কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার - রজনীকান্ত সেন - Keu Nayan Mude Dekhe Alo
Вставка
- Опубліковано 5 лют 2025
- গানের নাম- ‘মিথ্যা মতভেদ’
কাব্যগ্রন্থঃ ‘অভয়া’ (১৯১০)
______________________________________
কেউ নয়ন মুদে দেখে আলো,
কেউ দেখে আঁধার।
কেউ বলে, ভাই, এক হাঁটু জল,
কেউ বলে সাঁতার।
কেউ বলে, ভাই, এলাম দেখে,
কেউ বলে, ভাই, ম’লাম ডেকে
কোন্ শাস্ত্রে কি রকম লেখে,
তত্ত্ব পাওয়া ভার।
কেউ বলে, সে পরম দয়াল,
কেউ বলে, সে বিষম ভয়াল,
কেউ বলে, সে ডাক্লে আসে,
কেউ কয় নির্ব্বিকার।
কেউ বলে সে গুণাতীত,
কেউ বলে সে গুণান্বিত,
কেউ বলে আধেয়,
আবার কেউ বলে আধার।
কেউ দেখে তা’য় করাল কালী,
কেউ বা দেখে বনমালী,
কেউ বা তারে স্থুল দেখে,
কেউ ভাবে নিরাকার।
কান্ত বলে, দেখ্ রে বুঝে,
রাখ্ বিতর্ক ট্যাঁকে গুঁজে ;.
‘এটা নয়, সে ওটা’,
-এ সিদ্ধান্ত চমৎকার!
এই রকম আধ্যাত্মিকতা পূর্ণ গান গুলো শুনলে সত্যিই মন যেন এক অনাবিল আনন্দে আত্মহারা হয়।
এ ধরনের ভক্তি গীতি গুলো বহুল ভাবে প্রচারে আসছে না । আপনার কণ্ঠে ভক্ত সাধকের প্রকাশ ফুটে উঠেছে।এ পথেই আপনাকে চাই।
🙏🙏 গানের কথা অন্তর কে ছুঁয়ে যায়, সুর ও গায়কী গানের প্রাণ
দুখী মানুষ এগান শুনলেই তার দুখ চলে যাবে।এসব নিয়েই আমার নিজের কষ্টের সম য় কাটাই।
অসাধারণ পরিবেশনা মন্ত্র মুগ্ধের মত শুনতে হয়..
অনেক দিন পর শুনলাম। এতো সত্যি এতো বাস্তব কথা গুলো। প্রনাম জানাই। ভীষন ভালো লাগলো।শিল্পীকে শ্রদ্ধা জানাই।
kanto kabir ai gan sune, pravu SriRamkrishner chobi jeno vese uthlo, apurbo. amar antorik shuveccha o avinandan
Excellent devotional song.wonderful devote singer.Pronam Rojonikanta and singer.
We have got a modern devotional singer by god grace. Namaskar.
It will be grace ,not gress.
@@purabiroychowdhury7607 Sorry for this mistake.
খুব সুন্দর গায়কী
খুবই ভাল লাগল। ধন্যবাদ আপলোড করার জন্য।
Apurba...pran jurie jay
সত্যি অত্যন্ত ভালো লাগলো ভাই, ধন্যবাদ,আগে এই গানটা কখনো শুনিনি।
Apurba gailen ❤❤
Rajanikanter gaan ti anekadin bade sunlam. Khub sundor laglo.
Ganta sune khub valo laglo.
এতো বাছাই গান কোনো দিন শুনি নাই।খুব সুন্দর।
খুব সুন্দর ধন্যবাদ
কি অপূর্ব জয় প্রভু তোমার চরণে প্রণাম জানই
স্যার এই গানটা পড়েছিলাম কিন্তু কোনো দিন শুনিনি । আজ আপনার দৌলতে শুনলাম । অপুর্ব লাগলো ❤️❤️🙏
অসাধারণ ❤❤❤❤
অপূর্ব
অপূর্ব।
প্রথম শুনলাম
খুব ভালো লাগলো শুনে
ধন্যবাদ আপনাকে 🙏
Valo lagchhe nice🙏🙏🙏🌹🌹🌹🌹
খুব সুন্দর দাদা 👌🙂🙂💚💚💚💚
খুব সুন্দর গেয়েছেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদে আপনার সুরের পূজার ডালি আরো ভরে উঠুক এই প্রার্থনা তাঁদের রাতুল চরণে 🙏
Hriday vore gelo,mone holo amrit pan korchhi.
gan guli kar kantesunlam namts janle chai kib bhalo
kub bhalo aesa b gan aj sunte paena
Khub Sundar
রজনী কান্ত মানে অন্যমাত্রার প্রার্থনা সঙ্গীত।❤
JAY MAA JAY MAA JAY MAA
দারুন হয়েছে।
অসাধারণ।
Dear dada you have sung excellent here will be no talk thank you very much
অপূর্ব!
আহা!মনপ্রাণ ভরে গেল ।অপূর্ব গাইলেন ।
🎵🎶🎼বাহ্হ🎵🎼🎶✍ 😊
অপূর্ব সুন্দর গান গাইলেন।
এতো ভালো লাগে গানটি---কি ভালো গাও ভাইটি----👌
বাহ 🙏
অসাধারণ 👏
অপূর্ব ❤❤🙏🙏
A beautiful popular song by Kantokavi sung beautifully by Bishakh Dutta. Dr. Ajit Thakur (USA)
Pran bhore gelo
Happy always...
তার গানগুলো এত সুন্দর কেনো❤
ভীষণ ভালো!!
Nice
মন ছুঁয়ে গেল দাদা! অভিনন্দন আপনাকে।
🙏🙏🙏❤️❤️🙏🙏🙏
Ahaaa joy ma 🙏
Hare Krishna 🌹🙏
Nice.
অপূর্ব ♥️♥️
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
💯💯💯💯👏👏👏👏👏👏
❤️❤️
❤️
❤❤❤
Ganer kotha o bhab opurbo.
❤️❤️❤️❤️
Aha
Kantheyer expression
Abhutpurb aalo dekhay.
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🎼🎼🎼
Bah....sundar geyechhen
Pran bhora galo
Excellent , apnar sur to Tipe lege thake sir (ektu ku nore na Bahh bahh )
Gannti geyechhen ke?
যাঁর চ্যানেল- বিশাখদত্ত
Tripti pai vai tomar gaan gulo sune... Aaro gao vai aro gao
Rinn parishodh ki hoy
Aponi aamar vagoban
অপূর্ব।
অপূর্ব
❤️❤️❤️❤️❤️
❤️
অপূর্ব
❤️❤️❤️❤️