দারুন শিবাজী দা। আপনার কথাগুলো এবং বুঝানোর ক্ষমতা ভীষণ পরিষ্কার। সারাদিন রোদ্দুরে ঘুরছেন , পাহাড়ে উটছেন নামছেন , কিন্তু আপনার মুখে এবং কথার মধ্যে সেই কষ্টের কোনো প্রভাব ই পড়ে নি। সর্বদা হাসিমুখ। কিপ ইউর স্মাইল ফর এভার , এবং আপনি ভীষন কনফিডেন্স নিয়ে কথা বলেন। দারুন
অপরূপ জায়গা সাথে অসাধারণ উপস্থাপনা জায়গাটিকে আরও অপরূপ করে দিলো । পুরুলিয়ার অযোধ্যা এইসব যখন শুনি মনে হয় সিরাজ-উদ-দৌলার বাংলা বিহার উড়িষ্যার পুরুলিয়ার অযোধ্যার । মনে হচ্ছে ইতিহাসের পাতা পড়ছি আপনার ভিডিও দেখে । আপনার ভিডিও গোগ্রাসের মত গিলছি আমি দাদা । ভালোবাসা নেবেন বাংলাদেশ থেকে ।আমাদের দুই বাংলা -সোনার বাংলা - বাংলা ভাষা বাঙ্গালী - আমি তোমায় অনেক ভালবাসি ।
Eto kache eto sundar jaiga dekhanor janya aneeek dhanyawad, apni na dekhale jantei partam na amader banglate eto sundar jaiga ache, asadhsran.apnar uposthapana.
Sotti asaadhaaron superb, maane eto sundor praakritik o monorom jaaygaa j maaskhhaanek thaakle toh shorir bash theke paahaarer motoi fule phepe dhol hoye jaabe akdom .... Daarun laaglo Dada, just fabulous n many many thanks .... Thanks a ton, khub bhaalo thaakun r sokol ke bhaalo raakhun, tata
দারুণ! হিলটপে তখন একটা সাধারণ ডরমিটরি ব্যবস্থা ছিল, সেখানে তিনদিন ছিলুম (৩১ বছর আগে)! এখন মনে হয় অনেক ভালো ব্যবস্থা হয়েছে! ওখানে একটাই দোকান ছিল - বুধনদার দোকান! সেখানেই দুবেলা খাওয়াদাওয়া - খাঁটি দুধ থেকে শুরু করে দেশী চিকেনের ঝোল পর্যন্ত সবকিছু! সেখানেই প্রয়োজনীয় অন্যান্য সাধারণ জিনিসও পাওয়া যেত! এখন তো দেখলুম বেশ কিছু দোকান হয়েছে! একটা ঝর্ণায় চান করেছিলুম, অসাধারণ অভিজ্ঞতা! ও, তখন ওখানে বিদ্যুৎ ছিল না, বাথরুমে জলও খুব সামান্য আসতো! এখন অনেক ভালো ব্যবস্থা হয়েছে দেখে ভালো লাগলো, ওখানে আবার যাওয়ার ইচ্ছেটা চাগাড় দিয়ে উঠলো! বিশেষ উল্লেখ: জগদীশ কালিন্দী! অনবদ্য! "ফটো তুলে নিয়ে যাবেন" দেখানোর/শোনানোর জন্য ধন্যবাদ!
অবশ্যই প্রথম অংশ প্রথম স্থান পেয়েছে। গানের ব্যবহার যথাযত এবং গুরুত্বপূর্ণ মাত্রা দিয়েছে সাবস্ক্রাইবার এর সঙ্গে দেখা হওয়ার আনন্দটা সরলভাবে ব্যক্ত করেছেন। সহজ আবেগ প্রকাশিত। সুন্দর।
শিবাজী দা.... ময়ূর পাহাড়ে উঠে যখন হাত ছড়িয়ে দিলেন তখন আপনার সাথে আমিও হারিয়ে গেলাম দিকশুন্যপুরে। যতই ভিডিও আপনি বানান আমি এবং নিশ্চয় আমার মতো আরো অনেকে আপনার সাথে ই ঘুরতে থাকি। মননের এই ঘোরাঘুরি চলতে থাকুক। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ভালো থাকবেন।
শান্তিনিকেতনের ভিডিওতে প্রথম দেখলাম, আবহ সঙ্গীতে ফাঁকা শনিবারের হাটের বাউল গান। অনবদ্য বললেও কম বলা হয়! তারপর আবার এই ভিডিওতে। আমি গান খুব একটা বুঝিনা, গাইতেও পারিনা - তবু লোক সঙ্গীতের টান অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই। এই ভাবে বাংলার মাটির মানুষদের কাছাকাছি ঘুরে বেড়ানোর সৌভাগ্য আমার বিশেষ হয়নি, বাইরে থাকার দরুন। তাই বাকি বাংলাও এইভাবেই আপনার চ্যানেলের মাধ্যমে দেখানোর অনুরোধ রইলো। অসংখ্য ধন্যবাদ। 🌻
অত্যন্ত সুন্দর, খুব ভাল ভাবে explore করেছেন, এতো গুলো জায়গা আমি দেখতে পারিনি, আর থাকার জায়গা টার honest review দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আর খাবার জলের ব্যাপারটা যেটা বললেন, একদম সত্যি😊, বামনি ফলস টা অনেকবারই ট্রাই নিয়েছি কিন্তু যেতে পারিনি, এখন বোধহয় রাস্তা টা ঠিক আছে। পরের ভিডিও এর অপেক্ষায় রইলাম।
অযোধ্যা পাহাড়ে পশ্চিমবঙ্গ যুব আবাসে কেউ সম্প্রতি থেকে এসেছেন কি? ওখান কি খুব load shedding হয়? Google এ mixed reviews রয়েছে। maintenance এর কোন সমস্যা আছে? আর খাওয়ার ব্যবস্থা কেমন?
Sir ar gaan ta add hoye episode ta puro jome giye6e ❤️❤️❤️❤️❤️❤️❤️ ...r o video pate chy sir ...r ai jaiga gulo thake jodi drone shot dakte petam r o khusi hotam .......tao khub valo ❤️❤️❤️
ভিডিও যে অসাধারণ হয়েছে, সে তো বলাই বাহুল্য । তোমার কাজের কনসেপ্ট সবসময়ই খুব ভালো । আর বিভিন্ন থাকার জায়গাগুলোর সমস্যাগুলোকে যেভাবে তুলে ধরছো, এটা তোমার ভিডিওর ইনফরমেশন কোয়ালিটিকে আরও বাস্তবসম্মত করে তুলছে । তবে মার্বেল লেকের হাত ছড়ানো পোজটা দেখে তো আমাদের সেই বয়সের একজন নায়কের কথা মনে পড়ে গেল যে ।
অসাধারণ। উদার আকাশে, মুক্ত বাতাসে,উদাত্ত কন্ঠের উপস্থাপনা যেন অযোধ্যা পাহাড় আর শাল পিয়ালের বন কে অনেক কাছে এনে দিল।তার সাথে প্রচ্ছদপটে তোমাদের যুগলবন্দি।তুমিও দারুন পৃথ্বীজিত।এগিয়ে চল
Bah... khub enjoy kochi, amar baba ekhane ghure esehchen , amader hoyni. Tobe baba jakhon gjyechilen etosob arrangment chilona. Ei video r dorun natun update peye gelam. Tku so much.
Dada amr পরিচিত raa ঘুরতে গিয়েছিল রিসেন্ট তারা বলছে ,, যে জাইগা গুলো তে ঘুরেছে সেখানে খাওয়ার কোনো হোটেল নেই। যারা ঘুরতে যাই তারা নাকি ওখানে গিয়ে রান্না করে খাই । আমরা প্ল্যান করলাম কিন্তু খাওয়ার হোটেল নেই তাই আবার ক্যান্সিল করলাম।
যথারীতি অসামান্য, অসাধারণ ক্যামেরার কাজ এবং এডিটিং, অনবদ্য উপস্থাপনা। এক দশক আগে অবসরের পর সংবাদপত্র আর টিভি ছিল সময় কাটানোর উপায়। গত মাস পাঁচ ছয় আগে সৌভাগ্যক্রমে ইউ টিউবে আপনার একটি ভিডিও দেখি। তার পর থেকে অন্য কারোর travel vlog আর দেখিই না। আপনার প্রাণবন্ত ভিডিওর মাধ্যমে মানসভ্রমণে আপনাদের ভ্রমণসঙ্গী হওয়ার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়। একেকটা ট্যুর শেষ হওয়ার পর সাগ্রহ অপেক্ষায় থাকি next notification -এ পরের যাত্রায় মানসভ্রমণে আপনাদের সঙ্গী হওয়ার। East or west, EXPLORER SHIVAJI is the best !! 😍
আপনার উপস্থাপনা অসাধারণ। শুধুমাত্র তথ্য...সে তো নেটেই পাওয়া যায়। আপনার cenematographic sense, ক্যামেরার panning, সময়মতো slow-motion - সবকিছু মিলেমিশে আপনার vlog একটা yardstick হয়ে গেছে। এখন অন্য ভিডিও দেখে ভাবতে হয় "শিবাজীদার মতো হলো কিনা" ? যাইহোক, পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম। আর একটা suggestion, যদি সম্ভব হয় তাহলে ভিডিওর প্রথমে বা শেষে কিছু still picture slide যোগ করলে ভালো হয়। অনেক শুভেচ্ছা রইলো...
দাদা আমি পুরুলিয়ার এই ছেলে কিন্তু আপনি যেভাবে পুরুলিয়া কে তুলে ধরেছেন অসাধারণ।।
Osadharon sundori Purulia.Darun laglo.👍👌👌😊Tar sathe gan gulo.Just jome geche.
Di vai Amar channel ti o ekbar ghure aso. Amar #ma khub kosto Kore channel tir jonno, upnara aktu help korun didi 😢😢😢😭😭
দারুন শিবাজী দা। আপনার কথাগুলো এবং বুঝানোর ক্ষমতা ভীষণ পরিষ্কার। সারাদিন রোদ্দুরে ঘুরছেন , পাহাড়ে উটছেন নামছেন , কিন্তু আপনার মুখে এবং কথার মধ্যে সেই কষ্টের কোনো প্রভাব ই পড়ে নি। সর্বদা হাসিমুখ। কিপ ইউর স্মাইল ফর এভার , এবং আপনি ভীষন কনফিডেন্স নিয়ে কথা বলেন। দারুন
দারুণ দারুণ। এত অসাধারণ উপস্থাপনা আগে কোনো দিন দেখিনি। আমার মনে হয় আপনিও দেখেন নি। অসাধারণ ।
ধন্যবাদ
অপরূপ জায়গা সাথে অসাধারণ উপস্থাপনা জায়গাটিকে আরও অপরূপ করে দিলো । পুরুলিয়ার অযোধ্যা এইসব যখন শুনি মনে হয় সিরাজ-উদ-দৌলার বাংলা বিহার উড়িষ্যার পুরুলিয়ার অযোধ্যার । মনে হচ্ছে ইতিহাসের পাতা পড়ছি আপনার ভিডিও দেখে । আপনার ভিডিও গোগ্রাসের মত গিলছি আমি দাদা । ভালোবাসা নেবেন বাংলাদেশ থেকে ।আমাদের দুই বাংলা -সোনার বাংলা - বাংলা ভাষা বাঙ্গালী - আমি তোমায় অনেক ভালবাসি ।
কথা আর গান আর মনোরম দৃশ্য সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটা ভিডিও দেখলাম এই ভাবে এগিয়ে চলুন খুব ভালো থাকবেন
অনেক ধন্যবাদ আমার আর শিবাজীর তরফ থেকে।
Dada series taa darun jome geche...khub bhalo laglo..
ধন্যবাদ
Eto kache eto sundar jaiga dekhanor janya aneeek dhanyawad, apni na dekhale jantei partam na amader banglate eto sundar jaiga ache, asadhsran.apnar uposthapana.
Sotti asaadhaaron superb, maane eto sundor praakritik o monorom jaaygaa j maaskhhaanek thaakle toh shorir bash theke paahaarer motoi fule phepe dhol hoye jaabe akdom .... Daarun laaglo Dada, just fabulous n many many thanks .... Thanks a ton, khub bhaalo thaakun r sokol ke bhaalo raakhun, tata
দারুন দারুন ❤️👍 দাদার গান আপনার ভিডিও কে এক অন্য মাত্রায় নিয়ে গেছে❤️
অনেক ভালোবাসা আমার আর শিবাজীর তরফ থেকে।
sir darun laglo just osadharon .......tobe next video er jonyo wait korbo please taratari deben...........
Wow!wow!wow! Ki darun drisho monchute galo.👍
চার বছর আগে গিয়েছিলাম পিকনিক করতে, আপার ডেম্প এর পাশেই পিকনিক করেছিলাম। আপনার ভিডিও দেখে জায়গা টা নতুন করে উত্থাপন করলাম। দারুণ লাগলো।
দাদা, এই সিরিজ টা দারুণ জমে গেছে
খুব ভালো লাগছে অসাধারণ👍👍👍👍👍
Amader purulia r ajodhya pahar ke niye video korar jonno apnake onek dhonnobad
দারুণ! হিলটপে তখন একটা সাধারণ ডরমিটরি ব্যবস্থা ছিল, সেখানে তিনদিন ছিলুম (৩১ বছর আগে)! এখন মনে হয় অনেক ভালো ব্যবস্থা হয়েছে! ওখানে একটাই দোকান ছিল - বুধনদার দোকান! সেখানেই দুবেলা খাওয়াদাওয়া - খাঁটি দুধ থেকে শুরু করে দেশী চিকেনের ঝোল পর্যন্ত সবকিছু! সেখানেই প্রয়োজনীয় অন্যান্য সাধারণ জিনিসও পাওয়া যেত! এখন তো দেখলুম বেশ কিছু দোকান হয়েছে! একটা ঝর্ণায় চান করেছিলুম, অসাধারণ অভিজ্ঞতা! ও, তখন ওখানে বিদ্যুৎ ছিল না, বাথরুমে জলও খুব সামান্য আসতো! এখন অনেক ভালো ব্যবস্থা হয়েছে দেখে ভালো লাগলো, ওখানে আবার যাওয়ার ইচ্ছেটা চাগাড় দিয়ে উঠলো!
বিশেষ উল্লেখ: জগদীশ কালিন্দী! অনবদ্য! "ফটো তুলে নিয়ে যাবেন" দেখানোর/শোনানোর জন্য ধন্যবাদ!
Dada apni ajodya pahar ke khub sundor bhabhe biboron korechen,। Dada apnar fan 👍🎉
অবশ্যই প্রথম অংশ প্রথম স্থান পেয়েছে।
গানের ব্যবহার যথাযত এবং গুরুত্বপূর্ণ মাত্রা দিয়েছে
সাবস্ক্রাইবার এর সঙ্গে দেখা হওয়ার আনন্দটা সরলভাবে ব্যক্ত করেছেন। সহজ আবেগ প্রকাশিত। সুন্দর।
সত্যি পুরুলিয়া ভিডিওটা অসাধারন লাগলো দেখার আশায় রইলাম আপনার ধারাভাষ্য অসাধারণ
Di vai Amar channel ti o ekbar ghure aso. Amar #ma khub kosto Kore channel tir jonno, upnara aktu help korun didi 😢😢😢😭😭
শিবাজী দা.... ময়ূর পাহাড়ে উঠে যখন হাত ছড়িয়ে দিলেন তখন আপনার সাথে আমিও হারিয়ে গেলাম দিকশুন্যপুরে। যতই ভিডিও আপনি বানান আমি এবং নিশ্চয় আমার মতো আরো অনেকে আপনার সাথে ই ঘুরতে থাকি। মননের এই ঘোরাঘুরি চলতে থাকুক। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ভালো থাকবেন।
আমার সব প্রচেষ্টা সার্থক।❤️❤️❤️
অনেক ভালো লেগেছে। ভালো ও সুস্হ্য থাকুন - প্রতি দিন - ক্ষন- মূহুর্ত। শুভকামনা রইল।
Sotti vabtei parini j kono 1ta nirdisto jayga k etota sundor vabe tule dhora jay..... thank u SHIBAJI da.
অভিভূত হলাম দেখে । সুন্দর বর্ণনা দিয়েছেন । বাহবা !
আপনার চোখে পুরুলিয়া কে দেখে খুব আনন্দ হচ্ছে। আমি ১০ বছর ঝালদা তে ছিলাম। একটাই অভিযোগ, ভিডিও গুলো খুব শর্ট। মন ভরছে না। পরের গুলোর জন্য অপেক্ষা করছি।
সত্যি অসাধারন । তবে অপেক্ষায় আছি কৈলাশ প্রোগ্রামের জন্য।
অপূর্ব, আমার মতে বাংলায় আপনার মতো ট্রাভেল ব্লগার আর নেই।মন্ত্র মুগ্ধ হয়ে যাই আপনার ভিডিও দেখতে দেখতে, বিশেষ করে উপস্থাপনা। ধন্যবাদ।
Just aswome.ajodhya paharer opor jato video dekhechi tar modhye apnar video ta Amar kache sobtheke sera video.thanks shibaji da❤️❤️❤️
Khub sundor laglo .... Vdo ta dakha Jabar i66 h66...
Bamni fall অসাধারণ লাগলো।
তথ্য সহ ভ্রমন বিশ্লেষণ ও সাথে আপনার বন্ধুর গান মনোগ্রাহী
অনেক ধন্যবাদ আমার ভালোবাসা আমার আর শিবাজীর তরফ থেকে।
পুরুলিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে তা ভিডিওটা না দেখলে জানতেই পারতাম না।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Most welcome!
Excellent as usual .... R dadar gaan .... Excellent
😊💐
অসাধারণ সুন্দর পুরুলিয়া...আমি পাঁচদিন ঘুরে কাল ফিরলাম.. যেমন মার্বেল লেক,...আপনার ভিডিও গুলো ভীষণ সাহায্য করেছে আমায় পুরুলিয়া ঘুরে আসতে
খুব সুন্দর,অনেক কিছু জানা হলো। যাওয়ার ইচ্ছা রইল।
শান্তিনিকেতনের ভিডিওতে প্রথম দেখলাম, আবহ সঙ্গীতে ফাঁকা শনিবারের হাটের বাউল গান। অনবদ্য বললেও কম বলা হয়! তারপর আবার এই ভিডিওতে।
আমি গান খুব একটা বুঝিনা, গাইতেও পারিনা - তবু লোক সঙ্গীতের টান অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই।
এই ভাবে বাংলার মাটির মানুষদের কাছাকাছি ঘুরে বেড়ানোর সৌভাগ্য আমার বিশেষ হয়নি, বাইরে থাকার দরুন। তাই বাকি বাংলাও এইভাবেই আপনার চ্যানেলের মাধ্যমে দেখানোর অনুরোধ রইলো। অসংখ্য ধন্যবাদ। 🌻
দাদা facebook page টার link আর দাদার গানটা শোনার কোনো youtube link পাওয়া যাবে কি !
আর দাদাকে vlog এ আরও গান করার অনুরোধ রইল
ভালো থাকবেন 😊
গানটা রেকর্ড করছি,পরে আরও গান নিশ্চই হবে।
দ্বিতীয় পর্বের ভিডিও টি খুব সুন্দর লাগলো
আপনার video দেখার অপেক্ষাতেই থাকি , দারুণ লাগলো ।
দাদা আমরা ও ঘুরে এসেছি অযোধ্যা পাহাড়ে ।
দারুন জায়গা তার পাশাপাশি আপনার ভিডিও টা ও ।
Apnar video dekhe sudhu ei aasche mone 👉darun 👍👏👉oshadhoron 🤟🤟🤟❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
আমি 2018 সালে বাইক রাইড করে গেছিলাম। আপনার ভিডিও সেই সব স্মৃতি আবার মনে করিয়ে দিল।
ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের পুরুলিয়াকে--আপনার উপস্থাপন অসাধারণ 🌹🌹🌹🌹🌹
Apnar guiedence osadharon. Apnake follow kore Mukutmonipur ghurte esechi. Ajekhane Peerless resorte theke ghure nilam. Khub valo lagche. Evabe sob janan. Ami Sodepurei thaki.
Dada Prithwijit dar gaan tah osadharon.....osadharon......r vlog o informative o khub sundor as usual
অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার আর শিবাজীর তরফ থেকে।
দাদা আপনার ভিডিও যত দেখছি ততই বেড়াতে যাওয়ার ইচ্ছেটা বেড়ে যাচ্ছে ...আপনার কণ্ঠস্বর সত্যি ই অনবদ্য ..দেখার আনন্দ টাকে অনেকাংশে বাড়িয়ে দেয় ।
আপনার উচ্চারণ এবং সেই জায়গার ঐতিহাসিক প্রেক্ষাপট,এলাকার বিশেষত্ব দারুন সুন্দর করে বিশ্লেষণ খুব ভালো লাগলো।
অযোধ্যা পাহাড় কি গাড়ি ছাড়া ঘোড়া jaaye na আরেকটা প্রশ্ন হলো যাদের গাড়ী নেই তারা কি ভাবে ঘুরবে জানালে উপকৃত হতাম
অত্যন্ত সুন্দর, খুব ভাল ভাবে explore করেছেন, এতো গুলো জায়গা আমি দেখতে পারিনি, আর থাকার জায়গা টার honest review দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আর খাবার জলের ব্যাপারটা যেটা বললেন, একদম সত্যি😊, বামনি ফলস টা অনেকবারই ট্রাই নিয়েছি কিন্তু যেতে পারিনি, এখন বোধহয় রাস্তা টা ঠিক আছে। পরের ভিডিও এর অপেক্ষায় রইলাম।
❤️❤️❤️
দাদা মন থেকে বলছি অনবদ্য উপস্থাপনা, আমি পুরুলিয়া ঘুরতে যাই নি কিন্তু আপনার video আমার পুরুলিয়া ভ্রমণ এর স্বাদ মিটিয়ে দিল
কথাটা স্বাদ নয়। সাধ
আপনার ভালকি মাচান এর ভিডিওটা দেখছিলাম
নোটিফিকেশন এলো নতুন ভিডিওর
সত্যি অসাধারণ 😍
আপনার ভিডিও দেখলে মন ভরে যায় ❤️💕
First part টাও দেখে নিন।
Di vai Amar channel ti o ekbar ghure aso. Amar #ma khub kosto Kore channel tir jonno, upnara aktu help korun didi 😢😢😢😭😭
গান টার link কোথায় পাব দাদা।
গানটা দারুন।
আর আপনার ভিডিওগুলো
Please বলুন গানটার কোথা থেকে পাওয়া যাবে।
kon jayega ta sob theke bhalo and reasonable banjara camp or ting camp
ভিডিও তে বলেছি
Thanks for sharing........wait korechilam
mon kharap hoye gelo.purnima rat r upper damp r view ta miss korlam.
দাদা আমি অযোধ্যা পাহাড় ঘুরে এসেছি।খুব ভালো করে ঘুরে এসেছি।যা দেখাচ্ছেন সব দেখেছি তবু আপনি এত সুন্দর বলছেন ইচ্ছে করছে একটা গাড়ি নিয়ে এখন আবার যাই।
Hill top e fruit garden,library,Durga mondop ,onek kiyu missed kore gellen
অযোধ্যা পাহাড়ে পশ্চিমবঙ্গ যুব আবাসে কেউ সম্প্রতি থেকে এসেছেন কি? ওখান কি খুব load shedding হয়? Google এ mixed reviews রয়েছে। maintenance এর কোন সমস্যা আছে?
আর খাওয়ার ব্যবস্থা কেমন?
September e ekta short trip korar ichhe achhe, apner ei bornona osadharon laaglo...
Purnima chobi Kothay
Valo hotel er naam janan pl.
Sir ar gaan ta add hoye episode ta puro jome giye6e ❤️❤️❤️❤️❤️❤️❤️ ...r o video pate chy sir ...r ai jaiga gulo thake jodi drone shot dakte petam r o khusi hotam .......tao khub valo ❤️❤️❤️
অবাক ভালোবাসা আমার আর শিবাজীর তরফ থেকে।
Dada apnar video gulo mugdho kore diche just outstanding
Bus service ki ache aktu bolben plz?? Train a booking paini so ferar ta jodi bus a firte hoy kivabe firbo ajodhya theke???
হ্যাঁ, বাস চলছে
Sera Sera Sera Sera video.. Prithi da darun jomeye dilo.. Tomra great😊. Love you❤.. Tumi ossam Dada. Aro amon gan r tomader chai...
অনেক ভালোবাসা আমার আর শিবাজীর তরফ থেকে।গান হবে আরও।
Shivaji da Ayodha hill er rasta ta ki khub hilly ? First time hilly road drive 4 wheel korbo tai bhabchi. Ektu taratari janaben.
আপনার video দেখে পুরুলিয়া ভ্রমণের স্মৃতি টাটকা হয়ে উঠল। আপনার বাচনভঙ্গি , স্থানের বর্ণনা খুব সুন্দর ।
অসংখ্য ধন্যবাদ
আপনার উপস্থাপনায বেড়ান আরো সুন্দর হযে যায়
মনটা ভরে গেল
Onek thanks Shibaji da apnake... purulia Rkmvp r student howay purulia r proti ekta alada bhalobasha ache❤️... osadharon series... dekhbo sob
Subscribe korlam darun video
প্রথম পর্ব দেখেছেন তো? এটা কিন্তু দ্বিতীয় পর্ব।
Khhuuub sundor Laaglo Dada 🌻 Bhalo thakben
Daruun...khuub bhalo...mon juriye gelo.... very informative.. Thanks Shibaji da for uploading awesome collection..
Dada darun video, apner presentation asadharan khub khub bhalo laglo er porer video apekhaye thaklam
Ami sotti wait kori kokhon abar apnar video asbe..Osadharon.......
ভিডিও যে অসাধারণ হয়েছে, সে তো বলাই বাহুল্য । তোমার কাজের কনসেপ্ট সবসময়ই খুব ভালো । আর বিভিন্ন থাকার জায়গাগুলোর সমস্যাগুলোকে যেভাবে তুলে ধরছো, এটা তোমার ভিডিওর ইনফরমেশন কোয়ালিটিকে আরও বাস্তবসম্মত করে তুলছে । তবে মার্বেল লেকের হাত ছড়ানো পোজটা দেখে তো আমাদের সেই বয়সের একজন নায়কের কথা মনে পড়ে গেল যে ।
😁😁😁❤️❤️❤️
অসাধারণ। উদার আকাশে, মুক্ত বাতাসে,উদাত্ত কন্ঠের উপস্থাপনা যেন অযোধ্যা পাহাড় আর শাল পিয়ালের বন কে অনেক কাছে এনে দিল।তার সাথে প্রচ্ছদপটে তোমাদের যুগলবন্দি।তুমিও দারুন পৃথ্বীজিত।এগিয়ে চল
Di vai Amar channel ti o ekbar ghure aso. Amar #ma khub kosto Kore channel tir jonno, upnara aktu help korun didi 😢😢😢😭😭
অনেক ধন্যবাদ আমার আর শিবাজীর তরফ থেকে।
খুব ভালো লাগলো, আমার ইচ্ছে আছে 2021শে
Bah... khub enjoy kochi, amar baba ekhane ghure esehchen , amader hoyni. Tobe baba jakhon gjyechilen etosob arrangment chilona.
Ei video r dorun natun update peye gelam.
Tku so much.
Vison valo laglo dada😊😊
challiyea jan Amra sobai pase achi apnar sate.
অপূর্ব জায়গা, পরিবেশনাও অত্যন্ত সুন্দর
গান টা অসাধারণ। পৃথ্বীজিৎদা কে আরও গান করতে বলুন vlog এর মাঝে। গানটা একসাথে পুরোটা শোনার কোনও link আছে কি?
অনেক ধন্যবাদ, গান হবে এর পরেরবার ,এই গানটা রেকর্ড করছি।
Amer o bapok legeche gan ta..mane top level er gan.
Gan ta chai aksathe puro.
@@supratimpal5874 ঠিক আছে করবো,কোনো একটা পর্বে, আর রেকর্ড তো করছি।
Dhonnobad 😊
অপূর্ব লাগলো শিবাজি দা 👌👌👌 খুব সুন্দরভাবে আপনি বর্ণনা করেছেন !! আর কি সুন্দর জায়গাগুলি !! এই জন্য ই আপনার ভিডিও আমাদের এত ভালো লাগে ❤
আমার এখানেই বাড়ি
খুব সুন্দর লাগলো আপনার ভিডিও দেখে
Dada tourist place a restaurant ache to?
@@Hinaworld1998 আছে বোনটি
Dada amr পরিচিত raa ঘুরতে গিয়েছিল রিসেন্ট তারা বলছে ,, যে জাইগা গুলো তে ঘুরেছে সেখানে খাওয়ার কোনো হোটেল নেই।
যারা ঘুরতে যাই তারা নাকি ওখানে গিয়ে রান্না করে খাই ।
আমরা প্ল্যান করলাম কিন্তু খাওয়ার হোটেল নেই তাই আবার ক্যান্সিল করলাম।
খুব সুন্দর ভিডিও ।
বলছি এখানে নিজের টেন্ট ⛺ করে থাকা যায় ?
হ্যাঁ, বেস্ট জায়গা টেন্টের জন্য হলো মুরুগুমা লেকের পাশে। অথবা mathaburu
@@explorershibaji oh Nice.. thanks.. ❤️
Dada,
Hilltop a west bengal yuba abas is the best option. Ektu luxurious chaile Pearl Tree..
Dada Purulia jete chai next month bike trip jodi apnar number ta ektu den ...kichu ideas nitam.Mane kotahi thakbo r itinerary. Thanks in Advance
Dada apnar channel dekhi prai roj ei darun uposthapona apnar
যথারীতি অসামান্য, অসাধারণ ক্যামেরার কাজ এবং এডিটিং, অনবদ্য উপস্থাপনা।
এক দশক আগে অবসরের পর সংবাদপত্র আর টিভি ছিল সময় কাটানোর উপায়। গত মাস পাঁচ ছয় আগে সৌভাগ্যক্রমে ইউ টিউবে আপনার একটি ভিডিও দেখি। তার পর থেকে অন্য কারোর travel vlog আর দেখিই না। আপনার প্রাণবন্ত ভিডিওর মাধ্যমে মানসভ্রমণে আপনাদের ভ্রমণসঙ্গী হওয়ার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়। একেকটা ট্যুর শেষ হওয়ার পর সাগ্রহ অপেক্ষায় থাকি next notification -এ পরের যাত্রায় মানসভ্রমণে আপনাদের সঙ্গী হওয়ার।
East or west, EXPLORER SHIVAJI
is the best !! 😍
আমার বাংলার রূপ, রঙ ও বৈচিত্র দেখে মন ভরে গেলো
Di vai Amar channel ti o ekbar ghure aso. Amar #ma khub kosto Kore channel tir jonno, upnara aktu help korun didi 😢😢😢😭😭
বাংলাদেশ থেকে...অপেক্ষায় আছি ওপার বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করার আশায়
খুব ভালো লাগলো , আপনার ভিডিও দেখে ঠিক করলাম আমাদের next ভ্রমণের স্থান - পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ৷
Dada weather kmn ekhon ektu bolben pls....
দুর্দান্ত
Borsha kal kemon hobe jawar jonno?
Dekhar aagei 'like' press kore dilam...👍👍👍
আপনার উপস্থাপনা অসাধারণ। শুধুমাত্র তথ্য...সে তো নেটেই পাওয়া যায়। আপনার cenematographic sense, ক্যামেরার panning, সময়মতো slow-motion - সবকিছু মিলেমিশে আপনার vlog একটা yardstick হয়ে গেছে। এখন অন্য ভিডিও দেখে ভাবতে হয় "শিবাজীদার মতো হলো কিনা" ?
যাইহোক, পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম। আর একটা suggestion, যদি সম্ভব হয় তাহলে ভিডিওর প্রথমে বা শেষে কিছু still picture slide যোগ করলে ভালো হয়।
অনেক শুভেচ্ছা রইলো...
Dada ami suisa te thaki. Chakri sutre. Bagmundi ekhan thek 15km. Bagmundi thek ayodhya kivbe jbo? Kno gari pbo ki? Thakle no dben
2nd week a temp kato thake ?
দাদা বামনি ফলস এ আপনাকে দেখেছিলাম, ওই দিন আমরাও ছিলাম, চিনতে পারিনি, পারলে সাক্ষাৎ করতাম।।
ভিডিও টা ভালো লাগলো।।
Khub sunder travel blog…fully enjoyed this video 👍😎✌️
Thank you dada...
khub valo korecho...
egiye cholo..amra achi tomar pase...
প্রথমেই like দিয়ে রাখলাম। এখন দেখবো।
দারুণ সব জায়গা।অসাধারণ ভিডিও
আমরা যদি বাসে যায় কোন অসুবিধা আছে নাকি