আজকের এপিসোডটা বেশ ভাল লেগেছে . এর মধ্যে কয়েক সেকেন্ডের জন্য তেজ সুধার পতি যে ভালবাসা দেখালে ভাল হত না ? তেজতো নিজের ভাই কে পেয়ে আনন্দে মশগুল. এদিকে সুধার জীবনে ঝড় বয়ে যাচ্ছে তার মধ্যেও সুধা তেজের জন্য পায়েস বানিয়েছে .এরথেকে বোঝা যাচ্ছে সুধা তেজকে নিজের জীবনের থেকে বেশি ভালবাসে .কারণ সুধার জীবনে তো এই প্রথম ভালবাসা .ওদিকে তেজ সুধার পতি দায়িত্ব কর্তব্য পালন পালন করবে যাতে সুধা তাদের কম্পানি বাড়ির সবাইকে দেখাশোনা করে রাখবে বলে .তেজের তো একজন ভালবাসার লোক ছিল তাইনা ?
Bhaloi lagche story dekhte ro bhalo❤
আজকের এপিসোডটা বেশ ভাল লেগেছে . এর মধ্যে কয়েক সেকেন্ডের জন্য তেজ সুধার পতি যে ভালবাসা দেখালে ভাল হত না ? তেজতো নিজের ভাই কে পেয়ে আনন্দে মশগুল. এদিকে সুধার জীবনে ঝড় বয়ে যাচ্ছে তার মধ্যেও সুধা তেজের জন্য পায়েস বানিয়েছে .এরথেকে বোঝা যাচ্ছে সুধা তেজকে নিজের জীবনের থেকে বেশি ভালবাসে .কারণ সুধার জীবনে তো এই প্রথম ভালবাসা .ওদিকে তেজ সুধার পতি দায়িত্ব কর্তব্য পালন পালন করবে যাতে সুধা তাদের কম্পানি বাড়ির সবাইকে দেখাশোনা করে রাখবে বলে .তেজের তো একজন ভালবাসার লোক ছিল তাইনা ?