেই সালমার কথাগুলো কানে লাগলো এতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না প্রতিটি কথা, গুরুত্বপূর্ণ কাজ রেখে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখেছি।
সালমা কে একটা সময় অনেক খ্যাত মনে হইতো। আজকের সাক্ষাৎকার যতক্ষণ উনার কথা শুনলাম কত খানি চোখ দিয়ে আমার পানি পড়ছে। আল্লাহ উনাকে ভালো রাখুক হেদায়েত দান করুক উনার মনের সকল নেক আশা পূর্ণ করুক আমিন
শুরু থেকেই পছন্দ করতাম সালমা'কে আজকে বুঝলাম এই পছন্দ করাটাই সঠিক ছিলো। স্রষ্টার প্রতি অগাধ আস্হা এরকম পর্যায়ের মানুষদের খুব কমই থাকে। এতো সুন্দর ও সাবলীলভাবে সবকিছুর উত্তর দিলেন যে উনার প্রতি সম্মান আরও বেড়ে গেলো।
জীবনের প্রথম ইউটিউবএ কমেন্ট করতে বাধ্য হলাম আসলে সালমার কথাগুলো অনেক অনেক সুন্দর প্রত্যেক নারীকে এভাবেই চিন্তা করা উচিত এবং তাহলে আত্ম শান্তি তে বিরাজ করতে পারবে ❤ লাভ ইউ সালমা ❤
@@rinaorin6843 জ্বি তাহলে আসল কাহিনীও শুনে রাখুন সালমা যে দ্বিতীয় বিয়ে করেছে তা পরকীয়া করেই করেছে, ওর স্বামী ওই মেয়েকে ডিভোর্স না দিয়েই সালমাকে বিয়ে করেছে আর সালমা সব জানতো,এরপর ওর স্বামী জেলও খেটেছে এরপর ঐ মেয়েকে ডিভোর্স দিয়েছে😪
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সালমা এতো সুন্দর কথা গুলো বলেছে আমি অবাক, ওর প্রতি সম্মান অনেক বেরে গিয়েছে ও আমার অনেক ছোট কিন্তু শিক্ষার কোনো শেষ নেই আজ আমি ওর কথা গুলো মনোযোগ দিয়ে শুনলাম,জানা কথা গুলো ও শুনতে কি যে ভালো লাগলো অনেক কিছু শিখলাম ❤❤শিখলাম।
সালমা তুমি যখন ছোট্ট ছিলে তখন তোমাদের এলাকায় আল্লাহর দর্গায় নুরুজ্জামান বিশ্বাস কলেজের প্রভাষক হিসেবে চাকরি করেছি। বর্তমানে শেখপাড়া কলেজে আছি । তুমি চ্যানেল আই তে ক্লোজ আপ ওয়ানে যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তোমার জন্য দোয়া ছিল অনেক। বর্তমানে তোমার কথা বলার ধরণ আত্মোপলব্ধি চমৎকার । দোয়া রইলো তোমার জন্য ।
সালমা ছোট থেকেই একটু অন্যরকম।যার পোশাক চলা-ফেরা এবং গানের মধ্যেও একটা শালীনতা রয়েছে যা সবাই একাত্রে বসে শুনতে পারতো।তাছাড়া ওর মধ্যে কোন অহংকার নেই।এত সুন্দর নিক্ষুত একটা ক্ষুদে শিল্পী ছিল তবুও তার মধ্যে বড়লোকি কোন ভাব আসেনি।আল্লাহ নিশ্চয় তার সাথে আছেন।দোয়া রইলো ওনার জন্য 😘😘
অসাধারণ মন্তব্য। এক্কেবারে আমার চিন্তা ধারা। এক কথায় বলতে চাই। সময় গেলে সাধন হবে না। তোমার আল্লাহ অবশ্যই তোমার সঙ্গে আছেন। আমিও এমন অবস্থায় ভুগছি, কিন্তু আমার ও সন্তান আছে তাদের জন্য সব মেনে নিয়ে চলে যাচ্ছে জীবন। এতেই আমি হ্যাপি। আমি অবাক হচ্ছি, আমার মন মানসিকতার সঙ্গে এত মিল কিভাবে হয়!!! আমার মনটা ভরে গেল। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ❤️❤️❤️❤️👌👌👌👌
সালমা তুমি সত্যিই এই কথাটা খুব সুন্দর বলছো যে একমাত্র সম্পর্ক শেষ হয় দুজনের মনের মিল না থাকার কারণে আর পরনারীতে আসক্ত থাকার কারণে স্ত্রীকে অসম্মান করার কারণ। আজ ২২ বছর এই অসহায় যন্ত্রনা সহ্য করে তিনটা সন্তানের কথা ভেবে। এখনো সেই অমানুষটার সাথে আছি জানিনা কি করবো তবে এখন আর কোন অসম্মান সহ্য করতে পারিনা এতে মনে হয় এক মাস কথা বলিনা।
আপু,সসস্মানে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন,নিজেকে ভালোবাসুন,নিজে স্বাবলম্বী হোন।২২ বছর এতোটা সহ্য করেছেন বলে ওই লোক পেয়ে বসেছে, নিজেকে নিজে মূল্য না দিলে অন্য কেউ দেয় না।
❤️❤️সত্যি কথাগুলো অসাধারণ লাগছে। আমি ও আপুর কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেছি। কোন মেয়ে চায় না স্বামী সংসার ভাঙতে। ধৈর্যের সীমা পার হয়ে গেলে। তখন মেয়েরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সত্যি বয়সের সাথে সাথে আপুর অনেক ম্যাচুরিটি আসছে। সালমা আপু তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো অবিরাম ❤️❤️
কমেন্ট না করে থাকতে পারলাম না,মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সেই ক্লোজ আপ এর ছোট মেয়েটি এত সুন্দর করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য হয়ে, এত সুন্দর করে কথা বলেন সত্যিই অসাধারণ, দোয়া ও শুভ কামনা রইল আল্লাহ পাক উনার মনের সমস্ত নেক আশাগুলো কবুল করেন
সালমা এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এই সাক্ষাৎকার এর ভিডিওটা না দেখলে আন্দাজ করতে পারতামনা। ছোট হলেও ওর কথা গুলি মিনিংফুল। একটি কথাও অতিরঞ্জিত মনে হয় নি। ও যে অনেক গুনি, টেলেন্ট তাতো ক্লজ আপ প্রতিযোগিতায় ই প্রমান করেছে।❤❤
সালমা তুমি ভেতরে বাইরে খুব সুন্দর, তোমার নিয়ত সুন্দর, তোমার আল্লাহ তায়ালার প্রতি অনেক ভালোবাসা আর আস্থা। দোয়া করি আল্লাহ তোমার সব নেক ইচ্ছা পূরণ করবেন ।
মন থেকে বলছি পুরো ভিডিও এরকমভাবে কোনদিন পিছনে টেনে দেখিনি। গল্পটা শুনে কমেন্ট না করতে পারলাম না। আসলে সালমা আপু ঠিক বলেছে, আল্লাহ ছাড়া কেউ নাই। আপু যখন ক্লোজআপ এ গান করতো, আমি মুগ্ধ হয়ে শুনতাম। বিশেষ করে সেই গানটি যেটি অনেকবার শুনেছি শুনতে ভালো লাগে,, ও মোর বানিয়া বন্ধুরে। তখন থেকে আমি আপুর একজন গানের ভালোবাসার ফ্রেন্ড। সালমা আপু যদিও আমার থেকে ছোট , তবুও বলবো ইতিবাচক, সাজানো গোছানো কথাবার্তা পরিমাণ ভালো লেগেছে । উপস্থাপকের মতো আমিও তার কথা মুগ্ধ হয়ে শুনছিলাম, যা আগে জানতাম না। এত কিছুর পরও এত ধৈর্যশীল সুন্দর সাবলীল কথাবার্তা য় , সত্যি আপুর প্রেমে পড়ে গেছি কথাতে। আপু কমেন্টটা যদি পড়ে থাকেন,, আমার জন্য দোয়া করবেন যেন আমিও আপনার মত ইতিবাচক সুন্দরী সাবলীল মানুষ আমার লাইফ পার্টনার হিসেবে পাই। ইনশাআল্লাহ আপুকে সামনাসামনি দেখতে খুব মন চাচ্ছে,, যেন কিছু উপদেশ নিতে পারি।।।।😮 আমার মনে হচ্ছে প্রতিটা মেয়ে যদি এরকম ইতিবাচক হয়,, প্রতিটা ছেলে যদি মেয়েদের গভীরতা বুঝে তবে এ সমাজে ডিভোর্স নামে কোন শব্দ থাকবে না।।।😊
আমি কোন দিন কোন টকশো সম্পূর্ণ দেখা বা শোনা হয়নি,, যা১ ঘন্টা ৫ মিনিট ২১সেকেন্ড আপু তোমার জীবনের গল্প আমি জানতাম না, তোমার পরিবার নিয়ে সব সময় ভালো থেকো আল্লাহতালার কাছে এই কামনা করছি,, অনেক অভিজ্ঞতা হলো তোমার কথা শুনে,
সালমা যখন ক্লোজআপ অনেক গান শুরু করে তখন সালমা খুবই ছোট ছিল এবং আমি ও ছোট ছিলাম যাইহোক ছালমার গানে আমাকে মুগ্ধ করে ছালমার যে এত ধৈর্য আছে সে যে এত জ্ঞানী সেটা জানতাম না, মানুষের জীবনের শিক্ষার কোন শেষ নেই সালমার থেকে অনেক কিছু শিখলাম, আল্লাহর প্রতি তার যে তাকওয়া, আল্লাহ যেন তাকে সবসময় ভালো করে এ দোয়া করি 🤲
১৮ বছর সালমাকে আমি সরাসরি দেখেছি লিভারে আইডিয়া ওরা ৪-৫ জন বন্ধু মিলে খুব কাছ হয়েছিল আমরা সালমার সেই গলা। সেই মানে গান কথাবার্তা অনেক সময় হাসাহাসি করেছি। আমার ছেলে তানজিন ওর বন্ধুরা ওরকম অ্যারেঞ্জ করেছিল ইউনিলিভার।মার্কেটিং ডাইরেক্টর হয়ে চাকরিটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে এক বছর আগে। অনেক বছর এত বছর আমি আর সালমার গান শুনিনি।পুতুল কে দেখেছিস তখন শুকনো একটা পুতুল এই অনুষ্ঠানটাতে আমি ১৮ বছর পরে সালমাকে দেখে সত্যি সত্যি অবাক হয়েছি এত ইন্টারভিউ টা দেখছি এত সুন্দর বাচনভঙ্গি ইংরেজি বলার স্টাইল কথা। এত সুন্দর জীবন বোধ, সত্যিই অবাক সত্যি আমি আপ্লত মেয়েটার জন্য আমি। দোয়া করি। ও যেন সুখে এবং শান্তিতে তাকুক
আপনি এই কথা গুলো আগে বলতে পারেন নাই কারণ আপনার সাবেক স্বামী আওয়ামী লীগের এমপি ছিল। আমি উপলব্ধি করতাম আপনার আগে ইন্টারভিউ তে কিছু একটা লোকাতেন। কিন্তু এটাও ভাবতাম একদিন আপনি আপনার জীবনের যত কষ্ট মন খুলে বলতে পারবেন আজ সত্যি হলো। আমরা দর্শক চাই আপনি সব কথা মন খুলে বলেন।
খুব মনযোগ তোমার কথাগুলি শুনলাম। খুবই ভালো লাগলো, একেবারে মুগ্ধ হলাম। এত দীর্ঘ সময় ধৈর্য ধরে কারো জীবনের গল্প শুনিনি। আশাকরি তোমার জীবনের এই গল্প শুনে অনেকেই উপকৃত হবে এবং শিক্ষা নেবে।
আসসালামু আলাইকুম। সালমার প্রথম অডিশন টা এন টিভি তে দেখে ভালো বেসে চোখের কোনায় খানিকটা পানি এসেছিল। আর আজকে পুতুলের অনুষ্ঠানে ১ঘন্টা ৫ মিনিট মুগ্ধ হয়ে যখন তার কথা শুনছিলাম এত বছর পর আবারও সেই আগের পুনরাবৃত্তি হয়েছে। আসলে ১ ঘন্টার কোন অনুষ্ঠান টেলিভিশন বা মোবাইলে দেখার সময় আমার নেই। সেই ছোট্ট সালমার জীবনের এত কঠিন কথাগুলো এমন সাবলীল ভাষায় বলতে পরলো! হয়তো এ-ই টাও তার আরেকটা বিশেষ যোগ্যতা। সালমা ও তার দুটি মেয়ের জন্য অনেক শুভকামনা রইলো।
আসসালামু আলাইকুম। প্রথমে আমি বিডিওটা দখতে চাইনি পরে ভাবলামজে না দেখি কি বলে,আমার নামও সালমা,।আমি অনেক মুগ্ধ হয়ে শুনেছি,পরেমনে হলো আরোজেন শুনি।দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন জেন ভালো রাখেন।
ছালমা এত বড় হয়েছে। এত সুন্দর করে কথা বলতে পারে। ওঁর কথা শুনে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। অনেক আল্লাহ ভক্ত। আমার জীবনে আমি এত সুন্দর সুন্দর কথা কখনও কোন গায়িকা, নায়িকা,অভিনেত্রীর মুখে শুনা হয়নি। ছালমা তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সুখী থাক চিরদিন।
কতগুলো এত ভালো লাগলো যে সালমা আপু তোমার জন্য মন থেকে দোয়া করছি আল্লাহ্ তোমাকে অনেক ভালো রাখুন। তুমি আল্লাহ্ উপর এত বিশ্বাস রেখে কাজ করো যা সত্যি মন ছুয়ে গেল।
Same to me❤ Chokher pani dhore rakhte parlam na ❤ Salmar manosikota chintadhara sobguloi mile gelo nijer sthe❤ Evabei nijeke strong kore bachiye rekhechi Ek Allahr upor vorosha rekhe..tobe salmar moto parini divorce dite sudhu meye k prochondo valobashi bole...Cheyechi onk bar take divorce dite but parini hoyto Allah ta chan na bole🙂 Jai hok Salmar Interview manush k jiboner onk kichu sikhiye dilo❤
আমার মনে হয় মিডিয়াতে এতো ভালো কথা অনেক দিন শুনিনা ।। ছালমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আল্লাহ আরও অনেক অনেক ভালো রাখবে আল্লাহর কাছে এই দোয়াই থাকলো ।।।. আমি সৌদি আরব মককা থাকি আমার বয়স এখন ঘাটের ( ৬০) ও বিশি পরিযেশে একটা কথা বলবো একটু পদদা করে চলেল খুব ভালো হয় এ কথা বলা আমার ঠিক না কারন তুমি যে ভাবে আমার আল্লাহর কথাতুলে ছমধরে এখানে বলার কিছুই নাই মা তুমি আরও অনেক অনেক ভালো থেকো
অনেক ভালো লাগলো শুভ কামনা রইলো সালমা ও পুতুলের জন্য❤ অনেক কিছু শিখলাম কত স্ট্রং কথা বলা আল্লাহর সাথে কথা বলা❤ একদম আমার মনে কথা গুলি আজ সালমার মুখে শুনলাম নিজের পরিবার নিয়ে ভাল থাকার উপড়ে আর কিছু হয় না। অনেক দোয়া থাকল
সেই ছোট্ট সালমা। এখনও এই সালমা কে সেই সালমাই মনে হচ্ছে। কারন সালমা ছিল বাংলাদেশের মানুষের নিকট একটি আদুরে গানের পাখি। এটা মানুষের ভালোবাসা। আর আজ তার কথা, তার জীবন-ভাবনা, জীবনদর্শন, আত্মোপলব্ধির প্রগাঢ় গভীরতা, জীবনের টুকরো টুকরো অংশগুলোর এত পরিশীলিত উপস্থাপন দেখে মনে হচ্ছে আসলেই সে 'God-chosen' একটি শিল্পসত্তা। সে তার অবশিষ্ট জীবনটাকে আল্লাহ'র উপর অবিচল আস্থা রেখে এভাবেই পার করুক, এই দোয়া করি। আর, সালমা, বুড়ো হলেও আমাদের কাছে সেই ছোট্ট সালমা হয়ে তুমি বেঁচে থাকবে সন্তানের মতো। তোমার বাবা মায়ের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। ✍️ অধ্যক্ষ আরণ্যক শামছ (Aranyak Shams), কবি, লেখক, কলামিস্ট ও ভাষা গবেষক ।
ভালো থাকিছ বোন, অনেক কিছু শিখলাম তোর কাছ থেকে। একজন সাধারণ মানুষ হয়েও আল্লাহ এর প্রতি এত বিশ্বাস দেখে মুগ্ধ হয়ে গেলাম😊
@@md.shamsulislamlimon5287 Aree ondho
জানিনা এই অনুষ্ঠানটা কতদিন আগের তবে আজ সোমবার গভীর রাত অব্দি পুরো অনুষ্ঠানটা দেখলাম এমন শুনলাম খুব ভালো লাগলো, সালমার অতীত ইতিহাস বর্তমান অবস্থান, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আল্লাহকে বন্ধু ভাবা সবকিছুই খুব মনোযোগ সহকারে শুনলাম এবং দেখলাম, এতটুকু বুঝতে পারলাম আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে চলতে পারলে কোন মানুষেরই কোন কিছুরই অভাব হবে না!আরেকটি জিনিস বুঝতে পারলাম মানবিক মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে অন্য মানুষগুলোর চেয়ে বেশি ভালোবাসেন!
আমি আজ দেখলাম ২৪/৯/২০২৪ মগ্লবার রাতে
আমি অফিসে না গিয়ে সম্পূর্ণ শুনলাম। সেল্যুট সালমা এত গভীরতা বাক্যের উচ্ছারণ, সত্যি অসাধারণ এবং বেঁচে থাকার উপধান দিলে, সেল্যুট ❤সেল্যুট
সেই ক্লোজআপ ওয়ানের ছোট্ট সালমা,যাকে অনেক ভালোবেসেছি,আজ নতুন করে তাকে জেনে বিস্ময়াভিভূত হয়ে গেলাম।পুরো অনুষ্ঠানে চোখের জলে ভিজলাম।এ এক অনন্য আনন্দঅশ্রু! অনেক কিছু শিখলাম সালমার কাছ থেকে,পার্থিব ও অপার্থিব তথা অনন্তলোকের সঞ্চয় হলো।আল্লাহ তোমার চিরসাথী হোন,প্রিয় সালমা।তোমার দৃঢ় ঈমান,পরম ভরসা,জীবনবোধ, জীবনদর্শনে বিমুগ্ধ হলাম।অনেক দোয়া ও অনেক ভালোবাসা তোমার জন্য!🙏❤️❤️❤️🙏
ং
Amar question halo Salma kayno sibli sadik k biay korte gaysilo. Salmar loob,ohonkar, barolok haoar montro okay dummre musre diasay, salma ,angul fule kolagas hoiea akhon lecture disse, sayie chotto salma,Kato r age habe 2008 Sal a!!!!! Ato looob ,ato ohonker valo na,nijer dikhe takano dorker silo.........
ভালো লাগা টা বেড়ে গেল@@rebekasultana5006
@@taniaislam6619সত্য কথা।
অ@@rebekasultana5006অনেক দুঃখ পেলাম কথা গুলো শুনে
এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন যে,পুরো ভিডিও টা না কেটে পুরো ভিডিও টা মনোযোগ দিয়ে শুনেছি।খুব ভাল লেগেছে। আল্লাহ উত্তম সাহায্যকারি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন 🤲🤲🤲🤲🤲🤲🤲
কমেন্ট না করে পারলামনা, এতো সুন্দর সালমা আপুর চিন্তা ভাবনা, কথা বার্তা, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আজ কোনো সেলিব্রিটির পুরো শো দেখলাম। এতো কষ্ট উনার মনে😢 আল্লাহ উনাকে সুখে রাখুক।
সালমাকে সেই প্রথম থেকেই দেখছি। এখন সে যথেষ্ট মাচিউরড। শিক্ষা কোন মানুষকে পরিপক্ব করেনা। জীবনের নানান ঘাত প্রতিঘাত মানুষকে পরিপক্ব করে তোলে। তাঁর কাছে অনেক কিছুই শেখার আছে। আজকাল কারও কিছু হলেই একে অপরকে টেনে যতখানি পারা যায় নিচে নামিয়ে ফেলি। অথচ সে পারসোনাল কথাগুলি স্মার্টলি এড়িয়ে গেল। নিজের অসম্মানও অনেকে সহ্য করে নেয় কিন্তু বাবা মায়ের অসম্মান সহ্য করা যায়না। যাদের বড় ভাই থাকেনা, কিছু পুরুষ মানুষ তাদেরকে নিজের সম্পদ বানিয়ে ফেলতে চায়। যে শুধু দেখবে আর শুনবে, পরে থাকবে কিন্তু কিছু বলবেনা।
অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা সালমার জন্য। নিশ্চয়ই সালমা একদিন তার মেয়েকে নিজের কাছে পাবে ইনশাআল্লাহ।
কি শিখবেন তার কাছ থেকে যে নিজেই পরকীয়া করে আরেকটা মেয়ের ক্ষতি করে বিয়ে করেছে এগুলো নিয়ে কেইসও হয়েছে 😢
@@zarreensultana4729 একটা মেয়ে মানুষ তার স্বামীর জন্য সব কিছু ছাড়তে চেয়েছিল এমনকি যেভাবে রেখেছিল সেভাবেই ছিল। কিন্তু স্বামী বীর পুরুষ দেধারছে একাধিক নারীর সাথে পরকীয়া করে বেড়াতেন সন্তান সম্ভাবা বউকে তালা দিয়ে। আবার বাবা মায়ের কেমন কদর শুনলেন তো! তারা নাকি উাইনিংয়ে বসার যোগ্যই না। আপনি পারতেন এসব সহ্য করতে! সালমা অনেক ছোট ছিল তাই তার স্বামীর সুবিধা হইছে তাকে নিয়ে যাচ্ছে তাই করার। পরকীয়া তো তার স্বামী করত সেটা গল্পে কোথাও শুনতে পেলেন না! আর সে যখন ডাল ভাত খেয়ে অন্তত শান্তির জীবন চাইল তখন তার গায়ে তকমা দিচ্ছি আমরা। সে বিয়ে করেছে। যেটার পারমিশন সমাজ ও ধর্মও দিয়েছে। এ মেয়ে অনেক খানি ভদ্র বলে তার পাষন্ড স্বামীর মুখোশ খুলল না, মেয়ের বাবার অসম্মান হবে বলে এড়িয়ে গেল। যেটা তথাকথিত অনেক শিক্ষিতরাই পারেনা। এমন যন্ত্রণা, অসম্মান আর নিজের আত্বীয় দের ছেড়ে একাকীত্বের জীবন ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্তের জন্য ওকে সাধুবাদ জানাই। ওর অধিকার আছে ভালো থাকার। যারা কারও জীবনের কষ্ট টা যেমন উপলব্ধি করতে জানেনা, তেমনি অহেতুক আরেকটি নেগেটিভ কমেন্ট করে মানুষকে আরেকটা কষ্ট দেওয়ার অধিকার নেওয়ার দরকার নেই। আপনি সারা জীবন সুখী থাকুন আর নেগেটিভ কমেন্ট করুন।
@@zarreensultana4729 ঠিক।
Shohomott @@zarreensultana4729
Oke nie kharap kichu nai mediate
সালমা , তুমি এত আল্লাহ ভক্ত আমি জানতাম না , তোমার এই ব্যাক্তিগত কথাগুলি শুনে তোমার প্রতি আমার ভালবাসা না , শ্রদ্ধাবোধ বেড়ে গেল । তোমার কথাগুলি গোছানো । সন্তান স্নেহার প্রতি ভালবাসা আল্লাহ তায়ালা যেন বাড়িয়ে দেন । অতীতকে ঝেড়ে ফেলে বর্তমান স্বামীর ঘরে যেন আরো সুখী হও । পুতুলকে অনেক অনেক ধন্যবাদ এমন একজন বুদ্ধিমতি মানুষটিকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য । আজ যদি পুতুল তুমি সালমাকে এমনভাবে উপস্থাপন না করতে । আমরা জানতামই না সালমার এমন অব্যক্ত কথাগুলি । আল্লাহ তায়ালার প্রতি যে সালমার অগাধ বিশ্বাস তা যেন আরো বাড়িয়ে দেন । ❤❤❤❤ ।
❤
Salma ja koto boro kalfit.hoito Pani janan na.a Jonno ato prosangso korlan.koj Niya janan Valo kora
ভালো লাগলো আসমা
Ei sal make salute o doa!!
সালমা লালনের অনুসারী।
আর কুষ্টিয়ার মেয়ে। তার জীবনবোধ গভীর।
পুরোই মিলে যায়।
এসব আলোচনা ভালো লাগে।
মন শান্ত হয়।
সালমার জন্য দোয়া আর
শুভেচ্ছা রইলো।
😊উপস্থাপককে ও অনেক ধন্যবাদ।
আমি বয়স্ক মানুষ। তোমার বাবার মতো। তোমার বর্তমান অবস্থা জানার সুযোগ পেলাম। খুব ভালো লাগলো। আল্লাহর প্রতি তোমার অগাধ আস্হা শেষ দিন পর্যন্ত বজায় থাক এবং মনের সকল চাওয়া গুলো দুনিয়া ও আখেরাতে পূরন হোক দোয়া করি।
কমেন্টে অনেক কিছু লিখতে চেয়েছিলাম। মন্ত্রমুগ্ধের মত শুনলাম।
সালমা অসম্ভব ভালো একজন মেয়ে --
মহান রাব্বুল আলামীন উপর এরকম তীব্র আত্মবিশ্বাস প্রান ছুঁয়ে গেলো।মন জুড়ানো একটি এপিসোড উপহার দেবার জন্য পুতুল কে অফুরন্ত শুভ কামনা রইলো।
অফুরন্ত দোয়া রইলো।
যে ছেলে টা কে বিয়ে করেছে সে ছেলের বউ আছে ওর কারণে সেই বউ সামি হারা হয়ে গেছে
সত্যি বলতে কোন এপিসোড, অনুষ্টান, সাক্ষাতকার যাই বল না কেন, এমন মনোযোগ সহকারে শুনি না , কিন্তু আজ সত্যিই আমি মর্মাহত তার সাথে আনন্দিত, মানুষকে অনুভব না করলে, তার কথা মন দিয়ে না শুনলে, আসলে আমরা সত্যিটা জান্তেই পারি না , খুব ভাল লেগেছে, আল্লাহ সালমা এবং আমাদের সবাইকে যেন ভাল রাখেন
Salma really balanced now. Go ahead apu. Allah maslum salma k hefajot koro.. Amin.
সত্যি আপনার কথায় সহমত প্রকাশ
আল্লাহর উপর ভরসা রাখো। শান্তি এখানে, অন্যত্র নেই ।
তোমার স্নেহা নিশ্চয়ই তোমাকে বুঝবে। সে ওর বাবাকে একসময়ে ঘৃণা করবে। যা আরেক কষ্টের জন্ম দিবে ।
সালমা কে আমি সালমাই বলি,কারণ সে আমার বয়সে ছোট হবে ২০০৮/০৯ সালে তার অনেক গান শুনছি। কিন্তু সে্যে এত সুন্দর শিক্ষনীয় গঠন মুলক কথা বলতে পারে সত্যি সত্যিই আমি মুগ্ধ। সালমা এবং অপু বিশ্বাস বাংলাদেশের জন্য অত্যান্ত ভালো মনের মানুষ । তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইলো। সোসাল মিডিয়ার শিবলী সাদিক মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচয় দেয়। আজকে বুঝতে পারলাম শিবলী সাদিক এর আসল চেহারা।
হ্যা
Dont judge a book by its cover!
Make them face to face. You cannhear them!
এরকম বহু সিবলি সাদিকে আনাচে কানাচে ভরপুর। শুধু মাত্র মিডিয়ায় আসে না বলে জানা হয় না 😢😢সবাই নিজেকে সামলে নিতে না পেরে নিজেকে শেষ করে দেয়😢😢
তোমরা যেমন মেয়ে তেমন ফলাফল তোমরা ইসলামের ধর্মীয় বাহির চলছো
Hi
সত্যি সালমার প্রতিটি কথা মুগ্ধ হয়ে শুনছিলাম,,, প্রতিটা কথা গুরুত্বপূর্ণ,, গভীর জীবন অনুভূতির অভিজ্ঞতা,❤
আমি বুঝতাম সালমা ভালো মানুষ। কিন্তু এতো ভালো, এতো বুদ্ধিমতি,এতো ভালো মনের,এতো ভিতর থেকে শক্ত, আল্লাহর প্রতি এতোটা অগাধ বিশ্বাস! সত্যি আমি মুগ্ধ! তুমি অনেক ভালো থাকবে।অনেক ধৈর্য্য তোমার।তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর পুতুল আপু তোমাকে অনেক ধন্যবাদ এমন একটা মুহুর্ত উপহার দেয়ার জন্য।সালমা তোমার অনেক অনেক সুন্দর কথার মাঝে দুটো কথা একদম আমার, একটা হলো আমার মেয়েটা একটা ভালো জীবন সংগি পাক অনেক সম্পদ লাগবে না।আর আমি মারা যাবো চিরো সত্য।তখন যেনো মানুষ বলে আহারে মানুষটা ভালো ছিলো। আমি আরো একটু যোগ করে বলি তখন যাদের সাথে একদিন মিশেছি সেও যেন বলে, আহারে আমার অমক উপকারটা করেছিলো।আল্লাহ তাকে ভালো রেখো।এইত চাওয়া।।একটা ভালো কাজ তুমি একদম বুদ্ধিমতির মতো করেছো ঠিক সময়ে ডিভোর্স নিয়েছো।না হলে জীবনের আজকের এই দিন পেতেনা।তবু মেয়ের সাথে যোগাযোগ রেখো।ওকে বুঝিয়ে বলো তোমার অপারোগতার কথা।নিশ্চয়ই বুঝবে।
আপনার কথা শুনে মনে হলো অনেক বড় মনের মানুষ আপনি,,,, আপনার ভিতরে এতো কষ্ট থাকা স্বত্বেও আপনি সেসব এতো সহজ ভাবে নিয়েছেন এটা সবাই পারে না,,,, আপনার কথা থেকে অনেক কিছু শেখার আছে,,,, শুভকামনা রইল আপনার জন্য,,,,,
কমেন্ট না করে পারলাম না 😢 আপনার গান সে বন্ধ করতে চেয়েছিলো কিন্তু উনার বর্তমান ওয়াইফ তো গেঞ্জি জিন্স প্যান্ট পরে এখন কি উনার মনে হয়না তাকে পর্দায় রাখা,,,, শিবলী সাদিকের বর্তমান বৌয়ের চেয়ে আপনার পোশাক চলা ফেরা কথা বলার ধরন অনেক অনেক সুন্দর 😊 আপনার মেয়ে একদিন ঠিকই আপনার কাছে আসবে নারীর টানে ঠিক আসবে আপনার কান্না আল্লাহ বৃধা যেতে দিবে না🥰🥰 আপনার সংসার নিয়ে আপনি ভালো থাকুন 😊
ওই লোকের কথাও শোনা দরকার। তাছাড়া এইরকম বড়লোক বুইড়া এমপি কেউ বিয়ে করে ১৪ বছর বয়সে! টাকার লোভ মানুষের জীবন ধ্বংস করে দেয়।
যেমন শিবলী তার তেমনই তো বউ হলেই তো ভালো।। সালমাতে তার পোষায় না।
গান গেয়ে টাকা রোজগার করা কখনো হালাল রিজিক হতে পারেনা। সো এই কথাটা আমি এক্সেপ্ট করতে পারিনাই
Unar Prothom husband ke?
আজকাল কোন্টা হালাল বলবেন একটু, একজন ব্যবসায়ী সে-ও তো সারাদিন লাভের জন্য অবিরাম মিথ্যে বলে তাই না? আপনার কথাগুলো ঠিক হলেও, ভালো পথে সৎ পথে সত্য কথা বললে আপনার ব্যবসা আপনার কথাকে আপনার ভালোমানুকে কেউ মূল্যায়ন করবে না, এর সুফল পাবেন পরকালে, কিন্তু বর্তমানে আপনি পরিবার নিয়ে বাবা মা ভাই বোন নিয়ে এমন কি নিজেও চলতে পারবেন না ভাই। একটা উপায় আছে - সবকিছু ছেড়ে যাযাবর জীবন যাপন করে বন জঙ্গলে কাটাতে হবে বাকি জীবন। @@rezaulkorim1400
এত মনোযোগ দিয়ে কখনো কারো ইন্টারভিউ শুনি না অনেক অনেক ভালো লাগলো ❤️আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন
অসাধারণ লাগলো প্রতিটি কথা।
ইউটিউব এ আসছি একটা কাজে ইউটিউব ওপেন করতেই সালমার কথাগুলো কানে লাগলো এতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না প্রতিটি কথা, গুরুত্বপূর্ণ কাজ রেখে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখেছি।
আমাদের সেই ছোট্ট সালমা আপুটা ভীষণ বুদ্ধি মতি আল্লাহকে ভালো রাখুক সব সময় মন থেকে দোয়া করি ইনশাআল্লাহ
তোমাদের সেই ছোট সালমা R ছোট নেই!উনার দাম্পত্য দুর্ঘটনা না হলো অতি লুভে তাঁতি নষ্ট হয়েছে!🤔
দারুন খুব গোছানো এবং মন মুগ্ধ কর কথা
সেই ছোট্ট সালামা এতো বড় হয়ে গেছে এই অনুষ্ঠান টা না দেখলে জানতাম না। অনেক অনেক দোয়া ও শুভকামনা। পুতুল কে ধন্যবাদ। সালমাকে এভাবে উপস্থাপন করার জন্য ❤
সালমা কে একটা সময় অনেক খ্যাত মনে হইতো। আজকের সাক্ষাৎকার যতক্ষণ উনার কথা শুনলাম কত খানি চোখ দিয়ে আমার পানি পড়ছে। আল্লাহ উনাকে ভালো রাখুক হেদায়েত দান করুক উনার মনের সকল নেক আশা পূর্ণ করুক আমিন
God
মন্ত্রমুগ্ধের মত শুনলাম সালমার কথা গুলো। অনেক ভালো লাগলো, অনেক কিছু শিখলাম।
মাশাল্লাহ!!! এজন্য সব সময়ই বলি তুমি অসাধারন!!! তোমার তুলনা শুধুই তুমি। তোমার ঘরই হোক স্বর্গ। আল্লাহপাক সব সময় তোমাদের এভাবেই সুস্থ, প্রফুল্ল, আনন্দময় এবং নিরাপদে রাখুন।।
শুরু থেকেই পছন্দ করতাম সালমা'কে আজকে বুঝলাম এই পছন্দ করাটাই সঠিক ছিলো।
স্রষ্টার প্রতি অগাধ আস্হা এরকম পর্যায়ের মানুষদের খুব কমই থাকে। এতো সুন্দর ও সাবলীলভাবে সবকিছুর উত্তর দিলেন যে উনার প্রতি সম্মান আরও বেড়ে গেলো।
জীবনের প্রথম ইউটিউবএ কমেন্ট করতে বাধ্য হলাম আসলে সালমার কথাগুলো অনেক অনেক সুন্দর প্রত্যেক নারীকে এভাবেই চিন্তা করা উচিত এবং তাহলে আত্ম শান্তি তে বিরাজ করতে পারবে ❤ লাভ ইউ সালমা ❤
@@rinaorin6843 জ্বি তাহলে আসল কাহিনীও শুনে রাখুন সালমা যে দ্বিতীয় বিয়ে করেছে তা পরকীয়া করেই করেছে, ওর স্বামী ওই মেয়েকে ডিভোর্স না দিয়েই সালমাকে বিয়ে করেছে আর সালমা সব জানতো,এরপর ওর স্বামী জেলও খেটেছে এরপর ঐ মেয়েকে ডিভোর্স দিয়েছে😪
@@rinaorin6843 জ্বি সালমাও পরকীয়া করেই দ্বিতীয় বিয়ে করেছে, ওর স্বামী ওই মেয়েকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছিল সালমাকে, সালমাও সব জানতো,এরপর ওর স্বামী জেলও খেটেছে😪
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সালমা এতো সুন্দর কথা গুলো বলেছে আমি অবাক, ওর প্রতি সম্মান অনেক বেরে গিয়েছে ও আমার অনেক ছোট কিন্তু শিক্ষার কোনো শেষ নেই আজ আমি ওর কথা গুলো মনোযোগ দিয়ে শুনলাম,জানা কথা গুলো ও শুনতে কি যে ভালো লাগলো অনেক কিছু শিখলাম ❤❤শিখলাম।
সালমা তুমি যখন ছোট্ট ছিলে তখন তোমাদের এলাকায় আল্লাহর দর্গায় নুরুজ্জামান বিশ্বাস কলেজের প্রভাষক হিসেবে চাকরি করেছি। বর্তমানে শেখপাড়া কলেজে আছি । তুমি চ্যানেল আই তে ক্লোজ আপ ওয়ানে যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তোমার জন্য দোয়া ছিল অনেক। বর্তমানে তোমার কথা বলার ধরণ আত্মোপলব্ধি চমৎকার । দোয়া রইলো তোমার জন্য ।
সালমা ছোট থেকেই একটু অন্যরকম।যার পোশাক চলা-ফেরা এবং গানের মধ্যেও একটা শালীনতা রয়েছে যা সবাই একাত্রে বসে শুনতে পারতো।তাছাড়া ওর মধ্যে কোন অহংকার নেই।এত সুন্দর নিক্ষুত একটা ক্ষুদে শিল্পী ছিল তবুও তার মধ্যে বড়লোকি কোন ভাব আসেনি।আল্লাহ নিশ্চয় তার সাথে আছেন।দোয়া রইলো ওনার জন্য 😘😘
আমি এতো মনোযোগ দিয়ে শুনেছি। এতো ভালো লাগলো। দোয়া ও শুভকামনা রইল।
মিডিয়া লাইনের মধ্যে একমাত্র তুমিই এতো সুন্দর করে কথা বলেছো ইসলাম দিয়ে।
এটা শুধু একক সালমার গল্প না,,,,,, হাজারো সালমার গল্প,,,,,সালমারা এভাবেই নিরবে কাদে,সৃষ্টিকর্তার নিকট কাদে
খুব মনযোগ দিয়ে দেখলাম অনুষ্ঠানটা। খুব উৎসাহ পেলাম কিছুটা হলেও হতাশা থেকে মুক্তি পেলাম❤❤❤
পুতুলের মতো পুতুল হয়ে নিস্তব্ধ গভীর রাতে প্রবাসের বিছানায় শুয়ে পুরো অনুষ্ঠানটি শুনলাম জানলাম শিখলাম, মিলিয়ে নিলাম। হে সব চাওয়া শুধুমাত্র বিধাতার কাছে । ভালো থাকুক সালমা, ভালো থাকুক স্নেহা, ভালো থাকুক সাফিয়া ।
সাগরের হৃদয় হোক বিশাল সাগরের মতোই। আল্লাহ তোমার বাকিদিন সুন্দর সুখময় হোক।।।। দোয়া দোয়া দোয়া৷ ।
Osadharon chinta doya roilo
ভীষণ ভীষণ ভীষণ ভালো মনের সালমা।
প্রিয় সালমার জন্য দোয়া ও ভালোবাসা। ❤🤲
ছালমা কে চিনো তুমি
আসলেই সালমার কথাগুলো সুন্দর...সে গভীরভাবে জীবনকে বুঝে, কথাগুলো থেকে অনেককিছু শেখার আছে!
Homm
সঠিক
দারুণ লাগলো ভিডিও টি
অসাধারণ মন্তব্য। এক্কেবারে আমার চিন্তা ধারা। এক কথায় বলতে চাই। সময় গেলে সাধন হবে না। তোমার আল্লাহ অবশ্যই তোমার সঙ্গে আছেন। আমিও এমন অবস্থায় ভুগছি, কিন্তু আমার ও সন্তান আছে তাদের জন্য সব মেনে নিয়ে চলে যাচ্ছে জীবন। এতেই আমি হ্যাপি। আমি অবাক হচ্ছি, আমার মন মানসিকতার সঙ্গে এত মিল কিভাবে হয়!!! আমার মনটা ভরে গেল। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ❤️❤️❤️❤️👌👌👌👌
সালমা এতো বুদ্ধিমতী এতো সুন্দর কথা বলে এতো সুন্দর করে ভাবে। অনেক দুয়া সালমা তোমার জন্য।
Salmar sob kisu khoj niea dekhe koto valo
@@MdHabibur-k5yকোন মানুষ ফেরেশতা নয়। ভালো খারাপ মিলিয়ে মানুষ
এত বুদ্ধি এমনি এমনি হয়নি।
রাজমিস্ত্রী হতে হলে আগে লোহার করাইতে ঢালাই বহন করতে হয়।
এমনি অভিজ্ঞতা অর্জন করে।
সালমা তুমি সত্যিই এই কথাটা খুব সুন্দর বলছো যে একমাত্র সম্পর্ক শেষ হয় দুজনের মনের মিল না থাকার কারণে আর পরনারীতে আসক্ত থাকার কারণে স্ত্রীকে অসম্মান করার কারণ। আজ ২২ বছর এই অসহায় যন্ত্রনা সহ্য করে তিনটা সন্তানের কথা ভেবে। এখনো সেই অমানুষটার সাথে আছি জানিনা কি করবো তবে এখন আর কোন অসম্মান সহ্য করতে পারিনা এতে মনে হয় এক মাস কথা বলিনা।
সত্যিই সম্মান জরুরী।
আপু,সসস্মানে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন,নিজেকে ভালোবাসুন,নিজে স্বাবলম্বী হোন।২২ বছর এতোটা সহ্য করেছেন বলে ওই লোক পেয়ে বসেছে, নিজেকে নিজে মূল্য না দিলে অন্য কেউ দেয় না।
একজন বড় বোন হিসেবে বলছি, সালমাকে কাছে পেলে জড়িয়ে ধরে আদর করতাম। পুতুল তুমিও অসাধারণ। দুজনের জন্য দোয়া ও শুভকামনা রইল
সেদিনের সেই ছোট্ট সালমা আজ কত সুন্দর করে কথা বলছে।খুব চমৎকার লাগছে।শিবলী সাদিক সাহেবকেও দেখছি মানব সেবামূলক কাজ করতে।
মাশআল্লাহ কি সুন্দর করে কথা বললো ,আল্লাহর উপর কত আস্থা
অনেক দোয়া রইলো সালমার জন্য। ও অনেক জ্ঞানী এবং স্বশিক্ষিত। ঘরে ঘরে জন্ম নিক সালমার মতো লক্ষ্মী মেয়েরা।
সালমা এতটা ম্যাচিউরড,একটা সুন্দর করে নিজের গুছিয়ে রেখেছে তা আমার ধারণা ছিলোনা,অনেকক্ষণ ধরে শুনে মুগ্ধ হলাম,দোয়া রইলো তোমার জন্য ---
মাইয়াটারে ক্লোজ আপ ওয়ান থেকেই দেখেছি।
আজকে অনেক মেচিউরিটি দেখলাম তার কথায়।
এক কথায় অসাধারন সব কথা বলেছে।
❤️❤️সত্যি কথাগুলো অসাধারণ লাগছে। আমি ও আপুর কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেছি। কোন মেয়ে চায় না স্বামী সংসার ভাঙতে। ধৈর্যের সীমা পার হয়ে গেলে। তখন মেয়েরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সত্যি বয়সের সাথে সাথে আপুর অনেক ম্যাচুরিটি আসছে। সালমা আপু তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো অবিরাম ❤️❤️
খুব ভালো লাগলো সালমার কথাগুলো। ও আসলে অনেকটাই জ্ঞানী। ও দেখতে আমা বড়ো মেয়ের মতো। ওর জন্য অনেক দোয়া রইলো।
খুব গোছানো কথা গুলো, সালমার প্রতি ভালোবাসা রইল।
কত সাবলীলভাবে উপস্থাপন করলেন সত্য ও বাস্তব কথাগুলো। এত মনোযোগ দিয়ে কখনো শো শুনিনি।কান্না পাচ্ছিল খুব 😪
কমেন্ট না করে থাকতে পারলাম না,মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সেই ক্লোজ আপ এর ছোট মেয়েটি এত সুন্দর করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য হয়ে, এত সুন্দর করে কথা বলেন সত্যিই অসাধারণ, দোয়া ও শুভ কামনা রইল আল্লাহ পাক উনার মনের সমস্ত নেক আশাগুলো কবুল করেন
সালমা এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এই সাক্ষাৎকার এর ভিডিওটা না দেখলে আন্দাজ করতে পারতামনা। ছোট হলেও ওর কথা গুলি মিনিংফুল। একটি কথাও অতিরঞ্জিত মনে হয় নি। ও যে অনেক গুনি, টেলেন্ট তাতো ক্লজ আপ প্রতিযোগিতায় ই প্রমান করেছে।❤❤
সালমা তুমি ভেতরে বাইরে খুব সুন্দর, তোমার নিয়ত সুন্দর, তোমার আল্লাহ তায়ালার প্রতি অনেক ভালোবাসা আর আস্থা। দোয়া করি আল্লাহ তোমার সব নেক ইচ্ছা পূরণ করবেন ।
এত সুন্দর কথা গুছিয়ে বলেছে জীবনে এই প্রথম শুনলাম কাদলাম কিছু শিখলাম।সালমা আপু❤
চাইটা দে &&&&
মন থেকে বলছি
পুরো ভিডিও এরকমভাবে কোনদিন পিছনে টেনে দেখিনি।
গল্পটা শুনে কমেন্ট না করতে পারলাম না।
আসলে সালমা আপু ঠিক বলেছে, আল্লাহ ছাড়া কেউ নাই।
আপু যখন ক্লোজআপ এ গান করতো, আমি মুগ্ধ হয়ে শুনতাম। বিশেষ করে সেই গানটি যেটি অনেকবার শুনেছি শুনতে ভালো লাগে,, ও মোর বানিয়া বন্ধুরে। তখন থেকে আমি আপুর একজন গানের ভালোবাসার ফ্রেন্ড।
সালমা আপু যদিও আমার থেকে ছোট , তবুও বলবো ইতিবাচক, সাজানো গোছানো কথাবার্তা পরিমাণ ভালো লেগেছে । উপস্থাপকের মতো আমিও তার কথা মুগ্ধ হয়ে শুনছিলাম, যা আগে জানতাম না। এত কিছুর পরও এত ধৈর্যশীল সুন্দর সাবলীল কথাবার্তা য় , সত্যি আপুর প্রেমে পড়ে গেছি কথাতে। আপু কমেন্টটা যদি পড়ে থাকেন,, আমার জন্য দোয়া করবেন যেন আমিও আপনার মত ইতিবাচক সুন্দরী সাবলীল মানুষ আমার লাইফ পার্টনার হিসেবে পাই।
ইনশাআল্লাহ
আপুকে সামনাসামনি দেখতে খুব মন চাচ্ছে,, যেন কিছু উপদেশ নিতে পারি।।।।😮
আমার মনে হচ্ছে প্রতিটা মেয়ে যদি এরকম ইতিবাচক হয়,, প্রতিটা ছেলে যদি মেয়েদের গভীরতা বুঝে তবে এ সমাজে ডিভোর্স নামে কোন শব্দ থাকবে না।।।😊
এতো মনো যোগ দিয়ে কোনো ইন্টার ভিও শুনিনি সালমার কথাগুলো হৃদয় ছুঁয়ে গেছে জাযাকাল্লাহু খাইরান
কোন টকশোই আমি এত মনোযোগ দিয়ে শুনি নাই,এই প্রথম শুনলাম, খুবই ভালো লাগলো।
আমি কোন দিন কোন টকশো সম্পূর্ণ দেখা বা শোনা হয়নি,, যা১ ঘন্টা ৫ মিনিট ২১সেকেন্ড আপু তোমার জীবনের গল্প আমি জানতাম না, তোমার পরিবার নিয়ে সব সময় ভালো থেকো আল্লাহতালার কাছে এই কামনা করছি,, অনেক অভিজ্ঞতা হলো তোমার কথা শুনে,
Khob balo
সালমা যখন ক্লোজআপ অনেক গান শুরু করে তখন সালমা খুবই ছোট ছিল এবং আমি ও ছোট ছিলাম যাইহোক ছালমার গানে আমাকে মুগ্ধ করে ছালমার যে এত ধৈর্য আছে সে যে এত জ্ঞানী সেটা জানতাম না, মানুষের জীবনের শিক্ষার কোন শেষ নেই সালমার থেকে অনেক কিছু শিখলাম, আল্লাহর প্রতি তার যে তাকওয়া, আল্লাহ যেন তাকে সবসময় ভালো করে এ দোয়া করি 🤲
১৮ বছর সালমাকে আমি সরাসরি দেখেছি লিভারে আইডিয়া ওরা ৪-৫ জন বন্ধু মিলে খুব কাছ হয়েছিল
আমরা সালমার সেই গলা। সেই মানে গান কথাবার্তা অনেক সময় হাসাহাসি করেছি। আমার ছেলে তানজিন ওর বন্ধুরা ওরকম অ্যারেঞ্জ করেছিল ইউনিলিভার।মার্কেটিং ডাইরেক্টর হয়ে চাকরিটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে এক বছর আগে। অনেক বছর এত বছর আমি আর সালমার গান শুনিনি।পুতুল কে দেখেছিস তখন শুকনো একটা পুতুল এই অনুষ্ঠানটাতে আমি ১৮ বছর পরে সালমাকে দেখে সত্যি সত্যি অবাক হয়েছি এত ইন্টারভিউ টা দেখছি এত সুন্দর বাচনভঙ্গি ইংরেজি বলার স্টাইল কথা। এত সুন্দর জীবন বোধ, সত্যিই অবাক সত্যি আমি আপ্লত মেয়েটার জন্য আমি। দোয়া করি। ও যেন সুখে এবং শান্তিতে তাকুক
গানের জন্য ছালমাকে আমি এতটা পছন্দ না করলে ও আজকের এই কথা গুলোর জন্য ছালমা কে অনেক ভালোবাসি।
গান আপনার কি ক্ষতি করলো
@@rubinayeasmin2033গান ভাল নায়।
@@rubinayeasmin2033 আপনি কিছুই জানেন না
হের মাথায় সমস্যা আছে
এতো সুন্দর করে কথা বলেছ, অসাধারন।
এই একজন উপস্তাপিকা যিনি খুব ভদ্রভাবে অল্প কথা বলে সব কথা শুনলেন ছালমা আপুর কথা শুনে অনেক ভালো লাগে
Thik❤❤❤❤❤❤
হ্যাঁ। উনাকে অনেকেই খুব পছন্দ করে।
আমারও তাঁর ব্যক্তিত্ব ভালো লাগে।
মানবিক সালমা আপার কথা গুলো মনোযোগ দিয়ে শুনলাম, এবংআপার কথা শুনে অনেক শিক্ষা হলো এক কথায় সালমা আপার কথায় মুগ্ধ হয়েছি।
আপনি এই কথা গুলো আগে বলতে পারেন নাই কারণ আপনার সাবেক স্বামী আওয়ামী লীগের এমপি ছিল।
আমি উপলব্ধি করতাম আপনার আগে ইন্টারভিউ তে কিছু একটা লোকাতেন।
কিন্তু এটাও ভাবতাম একদিন আপনি আপনার জীবনের যত কষ্ট মন খুলে বলতে পারবেন আজ সত্যি হলো।
আমরা দর্শক চাই আপনি সব কথা মন খুলে বলেন।
এত সুন্দর করে কথা বলতে পারে সালমা মাশাল্লাহ আপনার জন্য শুভকামনা
সংসার জীবনে অনেক ভালো থেকো আপু দোয়া রইলো কুষ্টিয়া থেকে দেখছি ❤❤❤❤
গানের সেই ছোট্ট পাখিটা আজ কত বুদ্ধিদীপ্ত পরিনত একজন মানুষ তুমি ভালো থাক বোন সৃষ্টিকর্তার অপার মহিমায় ❤❤❤
মুগ্ধ হয়ে সালমার কথা গুলো শুনলাম আর অনেক কিছু শিখলাম
পুরো অনুষ্ঠান দেখলাম চোখের পানি আটকাতে পারলাম না।সালমা আপুর প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেলো।অনেক কিছু শিখালাম। অনেক দোয়া এবং শুভকামনা রইল প্রিয় আপু।
খুব মনযোগ তোমার কথাগুলি শুনলাম। খুবই ভালো লাগলো, একেবারে মুগ্ধ হলাম। এত দীর্ঘ সময় ধৈর্য ধরে কারো জীবনের গল্প শুনিনি। আশাকরি তোমার জীবনের এই গল্প শুনে অনেকেই উপকৃত হবে এবং শিক্ষা নেবে।
মেয়েকেও পাবে একদিন, ও নিজেই তোমার কাছে চলে আসবে, আল্লাহ তোমাকে নিরাশ করবেন না, ইনশাআল্লাহ
কথা গুলো এতো ভালো লাগলো চোখ দিয়ে পানি চলে আসছে
সালমা খুব ভালো মেয়ে মাশাআল্লাহ❤❤❤❤
❤
আসসালামু আলাইকুম। সালমার প্রথম অডিশন টা এন টিভি তে দেখে ভালো বেসে চোখের কোনায় খানিকটা পানি এসেছিল। আর আজকে পুতুলের অনুষ্ঠানে ১ঘন্টা ৫ মিনিট মুগ্ধ হয়ে যখন তার কথা শুনছিলাম এত বছর পর আবারও সেই আগের পুনরাবৃত্তি হয়েছে। আসলে ১ ঘন্টার কোন অনুষ্ঠান টেলিভিশন বা মোবাইলে দেখার সময় আমার নেই। সেই ছোট্ট সালমার জীবনের এত কঠিন কথাগুলো এমন সাবলীল ভাষায় বলতে পরলো! হয়তো এ-ই টাও তার আরেকটা বিশেষ যোগ্যতা। সালমা ও তার দুটি মেয়ের জন্য অনেক শুভকামনা রইলো।
আসসালামু আলাইকুম। প্রথমে আমি বিডিওটা দখতে চাইনি পরে ভাবলামজে না দেখি কি বলে,আমার নামও সালমা,।আমি অনেক মুগ্ধ হয়ে শুনেছি,পরেমনে হলো আরোজেন শুনি।দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন জেন ভালো রাখেন।
অসাধারণ সালমা আপি সবসময় দোয়া তোমার জন্য❤
তোমার কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়লাম আপু। তোমার কথা গুলো এত নিখুঁত কি বলবো আপু অসাধারণ। ❤❤
Amar satheo amon hoyec
সংসারে অশান্তিতে মৃত্যুর স্বাদ বার বার পেয়ে যায় মানুষ
❤
ছালমা এত বড় হয়েছে। এত সুন্দর করে কথা বলতে পারে। ওঁর কথা শুনে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। অনেক আল্লাহ ভক্ত। আমার জীবনে আমি এত সুন্দর সুন্দর কথা কখনও কোন গায়িকা, নায়িকা,অভিনেত্রীর মুখে শুনা হয়নি। ছালমা তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সুখী থাক চিরদিন।
মহান আল্লাহ এর প্রতি সালমার এই রকম বিশ্বাস সত্যিই প্রশংসনীয়।😇❤️🥰
তোমার কথায় সত্যিই মনের মাধুর্য্যতায়
এক স্বর্গীয় অনুভূতি.....তাই বলি হে অষ্টাদশী রা তোমরা কোনো যুবকের মিষ্টি কথার ফাঁদে কখনো ভুলে যেয়েও না....যেমন আমি আমার ইয়াং বয়সে এক অষ্টাদশী কে কথার মিষ্টতার ফাঁদে ফেলে তাকে জীবন সঙ্গিনী করেছি.....তবে সেই প্রতিমা কে আজও ছাড়িনি আমি...আমার ঢাকা শহরে এখন মধুর সংসার....সালমার মতো কখনো তাকে কষ্টের সাগরে ভাসাইনি.....সেই কথার ডায়ালগ টি ছিল:-
"❤তোর আঁখি পানে.....আমি আজও থাকি ধ্যানে..... মোর চিত্তের ক্যানভাসে যত আঁকি ছবি..... তুই মোর হৃদয় আকাশে রক্তিম রবি..... যতই বসন্ত রক্তাভ ফুলে ভরে যাক..... তোর ভিতরেই মোর চৈত্রী ফাগুন..... তোর ভিতরেই মোর যত ভালবাসা অভিমান অনুরাগ.....🥀🥀"
আমাকে খুব অনুপ্রেরনা যোগাল।মানুষের এভাবেই বাচতে হবে। মানুষকে এইভাবে বাচা উচিত।জাষ্ট অসাধারন।
কতগুলো এত ভালো লাগলো যে সালমা আপু তোমার জন্য মন থেকে দোয়া করছি আল্লাহ্ তোমাকে অনেক ভালো রাখুন। তুমি আল্লাহ্ উপর এত বিশ্বাস রেখে কাজ করো যা সত্যি মন ছুয়ে গেল।
Same to me❤
Chokher pani dhore rakhte parlam na ❤
Salmar manosikota chintadhara sobguloi mile gelo nijer sthe❤
Evabei nijeke strong kore bachiye rekhechi Ek Allahr upor vorosha rekhe..tobe salmar moto parini divorce dite sudhu meye k prochondo valobashi bole...Cheyechi onk bar take divorce dite but parini hoyto Allah ta chan na bole🙂
Jai hok Salmar Interview manush k jiboner onk kichu sikhiye dilo❤
সত্যি সালমার প্রতিটা কথা অনেক সুন্দর মোন ছুয়ে গেলো প্রতিটা কথা অনেক মুগ্ধ হয়ে সুনলাম🥰🥰🥰🥰
অসাধারণ। প্রতিটা কথার মধ্যে শিক্ষার আছে। জাযাকাল্লাহ খাইরান।
এই প্রথম কোন অনুষ্ঠান না টেনে শুনলাম। ভাল লাগলো।
আপুর কথাগুলো মন্ত্রমুগ্ধর মতো করে শুনলাম।
পুরো ভিডিও দেখে ভালো লাগছে সালমা পুতুল দুজনকেই
সত্যিই তাহাজ্জুদের মতো শান্তি আর কোন কিছুতে নেই। আমি তা উপলব্ধি করি।
আমার মনে হয় মিডিয়াতে এতো ভালো কথা অনেক দিন শুনিনা ।। ছালমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আল্লাহ আরও অনেক অনেক ভালো রাখবে আল্লাহর কাছে এই দোয়াই থাকলো ।।।. আমি সৌদি আরব মককা থাকি আমার বয়স এখন ঘাটের ( ৬০) ও বিশি পরিযেশে একটা কথা বলবো একটু পদদা করে চলেল খুব ভালো হয় এ কথা বলা আমার ঠিক না কারন তুমি যে ভাবে আমার আল্লাহর কথাতুলে ছমধরে এখানে বলার কিছুই নাই মা তুমি আরও অনেক অনেক ভালো থেকো
অনেক অনেক দোয়া রইলো আপু।মেয়েদের জীবনটাই মনে হয় এমন। একটু ভালোবাসার পাওয়ার আশায় জীবনটাকেই কোরবানি দিয়ে দেয়।
যা করেছেন ভালোই করেছেন আল্লাহর প্রতি ভরসা রাখেন আপু
সালমা তুমি এখন আইনের আশ্রয় নাও, মেয়ে পেয়ে যাবে।
ঠিক
অনেক ভালো লাগলো শুভ কামনা রইলো সালমা ও পুতুলের জন্য❤
অনেক কিছু শিখলাম কত স্ট্রং কথা বলা আল্লাহর সাথে কথা বলা❤ একদম আমার মনে কথা গুলি আজ সালমার মুখে শুনলাম নিজের পরিবার নিয়ে ভাল থাকার উপড়ে আর কিছু হয় না।
অনেক দোয়া থাকল
সালমার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো।দোয়া করি সালমা সব সময় সাধারণ মানুষ হয়ে থাক।
❤❤ পুতুল আপু আর সালমা আপুকে অনেক অনেক ভালোবাসা জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকিও এবং মাথা উঁচু করে বাচো বোন দোয়া করি ❤❤❤❤❤❤❤❤❤
সালমার কথা সুনে আমার নিজের চোখের পানি দরে রাখতে পারিনাই কিন্তু অনেক ধন্যবাদ এতো কিছু সজ্জ করেছে
আল্লাহ্ তোমাকে ধৈর্য দিক বোন। শুধু এটাই বলার। আর মায়ের কোলে সন্তান কে ফিরিয়ে দিক।
সেই ছোট্ট সালমা। এখনও এই সালমা কে সেই সালমাই মনে হচ্ছে। কারন সালমা ছিল বাংলাদেশের মানুষের নিকট একটি আদুরে গানের পাখি। এটা মানুষের ভালোবাসা। আর আজ তার কথা, তার জীবন-ভাবনা, জীবনদর্শন, আত্মোপলব্ধির প্রগাঢ় গভীরতা, জীবনের টুকরো টুকরো অংশগুলোর এত পরিশীলিত উপস্থাপন দেখে মনে হচ্ছে আসলেই সে 'God-chosen' একটি শিল্পসত্তা। সে তার অবশিষ্ট জীবনটাকে আল্লাহ'র উপর অবিচল আস্থা রেখে এভাবেই পার করুক, এই দোয়া করি। আর, সালমা, বুড়ো হলেও আমাদের কাছে সেই ছোট্ট সালমা হয়ে তুমি বেঁচে থাকবে সন্তানের মতো। তোমার বাবা মায়ের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।
✍️ অধ্যক্ষ আরণ্যক শামছ (Aranyak Shams), কবি, লেখক, কলামিস্ট ও ভাষা গবেষক ।