বেকারের চিঠি - আবৃত্তি - সৌমিত্র চট্টোপাধ্যায়

Поділитися
Вставка
  • Опубліковано 29 тра 2020

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @smshahinalom4081
    @smshahinalom4081 3 роки тому +136

    সময়ের শ্রেষ্ঠ কবিতা।
    গ্রহণ করুন,
    একজন বেকারের ধন্যবাদ।
    কবি মণিভূষণ ভট্টাচার্য

  • @chandrimaroy7356
    @chandrimaroy7356 3 роки тому +99

    হাজারো কিশোর মনের জমে থাকা আগ্নেয়গিরির বহিঃপ্রকাশ...🙏

  • @lisabanerjee1425
    @lisabanerjee1425 3 роки тому +228

    কঠিন বাস্তব, গায়ে কাঁটা দিল, কিছু বলার ভাষা নেই , অনবদ্য উপস্থাপনা 🙏🙏

  • @chinmayeedaschakladar8293
    @chinmayeedaschakladar8293 Рік тому +16

    উফ,কি অসাধারণ কবিতা। অসাধারণ আবৃত্তি।সারা শরীর কাঁপছে। উথাল পাথাল শুরু হয়ে গেছে। শ্রদ্ধা কবিকে, শ্রদ্ধা আবৃত্তিকারকে।

  • @laltumahata7852
    @laltumahata7852 3 роки тому +12

    এটা শুধু কবিতা না,মন ছুয়ে যাওয়া হৃদয় স্পর্শী কিছু বাস্তবিক উপস্থাপনা। । অসাধারণ, সত্যিই অসাধারণ

  • @bholanathmahato2433
    @bholanathmahato2433 Рік тому +6

    এই কবিতাটি যেন আমার অন্তরের কথাগুলি কবির কলমে ফুটে উঠেছে । দু তিন মাস আগে বাবা চলে যাওয়ার পর উচ্চশিক্ষিত বেকার যুবকটি যেন এই কবিতায় বর্ণিত হয়েছে 😢

  • @habiburrahman490
    @habiburrahman490 Рік тому +20

    লেখা যত স্পষ্ট, আবৃত্তি তত স্পষ্ট।
    অসাধারণ সত্য লিখেছেন কবি।
    আরো লেখা ও আবৃত্তি চাই।

    • @rafee96
      @rafee96 Рік тому

      ua-cam.com/video/dNsc_YQ9yic/v-deo.html

  • @md.aminulislam11
    @md.aminulislam11 Рік тому +12

    অসাধারণ একটা কবিতা। আমাদের অপ্রাকাশিত বিপ্লবী চিন্তার বহিঃপ্রকাশ। কী স্পষ্ট শব্দ, কী স্পষ্ট উচ্চারণ! আবৃত্তি টা খুব সুন্দর হয়েছে।
    "বিপ্লব শব্দটি শুনলে আপনাদের মতো আমার কম্পো দিয়ে জ্বর আসে না।"

  • @dsdip3169
    @dsdip3169 3 роки тому +36

    বর্তমান শিক্ষিত বেকার যুবক দের জন্য একটি বাস্তব জীবন গল্প স্বরূপ আপনারা তুলে ধরেছেন অসাধারণ কিছু বলার ভাষাহীন হয়ে গেছি ,🙏 অসংখ্য ধন্যবাদ সেই কবি কে যিনি এত সুন্দর একটি গল্প লিখেছেন এবং যিনি আবৃত্তি করেছেন তাকেও 🙏🧡

  • @Madhumita_Chatterjee
    @Madhumita_Chatterjee 3 роки тому +71

    অসাধারণ 👌
    অনেকেই হয়তো স্বনামধন্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় এর সাথে এই সৌমিত্র চট্টোপাধ্যায় ভেবে আলটপকা মন্তব্য করে ফেলছেন। এনার পিতৃদত্ত নাম ও সৌমিত্র চট্টোপাধ্যায়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বাঁকুড়ায় থাকেন।

    • @voiceofsubhajit
      @voiceofsubhajit 3 роки тому +1

      একবার শুনবেন....ভালো লাগলে subscribe করে পাশে থাকবেন।
      ua-cam.com/video/oB1WgEBm47I/v-deo.html

    • @chiranjitsarkar5331
      @chiranjitsarkar5331 3 роки тому +2

      আচ্ছা, এটা জানা ছিলো না।

    • @GANEGOLPESUNANDA
      @GANEGOLPESUNANDA 3 роки тому

      ua-cam.com/video/lEH5ub-rnhk/v-deo.html

    • @fahimshahariyar742
      @fahimshahariyar742 2 роки тому

      Pitridatta mane ki pls reply deben madam

    • @dolonmitra306
      @dolonmitra306 2 роки тому

      @@fahimshahariyar742 পিতার দ্বারা প্রদত্ত নাম

  • @atiqulislam1285
    @atiqulislam1285 2 роки тому +17

    কবিতার কথাগুলো গুলির মত গতিময়, তীক্ষ্ণ। ছিন্নভিন্ন করে দেয় আজন্ম লালিত চিন্তার গতিপথ। বাকরুদ্ধ হয়ে যাই, শরীরে রক্তের নাচন লাগে। আপনার অসাধারণ গলায় এটি আরো বেশী প্রাসঙ্গিক লাগে।

  • @perseverance732
    @perseverance732 3 роки тому +13

    এটা শুধু কবিতা নয় আবেগে জড়িয়ে থাকা মনের কথা । এইটা শুনে আমার ও একটা গান মনে পরে গেল- "দেখো ভালো যে সে রইলো ভাঙা ঘরে দুষ্ট যে সে সিংহাসনে চড়ে ."

  • @saikat9438
    @saikat9438 3 роки тому +336

    এ কবিতা এখন লেখা হলে , অবশ্যই কবি একজন খ্যাতিমান " দেশদ্রোহী " বলেই পরিচিত হতেন

  • @rameshkumarsinha2107
    @rameshkumarsinha2107 3 роки тому +16

    বলার মতো ভাষা নেই! এতটা সুন্দর কেউ লিখতে পারে!! আবৃত্তি করতে পারে!

  • @sujitghosh9982
    @sujitghosh9982 3 роки тому +32

    গায়ের লোম গুলো খাড়া হয়েছিল, জল যে কখন চোখের কোণে এসেছে বুঝতে পারিনি🙏💓😢😢😢😥😥

  • @bikromchandro970
    @bikromchandro970 Рік тому +5

    কবিতাটি কতবার শুনেছি... যদি বলতে যাই তাহলে দু হাত গুনবার জন্য কম পরে যাবে.... ❤
    কবিতাটি যখনি শুনি তখনি গায়ের পশমগুলো দারিয়ে যায়...
    ধন্যবাদ কবি ' মণিভূষণ ভট্টাচার্যকে ' এতো সুন্দর একটি কবিতা লেখার জন্য...
    আর ধন্যবাদ ' সৌমিত্র চট্টোপাধ্যায়কে ' তার দারাজ কন্ঠে আবৃত্তি করে কবিতাটিতে প্রান দেয়ার জন্যে....!! ❤

  • @honestyisinvisible7611
    @honestyisinvisible7611 3 роки тому +13

    সৌমিত্রর কন্ঠস্বর ও বাচনভঙ্গী অনুপস্থিত৷ অতএব শঙ্কা সৌমিত্রর নাম দিয়ে চালানো হচ্ছে৷ অথচ যিনি পাঠ করছেন, তাঁর কন্ঠস্বর অসাধারণ৷ তিনি নিজের মূল্য পেলেন না৷

    • @soumitrachatterjee5361
      @soumitrachatterjee5361  3 роки тому +13

      আমি বাঁকুড়ার সৌমিত্র চট্টোপাধ্যায়

    • @srimantachakraborty4449
      @srimantachakraborty4449 3 роки тому

      Darun Akkta Abbrity Sunlam ,Sarkarar Uppor Ghannya Korchya .Konnodin Neschy Ate Bedhyoho Hoya Dakhya Dikk Ate Chay . Sabbay Bollum "" Bedhyoho Ajj Bedhyoho Charidika Ami Jay Tar Dino Panjeka Likhya.Atto Bedhyoho Khakhonno Dakhyanee Kau.. Dikya Dikya Uthuk Asambhov Barro Dhaw.......
      .

    • @bipulchakraborty6845
      @bipulchakraborty6845 3 роки тому

      O

  • @souravmahanty22
    @souravmahanty22 3 роки тому +87

    চমৎকার পাঠ। নাম নিয়ে সংশয়ে না গিয়ে আমাদের বোধহয় শিল্পটুকুকে দেখাই ভালো। এই সৌমিত্র বাবু নাকি অন্য সৌমিত্র বাবু এসব নিয়ে তর্কে না যাওয়ায় ভালো। উনিও অসাধারণ বাচিক শিল্পী, আপনার পাঠও ভালো লাগলো। একই নামে একই শিল্পের সাথে যুক্ত অনেক মানুষ থাকতে পারেন, তাই দ্বিধায় পড়া স্বাভাবিক। কিন্তু সম্মান করাটাও ততটাই গুরুত্বপূর্ণ 🙂
    ভালো থাকবেন। আরও শুনতে চাই ❤️

  • @Humaira.mahjabin.ananna
    @Humaira.mahjabin.ananna 3 роки тому +17

    অসাধারণ। বহুদিন পর এতো সুন্দর আবৃত্তি শুনলাম। সত্যিই অনবদ্য 💞

  • @jayantapathak4604
    @jayantapathak4604 3 роки тому +8

    এ কবিতা আবৃত্তি তে, কোন আবহ না দেয়াই
    ঠিক। ভাবনা চিন্তা করতে হবে তো!
    খুব ভালো বলেছেন। কন্ঠ অকৃত্রিম এবং
    বিশ্বাস থেকে বলা। সৌমিত্রবাবু ধন্যবাদ।

  • @baisakhimajumder8864
    @baisakhimajumder8864 2 роки тому +13

    কবিতাটি হৃদয় বাহিয়া অন্তরে প্রবেশ করিয়া শরীরটা শিথিল করিয়া দিল।❤️

  • @Sriramakrishna5790
    @Sriramakrishna5790 3 роки тому +4

    এই মহান পুরুষ কে শত কোটি প্রণাম । বাস্তবকে তুলে ধরার জন্য ।

  • @prottasha5671
    @prottasha5671 3 роки тому +2

    বাস্তবতার নিরেক্ষে আমার কিছুই বলার নেই,শুধু এইটুকু বলবো - এখন পর্যান্ত আপনার উপস্থাপনাটা বৃহত্তর এশিয়ার মধ্যেও অদ্বিতিয় সত্য কাহিনী।

  • @kanizsultana9626
    @kanizsultana9626 Рік тому +3

    এই কবিতাটা যে আমি কতবার শুনেছি বলে বোঝাতে পারবো না। সমসাময়িক সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা এটা। অসাধারণ আবৃত্তির সাথে অসাধারণ কবিতা।

  • @souravkoley4153
    @souravkoley4153 3 роки тому +54

    😭😭😭😭😭😭😭 সত্যি চোখে জল চলে এলো......শুনতে শুনতে ......
    আমার মতো কার kar এমন অবস্থা হয়েছে like koro

    • @arkachatterjee318
      @arkachatterjee318 3 роки тому +1

      Chokhe jol asar motoi abritti vai. Bhalo theko.

    • @souravkoley4153
      @souravkoley4153 3 роки тому +2

      @@arkachatterjee318 ha dada 😊

    • @shantanusi6304
      @shantanusi6304 3 роки тому +1

      না না দাদা, তুমি পারবে, নিশ্চই পারবে, লড়ে যাও, একদিন আমি তুমি এই সমাজ ব্যবস্থাকে সমূলে উপড়ে নতুন করে সাজাবো। তুমি লড়ো✊✊🔥🔥

    • @arkachatterjee318
      @arkachatterjee318 3 роки тому

      @@shantanusi6304 lorai jaari rakhun. Joy aasbei.

  • @user-jv5pw5dn7w
    @user-jv5pw5dn7w 2 роки тому +8

    হাজার হাজার বেকারের যন্ত্রনার সময়োপযোগী কবিতা। প্রণাম নেবেন কবি মণিভূষণ ভট্টাচার্য।🙏

  • @abuselehchoudhury7550
    @abuselehchoudhury7550 11 місяців тому +13

    আপনার কবিতা শেষ পর্যন্ত শোনার সামর্থ্য আমার নেই, বারবার শুনতেও পারবো না। কারণ এই শব্দ মালা আমার ফুরফুরে মেজাজকে নিমিষে এই বিষন্ন করে তোলে।

  • @u-shatv6660
    @u-shatv6660 2 роки тому +8

    নিঃসন্দেহে সময়ের শ্রেষ্ঠ কবিতা, কবিতা যে মানুষের হৃদয়ের কথা বলে এটা তার অন্যতম প্রমান।

  • @ArifulIslam-eg2oy
    @ArifulIslam-eg2oy 3 роки тому +7

    কত কঠিন বাস্তবতা ফুটে উঠেছে!
    মুগ্ধ আমি 😍😍😍😍

  • @razoanahammed198
    @razoanahammed198 3 роки тому +15

    নিঃসন্দেহে সময়ের শ্রেষ্ঠ কবিতা, কবিতা যে মানুষের হৃদয়ের কথা বলে এটা তার অন্যতম প্রমান।
    ~ ধন্যবাদ

  • @gkworldhistory6184
    @gkworldhistory6184 3 роки тому +53

    কিভাবে ব্যাক্ত করি এই কবিতার লাইন,আমি ভেবে উঠতে পারছিনা। অপূর্ব

  • @arifulislamsobuj9930
    @arifulislamsobuj9930 3 роки тому +15

    অনেক অনেক সুন্দর উপস্থাপনা।
    ৩০ পর নাগরিক সরকারী চাকরি না পেলে হয়ে যায় শ্রমিক।

  • @monirulchaprasi
    @monirulchaprasi 3 роки тому +8

    Ufff..... জীবনের সমস্ত কষ্ট যেনো এই একটা কবিতায় লিপিবদ্ধ হইলো.....

  • @suchetadas6330
    @suchetadas6330 3 роки тому +38

    Unprecedented...It brought tears to my eyes. The poem narrates dream, despair, agony ,apathy of a young lad. The recitation was outstanding. I pay my regards to him. Looking forward to next one..

  • @PatiBanglaVlogs
    @PatiBanglaVlogs 2 роки тому +2

    অসাধারণ অসাধারণ অসাধারণ। দীপক দা একবার শুনে দেখতে বলেছিল। পর পর পাঁচ বার শুনতে বাধ্য হলাম কাকু। চোখে জল এলো। প্রণাম নেবেন।
    আমি গুড্ডুর বন্ধু, আজ ওর কাজ আসছে, শুভেচ্ছা নিরন্তর৷ ❤️

  • @biswajitsamanta05
    @biswajitsamanta05 3 роки тому +5

    যদিও আমি অন্য সৌমিত্র ভেবেছিলাম তবে এই সৌমিত্র কেও আমার বড্ড ভালো লাগলো,, আরো এগিয়ে যাও

  • @mridulmandal2575
    @mridulmandal2575 3 роки тому +6

    "যদি মাতৃভাষায় প্রথম না হয়ে, পিতৃভাষায় প্রথম হতাম.....চাকরি আমি পেতাম"... ❤️❤️❤️

  • @mr.mandal1680
    @mr.mandal1680 3 роки тому +19

    অসাধারণ স্যার, আমার মতোন হাজার হাজার বেকার মানুষের কষ্ট তুলে ধরেছেন!

    • @mohammadali-sj8tj
      @mohammadali-sj8tj 3 роки тому +1

      ভাই আমিও এই একই রাস্তার পথিক

    • @rajahussain7718
      @rajahussain7718 3 роки тому

      6291925028coll me

    • @mohammadali-sj8tj
      @mohammadali-sj8tj 3 роки тому

      @@rajahussain7718 bhai phone doke na apni dan 01852390121

  • @tssayed1319
    @tssayed1319 3 роки тому +255

    কবিতার প্রেমে পড়েগেছি,,কারন আমিও যে বেকার।।

    • @chondeanondemoni1952
      @chondeanondemoni1952 3 роки тому +2

      ua-cam.com/video/bDIlc78rBS8/v-deo.html

    • @GANEGOLPESUNANDA
      @GANEGOLPESUNANDA 3 роки тому +2

      ua-cam.com/video/lEH5ub-rnhk/v-deo.html

    • @lifestylemotivation7142
      @lifestylemotivation7142 3 роки тому +1

      Dada ak ta oporchontue archa Tu me Jodie chow to call krota Paro 6381671342 kuchu Mona na kora call kro Toma Ka. Sob bolbo

    • @tssayed1319
      @tssayed1319 3 роки тому +2

      @@lifestylemotivation7142 ভাই আপনার প্রতি রইল অনেক শুভ কামনা এবং ভালোবাসা,।।আমিতো বাংলাদেশী,আমার মনে হয় আমাকে দিয়ে সম্ভব না,,,

    • @gopukundu6098
      @gopukundu6098 3 роки тому +1

      @@lifestylemotivation7142 Dada amar ekta kajer khub dorkar .I did graduation in English,2018 and also completed B.ed.Please help me.

  • @pesports73
    @pesports73 Рік тому +2

    প্রতিটি বেকার এর আর্তচিৎকার গুলো এতো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন কবি।

  • @SabbirHossain-xi9jt
    @SabbirHossain-xi9jt Рік тому +5

    কি সুন্দর কবিতা, মনে হচ্ছে যেন আমিই আমার কাহিনী বলে যাচ্ছি! চমৎকার লাগছিল। দারুণ।

  • @musicsaregamapallabi8229
    @musicsaregamapallabi8229 3 роки тому +6

    অসাধারণ বন্ধু। সত্য কথা সহজ ভাবে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏

  • @MehediHasan-yf9mm
    @MehediHasan-yf9mm 3 роки тому +10

    এই আবৃত্তি হয়েক হাজার বার শুনেছি তারপরও বারবার শুনতে ইচ্ছা করে।

  • @forcompettitor782
    @forcompettitor782 2 роки тому +1

    সুন্দর সুন্দর অপূর্ব । চোখে জল চলে এলো । আমি নির্বাক ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার মুখে। কবি মনিভুসন মহাশয় কে অনেক অনেক ভালবাসা জানাই।

  • @rejowansarkar5600
    @rejowansarkar5600 3 роки тому +13

    ভালবাসা নিবেন একজন বাঙ্গালীর,বাংলাদেশ থেকে।আরো কবিতা চাই

  • @himusdiary8534
    @himusdiary8534 2 роки тому +3

    অনন্য বাস্তবতা সম্পন্ন একটি কবিতা। যত বারই শুনি ততবারই বাস্তবতার সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলি। আবৃত্তি করতে যেয়েও কেমন যেন বার বার উদাস হয়ে যাচ্ছিলাম।। অসাধারণ একটি কবিতা।

  • @junaidahmedjuned8435
    @junaidahmedjuned8435 2 роки тому +2

    কবিতা শুনতে শুনতে কখন যে চোখের কোনে এক ফোটা জল জমে গেল টেরই পেলাম না। স্তব্ধ আমি

  • @dibyajyotimaji996
    @dibyajyotimaji996 3 роки тому +2

    কঠিন বাস্তবতা আমাদের তরুণ প্রজন্মকে ও বাস্তব বাদী হতে উদ্বুদ্ধ করে ,,, অসংখ্য ধন্যবাদ ।

  • @sanjitroysanjitroy8954
    @sanjitroysanjitroy8954 3 роки тому +3

    অনন্য।আমি নিশ্চুপ হয়ে শুধু শুনেছি, শেষ মনে হচ্ছিল লোম গুলো শিউরে উঠছে।

  • @ummeripa3097
    @ummeripa3097 3 роки тому +3

    মনোমুগ্ধকর। তবুও কতৃপক্ষের বিবেক জাগবে না, বেকারত্বের হার কমবে না।

  • @apudas2576
    @apudas2576 2 роки тому +1

    আমি অতি সাধারন একজন।
    এ কবিতা আর কবিতা উপস্থাপনার প্রশংসা করার সামান্য যোগ্যতাটুকো আমার নেই।
    ভালো লেগেছে।

  • @sumankoley6414
    @sumankoley6414 3 роки тому +18

    Don't compare ,,, it's outstanding ❤️

  • @skmusaraf5509
    @skmusaraf5509 3 роки тому +3

    গায়ে কাঁটা দিয়োদিলো কঠিন বাস্তব কে জেনে...সময় বড়োই কঠিন... ভাষা নেই... তবে অনেক ভালোবাসা রইলো আপনার লিখাই ❤

  • @suprovatmondal4573
    @suprovatmondal4573 3 роки тому +5

    ধন্যবাদ আপনাকে আবৃত্তিটি শোনার সময় আমার মনে হলো সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে ❤️

  • @MizanurRahman-wh4bh
    @MizanurRahman-wh4bh Рік тому +1

    কবিতা শুনে কান্না আসে.
    অতি কান্না,
    বুক ফাটা কান্না,
    হৃদয় বিদারক কান্না।
    আমিও জালিযাত নয়,
    জালিযাতিতেই আমার ভয়।
    কিন্তু ভাবিয়া দেখি,
    গরিব মানুষেরাই বেশি জালিযাত হয়।।
    কিন্তু কেনো?
    আল্লাহ তো কিছু কম দেননি,
    কেন কম পড়ে?
    কেনো মানুষ জালিযাতি করে।
    কবিতা শুনে কবির উপরই রাগ হয়।
    মনে মনে ভাবি
    কেমনে মানুষ অন্যের দুঃখ নিয়ে
    অতি সুখে গীত গায়ে।
    মনে দুঃখ অনেক,
    কহিবার সময় নাই,
    সময় হইলে কইবো
    এখন কার্যে যাই।

  • @RobiulIslam-ox7tb
    @RobiulIslam-ox7tb 3 роки тому +1

    এই কবিতাটি শুনি বুকু বিন্ধি যায়। যিমানেই শুনো শুনি থাকিবলৈ মন যায়। লাল ছালম প্রিয় কবি মনিভূষণ ভট্টাচাৰ্য মহাশয় ।
    ৰবিউল ইছলাম আসাম থিকে ✊

  • @deepkumarbiswas972
    @deepkumarbiswas972 3 роки тому +6

    আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠলো।
    আর আমার মনটা আরো শক্তিশালী করে তুললেন।
    জয় হিন্দ জয় ভারত।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 роки тому

      ua-cam.com/video/PHil6kES5C8/v-deo.html

  • @d.h.polash7029
    @d.h.polash7029 2 роки тому +4

    অসাধারণ একটি কবিতা।ধন্যবাদ লেখক ও আবৃত্তিকারকে।

  • @rahimakhatun3710
    @rahimakhatun3710 3 роки тому +2

    একদম সমাজের বাস্তব চিত্র , লেখক এবং আবৃত্তিকারকে কি বলে যে ধন্যবাদ জানাই সেটাই বুঝতে পারছি না 👍👍👍👌👌👌।

  • @mdiliashosen-vt8ms
    @mdiliashosen-vt8ms 4 місяці тому

    চমৎকার লিখনি এবং আবৃত্তি যেমনটা আমি মুগ্ধ হয়েছি কবি আল মাহমুদের 'ঢাকা শহর'- এর আবৃত্তি শুনে💖

  • @SagarsAudioHub
    @SagarsAudioHub 3 роки тому +8

    আওয়াজে ও কলমে বিদ্রোহ ✊🔥

  • @sahajadhassan8934
    @sahajadhassan8934 2 роки тому +5

    বাস্তব সম্মত কবিতা ,মন ছুঁয়ে গেল।

  • @Lafzeansooni
    @Lafzeansooni 3 роки тому +3

    কিছু মানুষ ডিজলাইক করে কি ভেবে বুঝতেই পারিনি কেন, কি আশ্চর্য অদ্ভুদ মানুষ।

  • @tanzirahmed5520
    @tanzirahmed5520 3 роки тому +3

    স্যালুট স্যার আপনাকে। কথাগুলো শুনে গাঁয়ে কাঁটা দিয়ে উঠল।

  • @personalaccount3456
    @personalaccount3456 3 роки тому +5

    কবিতা টা শোনার পর মন শক্ত টা হল.......... আবার এনার্জি পেলাম.......

  • @parthapratimb2
    @parthapratimb2 3 роки тому +19

    গনতন্ত্রে বিশ্বাস করি না। কবিতাটি শোনার পর থেকে সেই অবিশ্বাসটা আরো জোড়ালো হলো।

  • @bhabonahmed1794
    @bhabonahmed1794 3 роки тому +8

    সরকার তো ভিক্ষা চাই,একটি ভোট "জনগনের কাছে।জনগন তো তাঁর মৌলিক আধিকার চায়, সেটা সরকার দিতে পারে না।।

    • @voiceofsubhajit
      @voiceofsubhajit 3 роки тому

      একবার শুনবেন....ভালো লাগলে subscribe করে পাশে থাকবেন।
      ua-cam.com/video/oB1WgEBm47I/v-deo.html

  • @mozibulislam4829
    @mozibulislam4829 3 роки тому +3

    কী অসাধারণ! কি শক্তিশালী প্রতিটি শব্দ 💙💙

  • @mr.stranger8004
    @mr.stranger8004 3 роки тому +7

    'না, ‘বিপ্লব’ শব্দটি শুনলেই আপনাদের মতো
    আমার কম্প দিয়ে জ্বর আসে না।'

  • @debashisdeba6935
    @debashisdeba6935 25 днів тому +1

    একমত বর্তমানের সাথে খুব মিলে jarche বেকারত্ব একন ভোটে কোনো প্রভাব ফেলে না

  • @barnalisaha2527
    @barnalisaha2527 2 роки тому

    ভীষন প্রাসঙ্গিক একটা লেখা।কবিকে অসংখ্য ধন‍্যবাদ বেকারত্ব সমস‍্যাকে তুলে ধরার জন‍্য।শিল্পীর সাবলীল পাঠ বেকার যুবকদের বুকে মোচড় এনে দিল।🙏🙏🙏

  • @debabratahalder3333
    @debabratahalder3333 3 роки тому +6

    কবিতা টা শুনে গাঁয়ে কাঁটা দিচ্ছে আর নিজের উপর ভরসা করতে পারছিনা

  • @user-zi7rm4xw6n
    @user-zi7rm4xw6n 3 роки тому +7

    এমন কবিতা আবৃতি সব সময়ই আমরণ হয়ে থাকবে-

  • @mdkazi5390
    @mdkazi5390 3 роки тому +2

    চমৎকার চমৎকার অত্যন্ত চমৎকার অসাধারণ একটি কবিতা চমৎকার আবৃতি খুব সুন্দর

  • @rakiburislam610
    @rakiburislam610 3 роки тому +3

    চাকরিটা আমার হবে না,বিশেষ কোটা যে বিশেষ ভাবেই নেই আমাদের।মামা-চাচা নেই।অনিয়ন্ত্রিত ঘুস ব্যবস্থাপনার লাগামটা টানার মতো কেউ নেই।সরকারের নজর নেই,সমাজের পরিবর্তন নেই।চাকরিটা সত্যি হবে না আমার😒

  • @gitac8342
    @gitac8342 3 роки тому +11

    Spellbound !!...thank you so much for painting the true reality in such an amazing way ...
    God bless you

  • @kobitatomake4364
    @kobitatomake4364 3 роки тому +5

    অসাধারণ আপনার উপস্থাপনা তেমনি তেজস্বী কণ্ঠস্বর মুগ্ধ ফোরাম।

  • @mdsakhawat8292
    @mdsakhawat8292 9 днів тому

    এ-তো আমারই কথা। কবির প্রতি সম্মান। 🙏

  • @goutamdas3699
    @goutamdas3699 3 роки тому +1

    সত্যি কি বাস্তব সত্যি এটা অসাধারণ কোনো ভাষা নেই কিছু বলার। প্রণাম নেবেন আমার

  • @priyohalder379
    @priyohalder379 3 роки тому +11

    আমি গর্বিত আমি বঙ্গ ভূমিতে জন্মগ্রহণ করেছি
    গর্বিত বাঙালী ❤❤

    • @mrinalini9656
      @mrinalini9656 3 роки тому +1

      ua-cam.com/video/PHil6kES5C8/v-deo.html

    • @priyohalder379
      @priyohalder379 3 роки тому

      @@mrinalini9656 আপনার কন্ঠ বাংলার রসগোল্লার থেকেও বেশি মিষ্টি🍭🍭
      Reply ar অপেক্ষাই রয়লাম

    • @mrinalini9656
      @mrinalini9656 3 роки тому +1

      @@priyohalder379 dhonnobad....

    • @priyohalder379
      @priyohalder379 3 роки тому

      @@mrinalini9656 বলছি একটা video করো যার টপিক " বেকারের সফলতা "
      অপেক্ষা য় রয়লাম

    • @mrinalini9656
      @mrinalini9656 3 роки тому

      @@priyohalder379 apni lekhata pathiye din...amr kono video r niche......

  • @choyonbabu5246
    @choyonbabu5246 3 роки тому +3

    অসাধারণ ছিল,,,হৃদয় কাঁপানো ছিল প্রত্যেকটি শব্দ!!

  • @rajusen1994
    @rajusen1994 2 роки тому +1

    আমার সব থেকে বড় অপরাধ যে আমি কেন শিক্ষিত হলাম তাই যে আমি আজ বেকার কথাগুলো শুনে গা শিউরে উঠল ....
    ধন্যবাদ আপনাকে 🙏🙏

  • @hridoysdairy511
    @hridoysdairy511 Місяць тому

    I came from wcc2 game to listen this anthem.
    Just awsome🔥❤️
    Love and respect from Bangladesh❤️❤️❤️

  • @sakibhasan2743
    @sakibhasan2743 3 роки тому +8

    অসাধারণ ! বাস্তবিক! প্রাসঙ্গিক........

  • @vishwarupabhattacharjee9042
    @vishwarupabhattacharjee9042 3 роки тому +8

    After listening to the complete recitation... I must say... the great Shoumitra Chatterjee would have been proud of this... namesake of his...!!

    • @voiceofsubhajit
      @voiceofsubhajit 3 роки тому

      একবার শুনবেন....ভালো লাগলে subscribe করে পাশে থাকবেন।
      ua-cam.com/video/oB1WgEBm47I/v-deo.html

    • @shamimahmed8948
      @shamimahmed8948 3 роки тому

      যে লিখেছে তার প্রতি কিছু বললেন না? 😰

    • @user-ry4qb9io2d
      @user-ry4qb9io2d 2 роки тому

      ua-cam.com/video/AigTY2e9BOw/v-deo.html

  • @suvankarbiswas9348
    @suvankarbiswas9348 2 роки тому

    আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষ ভাবেই অনুপস্থিত। very relatable
    অনবদ্য সৃষ্টি ও সাথে অসাধারণ গলার স্বরের মেলবন্ধন।

  • @abillusion74
    @abillusion74 3 роки тому +2

    খুব সুন্দর লিখেছেন আর অপূৰ্ব আবৃত্তি । এটাই বাস্তব।

  • @debasishsen2521
    @debasishsen2521 3 роки тому +3

    ধন্যবাদ আপনাকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের বাস্তব সমাজ জীবন তুলে ধরার জন্য

    • @voiceofsubhajit
      @voiceofsubhajit 3 роки тому

      একবার শুনবেন....ভালো লাগলে subscribe করে পাশে থাকবেন।
      ua-cam.com/video/oB1WgEBm47I/v-deo.html

  • @saurabharoy2937
    @saurabharoy2937 3 роки тому +5

    Extraordinary poems and wonderful lessons

  • @hannanulislam2266
    @hannanulislam2266 Рік тому +1

    আমি ক্যাকটাস চাষী হতে চেয়েছিলাম
    ক্যাকটাস চাষী।
    যার বাহিরে কাটা
    ভেতরে ওষুধিগুণ।
    তোমরা আমার বাহ্যিক দিক বিবেচনা করে
    আমাকে অপরাধী বানালে।
    আমার শাস্তির দায়ে
    রাজপথে মিছিল ডাকলে।
    যে মিছিলে পায়ের নিচে পরে
    মারা যায় সেই অবুঝ শিশু।
    যার স্বপ্ন ছিল,
    স্বপ্ন ছিল পাখি হয়ে
    ,শোষণ,নির্যাতন বিহীন
    এক মুক্ত আকাশে উড়ে বেড়ানোর।
    অথচ,
    অথচ যে চাষী
    মাকাল ফলের চাষ করে।
    তোমরা তাকে বাহবা দাও,
    শ্রেষ্ঠ চাষী উপাধি দিয়ে
    জ্ঞানীর আসরে বসাও।
    কবিতা: ক্যাকটাস চাষী
    ✍️রুদ্র মোহাম্মদ হান্নানুল ইসলাম

  • @pinakpramanya9914
    @pinakpramanya9914 2 роки тому +2

    বলার ভাষা নেই। শরীরের সমস্ত পশম খাড়া হয়ে উঠল।।

  • @priyangshuroy936
    @priyangshuroy936 3 роки тому +3

    অসাধারণত্ব-র পরিভাষা এই কবিতা
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ritammukhuty7103
    @ritammukhuty7103 3 роки тому +4

    Speechless ❤ love from Bankura

  • @purnimamondol5979
    @purnimamondol5979 2 роки тому

    অসাধারণ!
    নিদারুণ বাস্তবতা!
    অসাধারণ আপনার বলার ভঙ্গি!
    স্বর শুনে শিহরণ জাগে🙏

  • @itsdipayan8361
    @itsdipayan8361 3 роки тому +2

    অসাধারণ উপস্থাপনা ❤️। খুব সুন্দর হয়েছে। আর এটি কঠিন সত্যি 👌।

  • @dipankarroy8214
    @dipankarroy8214 3 роки тому +3

    কান্না ধরে রাখতে পারলাম না যেহেতু আমিও বেকার ।।

  • @samratraha2887
    @samratraha2887 3 роки тому +3

    অসাধারণ লেখকের লেখনী ও আপনার কন্ঠ❤️❤️❤️

  • @arifuzzamantuhin
    @arifuzzamantuhin Місяць тому

    কী ভয়াবহ কবিতা।
    এ যেনো শত বছরের দারিদ্র ও ক্ষমতাবানদের সময় হাজির করলেন কবি।
    লাল সালাম কবি।

  • @pratimaaich2327
    @pratimaaich2327 3 роки тому +2

    কিছু মনে করবেন না, একটা কথা বলি। কোন কবিতা আপলোড করার সময় যদি পিন করে আপনার পরিচয় টা দিয়ে দেন তবে মনে হয় viewers দের বুঝতে সুবিধা হবে। কমেন্ট বক্সে না বুঝে অনেকে অনেক কথা বলে ফেলে... আপনার আবৃত্তিও অসাধারণ। ক্ষমা করবেন, মনে এলো তাই বললাম 🙏

  • @Sanjh111
    @Sanjh111 3 роки тому +3

    Speechless! Oshadharon.