রুশ বিপ্লব কেন হয়েছিলো ?| আদ্যোপান্ত | What caused the Russian Revolution?

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • রুশ বিপ্লবের মাধ্যমে কিভাবে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : / adyopanto
    ইউরোপ তথা আধুনিক পৃথিবীর ইতিহাসে রুশ বিপ্লব বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে জার শাসনের বিরুদ্ধে এবং অক্টোবরে ভ্লাদিমির লেলিনের নেতৃত্বে হওয়া সমাজতান্ত্রিক বিপ্লবকে একত্রে রুশ বিপ্লব বলা হয়। এর ফলে রাশিয়ায় দীর্ঘকালের জার শাসনের অবসান হয়। সেইসাথে প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় বসে কোনো কমিউনিস্ট পার্টি। দ্রুতই রুশ বিপ্লবের প্রভাব রাশিয়ার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে আরো অনেক দেশে।
    একটি বিল্পব সবসময়ই বড় কোনো পরিবর্তন নিয়ে আসে। কিন্তু কখনো কি কারো মনে প্রশ্ন জেগেছে? এক সপ্তাহ, এক মাস কিংবা মাত্র এক বছর ধরে চলা একটি বিল্পব কি করে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্রের আগাগোড়া বদলে দিতে পারে। আপাতদৃষ্টিতে যুগান্তকারী সব বিল্পবের স্থায়িত্বকাল যতই স্বল্প হোক না কেন, এর পেছনে থাকে- শত বছর পুরনো পটভূমি, একটু একটু করে জমতে থাকা মজলুম জনতার দুঃখদুর্দশার হাজারো গ্লানি। তেমনি রুশ বিল্পবের পেছনেও রয়েছে এমন অনেকগুলো কারণ।
    সেইসব কারণগুলোই জানবো আদ্যোপান্তর আজকের পর্বে
    ▶ Follow Me on Facebook:
    / damahbub
    ▶ Follow Me on Instagram:
    / da.mahbub
    💻 যুক্ত হোন:
    ফেইসবুক: / adyopanto
    💻 আমাদের ওয়েবসাইট:
    www.atpoure.com
    📌 For Copyright Related Issues, please contact us:
    info.adyopanto@gmail.com

КОМЕНТАРІ • 187