এক যে ছিল মেয়ে কালো কৃষ্ণকলির চেয়ে ছেড়ে তার গ্রাম পেতে সুবিচার সে ফিরলো জঙ্গলে ও এক সে দস্যির দল বাঁচাতে জল জমিন জঙ্গল সবহারা কত মানুষ মিলে একজয় করলো সে পণ ওরা পারবেনা কেড়ে নিতে আমাদের ঘর আমাদের এ জমিন, আমাদের জঙ্গল ওরা পারবেনা যতদিন ওঠে সুরয বুক দিয়ে আগলাবো এ সম্বল রাজার সেপাই সাজিয়ে কামান কার্বাইন যা আছে আছে এ জমির নিচে তার সবটুকু তাদের চাই পুড়লো যে কত গ্রাম হারালো কত প্রাণ হার মানলো না সে দস্যির দল বেড়ে চললো সে লড়াই ওরা পারবেনা কেড়ে নিতে আমাদের ঘর আমাদের এ জমিন, আমাদের জঙ্গল ওরা পারবেনা যতদিন ওঠে সুরোজ বুক দিয়ে আগলাবো এ সম্বল আকাশের যা আছে এ জঙ্গলের পথে কত ছোট হাত ১৬ বছর তুলে নিয়েছে রাইফেল তাদের সরল দু চোখে বিশ্বাস আছে এদিকে মরলে'পরে এ শরীরে বেড়ে উঠবে শালের বন ওরা পারবেনা কেড়ে নিতে আমাদের ঘর আমাদের এ জমিন, আমাদের জঙ্গল ওরা পারবেনা যতদিন ওঠে সুরয বুক দিয়ে আগলাবো এ সম্বল আজও চলছে এ লড়াই মোরা যতই মুখ ফেরাই জেনো আছে কোথাও এ নিশান যাকে রাজাও ডরায় রাজার যুদ্ধের রথ যত ব্যবসায়ী সঙ্গত যত ভোটবাজি লুটের হিসেব যেখানে থমকে দাঁড়ায় ওরা পারবেনা কেড়ে নিতে আমাদের ঘর আমাদের এ জমিন, আমাদের জঙ্গল ওরা পারবেনা যতদিন ওঠে সুরয বুক দিয়ে আগলাবো এ সম্বল
Aha.. :) , shunte shunte keno janina bar bar mone hochhe , sthayi antara sancharir majhe geye uthhi Michael row the boat ashore, hallelujah Michael row the boat ashore, hallelujah Sister help to trim the sail, hallelujah Sister help to trim the sail, hallelujah
আপনার চ্যানেলে এলেই অলস হয়ে যাই। মনে হয় কী হবে এত ছুটে জীবন, জীবিকার জন্য? আদতে যদি ভালোবাসার মানুষ, বিষয় নিয়ে জীবন না-ই কাটালাম বা সময় দিতে পারলাম। অপারগতা ক্রমশ প্রকট হয়, তাতে দুঃখবোধ হয় খানিকটা ঠিকই কিন্তু আবার পরক্ষণেই ভাবি, ভাগ্যিস জীবন জীবিকার পিছনে ছুটছি বলেই হয়তো ঘরে wifi কিম্বা গাড়িতে ড্রাইভে বা উইকেন্ডের রাতে হালকা স্কচ মারতে মারতে yt প্রিমিয়ামে স্ক্রিন অফ করে স্রেফ এইসব গান শুনি আর ল্যাদ খাই। নেশা হয়ে গেলে নিজের নাইলন স্ট্রিং স্ট্রাম করে রিদিম করে কর্ডস খুঁজি। পাই কি পাই না সেটা পরের কথা, কিন্তু এটাও তো কম প্রিভিলেজ না। ভালো থাকবেন।
এক যে ছিল মেয়ে
কালো কৃষ্ণকলির চেয়ে
ছেড়ে তার গ্রাম পেতে সুবিচার
সে ফিরলো জঙ্গলে
ও এক সে দস্যির দল
বাঁচাতে জল জমিন জঙ্গল
সবহারা কত মানুষ মিলে
একজয় করলো সে পণ
ওরা পারবেনা কেড়ে নিতে আমাদের ঘর
আমাদের এ জমিন, আমাদের জঙ্গল
ওরা পারবেনা যতদিন ওঠে সুরয
বুক দিয়ে আগলাবো এ সম্বল
রাজার সেপাই
সাজিয়ে কামান কার্বাইন
যা আছে আছে এ জমির নিচে
তার সবটুকু তাদের চাই
পুড়লো যে কত গ্রাম
হারালো কত প্রাণ
হার মানলো না সে দস্যির দল
বেড়ে চললো সে লড়াই
ওরা পারবেনা কেড়ে নিতে আমাদের ঘর
আমাদের এ জমিন, আমাদের জঙ্গল
ওরা পারবেনা যতদিন ওঠে সুরোজ
বুক দিয়ে আগলাবো এ সম্বল
আকাশের যা আছে
এ জঙ্গলের পথে
কত ছোট হাত ১৬ বছর
তুলে নিয়েছে রাইফেল
তাদের সরল দু চোখে
বিশ্বাস আছে এদিকে
মরলে'পরে এ শরীরে
বেড়ে উঠবে শালের বন
ওরা পারবেনা কেড়ে নিতে আমাদের ঘর
আমাদের এ জমিন, আমাদের জঙ্গল
ওরা পারবেনা যতদিন ওঠে সুরয
বুক দিয়ে আগলাবো এ সম্বল
আজও চলছে এ লড়াই
মোরা যতই মুখ ফেরাই
জেনো আছে কোথাও এ নিশান
যাকে রাজাও ডরায়
রাজার যুদ্ধের রথ
যত ব্যবসায়ী সঙ্গত
যত ভোটবাজি লুটের হিসেব
যেখানে থমকে দাঁড়ায়
ওরা পারবেনা কেড়ে নিতে আমাদের ঘর
আমাদের এ জমিন, আমাদের জঙ্গল
ওরা পারবেনা যতদিন ওঠে সুরয
বুক দিয়ে আগলাবো এ সম্বল
i love you
ধন্যবাদ! তবে কিছু জায়গায় কারেকশান লাগবে মনে হলো আমার। করে দিয়েন কাইন্ডলি
Aha.. :) , shunte shunte keno janina bar bar mone hochhe , sthayi antara sancharir majhe geye uthhi
Michael row the boat ashore, hallelujah
Michael row the boat ashore, hallelujah
Sister help to trim the sail, hallelujah
Sister help to trim the sail, hallelujah
Ora parbe na kere nitey... Just loved it!
এটা একযুগ বছর পর পরবর্তী জেনারেশন শুনবে। তারা তখন বলবে আহা কী মাধুর্য
এটা শুধু গান নয় কয়েক যুগের inspiration ❤
You guys are the best Sunday discovery!! Love the music. Thanks for being so awesome
WOW OSADHARON
Wondering how you guys pull out magic every time? Wonderful
শুভ বিজয়ার একটা সুন্দর উপহার 🙏 খুব ভালো হয়েছে 😊
অসাধারণ ❤! বাস্তব ভিত্তিক লিরিক্স। যা ক্রমাগত এখনো এখনো চলছে!!
Ki osadharon gan !!! Dhonnobad apnaderke
কি অসাধারণ চমৎকার সুন্দর।
শুধু মাত্র চোখ দুটো বন্ধ করে শুনুন।
🧘🧘💜💜💜
Composition, tune & the back set up all together aaushadharon!
আপনাদের মিউজিক ভালো লাগে❤❤❤❤
আপনার চ্যানেলে এলেই অলস হয়ে যাই। মনে হয় কী হবে এত ছুটে জীবন, জীবিকার জন্য? আদতে যদি ভালোবাসার মানুষ, বিষয় নিয়ে জীবন না-ই কাটালাম বা সময় দিতে পারলাম। অপারগতা ক্রমশ প্রকট হয়, তাতে দুঃখবোধ হয় খানিকটা ঠিকই কিন্তু আবার পরক্ষণেই ভাবি, ভাগ্যিস জীবন জীবিকার পিছনে ছুটছি বলেই হয়তো ঘরে wifi কিম্বা গাড়িতে ড্রাইভে বা উইকেন্ডের রাতে হালকা স্কচ মারতে মারতে yt প্রিমিয়ামে স্ক্রিন অফ করে স্রেফ এইসব গান শুনি আর ল্যাদ খাই। নেশা হয়ে গেলে নিজের নাইলন স্ট্রিং স্ট্রাম করে রিদিম করে কর্ডস খুঁজি। পাই কি পাই না সেটা পরের কথা, কিন্তু এটাও তো কম প্রিভিলেজ না। ভালো থাকবেন।
Prelude kichuta Tambourine man er moto laglo...দারুণ আমেজ
Perfect blending of mandolin with unique voice ❤️
Khub bhalo hoeche!! Chaitown e Arjun'dar gaan shune mone hoechilo banglai gaile kemon hoto. Setai hoe gelo. Subho bijoya! 🥹
Pure bliss. Best Trio!
জোর কদম জোর কদম👌👌
Loved it!
উফ্, মেন্ডলিনের সাউন্ডটা! পাগল হয়ে যাবো।
ভাষা হারাচ্ছি ❤
Darun. Love you guys.❤
beautiful. Love you Arjun mama 😘😘
Great performance. Keep it up.
Woww feel like a eat cake💖💖
Great ambience and great song
What a beauty! Much love from Bangladesh
Ki valo !!!!❤️😊
awesome ❤❤
Arjun Da, just wonderful ❤️
Aha, another Arjunda magic! ❤
Great as always
অসাধারণ
খুব সুন্দর গানটা ❤️
শুভ বিজয়া 😀
Apurbo ......bar bar sunchhi......Please ukulele r jonno chords ta deben?
Kya baat!
আহা এটা। ভালোবাসা রইলো।
✊
Michael row the boat ashore kichuta influence aache ... just osadharon 💙🙏
A lovely song. The music is inspired from the union maid by Woody Guthrie. I feel the description box should carry due credits.
The music is based on an old fiddle tune called Red Wing published in 1907.
কি যে শান্তি বোধ হয় এই চ্যানেলে এলে, ঠিক বলে বোঝাতে পারবো না। 😊 কতো না জানা গান গুলোকে বারংবার শুনে কতটা কাছের করেনি।
Carry on...
ei swob gaan gulo spotify te diyo :)
Great..
Badhia
কি সুন্দর!
শুভ বিজয়ার উপহার :)
♥♪♥♪
❤️
jnina ai gaan ta shunle kmn chup hoye jai lycirs
Ki gan, waooo great
❤️❤️
vlo theko dada r gaan dao
can you please upload the lyrics
লিরিক্স দিয়েন কেমন...
😢😭😭
Missing Moumita's voice here 😊
Lyrics ta paoa jabe?
lyrics please
eto bhalo sur katha bohudin shunini
You cant scare me, i am sticking to the union
দারুণ