প্রায় ১ বছর পর ওয়ালটন এসির অবস্থা। Walton ac review about after 1 year.

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • এই এসি আসলেই ৭০% বিদ্যুৎ সাশ্রয়ী কি না, তা আমার জানা নেই। তবে এই এসি কত টুকু বিদ্যুৎ ব্যবহার করছে, তা অটোমেটিক Walton app-এ চলে আসে। app এর মাধ্যমে প্রাপ্ত বিদ্যুৎ ব্যবহারের হিসাব কতটা সঠিক তা জানা নেই। app এর মাধ্যমে বিদ্যুৎ বিলের হিসাব পেতে যতক্ষণ এসি চলবে ততক্ষণ মোবাইল ও এসি ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে। এসি চলা অবস্থায় মোবাইল অথবা এসির কোনো একটির ইন্টারনেট সংযোগ চলে গেলে, নতুন করে আর বিদ্যুৎ ব্যবহারের তথ্য আসবে না। এমতাবস্থায় মোবাইলের সাথে এসির সংযোগ remove করে আবার নতুন করে মোবাইল এর এসিকে wifi connected করতে হবে।
    #walton_ac #walton_ac_review
    #ac_review_bangladesh
    #walton_ac_price
    #ac_price_in_bangladesh
    #walton_air_conditioner
    #walton_ac_after_one_year

КОМЕНТАРІ • 435

  • @akramulislam3502
    @akramulislam3502  2 роки тому +50

    মাফ করবেন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওতে বলা হয়নি, তা এখানে উল্লেখ করা হলো: বর্তমানে ২৬/৪/২০২৪ তারিখে এই এসির অবস্থা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। গত ৩ বছর আগে আমি যখন এই ACটি কিনেছিলাম তখন এই মডেলের ১ টন এসিতে কপার কন্ডেনসার ব্যাবহার করা হতো। কিন্তু বর্তমানে micro channel condenser ব্যাবহার করা হচ্ছে। Micro channel condenser এলুমুনিয়াম দিয়ে তৈরি করা হয়। Micro channel condenser ব্যবহার করলে তুলনামূলক বিদ্যুৎ কম খরচ হয়। বর্তমানে অনেক বড় বড় ব্যান্ডের এসিতে micro channel condenser ব্যাবহার করা হয়। যদি ওয়ালটনের কপার কন্ডেনসার বিশিষ্ট এসি কিনতে চান তাহলে Voice Control অথবা Krystaline অথবা Diamond মডেলের এসি কিনতে পারেন। আর শার্প এসির দু-একটি মোডেলে কপার কন্ডেনসার থাকতে পারে।
    আমার এই এসির বিদ্যুৎ বিলের হিসাব মোবাইলের Walton AC এ্যপে চলে আসে। ওয়ালটন এ্যপের তথ্য অনুযায়ী এই এসি খুব গরমের সময় একটানা ৪/৫ ঘণ্টা চললে প্রায় দুই ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। তবে রাতে আরো কম বিদ্যুৎ ব্যবহার করে। এসির নিয়ম হলো বাহিরে গরম বেশি থাকলে বিদ্যুৎ বেশি ব্যবহার করবে। ইনভার্টার এসির নিয়ম হলো প্রথম এক ঘন্টায় যেই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, পরবর্তী ৩/৪ ঘন্টায় ঐ পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। এ্যপের তথ্য ছাড়া এই এসির বিদ্যুৎ বিলের হিসাব জানা আমার জন্য অসম্ভব। এ্যপের বিদ্যুৎ বিলের তথ্য কতটা সঠিক, তা আমার জানা নেই। আমি ওয়ালটনের দালাল না। কেউ বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই। ধন্যবাদ।❤

    • @lekhonchowdhury6280
      @lekhonchowdhury6280 2 роки тому +2

      Vi Ame same model kince 15 din age 1.5 ton price 72k BT apni kmne 51 k dia nilen???

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +2

      @@lekhonchowdhury6280 ভাই আমারটা ১ টন এসি। আর আপনারটা ১.৫ টন।

    • @vaibrovai
      @vaibrovai 2 роки тому

      @@lekhonchowdhury6280 ভাই আপনার বিদ্যুৎ বিল কেমন আসছে৷ আপনার মিটার কী প্রি-পেইড নাকি.? জানাবেন প্লিজ

    • @lekhonchowdhury6280
      @lekhonchowdhury6280 2 роки тому

      @@vaibrovai bro akno bill ase nai
      BT 2-1 din r moddhe asbe hoito

    • @lekhonchowdhury6280
      @lekhonchowdhury6280 2 роки тому

      @@vaibrovai 2-1 por akta nock diyen plz

  • @abdulwahhabkhan4871
    @abdulwahhabkhan4871 2 роки тому +10

    Dr Abdul Wahab khan
    I bought Walton AC 3 years
    before This is very nice
    No disturbance at all

  • @cynthiarahman9118
    @cynthiarahman9118 Рік тому +27

    আমি ওয়ালটন ১ টন এসি কিনেছি গ্রামের একটা শোরুম থেকে। ৫ বছর ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ নিয়মিত পরিস্কার ছাড়া অন্য কোনো সার্ভিসিং লাগেনাই।

    • @minivlog4145
      @minivlog4145 Рік тому

      Didi valo chole???

    • @imrankhan-oe5hg
      @imrankhan-oe5hg 9 місяців тому +1

      নিয়মিত বছরে ১ বার ওয়াটার ওয়াস করবেন

    • @shayanarhum1619
      @shayanarhum1619 8 місяців тому +1

      Apu bill koto ase

    • @tamizivlogs4721
      @tamizivlogs4721 7 місяців тому

      আপু আপনি কোন মডেল টা নিছেন?

    • @জ্বিনেরদরবার
      @জ্বিনেরদরবার 5 місяців тому

      আমিও নিয়েছি দারুন সার্ভিস

  • @laibanush5431
    @laibanush5431 Рік тому +24

    ওয়ালটন আসলেই খুব ভালো ব্র্যান্ড। আমাদের দেশ ছাড়িয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে। দুআ রইলো। 💙

    • @bhossen6236
      @bhossen6236 Рік тому

      সোনার ব্র‍্যান্ড। যে ভুক্তভোগী সেই বুঝে

  • @fushmontor5517
    @fushmontor5517 Рік тому +11

    আপনি অনেক ডিটেইলস তথ্য বের করি এসি কিনছেন তারপর আর সময় নিয়ে ভিডিও বানাইছেন যার কারনে খুব ভাল মানের ভিডিও হইছে তথ্যবহুল ভিডিও

  • @MohammedKhaled-ju7gy
    @MohammedKhaled-ju7gy 2 роки тому +30

    I thought you’re going to say the AC is bad but glad to hear it’s good and working well. We should be proud of Walton’s achievements.

  • @harun-ur-rashid382
    @harun-ur-rashid382 2 роки тому +46

    ধন্যবাদ ভাই
    আপনি ওয়ালটনের একজন কর্মচারী হওয়ার হক আদায় করছেন আপনার মতো কর্মচারী ওয়ালটনের দরকার দেশের পণ্য হওয়াতে আমরা গর্বিত

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      Ha ha ha thanks

    • @hossainshuvo3817
      @hossainshuvo3817 2 роки тому +4

      @@akramulislam3502 ami 60k diye ex510 laptop nisi 1.5 year holo kono prblm chara use kortesi. manusikota paltan .

    • @nuraminsuza
      @nuraminsuza 2 роки тому

      সঠিক কথা বলছেন ভাই।

    • @fushmontor5517
      @fushmontor5517 Рік тому

      @@hossainshuvo3817যত্ন করলে রত্ন পাওয়া যায়

    • @bhossen6236
      @bhossen6236 Рік тому

      @@hossainshuvo3817আরে বাইঞ্চোধ। যে ভোগে সেই বুঝে। যা আমি বুঝতেছি।মেজাজ টাও ৪২০ হয়ে আছে।

  • @shagarcool
    @shagarcool 2 роки тому +14

    এসির আউটডোর ইউনিট হাতের কাছাকাছি রাখা যাতে করে নিজেরাই আমরা এটিকে পরিষ্কার করতে পারি আপনার এই বুদ্ধিটা সবচেয়ে সেরা ছিল আমার হিসেবে ধন্যবাদ আপনাকে কথাটি বলার জন্য।

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      আপনাকেও অনেক ধন্যবাদ।

  • @rifatrahman7481
    @rifatrahman7481 2 роки тому +10

    আমি 2016 সালে দেড় টনের Walton এর AC কিনেছি। আলহামদুলিল্লাহ 6বছরে একবারো ও ডাক্তার দেখাতে হয় নাই।তবে আমি বছরে 2 বার walton থেকে লোন এনে আমার AC সার্ভেসিং করি। 3বার বাসা চেঞ্জ করেছি & আমি টিনসেটের বাসায় থাকি।

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +3

      আমাদের এক আত্মীয় প্রায় ৮ বছর আগে ওয়ালটন ১.৫ এসি কিনেছে, এখনো চলছে।

    • @Boss-zt5vz
      @Boss-zt5vz 2 роки тому

      @@akramulislam3502 Bhaiya , doinik 5 ghonta AC use korle anumanik monthly electricity bill koto aste pare ?

    • @nazmulafrin5180
      @nazmulafrin5180 2 роки тому +1

      @@Boss-zt5vz 1200tk moto asbe ar 10 hours use korle maybe 2100 tk

    • @suhaibursaymon1935
      @suhaibursaymon1935 Рік тому +1

      আমার নানা ২২ বছর আগে কিনেছে,🤣

    • @theahmedmamun
      @theahmedmamun Рік тому +1

      টিনের ঘরে এসি আপনি পাদেন লাইট জ্বালিয়ে।

  • @MdFarhad-wj4vj
    @MdFarhad-wj4vj 2 місяці тому +1

    আপনার এই মডেল এসি কি এখন কপার কন্ডেন্সারে পাওয়া যায় কিনা একটু বলে দিবেন প্লিজ আমি কিছুদিনের ভিতরে একটা এসি কিনার সিদ্ধান্ত নিয়েছি,অথবা এর চেয়ে বেটার ২০২৪ এর মডেল ওয়ালটনের কিএসি বের হয়েছে,যদি জানা থাকে একটু বলে দিবেন প্লিজ

  • @MuhammadTarik
    @MuhammadTarik Рік тому +3

    Amio use kortesi 3 yrs holo. ekdom valo ache alhamdulillah!

  • @minivlog4145
    @minivlog4145 Рік тому +3

    ভাই ওয়ালটন ১.৫ টন এসি কিনতে চাচ্ছিলাম কনো ঝুকি ছারা কি নিশ্চিতে কিনতে পারি মতামত চাচ্ছিলাম প্লিজ

  • @nuraminsouad
    @nuraminsouad 4 місяці тому

    Akon 2024 a kon Walton ac best hoba 1.5 ton inverter please reply

  • @marufsv1
    @marufsv1 4 місяці тому

    I used it more than 3 years and it's performance was very good. Star Rated 5.5 is true. I like it.

  • @Dr-Roy
    @Dr-Roy 6 місяців тому

    Vai 2 years a AC r service kmn? R Copper condenser ta nibo naki micro channel?

    • @akramulislam3502
      @akramulislam3502  6 місяців тому +2

      এখন পর্যন্ত খুব ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার জানামতে কপার কন্ডেনসার বেশি টেকশই হয়।

  • @abdullahahadofficial
    @abdullahahadofficial 5 місяців тому

    ভাইয়া বর্তমানে এসি কেমন সার্ভিস দিচ্ছে আপনার? আর ওয়ালটনের সার্ভিস কেমন?

  • @syedali4097
    @syedali4097 2 роки тому +4

    আমিও ওয়ালটেনর স্মার্ট-ইনভারটার দুই টনের স্প্লিট এসি ব্যবহার করছি দের বছরের মত। এসি চালানর কয়েক ঘণ্টা পর হতেই ভেতরের অংশ (indoor unit) থেকে কয়েক স্থান থেকে কলের মত ঝর ঝর করে পানি পরে।

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      16267 এই নম্বরে কল করুন, কম্পানির লোক এসি ঠিক করার জন্য আপনার বাসায় চলে আসবে।

  • @fahmifardeenislam3565
    @fahmifardeenislam3565 2 роки тому +4

    Ajke ami 1.5 ton model ti nelam exchange offer e 51.3k porlo Price. Alhamdulillah besh valo service pacce. Turbo feature ta khub valo Kaj kore. Dhonnobad apner video review er jonno.

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      সুন্দর মতামতের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

    • @Righteousd1
      @Righteousd1 2 роки тому

      Walton AC দেশি কোম্পানী টেক্স নাই, তার পরও তারা অনেক বেশি টাকা নেয়। ওয়ালটন এর উচিত দাম আরো কম রেখে ভোক্তা দের ভালো সার্ভিস দেয়া।

  • @ziaulmonaf4196
    @ziaulmonaf4196 2 роки тому +3

    Salam brother Great video explaining about the AC Walton is the leading company in Bangladesh we should support our own manufacturer Thank you so much for ur exclusive information about the Ac walton inventor. Brother keep making Them videos i love watching ur videos because you explain everything you have answered all my questions basically you made it easy for me when I do come to Bangladesh I know what to buy and what are the functions Thanks again brother for ur hard work bless inshallah Respect

  • @hmiqbal8940
    @hmiqbal8940 3 місяці тому

    আমি একটা এসি কিনতে চাই 1.5 টন। কোন কম্পানি কিনলে ভালো হবে।

  • @MdSaiful-lt2jg
    @MdSaiful-lt2jg 5 місяців тому +1

    Vai ami ai ac kinsi 10din hoise .sob tik ase kintu maje maje sobdo hoy janaben vai

  • @samiullatif8778
    @samiullatif8778 2 роки тому +8

    Samsung ac 73% energy Saving and
    LG ac 75% energy saving

  • @MdAli-yn9cd
    @MdAli-yn9cd 5 місяців тому

    ভাইয়া আপনার বর্তমানে ওয়ালটন ইনভার্টার এসি টা কেমন চলছে একটু জানাবেন , আমি ইনভার্টার এসি টা কিনতে ভয় পাচ্ছি কারণ pcb কোয়ালিটি কেমন হবে তার জন্য । আর যদি জানা থাকে পিসিবির দাম কত সেটাও একটু কাইন্ডলি বইলেন।

    • @akramulislam3502
      @akramulislam3502  5 місяців тому

      আলহামদুলিল্লাহ একদম নতুনের মতো চলছে। কোনো সমস্যা হয়নি।

  • @looser2209
    @looser2209 Рік тому

    akhon kmn colse vaiya janaben sobar pokko theke ami prosno kore dilam sobai jante cai

    • @akramulislam3502
      @akramulislam3502  Рік тому

      আলহামদুলিল্লাহ, এখনো আগের মতই ভালো। কোনো সমস্যা হয়নি। ঠান্ডাও ঠিক আছে।

  • @sajolbhadra
    @sajolbhadra Рік тому

    আপনার বাসার ইনডোর ইউনিট থেকে এসির আউটডোর ইউনিটের দূরত্ব কত তলা? বাড়তি পাইপ কতটুকু লেগেছে?? জানালে উপকার হয়

    • @akramulislam3502
      @akramulislam3502  Рік тому

      দশ ফিটের কম দূরত্ব। বাড়তি পাইপের প্রয়োজন হয় নাই। আমার রুম টপ ফ্লোরে।

  • @gainground2748
    @gainground2748 5 місяців тому +1

    এখন পযন্ত কি আপনার এসির পি সি বি ভালো আছে..?

    • @akramulislam3502
      @akramulislam3502  5 місяців тому

      আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে।

  • @easylifebd4243
    @easylifebd4243 2 роки тому +5

    আমি ও ওয়াল্টনের ইনভেটর এসি ইউজ করি,, ৬০% বিদ্যুত শ্রাইয়,, সারা মাস চালাই মাত্র বিল আসে ৬০০টাকা - আমি ১টন কিনেছি মাত্র ৪৬হাজার টাকা দিয়ে।

    • @yt.worldaround
      @yt.worldaround 2 роки тому

      Daily koy hour use koren. Day time e koto hour use koren?

    • @sumonasarkar6252
      @sumonasarkar6252 2 роки тому

      Amar to mne hoy room oto besi thanda hoy na..apni kto diye chalan....

    • @mehedihasansagor5553
      @mehedihasansagor5553 2 роки тому

      @@sumonasarkar6252 apni koto Degree ta ac calen

    • @easylifebd4243
      @easylifebd4243 Рік тому

      @@sumonasarkar6252আমি সব সময় ১৭ টেম্পারেচার দিয়ে চালাই -১২/১৩ স্কয়ার ফিট রোম- একদম ঠান্ডা হয়ে যায়- আমার ১টনের এসি - আমি সব কিছু জেনে বুঝেই কিনেচি- কনবেটর এসি বিদ্যুৎ বিল কম আসে এটা বাস্তব সত্যি আর এই এসিতে কিছু আধুনিক সিস্টেম রয়েছে যা আমি আমার মোবাইল দিয়েও চালাইতে পারি।

    • @ShamiburRahman
      @ShamiburRahman 10 місяців тому

      apnr ac model ta jodi ektu bolten. kub vlo hoito jante parle, ekta nite chaccilm

  • @mdislam8489
    @mdislam8489 2 роки тому +3

    Vai Walton er hot n cool dual purpose hoi Ki?😍 amar room 15/9 er jonno koto ton ac hoile valo hobe thanks

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      1.5 ton waltonbd.com/Split-ac/5275-watts-18000-btu-hr/wsi-riverine-18ch-smart this is Walton hot and cool inverter and smart AC,
      waltonbd.com/Split-ac/5275-watts-18000-btu-hr/wsn-riverine-18-fh this is non inverter AC

    • @marufsv1
      @marufsv1 4 місяці тому

      I used it more than 3 years and it's performance was very good. Star Rated 5.5 is true.

  • @enjoyourleisuretime849
    @enjoyourleisuretime849 Рік тому

    Hlw ,,Vaia ami 1.5 ton walton ac kinte cai,,kon model ta kinle valo hobe ? R copper condenser ase walton ac 1.5 toner kon model a,,,amake ektu janan,,,,pls replay vaia

    • @akramulislam3502
      @akramulislam3502  Рік тому

      আমার জানামতে ওয়ালটনের ১.৫ টন এসির Inverna supersaver, extremesaver, ultrasaver ছাড়া বাকি সবমডেলে কপার কনডেনসার ব্যবহার করা হয়েছে। waltonbd.com/split-ac/5275-watts-18000-btu-hr

    • @serajulislam2789
      @serajulislam2789 6 місяців тому

      আমি ওয়ালটনের এক টনের এসি কিনতে চাই কোনটি এ সি টি কিনলে আমার জন্য ভালো হবে? আমি বিদ্যুৎ সেভ করতে চাই।

  • @sir3276
    @sir3276 Рік тому

    i was looking this exact type of video. thank you

  • @mehedihasansagor5553
    @mehedihasansagor5553 2 роки тому +1

    ভাই ওয়াল্টন সুপার সেভার ১.৫ টন এসিতে কপার কনডেনসার ব্যবহার করা হয়েছে কিনা দয়া করে জানাবেন

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      না , এই মডেলের ১.৫ এসিতে কপার কন্ডেনসার ব্যবহার করা হয় নাই।

    • @mehedihasansagor5553
      @mehedihasansagor5553 2 роки тому

      ধন্যবাদ

    • @mehedihasansagor5553
      @mehedihasansagor5553 2 роки тому

      আপনার এসিতে ঠান্ডা কেমন হয়

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      @@mehedihasansagor5553 খুব ভালো, আমি একটা ৪/৫ ঘন্টা বা তার থেকেও সময় এসি চালালে ২৭ ডিগ্রীতে সেটি করি, এতেই যথেষ্ঠ ঠান্ডা হয় ‌। ধন্যবাদ।

    • @mehedihasansagor5553
      @mehedihasansagor5553 2 роки тому

      আমি আপনার এই মডেলের এসিটি কিনতে চাচ্ছি কিন্তুু ১.৫ টন এসিতে micro chnnal condenser ব্যবহার করা হয়েছে আর ভয়েস কন্ট্রোল ১.৫ টনে ব্যবহার করা হয়েছে Cooper condenser তো আপনার মতে কোনটি ভাল হবে দয়া করে জানাবেন

  • @anismehedi428
    @anismehedi428 Рік тому +2

    অসংখ্য ধন্যবাদ তথ্য গুলো জানানোর জন্য

  • @MEHEDIHASAN-z4t8h
    @MEHEDIHASAN-z4t8h 5 місяців тому

    এক দুই সপতাহো হলো ওয়ালটন এসি কিনছি। সবিই ঠিক আছে।কিনতু একটু পর পর কেমন জানি শব্দ হয়।।।এটা কেন হয় জানাবেন

  • @shagarcool
    @shagarcool 2 роки тому +3

    তোশিবার প্রায় সবগুলো এসিতে এমন কি আমার এসিতেও ফিচারটা আছে। যেটি আপনি বললেন এসি বন্ধ করার পর তিন থেকে পাঁচ মিনিট ফ্যানটা চলে ভিতরে শুকিয়ে ফেলে। আর তাছাড়া জাপানি ইনভার্টার এসির সার্কিট ১৫-২০ বছরেও কিছু হয় না ভাগ্য খুব বেশি খারাপ না হলে.

  • @zubayerhossainjoy1676
    @zubayerhossainjoy1676 2 місяці тому

    Vai ami 21/07/2024 e কিনেছি, ১ টন কেমন জানি রাতে মনে হয় একটু শব্দ হচ্ছে

  • @SaidurRahman-ee8rh
    @SaidurRahman-ee8rh 2 роки тому +2

    apnar ai Inverna Supersaver smart ac te condenser use kora hoise Micro channel condenser jeita aluminum er...er por o apni kno kinlen ? ( apni video tei bollen copper er condenser ta valo ! )

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +3

      Micro channel condenser ব্যবহার করা হয়েছে Walton Ultrasaver এসিতে। 1 ton Supersaver এসিতে micro channel condenser ব্যবহার করা হয় নাই। 1 ton Supersaver মোডেলের Condenser, Evaporator এবং connecting pipe কপার বা তামার তৈরি। এমনকি বর্তমানে ১ টনের ওয়ালটন এসির প্রায় সব মোডেলে copper condenser ব্যবহার করা হয়েছে, শুধু Ultrasaver মোডেলে micro channel condenser ব্যবহার করা হয়েছে। তবে 1.5 ton Supersaver এসিতেও micro channel condenser ব্যবহার করা হয়েছে।

    • @shafakahmed2294
      @shafakahmed2294 5 місяців тому

      ❤❤

  • @arhanhasan8673
    @arhanhasan8673 Рік тому

    Walton er PCB er price kerokom hote pare? Any idea?

  • @MirzaKhalid
    @MirzaKhalid Рік тому

    Bhai amar Walton WSI-Diamond 12A 1 Ton AC te outdoor unit e Inverter Sticker lagano nai kintu R-32 sricker deya ase. Abar Indoor unit e Inverter Intelligent Cooling lekha. Kenar somoy seller bolse Inverter AC. Kintu ami bujtesi na asholei ki Inverter AC! Eta bojhar kono upay ase?

    • @akramulislam3502
      @akramulislam3502  Рік тому

      ভাই এই লিংকে গিয়ে picture gallery তে ডুকে ছবিগুলোকে আপনারটার সাথে মিলিয়ে দেখুন। যদি না মিলে তাহলে বুঝতে হবে দোকানদার ভুল করেছে। waltonbd.com/split-ac/3517-watts-12000-btu-hr/wsi-diamond-12a

  • @mithilamarwa4539
    @mithilamarwa4539 Рік тому

    AC te ki batash ber howar othoba shivering sound hoi??

    • @akramulislam3502
      @akramulislam3502  Рік тому

      হ্যাঁ বাতাস বের হওয়ার হালকা শব্দ হয়।

  • @mehedihasansagor5553
    @mehedihasansagor5553 2 роки тому

    Micro channel condencer আসলে কি ভালো খারাপ দুটি দিক জানাবেন এতে আমি উপকৃত হবো

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      @Mehedi hasan Sagor ভাই ! মাইক্রো চ্যেনেল কন্ডেনসার এ্যলুমুনিয়াম দিয়ে তৈরি,, micro chennel condenser অন্যান্য এ্যলুমুনিয়াম কন্ডেনসার থেকে অনেক ভালো। এই condenser ব্যবহার করলে বিদ্যুৎ কম খরচ হয়। Samsung এসিতেও micro chennel condenser ব্যবহার করা হচ্ছে। ওয়ালটনের সবচেয়ে দামী 5 ⭐ rated ultra saver smart এসিতেও micro chennel condenser ব্যবহার করা হয়েছে । তবে কপারের তৈরি কন্ডেনসার বেশী স্থায়ি হয়।

    • @mehedihasansagor5553
      @mehedihasansagor5553 2 роки тому

      @@akramulislam3502 অনেক ধন্যবাদ ভাই

  • @abdevellirs5023
    @abdevellirs5023 2 роки тому +1

    Month a bil kmn asha ar ac kotokkhon chalan?

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      আমার এই এসির বিদ্যুৎ বিলের হিসাব মোবাইলের Walton AC এ্যপে চলে আসে। ওয়ালটন এ্যপের তথ্য অনুযায়ী এই এসি খুব গরমের সময় একটানা ৪/৫ ঘণ্টা চললে প্রায় দুই ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। তবে রাতে আরো কম বিদ্যুৎ ব্যবহার করে। এসির নিয়ম হলো বাহিরে গরম বেশি থাকলে, ভিতরে ঠান্ডা করতেও বেশি সময় নিবে, তাই বিদ্যুৎও বেশি ব্যবহার করবে। ইনভার্টার এসির নিয়ম হলো প্রথম এক ঘন্টায় যেই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, পরবর্তী ৩/৪ ঘন্টায় ঐ পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। এ্যপের তথ্য ছাড়া এই এসির বিদ্যুৎ বিলের হিসাব জানা আমার জন্য অসম্ভব। এ্যপের বিদ্যুৎ বিলের তথ্য কতটা সঠিক, তা আমার জানা নেই। ধন্যবাদ।

  • @enanpro6859
    @enanpro6859 Рік тому

    Vai ajker dine eshe 50k er vitore kon model ta suggestions diben?
    Please reply from diyen vai

    • @akramulislam3502
      @akramulislam3502  Рік тому

      waltonbd.com/split-ac/3517-watts-12000-btu-hr/wsi-krystaline-12f-plasma এইটা নিতে পারেন। তবে মনে করি inverna super saver মোডেল বেশি ভালো হবে ‌।

  • @YASINVLOGS-ni2yx
    @YASINVLOGS-ni2yx 5 місяців тому

    vai apni video den na kno???apnar uchit video kora,onk valo presentation apnar,please upload more❤

  • @nazmulohid
    @nazmulohid Рік тому

    এই AC এর Frost Clean কেমন কাজ করে ?

    • @akramulislam3502
      @akramulislam3502  Рік тому

      ফ্রোস্ট ক্লিনে হালকা বরফ জমে, কিন্তু ময়লা তেমন পরিষ্কার হয় না। সামান্য পরিষ্কার হয়।

  • @mr.r.i.p7516
    @mr.r.i.p7516 2 роки тому +1

    Ac laganor somoy technician outdoor unit vacuum korsilo?

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      না। এসি লাগানোর সময় এই বিষয়টি আমার মাথায়ও ছিল, কিন্তু বাংলাদেশে এটা কাউকে করতে দেখি নাই।

    • @tahmidsajjadchowdhury7685
      @tahmidsajjadchowdhury7685 2 роки тому

      @@akramulislam3502 amar korechilo and this is mandatory, batash ar moisture thakle long term e giye problem korbe

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      @@tahmidsajjadchowdhury7685 Yes brother, vacuum is mandatory. But what ac do you use?

    • @tahmidsajjadchowdhury7685
      @tahmidsajjadchowdhury7685 2 роки тому +1

      @@akramulislam3502 walton WSI-Diamond-18F

  • @sknoorahamid
    @sknoorahamid 4 місяці тому

    Fan full speed e fosh fosh awaj kore like blockage. 2 months old and fins are clear

  • @emambuddy
    @emambuddy 2 роки тому

    আমি কিছু দিন আগে ওয়ালটন WSI OCIANOUS 18 নিয়েছি । আউটডোর ইউনিট টা সবসময় চলতে থাকে । রুম টেম্পারেচার এসিতে ইনপুট টেম্পারেচারে চলে আসলে আউটডোর ইউনিট স্লো হয়ে যাবার কথা না? কিন্তু আমার এটা অলয়েজ চলতে থাকে শব্দ করে মোটামুটি । এটা কি সাভাবিক? নাকি কোনো সমস্যা আছে?

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +2

      হুম আউটডোর ইউনিট স্লো হওয়ার কথা এবং আইটডোর ইউনিটের বাতাসও অনেকটা নরমাল হয়ে যাবে ‌তেমন গরম থাকবে না । আর স্লো হওয়ার পরও হালকা শব্দ হওয়া নরমাল। যদি অস্বাভাবিক মনে করেন, তাহলে ১৬২৬৭ এই নম্বরে কল করে কমপ্লেইন জানালে ভালো হবে। কম্পানির টেকনিশিয়ান বাসায় চলে আসবে। কোনো টাকা লাগবে না। ধন্যবাদ।

  • @whodareswins5960
    @whodareswins5960 5 місяців тому

    আমার টা walton Ultrasaver 5.5★ মডেলের,গত বছর (২০২৩ সালে নেয়া), ১ টনের। ৬৫০০০ টাকা ছিলো,ডিসকাউন্টে ৫৮০০০ টাকা পরছে।
    দিনো ৮-৯ ঘন্টা ইউজ করে মাসে ৩০ দিনে বিল আসে ৭৫০ টাকার মতন,সাথে ৩/৪ টা ফ্যান,লাইট(LED),ওয়াশিং মেসিন(সপ্তাহে ২-৩ বার),টিভি, ফ্রিজ,IPS,ওভেন মাঝে মাঝে চলে।
    তার মানে Ac বাবদ আমার ৪০০ টাকার মতন আসে।
    আমি নেট ঘেটে দেখেছে ৫★ এসি গুলাতে বিদুৎ বিল অনেক কম

  • @Dr-Roy
    @Dr-Roy 2 роки тому +3

    Vai singer, sharp er AC r condenser to copper er… apni aktu valo kore check koren. Ami singer ar online customer care a kotha bolechi, r sharp ar ta online a dekhechi 2 tai copper condenser use kore. Physically dakhtau copper ei lage…
    Condenser fin type dakhben aluminum likhe ata kintu alada jinis… ata sob company r ei aluminum but atar upor ki coating deya seta important mane goldfin naki bluefin.

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +2

      ভাই সিঙ্গার এসির শুধু কানেক্টিং পাইপ কপারের, মানে আউটডোর এবং ইনডোর ইউনিটকে সংযুক্ত করার জন্য যে পাইপ ব্যবহার করা হয়, শুধু সেটা কপারের। ওরা আপনাকে মিথ্যা বলছে। আপনি সীঙ্গার এসির বাক্সে বা ওয়েবসাইটে কোথাও কপার কন্ডেনসার লেখা খুঁজে পাবেন না। আরে ভাই আমাদের বাড়িতে সিঙ্গারের ৩ টা এসি আছে। যে এসিতে কপার কন্ডেনসার ব্যবহার করা হয়েছে সেটার বাক্সে বা ওয়েবসাইটে কপার কন্ডেনসার লেখা থাকে। বাংলাদেশে শার্পের যে এসি গুলো পাওয়া যায়, আমার জানা মতে সেগুলোতেও কপার কন্ডেনসার ব্যবহার করা হয় নাই। তবে এই বছর নতুন কোনো মোডেলের শার্পের এসি বাংলাদেশে এসে থাকলে, সেটাতে কপার কন্ডেনসার ব্যবহার করা হয়েছে কি না সেটা আমার জানা নেই। আর হ্যাঁ, আমাদের মসজিদে শার্পের ৬ টি এসি আছে, ঐ গুলোতে এ্যলুমুনিয়াম কন্ডেনসার ব্যবহার করা হয়েছে। আপনি যে ওয়েবসাইট থেকে জেনেছেন যে, শার্পের এসিতে কপার কন্ডেনসার ব্যবহার করা হয়েছে ঐ ওয়েবসাইটের লিংক দিলে ভালো হয়। আমি একটা লিংক দিলাম, ঢুকে দেখুন এ্যলুমিনাম কন্ডেনসার লিখা আছে। www.bestelectronicsltd.com/home-appliances/air-conditioner/sharp-jtech-ah-xp13shv-inverter-1-1-ac.html
      তবে শার্প আর সিঙ্গার এসিতে কপার কন্ডেনসার ব্যবহার করা না হলেও দুটোই খুব ভালো এসি।

    • @Dr-Roy
      @Dr-Roy 2 роки тому +1

      @@akramulislam3502 Sharp ar sob model ar ac r condensor copper ar na. kichu model ar ta copper. R singer ar ta copper oder customer care theke bollo+ami green inverter use kori setar condensor o dakhlam copper colour ar. bki ta vai na khule dakhle asolai bujha jbe na. orai vlo jne ki dise. apni oder messenger a sms diye dakhte paren...

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      @@Dr-Roy হুমম শার্পের কিছু মোডেলে কপার কন্ডেনসার থাকতে পারে। আমাদের বাড়িতে সিঙ্গারের ২ টা green inverter AC, and 1is singer non inverter AC আছে।

  • @integer9655
    @integer9655 5 місяців тому

    ভাই আমার সাথে একটু কথা বলবেন? আমি নিজে অনেক ভুগতেছি ওয়াল্টন এসি কিনে। আর আয়োনাইজেশন আছে বা কাজ করছে কিভাবে বুঝবো?

    • @akramulislam3502
      @akramulislam3502  5 місяців тому

      আয়োনাইজার কাজ করে কি না বুঝার উপায় নেই। ভাই আপনার এসির কি সমস্যা হয়েছে?

    • @integer9655
      @integer9655 5 місяців тому

      @@akramulislam3502 ভাই আর বইলেন না ওয়াল্টনের এসি দেশি পন্য ও দামে কিছুটা সস্তা দেখে কিনে বিশাল বিপদে পরেছি। রিপেয়ার করতে করতে জান শেষ। ছোট রুমের জন্য একটা এক টনের কিনেছি রুম ঠান্ডা হয় মোটামুটি কিন্ত ২৫/২৪ এ দিলে এসি আর বন্ধ হয় না এক্টানা চলতেই থাকে। বিল আসে ২ টনের মতো আর যদিও শুধু রাতের ঘুমের সময়ই বেশি চালাই এরপরেও প্রতিবছর গ্যাস ভরতে হয়। গত বছরও একবার বাসায় গ্যাস ভরার পরেও ২/৩দিনো টিকে নাই এরপরে ওয়াল্টনের সার্ভিস সেন্টারে পাঠানোর ১মাসের বেশি সময় পরে পাঠিয়েছিলো এরপরে কয়েকদিন চালিয়ে বন্ধ করে রেখেছিলাম এই আজ ১০/১৫ দিন চালানোর পরে আর রুম কিছুতেই ঠান্ডা হচ্ছে না। ফোন দিয়েছি অফিসে এখনো কোন রেসপন্স পাই নাই। আচ্ছা ভাই আপনারটাও কি প্রতিবছরই গ্যাস ভর্তে হয়?
      আরেকটা সমস্যা ওরা যে সার্ভিসিং এর লোক পাঠায় তাদের কাছে কিছু টেক্নিক্যাল জিনিস জিজ্ঞেস করলেই উত্তর দিতে পারে না আর সার্ভিসিং এর কোন ভালো টুলসও আনে না।

    • @integer9655
      @integer9655 5 місяців тому

      @@akramulislam3502 আর ভাই আমি একটা বাইরের দেশের কোম্পানির এসির সার্ভিসিং এর ভিডিওতে দেখেছিলাম যে অরা কি একটা ডিভাইস দিয়ে যেনো টেস্ট করে।

    • @akramulislam3502
      @akramulislam3502  5 місяців тому +1

      ​আলহামদুলিল্লাহ আমার এসিতে এখন পর্যন্ত কোনো গ্যাস দেওয়ার দরকার পরে নাই। আমার জানামতে কিছু খারাপ দোকানদার উল্টা পাল্টা করে, যেমন ইনভার্টার এসির ইনডোর ইউনিটের সাথে নন ইনভার্টার এসির আউটডোর ইউনিট দিয়ে দেয়। অনেক সময় মডেল উল্টা পাল্টা করে। তাই কিনার সময় ইনডোর এবং আউট ডোর ইউনিটের বার কোড মিলিয়ে দেখতে হয়।আমাদের এলাকায় (ঢাকায়) ওদের সার্ভিস খুব ভালো।​@@integer9655

    • @akramulislam3502
      @akramulislam3502  5 місяців тому +1

      ​@@integer9655মনে হয় আপনার এসিতে লিক আছে, ঐ লিক দিয়ে গ্যাস বের হয়ে যায়।

  • @Shaluk1431
    @Shaluk1431 2 роки тому

    আমার বাড়ির পাশের চটের বস্তার ব্যাবসা প্রতিষ্ঠান আছে। ওখান থেকে প্রচুর ধুলো আসে। আমাকে পুরো বাড়ি দিনে ২ বার পরিষ্কার করতে হয়। এমতাবস্থায় আমি কিভাবে এটির যত্ন নেব? যেহেতু এটি বাইরে স্থাপন করতে হয়?
    ওয়ালটন আমার আত্মীয়রা ব্যবহার করে এবং ভালো বলেছেন তাঁরা।

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      এসির আউটডোর ইউনিট এমন স্থানে স্থাপন করতে পারেন যেখানে গিয়ে আউটডোর ইউনিটকে পানি দিয়ে গোসল করানো সম্ভব। আউটডোর ইউনিটে বেশি ধুলো বালি থাকলে নরমাল পানি ঢেলে গোসল করিয়ে দিবেন। আউটডোর ইউনিটের ফ্যানকে এবং আউটডোর ইউনিটের পিছনের দিকে কন্ডেনসার থাকে, সেটাকে পরিষ্কার রাখতে চেষ্টা করুন । পানি দিয়ে ধোঁয়ার সময় খেয়াল রাখতে হবে যেন, PCB board-এ কোনো পানি না লাগে।

    • @Shaluk1431
      @Shaluk1431 2 роки тому

      @@akramulislam3502 thanks

  • @Faisal-oy3mq
    @Faisal-oy3mq 2 роки тому

    আমি এই মডেলের এসি টা নিছি, কিন্তু রিমোট ফাংশন বুঝতে পারছি না,, রিমোটের কোন বাটনে চাপলে রুম তাপমাত্রা দেখাবে আর কোন বাটনে চাপলে সেল্প ক্লিলিং চালুহবে একটু জানাবেন প্লিজ

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      আমাকে পুরোনো মডেলের রিমোট দেওয়া হয়েছে। আমার রিমোটের লক বাটনে চাপলে এসির ডিসপ্লেতে রুমের তাপমাত্রা দেখায়। আর ফ্রস্ট ক্লিনের জন্য এসিকে কুল মুডে সেট করে স্লিপ বাটনে ৪ বার চাপতে হয়। এসির সাথে যেই বইটা দেওয়া হয়েছে, তা ভালো করে পড়ুন, সেই বইতে রিমোটের ফাংশন লিখা আছে। ধন্যবাদ।

  • @jannaulislam8756
    @jannaulislam8756 2 роки тому

    Amra ei tar 1.5 ton nibo naki lg r duel ta nibo bujtase nah. Bill kmn Ase Vai EKTA idea Dan.

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      এইটার ১.৫ টনে কপার কন্ডেনসার ব্যবহার করা হয় নাই। ওয়ালটন এপের তথ্য অনুযায়ী এই এসি একটানা ৪/৫ ঘণ্টা চলেলে প্রায় দুই ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। আর LG dual inverter AC is very good,

  • @wasibabu
    @wasibabu 2 роки тому +2

    আমাদের ১ টন এবং ১.৫ টন দুইটা নেয়া হয়েছে । ১ টনেরটি কেনার কিছুদিন পর ঝামেলা শুরু করেছে যা মাঝে মধ্যে তা করতেই আছে।

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      আপনার এসির কি সমস্যা, জানতে পারি? আলহামদুলিল্লাহ আমার এসির বয়স 1 বছরের বেশি, এখনো কোনো সমস্যা হয়নি। আপনি 16267 এই নম্বরে কল করুন কম্পানির লোক বাসায় চলে আসবে।

  • @tahmidsajjadchowdhury7685
    @tahmidsajjadchowdhury7685 2 роки тому

    Frost clean feature ta ki use korechen? Koy din por por koren? Amar model eo feature ta ache arki notun ekhono use kora hoy ni tai feature ta

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      বেশ কয়েক বার ব্যবহার করেছি। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকা অবস্থায় ব্যবহার করলে ভালো হবে। কারণ, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে বরফ একটু বেশি জমবে।

    • @tahmidsajjadchowdhury7685
      @tahmidsajjadchowdhury7685 2 роки тому

      @@akramulislam3502 thanks for the info brother. আনুমানিক কেমন পাওয়ার consume করে আপনার ইউনিট?

  • @SayedSudip
    @SayedSudip 2 роки тому +1

    ওয়ালটন এসির পিসিবির দাম কেমন হতে পারে, জানলে জানাবেন প্লিজ।

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      দুঃখিত, আমার জানা নেই।

  • @stepbrother9319
    @stepbrother9319 Рік тому

    Inverna ac onkkhn chalanor por instant off hyna 80 sec time lage eta off krbo kivabe ?

    • @akramulislam3502
      @akramulislam3502  Рік тому

      আমার জানামতে ৩ মিনিট পর বন্ধ হওয়ার কথা। এটা নরমাল এবং ভালো বিষয়। আউটডোর ইউনিট সাথে সাথে বন্ধ বন্ধ হয়ে যায়, আর ইনডোর ইউনিটের ফ্যান ৩ মিনিট চলবে। আমার জানামতে এটা বন্ধ করার উপায় নেই। ধন্যবাদ।

    • @stepbrother9319
      @stepbrother9319 Рік тому

      @@akramulislam3502 indoor off hy timer uthe 80 sec trpr 0 hoye off hy

    • @akramulislam3502
      @akramulislam3502  Рік тому

      তাহলে মনে হয় আপনার এসির মডেলের জন্য ৮০ সেকেন্ড নির্ধারিত করা হয়েছে।

  • @isonusohan
    @isonusohan 2 роки тому +2

    এই মডেলের এসির রিমোটে লক বাটন কোনটা?

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      আমার রিমোটের লক বাটনে lock লিখা আছে। আমাকে পুরোনো মোডেলের রিমোট দেওয়া হয়েছে।

  • @naziamazid7991
    @naziamazid7991 2 роки тому

    apni dine kotokkhon ac chalan? ar monthly bill kemon ashe per month?

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      অনুগ্রহ করে প্রথম কমেন্টে পড়ে দেখুন।

    • @naziamazid7991
      @naziamazid7991 2 роки тому

      @@akramulislam3502 bhaiya, ami walton ac use kori na, sharp use kori non inverter, tai ask korsilam ekta idea newar jonno je apni kotokkhon ac chalan daily? and apnar electricity bill kemon ashe? kindly janaben.

  • @tanvirahmedpolok7858
    @tanvirahmedpolok7858 2 роки тому

    Vai ata ta ki hot and cool feature accha?

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      শুধু কুল ফিচার আছে ,, গরম ফিচার নেই।

  • @reza4857
    @reza4857 2 роки тому +1

    Ai ac ta ami niyechi 2 month ac theke onek sound hoy ki korbo

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      16267 নম্বরে কল করুন কম্পানির টেকনিশিয়ান বাসায় চলে আসবে। আলহামদুলিল্লাহ আমার এসি এখনো খুব ভালো চলছে। কোনো সমস্যা নেই।

  • @mehedihasansagor5553
    @mehedihasansagor5553 2 роки тому

    ভাইয়া Frost Clean অপশন কিভাবে চালু করবো যদি বলতেন

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +2

      এসি কুল মুডে সেট করে Sleep button পরপর চারবার চাপলে ফ্রস্ট ক্লিন চালু হবে এবং display তে CL লেখা দেখে যাবে,, ২৩ মিনিট পর ফ্রস্ট ক্লিন শেষ হবে। ধন্যবাদ।

  • @golamali23
    @golamali23 2 роки тому +3

    Haier inverter Ac have the self clean control also its used R32 gas better for every one

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      Yes, Haier inverter AC has frost clean function with R32 gas and copper condenser.

    • @MahmudasRecipe
      @MahmudasRecipe 2 роки тому

      এটাতেও একই গ্যাস ইউজ করে

  • @Babamahmud8330
    @Babamahmud8330 2 роки тому +8

    আমার Walton ac বয়স প্রায় ৫ বৎসর ,কোন ঝামেলা ছাড়াই চলছে,এক বার ও সার্ভিস লাগে নাই।

  • @জুনাইদআহমেদ-ঝ৩ফ

    বুঝিনা, বিদেশের সাথে হিসাব মিলালে সব প্রোডাক্টেই ডাবলের চেয়ে দাম হয়ে থাকে দেশে।

    • @nuraminsuza
      @nuraminsuza 2 роки тому +1

      বাংলায় কাচামালের ভ্যাট বেশি হয় তাই দাম বেশি।

    • @Righteousd1
      @Righteousd1 2 роки тому +1

      ওয়ালটন দেশী কোম্পানী হিসাবে টেক্স ছাড় পায় আর অন্য কোম্পানী গুলো অনেক বেশি টেক্স দেয়া লাগে তাই ওয়ালটন এর উচিত গ্রাহকের কথা চিন্তা করে দাম কমানো ।

  • @raw_mind
    @raw_mind 6 місяців тому

    ভাই ৭০-৭৫ এর ভিতর কোনটা ভালো হয়?

  • @krishi_onusilon
    @krishi_onusilon 2 роки тому +1

    আমার রুম ১১*১৩ স্কায়ার কত টন নিবো.?

  • @khansaheb5146
    @khansaheb5146 Рік тому

    প্লিজ ভাই উত্তর দিবেন। ভাইয়া আমি আমার বাসার জন্য ওয়ালটোন ১ টন ইনভারটার এসি নিতে চাচ্ছি কিন্তু ইনভারটার এসির পিসিবি নস্ট হয়ে যায় এবং অনেক টাকা লাগে। ওদের শোরুম থেকে বললো যে ওরা ৩ বছরের মধ্যে পিসিবি নষ্ট হলে রিপেয়ার করে দিবে আর নাহয় নতুন লাগিয়ে দিবে। এখন আমি ওদের কথায় কতোটুকু ভরসা করতে পারি এবং পিসিবি নিয়ে আমি খুব ভয় পাই। দয়া করে বলুন এখন কেনা কি ঠিক হবে প্লিজ প্লিজ প্লিজ ভাই

    • @akramulislam3502
      @akramulislam3502  Рік тому +1

      হ্যাঁ, তিন বছরের মধ্যে নষ্ট হলে কম্পানি ঠিক করে দিবে, না হয় নতুন পিসিবি লাগিয়ে দিবে।১৬২৬৭ এই নম্বরে যোগাযোগ করলেই হবে।

  • @litonkhan1156
    @litonkhan1156 2 роки тому

    ভাইয়া top lodging ওয়াসিং মেশিনের বিষয় আরো কিছু জানতে চাই 🥺

  • @mrbro5630
    @mrbro5630 2 роки тому

    month e koto khon use koren r bill koto ase ??

    • @nazmulafrin5180
      @nazmulafrin5180 2 роки тому +1

      Akta Ac 1000 watt er mane aprox 1 unit usease er soman ...akn 1.5 ton =1.5 unit/per hour ar apni daily koto hour use koren easily paiye jaben , 1.5 ton Ac apni 8 hours use koren thole 1.5×8=12 unit asbe akn bill per unit 5.75 tk hoile =12×5.75=69 tk only per day if u use 8 hours Ac

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      অনুগ্রহ করে প্রথম কমেন্টে পড়ে দেখুন।

  • @ecomartbd
    @ecomartbd 2 роки тому +2

    Everything was good brother but need exact electric consumption cost per hour for 12 hours. That is more important than anything. You did very well though.

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      Yes brother, but our meter is pre paid and without this AC we have more electric appliances, so finding out exact electric power consumption cost of this AC is impossible for me. Thanks brother.

  • @rodelavlogs5859
    @rodelavlogs5859 2 роки тому

    আউটডোর ইউনিটে যদি বৃষ্টির পানি বেশি পড়ে তাতে কি কোন ক্ষতি হবে জানাবেন প্লিজ

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      কোনো ক্ষতি হবে না, বরং পরিষ্কার হবে। তবে আউটডোর ইউনিট ছায়াযুক্ত স্থানে স্থাপন করলে বিদ্যুৎ বিল কম আসবে, কম্প্রেসারে চাপ কম পরবে।

    • @rodelavlogs5859
      @rodelavlogs5859 2 роки тому

      ভাইয়া আমার এসি walton ইনভার না ১৮ সি স্মার্ট এসি আমি কিভাবে মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ কতটুকু খরচ হয়েছে বুঝবো কিভাবে আর আমি যদি ইকো মোডে ২৪ ২৫ ডিগ্রিতে চালাই আমার মাসিক বিল কত আসতে পারে জানাবেন প্লিজ

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      @@rodelavlogs5859 এসির রিমোট এর সাথে একটা কাগজ দেওয়া হয়েছে, সেখানে মোবাইলের সাথে এসি সংযোগের নিয়মাবলী লিখা আছে। প্রথমে Walton smart appliances এপটি ডাউনলোড করে নিন। ধন্যবাদ।

  • @rajinhasan908
    @rajinhasan908 5 місяців тому

    ভাই আমার নন ইনভেন্টর এসি টার সাটার ২ বার পাওয়ার বাটন প্রেস করার পর বন্ধ হয়, ১ বারে হয় না কিভাবে এটা ঠিক করবো

    • @akramulislam3502
      @akramulislam3502  5 місяців тому

      মনে হয় রিমোটের সমস্যা। অথবা মনে হয় ব্যাটারির চার্জ কমে গেছে।

  • @kazisamin4515
    @kazisamin4515 2 роки тому

    Bhai frost cleaning ta kibhabe korbo? Ektu bolle upokar hoto

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      এসির রিমোটে থাকা ''sleep'' বাটনটি ৪ বার চাপলে ফ্রস্ট ক্লিন চালু হবে। এটা চালু হলে এসির ডিসপ্লেতে ''CL'' লেখা দেখাবে। ২৩ মিনিট সময় লাগবে এই ফ্রস্ট ক্লিন শেষ হতে। শেষ হলে 'CL' লেখাটি চলে যাবে। Temperature 25°c এর বেশি থাকলে ফ্রস্ট ক্লিন কাজ করবে।

    • @kazisamin4515
      @kazisamin4515 2 роки тому

      @@akramulislam3502 Thank you

    • @kazisamin4515
      @kazisamin4515 2 роки тому

      @@akramulislam3502 bhai frost cleaning er time e onek awaj hocche, jhir jhir kore, eta ki normal?

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      @@kazisamin4515 yes it's normal

  • @mehedihasansagor5553
    @mehedihasansagor5553 2 роки тому

    Viya Walton Vs Gree ac konta best hoba

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      দুইটাই ভালো,, তবে ওয়ালটনের সব নতুন এসিতে R32 গ্যাস ব্যবহার করা হয়েছে, এটা বর্তমানে সবচেয়ে ভালো গ্যাস । আমার জানা মতে গ্রী এসিতে r410a গ্যাস ব্যবহার করা হয়েছে। তাই আমার কাছে মনে হয় ওয়ালটন গ্রী থেকেও বেশি ভালো হবে।

    • @mehedihasansagor5553
      @mehedihasansagor5553 2 роки тому

      @@akramulislam3502 আপনার কথা ঠিক আছে কিন্তুু ওয়াল্টন সুপার সেভার এসিতে ১.৫ টন এসিতে Micro Chnnal condenser ব্যবহার করা হয়েছে এই Condenser ভালো হবে কি দয়া করে জানাবেন

  • @ashikkhan1725
    @ashikkhan1725 5 місяців тому

    ভাই বিদুৎ বিল কেমন আসে আপনার এসি তে যদি 12 ঘন্টা চালানো হয়

  • @RobiulIslam-bd4jf
    @RobiulIslam-bd4jf Рік тому

    Vai gree inverter ac kamon hobe

  • @jannaulislam8756
    @jannaulislam8756 2 роки тому

    VI bill kmn Ase ektu bolben. R apni r ta 1 ton naki 1.5 ton.

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      1 ton

    • @jannaulislam8756
      @jannaulislam8756 2 роки тому

      Vai. Apni r bill kmn Ase akhon o bolen nai

    • @jannaulislam8756
      @jannaulislam8756 2 роки тому

      Plz bolben vai

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      @@jannaulislam8756 আমার মোবাইলের ওয়ালটন এসির এপের তথ্য অনুযায়ী এই এসি ইকো মুডে একটানা ৪/৫ ঘণ্টা চলেলে প্রায় ২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। ইকো মুডে বিদ্যুৎ বিল কম আসে। তবে ইকো মুডে রুম ঠান্ডা করতে একটু বেশি সময় নেয়। এই এসি প্রথম ১ ঘন্টা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, পরবর্তী ৩/৪ ঘণ্টা ঐ পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। আমি এই এসি প্রায় সব সময় ২৭ ডিগ্রীতে চালাই। ২৭ ডিগ্রিতেই যথেষ্ট ঠান্ডা হয়। ভাই এপের তথ্য ছাড়া আমার কাছে এসির বিদ্যুৎ বিলের হিসাব জানার কোনো উপায় নেই। ফ্লাটে অনেক কিছু আছে কোনটা কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে তা বুঝার উপায় নেই। আমাদের বিদ্যুৎ মিটার কার্ড সিস্টেম। বাহিরের যত বেশি গরম থাকবে এসির বিদ্যুৎ বিল ততো বেশি আসবে, তাই এসি রাতে বিদ্যুৎ কম ব্যবহার করে দিনের তুলনায়। আপনার আউটডোর ইউনিট যদি ছায়ায় থাকে তাহলেও বিদ্যুৎ বিল একটু কম আসবে। ধন্যবাদ ভাই।

  • @737boy8
    @737boy8 3 місяці тому

    Jamuna ac ta o indoor unit chole

  • @hrapon5242
    @hrapon5242 Рік тому

    Vai ei ac tar model koto?

  • @nafiuliqbalprobash8901
    @nafiuliqbalprobash8901 5 місяців тому

    ভাই, এই মডেলের এসি র কনডেনসার এলুমিনিয়াম এর কনডেনসার।

    • @akramulislam3502
      @akramulislam3502  5 місяців тому

      আগে কপার কন্ডেনসার ব্যাবহার করা হতো।

  • @rohanahamed4182
    @rohanahamed4182 5 місяців тому

    Vai Amar room 110 square feet koto ton use korbo

  • @a.k.m.azizulislam605
    @a.k.m.azizulislam605 2 роки тому +3

    All parts are good , ok
    How about the power consumption @8hours)/day at 70% power saving mode?
    So , can get the real scenario.

    • @Righteousd1
      @Righteousd1 2 роки тому

      14-18 Hours Used @30 days electric bill around 800-1000TK

    • @MuhammadMuniruzZaman15
      @MuhammadMuniruzZaman15 2 роки тому

      @@Righteousd1 which model brother?

    • @Righteousd1
      @Righteousd1 2 роки тому +1

      @@MuhammadMuniruzZaman15 WSI-INVERNA (SUPERSAVER)-18C [SMART]

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      Alhamdulillah all parts are still good, but brother I didn't check the amount of power consumption with electric meter

    • @clashofclan6566
      @clashofclan6566 2 роки тому +1

      walton ac তে ৭০% মোড নেই, ৬০ % আছে, ৭০% পেতে চাইলে lg ac নিতে হবে।

  • @nazruldibba7395
    @nazruldibba7395 2 роки тому

    ভাই আমি সেইম এসি কিনলাম কিন্তু আউটডোর মেশিন এর নাম kristaline কেন জানাবেন

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      ভাই আমার আউটডোর ইউনিটে কোনো kristaline লেখা নাই। আপনার আউটডোরে কেন ঐ নাম আছে, তা আমার জানা নেই।

    • @ashikmahmud8077
      @ashikmahmud8077 2 роки тому

      Apnake vul outdoor unit dite pare.. Walton er sathe kotha bolen druto

  • @shishirmandaljoy4573
    @shishirmandaljoy4573 2 роки тому

    এটা কত কিলোওয়াট বিদ্যুৎ গ্রহন করে?

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      সর্বোচ্চ ৯৫০ ওয়াট। তবে এটা ইনভার্টার এসি, তাই একটানা ৯৫০ ওয়াট বিদ্যুৎ গ্রহণ করে না। ধন্যবাদ

  • @jrn2695
    @jrn2695 2 роки тому

    atar plastic quality kmn?

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      Very good plastic,, ABS use kora hoyese. এই এসির প্লাস্টিকের রং হলদে হবে না।

  • @HabiburRahman-zi4td
    @HabiburRahman-zi4td Рік тому

    ভাই আমি একটি ওয়াল্টন এসি কিনেছি, আমি ম্যানেজার কে বললাম যে কপার কয়েল এর এসি দিতে কিন্তু তারা এ্যলুমনিয়াম ধরায় দিছে, একটু বেশি টাকা দিয়ে অন্য ভাল ব্যান্ড এর এসি কিনুন, ওয়াল্টন কমাপানি পুরাই বাটপার হয়ে গেছে দের টন এর এসি ৭২০০০ টাকা নিল কিন্তু ধরাই দিল এ্যলুমনিয়াম আর কয়েক হাজার টাকা দিলে Gree এসি কিনতে পারতাম

    • @akramulislam3502
      @akramulislam3502  Рік тому

      ভাই ওয়ালটন ১.৫ এসির Inverna supersaver, extremesaver, ultrasaver ছাড়া বাকি সব মডেলে কপার কনডেনসার ব্যবহার করা হয়েছে। ভাই ম্যানেজার নিজেও সব জানে না। ওয়েব সাইট দেখে জেনে নিন waltonbd.com/split-ac/5275-watts-18000-btu-hr

  • @MarufTechMaker
    @MarufTechMaker 2 роки тому

    আপনার রুমের সাইজ কত?

  • @EjajurRahman-pc5cz
    @EjajurRahman-pc5cz 5 місяців тому

    কয় টাকা খাইছেন

  • @shootergaming1687
    @shootergaming1687 2 роки тому +3

    R32 gas দিয়া ac inverter🤪🤪🤪
    70% energy saving
    মজা লন পাবলিক এর সাথে

    • @farhanshahriar5593
      @farhanshahriar5593 2 роки тому

      ভাই Haier & DAIKIN এতেও R32 gas use kre.

  • @mebashir7311
    @mebashir7311 2 роки тому +2

    Walton ac performane is good.

  • @prottoyshah2003
    @prottoyshah2003 2 роки тому +5

    ভাইয়া,আপনি যে অটো ক্লিনের কথা বললেন সেটা এলজি এসিতেও আছে,ওইটাও সেম প্রসেস।
    ঐটায় ব্লোয়ার হালকা স্পিডে 30 মিনিট পর্যন্ত চলে ,ফলে ভেতরের জলীয় অংশ দূর হয়ে যায়।

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +5

      আপনি মনে হয় self clean-এর কথা বলছেন, আর আমি frost clean-এর কথা বলছি। আমার জানামতে frost clean ফাংশন এখন পর্যন্ত Walton ছাড়াও Haier and Hitachi এসিতে আছে, LG এসিতে নেই। ধন্যবাদ ভাই ‌।

    • @prottoyshah2003
      @prottoyshah2003 2 роки тому

      @@akramulislam3502 ওহ আচ্ছা,এটা আমার জানা ছিল না। আপনার মতে এলজি এসি কেমন,ডুয়াল ইনভার্টার যেটা ?

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +3

      @@prottoyshah2003 আমার জানামতে LG dual inverter AC অবশ্যই খুব ভালো। বাংলাদেশের LG এসিতে R410a গ্যাস ব্যবহার করা হচ্ছে, তবে ভারতের LG এসিতে R32 গ্যাস ব্যবহার করা হচ্ছে। R32 গ্যাস সবচেয়ে ভালো। আরে ভাই আমি নিজেও প্রথমে LG dual inverter AC কিনতে চেয়েছিলাম, কিন্তু যাচাই বাছাই করে দেখলাম ওয়ারেন্টি, ফিচার, বিক্রয় পরবর্তী সেবা এবং দামের দিক থেকে Walton supersaver এসি LG dual inverter এসি থেকে অনেক এগিয়ে। তাই Walton supersaver smart AC কিনেছি ‌। তবে LG dual inverter AC খুব ভালো এতে আমার সন্দেহ নেই।

    • @ctgcooltouch
      @ctgcooltouch 2 роки тому

      @@akramulislam3502 এসব দিয়ে লাভ হয় না

    • @RobiulIslam-bd4jf
      @RobiulIslam-bd4jf Рік тому

      Gree ac ta self clean thaka

  • @galibg999
    @galibg999 Рік тому

    Bill kemon ache

  • @Bangladesh_PK
    @Bangladesh_PK 2 роки тому +2

    Tv একটা কিনছি স্মার্ট
    ২ বছর হইছে প্যানেল শেষ
    প্যানেল ওয়ারেন্টি ২ বছর
    এখন টাকা লাগবে ১৫ হাজার😭

  • @alvirahman2270
    @alvirahman2270 Рік тому +1

    3rd class ekta ac ...amr ta 2.5 yers por leak hoise...1.5 months e 5 bar leak thik korsi, Then na pere sell kore disi. Ami ekdom same model ta use kortam 1.5 ton

    • @Ferrywalibd
      @Ferrywalibd 7 місяців тому

      কপাল খারাপ ভাই, আমাদের ৩ টা ফ্রিজ ওয়াল্টনের। ২ টা খুব ভালো ৫ বছরেও সমস্যা দেয় নাই, আরেকটা নিয়েছি ২ মাসের ই নস্ট হইছে, দেড় বছরে ৪-৫ বার নস্ট হইছে

  • @farukhasan4810
    @farukhasan4810 2 роки тому

    এক টন কতু টাকা বলেন। আপনি কতু টাকা দিয়ে কিনেছেন।জানাবেন

  • @ahmadtanvirsiddiqui2222
    @ahmadtanvirsiddiqui2222 2 роки тому +9

    I have LG Dual inverter wifi smart ac / Panasonic econavi ac & sharp j-tech inverter ac. All ac are performing good but Panasonic econavi inverter ac is better than LG & Sharp.
    By the way, my sharp ac condenser is aluminium but after 6 yers I do not face any problem.
    All air-conditioners refrigarent are unfortunately R410A.

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому

      Thank you brother for your infomative comment.

    • @MehediHasan-px1ge
      @MehediHasan-px1ge 2 роки тому

      Will you explain how panasonic is performing better than LG?

    • @_R_I_P
      @_R_I_P 2 роки тому

      Panasonic কেন বেশি ভালো ❓

    • @Righteousd1
      @Righteousd1 2 роки тому

      Panasonic inverter AC compressor garuntee কতো বছর?

    • @Righteousd1
      @Righteousd1 2 роки тому

      LG inverter WIFI AC service কেমন পাচ্ছেন?

  • @mdashrafuddin8751
    @mdashrafuddin8751 2 роки тому

    vhai apnr room ar size koto

  • @mdamirfaisal5795
    @mdamirfaisal5795 2 роки тому

    আমার আউটডোরের১.৫/২ ফুট পাশে ওয়াল। এটা কি কোনো প্রব্লেম হবে??

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      আউটডোর ইউনিটের সামনে ৪/৫ ফুট ফাঁকা থাকা উচিত। আর ডানে ও বামে ১/১.৫ ফুট ফাঁকা থাকা উচিত। এর থেকে কম হলে পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল করতে অসুবিধা হতে পারে, ফলে আউটডোর একটু বেশি গরম হয়ে যেতে পারে। তাই রুম ঠান্ডা করতে একটু বেশি সময় লাগতে পারে।

    • @mdamirfaisal5795
      @mdamirfaisal5795 2 роки тому

      @@akramulislam3502 আউটডোরের কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে?? ভা এসির কোনো ক্ষতি হতে পারে কিনা??? একটু জানাবেন।

    • @akramulislam3502
      @akramulislam3502  2 роки тому +1

      @@mdamirfaisal5795 কম্প্রেসারে একটু বেশি চাপ পরতে পারে। আসলে এই বিষয়টি এসির ইন্জিনিয়ার বা ভালো অভিজ্ঞ টেকনিশিয়ানরা ভালো বলতে পারবেন। ভাই ! আমার মতো একজন সাধারণ মানুষের নিকট প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

  • @md.shahidislam9926
    @md.shahidislam9926 2 роки тому +1

    ভাই আপনার রুমের ছাইজ কতো রুমটা দেখাইলে ভাল হত