প্রায় ৮ হাজার বিঘা জমিতে বাস করেন ৪ টি পরিবার || মই বেয়ে সেতু পার হয়ে যেতে হয় || Bhabanipur Char

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • চাকদার খুব কাছে অবস্থিত একটি দ্বীপ। আবার এই দ্বীপটি পরে হুগলি জেলার মধ্যে। এখানে যাওয়ার জন্য যে সে দুটি করা হয়েছিল সেটি ২০০০ সালের বন্যায় ভেঙে যায়। এখন সেই সেতুর ওপর মই বেয়ে উঠে পার হতে হয়। চারিদিকে জঙ্গলের ঘেরা মেঠো পায়ে হাঁটা পথ। আর এই সবকিছুর মধ্যেই বাস করে মাত্র চারটি পরিবার। চারটি পরিবারের মধ্যে তিনটি পরিবার স্থায়ীভাবে বসবাস করেন। রাত্রিবেলা যদি খুব দরকার হয় তাহলে তারা নৌকো ব্যবহার করেন।
    এই চরের জীবন খুব মায়াবী জীবন। বর্ষাকালে তার গঙ্গা নদী থেকে ইলিশ মাছ ধরে খান। আবার ঝড়ের সময় তাদের জীবন বাঁচানো দায় হয়ে যায়। সবমিলিয়ে এভাবেই বহু বছর ধরে কাটছে তাদের জীবন। তিন পুরুষ ধরে এই চড়ে বসবাস করছেন তারা। আর এই চর পরিচয় করাতেই আমার ওখানে যাওয়া। তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে।
    #gangachar
    #gangaisland
    #gangariver
    #island
    #char
    #rivervillage
    #travel
    #travelwithrajesh

КОМЕНТАРІ • 522