'অনেক অনেক ধন্যবাদ' খুবই ছোট শব্দ স্যার আপনার থেকে যা পাই তার প্রতিদানে, আমি আপনার থেকে দেখে শিখে প্রয়োগ করে খুবই ভাল প্রতিক্রিয়া পাচ্ছি ও আপনার পথ অনুসরণ করে আজ পাঁচটি জেলার চাষিদের জৈব পদ্ধতিতে উদ্বুদ্ধ করতে পারছি। আমার অনেক প্রণাম ও শ্রদ্ধা নেবেন স্যার, আপনি আমার যথার্থ গুরুদেব।
ধন্যবাদ জানাই , সেই সঙ্গে যে কাজে নিযুক্ত হয়েছেন তার সাফল্য কামনা করবো। আর বলবো আসুন আমরা সকলে মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি।
গত সপ্তাহে ব্যাঙ্গালোর যাওয়া আসার পথে ট্রেন থেকে পাশের জমিতে এইরকম প্লাস্টিক ঢাকা দেওয়া কিছু চাষ হচ্ছে দেখেছি। জানার কোন সুযোগ ছিল না, তাই কৌতুহল থেকেই গিয়েছিল। আজ হঠাৎই আপনার কাছ থেকে জানলাম, ধন্যবাদ।
@@asikulsk7468 অনলাইনে মালচিং নেওয়ার অভিজ্ঞতা আপনার আছে ? ভাল করে না জেনে পরামর্শ না দেওয়াই ভাল । দাম, মাপ, মাইক্রোন কোনটাই ঠিক মত আসেনা । পাঞ্জাব, হরিয়ানা, দিল্লী পুণে সব দেখা হয়ে গেছে। গত পাঁচ বছর ধরে পাইকারী পাওয়ার চেষ্টা করছি।
8001255862 পূর্ব মেদিনীপুরে এই ভদ্রলোক আমাদের এবং আশেপাশের সব সাপ্লাই দিচ্ছেন । উনি হোলসেল এজেন্ট । এটা আপনি Known you Seed কোম্পানির কিনতে পারবেন ।এখানে যোগাযোগ করতে পারেন একবার। চওড়া তিন ফুট পাবেন প্রায় চার ফুটের কাছাকাছি আমরা যেটা নিয়েছি ওটাও পাবেন।
Sir amar 8kata jaigai akta ghor acha .upora tali diya chowni daya acha .ghor r chardar khola surjar alo pora.ami ki or vitora palog.mulo ba anna kono sobji chas korta pari.plase bolban.sudu upor diya surjalok lagana .ghorar charpas diya alo duka sir please bolun
Sir, polyculture ও companion planting সম্পর্কে video বানাবেন kindly. সব video বিদেশি। পশ্চিমবঙ্গে ছোট জায়গায় কিভাবে ওইভাবে সবজি বাগান করতে পারি সে ব্যাপারে একটু শিখতে চাই।
আর পনেরো দিন পরে ফুলকপি বাঁধাকপি চারা বসাতে পারেন অথবা শীতের বেগুন চারা খুব ভালো হবে বা ৮-১০ দিন পরে শসা বীজ বুনতে পারেন সামনে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা ,কালীপূজা।
স্যার আপনার ভিডিও অনেক দিন পরে পরে আসছে, আরও নিয়মিত ভিডিও ডাউনলোড করুন। আপনার থেকে অনেক কিছু জানতে পারি, আপনি আমাদের পথপ্রদর্শক। আপনার শরীরের যত্ন নেবেন।
সত্যি কথা বলি , আমি অনেক কাজের মধ্যে জড়িয়ে আছি। আপনাদেরকে ঠিক বোঝাতে পারবো না। এ জন্য ভিডিও করতে একটু সমস্যা হয়। কিছু মনে করবেন না , আমি দেখানোর চেষ্টা করি কিন্তু এত কাজের চাপ ভিডিও করতে অসুবিধা হয়। আচ্ছা দেখা যাক কি করা যায়।
স্যার চাষের ভিডিও অনেক দেখি, কিন্তু আপনার ভিডিও দেখার পরে মনের সন্দেহ দূর হয় , চাষের ব্যাপারে আপনার প্রতি যতটা ভরসা করতে পারি অন্য কোনো ব্যক্তির উপর সেটা হয়না
আসলে আমি নিজের হাতে করছি তো এবং মানুষকে দিয়ে চাষ করাচ্ছি। ফলে আমি কখনো ভুল বলবো না। আমি চেষ্টা করি দেখাতে, এবার মাটির তফাতের জন্য হয়তো অনেক সময় আপনাদের সঙ্গে নাও মিলতে পারে। কিন্তু আমি এগুলোই করাচ্ছি মানুষকে দিয়ে। এবার পাঁচ হাজার টমেটো চারা বসাবো আর 5/6 দিনের মধ্যে। তারপর শীতের বেগুন চারা বসাবো।
দুটো কারণে হয়। পোকার জন্য হয়। আবার রোগের জন্য হয়। ঐ ফুলের ভিতরে পোকা আছে কি দেখুন। পোকা না থাকলে কম দামের ওষুধ টাটা মাস্টার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
আমাদের দেশে এখন সব জেলাতেই পলি মালচিং ব্যাবহার করছে দাদুভাই। আর আমরা আপনাদের ইন্ডিয়ান মালচিংগুলাই ব্যাবহার বেশি করি। কোয়ালিটি ভালো সেজন্য। তবে এদেশে এনে মালচিং পেপারের দামটা খুব বেশি রাখে এখানে সেজন্য একটু ব্যাবহার কম। ( বাংলাদেশ, জয়পুরহাট জেলা থেকে। )
ঠিকই বলেছেন তাছাড়া আমাদের এদিকে অনেক চাষী ভাইয়েরাও কিন্তু জানে না এর সঠিক ব্যবহারটা এই জন্য পিছিয়ে পড়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
কাকু পরবর্তি সার ব্যবস্তাপনা কিভাবে হবে দয়া করে তা কিন্তু বিস্তারিত জানাবেন ।বাংলাদেশ থেকে বলছি।কাকু আমাদের এখানে কিন্তু ফলিয়ার স্প্রে করার কোন সার নেই তাই মাটিতে কিভাবে প্রয়োগ করতে হয় জানাবেন।ধন্যবাদ কাকু
স্যার মালচিং পেপার সম্পর্কিত যাবতীয় সমস্ত তথ্য নিয়ে একটা ভিডিও বানান কিভাবে বর্ষাকালে চারা লাগাতে হয় কিভাবে শীতকালে চারা লাগাতে হয় কিভাবে সার দিতে হয় বেডের উচ্চতা কতটুকু হওয়া দরকার বেডের প্রশস্ত কতটুকু হওয়া দরকার মালচিং পেপারে কিভাবে চারা লাগালে চারা মারা যায় একই মালচিং পেপার বিছানো বেডে দুই তিন ফসল কিভাবে করা যায় এই সমস্ত যাবতীয় তথ্য নিয়ে একটা ভিডিও বানান
শুধু গোবর সারের উপরে গাছ বসালে ভালো হয়। এখন আপনি কম দামের ওষুধ সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
স্যার, আমি আপনার চ্যানেলের নিয়মিত দর্শক। আপনার শিক্ষামূলক ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আমি টবে একটি বেদানা গাছের চারা লাগিয়েছিলাম। কিন্তু গাছটি ধীরে ধীরে মারা যাচ্ছে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে টবের মাটি তৈরি করেছিলাম। গাছটি রোপনের সময় গোরার মাটিটা বেশি করে ছাড়িয়ে ফেলেছিলাম। এমতাবস্থায় গাছটি কে বাঁচাতে গেলে কি করনীয় তা বিস্তারিত জানালে খুবই উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।
1 . 2 মিটার চওড়া ও 400 মিটার লম্বা বান্ডিল হয়। এক বান্ডিল দিয়ে 7 কাঠা জায়গায় চাষ করা যায়। Amister top প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে NPK O O 50 তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া দুবার।
ওটা ড্রিপ ইরিগেশন পাইপ । ওর মধ্যে জল এবং সার মেশানো জল গাছের গোড়ায় পাঠানো হয়। এখানে তো জলের খুব সমস্যা , জল পাওয়া যায় না। বালি পাথর যুক্ত লালমাটি। এখানে এইভাবে কষ্ট করে চাষ করতে হয়।
Dada, kartik agrohayon mase pepe chara ropon korle kmn hbe? Eisomoy ropon korle subidha na osubidha, problem hle ki problem seta janaben? R jodi eisomoy ropon kora na jay setao bolben.
আশ্বিন মাসে ২০ /২৫ তারিখের পরে পেঁপে চারা বসালে ঠান্ডার কারণে গাছ বাড়তে চায় না। জড়ো হয়ে চুপচাপ বসে থাকে। সার দিলেও আপনি বাড়াতে পারবেন না। এইজন্য তার আগে বসিয়ে দিন।শীতের আগে গাছটাকে বড়ো করে নিতে হবে। সেজন্য ভাদ্র মাসে বসাতে পারলে খুব ভালো হয়।
ঝারিতে করে মাঝে মাঝে জল সেচ দিতে হবে। তাহলে সম্ভব। তবে অনেক বেশি জমি চাষ করলে সমস্যা হবে। ঘাস হবে না । অতিরিক্ত বৃষ্টি হলে পেঁয়াজ পচে যাবে না । অবশ্যই সুবিধা আছে। তাড়াতাড়ি চাষ করা যাবে।
যদি এটেল মাটি হয় তাহলে আর ১৫ থেকে ২০ দিন অপেক্ষা করুন । যদি পশ্চিম মেদিনীপুর বা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ,পুরুলিয়া হয় তাহলে অবশ্যই এখন বীজ বুনতে পারেন।
হ্যাঁ অবশ্যই যাবে। তবে আপনাকে ভেলি বা আইল গুলো বা মাটির যে লাইনগুলো টানা হয়েছে ওগুলো অনেক উঁচু করতে হবে। সেখানে যেন জল না জমে যায়। এটা খেয়াল করলেই হবে।
জল শুকনো করতে পারলে কোন পয়সা খরচ করতে হয় না এমনিতেই সব মারা যাবে। আর রাসায়নিক ভাবে করতে গেলে অনেক টাকা খরচ হবে এজন্য আমরা বলি না। বিঘাপ্রতি Blitox পাউডার ২ কেজি কিনতে হবে আর ইউরিয়া ৫ কেজি । পাতলা গামছায় ইউরিয়া ৫০০ গ্রাম আর ২০০ গ্রাম Blitox পাউডার একসঙ্গে মিশিয়ে ওই গামছায় বেঁধে ১০ /১২ টা গুছি ছাড়া ছাড়া জলের উপর দিয়ে টেনে টেনে যেতে হবে।
স্যার লাল গোলা বেগুন গাছ খুব সুন্দর হয়েছে, কিন্তু আশানুরূপ ফলন এখন পর্যন্ত হয়নি , বেগুন পচে পড়ে যাচ্ছে যেমন কাঁঠাল ছোট অবস্থায় কালো হয়ে পড়ে যায় , এবং অনেক বড় বেগুন ও পচে পড়ে যাচ্ছে, এখন আমি কি করবো, গাছ কি উপড়ে ফেলে দিয়ে অন্য চাষে চলে যাব?
ওটা কি শীতের বেগুন? যদি শীতের হয় তাহলে অপেক্ষা করতে হবে। আর পচে যাওয়ার জন্য আমি তো বলেছি Amister Top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে 5 দিন ছাড়া দুবার স্প্রে করবেন।
Diamond 30% প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে ল্যান্সার গোল্ড দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার। আমি এখানে বেগুনের সাদা মাছি এইভাবে তাড়িয়েছি। আমি দেখাবো ভিডিওতে।
Kaku ,,bandha kopir pata noukar moto gutia ja6e,kukre ja6e,patar agai sada dag as6e,oi jomitr ,dhan chas hoini..ager year,nimatod e jemon sekore guti ase se rkm as6e,,,ki kore eta theke mukti pabo???
প্রতি গাছের গোড়ায় চার থেকে পাঁচ গ্রাম কার্বোফুরান থ্রিজি অর্থাৎ দানা বিষ গাছের গোড়ায় দিন। আর পাতাতে একবার এমিস্টার টপ প্রতি লিটার জলে এক মিলি সেইসঙ্গে যেকোন পিজিআর ২ মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
Dada, aponar samasto video ami dekechhi bohubar, 24 th prosno uttor porber por ar prosno uttor porbo video hoyini. Amar prosno holo August e karola seeds lagale bhalo phalon hobe ki?
ভালো কোম্পানির হাইব্রিড করোলা বীজ বুনবেন অবশ্যই ভালো ফলন হবে । PAN কোম্পানির 1350 করতে পারেন বা US 6214 এটাও চাষ করতে পারেন, অথবা আপনার ওখানে যে হাইব্রিড বীজ পাওয়া যায় সেই নিয়েও চাষ করতে পারেন, ভালো ফলন হবে।
আমি এখন টমেটো চারা বসাচ্ছি ৫০০০ আমি ভিডিও তে দেখাবো । আপনি এখন বীজ বুনতে পারেন অসুবিধে নেই। তবে দু তিনটে কোম্পানির বীজ নিয়ে চাষ করবেন । আর আমের ভিতর পোকার জন্য আমার ভিডিওতে বলা আছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ।আম ছোট অবস্থায় হলে সেই সময় গাছে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে । আর আমের সাইজ একটু বড় হলে সাত দিন ছাড়া ছাড়া কিং ডক্সা প্রতি লিটার জলে এক মিলি বিশিয়ে স্প্রে করে যাবেন।
সাধারণত বর্ষা কালে এই পেপার ব্যবহার করলে ভালো হয়। এবারতো শীত আসছে এজন্য আর ব্যবহার না করাই ভালো। তবু ও যদি ব্যবহার করতে চান , করতে পারেন।ঘাসের সমস্যা হবে না।
Ekta jomite 5 yers borosai korola chash hoyachilo pore till bona chilo,ei bochor Kofi bosano acha...ami Jodi oi jomita April or may masa Blu star,very 212 begun bosai tahole hoba too?!
ঐ রকম কাগজ বিছানো থাকলে হবে না। জমির মাটিতে চাষ দিতে হবে অর্থাৎ লাঙ্গল দিয়ে বা পাওয়ার টিলার দিয়ে কর্ষন করতে হবে। তারপরে আবার ফের ওই প্লাস্টিকটা লাগাতে পারেন কিন্তু গরমে প্লাস্টিকটা ভালো হবে না।
খুব উপকারী একটা ভিডিও কাজে লাগবে
স্যার ধন্যবাদ আপনাকে নতুন নতুন চাষের পদ্ধতি দেখানোর জন্য
ধন্যবাদ জানাই,সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর এগিয়ে চলুন।
'অনেক অনেক ধন্যবাদ' খুবই ছোট শব্দ স্যার আপনার থেকে যা পাই তার প্রতিদানে, আমি আপনার থেকে দেখে শিখে প্রয়োগ করে খুবই ভাল প্রতিক্রিয়া পাচ্ছি ও আপনার পথ অনুসরণ করে আজ পাঁচটি জেলার চাষিদের জৈব পদ্ধতিতে উদ্বুদ্ধ করতে পারছি।
আমার অনেক প্রণাম ও শ্রদ্ধা নেবেন স্যার, আপনি আমার যথার্থ গুরুদেব।
ধন্যবাদ জানাই ,
সেই সঙ্গে যে কাজে নিযুক্ত হয়েছেন তার সাফল্য কামনা করবো।
আর বলবো আসুন আমরা সকলে মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি।
গত সপ্তাহে ব্যাঙ্গালোর যাওয়া আসার পথে ট্রেন থেকে পাশের জমিতে এইরকম প্লাস্টিক ঢাকা দেওয়া কিছু চাষ হচ্ছে দেখেছি। জানার কোন সুযোগ ছিল না, তাই কৌতুহল থেকেই গিয়েছিল।
আজ হঠাৎই আপনার কাছ থেকে জানলাম, ধন্যবাদ।
ধন্যবাদ জানাই ।
ভালো থাকুন ।
নতুন নতুন পদ্ধতি কৃষকদের খুব কাজে লাগবে।
ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে
Apnar vedio bohu manuser kaje lage.....apnar valo hok
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
স্যার অনেকদিন পর ভিডিও টা দেখে খুব ভাল লাগল। ভাল থাকবেন স্যার।
ধন্যবাদ জানাই ,
সপরিবারে ভালো থাকুন ,এই কামনা করবো।
নমস্কার স্যর অনেক দিন পর ভিডিও টি পেলাম এই ভিডিও টার অপেক্ষায় ছিলাম থ্যাংক ইউ 🙏🙏🙏🙏🙏
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন।
আর এগিয়ে চলুন এই কামনা করবো।
অনেক উপযোগী ভিডিও, খুব ভালো লাগলো।
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
Prachur porishram jache apnar.. Valo thakben sir
ধন্যবাদ স্যার । দেখলাম, শুনলাম । বুঝলাম, শেয়ার ও করলাম । মালচিং পেপার পাওয়া নিয়ে সমস্যায় ভুগছি।
Online ea pea jaben
@@asikulsk7468 অনলাইনে মালচিং নেওয়ার অভিজ্ঞতা আপনার আছে ? ভাল করে না জেনে পরামর্শ না দেওয়াই ভাল । দাম, মাপ, মাইক্রোন কোনটাই ঠিক মত আসেনা । পাঞ্জাব, হরিয়ানা, দিল্লী পুণে সব দেখা হয়ে গেছে। গত পাঁচ বছর ধরে পাইকারী পাওয়ার চেষ্টা করছি।
Flipcard a সাচ করুন mulching paper বলে।
8001255862 পূর্ব মেদিনীপুরে এই ভদ্রলোক আমাদের এবং আশেপাশের সব সাপ্লাই দিচ্ছেন ।
উনি হোলসেল এজেন্ট ।
এটা আপনি Known you Seed কোম্পানির কিনতে পারবেন ।এখানে যোগাযোগ করতে পারেন একবার।
চওড়া তিন ফুট পাবেন প্রায় চার ফুটের কাছাকাছি আমরা যেটা নিয়েছি ওটাও পাবেন।
@@asikulsk7468 আগের কমেন্টেই সব বলেছি।
Bha khub sondar ❣❣❣
ধন্যবাদ জানাই।
অসাধারণ ভিডিও
Nice video dada Bangladesh thake dakci.
সোনার বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন,
আর এগিয়ে চলুন,
এই কামনা করবো।
দাদা আমি বাংলাদেশ ফেনী থেকে আপনার নিয়মিত ভিওয়ার।
অপেক্ষায় থাকবো সঠিক উত্তির পাওয়ার জন্য
কোথায় পাওয়া যাবে এই মালচিং পেপার
Flipkart Amazon
Drip irrigation ta jokon bichalen setar ekta vidio banaben toh .tahole aaro besi kore valo bujte parbo.
ড্রীপসেচের পাইপ সেটিং দেখালে উপকৃত হইব।
Sir amar 8kata jaigai akta ghor acha .upora tali diya chowni daya acha .ghor r chardar khola surjar alo pora.ami ki or vitora palog.mulo ba anna kono sobji chas korta pari.plase bolban.sudu upor diya surjalok lagana .ghorar charpas diya alo duka sir please bolun
Very nice video sir..
ধন্যবাদ জানাই।
Sir, polyculture ও companion planting সম্পর্কে video বানাবেন kindly. সব video বিদেশি। পশ্চিমবঙ্গে ছোট জায়গায় কিভাবে ওইভাবে সবজি বাগান করতে পারি সে ব্যাপারে একটু শিখতে চাই।
আচ্ছা,
পরে ভিডিও করতে চেষ্টা করবো।
ব্যাপার টা হলো ঐ প্লাস্টিকের উপরে পাশাপাশি দু / তিন রকমের ফসল একসঙ্গে চাষ করা।
Sir purba madnapur a ki sobji valo hoba jodi tai niya 1ta video dan khub valo hoy ...
আর পনেরো দিন পরে ফুলকপি বাঁধাকপি
চারা বসাতে পারেন অথবা শীতের বেগুন চারা খুব ভালো হবে বা ৮-১০ দিন পরে শসা বীজ বুনতে পারেন সামনে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা ,কালীপূজা।
Thank you sir
Drip irrigation er full vidio den tobei toh poly mulching valo hobe
খুব সুন্দর মাসাআলাহ
স্যার আপনার ভিডিও অনেক দিন পরে পরে আসছে, আরও নিয়মিত ভিডিও ডাউনলোড করুন। আপনার থেকে অনেক কিছু জানতে পারি, আপনি আমাদের পথপ্রদর্শক।
আপনার শরীরের যত্ন নেবেন।
সত্যি কথা বলি ,
আমি অনেক কাজের মধ্যে জড়িয়ে আছি। আপনাদেরকে ঠিক বোঝাতে পারবো না।
এ জন্য ভিডিও করতে একটু সমস্যা হয়। কিছু মনে করবেন না ,
আমি দেখানোর চেষ্টা করি কিন্তু এত কাজের চাপ ভিডিও করতে অসুবিধা হয়।
আচ্ছা দেখা যাক কি করা যায়।
@@farmingadviseranathhalder7579 আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার শরীরের খেয়াল রাখবেন স্যার।
Sr goborer bodole varmicompost chara bosale ki kharap hobe sr
স্যার চাষের ভিডিও অনেক দেখি, কিন্তু আপনার ভিডিও দেখার পরে মনের সন্দেহ দূর হয় , চাষের ব্যাপারে আপনার প্রতি যতটা ভরসা করতে পারি অন্য কোনো ব্যক্তির উপর সেটা হয়না
আসলে আমি নিজের হাতে করছি তো এবং মানুষকে দিয়ে চাষ করাচ্ছি।
ফলে আমি কখনো ভুল বলবো না।
আমি চেষ্টা করি দেখাতে,
এবার মাটির তফাতের জন্য হয়তো অনেক সময় আপনাদের সঙ্গে নাও মিলতে পারে।
কিন্তু আমি এগুলোই করাচ্ছি মানুষকে দিয়ে। এবার পাঁচ হাজার টমেটো চারা বসাবো আর 5/6 দিনের মধ্যে।
তারপর শীতের বেগুন চারা বসাবো।
কাকা স্যার, সজিনার আপডেট দিয়ে ১ টা ভিডিও দেন।
Sir sitkal o goromkala vandi chas a ai papar a lagano jaba?rjodi jai sar kamon vaba dabo.gonga sagor thaka bolchi.plase bolban
না ,
ঐ সময় ব্যবহার করবেন না।
শুধু বর্ষাকালে ব্যবহার করবেন।
আর বর্ষা তো শেষ হয়ে এল,
এ বছর কিনবেন না।
Dada, amar vendi gach er ful asar agei fuler kuri holud hoye jhore porce, er protikar bolun
দুটো কারণে হয়।
পোকার জন্য হয়।
আবার রোগের জন্য হয়।
ঐ ফুলের ভিতরে পোকা আছে কি দেখুন।
পোকা না থাকলে কম দামের ওষুধ টাটা মাস্টার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
Sir Drip irrigation নিয়ে video বানান একটা।
আচ্ছা চেষ্টা করবো।
Sir.... আমি উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লক অন্তর্গত আপনার চ্যানেল এর নিয়মিত দর্শক 🙏
ধন্যবাদ জানাই, সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
আপনি ও এই ভাবে আমাদের সাথে থাকুন ।
সুস্থ থাকুন ভালো থাকুন 🙏
শুভকামনা রইলো অনেক
আমাদের দেশে এখন সব জেলাতেই পলি মালচিং ব্যাবহার করছে দাদুভাই। আর আমরা আপনাদের ইন্ডিয়ান মালচিংগুলাই ব্যাবহার বেশি করি। কোয়ালিটি ভালো সেজন্য। তবে এদেশে এনে মালচিং পেপারের দামটা খুব বেশি রাখে এখানে সেজন্য একটু ব্যাবহার কম। ( বাংলাদেশ, জয়পুরহাট জেলা থেকে। )
ঠিকই বলেছেন তাছাড়া আমাদের এদিকে অনেক চাষী ভাইয়েরাও কিন্তু জানে না এর সঠিক ব্যবহারটা এই জন্য পিছিয়ে পড়েছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ ও শুভকামনা রইলো।😍
bahhhhh khub Sundar
ধন্যবাদ জানাই।
খুব ভালো লাগলো।👌👍🪴🙏
ধন্যবাদ জানাই। ভালো থাকুন।
Khub Bhalo laglo
ধন্যবাদ জানাই।
Sir bina drip irrigation poly Malachi chas kora yaba ki
Assa ar mode pore ki sar denlage na ki jana ben
Sir amar bagun gachar gorar kando ta Kalo hoya pocha jacha tarpor gachti jimiya mara jacha ki osud dubo janaban sir?
দশ লিটার জলে দশ মিলি Amister Top
সেই সঙ্গে তিন গ্রাম Plantomycin
মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া দু বার।
কাকু আমি ছোট চাষি ,যদি একটু ক্যাপসিকাম চাষের উপরে প্রথম থেকে একটা ভিডিও দেনতো খুব ভালো হয়।।।
জৈব সার দিয়ে চারা বসাবেন।
15 দিন পর 10 26 26 সার 35/40 গ্রাম প্রতি গাছের গোড়ায় দিয়ে মাটি চাপা দেবেন।
Sar Ami Bangladesh theke Apna der Neha Agro mulching film Kemon
মালচিং পেপার দিয়ে এখন অবশ্যই অবশ্যই চাষ করতে পারেন।
ঐ কোম্পানির নিতে পারেন বা বাজারে
অনেক কোম্পানি এনেছে যে কোনো একটা নিলেই চলবে।
Drip irrigation niye video banaben please
আচ্ছা পরে চেষ্টা করবো।
Sir ai July mase ki ki sobji Chas kora jabe ai khane borsa Suru hoye gachy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙁🙏🙏🙏
মূলা বীজ বুনতে পারেন। ফুলকপি, বাঁধাকপি ,ওলকপি আর পালংশাক চাষ করতে পারেন কিন্তু ছাউনি করতে হবে মূলতে ছাউনি না করলেও চলবে।
ai dhoroner ar ki ki joibo shar dite par Bo ? Tober gache ..plz bolben 🙏🙏
কাকু পরবর্তি সার ব্যবস্তাপনা কিভাবে হবে দয়া করে তা কিন্তু বিস্তারিত জানাবেন ।বাংলাদেশ থেকে বলছি।কাকু আমাদের এখানে কিন্তু ফলিয়ার স্প্রে করার কোন সার নেই তাই মাটিতে কিভাবে প্রয়োগ করতে হয় জানাবেন।ধন্যবাদ কাকু
আমরা রাসায়নিক সার জলে মিশিয়ে পাইপের সাহায্যে গাছে পাঠাবো।
যারা পাইপ দিবে না তারা কি করবে
স্যার মালচিং পেপার সম্পর্কিত যাবতীয় সমস্ত তথ্য নিয়ে একটা ভিডিও বানান কিভাবে বর্ষাকালে চারা লাগাতে হয় কিভাবে শীতকালে চারা লাগাতে হয় কিভাবে সার দিতে হয়
বেডের উচ্চতা কতটুকু হওয়া দরকার বেডের প্রশস্ত কতটুকু হওয়া দরকার
মালচিং পেপারে কিভাবে চারা লাগালে চারা মারা যায়
একই মালচিং পেপার বিছানো বেডে দুই তিন ফসল কিভাবে করা যায়
এই সমস্ত যাবতীয় তথ্য নিয়ে একটা ভিডিও বানান
একই বেডে অবশ্যই দুবার অবশ্যই চাষ করা যাবে।
তবে প্লাস্টিক কাগজটা 30 মাইক্রন হলে ভালো হয়।
বর্ষাতে এই কাগজে চাষ করলে ভালো হয়।
Sir brinjal video dbo
অবশ্যই ভিডিও করে জানাবো।
একটু সময় দিন।
Sir aush mulo r palong er jomite khub shama ghas hoyeche. Torka supar deowa jabe ki.
অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন ।
মূল ফসলের কোন ক্ষতি হবে না ।
তবে স্প্রে দুপুরবেলা করবেন।
স্যার কুল বাগানের একটি ভিডিও বানান।
আচ্ছা চেষ্টা করবো।
একটু সময় দিন।
Sir ami malching a khafi lagiyechi protree nursari kintu problem amar mati atel tiper ar mulching er gorome chara gulo sukiye jachee ami ki karbo
শুধু গোবর সারের উপরে গাছ বসালে ভালো হয়।
এখন আপনি কম দামের ওষুধ সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
স্যার, আমি আপনার চ্যানেলের নিয়মিত দর্শক। আপনার শিক্ষামূলক ভিডিওগুলো আমার খুব ভালো লাগে।
আমি টবে একটি বেদানা গাছের চারা লাগিয়েছিলাম। কিন্তু গাছটি ধীরে ধীরে মারা যাচ্ছে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে টবের মাটি তৈরি করেছিলাম। গাছটি রোপনের সময় গোরার মাটিটা বেশি করে ছাড়িয়ে ফেলেছিলাম। এমতাবস্থায় গাছটি কে বাঁচাতে গেলে কি করনীয় তা বিস্তারিত জানালে খুবই উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।
জেলোরা Xelora প্রতি লিটার জলে তিন মিলি মিশিয়ে ওই জল গাছের গোড়ায় দেবেন তিন দিন ছাড়া দুবার।
ওর কাজ গাছের শিকড় ও গোড়া পচার হাত থেকে গাছকে বাঁচানো।
আমন ধানের রোয়ার ব্যাপারে একটি ভিডিও দিন প্লিজ
আমার চ্যানেলে ভিডিও করা আছে। ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে।
Dada mulching kagale moutha ghass bair hobe neki amar kheter modhe moutha ghas bohut baire hoi
30 মাইক্রন এর কালো প্লাস্টিক পেপার বিছিয়ে দেবেন।
তাহলে মুথা হবে না।
Sir
Ata ki 4fit mulching
R amer charar boyos 30din hoyeche kando poche ja66e amister top deye6i kono kaj ho66e na ki debo ektu bolben bij tala te...😢😢
1 . 2 মিটার চওড়া ও 400 মিটার লম্বা বান্ডিল হয়। এক বান্ডিল দিয়ে 7 কাঠা
জায়গায় চাষ করা যায়।
Amister top প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে NPK O O 50 তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া দুবার।
কাকু আমাদের পশ্চিমবঙ্গে মালচিং পেপার কথায় পাওয়া যায়
Sr kalo lomba begun akto mota kon bijta valo jobe
আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।
স্যার আপনার মত এমন করে কেউ বুঝিয়ে বলে না ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ জানাই ,
সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন ,
আর চলুন সকলে এগিয়ে চলি।
Kaku matir upore 2t pipe er moto dekhlam ota ki pipe Naki bas r keno dewa holo janaben please.
ওটা ড্রিপ ইরিগেশন পাইপ ।
ওর মধ্যে জল এবং সার মেশানো জল গাছের গোড়ায় পাঠানো হয়। এখানে তো জলের খুব সমস্যা ,
জল পাওয়া যায় না। বালি পাথর যুক্ত লালমাটি। এখানে এইভাবে কষ্ট করে চাষ করতে হয়।
Sir boost 3 পাচ্ছি না, তার পরিবর্তে কি দেবো। শশা গাছে ফুল অনেক কিন্তু ফল নেই
কম দামের ওষুধ মিরাকুলান প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে একবার স্প্রে করবেন।
Sir humic acid ki spray Paya jai
হ্যাঁ অবশ্যই স্প্রে করা যাবে।
sir khub sundar hoye6e kintu amar 1 ta prosno holo je gach boro hole hele jabe na? tokhon mathi deuya jabe na to ki hobe..
পাশ থেকে মাটি নিয়ে তখন গাছের গোড়ায় দেওয়া যাবে।
Dada, kartik agrohayon mase pepe chara ropon korle kmn hbe?
Eisomoy ropon korle subidha na osubidha, problem hle ki problem seta janaben? R jodi eisomoy ropon kora na jay setao bolben.
আশ্বিন মাসে ২০ /২৫ তারিখের পরে পেঁপে চারা বসালে ঠান্ডার কারণে গাছ বাড়তে চায় না। জড়ো হয়ে চুপচাপ বসে থাকে। সার দিলেও আপনি বাড়াতে পারবেন না। এইজন্য তার আগে বসিয়ে দিন।শীতের আগে গাছটাকে বড়ো করে নিতে হবে। সেজন্য ভাদ্র মাসে বসাতে পারলে খুব ভালো হয়।
Pukurer paker bepar ta tober gacher uddesh shoi chilo sir ...amara ki dite par Bo ..? Plz 🙏 bolben 🙏🙏
পুকুরের পাঁক মাটি টবের বাইরে রৌদ্রে
শুকনো করে টবে আনবেন।
অথবা সরিষার খোল ব্যবহার করবেন।
এই পদ্ধতিতে রবি পিঁয়াজ চাষ সম্বন্ধে পরামর্শ দিলে ভাল হয়।এখানে ড্রিপ সেচ ব্যবস্থা নাই।
ঝারিতে করে মাঝে মাঝে জল সেচ দিতে হবে।
তাহলে সম্ভব। তবে অনেক বেশি জমি চাষ করলে সমস্যা হবে।
ঘাস হবে না । অতিরিক্ত বৃষ্টি হলে পেঁয়াজ পচে যাবে না । অবশ্যই সুবিধা আছে।
তাড়াতাড়ি চাষ করা যাবে।
Sir drip irrigation niye video din
স্যার আজকে শ্রাবন মাসের 10তারিখ এখন কি গাজর,বিট লাগালে কি হবে।
কি ভাবে লাগতে হবে য়দি এটু বলেলে ভালো হতো
যদি এটেল মাটি হয় তাহলে আর ১৫ থেকে ২০ দিন অপেক্ষা করুন ।
যদি পশ্চিম মেদিনীপুর বা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ,পুরুলিয়া হয় তাহলে অবশ্যই এখন বীজ বুনতে পারেন।
Matching paper o pipe koty dokan ache bole valo hoto
পাইপ কেনা হয় জৈন irrigation system থেকে।
আর ঐ পেপার টা নেওয়া হয়েছে
Know you seed কোম্পানি থেকে।
আপনি অন লাইনে কিনতে পারেন।
Sir ami Bangladesh theke bolchi,, j jomite pani jome thake ai jomite pepar dile chasa bad kora jabe janaben plz sir
হ্যাঁ অবশ্যই যাবে।
তবে আপনাকে ভেলি বা আইল গুলো বা মাটির যে লাইনগুলো টানা হয়েছে ওগুলো অনেক উঁচু করতে হবে।
সেখানে যেন জল না জমে যায়। এটা খেয়াল করলেই হবে।
স্যার আমার, 1 বিঘা জমিতে মলচিং পেপার কটা রোল লাগবে একটু বলবেন
ধান গাছে জলে প্রচুর শ্যাওলা ভেসে আছে তার জন্য গোছ ভালো হচ্ছে না কি করতে হবে
জল শুকনো করতে পারলে কোন পয়সা খরচ করতে হয় না এমনিতেই সব মারা যাবে।
আর রাসায়নিক ভাবে করতে গেলে অনেক টাকা খরচ হবে এজন্য আমরা বলি না।
বিঘাপ্রতি Blitox পাউডার ২ কেজি কিনতে হবে আর ইউরিয়া ৫ কেজি ।
পাতলা গামছায় ইউরিয়া ৫০০ গ্রাম আর ২০০ গ্রাম Blitox পাউডার একসঙ্গে মিশিয়ে ওই গামছায় বেঁধে ১০ /১২ টা গুছি ছাড়া ছাড়া জলের উপর দিয়ে টেনে টেনে যেতে হবে।
শসার জমিতে মালচিং দেওয়ার আগে কি কি সার বেসাল-ডোজ দিতে হবে জানাবেন
Kaku seemer ful jhore jawa rodh ki kore korbo
তাপমাত্রাটা কমলে সব ঠিক হয়ে যাবে। একটু অপেক্ষা করুন।
স্যার লাল গোলা বেগুন গাছ খুব সুন্দর হয়েছে, কিন্তু আশানুরূপ ফলন এখন পর্যন্ত হয়নি , বেগুন পচে পড়ে যাচ্ছে যেমন কাঁঠাল ছোট অবস্থায় কালো হয়ে পড়ে যায় , এবং অনেক বড় বেগুন ও পচে পড়ে যাচ্ছে, এখন আমি কি করবো, গাছ কি উপড়ে ফেলে দিয়ে অন্য চাষে চলে যাব?
ওটা কি শীতের বেগুন? যদি শীতের হয় তাহলে অপেক্ষা করতে হবে।
আর পচে যাওয়ার জন্য আমি তো বলেছি
Amister Top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে 5 দিন ছাড়া দুবার স্প্রে করবেন।
Sir Solomon spray kore chilom 3 din chara kintu amar karala gach thik hoche na kukrache
Diamond 30% প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে ল্যান্সার গোল্ড দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
আমি এখানে বেগুনের সাদা মাছি এইভাবে তাড়িয়েছি।
আমি দেখাবো ভিডিওতে।
iffco fertilizer sagarika নিয়ে কিছু বলবেন ?
হ্যাঁ ওইটা নিয়ে একটু ভিডিও করার ইচ্ছা আছে ।একটু সময় দিন।
Kaku ,,bandha kopir pata noukar moto gutia ja6e,kukre ja6e,patar agai sada dag as6e,oi jomitr ,dhan chas hoini..ager year,nimatod e jemon sekore guti ase se rkm as6e,,,ki kore eta theke mukti pabo???
প্রতি গাছের গোড়ায় চার থেকে পাঁচ গ্রাম কার্বোফুরান থ্রিজি অর্থাৎ দানা বিষ গাছের গোড়ায় দিন। আর পাতাতে একবার এমিস্টার টপ প্রতি লিটার জলে এক মিলি সেইসঙ্গে যেকোন পিজিআর ২ মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
Fulkofi te molybdenum ta kokhon dite hoy...?
অনুখাদ্য স্প্রে করলেই ওর মধ্যে
মলিবডেনাম পেয়ে যাবেন।
ওটা গাছ বসানোর একমাস পর থেকে সাত দিন ছাড়া তিনবার স্প্রে করবেন।
@@farmingadviseranathhalder7579 but sir ami j micronutrients ta use kori tai modhe Boron,copper,iron ai 3 tai likha acha.🙄
Osadharon
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
Sir প্রনাম নেবেন। Polly mulching পদ্ধতিDrip irrigation system
যদি আপনার পাইপের ব্যবস্থা না থাকে তাহলে শুধু ওই প্লাস্টিক কাগজ ব্যবহার করেই চাষ করা যায়, পাইপ না হলেও চলবে।
Sir, mulching পদ্ধতি তে পাইপ ছাড়া কিভাবে NPK ব্যবহার করব।
Dada apni agam temoto bolecelen to Ami vachi malching kor bo 5katha jomete konta valo hobe ar koto tuku lagbe
এখন বর্ষার সময় মালচিং
করে চাষ করতে পারেন। খুব ভালো হবে।
Sir borsai akon ki Sosa bij lagabo?
রাজমাতা অথবা সেভেন স্টার, জাত চাষ করতে পারেন।
2/3 দিনের মধ্যে বীজ বুনবেন তবে পূজার বাজার ধরতে পারবেন।
Dada, aponar samasto video ami dekechhi bohubar, 24 th prosno uttor porber por ar prosno uttor porbo video hoyini. Amar prosno holo August e karola seeds lagale bhalo phalon hobe ki?
ভালো কোম্পানির হাইব্রিড করোলা বীজ বুনবেন অবশ্যই ভালো ফলন হবে ।
PAN কোম্পানির 1350 করতে পারেন বা
US 6214 এটাও চাষ করতে পারেন,
অথবা আপনার ওখানে যে হাইব্রিড বীজ পাওয়া যায় সেই নিয়েও চাষ করতে পারেন, ভালো ফলন হবে।
Good job sir
প্রথম দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাই। আসুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
বষ কালে মাচি্ রং কী একে মুরে দিতে হবে না পাচ অনতর একটু করে ধারে মাটি দিয়ে দিতে হবে
মুড়ে দিলে খুব ভালো হয়।
Great
ধন্যবাদ জানাই।
Sirআগাম টম্যাটো চাষের জন্য এখন বীজ ফেলব আমার কি দেরি হয়ে গেল,।
আমার আম গাছে আম পাকলে আমের ভিতরে পোকা হচ্ছে একটাও আম খাওয়া যায় না
আমি এখন টমেটো চারা বসাচ্ছি ৫০০০ আমি ভিডিও তে দেখাবো ।
আপনি এখন বীজ বুনতে পারেন অসুবিধে নেই। তবে দু তিনটে কোম্পানির বীজ নিয়ে চাষ করবেন ।
আর আমের ভিতর পোকার জন্য আমার ভিডিওতে বলা আছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ।আম ছোট অবস্থায় হলে সেই সময় গাছে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে ।
আর আমের সাইজ একটু বড় হলে সাত দিন ছাড়া ছাড়া কিং ডক্সা প্রতি লিটার জলে এক মিলি বিশিয়ে স্প্রে করে যাবেন।
Kub valo sir
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন।
Mulching paper Kinbo.. kintu kotha thaka Kinbo jdi aktu suggest Koren..
Sir parer stage ta dekhaben
আপডেট ভিডিও দিয়েন। অনেক দিন ভিডিও পাই না
আপাতত এই ভিডিওটা দেখুন এইভাবে আগাম চাষ করুন এরপর আমি টমেটো দেখাবো।
পিঁয়াজ চাষের মাল্চিং পলিথিনে ড্রিপ পদ্ধতি ছাড়া পিঁয়াজ চাষ করতে চাই এই রবি সিজিনে। বিস্তারিত জানালে উপকৃত হব।
ওখানে আগাছা জন্মাবে না।
স্যারের কাজ ভালো পাবেন।
*ধন্যবাদ চীনকে.*
*চীন এই পদ্ধতি উদ্ভাবন করেছে*
ভালো লাগলো।
স্যার সন্তোষী ধানের পাতা চুঁয়ে যাচ্ছে কিছু বললে ভালো হয়
অবতার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
দাদা আদাব
আমি বাংলাদেশ থেকে দেখছি উওরবঙ্গে রাজশাহী বিভাগ
মালচিং পেয়ার দিলে ভাল হবে নাকি এমনি মাচা করে দিলে ভাল হবে। টমেটো চাষ করতে কেমন হবে।
সাধারণত বর্ষা কালে এই পেপার ব্যবহার করলে ভালো হয়।
এবারতো শীত আসছে
এজন্য আর ব্যবহার না করাই ভালো।
তবু ও যদি ব্যবহার করতে চান ,
করতে পারেন।ঘাসের সমস্যা হবে না।
পরবর্তীতে আপডেট দেবেন স্যার. ভালো থাকবেন স্যার.
Ekta jomite 5 yers borosai korola chash hoyachilo pore till bona chilo,ei bochor Kofi bosano acha...ami Jodi oi jomita April or may masa Blu star,very 212 begun bosai tahole hoba too?!
ঐ রকম কাগজ বিছানো থাকলে হবে না।
জমির মাটিতে চাষ দিতে হবে অর্থাৎ লাঙ্গল দিয়ে বা পাওয়ার টিলার দিয়ে কর্ষন করতে হবে।
তারপরে আবার ফের ওই প্লাস্টিকটা লাগাতে পারেন কিন্তু গরমে প্লাস্টিকটা ভালো হবে না।
@@farmingadviseranathhalder7579 ok
Sir ,allwin gold super er sathe fipronil40%+imid.40% দেওয়া যাবে শশা গাছে?
হ্যাঁ ,
একসঙ্গে ব্যবহার করতে পারেন।
💯💯💯💯💯💯%❤️❤️❤️❤️❤️❤️❤️দাদু