সম্মানিয় মহাশয়, প্রথমেই, শুভ নববর্ষ ১৪২৮, শুভ পয়লা বৈশাখ, আমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই .... দ্বিতীয়ত, খুব ভালো লাগলো, আমাদেরও এই শেড লাগানোর একটা পরিকল্পনা চলছে আর তার মধ্যেই আপনার এই ভিডিও আমদের অনেকটাই সাহায্য করলো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ...... খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সবাই ....
দু'রকম পাইপি ভালো, কিন্তু টিনশেড দেওয়ার ক্ষেত্রে রাম পাইপের বদলে চারকোনা পাইপগুলো নিলে ওপর থেকে স্ক্রু মারতে সুবিধা হয়। এছাড়াও ওয়েল্ডিং এ অনেকটা সুবিধা পাওয়া যায়।
ভিডিওটা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন, ছাদে শেড শুধুমাত্র ঠান্ডা করার জন্য করে না, এটা আপনার ছাদ রক্ষা করবে, প্রবল রোদের তাপ থেকে আপনার ছাদ কে বাঁচাবে, বর্ষাকালে বৃষ্টির জল থেকে বাঁচাবে, এবং শেড দেওয়া থাকলে আপনার ছাদ ঠান্ডা থাকবে, এর ফলে রুমের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। কিন্তু আপনি এখানে ৪০ ডিগ্রি টেম্পারেচারে ঠান্ডা খুঁজছেন, যেটা একমাত্র এসি দিতে পারবে। কিন্তু এসি কেনার পরও আপনার কারেন্ট খরচা প্রচুর বেড়ে যাবে। তাছাড়া সেড না থাকা সরাসরি যে ছাদে রোদ পড়ে সেখানে এসি চালালে ঘর ঠান্ডা হতে অনেক সময় লাগে, বিদ্যুৎ বিলও বেশি লাগে। আর শীত তো আপনি একবারই খরচা করবেন তারপর সারা জীবন এর থেকে লাভ পাবেন। কিন্তু কখনো এসির মত ঠাণ্ডা হবে না ঘর। তাই আপনাকে বললাম যদি দুটোর মধ্যে একটা কিনতে হয় এসি কিনুন। আমি এই শেড দেওয়ার পরও রুমে এসি লাগিয়েছি পরে, কিন্তু আমি শেড এবং এসি দুটোতেই খুশি, দুটোর গুরুত্ব দু'রকম। বিকেলের দিকে যখন সূর্য মাথার উপর না থেকে পশ্চিম দিকে থাকবে তখন খুব সহজে সেটাই এর ভেতর থেকে ছাদে রোদ পড়বে এবং ছাদ গরম হবে।
@@Ronihowladar ekdike bolchen a.c. kinte abar bolchen apni dutoi korechen kichui mathamundu bujhlam na. Chader alada kore protection lage prothom sunlam. Ar jara chade shed laganna tader mathar upor ki chad bhenge pore Thik ache a.c. er moto thanda na hok bairer temperature er tibrotatao jodi kom korte na pare tahole apni kari kari taka khoroch kore eta banalen keno abar bolchen ac korechen khubi confusion. Laver luv ektai hoi joler tankta ektu hoito thanda thakte pare. Jaderi jiggasa kori chade shed dekhe je thik kotota ghar thanda korte pare bishesh kore eirokom churanto heatwave hoi tara bolte paren na noito tele begune jole othen apnar moto 🤣😃😅. A.c. o shed eksonge korar moto samorthoi ba kojoner ache
যেহেতু ওটা কনট্রাকে করা হয়েছিল ওরা ঢালাই মসলা দেয়নি, কিন্তু আমি পরে রাজমিস্ত্রি ডেকে চারিদিকে খুঁটিতে ঢালাই করিয়ে নিয়েছি। টিনের মিস্ত্রিরা এগুলো করতে পারবে না। ওরা কুটির সঙ্গে দেয়ালে লোহার বিট দিয়েছিল কিন্তু আমার মতে ঢালাই করিয়ে নেওয়া পরে আরো মজবুত হবে।
khub e dorkari content... proshno: ami memari burdwan location e ei tatar kaj korate chai. nije materials kine local mistri diye korano valo naki tata durashine er team k call kore taderke diyei kaj korano valo? dhonnyobaad !
আপনি যখন মাল মেট্রিয়াল কিনে নিজের পছন্দমত করাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনার বেসিক নলেজ টা যখন চলে এসেছে, তখন একটা মিস্ত্রি ডেকে কাজটা করে নেওয়াই ভালো। কোম্পানির লোকেদের ডেকে করালে চার্জ অনেক বেশি নেয়। আপনি প্রাইস চেক করে দেখুন দেখবেন প্রাইসের অনেক ডিফারেন্স।
আগের থেকে গরম কমেছে, কিন্তু খুব গরমে টিনের সেট কাজ করে না, এর থেকে বরং বাজেট থাকলে এসি কিনুন, কিন্তু টিনের সেটের একাধিক উপকারিতা আছে। ছাদের লাইভ বাড়ে, ছাদ ঠান্ডা থাকে, বর্ষাকালে জল পরে ছাদ নষ্ট হয় না, জামা কাপড় শুকানো যায়, আমাদের জলের ট্যাংকিটাও সেডের তলায়।
ভিডিওটি কলকাতার। আমি আপনাকে সাজেস্ট করব আপনার এলাকার লোকাল কোন মিস্ত্রিকে দিয়ে করান। সেট করানোর যা প্রাথমিক নলেজ দরকার তা আপনি ভিডিও থেকে পেয়ে গেছেন।
আমার যেহেতু ছাদের উপরে একটা চিলেকোঠার রুম আছে তাই আমার সেদের হাইট অনেকটাই বেশি হয়েছে, নয়তো মোটামুটি 6 feet enough... পুরোটাই নির্ভর করছে ছাদের কন্ডিশন এর উপর
Ei videota sotti khub karjokori! Onek dhnnyobaad dada! Namaskar! 😊😊🙏🙏
Thank you vai...khub helpful information dile tumi🙂
You are right that there was no video on this topic. You have done a great job by uploading this. Thank you.
খুঁটিগুলো কিসের দিলেন? টাটার?
Dada apnar vedio khub bhalo laglo
Khub bhalo dada apni kaj dekhe korachren tai bhalo kaj hoeche
ভালো গাইডলাইন পেলাম,ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে দাদা
খুব সুন্দর আইডিয়া পেলাম ।
Hi
এটা খুব ভালো information দাদা। খুব উপকার হলো। আমাদের বাড়িতেও করতে হবে।
Dada cap gulo kthy pawa jbe jadi kindly bolen?
খুব ভালো বলেছেন।
Khub valo laglo. Apnader office ta kothay.
Ai tin lagale tar nice chadr upor kichu fol r gach ful r gach ki lagano jabe ba valo hobe bolben plz
Good information
Good information..
Information valo laglo dada...
সম্মানিয় মহাশয়, প্রথমেই, শুভ নববর্ষ ১৪২৮, শুভ পয়লা বৈশাখ, আমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই .... দ্বিতীয়ত, খুব ভালো লাগলো, আমাদেরও এই শেড লাগানোর একটা পরিকল্পনা চলছে আর তার মধ্যেই আপনার এই ভিডিও আমদের অনেকটাই সাহায্য করলো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ...... খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সবাই ....
Achaa.. 150 taka kore jodi per square feet hoy.. then ami jantd chai.. apnar chad ta koto feet by kotp feed jayga te shed ta korechen
Pipe e jol na dhoke jaate tar jonno je cap ta lagalen or naam ta bolben plz
Nice, keep it up.
solid bar r kato inch dewaler bhitore dhokano hoyechhe post ke dar karate ? pls
tata tin e QR code achhe ?
truce piper size o thickness ki ?
Dada room katata thanda thake.fan chalale tap name ki?
ওপরে যেহেতু সেট দেওয়া আছে তাই উপর থেকে কোন তাপ আসে না।
আগের থেকে ঘর অনেকটা ঠান্ডা হয়েছে।
@@Ronihowladar Thank you so much 🙏
Main khuti mane holow bar ta kon size er lagano hoyeche. Jodi bolte paren
Dada Apnara ki Assam e koren?
Dada kather upar ei tin goli kibhabe lagabe
Thanks helpful
brilliant work
Koto ta square feet koreche ektu janaben
Dada cap gulo kothai pawa jabe ek tu bolben
Kather stracture er madhe ei tin goli lagale ki scrow lagate habe
Dada vision valo apnar tathya
Sqaure pipe na round pipe use kora uchit structure r jonne?
Round pipe theke sqaure pipe pe valo hoy
Sqaure pipe
Good info, thanks👍
Nice
Amaar chhad 31 by 28 ft. Side a shed hobe . Tate koto total koto square ft. Dhora hoi ?
Round or Circular Pipe which is better
দু'রকম পাইপি ভালো, কিন্তু টিনশেড দেওয়ার ক্ষেত্রে রাম পাইপের বদলে চারকোনা পাইপগুলো নিলে ওপর থেকে স্ক্রু মারতে সুবিধা হয়। এছাড়াও ওয়েল্ডিং এ অনেকটা সুবিধা পাওয়া যায়।
Thanks
ete ghor ki rokom thanda hoy goromkaale?
ছাদে আগে সরাসরি সূর্যের তাপ পড়ায় খুব গরম লাগতো কিন্তু এখন ছাদটা অনেকটাই ঠান্ডা থাকে।
Accha 40 degree ba tar beshi temperature e ki eta khub karjokori hobe
Ac নিয়ে নিন। Better hobe....
@@Ronihowladar tar mane eguli sabi dhappabazi. Ar ekhon theke bengaleo to heatwave thake tahole esob kore faltu poisa khoroch korar ki mane hoi
ভিডিওটা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন, ছাদে শেড শুধুমাত্র ঠান্ডা করার জন্য করে না, এটা আপনার ছাদ রক্ষা করবে, প্রবল রোদের তাপ থেকে আপনার ছাদ কে বাঁচাবে, বর্ষাকালে বৃষ্টির জল থেকে বাঁচাবে, এবং শেড দেওয়া থাকলে আপনার ছাদ ঠান্ডা থাকবে, এর ফলে রুমের তাপমাত্রা অনেকটাই কমে যাবে।
কিন্তু আপনি এখানে ৪০ ডিগ্রি টেম্পারেচারে ঠান্ডা খুঁজছেন, যেটা একমাত্র এসি দিতে পারবে। কিন্তু এসি কেনার পরও আপনার কারেন্ট খরচা প্রচুর বেড়ে যাবে। তাছাড়া সেড না থাকা সরাসরি যে ছাদে রোদ পড়ে সেখানে এসি চালালে ঘর ঠান্ডা হতে অনেক সময় লাগে, বিদ্যুৎ বিলও বেশি লাগে। আর শীত তো আপনি একবারই খরচা করবেন তারপর সারা জীবন এর থেকে লাভ পাবেন। কিন্তু কখনো এসির মত ঠাণ্ডা হবে না ঘর। তাই আপনাকে বললাম যদি দুটোর মধ্যে একটা কিনতে হয় এসি কিনুন। আমি এই শেড দেওয়ার পরও রুমে এসি লাগিয়েছি পরে, কিন্তু আমি শেড এবং এসি দুটোতেই খুশি, দুটোর গুরুত্ব দু'রকম।
বিকেলের দিকে যখন সূর্য মাথার উপর না থেকে পশ্চিম দিকে থাকবে তখন খুব সহজে সেটাই এর ভেতর থেকে ছাদে রোদ পড়বে এবং ছাদ গরম হবে।
@@Ronihowladar ekdike bolchen a.c. kinte abar bolchen apni dutoi korechen kichui mathamundu bujhlam na. Chader alada kore protection lage prothom sunlam. Ar jara chade shed laganna tader mathar upor ki chad bhenge pore Thik ache a.c. er moto thanda na hok bairer temperature er tibrotatao jodi kom korte na pare tahole apni kari kari taka khoroch kore eta banalen keno abar bolchen ac korechen khubi confusion. Laver luv ektai hoi joler tankta ektu hoito thanda thakte pare. Jaderi jiggasa kori chade shed dekhe je thik kotota ghar thanda korte pare bishesh kore eirokom churanto heatwave hoi tara bolte paren na noito tele begune jole othen apnar moto 🤣😃😅. A.c. o shed eksonge korar moto samorthoi ba kojoner ache
@@Ronihowladarer jhor hole shed er jonno chad er railing gulo venge jabe na? Mane bolte chaichi amphan er moto jodi khub boro jhor hoy?
35/15 Feet সুধু ঘড়ের চাল প্রফাইল দিতে কত লাগবে?
Vry gd information
Ektu janaben rain pipe ba slope pipe ki sqft er undere? Naki rain pipe upni kine diechen
Square bar gulo kon company er ?
TATA shakti
Very helpful video
দাদা ,আপনার ভিডিও অত্যন্ত ইনফরমেটিভ। শুধু শেডের নীচের লোহার পাইপ ও পিলারগুলি কত ইঞ্চি ও কত গেজের জানালে বিশেষ উপকার হয়।
JSW sheet kemon?
750 sqft roof shed korte motamuti kato kharoch habe ?
Tata tin ar jindal rod
1200 স্কয়ার ফিট এই টিনের সেড লাগাতে কি খরচা লাগে বলবেন প্লিজ
Ai vaba chada ghor banano jaba??
যাবে
Khub valo vdo
material carriage charge seperate dite hobe .
No, all included
আপনার কত sq ft er kaj hoyeche??
স্কোয়ার পাইপ এর থিকনেস টা জানাবেন
Koto korcha porlo?
আপনি জে খুটি গুলি dreel কোরে লাগালেন্ sefte hobe???
Seta to aamiyo vabchhilam, keno khuntir talay dhalai mashla dilo na?.
যেহেতু ওটা কনট্রাকে করা হয়েছিল ওরা ঢালাই মসলা দেয়নি, কিন্তু আমি পরে রাজমিস্ত্রি ডেকে চারিদিকে খুঁটিতে ঢালাই করিয়ে নিয়েছি। টিনের মিস্ত্রিরা এগুলো করতে পারবে না। ওরা কুটির সঙ্গে দেয়ালে লোহার বিট দিয়েছিল কিন্তু আমার মতে ঢালাই করিয়ে নেওয়া পরে আরো মজবুত হবে।
kintu dada sqft vary kre materials ki use hoo6e tar oppor
Ha , you are right..
Ami se kotha video te bolechi...
@@Ronihowladar ok dada thank you ,
Dada bristi porle chardike chite jabe na to?
সে ক্ষেত্রে তোমাকে চারিদিকে ঝালর দিতে হবে, যাতে হাওয়ায় বৃষ্টির ছাঁট না আসে।
Dada eta korar jonne ki permission lagbe corporation theke?
Haa
এখানে যে sq.ft , এর খরচ বললেন সেটা ছাদের মাপ না shade (slope সহ)এর মাপ?
khub e dorkari content...
proshno:
ami memari burdwan location e ei tatar kaj korate chai.
nije materials kine local mistri diye korano valo naki tata durashine er team k call kore taderke diyei kaj korano valo?
dhonnyobaad !
আপনি যখন মাল মেট্রিয়াল কিনে নিজের পছন্দমত করাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনার বেসিক নলেজ টা যখন চলে এসেছে, তখন একটা মিস্ত্রি ডেকে কাজটা করে নেওয়াই ভালো। কোম্পানির লোকেদের ডেকে করালে চার্জ অনেক বেশি নেয়। আপনি প্রাইস চেক করে দেখুন দেখবেন প্রাইসের অনেক ডিফারেন্স।
@@Ronihowladar হুম্ । ঠিক ই।
Thanks for d prompt reply.
Khubsundar balecho dada........
dada tumi kon. Jayga theke. Bolcho
Hooghly...
Thank you 😊
Dada gor kamon tanda tak6a aktu bolun
আগের থেকে গরম কমেছে, কিন্তু খুব গরমে টিনের সেট কাজ করে না, এর থেকে বরং বাজেট থাকলে এসি কিনুন, কিন্তু টিনের সেটের একাধিক উপকারিতা আছে। ছাদের লাইভ বাড়ে, ছাদ ঠান্ডা থাকে, বর্ষাকালে জল পরে ছাদ নষ্ট হয় না, জামা কাপড় শুকানো যায়, আমাদের জলের ট্যাংকিটাও সেডের তলায়।
485 sqft a koto porte pare?
We had terrace leakage problem...house built in 30*20 sqft We are planning to go with roofing sheets could u pls suggest some ideas.thank you
84000 taka porbe jindol ba bhusan ba jsw tin diya
এই রকম tin shed করে নিলে আর কি roof waterproofing paint এর প্রয়োজন আছে?
সাধারণত প্রয়োজন পড়ে না। তাও যদি দেন তাহলে আরো ঘর ঠান্ডা হবে। কিন্তু ছাদের সুরক্ষা সেড করবে
পাইপের মুখে প্লাস্টিক ঢাকনাগুলোর নাম কি ? 😮
150 taka sq feet jeta setai puro material cost included?
Yes..
দাদা আপনার দোকান কোথায় বলবেন,
Darun darun
25ft/15ft shade korate koto price porbe Total price ?
60 থেকে 65 হাজার টাকা খরচ হবে
current rate per square/ft koto?Amr 165 nyeche tata red bluescope
Price thik aache
Kto taka Squarfeet prlo?
Ar kom kora ta gala kaka contact korbo mana ki walding ar kaka ka bolla orai sob korbak ki
Dada apnara ki Assam ekoren
ভিডিওটি কলকাতার। আমি আপনাকে সাজেস্ট করব আপনার এলাকার লোকাল কোন মিস্ত্রিকে দিয়ে করান। সেট করানোর যা প্রাথমিক নলেজ দরকার তা আপনি ভিডিও থেকে পেয়ে গেছেন।
অনেক লোক বলছে ঝড়ে উড়ে যেতে পারে। আমার তো ১২ আনা ছাদ ঘিরতে দেড়লাখ গেছে সব নিয়ে
Darun khota nollen
Price ki rakam porbe?
Koto kore feet tin gulo ??
Dada er roof Thake shade er hight koto a6a/koto ta rhaka dorkar ek2 janaben
আমার যেহেতু ছাদের উপরে একটা চিলেকোঠার রুম আছে তাই আমার সেদের হাইট অনেকটাই বেশি হয়েছে, নয়তো মোটামুটি 6 feet enough...
পুরোটাই নির্ভর করছে ছাদের কন্ডিশন এর উপর
সেড দেয়ার পর ঘর কি আগের থেকে একটু ঠান্ডা হয়েছে ?
নিঃসন্দেহে ঘর ঠান্ডা হবে। এসি নিয়ে আগামী কয়েকদিনের ভিডিও গুলো ফলো করুন এতে আমি আরও ডিটেলসে বলেছি।
ফুট নিতে হবে সমস্ত কিছু মাল দিয়ে কত করে স্কয়ার ফুট নিতে হবে আমাকে একটু
Bhaia apnar pura bari ghurie dekhan
এতে গরমকালে ঘর কেমন ঠান্ডা হবে।
ছাদে যদি রোদ না আসে তাহলে রুম অনেকটা ঠান্ডা হয়। কিন্তু বাজেট থাকলে এসি কিনে নিন , সেটাও ভালো।
Koto saig choros pieb 1pieb koto ojon koto pieb tin lagich koto pies tin laglo Dam koto tin
Used Jindal 0.98mm sheet
Pipe pillar weak
Hight ta koto dada?
আমার পাশে একটা চিলেকোঠা ছিল তার সঙ্গে এডজাস্ট করে হাইড করা হয়েছে আপনি আপনার বিল্ডিং অনুযায়ী হাইড রাখবেন যাতে হাওয়া বাতাস চলাফেরা করতে পারে।
Sada rong er tin price ki ek hi hoi
Yes..
Ami ajke only 2 ta room non Tata diea normal tin diea sugesetion nilm 50000 lagbe bollo
Call your local mistri... Buy video is 2/3 year old .. current price is high
দাদা টাটা এর টিন বলে চিনার উপায় কি আছে যদি ঠকেয়ে দেয়
Tata bluescope লেখা থাকে।
টিনের মধ্যেই লেখা থাকে। ভিডিওর মধ্যেই আছে দেখুন ওরা লাগানোর আগে ওই প্লাস্টিকের কোটিং টা তুলে নিল।
What is the name and size of the white plastic cap on the iron pipe?
You can contact details about it to the head mistri.. Contact no in the description.. He knows better about it and he will help u..
Side gherar rate koto?
Sem rate 148
Eta ki bolte parben,700squre feet e Tata r product diye koto porbe
Tata tin diya 170 tata kore porbe
1.2 Lacs
Dada PVC pipe er rate ki including
Na OTA Party ke alada Kore pay Korte hobe
অনেকে দেয় অনেকে দেয় না, কাজ করানোর আগে ভালো করে এসব বলে নেবেন। আমার বলার ছিল পিভিসি পাইপ সবকিছু ইনক্লুডিং থাকবে।
Ei shade banate ki permission nite hoy municipality theke?
Haa
আচ্ছা আমার বাড়ির ছাদ ন্যাড়া। এখানে সেড করা কি যাবে পরার্মশ চাইছি।
Jabe...
দাদা কেমন আরেকটি ভিডিও দাও
Teen sheet gulo koto kore pcs ???
দাদা আমাদের কিছু কিনতে হয়নি সব ফুলকন্টাক্ট ছিল 150-160 per sq feet with tata teen...
@@Ronihowladar দাদা আমি Asian paints এর বাড়ি রং সম্বন্ধে ভিডিও বানাই please একটু promotion করে দাও
দাদার বাড়ি কোথায়?