বন্ধুরা অনিক দিন ধরে কোন রিভিউ দেওয়া হচ্ছিলো না।আপনাদের অনুরোধে ইয়ামাহা এফ জেট এস ভার্সন থ্রি বাইকটির রিভিঊ নিয়ে আসলাম। বাংলাদেশের রিভিউ চ্যানেল গুলো দিন দিন যেভাবে নিজেদের অবস্থান বিক্রি করে দিচ্ছে তা আজ বাংলাদেশের বাইকিং কে প্রশ্ন বিদ্ধ করছে। রিভিউ চ্যানেল গুলোর রিভিউ গুলো পুরো পুরি পেইড ।রিভিউ গুলো আর রিভিউ থাকছে না।স্পশটতই বুজা যাচ্ছে তারা পেইড প্রমোশন করছে।আজকের রিভিউ টি তে না পারতে আপনাদের অনেকের অনুরোধে অনেক গুলো সত্য বিষয় তুলে ধরেছি। বিক্রি হোয়া মানুষ গুলো আমার পিছনে উঠে পরে লাগতে পারে।আপনারা চিন্তিত হবেন না।আমি এভাবেই আরো অনেক গুরুত্ব পূর্ন তথ্য নিয়ে আরো ভ্লগ করবো।আশা করি আপনারা সব সময় আমাকে কাছে পাবেন। যেকোন ধরনের রিভিউ দেখে বাইক কিনার সিদ্ধান্তের আগে ভাল করে বুজে দেখুন তারা কতটুকু সত্য আপনাদের মাঝে তুলে ধরছে।আমার ভ্লগ টি কাউকে আঘাত করার জন্য নয়।সবাই কে ভালো কাজ ও সঠিক রিভিউ প্রদানে উতসাহিত করার লক্ষে এই ভ্লগ টি করা কেউ যদি আমার কোন কথায় আহত হয়ে থাকেন তার জন্য আমি আন্তরিক ভাবে দুক্ষিত। আমি সব সময় সাধারন বাইকারদের পক্ষে কথা বলি ও আগামীতেও বলবো। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ফেসবুকে আমার আইডিতে ও পেইজে ফলো লাইক দিয়ে আমার সাথে থাকুন MY LINK LIKE MY PAGE : facebook.com/ChocolateBIKER/ MY ID : facebook.com/nitoru
আমি জানিনা কি ভাষায় আপনাকে অভিনন্দন জানাব, বাংলা ভাষায় বাইক সম্পর্কিত এত ভালো তথ্যচিত্র এই প্রথম পেলাম। দাদাভাই - আপনার উপস্থাপন প্রণালী সত্যিই প্রশংসনীয় । ভীষণ ভীষণ ভালো লেগেছে । আমি আপনার ভাইয়ে র মত । সুদীপ, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল থেকে । কিছুদিন হলো আমিও একটা Fzs নিয়েছি। দাদাভাই বাইক রিলেটেড কিছু প্রশ্ন থাকলে উত্তর দেবেন pls । ভালো থাকবেন ।
তরু ভাই আমি নিজেও ভার্সন থ্রি ইউজার! অস্থির রিভিউ! ইয়ামাহা মনোপলি বিজনেস করতেছে বাংলাদেশে! সাথে কিছু পেইড এজেন্ট রাখছে ইউটিউব+ফেইসবুক এ ইয়েস ইয়ামাহা (🖕) বলে চিল্লানোর জন্য 🙄
Sabina Shafath ভাই কমেন্ট পরে তারপর কথা বলেন আমি বলছে milton97 কে কারন উনি বলতছে টাকা দিয়ে নাকি ইয়াস ইয়ামাহ বলায় ...ইয়াস ইয়ামাহ টা মন থেকেই মানুষের চলে আসে টাকা দিয়া দালাল রাখা লাগেনা ইয়ামাহার সাফাই গাইতে,যারা বাজাজ আর টিভিএস চালায় তারাই এইসব বালের প্যাচাল পারে
শেষের কথা গুলো অনেক ভাল লাগলো ভাই। আসলেই ঐ পেইড গ্রুপ গুলা এখন আর বাইকারদের চিন্তা করে না। টালা বেশি পাইলে ভাল বলে আর কম পাইলে খারাপ বলে। আপনার সাথে আছি ভাই। আপনি এগিয়ে যাবেন। আর আমাদের সুন্দর সুন্দর বাইক রিভিউ দিবেন
চামচামি করার জন্য অনেকে ভিডিও বানায় এটা সত্য,ভাই আপনি ঠিক বলছেন এই বাইেকের দাম অনেক বেশি রাখে এই ফিচারের বাইক এত দাম না।ইমাহার একটা ব্যাণ্ড ভ্যালু আছে ,তাই বলে এরা ডাকাতি করবে এভাবে
ভাই ইন্ডিয়া থেকে বলছি।yemha কোম্পানি এখানে বরং কম ই দিয়েছে।লঞ্চ হওয়ার সময় মনে হয়ে ছিলো।কিন্তু এখন এর দাম অনান্য bike থেকে অনেকটাই কম fi, abs,5 ইয়ার ইন্সুরেন্স নিয়ে অন্যান্য bike র dam অনেকটাই বেড়ে গেছে। আর একটা কথা বাংলাদেশ এ এখনও পুরোনো gixxer এখন ও আছে যারা কিনবার কিনে নিন।নতুন gixxer র দাম অনেক বেড়ে গেছে fi আর abs যোগ হওয়ার পর। ইন্ডিয়া এ bike র দাম আরো বাড়বে কারণ 2020 april র পর থেকে এখানে bs6 আবশ্যিক হয়ে যাবে।প্রতি গাড়ির দাম 5-9 হাজার টাকা করে বাড়বে।bs4 বন্ধ হয়ে যাবে।বাংলাদেশ এ সেই bs6 bike ই পাঠাবে।তাহলে তো বাংলাদেশ এ দাম আরো 20-30 হাজার টাকা করে বেড়ে যাবে।
আসসালামু আলাইকুম ভাই আমি আপনার সাধারণ একজন ফ্যান।আপনার ভিডিও দেখা আর আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব করার একটাই উদ্দেশ্য আপনি যেকোন বাইকের ব্যাপারে সঠিক তথ্য দেন। ধন্যবাদ ভাই আপনাকে অনেক আরো অনেক ভালো ভালো ব্লক করেন।
Turo vai..ktm rc 125 er ekta tita and mitha dik pety cai apnar kacy thyke ....apnar thyke valo review youtube e ame pai ni ...best of luck vai..agiea jan ...sathy aci thakbu sob somoy..tnx vai
vi apnar bebohar ta khub valo lage r onno youtuber der moto apni vab o nen na abong joruri comment r reply den apnake onek onek thanks😊 agiye jan vi..doa kori allah apnake o fmly k susto rakhuk
স্বপন খান ভ্লগ দেখে যারা ভি থ্রি কিনতে আগ্রহী হয়েছে, তাদের এখন কি হবে ফ্রান্স 😅😅 যে যাই বলুক, তরু ভাইয়ের কাছে বাংলাদেশের সব মটোভ্লগারদের অনেক কিছুই শেখার আছে।
I m using this but as this is my first bike i can hardly realise the good side or bad side. But i rode other bikes and found comparatively better than this. Even though, I m feeling wow using my first bike.
আলহামদুলিল্লাহ আনেক সুন্দর হয়েছে ধন্যবাদ জানান আমার ডিসকাভার নতুন টা কিনেছি সিবিএস বেরক আমি আপনাকে একটা ব্যাপারে একটা রিবিও দেয়ার জন্য আমি আপনাকে উনোরোদ করছি ধন্যবাদ
বাইকটির দাম তুলনামূলক ভাবে বেশি। সিঙ্গেল চ্যানেল এবিএস এর শর্তেও দাম অনেক বেশি। আমার মতো অনেক ভাইদের দাম শুনে পিছিয়ে যেতে হয়। আশা করি ইমাহা কোম্পানি সকল বাইকারদের আশা পূরণ করবে😊
ভাই এটার দাম বেশি হওয়ার কারন হলো, মার্কেটে এই সেগমেন্টে এত সুন্দর লুকস এর abs ব্রেকিং এর বাইক নাই। সুজুকি, হন্ডা, বাজাজ, যদি এই সেগমেন্টে abs বাইক আনে তখন দাম কমাতে বাধ্য হবে। বাজাজ এন এস ১৬০ abs এখন আসছে উত্তরা মটরস এ, fi ইঞ্জিন, দাম ২৫৪৯০০, বাজাজ ও কিন্তু অনেক বেশি করে ফেল্লো অনলি ফর। abs and fi ইঞ্জিন। জদিও বাজাজে এন এস তে থাকছে অয়েল কুল ইঞ্জিন, আমার মনে হয়না সুজুকি, হন্ডা, যদি এই সেগমেন্টে abs বাইক নিয়েও আসে সাথে এফ আই ইঞ্জিন, আমি নিশ্চিত করে বলতে পারবো তারাও এই বাইকের দাম ২.৫ লাখের নিচে রাখতে পারবেনা। উদাহরণ হিসাবে বলাযায়, সুজুকি ইনট্রুডার ৩২৫০০০ ছিলো এখন দাম ২৯৯০০০, এই হিসাবে ইয়ামাহা দাম কমি রেখেছে বলা যায়, এসি আই তে ডিস্কাউন্ট দিয়ে এখন ২.৮ লাখ+, বাট ইন্ট্রুডারে কোনো ডিস্কাউন্ট নাই। এই বাইক সফল হওয়ার পিছনে একটাই কারন ব্রাদার, এর প্রতিযোগিরা, এই লেভেলের abs বাইক সাথে এফ আই ইঞ্জিনের বাইক আনতে পারেনি। মার্কেটে সফল হওয়ার পিছে আরো অনেক কারন আছে এই বাইকের, তার মধ্যে একটা হলো,ভালো সার্ভিস, স্থায়িত্ব এবং পার্টস এর নিশ্চয়তা। আর আমাদের দেশে খুব কম মানুষী আছে জারা সব সময় ১০০+ স্পিডে বাইক রাইড করে। স্পিডের চেয়ে সেফটি আর রাইডিং কমফর্ট অনেক বেশি জরুরী। আমার মনে হয় রাইডের জন্য ১১৫+ কি.মি. ঘন্টা যথেষ্ট। আর এটা তো পিওর স্পর্টস বাইক না। সো স্পিড ১২০ এর নিচে থাকাটাই সাভাবিক। আমি ইয়ামাহা কে ট্যারো জিপি এর সাথে তুলোনা করবোনা কারোন, ট্যারো এর মাত্র ২টাই বাইক, তাও এই বাইক সবাই চালাতে পারবেনা, আর সব বয়সের মানুষের জন্য ট্যারোর বাইক গুলো উপযুক্ত ও না। এছাড়াও আরো অনেক কারন আছে। বাট fzs সব বয়সের, সব সাইজের মানুষের জন্য একদম পারফেক্ট। এছাড়াও স্যামসাং মবাইলের সাথে তো সিমফোনি, ওয়াল্টন জাতিয় মবাইলের তুলোনা চলেনা।
ভাই মনের কথাটা বলছেন, Yamaha বাইক এর দামটা মাত্রা অতিরিক্ত। এই প্রথম কাউকে এ-ব্যাপারে কথা বলতে দেখলাম। অন্যরাও বলে কিন্তু জোরালো ভাবে কেউ বলেনা,, ধন্যবাদ ভাই
আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি ভাইয়া। বিডিতে FZS V2 DD প্রাইস ২ লক্ষ ৪৫ হাজার টাকা। যেটা কিনা বাংলাদেশেই এসেম্বলিং হয়ে থাকে। ACI ইন্ডিয়া থেকে CKD কন্ডিশনে নিয়ে আসে যেটার ট্যাক্স ৯০-১৩০% পার্টস ভেদে। এখন প্রশ্ন হচ্ছে, বিডিতে এসেম্বলিং হওয়ার পরে এটার দাম কেন এত বেশি রাখা হয়েছে? যাদের কনফিউশান আছে আসলেই কি বিডিতে এসেম্বলি হয়ে থাকে, তারা ACI Motors এর অফিশিয়াল FB পেইজে নক দিয়ে জিজ্ঞেস করুন।
ভাই, আমি আপনার সকল ভিডিও গুলো দেখার চেষ্টা করি।আপনার ভিডিও অনেক ভালো লাগে।ভাই,আমি অনেক রেইনকোট ব্যবহার করছি আমার মন মত হয়নি।আপনার জানা মতে কোন রেইনকোট টি ভালো সেই সম্পর্কে যদি একটি ভিডিও তৈরি করতে তাহলে অনেক উপকৃত হতাম।
সবচেয়ে ভালো লাগছে আপনার রিভিউতে আবার তিতা ও মিঠা দিক দেখা গেলো,,ভাই আমি একজন ইয়ামাহা ভক্ত কিন্তু আমি এই বাইকটা দেখে আমার কাছে মনে হয়েছে এর ডিজাইনার ও এই বাইকের মতো একটা হাম্বা কোয়ালিটির,,বাইকের সবচাইতে তিতা দিক হলো এর বলদ লুকিং,,এইডারে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়।
বন্ধুরা অনিক দিন ধরে কোন রিভিউ দেওয়া হচ্ছিলো না।আপনাদের অনুরোধে ইয়ামাহা এফ জেট এস ভার্সন থ্রি বাইকটির রিভিঊ নিয়ে আসলাম। বাংলাদেশের রিভিউ চ্যানেল গুলো দিন দিন যেভাবে নিজেদের অবস্থান বিক্রি করে দিচ্ছে তা আজ বাংলাদেশের বাইকিং কে প্রশ্ন বিদ্ধ করছে। রিভিউ চ্যানেল গুলোর রিভিউ গুলো পুরো পুরি পেইড ।রিভিউ গুলো আর রিভিউ থাকছে না।স্পশটতই বুজা যাচ্ছে তারা পেইড প্রমোশন করছে।আজকের রিভিউ টি তে না পারতে আপনাদের অনেকের অনুরোধে অনেক গুলো সত্য বিষয় তুলে ধরেছি। বিক্রি হোয়া মানুষ গুলো আমার পিছনে উঠে পরে লাগতে পারে।আপনারা চিন্তিত হবেন না।আমি এভাবেই আরো অনেক গুরুত্ব পূর্ন তথ্য নিয়ে আরো ভ্লগ করবো।আশা করি আপনারা সব সময় আমাকে কাছে পাবেন। যেকোন ধরনের রিভিউ দেখে বাইক কিনার সিদ্ধান্তের আগে ভাল করে বুজে দেখুন তারা কতটুকু সত্য আপনাদের মাঝে তুলে ধরছে।আমার ভ্লগ টি কাউকে আঘাত করার জন্য নয়।সবাই কে ভালো কাজ ও সঠিক রিভিউ প্রদানে উতসাহিত করার লক্ষে এই ভ্লগ টি করা কেউ যদি আমার কোন কথায় আহত হয়ে থাকেন তার জন্য আমি আন্তরিক ভাবে দুক্ষিত। আমি সব সময় সাধারন বাইকারদের পক্ষে কথা বলি ও আগামীতেও বলবো। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ফেসবুকে আমার আইডিতে ও পেইজে ফলো লাইক দিয়ে আমার সাথে থাকুন MY LINK LIKE MY PAGE : facebook.com/ChocolateBIKER/
MY ID : facebook.com/nitoru
Vaia green model town na
Vai apner review cai sabsomoy
গুড জব ব্রাদার।
Vai ami apnar onek boro akjon feen, amar basa netrokona, vai ami tero gp kinta chai baik ti ki kina thik hoba?
বড় ভাই আসসালামু আলাইকুম আশা করি অনেক ভাল আছেন। অনেকদিন আগে বলছিলেন এফ কে এম স্ট্রীটফাইটার165 নিয়া একটা রিভিউ দিবেন
দাম নিয়ে আপনার মন্তব্য ভাল লাগলো।
অনেকদিন পর মনের কথা শুনলাম। সত্য বলার সাহস সবার থাকে না।
❤️❤️❤️
1st honest review of fzv3 in Bangladesh.
আপনার রিভিউ না দেখলে ভরসা পাইনা ভায়া....
Chocolet Biker is Reall😍😍
এভাবে সত্য বলার সাহস শুধু আমাদের চকলেট বাইকার এর ই আছে।। সাবাস তরু ভাই। গৌরীপুরে দাওয়াত রইলো চা খেয়ে যাবেন এই ছোট বাইকার ভাই টার সাথে।। লাভ ইউ বস।।
Vaii tangail a ekdin aisa gore jaiyen....
BAi goripur asban
কোন গোরি পুর লালপুরে
Mymensingh, Gouripur.
@@CreativeActionBD ওহ
আমি জানিনা কি ভাষায় আপনাকে অভিনন্দন জানাব, বাংলা ভাষায় বাইক সম্পর্কিত এত ভালো তথ্যচিত্র এই প্রথম পেলাম। দাদাভাই - আপনার উপস্থাপন প্রণালী সত্যিই প্রশংসনীয় । ভীষণ ভীষণ ভালো লেগেছে । আমি আপনার ভাইয়ে র মত । সুদীপ, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল থেকে । কিছুদিন হলো আমিও একটা Fzs নিয়েছি। দাদাভাই বাইক রিলেটেড কিছু প্রশ্ন থাকলে উত্তর দেবেন pls । ভালো থাকবেন ।
পুরো ব্লকে আপনার তিতা মিঠা কথার শেষ এ কিন্তু কিছু অপ্রিয় সত্যি কথা বলে দিলেন ধন্যবাদ এগিয়ে যান।
Vai believe me...apnr bike review pura boss level 💯 er...dua Kori ei vabe r o future e review korben insha'Allah
তরু ভাই আমি নিজেও ভার্সন থ্রি ইউজার! অস্থির রিভিউ! ইয়ামাহা মনোপলি বিজনেস করতেছে বাংলাদেশে! সাথে কিছু পেইড এজেন্ট রাখছে ইউটিউব+ফেইসবুক এ ইয়েস ইয়ামাহা (🖕) বলে চিল্লানোর জন্য 🙄
Milton T97 vai apni bajaj ar bike kinen jan..bd shobchaite yamaha r fan beshi ar apni janen e na kicu
@@arafatkhan9573 আপনি বোকা নাকি।ইয়ামাহার ফ্যান কম কেউ বলছে এখানে।আর এটা অবশ্যই সত্যি কথা বাংলাদেশে ইয়ামাহার দাম অনেক বেশি।
Sabina Shafath ভাই কমেন্ট পরে তারপর কথা বলেন আমি বলছে milton97 কে কারন উনি বলতছে টাকা দিয়ে নাকি ইয়াস ইয়ামাহ বলায় ...ইয়াস ইয়ামাহ টা মন থেকেই মানুষের চলে আসে টাকা দিয়া দালাল রাখা লাগেনা ইয়ামাহার সাফাই গাইতে,যারা বাজাজ আর টিভিএস চালায় তারাই এইসব বালের প্যাচাল পারে
@@arafatkhan9573 right bro
আমি নিজের চোখে দেখেছি এসি আই কিভাবে মার্কেটিং এর জন্য টাকা অপচয় করে ।অপচয় গুলো না করে বাইকের দাম কম করা যেত।
বাংলাদেশে যারা রিভিউ করে তাদের মধ্যে আপনি শ্রেষ্ঠ ..? আপনার রিভিউ থেকে সঠিক তথ্য পাওয়া যায়..! আপনাকে ধন্যবাদ
অনেক দিন পর ভাই লিজেন্ডারি তিতা ও মিঠা দিক নিয়ে😍
অনেক দিন পর ভায়ার রিভিউ রিলিজ হলো....
বরাবর ভালোই লাগলো😍😍
ভালো হছে ভাই ধন্যবাদ এগিয়ে যাও দোয়া করি আমি মালোশিয়া থাকে
U r the best moto UA-camr in Bangladesh. Love u vai
ভাই বাইক নাই তার পর ও আপনার Review দেখি 😍😍
ইনশাআল্লাহ একদিন
নিজের টাকায় কিনব
আমিও
Amio taka ase but kini na
ভাব ছিলাম এখানে আমিই এক মাত্র গরিব 😂😂
@@aniskhansp2851 vai aponi eka na ami o achi😓😓😓 in sha allah tobe ekta bike kinte jacci doya korben sobai..
@@samedia2209 best of luck bro..
শেষের কথা গুলো অনেক ভাল লাগলো ভাই। আসলেই ঐ পেইড গ্রুপ গুলা এখন আর বাইকারদের চিন্তা করে না। টালা বেশি পাইলে ভাল বলে আর কম পাইলে খারাপ বলে। আপনার সাথে আছি ভাই। আপনি এগিয়ে যাবেন। আর আমাদের সুন্দর সুন্দর বাইক রিভিউ দিবেন
vai.. kpt 150 2019 ta nite chacchi.. kmn hobe ektu jodi bolten onek valo hoto amar jonno.. thank u vau
ভাই! আপনি যা বলছেন সত্যিই বলছেন।
ইয়ামাহার সবগুলো বাইকের দাম অতিরিক্ত বেশি।
ভালো হয়েছে। বিশেষ করে ক্যামেরার কাজ এবং তথ্য বহুল উপস্থাপন প্রশংসার দাবিদার। শেষের বক্তব্য নিজের জাত চিনিয়েছে।
🥰🥰
চামচামি করার জন্য অনেকে ভিডিও বানায় এটা সত্য,ভাই আপনি ঠিক বলছেন এই বাইেকের দাম অনেক বেশি রাখে এই ফিচারের বাইক এত দাম না।ইমাহার একটা ব্যাণ্ড ভ্যালু আছে ,তাই বলে এরা ডাকাতি করবে এভাবে
ইয়ামাহার থেকে হোন্ডা, সুজুকি কোন দিক দিয়ে খারাপ
ডাকাতি তো ইয়ামাহা না এসিআই মোটরস করতেছে 😴
ভাই ইন্ডিয়া থেকে বলছি।yemha কোম্পানি এখানে বরং কম ই দিয়েছে।লঞ্চ হওয়ার সময় মনে হয়ে ছিলো।কিন্তু এখন এর দাম অনান্য bike থেকে অনেকটাই কম fi, abs,5 ইয়ার ইন্সুরেন্স নিয়ে অন্যান্য bike র dam অনেকটাই বেড়ে গেছে।
আর একটা কথা বাংলাদেশ এ এখনও পুরোনো gixxer এখন ও আছে যারা কিনবার কিনে নিন।নতুন gixxer র দাম অনেক বেড়ে গেছে fi আর abs যোগ হওয়ার পর।
ইন্ডিয়া এ bike র দাম আরো বাড়বে কারণ 2020 april র পর থেকে এখানে bs6 আবশ্যিক হয়ে যাবে।প্রতি গাড়ির দাম 5-9 হাজার টাকা করে বাড়বে।bs4 বন্ধ হয়ে যাবে।বাংলাদেশ এ সেই bs6 bike ই পাঠাবে।তাহলে তো বাংলাদেশ এ দাম আরো 20-30 হাজার টাকা করে বেড়ে যাবে।
hmm vai thik bolechen... HONDA o to kom jai na... Tader brand value o to onk but tara jothesto kom price a bike sell kore💘
ACI ডাকাত
এটা আপনার একটা সেরা ও সত্য রিভিউ। তরু ভাই... মন জিতে নিয়েছেন। thanks bro.. Salute Sir..
Simple er opor gorgeous kre 2 tare vore dilen....Nam bolle chakri thakbe na tai bollam na😝😝 bt osthir akta review hoise..... Purai juice🍷🍷🍷
valo lagce vai..4v r ekta review apnar kac thekei onk din dore khub asha kori vai
ভাই গাড়ি র চেও আপনাকে অনেক সুন্দর লাগছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক ।। ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ
গর্বের সাথে মাথা নিচু করে চালাবে 😄
যোশ লাগলো ভাই 😁
Joss
😂😂😂😂
ঐ লাইনটা ভালো ছিলো :)
ধন্যবাদ আপনাকে। ভ্রাম্যমান আদালতের এদের কে চোখে পরে না উদপাদন খরচের চেয়ে ৪/৫ গুন বেশি দামে বাইক বিক্রি করা নিয়ন্ত্রন করা যেত।
আসসালামু আলাইকুম ভাই আমি আপনার সাধারণ একজন ফ্যান।আপনার ভিডিও দেখা আর আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব করার একটাই উদ্দেশ্য আপনি যেকোন বাইকের ব্যাপারে সঠিক তথ্য দেন। ধন্যবাদ ভাই আপনাকে অনেক আরো অনেক ভালো ভালো ব্লক করেন।
Now that's call a honest review. The problem is not with Yamaha, the problem is with ACI.
🥰
Vaiaa review ta onk onk balo laglo R stti kotha bolar jonno onk onk tnx R apnar jonno doya roilo
verison 03 থেকে,
আমার মতে verison 02 টাই বেষ্ট।
v1 best!
exactly
Turo vai..ktm rc 125 er ekta tita and mitha dik pety cai apnar kacy thyke ....apnar thyke valo review youtube e ame pai ni ...best of luck vai..agiea jan ...sathy aci thakbu sob somoy..tnx vai
Congratulations for silver play button... Ekta mt15 er review diben vaia?
vi apnar bebohar ta khub valo lage r onno youtuber der moto apni vab o nen na abong joruri comment r reply den
apnake onek onek thanks😊
agiye jan vi..doa kori allah apnake o fmly k susto rakhuk
ভাই তিতা মিঠা কথা গুলো ভালোই লাগছে কিন্তু ভাই শেষের কথা গুলোর জন্য আপনাকে স্যালুট। চকলেটের প্রতি ভালোবাসা ছিল আছে থাকবে ইনশাআল্লাহ।
এই রিভিউটা অসম্ভব ভালো লাগলো। বিশেষ করে শেষের কথাগুলো। এর আগে এত ভালো কোনটা লাগে নি।
ভাই আপনার সবকিছুই ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে সত্য কথা বলাতে!
তিতা মিঠা ভালোবাসা রইলো 🥰😇
Carry on and go ahead dear Chocolate 🍫Biker 🤝
You’re welcome buddy.....
Chocolate Bhai always comes with sweet reviews 😍
Go ahead Bhai 👍🏽
Love from London 👊🏽
Onek sundor hoise vai.....
Price nie ami nijeo satisfied na....Tnx brother
Bangladesh’s best moto vloger👌
Supper vai.....vai subscribe to 10k member thaka kalin hoye geche
চট্টগ্রাম আসলে পোস্ট দিবেন... আর নিরপেক্ষ রিভিউর জন্য মন থেকে আন্তরিকতা। (সামান্য একজন ভক্ত)
Aj bujhte parchi apnake keno ato trust kori.
Keno janina apnar video gula sesh korar agei like dei.
And i'm sure a lot of friends are with me... .
শেষটা ভালই লাগল 👍🏻😊 #TrueTips
পুরাই আগুন, অনেক অনেক ধন্যবাদ সত্য কথা গুলো বলার জন্য। অনেকে অনেক শুভ কামনা রইলো।
And yeah..#onlychocolatebikerisreal
স্বপন খান ভ্লগ দেখে যারা ভি থ্রি কিনতে আগ্রহী হয়েছে, তাদের এখন কি হবে ফ্রান্স 😅😅 যে যাই বলুক, তরু ভাইয়ের কাছে বাংলাদেশের সব মটোভ্লগারদের অনেক কিছুই শেখার আছে।
এই জন্যই ভাই আপনি সেরা। যেখানে অন্যান্য চ্যানেলগুলো এসি.আই এর দালালিতে ব্যস্ত
I m using this but as this is my first bike i can hardly realise the good side or bad side. But i rode other bikes and found comparatively better than this. Even though, I m feeling wow using my first bike.
সদা সত্য স্বচ্ছতায় চকলেট বাইকার😍😍 কথাগুলো মন ছুয়ে গেল
ভাই আপনার বাইক রিভিউ অনকে ভালো লাগে।
আপনি সব সময় এমন রিভিও করবেন।
ভালোবাসা রইলো চকলেট বাইকারের জন্যে ❤🖤❤🖤🖤
আলহামদুলিল্লাহ আনেক সুন্দর হয়েছে ধন্যবাদ জানান আমার ডিসকাভার নতুন টা কিনেছি সিবিএস বেরক আমি আপনাকে একটা ব্যাপারে একটা রিবিও দেয়ার জন্য আমি আপনাকে উনোরোদ করছি ধন্যবাদ
Congratulations Vai for silver play button ▶▶▶ and we always support you ☺☺☺
Vaiya Apache 4v nea 1ta review Dan. Because apnar review gulo onk im formative hoi
Akebare true kotha gula tule dhorsen😍
Apnar like r o beshi asha uchit.....joss review vai... loving ur reviews
Vaia SUZUKI GIXXER 2018 model ta nia akta video koren
apnar thoughts gulo khub valo. ja sobar moner chahida mitate pare!!!osadharon...... acha vai tire ta change kore neya jabe na. flat tire lagano jabe na?lagale kono somossa hobe ki? janaben plz
বাইকটির দাম তুলনামূলক ভাবে বেশি।
সিঙ্গেল চ্যানেল এবিএস এর শর্তেও দাম অনেক বেশি।
আমার মতো অনেক ভাইদের দাম শুনে পিছিয়ে যেতে হয়। আশা করি ইমাহা কোম্পানি
সকল বাইকারদের আশা পূরণ করবে😊
Vai eta ki single Abs naki Double Abs
Onk din por sey porono toru vai k dekhlam...tita mitha again.. love you vai
Vai Gixxer SF - 2019 kobe BD te ashte pare aktu idea jdi diten...🙄
আজকে subscribe করলাম আপনার channel টি।
ভাই আমি TVS বাদ দিয়ে আপনার মত একটা নিতে চেয়ে ছিলাম, কিন্তুু আপনার কথা শুনে, না থাক, আমার Tvs অনেক ভাল,
Shotti bolar sahosh lage ... Ja toru vai er ache .. thanks vai
আমি ভারতীয়। আমি এই বাইকটি কিনেছি।SAME COLOUR. INDIAN RS.126000 SOMETHING.
অনেক কম দামে বাইক কিনতে পারেন আপনারা। আমাদের ভাগ্য খারাপ ☹️
ভাই আপনার কথার ধরন পুরাই হানিফ সংকেত স্যার এর মতো.
ভাই এটার দাম বেশি হওয়ার কারন হলো, মার্কেটে এই সেগমেন্টে এত সুন্দর লুকস এর abs ব্রেকিং এর বাইক নাই। সুজুকি, হন্ডা, বাজাজ, যদি এই সেগমেন্টে abs বাইক আনে তখন দাম কমাতে বাধ্য হবে। বাজাজ এন এস ১৬০ abs এখন আসছে উত্তরা মটরস এ, fi ইঞ্জিন, দাম ২৫৪৯০০, বাজাজ ও কিন্তু অনেক বেশি করে ফেল্লো অনলি ফর। abs and fi ইঞ্জিন। জদিও বাজাজে এন এস তে থাকছে অয়েল কুল ইঞ্জিন, আমার মনে হয়না সুজুকি, হন্ডা, যদি এই সেগমেন্টে abs বাইক নিয়েও আসে সাথে এফ আই ইঞ্জিন, আমি নিশ্চিত করে বলতে পারবো তারাও এই বাইকের দাম ২.৫ লাখের নিচে রাখতে পারবেনা। উদাহরণ হিসাবে বলাযায়, সুজুকি ইনট্রুডার ৩২৫০০০ ছিলো এখন দাম ২৯৯০০০, এই হিসাবে ইয়ামাহা দাম কমি রেখেছে বলা যায়, এসি আই তে ডিস্কাউন্ট দিয়ে এখন ২.৮ লাখ+, বাট ইন্ট্রুডারে কোনো ডিস্কাউন্ট নাই। এই বাইক সফল হওয়ার পিছনে একটাই কারন ব্রাদার, এর প্রতিযোগিরা, এই লেভেলের abs বাইক সাথে এফ আই ইঞ্জিনের বাইক আনতে পারেনি। মার্কেটে সফল হওয়ার পিছে আরো অনেক কারন আছে এই বাইকের, তার মধ্যে একটা হলো,ভালো সার্ভিস, স্থায়িত্ব এবং পার্টস এর নিশ্চয়তা। আর আমাদের দেশে খুব কম মানুষী আছে জারা সব সময় ১০০+ স্পিডে বাইক রাইড করে। স্পিডের চেয়ে সেফটি আর রাইডিং কমফর্ট অনেক বেশি জরুরী। আমার মনে হয় রাইডের জন্য ১১৫+ কি.মি. ঘন্টা যথেষ্ট। আর এটা তো পিওর স্পর্টস বাইক না। সো স্পিড ১২০ এর নিচে থাকাটাই সাভাবিক। আমি ইয়ামাহা কে ট্যারো জিপি এর সাথে তুলোনা করবোনা কারোন, ট্যারো এর মাত্র ২টাই বাইক, তাও এই বাইক সবাই চালাতে পারবেনা, আর সব বয়সের মানুষের জন্য ট্যারোর বাইক গুলো উপযুক্ত ও না। এছাড়াও আরো অনেক কারন আছে। বাট fzs সব বয়সের, সব সাইজের মানুষের জন্য একদম পারফেক্ট। এছাড়াও স্যামসাং মবাইলের সাথে তো সিমফোনি, ওয়াল্টন জাতিয় মবাইলের তুলোনা চলেনা।
aci এর দালাল , আমি নিজে ইয়ামাহা ব্যবহার করি , বিল্ড কুয়ালিটি একদম বাজে শুধু লুকস টাই ভালো মাকাল ফলের মতো।
@@amirulhoqueit4086 পাগোল, অন্যের দালাল। জিবনে ইয়ামাহা ইউজ করেছে কিনা কে জানে 😄😄😄😄
Last er khota gola beshi valo lgce..Thanks bhai
293000 দিয়ে 1 year আগে কিনেছিলাম।
এখন offer price 237000 tk.
This is very sad.
Vi khub sundor kora and bojea kotha golo boler jonno thanks upnaka care on bro..
one of the best vlog i ever seen
Ame asa kori tarogp new jaeta Special edition oetar akta valo review den bhaia... Dhonnobad... Goriber upokar hoto ❤
Thank you vai.Sob somoy honest thakben.Because, Honesty is the best policy.
ভাই মনের কথাটা বলছেন, Yamaha বাইক এর দামটা মাত্রা অতিরিক্ত। এই প্রথম কাউকে এ-ব্যাপারে কথা বলতে দেখলাম। অন্যরাও বলে কিন্তু জোরালো ভাবে কেউ বলেনা,, ধন্যবাদ ভাই
আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি ভাইয়া। বিডিতে FZS V2 DD প্রাইস ২ লক্ষ ৪৫ হাজার টাকা। যেটা কিনা বাংলাদেশেই এসেম্বলিং হয়ে থাকে। ACI ইন্ডিয়া থেকে CKD কন্ডিশনে নিয়ে আসে যেটার ট্যাক্স ৯০-১৩০% পার্টস ভেদে। এখন প্রশ্ন হচ্ছে, বিডিতে এসেম্বলিং হওয়ার পরে এটার দাম কেন এত বেশি রাখা হয়েছে? যাদের কনফিউশান আছে আসলেই কি বিডিতে এসেম্বলি হয়ে থাকে, তারা ACI Motors এর অফিশিয়াল FB পেইজে নক দিয়ে জিজ্ঞেস করুন।
এসি আই থেকে বলা হয়েছে তাদের বাইক বাংলাদেশে এসেম্বলিং হয় না।
@@badboys2999 Ask for FZS V2!
খুব ভাল বলেন ভাই। সব রিভিউয়ারদের থেকে আপনাকেই বেশি ভাল লাগে।
আমার মনে হয় fzs v2 যদি ABS থাকতো তাহলে v2 বেশি ছেল হতো এখনো v3 থেকে। I love v2 fzs
vai khub valo laglo. acha eta te hazard key and gear intrigator extra vabe lagano jabe?
V2 or V3 konta kina better hbe??
last kotha gula besi valo lagseeeeeeeeeee .... thank you vai. sundor kotha.
Such a premium looking bike with a Torque of below 13 Nm. It is a shame.
সত্য এবং সাহসী রিভিও দেয়ার জন্য আপনাকে টুপি খোলা অভিনন্দন।
ভাই rtr 4v লং টুরের জন্য কেমন হবে জানাবেন কি?
ঠিক বলছেন ভাই পেইড রিভিও, সবাই বুঝে ফেলেছে তাদের ধান্দা আপনার আমার মত।
ধুর ভাই, এইডা একটা বালের বাইক। কিনা ধরা খাইছি । হাইওয়েতে চায়না বাইক নিয়ে পোলাপান আমারে চিজ করে। আপনারাই বলেন ভাই, কেমনডা লাগে?
Bhai, Hornet o ai bike ar age thake. Kichu e bolar nai. Eto daam, but performance sucks.
😂😂😂😂
Tokon mejaj ta ank kharap lage.
😁😁
Kanok Shikder hat chaira dite mon chay😂
Anek darun hoyese review ta.....
Pashapashi apnar opinion ta anek shundor silo......
Daam niya kotha gula valo lagse vai...
ACI just gola kat-tese biker der
Best chelo.bro.. Vaiya ami apnr video always dekhi bt ami 2lac er moddha kon bike ta best hobe amke janaben...plz....
বাইয়া খুলনায় বেড়াতে অান।অাপনার সাথে দেখা করবে ইচ্ছা করে আনেক
If you come to Khulna, I'll arrange your stay.
Vai Bangladesh a jtho UA-cam bar ache sbar theke apnar ktha gulo valo lage
Love u vai ❤
Vi plsss 4v akta long revew dn 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ভাই, আমি আপনার সকল ভিডিও গুলো দেখার চেষ্টা করি।আপনার ভিডিও অনেক ভালো লাগে।ভাই,আমি অনেক রেইনকোট ব্যবহার করছি আমার মন মত হয়নি।আপনার জানা মতে কোন রেইনকোট টি ভালো সেই সম্পর্কে যদি একটি ভিডিও তৈরি করতে তাহলে অনেক উপকৃত হতাম।
Bahiya,apnar bola tita dik gulo lokkho Kore e Ami ai bike ta kini nai.
এটার থেকে Fz v 1 tai best lage amar kase..
or looking ta gorgious 👌👌
amar 1st choice FZ 1
FZ-S V2 DD is also the best bike
সবচেয়ে ভালো লাগছে আপনার রিভিউতে আবার তিতা ও মিঠা দিক দেখা গেলো,,ভাই আমি একজন ইয়ামাহা ভক্ত কিন্তু আমি এই বাইকটা দেখে আমার কাছে মনে হয়েছে এর ডিজাইনার ও এই বাইকের মতো একটা হাম্বা কোয়ালিটির,,বাইকের সবচাইতে তিতা দিক হলো এর বলদ লুকিং,,এইডারে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়।
Boro vai video ta khup vlo legese bro,,,,,agiye jan apne
ভাই টিভিএস 110 cc এর মধ্যে রিভিউ করবেন ,, মাঝে মাঝে ছোট গাড়ির রিভিউ করবেন প্লিজ ভাই
খুবই ভালো রিভিউ। ভাই, দাম নিয়ে মনের কথা হইল
fzs v3 তে কি ব্যাবহার করবো পেট্রোল নাকি অকটেন
অকটেন
ধন্যবাদ ভাই
Vai ami petrol use kori. Bike heat eitay ektu kom hoy. Octane e heat hoy onek
Congratulations, আরও এগিয়ে যান এই আসা রাখি।
তিতা মিঠা is back✌️✌️💐
Congratulation for silver play....... Brother please make a review of YAMAHA VIXION R.......
BikeBD Roasted 🔥🔥😂😂😂
নির্দিষ্ট কাউকে নিয়ে বলি নাই