বোরিং বা সেচ পাম্পের লাইসেন্স পেতে কি কি শর্ত পূরণ করতে হয় ? Irrigation License । Electricity Crisis

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 60

  • @ReyazGoni
    @ReyazGoni 6 місяців тому +3

    আসে পাশে কতো dur এ motar থাকলে লাইন পাওয়া যাবে

  • @shiponhassan-qs4ei
    @shiponhassan-qs4ei Рік тому +1

    সুন্দর হয়েছে ভাইয়া❤️

    • @electricitycrisis
      @electricitycrisis  Рік тому +1

      আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @MomeinMomein-q4c
    @MomeinMomein-q4c 11 місяців тому +1

    খুব সুন্দর

    • @electricitycrisis
      @electricitycrisis  11 місяців тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @nayemhossain675
    @nayemhossain675 26 днів тому

    ভাই আমার তিন ইঞ্চি একটি সেচ পাম্প আছে চার বছর ধরে চলছে হঠাৎ বোরিং এ সমস্যা হচ্ছে এখন আমি চাইচি একটু দূরে নতুন বোরিং করত এখন কি করব একটু জানাবেন প্লিজ

  • @md.robinahmed8403
    @md.robinahmed8403 16 днів тому

    ৩ টা পুল সিঙ্গেল নাইন আছে, এখন নেয়ার জন্য কি করতে হবে???

  • @SaifulIslam-ne4oh
    @SaifulIslam-ne4oh 9 місяців тому +1

    ৭০০ফিট সেচের এর জন্য কত টি খুটি লাগবে।

  • @Md.AbdullahAl-Mamun-jw6lu
    @Md.AbdullahAl-Mamun-jw6lu Рік тому +1

    Viya,licence a ki poll theke boring er durotto ulekh thake? Aktu bolben plz.

    • @electricitycrisis
      @electricitycrisis  Рік тому +1

      না ভাই, লাইসেন্সে এ বিষয়ে কিছু লেখা থাকে না।
      এটা পল্লী বিদ্যুতের সেচ নীতিমালাতে লিখা থাকে।

  • @mddulaluddin1008
    @mddulaluddin1008 11 місяців тому +2

    ভাই আমি একটা শেষ লাইসেন্স পেয়েছি ধরনটা হল। এল এল পি অগভীর আমি কি এই লাইনে ২০০ থেকে ৩০০ ফিট গভীর বোরিং করে পানি উঠাতে পারবো। নাকি কোন সমস্যা হবে। জানালে উপকৃত হব।

    • @electricitycrisis
      @electricitycrisis  11 місяців тому

      জি পারবেন, ইনশাআল্লাহ।

  • @akashraz9506
    @akashraz9506 Рік тому

    ভাই অগভীর নলকূপ থেকে স্যালো মেশিনের দূরত্বটা কত হয় বি আর ডি এরকম নিয়ম কারণ আছে কি। জানালে উপকৃত হতাম।।

  • @moniruzzmanmonir3232
    @moniruzzmanmonir3232 7 місяців тому +1

    কত ফুট গভীরতা হলে গভীর নলকূপ বলা হয়। আর গ্রামে ২০০/৩০০ ফুট পর পরই টিউবওয়েল রয়েছে তাহলে কি সেচ সংযোগ পারে না?

  • @movi-nu6xb
    @movi-nu6xb 11 місяців тому +1

    ভাই আমি ৪ " বোরিং করে ৭০ ফুট নিচ থেকে পানি তুলবো সে ১.৫ hp মটর দিয়ে সেচ দিবো আমাকে সেচ দিবার জন্য মিটার দিবে

  • @bidushbormon
    @bidushbormon 11 місяців тому +1

    ভাই, সেচ নীতিমালা এর গেজেট কি আপনার কাছে আছে?

    • @electricitycrisis
      @electricitycrisis  11 місяців тому

      প্রিয় ভাই, আমার কাছে আছে তবে আপনি এটা বিএডিসি এর ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন।অথবা সেচ নীতিমালা লিখে গুগলে সার্চ করুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

  • @lmreza4916
    @lmreza4916 11 місяців тому +1

    ভাই আমার সেচ পাম্প এর জন্য ৫ কেভি ট্রান্সফরমার আছে আমি লোড বৃদ্ধি করতে চাই আমার ১০ কেভি ট্রান্সফরমার লাগবে এতে কি আমার কোন বাড়তি খরচ হবে, যদি জানাতেন তাহলে উপকৃত হতাম

    • @electricitycrisis
      @electricitycrisis  11 місяців тому

      জি ভাই খরচ হবে , লোড বৃদ্ধি করতে হলে আপনি অতিরিক্ত যে লোড বৃদ্ধি করতে চান সেই লোডের জন্য জামানত জমা দিতে হবে।

  • @md.rubelmia4438
    @md.rubelmia4438 8 місяців тому +1

    ডিপ টিউবওয়েল(বরেন্দ্র বহুমুখী সেচ) এবং অগভীর বোরিং(মোটর) এর দূরত্ব ১৭০০ ফুট এর বেশি। কিন্তু বরেন্দ্র এর ছোট ছোট পানির হাউজ বা যেটা দিয়ে পানি বের হয়, সেটা যদি বোরিং এর কাছাকাছি (৫০-৬০ ফুট) হয়, তাহলে কি বোরিং এর লাইসেন্স দিবে?

    • @electricitycrisis
      @electricitycrisis  8 місяців тому

      নিয়ম অনুযায়ী পাবেন। আবেদন করে দেখতে পারেন।

  • @al-amin8135
    @al-amin8135 Рік тому +1

    আচ্চা, আমাদের বাড়ি চর এলাকায় সেখানে ৭০ ফুট বোরিং করে ৪ ঘোড়া ডিজেল ইন্জিন চালাইতেছি। প্রশ্ন হলো এটি কি গভীর না অগভীর ?
    এমন আরও একটা আছে ৩৫০ ফুট দুরত্বে সেটি ৪ ঘোড়া মোটরের সেচ বসাইছে, তাহলে কি আমরা সেচ পেতে পারি ?

    • @electricitycrisis
      @electricitycrisis  Рік тому

      প্রিয় ভাই আমার জানামতে আপনার এই বোরিং টা অগভীর হবে।
      কারণ ডিপটিউবওয়েল গুলো কে গভীর নলকূপ বলা হয়।

    • @electricitycrisis
      @electricitycrisis  Рік тому

      জী অবশ্যই,
      আপনি বোরিং এর লাইসেন্স পেলে অবশ্যই সেচ এর জন্য বিদ্যুৎ সংযোগ পাবেন

  • @mdrokstudent1455
    @mdrokstudent1455 Рік тому +1

    ভাই সেচর 8 মিটার দূরত অমানো করে লাইসেন্স দিয়েছে এতে করে পুরাতন সেচ পাম অচল কীরবো

    • @electricitycrisis
      @electricitycrisis  Рік тому

      প্রিয় ভাই আপনার প্রশ্নটি বুঝতে পারি নাই দয়া করে আর একবার ভালো করে লিখবেন!

  • @pavelferdos725
    @pavelferdos725 2 місяці тому +1

    ভাই আমি নিজে বিদ্যুৎ লাইন নির্মাণ করেছি নিজের টাকা খরচ করে এখন এখান থেকে অন্য কেউ লাইন নিতে পারবে

    • @electricitycrisis
      @electricitycrisis  2 місяці тому

      জি ভাই পারবে,
      কারণ আপনি নিজের টাকা খরচ করে বিদ্যুৎ নিলেও, বিদ্যুৎ লাইন কখনো কোনো ব্যাক্তি মালিকানাধীন হয় না। এটা সরকারি সম্পত্তি।আর সরকারি সম্পত্তির সুবিধা সকল নাগরিকের সমান অধিকার।

  • @shahjahanrasel5897
    @shahjahanrasel5897 Рік тому +1

    আসসালামুয়ালাইকুম ভাই! আমার একটা সেচের পল্লী বিদ্যুৎ মিটার আছে প্রায় ২৫ বছর ধরে চলতেছে খুঁটি দূরে থাকার কারণে এক হাজার ফিট দূর থেকে সংযোগ আনতে হয়। গত ২ বছর হচ্ছে বোরিং এর পাশে নতুন লাইন নির্মাণ হয়েছে। সুতরাং এখন আমি বোরিং এর পাশে ঐ নতুন লাইনে আমার মিটার টা হস্তান্তর করতে চাই এবং ৫ কিলো ওয়াট টানাসফ্রমার নিতে চাই? প্লিজ ভাই কি কি লাগবে এবং কত টাকা খরচ হবে বিস্তারিত যদি একটু পরামর্শ দিলে ভালো হয়??

    • @electricitycrisis
      @electricitycrisis  Рік тому

      এক্ষেত্রে আপনার বোরিং স্থানান্তর এর আবেদন করতে হবে। এরপর অফিস থেকে এসে ডিজাইন করে আপনাকে একটা ইস্টিমেট দিবে সে অনুযায়ী টাকা জমা দিলেই আপনার কাজ সহজেই হয়ে যাবে।

  • @kamaluddinraj9714
    @kamaluddinraj9714 10 місяців тому +1

    ছাড়পএ হারিয়ে গেলে কিভাবে আবার ফেরত পাব।প্লিজ জানাবেন ভাই

    • @electricitycrisis
      @electricitycrisis  10 місяців тому +1

      থানায় জিডি করে, জিডির কপিসহ সংশ্লিট অফিসে আবেদন করুন।

  • @mdrejawl7223
    @mdrejawl7223 Рік тому +1

    মাপ ছারা লাইন নেওয়ার কোন সিসটেম আছে না কি একটু জানাবেন

    • @electricitycrisis
      @electricitycrisis  Рік тому +1

      না ভাই এই রকম কোনো ব্যবস্থা নাই।

    • @sadikul_
      @sadikul_ Рік тому +1

      আরেক জনের মাঠ দখল করতা

    • @suruj2017
      @suruj2017 Рік тому

      সেক্ষেত্রে সোলার পাম্প বসিয়ে সাপ্লাই পানি অন্যের জমিতে পানি দিলে সরকারি কোন পদক্ষেপ নেবে কি?

    • @mdrejawl7223
      @mdrejawl7223 11 місяців тому

      ভাই ৩ বিগা জমিনিয়ে সেচ লাইন চালান আমার ১২ বিগা জমি লাইন পাইনা

  • @ShornaKhatun-g3o
    @ShornaKhatun-g3o Рік тому +1

    ❤❤❤❤

  • @imdfarukhossain
    @imdfarukhossain Рік тому +1

    ভাই,এখন লাইসেস করা যাবে কি,কত করচ হবে বলবেন

    • @electricitycrisis
      @electricitycrisis  Рік тому

      জি ভাই লাইসেন্স করা যাবে, আনুমানিক ২৫০০-৩০০০ টাকা মতো খরচ হবে। তবে প্রথমে ১২০০ টাকা অফিসে জমা দিতে হয়।

    • @lmreza4916
      @lmreza4916 Рік тому

      ভাই আমাকে বি আর ডি সি থেকে লাইন দিবে বলছে,মাপ ঠিক আছে আবেদন করছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে,কিন্তু আমি এখনো লাইন পাচ্ছিনা কারন কি বলতে পারবেন ভাই,যদি জানাতেন খুব উপকৃত হতাম প্লিজ

  • @sklitonmedia7307
    @sklitonmedia7307 Рік тому +1

    ৪ ইঞ্চি বডিং নিয়ে কি লাইসেন্স পাওয়া সম্ভব হয়

    • @electricitycrisis
      @electricitycrisis  Рік тому +1

      হ্যাঁ, অবশ্যই আপনি লাইসেন্স পেতে পারেন।

  • @nazrulislam4337
    @nazrulislam4337 Рік тому +1

    ভাই, আমার সেচ লাইসেন্স নেয়া ছিল ২০১৫ সালে। কিন্তু পোলের সুবিধা না থাকায় পল্লি বিদ্দুত লাইন দেয়নি।
    এখন পোলের আবেদন দিয়ে লাইন নিতে চাই।
    প্রস্ন হচ্ছে, ওই ২০১৫ সালের সেচ লাইসেন্স দিয়েই কি পল্লি বিদ্দুত লাইন পাওয়া যাবে?

    • @electricitycrisis
      @electricitycrisis  Рік тому

      জি ভাই, অবশ্যই আপনি ওই লাইসেন্স দিয়েই পল্লী বিদ্যুতের লাইন নিতে পারবেন।
      তাই আপনার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন।

    • @nazrulislam4337
      @nazrulislam4337 Рік тому +1

      লাইসেন্স কারডে মেয়াদ লিখা আছে ১ বছর।
      লিখা আছে, লাইসেন্স স্থিতিকাল ২০১৪ থেকে ৩০/৬/২০১৫

    • @nazrulislam4337
      @nazrulislam4337 Рік тому +1

      এই লাইসেন্স দিয়ে কি আবেদন করা যাবে এখন

    • @Md.AbdullahAl-Mamun-jw6lu
      @Md.AbdullahAl-Mamun-jw6lu Рік тому +1

      Viya, lisence a ki poll theke boring er durotto ulekh thake? Aktu bolben plz

    • @electricitycrisis
      @electricitycrisis  Рік тому

      @@Md.AbdullahAl-Mamun-jw6lu প্রিয় ভাই, বোরিং লাইসেন্স এ এসব কো কিছুই উল্লেখ থাকে না।

  • @mddeloarhossen28
    @mddeloarhossen28 8 місяців тому +1

    আমি সেচ সংযোগ নিতে আগ্রহী..কিন্তু আমার পাশে আবার সেচ লাইন আছে..এখোন কথা হচ্ছে ... ৭২০ ফিট দূরে দেখালে নাকি অফিস থেকে লাইন দিবে। ( আমার প্রশ্ন হচ্ছে ৭২০ ফিট আছে। নতুন করে কি লাইন নির্মাণ করতে হবে ? লাইন নির্মাণ ছাড়া কি কোন সিস্টেম আছে) / অথবা সার্ভিস পোল দিয়ে কি লাইন নিয়ে যাওয়া যাবে। দয়া করে আমার কমেন্টের রিপ্লাই দিবেন ভাই।

    • @electricitycrisis
      @electricitycrisis  8 місяців тому +1

      প্রিয় ভাই,
      এই ক্ষেত্রে আপনার এইচটি লাইন নির্মাণ ছাড়া অন্য কোনো উপায় নাই। বর্তমান নিয়ম অনুযায়ী এইচটি লাইনের পোল থেকে ১৩০ ফুটের বাইরে বোরিং হলেই লাইন নির্মাণ করতে হবে এবং সেটা সেচের ক্ষেত্রে লাইন নির্মাণ ব্যয় গ্রাহককে বহন করতে হবে।
      অর্থাৎ আপনাকে অবশ্যই লাইন নির্মাণ করতে হবে এবং লাইন নির্মাণ ব্যয় আপনাকেই বহন করতে হবে।
      আর কোনো সার্ভিস পোল বা লাইনে হবে না এইচটি (HT) লাইনই লাগবে আর সেটা আপনার চাহিদাকৃত লোড অনুযায়ী ১ ফেজ বা ৩ ফেজ নির্ধারণ হবে।
      আশা করি আপনাকে বুঝতে পেরেছি।
      ভিডিও তে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভিডিও টি শেয়ার করলে খুশি।

  • @zahidhassan2828
    @zahidhassan2828 Рік тому +1

    আপনার নাম্বারটা প্লিজ

  • @md.pailotislam9536
    @md.pailotislam9536 Рік тому +1

    আপনার নামবার টা লাগবে

  • @nayemhossain675
    @nayemhossain675 26 днів тому

    ভাই আমার তিন ইঞ্চি একটি সেচ পাম্প আছে চার বছর ধরে চলছে হঠাৎ বোরিং এ সমস্যা হচ্ছে এখন আমি চাইচি একটু দূরে নতুন বোরিং করত এখন কি করব একটু জানাবেন প্লিজ

  • @sahinurrahman5193
    @sahinurrahman5193 Рік тому +1

    ❤❤