অনেকেই জিজ্ঞেস করছেন "মাস্ক কোথায়"। তাদের অবগতির জন্য জানাচ্ছি যে, এই অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা ২০১৬ সালে, এবং তখন তা যমুনার পর্দায় প্রদর্শিত হয়েছিল৷ আশা করছি আমরা সবাই আবার পুরোনো রূপে ফিরবো৷ ধন্যবাদ সৈয়দ আবিদ হুসাইন সামি উপস্থাপক, যমুনা টেলিভিশন৷
ভীষণ ভালো লাগলো আমার দেশের ক্ষুধে ইন্জিনিয়ার দের বৃহৎ প্রচেষ্টা। আমরা অনেকে মেইড জিনজিরা বলে টিটকারি করলেও খেটে খাওয়া মানুষ গুলো বাংলাদেশের চলমান অর্থনিতীর একটা অংশ ধন্যবাদ সকলকে ধন্যবাদ উপস্থাপক কে।
অসাধারণ রিপোর্ট ছিল এটা ধন্যবাদ যমুনা টিভি। কিন্তু আমি ইদানিং অবাক হয়ে যায় বর্তমান নিউজ টিভি গুলার রিপোর্ট দেখে রিপোর্টের কেন্দ্রবিন্দু থাকে কোথাকার টিকটকের অপু ভাই, গ্রামের রহিম চাচা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ এই রিপোর্টটা দেখে আমার অনেক ভালো লাগলো। স্যালুট যমুনা টিভি ✌️✌️
আমাদের এলাকার মেহেনতি মানুষগুলোকে খুব পজেটিভ ভাবে সামনে নিয়ে আসার জন্য সামি ভাইকে অসংখ্য ধন্যবাদ, আশাকরি জিঞ্জিরা সমন্ধে মানুষের এতো দিনের ভ্রান্ত ধারনা দুর হবে
ভালো লাগলো। কিছু কথা বলতে চাই একজন সচেতন নাগরিক হিসেবে। কথা গুল হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ১- সকল কাজের প্রথম কথা " যে কাজ করবে তার নিরাপত্তার ব্যবস্তা করা " যার অভাব সহজেই দেখা যায়। জীবনের মূল্য কি এতই কম হায় আফসোস । না আছে চোখের নিরাপত্তা, না আছে হাতের নিরাপত্তা। না আছে হেলমেট, না আছে সঠিক পোষাক... ২ - কাজের গুণগত মানের দিকটা মনে রাখা চাই। নকল আর ভেজালে সমাজ ছেয়ে গেছে। ৩ - শ্রমিকের মূল্য দেওয়া। সময় মতো বেতন, ভাতা, ইনসুরেন্সের নিশ্চিত করা। ৪- এসব বিষয়ে সরকারের নজরদারি কতোটা আছে... প্রশ্ন রয়েই যায়... ৫- উপস্থাপক নিজেই মাস্ক ব্যবহার করেন নাই...!
যারা নিজের মেধা ও শ্রম দিয়ে এসব টেকনিক্যাল কাজ করছে এবং এই কাজের মাধ্যমে দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদের প্রতি রইল বুকভরা ভালোবাসা। ❤❤ উনারা এই কাজের মাধ্যমে একদিকে যেমন দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে,অন্যদিকে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করছে। উনাদের জন্য বাংলাদেশ সরকারের সু-দৃষ্টি আকর্ষণ করছি। ভবিষ্যৎতে আরও ভালো কিছু করবে,, ইনশাআল্লাহ.......
অনুষ্ঠানের 13:45 এর কাছাকাছি সময়ে প্রতিবেদক বলেছেন যে, প্লাস্টিকের টিনের মধ্যে দিয়ে নাকি আলো বাতাস প্রবেশ করে। সবার জ্ঞাতার্থে বলে রাখি, প্লাস্টিকের টিনের মধ্য দিয়ে আলো প্রবেশ করে কিন্তু বাতাস প্রবেশ করতে পারে না।
এদেরকে যদি সরকার সহায়তা করে তাহলে সরকারের এক টাকার জিনিস 5 টাকা দিয়ে দেখানো এবং বিদেশ সফর বন্ধ হয়ে যাবে যেদিকে সহায়তা করতে সরকার এবং ভারতের ক্ষতি হবে সেদিকে কোনদিন সরকার নজর দিবেনা
ধন্যবাদ যমুনা টিভির আয়োজন এভাবে সুন্দর সুন্দর আয়োজন করে বাংলাদেশ মানোন্নয়ন ও অগ্রগতি কে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন আমরা বাংলাদেশী পণ্য ব্যবহার করুন এবং যারা পণ্য উৎপাদন করতে তাদেরকে সাহায্য করি
অনেকেই জিজ্ঞেস করছেন "মাস্ক কোথায়"। তাদের অবগতির জন্য জানাচ্ছি যে, এই অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা ২০১৬ সালে, এবং তখন তা যমুনার পর্দায় প্রদর্শিত হয়েছিল৷ আশা করছি আমরা সবাই আবার পুরোনো রূপে ফিরবো৷ ধন্যবাদ
সৈয়দ আবিদ হুসাইন সামি
উপস্থাপক, যমুনা টেলিভিশন৷
jara mask mask korc tarai hoyto niyom mane na,
vhalobasa roilo vhi
Sami Vai thank you so much present for madin in jinjara
দেশসেবা মেটাল ইন্ডাস্ট্রিজ এর আশরাফুল জলিলের সাথে যোগাযোগের ঠিকানা/ফোন নাম্বার দিতে পারবেন কেউ?
তবে তাদের জন্য আপনি তখনই মাস্কের বিষয়ে কথা বলতে পারতেন
অবহেলিত জিঞ্জিরার অবহেলিত প্রকৌশলীদের সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ #সামি_ভাই...❤
Alhamdulillah
ভালোবাসা রইলো এই অসাধারণ উপস্থাপকের জন্য, এবং যমুনা টিভিকে।
ji
@@mehedihassanovi5682 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবো
হুম
@@quartersspy1359 করুন প্লিজ, আমিও করবো
@@Shaonshei করলাম ভাই, আপনি ও করুন সাবস্ক্রাইব
এরা জিনিয়াস । আর ভাই আপনার উপস্থাপনা অসাধারণ
সালাম, শ্রদ্ধা আর ভালোবাসা জানাই এই সৃষ্টিশীল মানুষগুলো কে।
ভীষণ ভালো লাগলো আমার দেশের ক্ষুধে ইন্জিনিয়ার দের বৃহৎ প্রচেষ্টা।
আমরা অনেকে মেইড জিনজিরা বলে টিটকারি করলেও খেটে খাওয়া মানুষ গুলো বাংলাদেশের চলমান অর্থনিতীর একটা অংশ
ধন্যবাদ সকলকে
ধন্যবাদ উপস্থাপক কে।
Ader titkari korar kichu nai Ara amader gorvo
'মেইড ইন জিঞ্জিরা' বাক্যটি ব্যাঙ্গাত্মক অর্থেই জানতাম৷ তবে আজ চোখ খুলে গেলো৷ বুঝলাম নিজের দেশ সম্পর্কে আমি কত অজ্ঞ।
thanks bro....amdr zinzira aisa guira jayen....dawat roilo.
@@princeeshan2000 ইন শা আল্লাহ।
আপনি কি সেখানের কোন ফ্যাক্টরিতে যুক্ত আছেন?
আমি বাঙ্গালী আর আমি বাংলাদেশের পন্য ব্যবহার করতে পছন্দ করি, এটা আমার অহংকার।
@Dilruba Rohim
Apnar hat er phone ki walton ba itel?
@@afflover4626 itel
তুমি বাংগালি , তার মানে তুমি পাকা চোর
@@masbaulrakibanam5580 আর তুমি কি পাকিস্তানি?
@@muntakaislam9021 আমি লজ্জিত , অপমানিত , ঘৃনিত .. কারন আমি বাংগালি
অরা যুদ্ধ বিমান ও বানাইতে পড়বো যদি প্রনোদনা দেওয়া হয়
right
Right
সহমত
ekdom thik
Ekshoymoy shetao toiry hobe.....
আমি জিঞ্জিরার ছেলে, ভালো কিছু যখন দেখান খুবই ভালো লাগে
মুইও জিঞ্জিরা জন্মগ্রহণ করছি তাওয়া পোর্ট
@@md.jahidulislam8938 জিন্জীরা কোন জেলায় ভাইয়া
@@friend271 তাওয়া পোর্টি মন্দির এর কাছে আমরা ভাড়া থাকতাম আমার বাড়ি বরিশাল আমার আব্বু চাকরি করতো এই খানে
@@md.jahidulislam8938 জিন্জীরা বরিশাল জেলায় কি, কোন জেলায় তা তো বলেন নি,, বুজতে না পারার কারনে আবার জানতে চাওয়া
@@friend271 আমি কি বলছি আমার বাড়ি ঢাকা আমি বলছি আমি ওই খানে জন্ম গ্রহন করছি
সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ রিপোর্টারকে। সরকারের এদের প্রতি যত্নবান হওয়া উচিত। আমরাও গর্ব করে বলতে চাই Made in Bangladesh.
অসাধারণ রিপোর্ট ছিল এটা ধন্যবাদ যমুনা টিভি। কিন্তু আমি ইদানিং অবাক হয়ে যায় বর্তমান নিউজ টিভি গুলার রিপোর্ট দেখে রিপোর্টের কেন্দ্রবিন্দু থাকে কোথাকার টিকটকের অপু ভাই, গ্রামের রহিম চাচা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ এই রিপোর্টটা দেখে আমার অনেক ভালো লাগলো। স্যালুট যমুনা টিভি ✌️✌️
সকল পরিশ্রমী মানুষদের প্রতি আমার ছালাম। বাংলাদেশের দ্রুত উন্নয়ন কামনা করি।
আরে গর্ধব ওটা ছালাম নয় ,ঔটা হবে সালাম
এরা সরকারি সহযোগিতা পেলে আরো অনেক ভালো কিছু করতে পারত
অসাধারণ লাগল!
মেইড ইন বাংলাদেশ 🇧🇩
যে সরকার এই দেশীয় কাজকে ব্যান্ডে রুপান্তরিত করবে।নির্বাচনে সময়ে বাড়ি বাড়ি ভোটের কষ্ট করতে হবে না🙏
❤ঢাকা জিঞ্জিরা আমাদের গর্ব ও অহংকার ❤
এরা কোনো পতিস্টানিক শিক্ষা ছারাই কতো কঠিন কাজ করেন আর আমাদের দেশের আমলারা খিচুরি রান্না সিখতে বিদেশে জাবে 🤣🤣🤣🤣
Kotha sotto
amader mastar ra unader bibider kac taikka khichuri ranna sikleyto hoy
haha
🤣🤣🤣🤣🤣
আপু বানান ভূল করেন কেন?
আগামীতে রেলের ইঞ্জিন এবং জেট ফাইটারের ইঞ্জিন এখানে তৈরি হবে ইনশাল্লাহ
Ha ha Haaa.....
Vi bola sohoj but Kora kothin.
Jinjira theke kew amake machine nite help korte parben contact me...+8801770784197 what'sapp number
এত যটিল যন্ত্র যখন তৈরি করছে তখন চেষ্টা করলে ওগুলোও তৈরি করতে পারবে ইন শা আল্লাহ
In Sha Allah
@@imrankhan-ss8jp করা যদি কঠিন হয় তাহলে কিসের বেটা ! যার বলার সে বলবে যার করার সে করবে। এভাবে এগিয়ে যাবে আমাদের ভালোবাসার বাংলাদেশ ইনশাআল্লাহ
-কে কে হযরত মুহাম্মদ (সা:) কে ভালোবাসো?💜💜
ami
উপস্থাপন করার স্টাইলটা খুব সুন্দর লাগলো। 😍😘
প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন একেকজন বুয়েট ইঞ্জিনিয়ারের থেকেও অনেক অভিজ্ঞ। যন্ত্রাংশ আমদানি বন্ধ করে দেশীয় উতপাদনে নজর দিতে হবে। এরাই আসল দেশের কারিগর।
ভালো সেলুট
Love you #সামি ভাই ❤❤❤
Miss করি আপনার কণ্ঠে রেডিও ভূমীর ক্রিকেট ধারাভাষ্য 😣😣😣
সামি ভাইয়ের সকল ভিডিও গুলো যারা নিয়মিত দেখেন শুধু তারাই লাইক দিন প্লিজ
Hi
sami kothay
লাইক দিয়ে কি হবে-বলুন সাবক্সবার করুন-🤪🤪🤪
কেন????
তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিলে দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখবে Inshallah
ভিডিও টি অনেক শিক্ষনীয় এ ধরনের ভিডিও আমাদেরকে অনেক উৎসাহিত করে।ধন্যবাদ
আমাদের ঐতিহ্যবাহি জিঞ্জিরায় আসার জন্য ধন্যবাদ।
Love from zinzira💙💚❤
আমাদের এলাকার মেহেনতি মানুষগুলোকে খুব পজেটিভ ভাবে সামনে নিয়ে আসার জন্য সামি ভাইকে অসংখ্য ধন্যবাদ, আশাকরি জিঞ্জিরা সমন্ধে মানুষের এতো দিনের ভ্রান্ত ধারনা দুর হবে
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ্য রাখুক-েআমিন।
আমাদের জিঞ্জিরাটে আসার জন্য অনেক ধন্যবাদ 💜🖤
শুভেচ্ছা সমগ্র জিনজিরা কেরানীগঞ্জ থেকে
Jinjira theke kew amake machine nite help korte parben contact me...+8801770784197 what'sapp number
আমাদের কেরাণীগঞ্জ, আমাদের গর্ব।
ভালো লাগলো।
কিছু কথা বলতে চাই একজন সচেতন নাগরিক হিসেবে। কথা গুল হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে।
১- সকল কাজের প্রথম কথা " যে কাজ করবে তার নিরাপত্তার ব্যবস্তা করা " যার অভাব সহজেই দেখা যায়। জীবনের মূল্য কি এতই কম হায় আফসোস । না আছে চোখের নিরাপত্তা, না আছে হাতের নিরাপত্তা। না আছে হেলমেট, না আছে সঠিক পোষাক...
২ - কাজের গুণগত মানের দিকটা মনে রাখা চাই। নকল আর ভেজালে সমাজ ছেয়ে গেছে।
৩ - শ্রমিকের মূল্য দেওয়া। সময় মতো বেতন, ভাতা, ইনসুরেন্সের নিশ্চিত করা।
৪- এসব বিষয়ে সরকারের নজরদারি কতোটা আছে... প্রশ্ন রয়েই যায়...
৫- উপস্থাপক নিজেই মাস্ক ব্যবহার করেন নাই...!
সত্যিই অসাধারন তাদের মেধা এবং কাজ,,, 👌
ধন্যবাদ যমুনা টিভি কে।আমাদের জিঞ্জিরা এলাকার দৃশ্যগুলো তুলে ধরার জন্য।
যারা নিজের মেধা ও শ্রম দিয়ে এসব টেকনিক্যাল কাজ করছে এবং এই কাজের মাধ্যমে দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদের প্রতি রইল বুকভরা ভালোবাসা। ❤❤ উনারা এই কাজের মাধ্যমে একদিকে যেমন দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে,অন্যদিকে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করছে। উনাদের জন্য বাংলাদেশ সরকারের সু-দৃষ্টি আকর্ষণ করছি। ভবিষ্যৎতে আরও ভালো কিছু করবে,, ইনশাআল্লাহ.......
অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। ___ "সামি কোথায়" এই অনুষ্ঠান টা দেখার জন্য অপেক্ষায় থাকি। আশা করি নিয়মিত ভিডিও দিবেন।
এদের Export এর ছোট খাটো কোর্স করানো উচিৎ।
সুন্দর বিষয়। অনেক ভাল উপস্থাপনা। উপস্থাপক কে ধন্যবাদ।
যারা বুয়েট, ফুয়েট, কুয়েট,চুয়েট এইসবের ফুটানি দ্যাখাও এদের কাছে তোমরা নস্যি!!!!!!!!!! অহংকার ছেড়ে বাস্তব জীবনে আসো!!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Make a review on ধোলাইখাল পুরান ঢাকা
সব গাড়ির যাবতীয় যন্ত্র
Watched the whole video without any boredom.Keep it up.Expose the hidden talents of our country
অনুষ্ঠানের 13:45 এর কাছাকাছি সময়ে প্রতিবেদক বলেছেন যে, প্লাস্টিকের টিনের মধ্যে দিয়ে নাকি আলো বাতাস প্রবেশ করে।
সবার জ্ঞাতার্থে বলে রাখি, প্লাস্টিকের টিনের মধ্য দিয়ে আলো প্রবেশ করে কিন্তু বাতাস প্রবেশ করতে পারে না।
ধন্যবাদ যমুনা টিভি চ্যানেল কে অনেক সুন্দর পতিবা খুঁজে বের করে আনার জন্য
এই জিন্জিরা একদিন সারাবিশ্বের বিষ্ময় হবে ,,,,, সরকারের সহযোগিতা প্রয়োজন।
খুব ভালো লাগলো, সরকারের উচিত এদেরকে সমস্ত রকম সহায়তা করা। তাতে দেশের মানুষ ও দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হবো ইনশাআল্লাহ।
এ এক নিরব বিপ্লব,আমাদের সরকারের উচিৎ এসব ছোট্ট থেকে ছোট্টতর বিষয় গুলোতেও নজর দেয়া।
আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে দেখলাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে
Im also from keranigonj 💖
চমৎকার লাগলো। ভালো লাগলো এই বিষয়ে প্রতিবেদন করার জন্য।
I am from keranigonj.Thankx for reporting about my people.
amio Keraniganj
Amio nekrojbag theke
ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ..- সংগৃহীত
এদেরকে যদি সরকার সহায়তা করে তাহলে সরকারের এক টাকার জিনিস 5 টাকা দিয়ে দেখানো এবং বিদেশ সফর বন্ধ হয়ে যাবে যেদিকে সহায়তা করতে সরকার এবং ভারতের ক্ষতি হবে সেদিকে কোনদিন সরকার নজর দিবেনা
Khub
Thank you so much. I have enjoyed this program. Your presentation like professional. Please keep it up. Thanks to your camera man.
আসাধারন এর পার্ট ২ চাই ভাই।
সামি ভাই আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। ভাল লাগলো।
জানিনা বাংলাদেশে কতজন engineer student আছে কিন্তুু জিনজিরা ঘরে ঘরে analogue engineer পাওয়া যায়
ভাই আরো অনেক কিছু আছে কেরানীগঞ্জ এ যেমন সব ধরনের রেডিমেড তৈরী পোষাক আরো অনেক কিছুই। তারপর ও ধন্যবাদ জানাই যমুনা টিভির সকল মেম্বারদের।
শিরোনাম হওয়া উচিৎ ছিল মেড ইন বাংলাদেশ ইন জিঞ্জিরা,
আপনার দেখানো অনুষ্ঠান গুলো দেখে অনেক ভালো লাগে ।
আপনার মাধ্যমে না-দেখা জিনিসগুলো দেখতে পারি। ধন্যবাদ ভাই আপনাকে।
খুব ভালো লাগলো দেখে উনাদের সামনে আনা উচিৎ 🙂
ধন্যবাদ যমুনা টিভির আয়োজন এভাবে সুন্দর সুন্দর আয়োজন করে বাংলাদেশ মানোন্নয়ন ও অগ্রগতি কে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন আমরা বাংলাদেশী পণ্য ব্যবহার করুন এবং যারা পণ্য উৎপাদন করতে তাদেরকে সাহায্য করি
আমাদের দেশটা আরো আগাইতো জদি গুশ আর দুর্নীতি তাকতো না 😐😐
Thank you Jamuna tv & sami vai.
Salute jinjira people.
আমাদের কেরানিগঞ্জের কেও আছো লাইক দিয়ে জানাও
আছি ভাই জিনজিরা
অনেক অনেক ভালেবাসা রইল যমুনা টিভির প্রতি
আমি গর্বিত আমি কেরানীগঞ্জ এর বাসিন্দা❤💙💙
তারা যদি সরকারি সহযোগীতা পেত তাহলে যে আরো কত কিছু তৈরি করতে পারত তা আল্লাহ ভালো জানেন।💝💝
স্যালুট দেম👋👋👋
বাংলাদেশে মেধার অভাব নাই, কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় আমরা এখনো পিছিয়ে। না হলে পরমাণু থেকে শুরু করে যুদ্ধবিমান সবই আমরা তৈরি করতে পারতাম
অবিরাম ভালবাসা যমুনা টিভিকে
Love you Jamuna 😘
Amay bondhu korun amio korbo
😂
সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবো
@@FarukBappry369 করছি আপনি ও সাবস্ক্রাইব করুন
Thanks sami vi.
অসাধারণ উপস্থাপনা
উৎপাদন করে লাভ কি?যদি সে যন্ত্র সরকার বাহিরের দেশ থেকে আমদানি করার সুযোগ দেয়
মানুষগুলো কত সহজ-সরল তাদের হাতের কাজ এত সুন্দর,
এদের কে শিক্ষা দিলে এম পি মন্ত্রীদের আমদানির নামে লুট পাট বন্ধ হয়ে যাবে তাই যত অন্ধকারে রাখা যায় ততই মজা
💯%
thanks vai khub sundor akta kicu tulea dorar jonno.
সামি ভাই আপনি কি রেডিও ভুমি ৯২.৮ এ খেলার ধারাবার্শ দেন?
কেউ জানলে জানাবেন ভাই।
সামি ভাইয়ের কন্ঠ এক কথায় WOW.
ji ini e sei syed sami
উপস্থাপকের শেষ কথাটা দারুণ ছিল।
সরকারের উচিত এদের দিকে নজর দেওয়া যাতে চায়নার মত আমরাও এগিয়ে যেতে পারি
Thank you.kub valo laglo.jantam na Bangladeshe ato sundor kichu toeri hoe.kub valo laglo.thank you.....
বড় দুঃখের বিষয় আমাদের দেশের শ্রমিক গুলো সঠিক মুল্য পায় না,, কিছু রাগব পোয়াল ডাকাতদের কারনে
কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে নিয়মিত দেখি আপনার ভিডিও সামি ভাই
বাংলা অনুবাদসহ ক্বুরআন তিলাওয়াত শুনতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ❤
Apnar video amar onek bhalo lage.
video dekte dekte kobe ghorer kata par hoye jay bhabteparina tai apnake onek onek dhonnobad janai.
From india🇮🇳🙏🙏🙏🇧🇩
সরকারের উচিৎ এদের অথনৈতিক ভাবে সাহায্য করা তাহলে এই শিল্প দেশের বাইরেও চলে যাবে।সরকার অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
এই জন্যই যমুনা টেলিভিশনকে খুব ভালো লাগে।
আমাদের প্রানের কেরানীগঞ্জ ❣️❣️😊
এই রকম আরো ভিডিও দেখতে চাই।দেখার
অপেক্ষায় রইলাম।
আমাদের কেরানীগঞ্জ,,,,,,, কোন্ডা ইউনিয়নের বাসিন্দা ❤❤❤❤
শুভেচ্ছা জিনজিরা ইউনিয়নের পক্ষ থেকে
@@mdmohammadarmanverynicearm9595 ধন্যবাদ ভাই
Thanks manush er majhe ato sundor vabe tule dhorar jonno😍😍 #Foyz
আমাদের ইন্জিনিয়াররা যেটা করতে পারবে না, সেটা তারা মূখ্য হয়েও করে দেখাতে পারবে
এরা প্র্যাক্টিকাল কাজ করতে করতে অনেক এক্সপার্ট হয়ে গেছে।
ইঞ্জিনিয়াররা মেইনলি ডিজাইনটা করে। হাতের কাজ অত ভালো পারে না।
এগিয়ে যাও বাংলাদেশ, আমাদের প্রাণের বাংলাদেশ। আমরাও পারি এসব করতে। একদিন উন্নত দেশের কাতারে আমরাও কাতারবদ্ধ হবো ইনশাল্লাহ।
এদের ভিতর আমি একজন,,,, কারণ আমি এগুলির কাজ করছি।
যে উপস্থাপনা করেছেন তাকে অনেক ধন্যবাদ ।
Well done . Keep moving forward . Blue color people . Love respect .
খুব সুন্দর একটা প্রতিবেদন দেখলাম👍
Sami good job ☺tmr uposthapona khub e sundor...
khubi sundor protibedon
valo lagche .......
doya kori aro valo kisu upohar diben
Alhamdulillah! valo laglo. Egie jak amar Bangladesh....
ভালো লাগার মত একটা প্রতিবেদন।
সরকারি সাহায্যের চেয়ে বেসরকারি বিনিয়োগ মেইড ইন জিঞ্জিরার সাফল্য বয়ে আনবে।
ভাই অনেক ভালো লাগলো এদের যদি কোন প্রশিক্ষণ এর ব্যাবস্থা করা দরকার
অসাধারণ কিছু তৈরি করা জিনিস আমাদের দেখানোর জন্য ধন্যবাদ আমার অনেক ভালো লেগেছে।