শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সপ্তাহ ১ // শ্রী সুমন জানা //9679100699 // শ্রীধাম নবদ্বীপ

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সপ্তাহ ১ // শ্রী সুমন জানা //9679100699 // শ্রীধাম নবদ্বীপ // শ্রীমন্মহাপ্রভুর জন্মস্থানের নিত্য পাঠক
    স্থান- সূব্রত জানা দাসের শ্রী গৌরাঙ্গ মন্দির, আশদতলিয়া, সুতাহাটা।
    #Suman_Jana
    #Chaitanya_Charitamrita
    #9679100699
    #Shyamsundar_Kirtan_Jagat
    অমৃতময় শ্রী শ্রী গৌর কথা, শুনলে মন প্রাণ জড়িয়ে যাবে 🙏
    👉ভালো লাগলে অবশ্যই ভিডিও টি Share করবেন আর অবশ্যই channel টি Subscribe করবেন 🙏
    গৌরকথা কীর্ত্তন করতে পারি - তেমন যোগ্যতা আমার কই ?
    অসংখ্য গ্রন্থাদি পাঠ করেও কৃষ্ণতত্ত্ব বা গৌরতত্ত্ব সম্বন্ধে সঠিকরূপে
    অবহিত হওয়া অসম্ভব। তার কৃপা ছাড়া তাঁকে জানা যায় না ।
    তিনি অব্যক্ত-কোন কিছুর দ্বারা তাঁকে ব্যক্ত করা সম্ভব নয় ।
    আমরা আমাদের বুদ্ধি ও মনদ্বারাও তাঁর ধারে কাছেও যেতে পারি
    না। অদৃশ্য এবং অব্যক্ত হয়েও, তিনি যখন পরম করুণাবশে
    জীবকে দর্শন দান করেন- তখনই আমরা তার দর্শনে ধন্য হ'তে
    পারি। কৃতকৃতার্থ হ'তে পারি। নইলে তিনি আমাদের ধরা
    ছোয়ার বাইরে। আমাদের জ্ঞান ও বুদ্ধির অগম্য। তিনিই সনাতন
    পুরুষ ৷ তিনিই আদি পুরুষ। তিনিই পরম পুরুষ। তিনিই একমাত্র
    পুরুষ। তিনিই পরম গতি। তিনি সর্ব্বে শ্বর। তিনিই
    পরমেশ্বর ।
    ব্রহ্মাণ্ড ভ্রমিতে যখন কোন ভাগ্যবান জীব- ভগবানের প্রিয়
    কোন্ ব্যক্তির যাদৃচ্ছিকী কৃপা লাভ করে-তখনই তাঁর কৃপায় ধন্য
    হয়ে আত্মজ্ঞান লাভ করে।
    আত্মজ্ঞান লাভের পরেই-সকল দুঃখ অপনোদিত হয়, সকল
    সংশয়ের পরিসমাপ্তি ঘটে। কৰ্ম্মাকর্শের অবসান হয়। আমাদের
    হৃদয়গ্রন্থি ঈশ্বরের প্রিয়জনের কৃপাদৃষ্টিতেই ছিন্ন হয়। জড়দেহ
    তখন আর স্বীয় দেহরূপে প্রতীত হয় না। আমাদের জড়দেহ এবং
    ভাবদেহ হৃদয়গ্রন্থির মাধ্যমে সংযুক্ত, যতক্ষণ না সেই হৃদয়গ্রন্থি ছিন্ন
    হয়- ততক্ষণ পর্য্যন্ত জড়দেহকেই আমরা আমাদের আপন সত্বা
    বলে ভাবি৷ জড়দেহের সুখ-দুঃখকেই আমরা আপন আপন সুখ
    দুঃখ বলে অনুভব করি। কিন্তু ভগবানের প্রিয়জনের কৃপাদৃষ্টিতে
    যখন হৃদয়গ্রন্থি বিচ্ছিন্ন হয়-তখন জড়দেহ থেকে আমাদের ভাবদেহ
    পৃথক হয়। জড়দেহ ক্ষণভঙ্গুর। কিন্তু ভাবদেহ অঞ্জর, অমর, অব্যয়।
    জড়দেহের বৃদ্ধি সাধনের জন্য যেমন চাল, ডাল ইত্যাদি খাদ্যদ্রব্যাদির
    প্রয়োজন, তেমনি ভাবদেহের পুষ্টি সাধনের জন্য ভগবানের কথা
    কীর্ত্তন, শ্রবণ ও লীলারস আস্বাদন প্রয়োজন। ভাবদেহের মাধ্যমেই
    ভগবানের সান্নিধ্য লাভ সম্ভব।
    শ্রীমন্মহাপ্রভু আরও বললেন-
    শ্রীকৃষ্ণই ভগবান স্বয়ং। তিনি সচ্চিদানন্দ বিগ্রহ তিনি সর্ব্ব
    নিয়স্তা।
    পরম করুণা ভরে শ্রীমন্মহাপ্রভু আরো বললেন - ‘জীব নিত্য কৃষ্ণ
    দাস।
    বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া শ্রীকৃষ্ণতত্ত্বকে শ্রীমন্মহাপ্রভু
    নিজের জীবন ও বাণীর মধ্যে নূতনরূপে তুলে ধরলেন আমাদের কাছে ।
    “আপন সভারে প্রভু করে উপদেশে ।
    কৃষ্ণনাম মহামন্ত্র শুনহ হরিষে ॥
    প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ।
    ইহ। জপ গিয়া সবে করিয়৷ নিৰ্ব্বন্ধ ॥
    -চৈতন্য ভাগবত
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
    হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥
    মধ্যখণ্ড ২৩ অং
    কলিযুগের মানুষদের প্রতি পরম করুণাবশে তিনি মহামন্ত্র প্রদান
    করলেন। মায়াবদ্ধ জীবদের কাছে প্রাথমিক পর্যায়ে কৃষ্ণনাম
    রুচিকর নাও হ'তে পারে-কিন্তু অনুদিন ঐ নাম শ্রদ্ধার সঙ্গে শ্রবণ
    ও কীর্ত্তনে-নামে রুচি সঞ্জাত হওয়া স্বাভাবিক।
    শ্রীকৃষ্ণ লীলায় ভগবান শ্রীকৃষ্ণ ব্রজললনা তথা মহাভাবময়ী রাধার
    কাছে ঋণী হয়েছিলেন। 'যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে
    সেভাবেই ভজনা করি।'- গীতার মাধ্যমে তিনি যে প্রতিশ্রুতি দিয়ে
    ছিলেন--ব্রজললনা, তথা মহাভাবময়ী শ্রীরাধার ক্ষেত্রে শ্রীকৃষ্ণলীলায়
    ভগবান সেই প্রতিশ্রুতি পালনে সক্ষম হন্‌নি । তাই শ্রীরাধার ভাব ও
    কান্তিকে স্বীকার করে ভগবান শ্রীকৃষ্ণকে গৌররূপে অবতীর্ণ হ’তে
    হয়েছিল।
    মহারাষ্ট্রীয় দ্বিগ্বিজয়ী মহাপণ্ডিত কাশীধাম নিবাসী প্রবোধানন্দ
    সরস্বতী শ্রীগৌরাঙ্গমহাপ্রভু সম্বন্ধে বলেছেন-
    অহো ন দুল’ভা মুক্তি ন চ ভক্তিঃ হুদুল ভা।
    গৌরচন্দ্র প্রসাদস্ত বৈকুণ্ঠেহপি সুদুলভঃ ॥
    শুধু ঐখানেই তিনি ক্ষান্ত হ’লেন না। শ্রীচৈতন্যচন্দ্ৰামৃত গ্রন্থে
    লিখলেন :--
    অরে মূঢ় গূঢ়াংবিচিম্বুং হরের্ভক্তি পদবীং,
    দবীয়সশস্যা দৃষ্টাপ্যপরিচিত পূৰ্ব্বাং মুনিবরৈঃ ।
    ন বিশ্রস্তশ্চিত্তে যদি যদি চ গৌল ভ্যমিবৎ,
    পরিতাজ্য শেযং ব্রজত শরণং গৌরচরণম্ ॥
    ওরে মূঢ় মন, গূঢ় ও দূরবর্ত্তী অদৃষ্টবশতঃ মুনিজন কর্তৃক পূর্ব্বে
    অচিন্ত্য শ্রীহরির ভক্তিপথ অনুসন্ধান কর; এবং যদি সেই দুল ভ বস্তু
    কিরূপে লাভকরা সম্ভব এরূপ সংশয় জাগেসবকিছু ত্যাগ করে শ্রীগৌরাঙ্গের শরণ লও ।
    জীবের প্রতি পরম করুণাবশে অব্যক্ত সেই ভগবান তার অবিচিন্ত্য
    শক্তিপ্রভাবে গৌররূপে অবতীর্ণ।
    “অন্তঃক্বষ্ণো বহির্গৌর ॥”
    অস্তরে যিনি কৃষ্ণ, বাহিরে তিনি শ্রীগৌরাঙ্গ ।
    ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম্ ॥”
    “পঞ্চতত্ত্বাক: কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ৷
    শ্রীকৃষ্ণচৈতন্য যার রূপ, শ্রীমন্নিত্যানন্দ যার স্বরূপ, শ্রীমদদ্বৈত
    রূপে যিনি ভক্তাবতার, শুদ্ধ-ভক্ত শ্রীবাসাদি রূপে যিনি ভক্তাখ্য
    এবং অন্তরঙ্গ ভক্ত শ্রীগদাধর আদি রূপে যিনি ভক্তশক্তি-আমি সেই
    পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণকে প্রণাম করি ৷
    এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি- তার অসীম করুণাতেই
    গৌর-কথা সার্থকরূপে রচনা করা সম্ভব।
    শ্রীমন্মহাপ্রভু তাঁর অন্তরঙ্গ পরিকরদের জন্য রসরাজ উপাসনার
    প্রবর্তন করলেও, সাধারণ মানুষের জন্য হরিনাম সংকীর্ত্তনের ব্যবস্থা
    দিয়েছেন৷ জাতি ও সম্প্রদায়ের ক্ষুদ্র গণ্ডীকে ধ্বংস করে জাতি ধৰ্ম্ম
    নির্বিশেষে সকল মানুষকেই তিনি পরমার্থের অধিকার দিয়েছেন ।
    তার এই এই দয়ার তূলনা বিরল।
    “শ্রীকৃষ্ণচৈতন্য বাণী অমৃতের ধার ।
    তিহেঁ৷ যে কহয়ে বস্তু সেই তত্ত্ব সার ৷৷
    ব্রাহ্মণাদি কুক্কুর চণ্ডাল অন্ত করি।
    করিবেক সম্মান বহু মান্য করি ৷”
    যতেক অস্পৃশ্য দুষ্ট যবন চণ্ডাল।
    স্ত্রী শূদ্র আদি যত অধম চণ্ডাল ॥
    যিনি স্ত্রী আদি অধম চণ্ডালদেরও পরম করুণাবশে পরমার্থের
    অধিকার দিয়েছেন, আমার মতে। অধমও তাই তাঁর পরম করুণার
    ওপর ভরসা করেই গৌরকথা কীর্ত্তনে ব্রতী হয়েছি। গৌর-কথা
    কীৰ্ত্তন প্রসঙ্গে আমি সকল বৈষ্ণবের চরণে প্রণতি জানাই।

КОМЕНТАРІ • 143

  • @rajkumarkarmakar3393
    @rajkumarkarmakar3393 21 день тому +2

    হরে কৃষ্ণ রাধা রাধা মাধব

  • @rabishankarchandradas
    @rabishankarchandradas 3 місяці тому +1

    জয় নিতাই গৌর হরি বোল

  • @subornasarker2112
    @subornasarker2112 7 місяців тому +1

    Joy sree Radhe ❤

  • @adityadhawa4437
    @adityadhawa4437 9 місяців тому +1

    Radhey Radhey Radhey Shyam

  • @raidhani8461
    @raidhani8461 2 роки тому +6

    RADHE RADHE dadaji apurbo Sumadhur hari katha sune amar pasan hriday gole gelo 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @ritasarkar8437
    @ritasarkar8437 2 роки тому +4

    Apurbo.

  • @granthapath2736
    @granthapath2736 Рік тому +2

    হরেকৃষ্ণ!জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম!

  • @haridasroy3016
    @haridasroy3016 7 місяців тому +1

    Jay Radha krishna

  • @pujasreechanda9954
    @pujasreechanda9954 Рік тому +2

    Danabath pranam probhuji🙏
    Apurba asshyadan..
    Radhe Radhe Joy Nitai🙏

  • @user-hv4pm8vi3x
    @user-hv4pm8vi3x Рік тому +1

    অমৃত সুধা পান করলাম।

  • @haridasroy3016
    @haridasroy3016 7 місяців тому +1

    Jay Radhe Jay Radhe

  • @batakrishna5452
    @batakrishna5452 Рік тому

    Bhagbater ato sundar kotha hridoa

  • @nilimabiswas4435
    @nilimabiswas4435 2 роки тому +3

    জয় নিতাই

  • @pratimadutta7742
    @pratimadutta7742 2 місяці тому +1

    অপূর্ব সুন্দর শ্রীমদ্ভাগবত প্রবচন শ্রবণ করে মন, প্রান ভরে গেল, জয় নিতাই🙏 জয় গৌর🙏 হরিবোল হরিবোল🙌

  • @GourangaKarmakar-tt9lj
    @GourangaKarmakar-tt9lj 5 місяців тому +2

    হরে কৃষ্ণ ❤

  • @kajaldebnath6450
    @kajaldebnath6450 Рік тому +2

    রাধে রাধে

  • @user-fp9no8ds5r
    @user-fp9no8ds5r Рік тому +2

    হরে কৃষ্ণ

  • @sumansarkar8093
    @sumansarkar8093 10 місяців тому +1

    Super . Hare krishna

  • @user-mw2he9jk5s
    @user-mw2he9jk5s 25 днів тому +1

    Hare Krishna Radhe Radhe

  • @dipakkarmakar8820
    @dipakkarmakar8820 Рік тому +1

    রাধা রাধা গোপিনাথ

  • @gitapress516
    @gitapress516 2 роки тому +2

    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
    হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

  • @pankajroy3834
    @pankajroy3834 2 роки тому +11

    ভাগবত পাঠককে আমার সশ্রদ্ধ প্রনাম।রাধে রাধে ।।

  • @sumonsarkar3411
    @sumonsarkar3411 Рік тому +3

    জয় গৌর হরি

    • @shyamsundarkirtanjagat
      @shyamsundarkirtanjagat  Рік тому +1

      রাধে শ্যাম 🙏🙏
      ভিডিও টি শেয়ার করবেন

  • @SwapanKar-cu3hh
    @SwapanKar-cu3hh 9 місяців тому

    জয় রাধে প্রনাম বাবাজি

  • @manikmahato7993
    @manikmahato7993 7 місяців тому +1

    राधे राधे

  • @amitroy2547
    @amitroy2547 Рік тому +2

    হরে কৃষ্ণ, ঔঁ শান্তি ঔঁ শান্তি ঔঁ শান্তি 🤗🤗
    এমন কির্তন শুনিলে ---
    জীবের হবে পরম গতি
    গুরুদেব আমাকেও দিখ্যা দেও

  • @sanjitabarman8262
    @sanjitabarman8262 Рік тому +2

    Jay radhe❤

  • @gitaghosh9997
    @gitaghosh9997 2 роки тому +2

    জয় নিতাই খুব ভালো লাগছে

  • @dasharathbhowmik312
    @dasharathbhowmik312 10 місяців тому +1

    Wanderful

  • @debjanighosh2345
    @debjanighosh2345 Рік тому +2

    রাধে রাধে 🙏🙏❤️❤️

  • @patitpabandasbabaji816
    @patitpabandasbabaji816 2 роки тому +5

    Jay Sri radhe Radhe radhe Radhe

    • @shyamsundarkirtanjagat
      @shyamsundarkirtanjagat  2 роки тому +1

      Radhe Radhe 🙏🙏

    • @swatidas9569
      @swatidas9569 2 роки тому +1

      @@shyamsundarkirtanjagat radhe radhe radhe radhe radhe radhe radhe radhe radhe radhe radhe radhe radhe anantokoti dandobot sree chorone o sakal boishnab sree chorone.

    • @swatidas9569
      @swatidas9569 2 роки тому +1

      @@shyamsundarkirtanjagat radhe radhe radhe radhe radhe.amrito barshan hochhe .

  • @jayshreeadhikary4282
    @jayshreeadhikary4282 2 роки тому +3

    অপূর্ব কথামৃতম 🙏🙏🙏🙏
    জয় জয় শ্রী গৌর হরি জয় জয় নিতাই চাঁদের জয় 🙏🙏🙏🙏🙏

    • @shyamsundarkirtanjagat
      @shyamsundarkirtanjagat  2 роки тому +1

      Radhe Radhe 🙏🙏🙏🙏
      ভিডিও টি Share করবেন

  • @sanatandasadhikari2449
    @sanatandasadhikari2449 29 днів тому +1

    Jay Jay Simon provu kejay

  • @anjanakundu1113
    @anjanakundu1113 Рік тому +3

    Hare Krishna

  • @litonmondal9779
    @litonmondal9779 2 роки тому +2

    Hare Krishna
    Dondoboth pronam Provo jeer shree choronay
    Joy joy shree netai gour radhay sham

    • @shyamsundarkirtanjagat
      @shyamsundarkirtanjagat  2 роки тому +1

      Radhe Radhe 🙏🙏🙏
      ভিডিও টি Share করবেন Please

  • @gitapress516
    @gitapress516 2 роки тому +6

    সুন্দর শ্রবণ

    • @shyamsundarkirtanjagat
      @shyamsundarkirtanjagat  2 роки тому +1

      Radhe Radhe 🙏🙏🙏
      ভিডিও টি Share করবেন

    • @swatidas9569
      @swatidas9569 2 роки тому +1

      @@shyamsundarkirtanjagat radhe radhe radhe radhe radhe radhe radhe radhe radhe radhe radhe radhe anantokoti dandobot sree chorone o sakal boishnab sree chorone.

  • @pujachanda5293
    @pujachanda5293 2 роки тому +2

    জয় নিতাই জয় গৌর

    • @shyamsundarkirtanjagat
      @shyamsundarkirtanjagat  2 роки тому +1

      জয় নিতাই জয় গৌর 🙏🙏
      ভিডিও টি Share করবেন

  • @jayshreeadhikary4282
    @jayshreeadhikary4282 2 роки тому +2

    জয় নিতাই গৌর হরিবোল 🙏🙏🙏🙏

  • @arpansarkar6093
    @arpansarkar6093 5 місяців тому +1

    🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @manasdutta2163
    @manasdutta2163 2 роки тому +2

    Apurbo

  • @bishawnathpal5236
    @bishawnathpal5236 11 місяців тому +2

    জয় নিতাই জয় গৌরহরি

  • @ratankarmakar8721
    @ratankarmakar8721 Рік тому +2

    RadhaMaharaniCharanBhaktiPram

  • @sauravmistri6656
    @sauravmistri6656 2 роки тому +2

    Hare Krishna 🥰 joy gour joy nitai

  • @pankajroy3834
    @pankajroy3834 2 роки тому +4

    জয় রাধে

  • @samantoghosh2302
    @samantoghosh2302 Рік тому +2

    জয় নিতাই নিতাই

  • @businessesgroup7659
    @businessesgroup7659 Рік тому +2

    জয় নিতাই জয় গৌর

  • @user-tz7dq4rz7z
    @user-tz7dq4rz7z 9 місяців тому

    মধুময় শ্ৰী চৈতন্য চৰিতামৃত পাঠ।

  • @monishankar6617
    @monishankar6617 Рік тому +2

    ভাগবতের এতো সুন্দর পাঠ শুনে আমার মনটা ভরে গেল আমার প্রনাম নেবেন জয় রাধে জয় নিতাই গৌর হরি বল

  • @gmazumder07
    @gmazumder07 2 роки тому +3

    Radhe Radhe

  • @nityanandabiswas7803
    @nityanandabiswas7803 2 роки тому +2

    Radha Radha

  • @gitadas3259
    @gitadas3259 2 роки тому +2

    হরে কৃষ্ণ 🙏🙏

    • @shyamsundarkirtanjagat
      @shyamsundarkirtanjagat  2 роки тому +1

      Radhe Radhe 🙏🙏🙏🙏
      ভিডিও টি Share করবেন

  • @prankrishna9296
    @prankrishna9296 2 роки тому +2

    জয় নিতাই জয় গৌর।

    • @shyamsundarkirtanjagat
      @shyamsundarkirtanjagat  2 роки тому +1

      জয় নিতাই জয় গৌর 🙏🙏
      ভিডিও টি Share করবেন

  • @Giridhari265
    @Giridhari265 2 роки тому +2

    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🙏🏻🙏🏻❤️🙏🏻❤️🙏🏻🙏🏻❤️

  • @chandaghosh4038
    @chandaghosh4038 7 місяців тому +1

    জয় শ্রী কৃষ্ণ ❤❤আমি চন্দন ঘোষ বলছি আপনার পাঠ আমার খুব ভালো লাগে ❤❤ক্বপা করবেন বাবাজি ❤❤ রাধে রাধে ❤❤❤❤❤❤❤❤❤

  • @sukdebchakraborty9083
    @sukdebchakraborty9083 2 роки тому +3

    আপনার পাঠ আমার মন খুব তুষ্ট হয়েছে দয়া করে আপনার সব পাঠ গুলো যেন পাই হরে কৃষ্ণ জয়মহাপ্রভু আপনার মঙ্গল হোক

  • @rggopal4206
    @rggopal4206 2 роки тому +3

    Joy gour

    • @shyamsundarkirtanjagat
      @shyamsundarkirtanjagat  2 роки тому +1

      জয় নিতাই জয় গৌর 🙏🙏🙏
      ভিডিও টি Share করবেন

  • @RiponMondal-mc5yw
    @RiponMondal-mc5yw 11 місяців тому +1

    জয় গৌর হরি।

  • @gourangamandal5470
    @gourangamandal5470 7 місяців тому +1

    জয় নিতাই জয়

  • @tanusridebnath
    @tanusridebnath 11 місяців тому +1

    রাঁধে রাঁধে ❤🙏

  • @beautydebnath2306
    @beautydebnath2306 6 місяців тому +1

    Radhe Radhe 🙏🙏. Bartaman apnar chaitanya charitamrita katha sunchhi Orissa te

  • @kanikabanik3875
    @kanikabanik3875 10 місяців тому +1

    রাধে রাঁধে

  • @gourangamandal5470
    @gourangamandal5470 7 місяців тому +1

    জয় নিতাই যায় গৌর,আমি ভগীরথ মণ্ডল বলছি, প্রাচীন মায়াপুর মণ্ডল পারা থেকে বলছি।আপনার পাট খুব ভালো লেগেছে

  • @mridularoy4511
    @mridularoy4511 11 місяців тому +1

    জয় গৌরহরি ❤🙏🙏🙏🙏

  • @chiranjitsaha4871
    @chiranjitsaha4871 2 роки тому +2

    হরে কৃষ্ণ 🙏🌹🙏

  • @samirankumarsen40
    @samirankumarsen40 Рік тому +2

    🙏🙏🙏 আপনার পাট অসাধারণ লাগল যেন পরের গুলো শুনতে পাই

  • @shrutikonapaul3589
    @shrutikonapaul3589 Рік тому +3

    অমৃত সুন্দর কোটি কোটি দণ্ডবত।

  • @runurkd6099
    @runurkd6099 2 роки тому +2

    Radhe radhe

  • @bharatibera6997
    @bharatibera6997 10 місяців тому +2

    Radhe radhe 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @krishnaprasaddas4353
    @krishnaprasaddas4353 2 роки тому +4

    হরেকৃষ্ণ খুব সুন্দর

  • @sumitkarmakar2056
    @sumitkarmakar2056 2 роки тому +2

    Radhe radhe🙏🙏🙏

  • @tapatighosh6850
    @tapatighosh6850 6 місяців тому +1

    ২দিনের আলোচনা শুনতে চাই

  • @nareshmondal7943
    @nareshmondal7943 Рік тому +2

    ন তদ্ ভাসয়তে সূর্যো ন শশাঙ্কো ন পাবকঃ।
    যদ্ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম।।
    গীতা ১৫/৬

  • @reponkumarrupok2744
    @reponkumarrupok2744 2 роки тому +3

    জয় নিতাই। জয় গৌর। অনেক সুন্দর ভাগবত পাঠ। বাবাজীর কথাগুলো অমৃতময়। বাবাজীর শ্রী চরণে অনন্তকোটি দন্ডবৎ প্রণাম রইলো।

  • @rekhapathak79
    @rekhapathak79 2 роки тому +2

    উনার ভাগবত পাঠ আমার খুব ভালো লাগে। জয় নিতাই, জয় জয় গৌর। হরেকৃষ্ণ।

  • @manasdutta2163
    @manasdutta2163 2 роки тому +3

    Joy Netai

  • @mahanpatra3108
    @mahanpatra3108 2 роки тому +5

    Joy Nitai

  • @nepaldas1177
    @nepaldas1177 8 місяців тому +1

    গীতা প্রমাণে চন্দ্রের আলো আছে ।

  • @lsuccess254
    @lsuccess254 Рік тому +2

    চৈতন্য রুপি ভাগীরথী গঙ্গায় অবগাহন করে ধন্য হলো --- তাইতো আচার্য্য মাম্ভিজনিয়াট , যেনো প্রভু তার ই জীবন চরিত রুপী অমৃত আপনার মুখারবিন্দ দিয়ে বিলাইছেন 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @soumyadipbiswas240
    @soumyadipbiswas240 2 роки тому +2

    হরে কৃষ্ণ দা দা বাড়িতে কি ভাগবৎ রাখা যাবে

  • @gangadharsadhu1544
    @gangadharsadhu1544 2 роки тому +2

    আপনাকে দিয়ে বাড়িতে পাঠ করানোর ইচ্ছে রইলো, ঈশ্বর যেন আমার ইচ্ছে পূর্ণ করেন। দণ্ডবৎ প্রণাম নেবেন।

    • @shyamsundarkirtanjagat
      @shyamsundarkirtanjagat  2 роки тому +1

      জয় নিতাই জয় গৌর 🙏🙏

    • @shyamsundarkirtanjagat
      @shyamsundarkirtanjagat  2 роки тому +2

      ভিডিও টি Share করবেন
      আর অবশ্যই channel টি Subscribe করবেন

  • @madanmohandas108
    @madanmohandas108 Рік тому +2

    From what I could make out the book was not referred to at all. Does any pathak actually simply recite the text.

  • @belasamanta5127
    @belasamanta5127 Рік тому +2

    Uni amader framer janai baby

  • @nirmaldhar5326
    @nirmaldhar5326 2 роки тому +2

    Hare Krishna

  • @gourday8622
    @gourday8622 2 роки тому +9

    ভাগবতের এতো সুন্দর পাঠ শুনে আমার মনটা ভরে গেল আমার প্রনাম নেবেন জয় রাধে জয় নিতাই গৌর হরি বল

  • @sumanjana8854
    @sumanjana8854 2 роки тому +4

    Joy Netai