জামদানীর শাড়ীর যত্ন

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • ***জামদানীর যত্ন ****
    জামদানী শাড়ি অনেক প্রিয় হলেও এগুলো নিয়মিত পরা সম্ভব হয়ে ওঠে না কর্মব্যস্ত জীবনে।
    নিয়মিত পরা হয়ে ওঠেনা বলেই শাড়ী গুলোর জায়গা হয় আলমারি বা ওয়ারড্রবে। কিন্তু যেন তেনভাবে রেখে দিলেও আরেক বিপদ, ক’দিন পরই দেখা যায় শখের প্রিয় শাড়ী গুলো সব ভাঁজে ভাঁজে ফেঁসে গিয়েছে, নাহয় ফাঙ্গাস পরে একাকার অবস্থা দাঁড়িয়েছে।
    আসুন জেনে নেই জামদানীর যত্ন কীভাবে নেবো,
    ✤ জামদানি শাড়ি ব্যবহারের পর ভাঁজ করে অনেক দিন রেখে দিলে তা ভাঁজে ভাঁজে ফেঁসে যেতে পারে।
    আবার হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখলেও শাড়ি মাঝখানে ফেটে যায়। তাই জামদানি শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে বা ভাঁজ করে না রাখতে নেই। রোল করে রাখতে পারেন কোন শক্ত কাঠের ঊপর, যেভাবে রাখা হয় থান কাপড়।
    আবার নতুন জামদানী কেনার পর খেয়াল করুন কীভাবে ভাঁজ করা ছিলো, ওভাবে রাখতে পারলেও আপনার জামদানীটি ঠিক থাকবে অনেক দিন।
    ✤ জামদানি শাড়ি অন্যান্য সাধারণ শাড়ির মতো ঘরে ধুলে নষ্ট হয়ে যাবে নিশ্চিত। তাই ঘরে না ধুয়ে ড্রাইওয়াশ করানো ভালো, ড্রাই ওয়াশ করালে ক্যামিকেলের কারণে জামদানির রঙ নষ্ট হয়ে যায়। তাই যারা একান্তই কাঁটা ওয়াশ করাতে পারছেন না, যারা দেশের বাইরে থাকেন, তাঁরা ড্রাই ওয়াশ এ দিতে পারেন।
    সবচেয়ে ভালো হয় জামদানি শাড়ি কাটা করালে।
    এ ক্ষেত্রে যারা জামদানি তৈরি করেন তারাও এ কাজটি করে থাকেন। বড় লন্কাড্টারি গুলোও কাটা ওয়াশ করিয়ে থাকে। এটা করিয়ে নিলে আপনার শখের জামদানি শাড়িটি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
    ✤ কিছুদিন পর পর শাড়ী গুলো খুলে রোদে দিয়ে ভালো করে বাতাসে ঠান্ডা করে আবার যত্ন সহকারেই আলমারিতে রেখে দেবেন।
    মনে রাখবেন রোদ থেকে এনে সাথে সাথেই তা আলমারিতে ঢুকিয়ে রাখলে আপনার শাড়ীটি আর ভালো থকার সম্ভাবনা নেই।
    ✤জামদানি পরার পর যদি কোন দাগ পড়ে যায়, তাহলে তা নিজের হাতে ঘসে ঘসে না উঠিয়ে সেখানে ট্যালকম পাউডার ছিটিয়ে দিন, তারপর ড্রাই ক্লিনিং এ দিন।
    ✤জামদানির নিচের পাড়ে অবশ্যই ফলস পাড় লাগিয়ে নেবেন কেনার পর পরই, তাহলে ময়লা বা জুতার ঘসাতে নিচের পাড়টা নষ্ট হবে না, টেকসই থাকবে।
    ✤ সুতি কিংবা হাফ সিল্ক, যা-ই হোক না কেন , কোন ভাবেই জামদানী পানিতে ওয়াশ করতে যাবেন না। আর যদি জুতা'র হিলে, রিক্সায় বা কোনভাবে খোঁচা লেগে শখের জামদানিটি ছিঁড়ে যায়, তাহলে সেটা সুই সুতা দিয়ে ঠিক না করে কোন তাতি'র কাছে দিন, এমনভাবে ঠিক করে দেবে যে আপনি নিজেও ধরতে পারবেন না জামদানী টা কোন জায়গায় ছিঁড়ে গিয়েছিলো।
    ✤ ৫/৬ বার পরার পরই জামদানী কাটা করিয়ে নেবেন, তাহলে শাড়ী টা ভালো থাকবে।
    কাটা করা মানে কেটে ফেলা মনে করবেন না, জামদানি বানানোর সময় তাঁতিরা সুতাতে মাড় ব্যবহার করে। কয়েকবার পরার পর সেই মার গুলো নষ্ট হয়ে যায় বলে শাড়িতা নেতিয়ে পড়ে। কাটা করা মানে হলো সেই জামদানিটিতে মাড় প্রয়োগ করা। এটা করলে একদম নতুনের মতো হয়ে যাবে আপনার প্রিয় শাড়িটি।
    আর পরিশেষে বলবো, বাইরে না গেলেও ঘরে ১ ঘণ্টার জন্য হলেও কিছু দিন পর পর জামদানী টি পরবেন, তাহলে ভালো থাকবে শাড়ী টি। না পরে ফেলে রাখলেই সর্বনাশ।
    জামদানী সম্পর্কে যে কোন প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন,
    / jamdaniville
    মেসেজ করতে পারেন WhatsApp/Viber এ এই নাম্বারে,
    01715228767

КОМЕНТАРІ • 60

  • @shakiakter791
    @shakiakter791 4 роки тому +8

    আপু শাড়ীতে ছত্রাক পড়ে গেছে কি করব

  • @raimoonsaif3055
    @raimoonsaif3055 4 роки тому +2

    আপু সিল্কের শাড়ি ফেসে গেলে কি রিপু বা ঠিক করার কোন উপায় আছে? আমার নানির বিয়ের শাড়ি, অদ্ভুত রকমের সুন্দর কিন্তু অনেক বছর পুরনো হওয়ায় অনেক যায়গায় ফেসে গিয়েছে। জানালে অনেক উপকার হতো। আর এই ভিডিও থেকেও অনেক কিছু শিখলাম। অগ্রিম ধন্যবাদ।

  • @seunazmun6633
    @seunazmun6633 4 роки тому

    Nice topic thanks

  • @tanjiaafrin4121
    @tanjiaafrin4121 2 роки тому

    Dhonnobad

  • @nafisaahid1679
    @nafisaahid1679 2 роки тому +5

    আমার জামদানীতে কেমন যেন সাদা সাদা ছোপ ছোপ পড়েছে। এগুলি কিভাবে যাবে?

  • @mdmirajhossain4688
    @mdmirajhossain4688 3 роки тому

    Thank you apu💗

  • @shairaahmed1042
    @shairaahmed1042 3 роки тому +1

    আপি আমার দুটো জামদানী কাটা করাব।কোথায় করাব দয়া করে বলবেন প্লিজ।

  • @sumonahaque1600
    @sumonahaque1600 5 років тому +1

    apu apni ki onno jayga theke kena jamdani sari cut wash kore diben

  • @pinkisaha753
    @pinkisaha753 4 роки тому

    ধন্যবাদ আপু❤

  • @hmfidagazi1738
    @hmfidagazi1738 3 роки тому

    Dry wash sharee ki basay wash kora jay?

  • @sumayakhatun8035
    @sumayakhatun8035 2 роки тому

    Amar jamdani ta ak dui jay gay kata utse ata ki repair kora jay?

  • @rubaidasharmin4579
    @rubaidasharmin4579 3 роки тому

    My husband brought a Jamdani saree today and told me everything regarding how to take care of it. Your statement matches my husband's.

  • @monirm9111
    @monirm9111 3 роки тому

    ঢাকাতে,রায়ের বাগের এদিকে কাটা ওয়াশ কোথায় করা হয়?

  • @kazijannatulshashiprova3382
    @kazijannatulshashiprova3382 3 роки тому +2

    ম্যাম পানি দিয়ে বাসায় ধুলে কি সমস্যা হবে? আর আমি দাদিকে দেখেছি উনি বাড়িতেই ভাতের মাড় দিয়ে শাড়ি ধুতেন।তো এভাবে বাসায় করলে কি কোন সমস্যা হবে??

    • @IfatSharmin
      @IfatSharmin  3 роки тому +2

      আপু, হাতে বোনা জামদানী শাড়ি কখনোই ঘরে ধুতে নেই।
      অন্য সুতি শাড়ি ধুতে পারবেন।

  • @angelinajolly9690
    @angelinajolly9690 3 роки тому

    আমায় একটা হেল্প করেন,,,অনেক দামী একটা জুট কাতান শাড়ী কিনেছিলাম,, একজন পরতে নিয়ে বাসায় ধুয়েছে সাথে সাথে সেটা খাটো হয়ে গেছে,,,কি করে এটা ঠিক করা যায় একটু সাজেস্ট করেন প্লিজ

  • @Nailazcastle
    @Nailazcastle 3 роки тому

    Jamdani Shari ektu chire geche. Repair korar ki kono upay ache?

  • @susmitabiswas1793
    @susmitabiswas1793 3 роки тому +3

    কাটা ওয়াস করাতে কেমন খরচ পড়বে???

  • @sumaiyasalam3069
    @sumaiyasalam3069 2 роки тому

    ১.জামদানি শাড়িতে কি অন্য শাড়ির মতো করেই ফলস লাগাবো?
    ২. জামদানী শাড়ির প্রথম অংশ আর শেষ অংশ থেকে সুতা বের হচ্ছে, কি করতে পারি?
    অগ্রিম ধন্যবাদ। 💙

  • @shovanoor1959
    @shovanoor1959 3 роки тому +1

    কাটা ওয়াশ কত টাকা লাগে??

  • @sahinurtania1350
    @sahinurtania1350 4 роки тому +2

    আপু আমার খুব শখের কালো জামদানিটায় ফাংগাস পরেছে।দুবার পরেছি কেবল।এটা কে কি কাটা ওয়াস করাব?

    • @IfatSharmin
      @IfatSharmin  4 роки тому

      apu, kata wash korale valo hobe..tobe paani te wash korben na pls

  • @faranaraad1834
    @faranaraad1834 2 роки тому

    আপু আমার জামদানি ফেসে গিয়েছে এখন কি কিছু করলে ভাল হবে?

  • @lamieabonna2932
    @lamieabonna2932 Рік тому

    কাটা কোথায় করে??

  • @tiklybarua2848
    @tiklybarua2848 3 роки тому

    জামদানি শাড়ি কিভাবে রাখলে ভালো থাকে আপু

  • @tahminapuspo6141
    @tahminapuspo6141 4 роки тому

    apo tmi ki jamdani bikri koro??? r location ta bole daw na plz...

  • @muhammedwastakenprobro1135
    @muhammedwastakenprobro1135 3 роки тому

    আসসালামুআলাইকুম আমার জামদানিতে 7up ( cold drink) লেগেছে , সাথে সাথেই আমি ওই জায়গাটি পানি দিয়ে ধুয়ে ফেলেছি , এটা কতটুকু ভুল করলাম ? কোন পরামশ কি পেতে পারি ?

  • @dulondhola5638
    @dulondhola5638 4 роки тому

    আপু শাড়িতে নেট ফলস লাগাতে চাই। কোথায় গিয়ে লাগাতে হবে। দয়া করে যদি একটু ইনফরমেশন দিতেন।

  • @tanjilaakter2898
    @tanjilaakter2898 3 роки тому

    Zamdani saree diye basar drawing room er porda banate chacci, thik hobe kina bujhte parcina poramorso chacci.

  • @nusratjahan-rq9tn
    @nusratjahan-rq9tn 2 роки тому

    আপু জামদানী শাড়িতে পিকু, পলিশের দরকার আছে?

  • @shakilaparvin2559
    @shakilaparvin2559 Рік тому

    জামদানী শাড়ি আয়রন করা যায়???

  • @riaria1657
    @riaria1657 3 роки тому

    Apu ami akta new jamdani saree kinec vaj gulo jekjane chilo oidikta aktu fasha. akhon khule ki new vaj kora uchit? Ar new korle ki fold onno dike korbo ak vaje rakhle mone hoi feshe jabe? Aktu janaben plz karon ankei bole vaj ta change korte.

    • @IfatSharmin
      @IfatSharmin  3 роки тому +1

      আপু, মাঝে জামদানি রোদে মেলে রেখে ঠান্ডা হবার পর ভাজ চেঞ্জ করে রাখবেন।

    • @riaria1657
      @riaria1657 3 роки тому

      @@IfatSharmin thank you apu! Arkta question r jodi answer korte khub help hoto. Amar akta shari r akta choto ongso r suto ank tene gece suto gulo ami akhon saree ta pori nai. Dekhe mone hoi chire jete pare tan e. Ki kora Jay apu?ata ki common 🥺

    • @IfatSharmin
      @IfatSharmin  3 роки тому

      আপু, ওই অংশের ছবি টা দিলে আমি বুঝতাম আসলে কী হয়েছে।

    • @riaria1657
      @riaria1657 3 роки тому

      @@IfatSharmin apu kivabe pic dibo apnake?

    • @IfatSharmin
      @IfatSharmin  3 роки тому

      apu, face Book e ' Jamdani Ville" নামের পেজ এ ইনবক্স করতে পারেন আপু।

  • @samiazahan9181
    @samiazahan9181 2 роки тому

    আমার জামদানি শাড়ি আলমারিত রাখা ছিল । পড়তে গেছি হটাৎ করে দেখি শাড়িতে ২/৩ জায়গায় কালো কালো হয়ে গেছে । কি করব এখন ? Plz suggest me

  • @basanaranichy5754
    @basanaranichy5754 Рік тому

    বয়স্করা দামি শাড়ির সাথে কোনডিজাইনের ব্লাউজ সেলাই করবে

  • @joyaafrinsharmaa5654
    @joyaafrinsharmaa5654 4 роки тому

    জামদানী শাড়িতে কোক পরে গেছে। কি করবো?প্লিজ রিপ্লে?

  • @roksanatariq325
    @roksanatariq325 2 роки тому

    আপু আমি আমার জামদানী শাড়ি বাসাই ধুয়ে ফেলেছি। অনেক নরম হয়ে গিয়েছে। বাসায় কি মার দেওয়া যাবে।

  • @sanimajumdar1277
    @sanimajumdar1277 4 роки тому

    Apu amr jamdani te sada sada chop pore khub khrp obstha...ami Noakhali thaki...plz help apu..ki korbo??? Ki korle ata jabe???

    • @anamulhoque8255
      @anamulhoque8255 3 роки тому

      Apu amar o same obostha.... 2mr ta ki thik hoyeche hole amk aktu bolo sada chop ta kivabe uthabo...

    • @nahidakter3296
      @nahidakter3296 3 роки тому +1

      Same obosta amr jamdani shareer o fangas porsay, ki korbo?

    • @sanimajumdar1277
      @sanimajumdar1277 3 роки тому +1

      @@anamulhoque8255 apu ami dhaka te pathaici amr vai k diye akta dry cleaner shop a..okhan theke kata wash kore anci... 600 tk nice..akdom notun hoye gece sari

    • @nahidakter3296
      @nahidakter3296 3 роки тому +1

      Sani Majumdar Apu acktu bolben ki kothay tha k koriasen ?

    • @mdmirajhossain4688
      @mdmirajhossain4688 3 роки тому

      Amio jante cay kothay koraycen kata wash

  • @binakamondol4964
    @binakamondol4964 4 роки тому

    আমার শখের জামদানী শাড়িতে ফাঙ্গাস পড়েছে। কি করব আপু দয়া করে বলুন

    • @IfatSharmin
      @IfatSharmin  4 роки тому +2

      আপু, ফাঙ্গাস অল্প হলে কড়া রোদে শুকোতে দিন, ঠিক হয়ে যাবে। আর বেশি হলে কাটা ওয়াশ করিয়ে নিন, দিদি। ধন্যবাদ।

    • @binakamondol4964
      @binakamondol4964 4 роки тому

      @@IfatSharmin ধন্যবাদ আপু

    • @diteemajumder
      @diteemajumder 3 роки тому

      @@IfatSharmin hi ami India ta thaki akhana kata wash hoy na. Please bolba ami ki korta pari. Amar saree ta onak tai fungal ar dak poracha. Please help me

  • @protyoyaurko109
    @protyoyaurko109 4 роки тому

    শাড়িতে ছত্রাক টাইপ সাদা কিছু বসে গেছে, সেটা তোলার উপায় কি?