শর্টহ্যান্ড/সাঁটলিপি টিউটোরিয়াল(২য় পর্ব) shorthand dictation-part 2

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2023
  • In this video, we continue our series about Shorthand Academy's shorthand dictation. This time, we are going to cover the letters "th" and "dh".
    If you have learned about shorthand dictation and are ready to take your skills to the next level, then this video is for you. In this part, we will cover the letters "th" and "dh". Be sure to watch the whole video to see all the tips and techniques that we will be using.
    Thank you for joining us, and we hope you find the video helpful!
    এই ভিডিওতে আপনি শর্টহ্যান্ড বা সাঁটলিপি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ও শিখতে পারবেন। দ্বিতীয় পর্বে আমারা বাংলা শব্দে আ-কার/এ-কার এবং ই-কার/ঈ-কারের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। শর্টহ্যান্ড শিখলে আপনি ব্যক্তিগত কর্মকর্তা, প্রসাশনিক কর্মকর্তা, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সাঁটলিপি কাম কম্পিউটার অপারেটর ইত্যাদি পদে আবেদন করতে পারবেন। এই টিউটোরিয়ালগুলো যদি আপনি নিয়মিত প্রাকটিস করতে পারেন তাহলে আপনি ৩০ দিনের মধ্যেই সাঁটলিপিতে দক্ষ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। তবে একটি বিষয় কখনও বিরক্ত হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টার কোন বিকল্প নেই।তাই আর দেরি না করে শুরু করুন এখনই।
    #shorthand academy #bangla dictation #how to learn shorthand in bangla #shorthand course in bangla #shorthand practice #shorthand tutorial for beginner #shorthand tutorial for beginners in bangla #shorthand tutorial in bangla #shorthand type writing bangla #stenographe r#bangla shorthand writing tutorial #best shorthand course #শর্টহ্যান্ড টিউটোরিয়াল #shorthand bangla tutorial #সাঁটলিপিকার /সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

КОМЕНТАРІ • 11

  • @ArifHossain-qe7qt
    @ArifHossain-qe7qt 10 годин тому

    ব্যাবহারিক পরিক্ষার সময় বাংলা থেকে শর্ট হ্যান্ডে অনুবাদ করতে হবে নাকি শর্ট হ্যান্ড লিখে দেওয়া থাকবে সেটি দেখে বাংলাতে অনুবাদ করতে হবে নাকি নিজেই নিজের মনের মত শর্ট হ্যান্ড লিখে তারপর সেটি বাংলাতে অনুবাদ করতে হবে ??

  • @Jobstudyinshallah
    @Jobstudyinshallah 16 днів тому

    পরিচিত বানানে র এর পর( ি) এর ০ দিতে হবে মনে হয়। আর যায় বানানটা বুঝি নাই। এই নিয়মটা কি সামনে পাব স্যার? প্রথম কঠিন মনে হতো এখন সহজ লাগছে। আলহামদুলিল্লাহ। আমরা ঘরে বসে শিখতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।

    • @AmazingAndLearning
      @AmazingAndLearning  16 днів тому

      ভুল ধরতে পারার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভুল ধরতে পেরেছেন মানে, আপনি মনোযোগ দিয়ে শিখছেন। ‘‘পরিচিত’’ বানান টি আপনি কয়েকভাবে লিখতে পারবেন, আপনি চাইলে ‘ই’ কারও দিতে পারেন আবার চাইলে ‘পরি/পরা’ (পরবর্তী লেসনে পাবেন) ব্যবহারের মাধ্যমেও লিখতে পারেন। এখানে মূলত ‘ই’ কার দেওয়া হয়নি সময় বাচানোর জন্য। তবে আপনি চাইলে দিতে পারেন। কোন সমস্যা নেই। আপনি যে ভাবেই লিখেন না কেন, আপনি বুৃঝতে পারছেন কিনা সেটাই মূখ্য বিষয়। তবে নিয়ম ফলো করাই উত্তম। আর ‘‘যায়’’ এর নিয়মটা সামনেই পাবেন। প্রতিটা লেসন প্রাকটিস করার সময় নতুন নতুন কিছু নিয়ম পেতে পারেন। সেগুলো আবার সামনের ভিডিওতেই পেয়ে যাবেন। আপনি যত বেশি প্রাকটিস করবেন ততবেশি আপনার কাছে সহজ মনে হবে। বেশি বেশি প্রাকটিস করুন, আশা করি আপনি দ্রুতই শিখতে পারবেন। আল্লাহ আপনার পরিশ্রমকে সফলতায় রুপান্তর করুন।

  • @Rahat_s
    @Rahat_s 3 місяці тому

    vaiya number ta diyen?

  • @MdFahimPradhanMdFahimPra-pc8ou
    @MdFahimPradhanMdFahimPra-pc8ou 3 місяці тому

    আমি শিখতে চাই

    • @AmazingAndLearning
      @AmazingAndLearning  3 місяці тому +1

      আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে ও সে অনুযায়ী প্র্যাকটিস করলে দ্রুত শিখতে পারবেন ইনশাআল্লাহ।

  • @Jobstudyinshallah
    @Jobstudyinshallah 16 днів тому

    স্যার জানি লিখতে যদি ি টা যদি বৃত্তটা দাগের উপরে দিয়ে ফেলি এতে কি কোন সমস্যা হবে?

    • @AmazingAndLearning
      @AmazingAndLearning  16 днів тому +1

      দাগের ভেতরই লেখার চেষ্টা করবেন। তবে যদি দাগের বাহিরেও যায় তাতে সমস্যা নেই। আপনি বুঝতে পারলেই হল। কেননা এটা আবার আপনাকেই বাংলায় অনুবাদ করতে হবে। আপনি যদি বাংলায় অনুবাদ করতে পারেন, নিজে বুঝতে পারেন তাহলে সমস্যা নেই। কেননা শর্টহ্যান্ডে আপনি কি লিখেছেন সেটা দেখা হয় না। আপনি কি অনুবাদ করেছেন সেটাই দেখা হয়। তবে নিয়ম ফলোকরে লেখাই উত্তম। বেশি বেশি করে প্রাকটিস করুন সব ঠিক হয়ে যাবে। ইনশা আল্লাহ। আপনার সফলতা কামনা করছি।

    • @Jobstudyinshallah
      @Jobstudyinshallah 16 днів тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤❤❤

  • @Raisha518
    @Raisha518 3 місяці тому

    আসসালামু আলাইকুম । স্যার উত্তর গুলো তো দেয়া নাই দয়া করে প্রাকটিস অংশের উত্তর দিন তাহলে মিলিয়ে দেখে নিজের ভুল ঠিক বুঝতে পারব। দয়া করে উত্তর গুলো দিন স্যার। অগ্রিম ধন্যবাদ স্যার ❤।

    • @AmazingAndLearning
      @AmazingAndLearning  3 місяці тому

      আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আপনি একটু লক্ষ করলে দেখতে পাবেন যে, ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে একটি উত্তরসহ এবং একটি উত্তরছাড়া লিংক দেয়া আছে। আপনি প্রথমে উত্তর ছাড়াটি ডাউনলোড করে নিয়ে প্রাকটিস করবেন তারপর উত্তরসহটি ডাউনলোড করে মিলিয়ে নিতে পারবেন। তবে ১নং পর্বে উত্তর দেয়া নেই। কেননা ১ নং পর্বটিতে যে প্রাকটিস ফাইলটি আছে সেটি নিয়েই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ১ নং ভিডিওটিই ১নং প্রাকটিস ফাইলের উত্তর। ধন্যবাদ।