নাটক দেখে হাসতে হাসতেই শেষের দিকে গিয়ে মনটা খারাপ হয়ে গেল৷ একজন সন্তানের সফলতায় মা বাবা যে কতটা খুশি হয় সেটা বলে বোঝানোর উপায় নাই৷ অসাধারণ একটা নাটক৷
মনিরা মিঠু আপা,সে একজন গুনি অভিনেত্রী এক কথায় অসাধারণ চরিত্র ছিলো এই মায়ের অভিনয়ে,একজন মা যে কত কষ্ট করে ছেলে মেয়ের জন্য এই তার প্রমাণ, এবং সামিরা মাহির এই প্রথম অসাধারণ অভিনয় দেখলাম,একদম ন্যাচারাল অভিনয় করছে,খুব ভালো লাগছে
এই বছর যত নাটক দেখেছি সবচেয়ে সুন্দর নাটক এইটা। প্রত্যেকটা অভিনয়শিল্পী সুন্দর অভিনয় করেছেন। নাটকের গল্প এবং স্থান চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই বছরের সেরা নাটক হবে বলে আমি আশা করি
মা তো মা এই হয় মায়ের কোনো তুলনা হয়না মনিরা মিটু বুঝিয়ে দিলেন মায়ের ভালবাসা পৃথিবীর ষেষ্ট ভালবাসা মা কে যারা ভালবাস তারা একটা করে লাইক দাও মা বক্তব দেখতে ছাই।
জ্বি ভাই কইলজার টুকরা আমাদের নবীজি। কিন্তু এই কইলজার টুকরা টা খালি ইউটিউবের কমেন্টে ঘুরাঘুরি কেন ভাই? নাটকের সাথে এই কইলজার টুকরাটার কি সম্পর্ক ? ধর্ম খালি আপনি একাই মারাইতে পারেন? নাকি এসব কমেন্টের লাইক রিপ্লাই ধুইয়া পানি খান আপনি? স্টুপিড একটা
নাটকের শেষের দিকে দেখে চোখে পানি চলে আসলো মায়ের ভালোবাসা দেখে কারন মায়ের কাছে নেই ২ বছর হলো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমি ও সব মায়ের জন্য দোয়া করি৷ আল্লাহ মায়েদের সুস্ত রাখেন।❤️❤️❤️
😢😢অনেক সুন্দর একটা গল্পের নাটক অনেক ভালোলাগছে নাটক টা জারা এতো সুন্দর একটা নাটক বানিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভাই নিলয় ভাই এর নাটক আমি একটাও মিছ করিনা ধন্যবাদ ভাই আমাদের এতো ভালো নাটক ঊপহার দেয়ার জন্য ❤❤❤❤
কি বলবো নাটকটা যত দেখতেছিলাম কত না হাসি খুশি ছিলাম আর হঠাৎ কি হলো মায়ের কান্না দেখেহ নিজের চোক দিয়ে পানি বাহির হয়ে আসলো কারন আজ প্রবাসি আমার মাটা বাড়িতে😓😓
ছোট্ট একটা ক্লিপ দেখে, কোন details না দেখেই, নাটক টা দেখা শুরু করলাম। ভালোই লাগছিলো। হাসতে হাসতে পেটে ব্যাথা হয়ে গেল। কিন্তু Last এ কেঁদেই ফেললাম 😥এমন করে যে কত জন চলে যায়😢 অসম্ভব সুন্দর অভিনয়। ❤️
একজন মায়ের হাজারো সপ্ন কতো আশা ছেলে একদিন বড় অফিসার হবে। মায়ের কষ্ট লাঘব করবে কিন্তু কি হলো কিছু অসাধু কসাইয়ের হাতে সকল সপ্ন বলির পাঠা হলো। বেচে থাকুক সকল মায়ের সন্তানেরা মায়ের কোল জুড়ে।
- শেষটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম নাহ 😞 শেষটা রানাপ্লাজার কথা মনে করাই দিল 💔 যেখানে হাজারো মায়ের বুক খালি হইছিলো 😞 অসাধারণ একটা নাটক ছিলো.. ধন্যবাদ ডিরেক্টর ভাই কে 🌸
কি নাটক বানাইলি ভাই 🙂 জীবনে প্রথম কোনো নাটক দেখে চোখে পানি আসলো 🙂 নিলয় ভাই ইজ কিং অফ নাটক 🙂 সবার অভিনয় অসাধারণ হয়েছে 🙂 সবাই যখন খারাপ নাটকে ব্যস্ত 🙂 তখন নিলয় ভাই বুঝিয়ে দিলো খারাপ ভাষা না করেউ ভালো নাটক উপহার দেওয়া যায় 🙂
সত্যিই প্রথম দিকে অনেক আনন্দ ছিলো শেষটা এরকম হবে জানতাম না খুবই হৃদয় বিদারক আর মর্মাহত মর্মান্তিক চোখের পানি এসে গেলো এই নাটকটি পুরস্কার পাওয়ার যোগ্য
সন্তানের জন্য মায়ের ভালবাসা এমনই হয়,নাটকের শেষ দৃশ্য টার জন্য প্রস্তুত ছিলাম না,মনের অজান্তেই চোখের কোণে পানি আসলো।গরীবের আশা,আখাংখা,ভালবাসা এক পলকে শেষ।
নাটক টা খুব ভাল লেছেছে, শেষ পর্যন্ত কান্না করতে হল, মনে পড়ে গেল সেই রানা প্লাজার কথা। রানা প্লাজা শত শত লোক এভাবেই মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন।। 😭😭😭😭😭😭
নাটকের শেষ কয়েক মিনিট চোখ থেকে শুধুই পানি ঝরছিল। মাত্র তিন বছর বয়সে মাকে হারিয়েছি, মায়ের অভাব প্রতিটা মূহুর্তে আমি বুজি। ভালো থাকুক পৃথিবীর সকল মা জাতি৷ 😥😥🙏
অসাধারণ একটি নাটক প্রথম দেখতেই আনন্দ পেলাম খুব হাসি পেলাম লাস্টের কাহিনী টা দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না😭😭😭 আমি একজন ইতালি প্রবাসী মা কখনো নিজের জন্য কোন কিছু চায়না শুধু সন্তানের ভালো চায় আর সেই সন্তান যদি বেঁচে না থাকে মায়ের সুখটাই চলে যায়😭😭😭😭
নাটকের শুরুটা এতটা সুন্দর, হাসির ও মজার ছিলো সত্যি নাটকটা দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল 🙂🙂কিন্তু নাটকের শেষটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না,এতটা ইমোশনাল হয়েছে যে আমার চোখেও পানি আসতে বাধ্য হয়েছে। আসলে, আমাদের মায়েরা আমাদের নিয়ে একটু বেশিই চিন্তা করে।মায়েরা চায় ছেলে গুলা প্রতিষ্ঠিত হোক,যাতে গর্ব করে তারা বলতে পারে আমাদের ছেলে সমাজে আজ প্রতিষ্ঠিত হয়ছে।আমাদের মায়েদের নিজের জন্য কোনো চাওয়া নাই,তাদের চাওয়া একটাই সন্তান গুলা সুশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হোক। তা এই "একসাথে" নাটকে পরিচালক মায়েদের মমতাময় চরিত্র তুলে ধরেছেন। ধন্যবাদ পরিচালককে সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য🙂🙂সাথে নিলয়,মাহি ও মনিরা মিঠুর অভিনয় ছিলো চোখে পড়ার মতো🙂🙂
কলকাতায় থেকে বড় হয়েছি। অনেক দুঃখের বই নাটক অনেক দেখেছি, ছোটবেলায় তাপস পালের মুভি দেখতাম কষ্ট লাগতো। এখন অরিজিৎ সিং এর স্যাড সং শুনি কষ্ট হয়। কিন্তু আপনাদের দেশের অভিনেতা ও অভিনেত্রী দের এত সুন্দর অভিনয়ের ক্ষমতা। বিশেষ করে মায়ের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, অসাধারণ।। আর আপনি যেভাবে শেষ করলেন এই ব্যথা বহুদিন থাকবে। ভালো থাকবেন হাসিব স্যার।
সবার অভিনয় অনেক সুন্দর হয়েছে..!👌
কিন্তু শেষটা এমন হবে ভাবতে পারিনি..🥺💔
চোখের পানি ধরে রাখতে পারলাম না..😭😭
Hum
অসাধারণ অভিনয় করেছে সামিরা খান মাহি....জাতীয় পুরস্কার পাওয়া উচিত। কে কে আমার এই মতামতের সাথে একমত?
ঠিক বলেছেন
ঠিক কথা
বা খুব সুন্দর হয়েছে অভিনয়
মনিরা মিঠু আন্টি ও অনবদ্য পারফর্ম করেছে।
Batchelor point e Rokeya r acting ekmatro perfect Mahira korte parbe
৬৩ বছর জিন্দেগীতে একটি মিথ্যে কথা বলিনি তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাটক দেখে হাসতে হাসতেই শেষের দিকে গিয়ে মনটা খারাপ হয়ে গেল৷ একজন সন্তানের সফলতায় মা বাবা যে কতটা খুশি হয় সেটা বলে বোঝানোর উপায় নাই৷ অসাধারণ একটা নাটক৷
নাটকটার ভিতরে মায়ের ভালোবাসাটা ফুটিয়ে তুলছে কিন্তু লাস্টের যে দুর্ঘটনাটা এটা একবারে খুবই কষ্টের 😭
একটি গান তিন চার বার শুনলে বিরক্ত লাগে কিন্তু আযান ১০০ বার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ❤🥀
পুরো নাটক টা খুব মঝা করে দেখলাম ও হাসলাম❤️😍 কিন্তু শেষ ১মিনিট ৫০ সেকেন্ড নাটকা চোখে পানি চলে আসছে 😯😔
নাটকটার শেষ এমন হবে ভাবতেও পারি নি
খুব কষ্ট পেলাম😭😭
বাবা মার আবেগ এটা
নিলয় ভাই এর প্রতিটা কতার মাঝে বিনোদন আছে মানুষ কে খুব সহজেই হাসাতে পারে আবার ইমোশনাল ও করতে পারে😅😅
Sey👍
সিনেমার থেকে, নাটক কার কার কাছে বেশি ভালো লাগে দেখতে চাই প্লিজ।
আমার ভালো লাগে
Amr
আমারও ভালো লাগে
আমার কাছে
Amar valo lage
- মা শিক্ষিত না হলেও 😗
- মায়ের শিক্ষা কখনো ছোটো হয় না |🖤🥀
মনিরা মিঠু আপা,সে একজন গুনি অভিনেত্রী এক কথায় অসাধারণ চরিত্র ছিলো এই মায়ের অভিনয়ে,একজন মা যে কত কষ্ট করে ছেলে মেয়ের জন্য এই তার প্রমাণ, এবং সামিরা মাহির এই প্রথম অসাধারণ অভিনয় দেখলাম,একদম ন্যাচারাল অভিনয় করছে,খুব ভালো লাগছে
প্রথম বড় ছেলে নাটক টা দেখে চোখে পানি আসছিলো। আবার পুনরায় এই নাটকের শেষ দৃশ্য দেখে চোখে পানি চলে এসেছে। 🥺
বাস্তবতা বড়ই কঠিন।
- মা শিক্ষিত না হলেও.!🙂
- মায়ের শিক্ষা কখনো ছোট হয় না..! 🖤🥀
Humm. r8 🖤🥀✨💫
এই বছর যত নাটক দেখেছি সবচেয়ে সুন্দর নাটক এইটা। প্রত্যেকটা অভিনয়শিল্পী সুন্দর অভিনয় করেছেন। নাটকের গল্প এবং স্থান চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই বছরের সেরা নাটক হবে বলে আমি আশা করি
রানা প্লাজা,,,,, এভাবেই কেঁদেছে হাজারো মা,
এভাবেই শেষ হয়ে গেছে হাজারো পরিবারের স্বপ্ন 😥😥
Ahare kato mayer buk Khali hoye gasilo oi dine.
আল্লাহ সমস্ত প্রথিবীর মা নামের মানুষ গুলাকে তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের নসিব করুন,
৬৩ বছরের জিবনের মধ্যে যিনি একটিও মিথ্যা কথা বলেন নি,, তিনি আমাদের প্রিয় নবি হযরত মোহাম্মদ (সাঃ) 🥰🥰❤❤
প্রমাণ কি?
@@mainulhoque9631 তুমি মরার পর হাতে নাতেই পেয়ে যাবে প্রমাণ।
ভাই নাটকের সাথে আমাদের নবীজির কি হুম কেনও ভাই এমন আপনারা
মা তো মা এই হয় মায়ের কোনো তুলনা হয়না মনিরা মিটু বুঝিয়ে দিলেন মায়ের ভালবাসা পৃথিবীর ষেষ্ট ভালবাসা মা কে যারা ভালবাস তারা একটা করে লাইক দাও মা বক্তব দেখতে ছাই।
নিলয় ভাইয়া ও মাহি আপু কে পুরস্কার দেওয়া উচিত ❤ অনেক সুন্দর হয়েছে❤ আর মনিরা আন্টির অভিনয় সেই হয়েছে😢
শেষের টা অনেক কষ্টের ছিলো😢😢😢
আহারে মায়ের ভালোবাসা😥😥😥😥😥নিজের অজান্তে চোখের কোনে পানি আসলো😥😥😥😥
মা ছেলের ভালবাসা দেখে চোখের পানি দরে রাখতে পারলাম না এক কথাই অসাধারণ ❤️❤️
আমার জিবনের দেখা সব চাইতে কষ্টের নাটক 😢😢😢😢 চখের পানি ধরে রাখতে পারি নাই
ডিক
মরুর বুকে একটাই ফুল ছিল আর সেই ফুল টি হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা হযরত মোহাম্মদ (সাঃ) ❤❤❤
জ্বি ভাই কইলজার টুকরা আমাদের নবীজি। কিন্তু এই কইলজার টুকরা টা খালি ইউটিউবের কমেন্টে ঘুরাঘুরি কেন ভাই? নাটকের সাথে এই কইলজার টুকরাটার কি সম্পর্ক ? ধর্ম খালি আপনি একাই মারাইতে পারেন? নাকি এসব কমেন্টের লাইক রিপ্লাই ধুইয়া পানি খান আপনি? স্টুপিড একটা
আমি ভারত থেকে বলছি এক কোথায় অসাধারণ হইছে তবে শেষের সিনটা দেখে চোখে পানি চলে আসলো 😭😭😭
পৃথিবীতে ভুল বুঝার মত মানুষের অভাব নেই ,
-কিন্ত পরিস্থিতি বুঝার মতো
কেউ নেই! 🤕👊 নাটক টা থেকে শিক্ষা গ্রহণ করা হয় 🥰🥰🥰🥰
আমার মা নেই চলে গেছে না ফেরার দেশে, নাটক না দেশে শেষে অনেক কাঁদলাম। মার ভালোবাসা পুরা পৃথিবীর সুখ এনে দিলেও মায়ের ভালোবাসার সমান হয় না। 😭😭😭😭😭
এখানে কত জন মুসলিম আছেন ☝️🕋👳♂️🧕🥰
নাটকের শেষের দিকে দেখে চোখে পানি চলে আসলো মায়ের ভালোবাসা দেখে কারন মায়ের কাছে নেই ২ বছর হলো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমি ও সব মায়ের জন্য দোয়া করি৷ আল্লাহ মায়েদের সুস্ত রাখেন।❤️❤️❤️
বাংলা নাটক এত সুন্দর হয় দেখলে মন ভরে যায় কলকাতা আসাম ত্রিপুরা সবার হাতে হাতে
love u❤️❤️
বুঝলাম না চোখের কোনে নিজের অজান্তে কখন পানি চলে এসেছে!সত্যিই মনের মত একটা নাটক
ইস আমি কোনদিন নাটক দেখিনাই আজ জীবনের প্রথম নীলয় ও সামিরা আপুর নাটক দেখে কেদে দিলাম😭😭
আমি ও😢😢😢
কি বলবো ভাষা হারিয়ে ফেলছি😥😥
একদিকে নিম্নবিত্তের জীবনযাপনের চিত্র, অন্য দিকে নিলয়, মনিরা মিঠু, মাহীর অসাধারণ অভিনয়। আর শেষ এন্ডিং 😥😥💔💔💔
সব বাবা মার স্বপ্ন থাকে তার ছেলে একদিন বাবা মার স্বপ্ন পূরণ করবে
কিন্তু সন্তান হারানোর😢 যন্ত্রণা কখনো ভুলা যায়না 😢😢😢
😢😢অনেক সুন্দর একটা গল্পের নাটক অনেক ভালোলাগছে নাটক টা জারা এতো সুন্দর একটা নাটক বানিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভাই নিলয় ভাই এর নাটক আমি একটাও মিছ করিনা ধন্যবাদ ভাই আমাদের এতো ভালো নাটক ঊপহার দেয়ার জন্য ❤❤❤❤
সম্ভবত রানাপ্লাজা নিয়ে নাটকটা নির্মিত শেষ টা বেদনা দায়ক কত মানুষের প্রান নিলো রানাপ্লাজা 😭😭 পরিচালক কে ধন্যবাদ। ❤❤
নাটকের শেষ দৃশ্যটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না চোখের কোন দিয়ে পানি চলে আসলো 😭
সত্যিই অসাধারণ ছিল নাটকের গল্পটা এবং অভিনয় গুলো।
কি বলবো নাটকটা যত দেখতেছিলাম কত না হাসি খুশি ছিলাম আর হঠাৎ কি হলো মায়ের কান্না দেখেহ নিজের চোক দিয়ে পানি বাহির হয়ে আসলো
কারন আজ প্রবাসি আমার মাটা বাড়িতে😓😓
প্রথম সামিরার অভিনয় বিরক্ত লাগছিলো কিন্তু শেষ টা চোখের পানি চলে আসলো, ১০০ নাম্বার থেকে ৫০ দেওয়া হলো।
ছোট্ট একটা ক্লিপ দেখে, কোন details না দেখেই, নাটক টা দেখা শুরু করলাম। ভালোই লাগছিলো। হাসতে হাসতে পেটে ব্যাথা হয়ে গেল।
কিন্তু Last এ কেঁদেই ফেললাম 😥এমন করে যে কত জন চলে যায়😢
অসম্ভব সুন্দর অভিনয়। ❤️
নাটকের শেষ টা আমাকে খুব করে কাঁদিয়েছে,জীবনের প্রথম কোন নাটক দেখে এভাবে কাঁদলাম 😭😭😭😭😭😭😭😭
আমার কাছে অভিনয় মনে হইছে না, ওদেরকে বাস্তব মনে হয়েছে ❤
একটা নাটক শুধু আনন্দ দেয় না,অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়,বাস্তবতা এর চেয়ে ভয়ংকর, অসম্ভব সুন্দর অভিনয় এর জন্য মনিরা মিঠুকে আন্তরিক অভিনন্দন।
আহ কি দেখলাম 😢 নিজের অজান্তেই কেঁদে ফেলেছি 😭 এটা কোন নাটক না মনে হলো বাস্তব জীবনের একটি ঘটনা চোখের সামনে দেখলাম। মায়ের ভালোবাসা তো এমনই ❤️❤️
মা
নাটকের শেষাংশে কাহিনীটা বাস্তবিক হৃদয়টা নাড়া দিয়ে উঠলো। মায়ের অভিনয়টা ১০০/১০০
খুব কষ্টের ছিলো শেষটা।।অসাধারণ একটা নাটক।। ধন্যবাদ আপনাদের যারা অনেক পরিশ্রম করে এতো সুন্দর একটা নাটক উপহার দিয়েছেন।।
শুরুতে খুব হেসেছি।তবে শেষ টা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না😭 অসম্ভব সুন্দর গল্প এবং দূর্দান্ত অভিনয় ❤️❤️
এমন মা আমাদের দেশে অনেক আছে, এমন মা দের কোটি কোটি সালাম🥰
একজন মায়ের হাজারো সপ্ন কতো আশা ছেলে একদিন বড় অফিসার হবে। মায়ের কষ্ট লাঘব করবে কিন্তু কি হলো কিছু অসাধু কসাইয়ের হাতে সকল সপ্ন বলির পাঠা হলো। বেচে থাকুক সকল মায়ের সন্তানেরা মায়ের কোল জুড়ে।
বিল্ডিং ধশে পড়া দেখেই ২০১৩ সালের রানা প্লাজার কথা মনে পড়ে গেছিলো 😥😥😥
ua-cam.com/video/NOXTJNhSb0Y/v-deo.html
সামিরা খান মাহি চরিত্রের সাথে পুরোপুরি মিশে গেছে - 😘
- শেষটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম নাহ 😞 শেষটা রানাপ্লাজার কথা মনে করাই দিল 💔 যেখানে হাজারো মায়ের বুক খালি হইছিলো 😞 অসাধারণ একটা নাটক ছিলো.. ধন্যবাদ ডিরেক্টর ভাই কে 🌸
আসলেই আমার মা সবসময় একটা কথা বলে
গরিবের সুখ নাকি কপালে সয় না বাস্তব সত্য..🥲
এটাই বাংলাদেশের নাটকের সৌন্দর্য এই শেষ দৃশ্যটা যদি ইন্ডিয়ার কোন নাটকের হতো এটা দেখাতে দেখাতে চার বছর লেগে যেত
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবাই তাকে ভালোবাসে তিনি আমাদের শেষ নবী আমাদের প্রিয় নবী আমরা তার শেষ উম্মত
শেষটার জন্য প্রস্তুত ছিলাম না " তবে এখানে সন্তানের জন্য মায়ের যে স্বপ্ন এবং ভালোবাসা সেটা অসাধারণভাবে ফুটিয়ে তুলা হইছে " স্যালুট জানাই এমন অভিনয়কে ❣️
আহ্...!😢
মানুষ সপ্ন নিয়ে বেঁচে থাকে।
কিন্তু কেউই জানে না তা পূর্ণতা পাবে কি না।😢
মা তো মা যার সাথে আর কারো তুলনা হয় না। আল্লাহর কাছে একটাই চাও যত দিন মা আছে থাকে যানো হাসি খুশি রাখতে পারি। হে আল্লাহ তুমি তৌফিক দান কর 🤲🤲🤲
আমিও ভালোবাসি হজরত মুহাম্মম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তা বাসো কার বালে বারন করেছে
পানি ধরে রাখতে পারলাম না🙃😓বাস্তবতা সত্যিই এমন এভাবে কত মায়ের বুক খালি হচ্ছে প্রতিনিয়ত 💔
কত অসহায় মানুষের নিষ্পাপ স্বপ্ন ভালোবাসা দুলির সাত হয়ে যায় এক নিমিষে এই নাটকটা হচ্ছে এক মাএ অদাহরণ
খুবই সুন্দর একটি অতিনিষ্ট নাটক যার কোন তুলনায় হয়না এই নাটকটা কেননা যেরকম হাসি তেরোকমই কান্না 😢 গরিবের ভাগ্য একেবারেই মন্ধ 😚😚
কি নাটক বানাইলি ভাই 🙂
জীবনে প্রথম কোনো নাটক দেখে চোখে পানি আসলো 🙂
নিলয় ভাই ইজ কিং অফ নাটক 🙂
সবার অভিনয় অসাধারণ হয়েছে 🙂
সবাই যখন খারাপ নাটকে ব্যস্ত 🙂
তখন নিলয় ভাই বুঝিয়ে দিলো খারাপ ভাষা না করেউ ভালো নাটক উপহার দেওয়া যায় 🙂
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ সূরা আনফাল ] 🌹🌹🌹🌹
সত্যিই প্রথম দিকে অনেক আনন্দ ছিলো শেষটা এরকম হবে জানতাম না খুবই হৃদয় বিদারক আর মর্মাহত মর্মান্তিক চোখের পানি এসে গেলো এই নাটকটি পুরস্কার পাওয়ার যোগ্য
খকন জানি চোখের খুনে পানি চলে আসলো বুজতেই পারিনি শেষের দিকটা এত যে বেদনা দায়েক হবে 😭😭😭😭😭
অনেক দিন পড়ে নাটক দেখলাম,,এই ধরণের নাটকের জন্য ভালো লাগে।
😢😢😢😢mayer ovinoy and samira apur ovinoy best hoyse❤❤❤mayer kanna dekhe 😢😢chokher pani dore rakhte pari ni😢😢😢ak kothay osadaro hoyse❤❤❤
সন্তানের জন্য মায়ের ভালবাসা এমনই হয়,নাটকের শেষ দৃশ্য টার জন্য প্রস্তুত ছিলাম না,মনের অজান্তেই চোখের কোণে পানি আসলো।গরীবের আশা,আখাংখা,ভালবাসা এক পলকে শেষ।
মা চরিত্রে ওনি যেন জীবন্ত মা৷ অনেক শ্রদ্ধা ওনার প্রতি। 🙏🙏🙏
Hmmm bro
একটা ছেলের জন্য মায়ের কতখানি ভালোবাসা রয়েছে তা ফুটে উঠেছে 😥 চোখের পানি ধরে রাখতে পারলাম না
নাটক টা দেখে অনেকেরই হয়তো রানা প্লাজার কথা মনে পড়ে গেছে।💔🥀🥺🥺 ভাবলেই গা টা শিউরে উঠে আজ থেকে 9 বছর আগের সেই মর্মান্তিক ঘটনা।🥺🥺
নাটক টা খুব ভাল লেছেছে, শেষ পর্যন্ত কান্না করতে হল, মনে পড়ে গেল সেই রানা প্লাজার কথা। রানা প্লাজা শত শত লোক এভাবেই মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন।। 😭😭😭😭😭😭
প্রথম দিয়ে নাটক টা দেখে খুব হাসলাম কিন্তু শেষ দিয়ে কাদতে হলো😂😂
সন্তানের সফলতায় মায়ের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, একজন মনের মানুষের সফলতার উচ্ছ্বাস, এবং একটি হ্রদয়বিদারক দৃশ্য, সব মিলিয়ে ধন্যবাদ নির্মাতাকে
সঠিক বিচার করলে এই নাটক জাতীয় পুরস্কার হিসেবে বিবেচিত হয়। স্বার্থ ও দুর্নীতির কাছে এই নাটক জাতীয় পুরস্কার পায়নি।
hmmm
নাটকের শেষ কয়েক মিনিট চোখ থেকে শুধুই পানি ঝরছিল। মাত্র তিন বছর বয়সে মাকে হারিয়েছি, মায়ের অভাব প্রতিটা মূহুর্তে আমি বুজি। ভালো থাকুক পৃথিবীর সকল মা জাতি৷ 😥😥🙏
সত্য কথা বলব আমার চোখে পানি এসে পড়ছে এসব নাটক দেখলে বুকের ভিতর শান্তিও লাগে নিলয় ভাই তোমাকে ধন্যবাদ অসাধারণ একটা নাটক
পাবলিক এ ধরনের নাটক অনেক পছন্দ করে। এরকম একটি নাটক উপহার দেওয়ার জন্য সকল অভিনেতা, অভিনেত্রী কে ধন্যবাদ।
❤❤ সুন্দর একটি শিক্ষানিয় নাটক নিলয় ভাইয়ের আর সামিরা মাহির।।বাস্তবতার সাথে অনেক মিল আছে।। অভিনয় চার জনের খুবই ভালো হইছে।।
নাটকের শেষেরটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না 😭😰 সত্যি বলতে একদম ভাষা হারায় ফেলছি 😟🥺মিউজিকটার জন্য ভিতরটা কেমন কেপে উঠলো 😰😭
::::যারাই এই নাটকটি দেখবে, আমার বিশ্বাস 2013 সালে রানা প্লাজারের দুর্ঘটনার কথা মনে পরবে???
Right
জি সত্যি বললেন 💔
Right
প্রশংসা পাওয়ার যোগ্য একটা নাটক🥰
সকল অভিনেতা অভিনেত্রী দের অভিনন্দন
😭 বেঁচে থাকুক পৃথিবীর সকল মায়ের ভালোবাসা 😭
অসাধারণ একটি নাটক প্রথম দেখতেই আনন্দ পেলাম খুব হাসি পেলাম লাস্টের কাহিনী টা দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না😭😭😭 আমি একজন ইতালি প্রবাসী মা কখনো নিজের জন্য কোন কিছু চায়না শুধু সন্তানের ভালো চায় আর সেই সন্তান যদি বেঁচে না থাকে মায়ের সুখটাই চলে যায়😭😭😭😭
ইয়া আরহামার রাহিমিন,,, 😢😢😢 আল্লাহ ওই নাটক দেখে আমার বলার মতন ভাষা,, নাই গো আল্লাহ😢😢 তুমি সকল মায়েদের নেক হায়াত দান করুন আমিন 😢😢😢 নোবেল পুরষ্কার দেওয়া হউক ওই নাটক কে 😢😢😢
মায়ের অভিনয় সব থেকে সুন্দর। খুবই ইনোসেন্ট ভালোবাসা সবার মাঝে
নাটকের শুরুটা এতটা সুন্দর, হাসির ও মজার ছিলো সত্যি নাটকটা দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল 🙂🙂কিন্তু নাটকের শেষটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না,এতটা ইমোশনাল হয়েছে যে আমার চোখেও পানি আসতে বাধ্য হয়েছে। আসলে, আমাদের মায়েরা আমাদের নিয়ে একটু বেশিই চিন্তা করে।মায়েরা চায় ছেলে গুলা প্রতিষ্ঠিত হোক,যাতে গর্ব করে তারা বলতে পারে আমাদের ছেলে সমাজে আজ প্রতিষ্ঠিত হয়ছে।আমাদের মায়েদের নিজের জন্য কোনো চাওয়া নাই,তাদের চাওয়া একটাই সন্তান গুলা সুশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হোক। তা এই "একসাথে" নাটকে পরিচালক মায়েদের মমতাময় চরিত্র তুলে ধরেছেন। ধন্যবাদ পরিচালককে সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য🙂🙂সাথে নিলয়,মাহি ও মনিরা মিঠুর অভিনয় ছিলো চোখে পড়ার মতো🙂🙂
নায়িকা টা অসাধারণ সুন্দর অভিনয় করছে মনে হয়েছিল বাস্তব দেখছি কিছু দৃশ্য এমন হয়ছে নিলয় ও খুব ভালো কাজ করছে
নাটকটি দেখে, রানা প্লাজা ধস এর কথা মনে পড়ে গেলো,,,,, না জানি কত স্বপ্ন ও এমন গল্প লুকিয়ে ছিলো সেখানে।😥😥😥😥😥😥😥😥😥
এতো সুন্দর নাটক,,দেখে চোখে পানি চলে আসলো,,, সুখ এমন একটা জিনিস যা সবার কপালে সইয়না,,মৃত্যু দিয়ে নাটক টা শেষ হলো,,মেনে নিতে খুব খুব কস্ট হচ্ছে 😭😭
কে কে টিকটক থেকে দেখে নাটকটা দেখতে আসছেন।
Ami
আমি
নাটক টা দেখে চোখে পানি চলে আসছে😢😢😢😭😭😭😭
কলকাতায় থেকে বড় হয়েছি। অনেক দুঃখের বই নাটক অনেক দেখেছি, ছোটবেলায় তাপস পালের মুভি দেখতাম কষ্ট লাগতো।
এখন অরিজিৎ সিং এর স্যাড সং শুনি কষ্ট হয়। কিন্তু আপনাদের দেশের অভিনেতা ও অভিনেত্রী দের এত সুন্দর অভিনয়ের ক্ষমতা। বিশেষ করে মায়ের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, অসাধারণ।। আর আপনি যেভাবে শেষ করলেন এই ব্যথা বহুদিন থাকবে। ভালো থাকবেন হাসিব স্যার।
শেষের দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলাম না। অনেক সুন্দর একটা নাটক। ধন্যবাদ জানাই এই নাটকের সব কলাকৌশলীকে এবং অভিনয় শিল্পীদের।
শুরুটা হাসি ছিলো কিন্তুু শেষে যে দুচোখের পানি এভাবে জরবে কখনো বুঝতে পারিনী।তবুও বলছি অসাধারণ হয়েছে!
নাটক দেখে বলার মত ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর নাটক আগে কখনো দেখিনি
আমার মতন কারা কারা কান্না করছেন দেখতে চাই
শেষের দিকের জন্য মোটেও অপেক্ষায় ছিলাম না আমার তো বুক ফাটা কান্না চলে আসছে😢😢😢
কোন ন্যাকামো নাই গড়তা নাই দূর্বলতা নাই,দু'জনের অভিনয় অসাধারণ-সুপারের চেয়ে সুপার
মাহির অভিনয় দক্ষতা প্রশংসনীয়, তার মত ন্যাকামি বা নাক ছিটকানি ছাড়া নায়িকা প্রয়োজন, শুভ কামনা রইল দু'জনের জন্য
শেষটা এমন বা হলেও হতো
দর্শকদের জন্য খুব কষ্টদায়ক হয় এরকমে😢😢
সামিরা মাহি+নিলয় অসাধারণ অভিনয় করেছে
Sotti