জন্মাষ্টমীর দিন , শ্রী শ্রী সারদা মায়ের প্রিয় ফলের গাছ , রোপন করার পদ্ধতি দেখালেন , এত পুঙ্খানুপুঙ্খ ভাবে যে , কোনো অন্ধ মানুষও , সফল ভাবে , পেঁপের চারা লাগাতে পারবে। ধন্যবাদ জানাই আপনাকে।।
ওই গাছটা লাগানোর পরে কদিন নিম্নচাপ এর বৃষ্টি হলো এখন এত সুন্দর আছে এইটাই মানুষকে দেখাতে চাচ্ছিলাম । সাধারণত পেঁপে গাছ রোপণের পর মানুষ বাঁচাতে পারে না জল বসা হয়ে মরবেই । আমার গাছটা এখন ঝকঝক করছে সত্যি বলছি ।ধন্যবাদ জানাই ভাল থাকবেন। আর একটা ভিডিও দেখারঅনুরোধ করবো আগামীকাল ভিডিওটা ঠিকঠাক করছি পোস্টিং করব 15 ই আগস্ট ধানের ভিডিও । আশা করি ভালো লাগবে।
আমি বাংলাদেশ থেকে বলছি দাদা।আমি আপনার প্রতিটা ভিড়িও দেখি।আপনার জন্য দোয়া করি।আমি পেপে বাগান করতে চাই।দয়াকরে আপনি পেপে গাছ নিয়ে সম্পুর্ণ একটা ভিড়িও করেন।
Congratulations for your new post. Now my queries are (1) what is deference between the cow dunk and baffelow dunk a fertilizer.,(2)what is Hydroponic cultivation ?
খুব ভালো প্রশ্ন করেছেন দিদিমনি। আমরা শালবনিতে কাজ করছিলাম ওখানে এক গাড়ি গোবর সার 600 টাকা আবার ওই একই গাড়ি মহিষের পায়খানা হাজার টাকা। আমরা তিন গাড়ি মহিষের এবং তিন গাড়ি গরুর গোবর নিয়েছিলাম ।যে জায়গাতে জিন্দাল ফ্যাক্টরি। ঐটা নিয়ে ছিলাম দেখলাম খুব খারাপ মাটিতে ব্যবহার করে যে মহিষের পায়খানাটা বেশি শক্তিশালী এবং খুব কার্যকরী। গরুর পায়খানা তো কাজ আছে কিন্তু মহিষের টা বেশি কাজ পাওয়া যাবে একদম নিশ্চিত হন এ ব্যাপারে। আর হাইড্রোপনিক হল এমন একটা চাষ যাদের মাটি নাই তারা শেডের নিচে বা ছাদে এর জন্য পাইপ পাওয়া যায় পাইপের মধ্যে ফুটো থাকবে ফুটোতে গাছ বসাতে হবে সব সময় গাছের তরল সার খাইয়ে যেতে হবে জল থাকবে জলের মধ্যে লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিয়ে গাছকে বড় করতে হবে। এটা আমি দেখেছি অনেক বাগানে কিন্তু নিজে করিনি। ভালো থাকুন আর একটা অনুরোধ করবো আজকের ধানের ভিডিওটা আপনাকে দেখতেই হবে।
আসসালামু আলাইকুম স্যার আমি বাংলাদেশ থেকে বলতেছি আমি পেপে গাছ লাগাইছি মাএ দশ দিন হল। কিন্তু কিন্তু জৈব সার মাটির সাথে ভালোভাবে মিশ্রণ করতে পারি নাই।তবে গাছে হালকা পাতা দেখা যাচ্ছে। এখন স্যার আমার কি করনিয়।
আপনার সব ভিডিও একাধিক বার দেখি। বারবার দেখতে দেখতে আপনাকে খুব আপন মনে হয়। দাদু ভাল আছি। আপনার জন্য দোয়া করি নামাজে এবং মনে মনে। একজন জীবন্ত চলন্ত রত্ন - জ্ঞানকোষ। ❤
আমার বড় বড় পেঁপে গাছ বৃষ্টিতে মরে গেছে।এবারে আপনার দেখানো পদ্ধতি মতো বসাবো নতুন পেঁপে গাছ।ধন্যবাদ আপনাকে এত ভালো একটা ভিডিও share করার জন্য।নমস্কার নেবেন।
আপনার যতগুলো ভিডিও পেয়েছি সবগুলো প্রথম থেকে শেষপযন্ত দেখেছি। পেঁপে চাষের রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে a to z ভিডিও দিন। আপনার দীর্ঘায়ূ কামনা করছি বাংলাদেশ থেকে।
বাংলায় ফাল্গুন মাসে পেঁপে চারা রোপণ করতে পারলে খুব ভালো হয়। তাহলে ভাইরাস হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং আপনি বাংলায় ভাদ্র আশ্বিন মাস থেকে ফল বিক্রি করতে পারবেন।
Subha Janmashtami Kaku....apni amader sobar jonne onek kichu dicchen🙏...rooj kichu sikchi..nijeder gacheo proyog korchi...apni sustha thakun....wait kori apnar video er jonne
@@farmingadviseranathhalder7579 ok sir .ectu Fertilizer Pesticides Fungicide ki ki use Korbo ..Nativo, Azotrix ,Sagarika ei sober valo effect kichu ache naki setao kindly bolben....
সবেমাত্র পেঁপে চারা বসানো সংক্রান্ত আপনার ভিডিওটি দেখলাম l যাক আর আমরা পেঁপে চারা মরতে দেবনা - বিশেষত: রেড লেডির মত দামি চারা গাছ l এবার অপেক্ষায় রইলাম পেঁপে গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিওর জন্য l পরিশেষে আপনার সুস্থতা কামনা করি l
এইযে এখন নিম্নচাপ চলছে আমার গাছ কিন্তু একদম ঝকঝক করছে কাছে বাড়ি হলে ডেকে দেখাতাম যে দেখুন বেঁচে আছে। আপনারা ও পারবেন যাক ভালো লাগলো তবে পরিচর্যা বিষয়ে ভিডিও করব।
আমি জৈব পদ্ধতি তে করছি শুধু আপনার উপর ভরসা করে ।আমার বাচ্চা 2 ছোট সময় পাই না বেশি ।আমাকে লঙ্কা গাছের ঔষধ বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।ভালো থাকুন সুস্থ থাকুন ।
এখন যদি আপনি লোকাল ধনের বীজ কেনেন তাহলে কিন্তু গাছ বার হবে না। একটু ঠাণ্ডা আবহাওয়া দরকার । আপনাকে নেদারল্যান্ডের বীজ যেগুলো আসছে ঐ কিনতে হবে তাহলে হবে।
Gur (Jaggery) r jadu (magic) kobe dekha ben ? Apner kache akta earnest request : " Full simple video on rooftop gardening with associate problems & solutions" please.
Jethu.........rastar dhar e ....kota pepe gach acche ......bari ene bosate chi ........ogulo j bhalo jat er ba lady gach ....seta bujbo ki kore .....ogulo chotoi acche
জন্মাষ্টমীর দিন , শ্রী শ্রী সারদা মায়ের প্রিয় ফলের গাছ , রোপন করার পদ্ধতি দেখালেন , এত পুঙ্খানুপুঙ্খ ভাবে যে , কোনো অন্ধ মানুষও , সফল ভাবে , পেঁপের চারা লাগাতে পারবে।
ধন্যবাদ জানাই আপনাকে।।
ওই গাছটা লাগানোর পরে কদিন নিম্নচাপ এর বৃষ্টি হলো এখন এত সুন্দর আছে এইটাই মানুষকে দেখাতে চাচ্ছিলাম । সাধারণত পেঁপে গাছ রোপণের পর মানুষ বাঁচাতে পারে না জল বসা হয়ে মরবেই । আমার গাছটা এখন ঝকঝক করছে সত্যি বলছি ।ধন্যবাদ জানাই ভাল থাকবেন। আর একটা ভিডিও দেখারঅনুরোধ করবো আগামীকাল ভিডিওটা ঠিকঠাক করছি পোস্টিং করব 15 ই আগস্ট ধানের ভিডিও । আশা করি ভালো লাগবে।
আমি বাংলাদেশ থেকে বলছি দাদা।আমি আপনার প্রতিটা ভিড়িও দেখি।আপনার জন্য দোয়া করি।আমি পেপে বাগান করতে চাই।দয়াকরে আপনি পেপে গাছ নিয়ে সম্পুর্ণ একটা ভিড়িও করেন।
@@farmingadviseranathhalder7579 uu
Excellent excellent excellent
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
বাংলাদেশে থেকে আপনার ভক্ত। সব ভিডিও গুলো দেখলাম, একেবারে মন থেকে সব উদার করে দিয়ে যাচ্ছেন। আপনার আয়ু দীর্ঘজীবী কামনা করি।
ua-cam.com/video/J6qFwvfeAYE/v-deo.html
আপনারা সপরিবারে ভালো থাকুন আল্লাহর কাছে কামনা করি।
sar আপনার ভিডিও ভালো লাগে
Apni j vavaby bosalen atay to gas moray jaby
Me 2
আপনি সত্যিই খুব ভালো অ্যাডভাইজার। আপনার কথাগুলো শুনতে খুব ভাল লাগে আর একদম মনে হয় পরিচিত কেউ এগুলো বোঝাচ্ছে। ভালো থাকবেন।
ভিডিওটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভাল থাকুন , সুস্থ থাকুন এই কামনা করবো আর চলুন সকলে সবুজের অভিযানে এগিয়ে চলি।
স্যার পেঁপে গাছের পরিচর্যা নিয়ে একটা ভিডিও করেন।
নমস্কার দাদা ।এবার সঠিক পদ্ধতিতে গোবর সংরক্ষণ করার ভিডিও চাই ।
Thank you sir.May the blessings of the Almighty bestow on you.
খুব ভালো লাগলো । স্যার, গোবর সার না পাতা পচা সার কোনটা বেশি ভালো?
যদি ভালো পাতা পচা সার পাওয়া যায় তাহলে ঐটা ভালো হবে।
বাজারের সার ভালো হচ্ছে না।
নিজে বাড়িতে তৈরি করে নিন।
@@farmingadviseranathhalder7579 আপনাকে ধন্যবাদ।
আপনার কথা গুলো শুনতে খুব ভালো লাগে।
কাকু বাংলাদেশ থেকে ভালোবাসা এবং দোয়া রইলো।
তুমি ও সপরিবারে ভালো থেকো
আর চলো সকলে এগিয়ে চলি।
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Congratulations for your new post. Now my queries are (1) what is deference between the cow dunk and baffelow dunk a fertilizer.,(2)what is Hydroponic cultivation ?
খুব ভালো প্রশ্ন করেছেন দিদিমনি। আমরা শালবনিতে কাজ করছিলাম ওখানে এক গাড়ি গোবর সার 600 টাকা আবার ওই একই গাড়ি মহিষের পায়খানা হাজার টাকা। আমরা তিন গাড়ি মহিষের এবং তিন গাড়ি গরুর গোবর নিয়েছিলাম ।যে জায়গাতে জিন্দাল ফ্যাক্টরি। ঐটা নিয়ে ছিলাম দেখলাম খুব খারাপ মাটিতে ব্যবহার করে যে মহিষের পায়খানাটা বেশি শক্তিশালী এবং খুব কার্যকরী। গরুর পায়খানা তো কাজ আছে কিন্তু মহিষের টা বেশি কাজ পাওয়া যাবে একদম নিশ্চিত হন এ ব্যাপারে। আর হাইড্রোপনিক হল এমন একটা চাষ যাদের মাটি নাই তারা শেডের নিচে বা ছাদে এর জন্য পাইপ পাওয়া যায় পাইপের মধ্যে ফুটো থাকবে ফুটোতে গাছ বসাতে হবে সব সময় গাছের তরল সার খাইয়ে যেতে হবে জল থাকবে জলের মধ্যে লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিয়ে গাছকে বড় করতে হবে। এটা আমি দেখেছি অনেক বাগানে কিন্তু নিজে করিনি। ভালো থাকুন আর একটা অনুরোধ করবো আজকের ধানের ভিডিওটা আপনাকে দেখতেই হবে।
পেঁপে গাছ বসানো ভিডিও টা দেখে শিখে নিলাম, গুড শেয়ারিং।
ধন্যবাদ জানাই।
এগিয়ে চলুন,
পাশে আছি।
কাকু 10 কাঠা জমিতে পেঁপে চাষ করতে চাই ।।ভালো প্রজাতীর একটি বীজের নাম বলুন ।আর কত গ্রাম বীজ লাগবে বলুন
বাংলাদেশ থেকে শুভকামনা রইল
সোনার বাংলার মানুষ কে অসংখ্য ধন্যবাদ জানাই।
স্যার,
আমারা বাড়িতে কিভাবে গোবর সার তৈরি করবো...
এই নিয়ে একটা ভিডিও বানালে
আমি খুব উপকৃত হব..
শীঘ্রই জানাবো আমি তো বলেছি গুগোল জমা করে রাখুন অবশ্যই আমি জানাবো
আপনার কাছে অনেক কিছু জানতে পারছি খুব সহজ ভাবে.
সপরিবারে ভালো থাকুন দিদিমণি এই কামনা করব।
Sir বানিজ্যিক পেপে চাষের A-Z সব বলুন।
সঠিক বীজ, লাগানোর সঠিক সময় এবং সার ওষুধ
খুবই উপকারী পোস্ট।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম স্যার আমি বাংলাদেশ থেকে বলতেছি আমি পেপে গাছ লাগাইছি মাএ দশ দিন হল। কিন্তু কিন্তু জৈব সার মাটির সাথে ভালোভাবে মিশ্রণ করতে পারি নাই।তবে গাছে হালকা পাতা দেখা যাচ্ছে। এখন স্যার আমার কি করনিয়।
নমষ্কার দাদা। ভগবানের কৃপায় আপনার গাছগুলোর কোনও ক্ষতি হবে না।
আবার অসাধারণ ভিডিও। এবার মনে হয় আমার একটা গাছ ও মরবে না। দীর্ঘ জীবনের কামনা করি।
ধন্যবাদ ভালো থাকবেন
Dada ami.chara korte parsina more jasshe
আর দু মাস পরে বীজ বুনবেন।
Khub valo bolen khubi sohoj podhyotite
অসংখ্য ধন্যবাদ দাদু আপনাকে।
আপনার গাইডেন্স সত্যিই অসাধারণ।
ভালো থাকবেন সুস্থ্য থাকবেন
তুমিও ভালো থেকো দাদুভাই। ধন্যবাদ জানাই
Vai apnar kotha gulo onek valo lage....from malaysia.....
সুদূরের অতিথিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ।
সপরিবারে ভালো থাকুন,
আর চলুন বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলি।
আপনি বাচুন শত শত বছর।
দোয়া করি।
বাংলাদেশ থেকে নাজিয়া।
কেমন আছো মা ? পরিবারের সকলকে আল্লাহ ভাল রাখুক এই কামনা করি। আর ছোট্ট অনুরোধ রইল আজকের ধানের ভিডিওটা একটু দেখো ।হয়তো ধানচাষী নও তবুও দেখো।
আপনার সব ভিডিও একাধিক বার দেখি।
বারবার দেখতে দেখতে আপনাকে খুব আপন মনে হয়। দাদু ভাল আছি।
আপনার জন্য দোয়া করি নামাজে এবং মনে মনে।
একজন জীবন্ত চলন্ত রত্ন - জ্ঞানকোষ। ❤
দাদা নমস্কার আমি আপনার Video গুলো দেখছি খুব ভালো লেগেছে
আমার বড় বড় পেঁপে গাছ বৃষ্টিতে মরে গেছে।এবারে আপনার দেখানো পদ্ধতি মতো বসাবো নতুন পেঁপে গাছ।ধন্যবাদ আপনাকে এত ভালো একটা ভিডিও share করার জন্য।নমস্কার নেবেন।
ওইভাবে বসান ঠিক গাছ হবে ধন্যবাদ জানাই।
স্যার অনেক অনেক ধ্যনবাদ। আমার অনেক উপকার হলো।আমার অন্তরের অন্তস্তল থেকে শুভকামনা রইল। স্যার ভাল থাকেন।
আপনি তো খুব ভালো কথা বলতে পারেন। ধন্যবাদ জানাই সকলে ভাল থাকুন এই কামনা করব।
ভালো গাইড
অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি 🙏
খুব ভালো একটা শিক্ষা পেলাম
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বিশদ ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ 👌 দাদা।
👍💐👌💖👌💐👍
ভালো থাকবেন স্মৃতি বাবু ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ ,অনেক উপকারী পরামর্শ
ওইভাবে বসান একটাও চারা মারা যাবে না ।খুব ভালো লাগবে তখন। সপরিবারে ভালো থাকুন। ধন্যবাদ জানাই।
আপনার কথা আমার অনেক ভালো লাগে
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
Very nicely described not only this video but the other videos also. I am your great fan, thank you sir
স্যার অপেক্ষায় ছিলাম, ধন্যবাদ আপনাকে পেপে চাষের ভিডিও টা দেওয়ার জন্য।
এবার পরিচর্যা নিয়ে বলব ধন্যবাদ জানাই ভালো থেকো।
Sir upnar vidio deke khub i krishi bisoye interested hoyechi
দাদা আমার খুব ভালো লাগছে ,আমার গাছ লাগানো ভাল লাগে।
ওইভাবে গাছ লাগান একটিও চারা আপনার নষ্ট হবেনা করে দেখুন ভালো লাগবে।
খুবই ভালো লেগেছে...
অনেক কিছু জানলাম এবং শিখলাম ।
THANK YOU VERY MUCH..
ধন্যবাদ ভালো থাকবেন
ভারত থেকে দেখছি। আমি টবের তথা শখের চাষী। খুব ভালো লাগে আপনাকে
অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব। চলুন সকলে এগিয়ে চলি।
স্যার আপনার ভিডিও টা আমার ভালো লেগেছে 🙏🙏
ধন্যবাদ জানাই সকলে ভালো থেকো।
খুব খুব খুব উপকারী কথা বললেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।
ধন্যবাদ জানাই ভাল থাকবেন।
আমি একটি গাছ বসিএছি আপনার কথা মতো। 👌👌👌🙏🙏🙏দাদা ভালো থাকবেন সব সময়
আপনার যতগুলো ভিডিও পেয়েছি সবগুলো প্রথম থেকে শেষপযন্ত দেখেছি। পেঁপে চাষের রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে a to z ভিডিও দিন। আপনার দীর্ঘায়ূ কামনা করছি বাংলাদেশ থেকে।
আমি পেঁপে গাছের রোগ পোকা নিয়ে সুন্দর ভিডিও করেছি দেখবেন খুব ভালো লাগবে যদি ও জৈব পদ্ধতিতে করেছি । ধন্যবাদ জানাই ,ভাল থাকুন।
আমি বাংলাদেশ থেকে বলছি
Sir. Darun sundar kora bolachan.
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
কথা গুলো শুনতে ভালো লাগে 🙏
ব্যাবসাভিত্তিক পেঁপে চাষ নিয়ে বিস্তারিত ভিডিও দিন.
Misti paan chaas er ekti full vidio banan
Osadharon ,sotti e keu evabe bole na,thanks a lot
অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে
ধন্যবাদ জানাই। চলুন সকলে এগিয়ে চলি।
আমি বরাবরই অনুভব করেছি যে শিক্ষার্থীর জন্য সত্য পাঠ্যপুস্তকই তাঁর শিক্ষক ।
-মহাত্মা গান্ধী
সঠিক কথা বলার জন্য ধন্যবাদ জানাই।
Sir apnar protekta video dakhe amar darun lage kichu sohoj upai shikhte pari
Prithibir sob theke sundor jayga barir chasher bagaan
Apnar video r opekhay thaki....aro besi kre video pete chai....
চেষ্টা করব আপনাদের আশা পূরণ করতে ধন্যবাদ জানাই ভাল থাকবেন।
Sir ami commercial vabe pepe chas korte chai kon somoy pepe gach ropon er ekdom sothik somoy?
Ogrim dhannobad apnake apnar vedio dakhe sotti onek kichu sikhechi 🙏
বাংলায় ফাল্গুন মাসে পেঁপে চারা রোপণ করতে পারলে খুব ভালো হয়। তাহলে ভাইরাস হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং আপনি বাংলায় ভাদ্র আশ্বিন মাস থেকে ফল বিক্রি করতে পারবেন।
আপনার বোঝানো খুব ভালো লাগে
ধন্যবাদ
Thanks ....khub valo laglo ...r o emon dekhte chai
Very nice video,l am fast
ধন্যবাদ জানাই ভাল থাকবেন।
Nomasker jatumoni .apnar video dakhi Ami khub valo laga.apnar Bari kothai jatumoni.
সপরিবারে ভালো থেকো মা ।আর চলো সকলে এগিয়ে চলি। আমার বাড়ি দক্ষিন 24 পরগনার ফলতা ব্লকে।
খুব বেশি ভালো লেগেছে, 🥰🥰🥰🥰🥰💯
ধন্যবাদ জানাই ভাল থাকবেন।
Fine. Video
ধন্যবাদ দাদা। নমস্কার নেবেন । এত সহজ সরল পদ্ধতিটি জানতাম না ।
ধন্যবাদ জানাই । সপরিবারে ভালো থাকুন কামনা করি।
মাস্টার জি..... ভালো লাগলো...
ভালো থাকো তোমরা ও সেইসঙ্গে ধন্যবাদ জানাই।
Sir Holud o Lou Chas Er ekta vidio din... Khub i upokrito hoi... Lou 6/8/2020te lagiyechi
লাউ চাষে ভিডিও আমি আগামী সপ্তাহে ছাড়ছি
@@farmingadviseranathhalder7579 Thanks...
বাংলাদেশ থেকে দেখছি দাদা
আল্লাহ আপনার মঙ্গল করুন সেই সঙ্গে বলবো চলুন সকলে এগিয়ে চলি।
Apni khub valo bolen
সেরা
Subha Janmashtami Kaku....apni amader sobar jonne onek kichu dicchen🙏...rooj kichu sikchi..nijeder gacheo proyog korchi...apni sustha thakun....wait kori apnar video er jonne
আজকের ধান গাছের ভিডিওটা অবশ্যই দেখবে আর সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করব
দোপাটি গাছের, জবাগাছের পরিচর্যার ভিডিও আনলে ভাল হয়।
Sir,
Paddy recent care niye video korle valo hoto.....
অবশ্যই নতুন ধান গাছ দেখাবো এবং পরিচর্যা নিয়ে বলবো। তোমাদের অবশ্যই ভালো লাগবে একটু সময় দাও আমাকে ।
@@farmingadviseranathhalder7579 ok sir .ectu Fertilizer Pesticides Fungicide ki ki use Korbo ..Nativo, Azotrix ,Sagarika ei sober valo effect kichu ache naki setao kindly bolben....
Very nice
টিক টিক বলেছেন ভাই
ছায়াযুক্ত স্থানে রোপন করলে ভালো হবে?
খুব ভালো লাগলো ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ জানাই ভাল থাকুন।
Dada baromasi lebu gach aalada paoya jay ki. Kindly janaben
Dada baromasi lebur aalada gach paoa jay kina jante chachhilam. Kindly janaben. Namasker.
অবশ্যই আলাদা পাওয়া যায় লেবু চারা।চলুন নার্সারি ঘুরে আসি এই যে ভিডিওটা আমি ছেড়েছি আমার চ্যানেলে ওটা দেখে নেবেন ওখানে দাম এবং সব কিছু বলা আছে।
Sir please pepe chas er full ekta videoo banan.... ... 🙏🙏🙏🙏🙏🙏
হ্যাঁ আমি চেষ্টা করছি ভিডিও আনতে।
@@farmingadviseranathhalder7579 thank you sir for really me.... 🙏
স্যার শীতের কিছু ফুল গাছ এর ভিডিও আশা করছি আপনার থেকে।। ভালো থাকবেন । আমার প্রণাম নেবেন , অনেক কিছু শিখছি আপনার থেকে।🙏🙏🙏
ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে আমি ভিডিওর চেষ্টা করব
ধন্যবাদ দাদা আপনাকে।
সবেমাত্র পেঁপে চারা বসানো সংক্রান্ত আপনার ভিডিওটি দেখলাম l যাক আর আমরা পেঁপে চারা মরতে দেবনা - বিশেষত: রেড লেডির মত দামি চারা গাছ l
এবার অপেক্ষায় রইলাম পেঁপে গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিওর জন্য l পরিশেষে আপনার সুস্থতা কামনা করি l
এইযে এখন নিম্নচাপ চলছে আমার গাছ কিন্তু একদম ঝকঝক করছে কাছে বাড়ি হলে ডেকে দেখাতাম যে দেখুন বেঁচে আছে। আপনারা ও পারবেন যাক ভালো লাগলো তবে পরিচর্যা বিষয়ে ভিডিও করব।
সুন্দর দাদু
Khub valo laglo
চাষের পেঁপে গাছের রোগবালাই নিয়ে ভিডিও বানান স্যার
Hmm sir vidio anun Khub vlo hoi
Khub sundur
ভালে লাগল জেদ্দা তেকে আমিন
সুদূরের অতিথিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
@@farmingadviseranathhalder7579 ধন্য বাদ দাদা
স্যার আম গাছ নিয়ে ভিডিও বানান।
আমিতো আপনার ২ টা ভিডিও দেখেই দারুন ভক্ত হয়ে গেছি। ধন্যবাদ দাদা। ড্রাগন ফল, মাল্টা সম্মন্ধে যদি কোন টিপস থাকে জানাবেন। দাওয়াত রইলো আমাদের দেশে। ডঃ আবু বকর সিদ্দিক, কিষাণ সমন্বিত কৃষি উদ্যোগ, ময়মনসিংহ
আমি জৈব পদ্ধতি তে করছি শুধু আপনার উপর ভরসা করে ।আমার বাচ্চা 2 ছোট সময় পাই না বেশি ।আমাকে লঙ্কা গাছের ঔষধ বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।ভালো থাকুন সুস্থ থাকুন ।
বাচ্চাদেরকে আগে দেখুন দিদিমণি তারপর গাছপালা দেখবেন ।ধন্যবাদ জানাই ভালো থাকুন।
Thanks for your demonstration
Excellent sir 🙏
প্রকৃত চাষী
Darun kaku.
ধন্যবাদ জানাই ভালো থেকো।
House see papay tree love good
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
ধন্যবাদ আপনাকে সুন্দর থাকুন
Dada labu gacher potting video dan please 🙏🏻🙏🏻🙏🏻
আচ্ছা ভিডিও করতে চেষ্টা করবো।
অতীব সুন্দর
Sir এই সময় ধনিয়া পাতা চাষ করতে হলে কি করতে হবে। একটু বলে আমার খুব ভালো হয়। আর আপনার সব ভিডিও গুলো খুব সুন্দর 🙏🙏🙏
এখন যদি আপনি লোকাল ধনের বীজ কেনেন তাহলে কিন্তু গাছ বার হবে না। একটু ঠাণ্ডা আবহাওয়া দরকার । আপনাকে নেদারল্যান্ডের বীজ যেগুলো আসছে ঐ কিনতে হবে তাহলে হবে।
@@farmingadviseranathhalder7579 এই বীজ টা কোথায় পাবো । আমি লোকাল বীজ কিনেছি কিন্তু ওটা ফুটছে না।
আপনি যে বালি এবং গোবর সার দিলেন তার সঙ্গে কি একটু ফাংগিসাইড মেশানো যাবে?
Gur (Jaggery) r jadu (magic) kobe dekha ben ? Apner kache akta earnest request : " Full simple video on rooftop gardening with associate problems & solutions" please.
Thank you for your advice I will try my best
Jethu.........rastar dhar e ....kota pepe gach acche ......bari ene bosate chi ........ogulo j bhalo jat er ba lady gach ....seta bujbo ki kore .....ogulo chotoi acche
পেঁপে চাষ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই।